26/06/2023
ট্রাভেল এলার্টঃ (অতিব জরুরী)
যে সকল যাত্রী 26 জুনের পূর্বে এয়ারটিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেইসকল যাত্রীদের, বাংলাদেশ সরকারের নতূন বাজেট এর সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ট্রাভেল ট্যাক্স এর টাকা নির্দিস্ট যাত্রার দিন এয়ারলাইন্স এর কাউন্টার এ ক্যাশ জমা দিতে হবে। সুতরাং যাত্রীদের এই সংশ্লিস্ট ট্যাক্স এর বর্ধিত এমাউন্ট আপনার এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্ট থেকে যাত্রার পূর্বেই জেনে নিবেন।