08/05/2024
বিসমিল্লাহির রহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুুহু।
* যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।
🌛ঈদের সময় কাশ্মীর যাবো না তা কি হয়। তাই তো সবাইকে ভ্রমনের প্রশান্তি দিতে নিয়ে যেতে চাই পৃথিবীর বুকে ভূস্বর্গ বলা কাশ্মীরে।
কাশ্মীর ট্যুরের সকল রকম প্রস্তুতি এখন থেকেই আমরা নিয়ে নিয়েছি, যারা যেতে আগ্রহী অবশ্যই সবাই ভালো করে ডিটেইলস টা পড়ে আমাদের সাথে এই ট্যুরে অংশগ্রহণ করবেন। কারণ এটা হবে একদম রিলাক্স ট্রিপ। আর যদি কেও এয়ারেও এসে আমাদের সাথে কাশ্মীরে অংশগ্রহণ করতে চান সেটার ব্যাবস্থাও আমরা করে দিতে পারবো।
এই ট্যুরে বাজেট হচ্ছে যারা এয়ারে যাবেন :
শ্রীনগর টু শ্রীনগর ২১০০০ হাজার রুপি বা বাংলা টাকায় যা ২৯৫০০ টাকা। + বিমান ভাড়া যা হয় এটা এড করতে হবে ।
যারা বাই রোড আসবেন তাদের জন্য :
জম্মু টু জম্মু ২২০০০ রুপি বা বাংলা টাকায় ৩১০০০ টাকা। + আপনি জম্মু প্রযন্ত ট্রেনে আপনি যেই ভাবে আসতে পারেন।
✅৩/৪ শেরারিং জম্মু টু জম্মু ২২০০০ রুপি
✅৩/৪ শেরারিং শ্রীনগর টু শ্রীনগর ২১০০০ রুপি
✅কাপলদের জন্যে এক্সট্রা ২০০০ টাকা এড করতে হবে জন প্রতি ।
🔶ঢাকা থেকে বাই রোডে দিয়ে যারা আসবেন তাদের কে একটা পরিকল্পনা দেই আমাদের ট্যুর মেম্বার রা যেই ভাবে বাই রোড দিয়ে যাবে।
১১ এপ্রিল ➡️ ঢাকা টু কলকাতা ডাইরেক্ট বাস -
১২ এপ্রিল ➡️ কলকাতা নেমে ফ্রেশ রুম নিবো ফ্রেশ হয়ে সন্ধার ট্রেনে অমৃতসরের উদ্দেশে রওনা দিবো
১৩ এপ্রিল ➡️ সারা দিন ট্রেনে আড্ডা হবে
১৪ এপ্রিল ➡️ সকল ১০/১১ টায় ট্রেন থেকে নেমে ফ্রেশ রুম নিবো, সবাই একটু ফ্রেশ হয়ে বের হয়ে যাবো আপৃতশর ঘুরে দেখার জন্য। ঘুরে দেখবো গোল্ডেন টেম্পল ও বিখ্যাত ভারত ও পাকিস্তানের মিলিত ওয়াগা বর্ডারের প্রোগ্রাম। রাতের বাসে জম্মুর উদ্দেশে যাত্রা হবে।
১৫ এপ্রিল ➡️ ১৫ এপ্রিল সকাল বেলা জম্মু থেকে রিজার্ভ গাড়ি তে করে চলে যাবো সোজা শ্রীনগর। তারপর ১৬,১৭,১৮,১৯ এপ্রিল আমরা কাশ্মীর সুন্দর ভাবে ঘুরে দেখবো।
২০ এপ্রিল ➡️ সকল বেলা রিজার্ভ গাড়ি তে করে জম্মুর উদ্দেশে যাত্রা শুরু করবো এবং সন্ধ্যায় দিল্লির ট্রেনে করে ২১ এপ্রিল দিল্লি পৌঁছে যাবো ইনশাআল্লাহ।
নোট: যাদের তারা আছে তারা ফ্লাইটে করে দিল্লি থেকে এয়ারে চলে আসতে পারেন।
🔶আর যারা অতিরিক্ত থাকবেন তাদের অতিরিক্ত যা খরচ হয় সেটা নিজেরাই বেয়ার করবেন, দিল্লি থাকতে চাইলে তারা ১ বা ২ দিন দিল্লি ঘুরে ফ্লাইটে দিল্লি থেকে ঢাকার রওনা দিতে পারেন।
বাই রোডে জম্মু টু জম্মু আমাদের প্যাকেজ বাদে মোটামুটি ২১০০০ টাকা আরো খরচ হবে টোটাল ২১০০০+ প্যাকেজ ৩১০০০ : ৫২
০০০ টাকা খরচ হবে।
#ট্যুর_বাজেটঃ
⏩✈️এয়ারে, এয়ার ফেয়ার বাদ দিয়ে শ্রীনগর থেকে শ্রীনগর ল্যান্ড প্যাকেজ :
এই ঈদের ছুটিতে কাশ্মীর ট্যুরের বিস্তারিত দেখে নিন।
🔘 ১৫ এপ্রিল দিন ১ - রাত ১ : বাই রোডে যারা আসবেন সকালে জাম্মু নেমে শ্রীনগরের উদ্দেশে যাত্রা। রাতে শ্রীনগর থাকবো ইনশাআল্লাহ।
যারা বাই এয়ারে আসবেন তারাও ১৫ এপ্রিল শ্রীনগর চলে আসবেন।
🥣খাবার : ( সকলের ও রাতের খাবার)
🔘১৬ এপ্রিল দিন ২- রাত ২ : সোনামার্গ ঘুরে এসে রাতে শ্রীনগর থাকবো ইনশাআল্লাহ।
🥣খাবার : ( সকলের ও রাতের খাবার)
🔘১৭ এপ্রিল দিন ৩ - রাত ৩ : সকলের নাস্তা করেই চলে যাবো পাহেলগাম , হোটেলে উঠে চলে যাবো মিনি সুইজারল্যান্ড বলা " বাইসারান ভ্যালি" তে। ঘুরে এসে রাতে হোটেলে থাকবো পেহেলগামে।
🥣খাবার : ( সকলের ও রাতের খাবার)
🔘১৮ এপ্রিল দিন ৪ - রাত ৪ : সকালে উঠে আমরা পেহেলগামের ইউনিয়ন রিজার্ভ গাড়ি নিয়ে চলে যাবো পাহেলগামের আরো আকর্ষণীয় কিছু স্পটে । যেমন - বেতাব ভ্যালি , আরু ভ্যালি । এই গুলো ঘুরে আমরা শ্রীনগরের উদ্দেশে যাত্রা করবো। রাতে হাউজ বোটে থাকবো ইনশাআল্লাহ্।
🥣খাবার ( সকলের নাস্তা ও রাতের খাবার )
🔘১৯ এপ্রিল দিন ৫ - রাত ৫ : হাউজবোট থেকে চেক আউট করে আমরা শ্রীনগর হোটেলে ব্যাগ রেখে চলে যাবো গুলমার্গ ভ্রমণে। রাতে এসে হোটেলে থাকবো ইনশাআল্লাহ।
🥣খাবার : ( সকলের নাস্তা ও রাতের খাবার)
🔘২০ এপ্রিল দিন ৬ - রাত ৬ : সকালের নাস্তা করে আমরা জম্মুর উদ্দেশে রওনা করবো ইনশাআল্লাহ। যারা এয়ারে যাবেন তাদের কে এয়ারপোর্ট এ নামিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
🥣খাবার : (সকলের নাস্তা)
✅ যা যা থাকবে এই টাকা তে :
১. জম্মু থেকে রিজার্ভ গাড়ি তে শ্রীনগর যাওয়া ও আশা।
২. জম্মু - কাশ্মীর মিলে থাকছে সকালের নাস্তা ও রাতের ডিনার।
৩. জম্মু - শ্রীনগর-জম্মু (৮ সিটার কার বা ১৩ সিটার টেম্পু ট্রাভেলার্স)
৪. কাশ্মীরের সকল হোটেল খরচ
৫. সকল প্রকার টোলের খরচ এবং গাইড ফি
৬ . শিকারা রাইড ১ ঘণ্টা আমাদের পক্ষ থেকে।
৭. শ্রীনগরে মুঘোল গার্ডেন গুলো ঘুরে দেখার জন্য এন্ট্রি টিকেট।
❌ যা যা থাকছে না:
১. বিভিন্ন রকম রাইড, যেমন ঘোড়া রাইড, ক্যাবল কার রাইড এই রকম বা পেহেলগামের ইউনিয়ন গাড়ি। এই গুলো পারসোনাল খরচ।
২. ট্রাভেল ট্যাক্স ও ভিসা ফি
৩. শপিং ও নিজের যে কোনো পারসোনাল খরচ।
৪. বরফের রাইডিং ড্রেস ও বুট
৫. জম্মু ও কাশ্মীরে দুপুরের খাবার।
⭕এই ব্যাপার গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে :
✅কেও এয়ারে করে ফ্যামিলি নিয়ে যেতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। কাপল, নিউ মেরিড কাপল, স্টুডেন্ট সবাই যেতে পারবেন।
✅ যারা বাই রোডে বা এয়ারে আসবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনি দেরি করে কনফার্ম করেন সেই ক্ষেত্রে ট্রেনের টিকেট না পাবার সুযোগ কম থাকে সাথে করে এয়ার টিকেটের খরচ ও বারে যাবে।
অবশ্যই এই ট্যুরে কনফার্ম তাদের কেই করা হবে যারা অগ্রিম বুকিং ফাইনাল করবেন ।
✅যারা যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের দ্রুত জানাবেন এবং অগ্রিম পেমেন্ট করতে হবে ১০০০০ টাকা। এটা বুকিং মানি অফেরতযোগ্য। বাকি টাকা ট্রিপের যাবার আগেই কনফার্ম করে দিতে হবে।
গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে:
⭐যারা যেতে ইচ্ছুক সাথে অবশ্যই কিছু ঠান্ডার মেডিসিন ও কাপড় নিয়ে নিবেন।
💵💴======বুকিং পলিসি======
✅১০০০০/- টাকা বুকিং মানী ( অফেরত যোগ্য ) দিয়ে আপনার বুকিং নিশ্চিত করুন।
✅কারো ভিসা করা না থাকলে প্রাথমিক ১০০০/- বুকিং মানী দিয়ে ভিসা প্রসেসিং শুরু করে দিন। বিকাশে পেমেন্ট করলে খরচ সহ ১০২০৳ দিতে হবে।
ভিসা হওয়ার পর বাকি বুকিং মানী দিতে হবে ৯০০০ টাকা।
আপনি পেমেন্ট চাইলে অফিসে এসে করতে পারেন, বা বিকাশে দিতে পারেন অথবা আমাদের ব্যাংক একাউন্টে পেমেন্ট করতে পারেন।
⭕◘ জরুরী নোটঃ
*কোন রকম আইন বিরোধী কাজে সম্প্রিক্ত থাকা যাবেনা।
*নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন কাজ কোনভাবেই করা যাবেনা।
*সমালোচনা বা মজা করতে গিয়ে কাঊকে ব্যাক্তিগত আক্রমণ করা যাবেনা। পরিবেশ নস্ট হয় এমন কোন কাজ করাযাবেনা।
*ভ্রমণ চলাকালীন কোন সমস্যা হতে পারে, তা মেনে নিয়েই সবার সাথে আলোচনা করে সামনে এগিয়ে যেতে হবে।
# Travel Touch Holidays