Ashiknama

Ashiknama Ashiknama is Ashik's SOlo Travel Vlog blog And Images. ( / Are you there? )

07/01/2023

I was going through a condition named manic phase of bipolar.
I feel sorry for the irreparable damage I made to the people around me.
I apologize from the deepest core of my heart.

I've been fighting bipolar for last 12 years,
I stopped taking medicine on my own and kept denying it saying I'm better off with them.

But last experience was a huge downfall to my carrier and I can't afford anymore smash like this,
So I decided to take medicine till I die (since the disease is not totally curable)

I humbly request to convey this messages to those who are not in my list and let them know that I begged forgiveness from the deepest core of my heart.

PS: You can watch the movie "Infinitely Polarbear" to get a scenario of a Bipolar patient.

Thanks for your patience reading.

27/06/2022
24/06/2022

প্রথম কমেন্টে আসমা ম্যাডামের ছবি দিব,
সে আমার করা মামলার চার নাম্বার আসামী।
হিজাবী এই মহিলার চেহারা দেখে আপনারা মনেই করতে পারেন সে ভাজা মাছটাও উলটে খেতে পারে না।

কিন্তু ছাত্রদের কাছে সস্তা পপুলারিটি পেতে
একাডেমিক আলোচনা বাদ দিয়ে তিনি ক্লাসরুমে অন্য শিক্ষকের নামে কিভাবে গীবত করে,
কীভাবে সরকার বিরোধী উস্কানীমূলক বক্তব্য দেয় আপনারা নিজ কানে শুনুন।

সে আমার অনেক ক্ষতি করছে,
আমি আওয়ামীলীগ এলাকার লোক,
কই তাকে তো গোপালগঞ্জে কবরে শুইয়ে দেয়া হয় নি।
আসলে তার কাজই এভাবে মিথ্যা গুজব রটিয়ে ছাত্রদের উষ্কে দেয়া।

তার ঊষ্কানিতেই সম্পদ কমেন্টে ম্যাসেজে আমার ক্ষতি করতে চাইছ,
কেউ আমাকে হত্যা করতে বাইকের ইঞ্জিনে নাট বল্টু ঢুকিয়ে দিয়েছে।

আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

21/06/2022

এত রাতে সাইকেল চালিয়ে বাসায় যেতে কষ্ট হচ্ছিল,
বাসের হেল্পারকে বললাম,
দয়ালু হেল্পার রাজি হল।❤️

বাসের এক যাত্রী বলল জীবনে প্রথম বাসে সাইকেল দেখলাম।

আমি যাত্রীর দিকে তাকিয়ে বললাম,
জীবনে অনেক কিছুই দেখেন নি,
সবুজ দাড়ি দেখছেন জীবনে,
এই দেখেন আমার সবুজ দাড়ি।
🥴

21/06/2022

খুব অর্থকষ্টে আছি,
ভাত খাওয়া তো দূরের কথা,
বিষ খাওয়ারও টাকা নাই,
তাই প্রিয় হেলমেটটা নিলামে তোলার সিদ্ধান্ত নিলাম।
আগ্রহী ক্রেতারা কমেন্টে দাম জানাবেন প্লীজ।

18/06/2022

Thank you Wafa for filming a video of Ashiknama.

This is BrishtiBilash by Ashiknama.

It was filmed in Gloria Jean's Coffees Bangladesh.
❤️

This video will be named pluviophile..

18/06/2022

Thank you Halda Valley Tea Lounge for the complementary Green Tea...
It was really amazing..
,❤️

17/06/2022

বৃষ্টি বিলাস ফ্রম Ashiknama 's Office

15/06/2022

Happy Birthday to Sylhet Cadet College from Ashiknama.

Sorry for being late,
I squeezed my busy schedule to make this video as a token of appreciation.
Take my love beloved alma mater...

For better quality click my youtube channel-

https://youtu.be/lrxw0XuZcIY

NB: Made it hurriedly to upload before 12am..
Please don't mind my mistakes..

নাটক: মাংকি ট্রায়াল বাতিঘরের নতুন নাটক ’’মাংকি ট্রায়াল’’ (৫ম মঞ্চায়ন) মূল: জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি।মঞ্চরুপ ও নির্...
14/06/2022

নাটক: মাংকি ট্রায়াল
বাতিঘরের নতুন নাটক ’’মাংকি ট্রায়াল’’ (৫ম মঞ্চায়ন)

মূল: জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি।
মঞ্চরুপ ও নির্দেশনা: মুক্তনীল।

নাটকের সারসংক্ষেপঃ-
গল্পটি মূলত ১৯২৫ সালের, আমেরিকার বহুল আলোচিত 'স্কোপস মাংকি ট্রায়াল' এর ঘটনা অবলম্বনে। যেখানে একজন নিরীহ স্কুল শিক্ষক স্কুলের ক্লাসে বিজ্ঞান শিক্ষা দিতে গিয়ে বিবর্তনবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডার‌উইনের থিউরি নিয়ে আলোচনা করেন, যার দরুন তাকে বাটলার আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং তৎকালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার দায়ে জেলখানায় বন্দী করা হয় একজন বিজ্ঞান শিক্ষককে।
সারা বিশ্বের গনমাধ্যমে এই খবরটি প্রকাশিত হলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয় এই মামলাটি এবং আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা করে।

ঠিক একই রকম একটি ঘটনা ঘটে এই বছর মার্চ মাসে মুন্সিগঞ্জের হৃদয় কৃষ্ণ মন্ডলের সাথে।
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চস্বর ইউনিয়নের বিনোদপুর রামকুমার হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল গ্রেপ্তার হন ধর্ম অবমাননার অপরাধে বিজ্ঞান নিয়ে কথা বলে।

এসব অনেক প্রথার চর্চা অনেক প্রাচীন,
১৬৩৩ সালে ইতালির জ্যোতির্বিজ্ঞানি গ্যালিলিওকে ততকালীন চার্চের পাদ্রিরা বিচারের কাঠগড়ায় দাড় করায় পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে বলার জন্যে,
কেননা তখন পাদ্রিরা বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে।

আজ বলেন,
কে কার চারপাশে ঘুরে।

স্রোতের বিপরীতে কথা বলার জন্যে আমিও হয়ত একদিন চৌদ্দসিকের ভিতর ঢুকব।

কিন্তু Galileo Galilei এর মত Ashiknamaও বলে যাবে-
E pur si muove
("Yet it moves")
❤️

14/06/2022

Why you should prefer Gloria Jean's Coffees Bangladesh over North End Coffee Roasters..

14/06/2022

Why Gloria Jean's Coffees Bangladesh is far far better than North End Coffee Roasters.
😌

দক্ষিন কেরাণীগঞ্জ থানার সাবেক ওসি,বর্তমান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আংকেলের উপর এমন ন্যাক্ক...
11/06/2022

দক্ষিন কেরাণীগঞ্জ থানার সাবেক ওসি,
বর্তমান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আংকেলের উপর এমন ন্যাক্কারজনক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দ্রুত দোষীদের খুজে বের করে শাস্তির আওয়াতায় আনার দাবী জানাচ্ছি।

যেইসব দাড়িটুপিওয়ালারা কাজটা করছ,
তোমার ধর্ম তোমাকে এই শিক্ষা দিছে?
তোমাদের কর্মকান্ডে সমস্ত দাড়িটুপিওয়ালাদের প্রতি ঘৃণা জন্মাবে মানুষের মনে।
নবীর সুন্নত পালনকারীদের দেখলে মানুষ এখন ভয় পাবে,
এই কী প্রিয় নবীর শিক্ষা ছিল?

কিছু বলার নেই,
আমি ভাষা হারায় ফেলছি।

ধীক্কার সেই মুসল্লীদের যারা আংকেলের গায়ে হাত তুলেছে।

মুভি রিভিউ ২ঃ গত ১০ জুন ২০২২ তারিখে আমি ফার্মগেটস্থ আনন্দ সিনেমা হল, (যা সম্ভবত এখন ছন্দ সিনেমা হল নামে পরিচালিত হচ্ছে) ...
11/06/2022

মুভি রিভিউ ২ঃ

গত ১০ জুন ২০২২ তারিখে আমি ফার্মগেটস্থ আনন্দ সিনেমা হল,
(যা সম্ভবত এখন ছন্দ সিনেমা হল নামে পরিচালিত হচ্ছে) এ যেয়ে বিক্ষোভ সিনেমাটি উপভোগ করি।

বিক্ষোভ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি,শাপলা মিডিয়া ব্যানারে।

প্রযোজনা করেছেন সেলিম খান।

চলচ্চিত্রটি নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের ছাত্র আন্দোলনের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সত্যি বলতে হলের স্ক্রীনের অবস্থা সুবিধাজনক নয়,
খুবই ঝাপসা।

৭০ টাকার টিকিট ১০০ টাকায় বিক্রি করে এমন ঝাপসা স্ক্রীন দেখানোর কোন মানে হয় না।

সিনেমার কাহিনী হইল শান্তর বন্ধু জামশেদ সড়ক দুর্ঘটনায় মারা যায়।
জামশেদের বাবা শান্তসহ অন্যান্য ছাত্রছাত্রীদের কলেজে আসতে নিষেধ করে যেন তারাও লাশ হয়ে ঘরে না ফিরে।

এতে শান্তর রক্ত টগবগিয়ে ফুটে উঠে এবং সে রাজপথে আন্দোলন শুরু করে,

সেই আন্দোলনে ঘি ঢালে সেই কলেজেরই শিক্ষক Afry Zahan চরিত্রে অভিনয়শিল্পী Srabanti Chatterjee.

আন্দলন যখন তুঙ্গে তখন বিরোধীদলীয় DJP (Desh Janata Party) নেতারা সেই আন্দোলনের উত্তাপে নিজেদের ডিম ভেজে খেতে চায়৷

অর্থাৎ সেই আন্দলোনকে পূজি করে সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলতে চায়।
সেই জন্যে তারা ছাত্র শান্ত, শিক্ষাকা শ্রাবন্তীকে অনেক মূলামূলি করে।

সেখানে ছাত্র শান্ত একাই ফাইট করে তার ম্যাডাম আফ্রি জাহানকে বাচায় আনে।

কি আর বলব ভাই,
শান্ত চরিত্রটা আমারে দিলে আমার জীবন ধন্য হয়ে যাইত৷

আফ্রি জাহানের মত একটা ম্যাডাম ছাত্রজীবনে পাইলাম না এই আফসোস আমার চিরজীবন রয়ে যাবে।

দেশ জনতা পার্টির Malik Pradhan, Azgor চরিত্রে যথাক্রমে Rahul Dev এবং Rajatabha Dutta এর অভিনয় সত্যিই প্রসংশনীয়।

এ ছাড়া অমিত হাসান, দেলওয়ার হোসেন চুন্নু,চন্দন চৌধুরীর অভিনয়ও ছিল সুন্দর।

সিনেমায় দূর্ঘটনা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে।

সিনেমার এক অংশে আইটেম গানে আমার প্রিয় শিল্পি Sunny Leone কেও এক ঝলক দেখা যায়।

সিনেমায় গান আর ফাইটিং আরেট্টু কম হইলে ভাল লাগত।

সব মিলায়ে খারাপ ছিল না।

PS:
ঐ হলেই বিক্ষোভের পাশাপাশি আরেকটা সিনেমা চলতেছিল,
নাম আজকের তাজা খবর।

আজকের তাজা খবর সিনেমার পোস্টার কমেন্টে দিচ্ছি,
মজার ব্যাপার হল সব পোস্টারের নির্দিষ্ট একটা জায়গায় সাদা একটা স্টিকার লাগানো ছিল।

কেন স্টিকার লাগাইছে সেই উত্তর আমার কাছে নেই,
কেউ জানলে জানাবেন। 🥴

আমি এই সিনেমা দেখি নাই,
দেখার শখও নাই,
কেউ দেখলে এই পোস্টের কমেন্টে রিভিউ দিয়েন।
🥴

11/06/2022

মুভি রিভিউ১ঃ

গত ৮ জুন ২০২২ তারিখে আজাদ সিনেমা হল, সদরঘাটএ আমি বাহার উদ্দিন মানিক পরিচালিত নূরা পাগলা সিনেমাটি দেখি।

সিনেমার একটি গান Defy এর গাজার নৌকা পাহাড়তলী যায়ের সুর নকল করে নির্মিত।

সিনেমাটা খুবই রগরগে,
কিছুক্ষণ পর পর নায়ক নায়িকা লাস্যময়ী কাপড় পড়ে দাপাদাপি করে।

সেই দাপাদাপি দেখে আমি আগে কি দেখছিলাম সেই কাহিনী ভুলে যাই।

তাই এই সিনেমার রিভিউ এতটুকুই।

09/06/2022

Met Aapon apu at concert,
Her smile and free spirit along with her kindness touched me.

And the dance, O MY GWAD.... ❤️

09/06/2022

এই গানটা আমাকে ২০০৭ এ নিয়ে যায়।

09/06/2022

একটি বৃষ্টিস্নাত দিন।

Official Adress Stone of AshiknamaThis will be placed outside the house in Keraniganj. Thanks Brother's Art Gallery for ...
08/06/2022

Official Adress Stone of Ashiknama
This will be placed outside the house in Keraniganj.

Thanks Brother's Art Gallery for making this up so perfectly just the way I wanted it..

06/06/2022

আইনজীবী, বাদী ও সাক্ষীদের সুরক্ষায় অবিলম্বে আইন প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন বলে আমি মনে করি।

Start a day with lemon freshness, Nothing like real lemon freshness, Freshness that goes all day long,Keya Super Lemon s...
05/06/2022

Start a day with lemon freshness,
Nothing like real lemon freshness,
Freshness that goes all day long,
Keya Super Lemon soap,
Freshness that goes all day long..

https://youtu.be/oeys0vo-coY

Remember anything?
There were a time when there was no smartphones or any other means of entertainment.
Middle class families like us had to rely on BTV (The only government owned television network for Bangladesh broadcasted of free all over the country)
And the programmes were really enjoyable,
We used to watch those with family members..
Hell the advertisements were also piece of art.
Can you remeber advertisements of Keya Cosmetics product ad,
Pakiza Sharee?

Well,
Meet Sadia islam mou,
Whom I used to see on TV Screen when I was just a kid of two years.

It was an honor for me to meet her all on a sudden,
She was very kind and generous in person.

I feel lucky to have a photo with her.

04/06/2022

অবিলম্বে কাপ্তানবাজারের নাম পাল্টে মুরগীবাজার রাখার জোর দাবী জানাচ্ছি।

Meet dear brother Sultan and Yousuf,Ashiknama  's fan from Oman...
30/05/2022

Meet dear brother Sultan and Yousuf,
Ashiknama 's fan from Oman...

Meet Hamed Shala Sagoba,Ashiknama  's fan from Mali.
30/05/2022

Meet Hamed Shala Sagoba,
Ashiknama 's fan from Mali.

Let's Spread Some Positiveity.হান্নান স্যারকে নিয়ে দুই লাইন সত্যি কথা লিখার পর থেকে স্যার আমার ফোনই ধরেন না,স্যার আমার র...
30/05/2022

Let's Spread Some Positiveity.

হান্নান স্যারকে নিয়ে দুই লাইন সত্যি কথা লিখার পর থেকে স্যার আমার ফোনই ধরেন না,
স্যার আমার রিসার্চ সুপারভাইজার,
আমি জানি না আমি কিভাবে স্যারের আন্ডারে কাজ করব।

অথচ,
সবচেয়ে বেশী বলছি চন্দন স্যারকে নিয়ে,
একটা রেফারেন্স লেটার প্রয়োজন ছিল আমার।

আজ ৯ঃ৫৫ ঘটিকায় স্যারকে ফোন দিয়ে জানাই,
মাত্র দুই ঘন্টার মধ্যে ১২ঃ০৯ ঘটিকায় স্যার আমাকে রেফারেন্স লেটারটি দেয়।

আমি প্রফেসর আ ন ম ওয়াহিদ স্যারের কাছে রেফারেন্স লেটারটির জন্যে চিরকৃতজ্ঞ থাকব।

আমি শুধু বদনামই করি না ভাই,
ভাল কে ভাল খারাপকে খারাপ,
কালো কে কালো সাদাকে সাদা বলার সৎ সাহস আমার মধ্যে আছে।

29/05/2022



রাবির মাদার বক্স হলের টিভি রুমে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর সামান্য হাতাহাতি হয়েছে।

হাতাহাতির একজন হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি কাজল অন্যজন রাবি সংবাদ সমিতির সদস্য।

বুঝতেছেন ব্যাপারটা?
পুলিশ/ছাত্রলীগের ছেলেরা কোথাও দাঁড়ায় পেষাব করলেও সাংবাদিকরা সেটা নিউজ বানায়,
কারণ পাবলিক খায়।

আর এখানে তো হাতাহাতি হইছে,
সিগারেটকে বানাইছে মাদক।

আমার দুই সাংবাদিক ছোটভাই নিয়মিত গাজা সেবন করে যতদূর জানি।
এ নিয়ে আমার কোন অভিযোগ নেই।

কষ্টটা তখন লাগে,
যখন দেখি হলুদ সাংবাদিকতার ক্ষমতার দাপট দেখিয়ে সিগারেটকে গাজা বানিয়ে তুচ্ছ ঘটনাকে বিরাট বানিয়ে উপস্থাপন করে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করে তারাই।

অথচ,
জামাত শিবির পন্থী শিক্ষকদের নামে সত্যি কথা বলায় আমাকে হত্যাচেষ্টা করা হইছে,
এই কথা আমি সাতটা দপ্তরে চিঠি দিয়ে জানাইছি,

তিনজন সাংবাদিককে ইনবক্স করে জানাইছি,
কেউ কোন সংবাদ করেনি।

করবেই বা কেন?
আমি তো সংবাদ সমিতির সদস্যও না,
শিবিরেরও রাজনীতি করি না।

রাবি ক্যাম্পাসের শিবিরের ভূত ছাড়ে নাই,
আর কোনদিন ছাড়বে বলেও মনে হয় না।

আর ছাত্রলীগের ভাই বন্ধুদের বলি,
প্রশাসন দ্বারা ব্যাবহৃত হইয়েন না,
রাজনীতি করেন সাধারণ ছাত্রদের স্বার্থে,
ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর কথা বলেন,
সান্ধ্য আইন বাতিলের কথা বলেন,
গরীব শিক্ষার্থীদের বৃত্তির কথা বলেন,
নতুন হলের কথা বলেন,
হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কথা বলেন,
শিক্ষকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলেন,
নিজেকে মুজিবসেনা মানলে,
ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সাধারন ছাত্রর উপর প্রশাসনের প্রহসনের বিরুদ্ধে কথা বলেন,
আপনারা তো ভিসির সৈনিক না,
মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড,
ভিসি তো দুইদিনের অতিথি,
সে অন্যায় করলে মেয়রকে বলে কিংবা নেত্রীকে বলে ভিসি বদলায় ফেলার রাজনীতি করেন ভাই বন্ধু৷
বঙ্গবন্ধু তাই চেয়েছিলেন।

নইলে এই হলুদ সাংবাদিকদের মিডিয়া ট্রায়ালের স্বীকার হয়ে যাবেন,
মাঝে মাঝে বাতাস বেশী জোরে বইলে দেখবেন যেই ভিসির দ্বারা ব্যাবহৃত হইলেন,
সেই পল্টি মেরে আপনাকে ছুড়ে নর্দমায় ফেলে দিবে।

এই ঘটনার শেষ কি হয় দেখার অপেক্ষায়।

Meet the Steiners from Newzealand,The very first foreign followers of Ashiknama... Don't forget to support their youtube...
28/05/2022

Meet the Steiners from Newzealand,
The very first foreign followers of Ashiknama...
Don't forget to support their youtube channel named
"away with the Steinrs"

Address

Ekuria Tilabari
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ashiknama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashiknama:

Videos

Share

Category