Reazul raider and travelling

Reazul  raider and travelling travelling is part our life.any kind of tour you thinking or planing call us.

14/09/2023

আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ ৯ম বার্ষিক ক্যাম্প ও ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৩ সীতাকুণ্ড(অ্যাডভেঞ্চার-চন্দ্রনাথ পাহাড়,হাইকিং-খৈয়াছড়া ঝর্ণা,ভ্রমণ-গুলিয়াখালী সমুদ্র সৈকত) এ ১২ অক্টোবর হতে ১৪ অক্টোবর ২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত হবে।

রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ৩০/০৯/২০২৩ ইং

02/09/2023

- বাংলাদেশর এই জায়গুলিতে গিয়েছেন কি?
আমি মাত্র এগুলো জায়গায় গিয়েছি। আর আপনি? দেখা যাক কতজন কতোটা জায়গায় গিয়েছি?

১. সাজেক
২. বিরিশিরি
৩. রিসাং ঝর্ণা
৪. তারেং
৫. আলুটীলা
৬. বিছানাকান্দি
৭. রাতারগুল
৮. জাফলং
৯. লালখাল
১০.ঝুলন্ত ব্রিজ রাঙামাটি
১১. সাদাপাথর
১২. শ্রীমঙ্গল চা বাগান
১৩. মাধবকুন্ডু
১৪. মাধবপুর লেক
১৫. লাওয়াছড়া
১৬. হাম হাম ঝর্ণা
১৭. চন্দ্রনাথ পাহাড়
১৮. নাপিত্তিছড়া ট্রেইল
১৯. খৈয়াছড়া
২০. কমলদহ ট্রেইল
২১. সোনাইছড়ি ট্রেইল
২২. সুপ্তধারা, সহস্রধারা
২৩. বাশবাড়িয়া
২৪. কুমিরা সি বিচ
২৫. সন্দিপ
২৬. কুয়াকাটা
২৭. নিঝুম দ্বীপ
২৮. চরফেশন
২৯. নাটোরে গণভবন
৩০. বগালেক
৩১. ধুমনীঘাট
৩২. বারিক্কা টিলা
৩৩. টাংগুয়ার হাওর
৩৪. শিমুল বাগান
৩৫. টেকেরঘাট
৩৬. নিলাদ্রি লেক
৩৭. কাপ্তাই লেক
৩৮. দুপ্পানি ঝর্ণা
৩৯. গাছকাটা ঝর্ণা
৪০. ণকাটা ঝর্ণা
৪১. দুমলং
৪২. পতেংগা সি বিচ
৪৩. নারিকেল সি বিচ
৪৪. মহেশখালি
৪৫. সেইন্ট মার্টিন
৪৬. সোনারগাও
৪৭. মৈনট ঘাট
৪৮. মাওয়া ঘাট
৪৯. আড়িয়াল বিল
৫০. নীলগিরি
৫১. নিলাচল
৫২. স্বর্ম্মন্দির
৫৩. মেঘলা
৫৪. অমিয়াখুম জলপ্রপাত
৫৫. আলীকদম গুহা
৫৬. কেওক্রাডং
৫৭. জাদিপাই ঝর্ণা
৫৮. চিম্বুক পাহাড়
৫৯. দামতুয়া ঝর্ণা
৬০. তিনাপ সাইতার
৬১. নাফাখুম
৬২. নাইক্ষংমুখ
৬৩. সাতভাইখুম
৬৪. ভেলাখুম
৬৫. দেবতাখুম
৬৬. মহামায়া লেক ক্যাম্প
৬৭. গুলিয়াখালি
৬৮. ক্রিস তং
৬৯. সাকাহাফং
৭০. জোতলং
৭১. যোগী হাফং
৭২. তাজিংডং
৭৩. ডিম পাহাড়
৭৪. তলাবং ঝর্ণা
৭৫. রেমাক্রি
৭৬. সুন্দরবান
৭৭. কক্সবাজার
৭৮. সোয়াচ অফ নো গ্রাউন্ড
৭৯. হরিংঘাট
৮০. বগাকাইন হ্রদ
৮১. আলুটিলা
৮২. রিজার্ভ ফলস
৮৩. নিকলী হাওর
৮৪. ঢিবির হাওর
৮৫. কালাপাহাড়
৮৬. মারায়ন্তং
৮৭. দেবতাপুকুর
৮৮. হাজাছরা ঝর্ণা
৮৯. লালনের কুঠিবাড়ি
৯০. রবীন্দ্র কুঠিবাড়ি
৯১. মন্টু মিয়ার বাগানবাড়ী
৯২. ষাট গম্বুজ মসজিদ
৯৩. মুজিবনগর
৯৪. কান্তজিউ মন্দির
৯৫. পদ্মা সেতু
৯৬. ধনবাড়ি শাহী মসজিদ
৯৭. রাজবন বিহার
৯৮. লাওয়াছড়া
৯৯. হামহাম
১০০. মহেশখালী
১০১.পান ছড়ি
১০২. মহাস্থানগড়
১০৩. শাহজালাল,
১০৪. শাহপরান
১০৫. বাইজিদ বোস্তামী
১০৬.মাইজভান্ডারী
১০৭. চরমোনাই
১০৮. দীঘিনালা

আগামীকাল ১৭ আগষ্ট  সফর হতে পারে ট্রেনে সীতাকুণ্ড এক রাত দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার ⛰️🚇যেতে আগ্রহী থাকলে অবশ্যই যোগায...
16/08/2023

আগামীকাল ১৭ আগষ্ট সফর হতে পারে ট্রেনে সীতাকুণ্ড এক রাত দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার ⛰️🚇যেতে আগ্রহী থাকলে অবশ্যই যোগাযোগ করুন।
Reazul raider and travelling

08/07/2023

হাওর মেলে নিকলী দোলা,
ভাসে নাহি তার ঝোলা।
চলে যায় সে বিহ্বল পথে,
আসে নাই তার উপহার ফলে।

06/07/2023

আমার আমি সে এক অচেনা গল্প। কোথায় চলছি আজ কোন পথে জানিনা। কত ব্যস্ততা শত কিছু, কত রং বদলানো ক্ষণ। কত মানুষের ভীড়, কত মুখ কত চেনা, কত আপন। কত প্রান্তরে ছুটে চলি কত পথ পেরিয়ে যাই, কত সাগর পেরিয়ে ভাসি স্রোতে। আশা নিরাশার কত গল্প শুনি। চোখ ধাঁধাঁনো কত স্বপ্ন, কত ভ্রম মধূময় পূর্ণিমা, কত চেনা স্মৃতি। কত নীল কত আধাঁর কত শত ভুল। দিক দিগন্ত কত ছুটা কত মানুষের ভীড়, কত মুখ খুজেঁ ফিরি তবুও দেখিনা কোন পথে কোথায় আছ আমি, জানিনা...।

03/07/2023

মন বসে না শহরে 🤟

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নিচে দেয়া আছে।সবার জন্য সহযোগিতা হবে❤️
11/04/2023

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নিচে দেয়া আছে।
সবার জন্য সহযোগিতা হবে❤️

নবনির্মিত বান্দরবান বিশ্ববিদ্যালয়পাহাড় আর পড়াশোনা 😍
26/03/2023

নবনির্মিত বান্দরবান বিশ্ববিদ্যালয়
পাহাড় আর পড়াশোনা 😍

10/01/2023

তবুও আমরা বাইক ভালো বাসি🥀❤️

26/12/2022

৮ম বার্ষিক গ্রুপ ক্যাম্প ২০২৩🥰 যারা এখনো রেজিষ্ট্রেশন করেন নি, দ্রুত রেজিষ্ট্রেশন করে নিন।
রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ ০৫/০১/২০২৩
ইনশাআল্লাহ ।☺️
রেজিষ্ট্রেশন ফি ১০০০/- টাকা

💖

19/10/2022

ইচ্ছে সব সময় বাস্তব রূপ ধারণ করে না 😔

কার কি অবস্থা ফলাফল এর?
12/10/2022

কার কি অবস্থা ফলাফল এর?

বয়স তো সংখ্যা মাত্র।সখ এবং ঘুরে বেড়ানোর কোন নির্দিষ্ট বয়স নেইবেঁচে থাকুক সকল বন্ধুত্ব ❤️
09/10/2022

বয়স তো সংখ্যা মাত্র।
সখ এবং ঘুরে বেড়ানোর কোন নির্দিষ্ট বয়স নেই
বেঁচে থাকুক সকল বন্ধুত্ব ❤️

আলিকদম- থানচি- রেমাক্রি- নাফাখুম ট্রেকিং ।নাফাখুম ট্যুরে এবারও আমরা যাচ্ছি আলিকদম দিয়ে থানচি থেকে রেমাক্রি হয়ে নাফাখুমে।...
17/09/2022

আলিকদম- থানচি- রেমাক্রি- নাফাখুম ট্রেকিং ।

নাফাখুম ট্যুরে এবারও আমরা যাচ্ছি আলিকদম দিয়ে থানচি থেকে রেমাক্রি হয়ে নাফাখুমে।

❖❖ভ্রমনের_সময়কাল- ৩ রাত ২ দিন
❑ যাত্রার তারিখঃ ১৯ অক্টোবর বুধবার রাত ১০ টা (ঢাকা থেকে)।
❑ ফেরার তারিখঃ ২১ অক্টোবর শুক্রবার রাত ৯ টা (বান্দরবান থেকে)।
❑❑ ইভেন্ট ফী :
⦿ জনপ্রতি ভ্রমণ খরচঃ ৮০০০/- টাকা
❑❑ ইভেন্ট ফি তে যা যা থাকছেঃ

⦿ বান্দরবান টু ঢাকা নন-এসি বাসের টিকিট।
⦿ আলিকদম টু থানচি রিজার্ভ চাঁদের গাড়ির ব্যাবস্থা।
⦿ থানচি থেকে রেমাক্রি যাওয়া-আসার নৌকা ভাড়া।
⦿ চকোরিয়া টু আলিকদম এবং থানচি টু বান্দরবান যাওয়ার বাস ভাড়া।
⦿ নাফাখুমে ২ ‍দিনের জন্য লোকাল গাইড এর খরচ।
⦿ ২ দিনে মোট ৬ বেলা খাবার খরচ।
⦿ ১ রাত আদিবাসী ঘরে থাকার খরচ।
⦿ ট্যুর চলাকালীন সময়ের জন্য হোস্ট সার্ভিস।
❑❑ ইভেন্ট ফি তে যা যা থাকছেনাঃ
⦿ হায়ওয়েতে যাত্রা বিরতির কোন খাবার, মিনারেল ওয়াটার এবং যে কোন ব্যাক্তিগত খরচ।
⦿ ইভেন্টে উল্লেখ করা নেই এমন কোন খরচ।
❑❑ যা যা দেখবোঃ
⦿ নাফাখুম জলোপ্রপাত
⦿ রেমাক্রি
⦿ তিন্দু
⦿ রাজা পাথর
⦿ সাঙ্গু নদী
⦿ আলীকদম
⦿ ডিম পাহাড়
⦿ থানচি
⦿ মায়া লেক
বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত অসাধারণ ১টি জলপ্রপাতের নাম নাফাখুম (Nafakhum Waterfall)। সবুজে মোড়া পাহাড় আর পাথরের বাধা পেরিয়ে দুধসাদা রঙের ফেনা ছড়িয়ে তুমুল বেগে নিচে নেমে আসছে শীতল পানির ধারা। পাহাড়ি অপারসৌন্দর্য, সাঙ্গু নদীর মোহনীয় রুপ, বড় বড় পাথরের বিষ্ময়, দুই পাহাড়ের মাঝে বিশাল খাদ সব দেখতে পাবেন আমাদের এবারের ট্যুর এ।
❑❑ কনফার্মেশন সিস্টেমঃ মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়,আসন কনফার্ম করার জন্য ৩০৬০/- টাকা অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)।
# বাসে ছাড়ার আগেই ইভেন্ট ফি সম্পূর্ণ পরিশোধ করতে হবে।

# যোগাযোগের ঠিকানাঃ
এপিবিএন হেডকোয়ার্টার সেক্টর ২ উত্তরা, ঢাকা।
01759481477

বিকাশ 01759481477

❑❑ সম্ভাব্য ট্যুর প্লানঃ
⦿ দিন ০১
সকালে বাস থেকে নেমে দ্রুত নাস্তা সেরে থানচি যাওয়ার পথে মায়া লেক এবং ডিম পাহাড় দেখে নিবো আমরা , খানচিতে দুপুরের খাওয়া দাওয়া সেরে পার্মিশন নিয়ে নৌকায় করে করে চলে যাব রেমাক্রি। সেখান থেকে ঘন্টা খানেক হেটে চলে যাব নাফাখুম। এই দিন নাফাখুম পাড়াতেই রাত্রিযাপন করবো আমরা।
⦿ দিন ০২
খুব ভোরে নাস্তা করে নাফাখুমে সময় কাটাবো আমরা সকাল ০৯ টা পর্যন্ত, তারপর দুপুর ১ টার মধ্যে থানচি এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে ২:৩০ টায় বান্দরবানের উদ্দেশ্যে রওনা ‍দিবো। তারপর রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
দিন ০৩
সব ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ্‌ ভোর ৬টার মাঝে আমরা ঢাকায় পৌছাব।
ট্রাভেল ইচ্ছুক আসন সংখ্যা সীমিত।

Address

Uttara
Dhaka
1230

Telephone

+8801759481477

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reazul raider and travelling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reazul raider and travelling:

Share

Category