Kotha.com-কথা ডট কম

Kotha.com-কথা ডট কম Md.Mubarak Hossain,News Presenter

18/03/2024
সুদুর অষ্ট্রেলিয়া থেকে মেয়ে মাহিন আর ইশিম অনলাইনে food panda কে অর্ডার করে জন্মদিনের কেক আর ইফতার পাঠিয়েছে সারপ্রাইজ দিয়...
17/03/2024

সুদুর অষ্ট্রেলিয়া থেকে মেয়ে মাহিন আর ইশিম অনলাইনে food panda কে অর্ডার করে জন্মদিনের কেক আর ইফতার পাঠিয়েছে সারপ্রাইজ দিয়ে।
এ কাজটি মাহিন সব সময়ই করে দেশে থাকার সময় কিংবা বিদেশে থাকলেও।
এবার রমজানের কারনে বারবার নিষেধ করা হয়েছিল যেন মাহিন কিছু না করে।শুনলোনা কথা।
আমরাও ভাবছিলাম সে এ কাজটি করবেই।
যদিও সেইম কাজটি আমি নিজেও করেছি।
মাহিন,ইশিম,ফারহান- দুর প্রবাসে,তাই সব আয়োজনই পানসে মনে হয়।
তারপরো জীবনের এ গতি পথ মানতেই হয়।
Love you Amuu & Abbu & Baba.
Miss you.

মুড়ির টিনগাজীপুর টু ঢাকা।দিনে ৩ বার।মিস করলে…..?!!!
15/03/2024

মুড়ির টিন
গাজীপুর টু ঢাকা।
দিনে ৩ বার।
মিস করলে…..?!!!

15/03/2024

আমার মনেহয় পৃথিবীতে যতো কোটি মানুষ আছে শয়তান তার থেকে অনেক বেশি॥
হজ্বে যেয়ে নিজেইতো তিন শয়তানকে পাথর মারলাম।
বড় শয়তান
মেজো শয়তান
ছোট শয়তান॥
আরো শয়তান মনে হয় আছে
তাদের পাথর মারতে পারলে ভালো হইতো॥

14/03/2024

🤗🫢😜 ফানি পোস্ট🤗🫢😜

দোকানে গিয়ে দুস্টুমি করে বললাম “৭৪২ টা মুসুর ডাল দিন তো।”
দোকানদার কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।
অবাক হয়ে বললাম “এখানে ৭৪২ টা আছে?”
দোকানদার বলল “বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার ছেলে গুনে দেখেছে কেজিতে ৩৭১০ টা হয়। সেই হিসাবে ২০০ গ্ৰামে ৭৪২ টা হবে।"
আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম, “কী করেন আপনার ছেলে?”
দোকানদার বলল “আপনার মতোই আকাইম্মা , কলেজ বন্ধ, পাড়ার আড্ডা বন্ধ তাই বাড়িতেই এই সব করে। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছে!" 😜🫢😝🤗

@কপি

11/03/2024
একুশ মানেই ক্যামন যেন বুকের ভেতর হাহাকারখামচে ধরা প্রান।একুশ মানেই হারানোর ব্যাথাএকুশ মানেই বাবাকে মনে পড়াহারানোর দিনআমা...
20/02/2024

একুশ মানেই ক্যামন যেন বুকের ভেতর হাহাকার
খামচে ধরা প্রান।
একুশ মানেই হারানোর ব্যাথা
একুশ মানেই বাবাকে মনে পড়া
হারানোর দিন
আমার নক্ষত্রের পতন
পৃথিবী উলট পালট।

আব্বার মৃত্যু বার্ষিকী আজ।
সন্তান হিসেবে কতটুকু করতে পেরেছি জানিনা।চেষ্টা ছিল প্রতিনিয়ত বাবার আদর্শকে সমুন্নত রাখার।

এখনো ৬ ভাই বোন মা’য়ের আঁচলেই আছি এক সাথে এক পরিবার হয়ে।পরিবারে যোগ হয়েছে দু ভাইয়ের বউ,বোনদের স্বামী,ছেলে,মেয়ে,ভাতিজা,ভাগনা,ভাগনী,জামাই,বউ,নাতি,নাতনীসহ অনেকেই।সবাই যেন এক আত্মা।
এ আমাদের ভাগ্য।
সবাই আছি এক সাথে।জীবন জীবিকার প্রয়োজনে হয়তো আমরা ভিন্ন জায়গায় বসবাস করি কিন্তু কখনোই মনে প্রানে ভিন্ন নই,
ভিন্ন বা আলাদা হওয়ার কোন সুযোগও নেই এখানে।সবাই আমরা একসাথে।আম্মার আদেশই রাজ্যের আদেশ,শীরধার্য্য সবার।
আম্মার কথার বাইরে এখনো কোন কথা বলার সাহস নেই আমাদের।
আমরা আজ সবাই যার যার অবস্হানে প্রতিষ্ঠিত।
আলহামদুলিল্লাহ।
আব্বা দেখে যেতে পারলে যারপরনাই খুশি হতেন।
কিন্তু নিয়তির পরিহাস,
ক্যান্সার কেড়ে নিলো জীবন।
সবই মহান আল্লাহর ইচ্ছা।
কিছু কিছু ইচ্ছে বা আশা মনে হয় অপুর্নই থেকে যায়।
সবার কাছে দোয়া চাই,যতো দিন বাঁচি আব্বার আদর্শ নিয়েই যেনো বাঁচি।
শেষ যাত্রায় ভালোবাসার মানুষ জনের কাধে চড়েই যেন আব্বার পাশে শুতে পারি।

ভালো থেকো আব্বা ওই দুরের তাঁরার আলোয়,
দেখা হবে কোন এক সকাল দুপুর বিকেল কিংবা রাতে।

আমার ভালবাসা প্রতিদিনপ্রতি মুহর্তেরবিশেষ দিনের নয়…..
14/02/2024

আমার ভালবাসা প্রতিদিন
প্রতি মুহর্তের
বিশেষ দিনের নয়…..

Confused for সত্য ভাষন॥প্রসঙ্গঃ- AGM
07/12/2023

Confused for সত্য ভাষন॥
প্রসঙ্গঃ- AGM

চালাক বন্ধুরা চাইলে আপনাকে লাখপতি বানাতে পারে। তবে, তার আগে আপনাকে কোটিপতি হতে হবে।
04/12/2023

চালাক বন্ধুরা চাইলে আপনাকে লাখপতি বানাতে পারে। তবে, তার আগে আপনাকে কোটিপতি হতে হবে।

বরিশালঃ চুরাশিয়ান
01/12/2023

বরিশালঃ চুরাশিয়ান

01/12/2023

ধরে নিন আপনার বয়েস 60 বছর + আপনি এখন কোমায় আছেন , আপনার হাসিখুশী আনন্দময় জীবনে হঠাৎ নেমে এসেছে কল্পনাতীত এক দূর্ঘটনা , আপনি স্ট্রোক করেছেন ( brain stem infarction) ......... আপনি আইসিইউতে শয্যাশায়ী । আপনার মস্তিষ্কের রেসপন্স খুবই সামান্য পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । আপনার চোখের উপর আলো ফেলছেন কিছুক্ষণ পরপর চিকিৎসক ! আপনার চোখের রিয়েকশান কমে আসছে । চিকিৎসক চিন্তিত !
আপনার মস্তিষ্কের ভেতর স্মৃতিকোষ গুলো চিরতরে ঘুমিয়ে যাবার আগে পুরোনো স্মৃতি গুলো রিলে করে নিচ্ছে - এটাই হয়তো শেষবার , সর্বশেষবার !

আপনি হঠাৎ অনুভব করলেন - আপনার পাশে দাঁড়ানো আপনার স্নেহের সন্তান ! আপনার মস্তিষ্ক ঘুমিয়ে যাবার আগে শুনছে আপনার সন্তানদের কথোপকথোন , আপনাকে নিয়ে তাদের ভাবনা । আপনার এক সন্তান বলছে - ‘ বাবার আশা ক্ষীণ ! ডাক্তারও তেমন আশাবাদী নন ! কি করবি ? ‘
আপনার বড় সন্তান বলছে - ‘ আশা দিতে তো পারছেনা ডাক্তাররা ! দেখি আর এক দুই দিন , কি বলিস তুই ? আম্মাকে বলা যাবেনা । কান্নাকাটি করবে । আব্বার বয়েস হইছে , আর কষ্ট না পাক আব্বা ! আমি এটা চাই ! ‘

আপনি ধরে নিবেন আপনি এখন আশাহীনের দলে চলে গেছেন । আপনাকে নিয়ে আপনার আপনজনরাই বড়জোড় ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের সিদ্ধান্তে পৌঁছেছে । আপনি আত্মসমর্পণ করেছেন প্রকৃতির করুণার কাছে । আপনাকে নিয়ে আপনার সন্তানরা চিন্তিত , আপনাকে তারা কষ্ট দিতে চাননা ! অর্থাৎ তারা চায় আপনার ব্যাথাহীন অন্তীম পরিণতি ।
আপনি চিৎকার করে বলতে চাচ্ছেন - ‘ না ! হাল ছাড়িস না তোরা ! আমি তোদের জন্য হাল ছাড়িনি । আমি বাবা হিসেবে কতো শ্রম দিয়েছি , কখোনো ঘন্টার হিসেব করিনি , তোরা অসুস্হ্য হলে কখোনো বলিনি - ‘ ৪৮ ঘন্টা দেখবো ! ‘ এতো নিষ্ঠুর হইসনা তোরা আমার প্রতি ! ‘
আপনি পারছেন না ! আপনার হার্ট বিট বাড়ছে , ঘনঘন শ্বাস পড়ছে ! আপনি চাচ্ছেন বুঝাতে - আপনি কষ্ট পেয়ে হলেও বাঁচতে চান ।

প্রকৃতি আজ আপনার উপর রূঢ় ! প্রকৃতি আপনাকে সুযোগ দিতে চায়না আর ! আপনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী , বিশেষজ্ঞ চিকিৎসক , ইয়া বড় ডিগ্রীধারী , বিশিষ্ট বিজ্ঞানী - এসব প্রকৃতির কাছে এখন নস্যি !
আপনার জীবনের মূল্য আর ঐ রাস্তার ঘুমিয়ে থাকা দ্বিগম্বর লুলু পাগলের জীবনের মূল্য প্রকৃতির কাছে এক । প্রকৃতি ইনজাস্টিজ করেনা , করতে পারেনা ।

আপনার মস্তিষ্ক আবারো রিলে করা শুরু করলো , ‘ তাহলে কি নিয়ে আমি অসীমের দিকে যাত্রা করবো ! কি নিয়ে ? ‘
আপনি অনেকের বদ দোয়া গায়ে মাখিয়েছেন । এই তো কিছুদিন আগেও আপনার দারোয়ান রহিমকে বলেছেন - ‘ শুয়োররে বাচ্চা ! গাড়ি মুছিস নি কেনো ? ‘ দারোয়ান চুপ করে বললো - ‘ মাফ করে দেন স্যার ! ‘
আপনি এখন বুঝছেন - রহিমের কাছে মাফ চাওয়া জরুরী , কিন্তু রহিম এখানে নেই ! আপনি যেই বাড়ি বানিয়েছেন গতবছর ইতালিয়ান টাইলস দিয়ে - সেখানের অন্দরমহলও আপনার জন্য বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরই , আপনার সন্তানরা চাচ্ছেন আপনার চিরবিদায় , তারা রিস্ক নিতে চায়না , ভদ্রভাবে আপনার সামনেই বললো - ‘বাবাকে আর কষ্ট দিতে চাইনা ! ‘ এটা ডিপ্লোম্যাটিক কথা । নিজেকে জাস্টিফাই করলো ।

দিন শেষে আপনি সিদ্ধান্তে পৌঁছালেন - এই যে ডিগ্রী , বাহাদুরী , সব নস্যি !
আপনি অনুভব করলেন - সবই প্রকৃতির চক্র ! যতোক্ষণ মানুষের জীবন , যতোক্ষণ আপনি অর্থের জোগান দাতা - ততোক্ষণই আপনের মূল্যায়ন !
আপনি নিজের কলফ বা আত্মাকে প্রশ্ন করলেন - ‘ আমার নিজের কি আছে ? ‘
আপনার আত্মা চুপ করে বললো - ‘ স্যার ! আপনার ব্যক্তিগত আমল বা সন্চয় প্রায় শূণ্য ! ‘
আপনি ভুলে গিয়েছিলেন আপনার ফুসফুসে - একটা মাম পানির বোতলের সমান ৫০০ মিলি বাতাস দিয়ে আপনি চলতেন , এটুকু বাতাসের উপর ভর দিয়েই আপনার হৃৎপিন্ডও ধুকধুক করতো ! সেই বাতাসটুকুর বাহাদুরীও এখন শেষের পথে ।

আপনি আর ঐ দায়োয়ান রহিম আজ প্রকৃতির কাছে সমান । নো ডিফারেন্সিয়েশান । বরং দারোয়ান রহিম আপনার চেয়ে এগিয়ে । সে মাজলুম বা নির্যাতিত সম্প্রদায় । প্রকৃতি তাকে গরীব বানিয়ে পাঠিয়েছিলো ! সে কাওকে ঠকায়নি / সুযোগ পায়নি । আপনার পার্থিব সম্পদ বেশি - আপনার উপর প্রকৃতির প্রতিশোধ বা জিজ্ঞাসাও হবে বেশি !
প্রকৃতি ছাড় দেয়না , দেবেনা !

এসব ভাবতে ভাবতেই আপনি শুনলেন ডক্টর চিৎকার করে উঠলো - ‘ সিস্টার ! Bradycardia ( হার্টবিট কমে যাচ্ছে ) হচ্ছে ! Adrine ( এড্রেনালিন ) রেডি করেন ! ডিসি শক তৈরি করেন ! ‘
আপনার মস্তিষ্ক শুধু কুয়াশা দেখছে এখন ! কুয়াশার মধ্যেই আপনার দারোয়ান রহিম দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে মৃদু হেসে বলছে - ‘ স্যার ! আমি শুয়োরের বাচ্চা ছিলাম না , আমি গরীব , আমিও মানুষ ! ‘

আপনি হাত জোর করে ক্ষমা পেতে চাচ্ছেন .......
সিপিআর চলছে .......
আপনার বুকে একের পর এক ডিসি শক চলছে ........
আপনার হার্ট বিট কমে আসছে ...... ৭০.... ৫৩....... ২৩ .......... ১৩ ..... ০০০০

( সংগৃহিতঃপার্থিব জীবন ছলনাময় )

স্মৃতিঃজার্নিটা কম নয়।৩১ বছর ছুটে চলা॥আজ অনুভব করলাম॥অফিস গোছাতে গিয়ে পেয়ে গেলাম ৩১ বছর আগের আমার জীবনের প্রথম ব্যবসা শু...
23/11/2023

স্মৃতিঃ
জার্নিটা কম নয়।৩১ বছর ছুটে চলা॥
আজ অনুভব করলাম॥
অফিস গোছাতে গিয়ে পেয়ে গেলাম ৩১ বছর আগের আমার জীবনের প্রথম ব্যবসা শুরুর এই মুল্যবান ডকুমেন্ট।
দেখতে দেখতে ৩১ বছর!!!
সেই ১৯৯২ সনে প্রথম LGED & Roads & Highways এর কন্সট্রাকশন ব্যবসা দিয়ে যাত্রা শুরু।তারপর বেতার,বিটিভি সাথে ব্যবসার ধরন পরিবর্তন করে অন্য বাবসার যাত্রা।
সে সময়টায় অনেক শ্রদ্ধেয় গুনিজনেরা পরামর্শ ও মানষিক সহযোগীতা না করলে আজকের আমি হয়তো আমি হতে পারতাম না।শ্রদ্ধা তাঁদের সবার প্রতি।
মহান আল্লাহর দরবারে লক্ষ-কোটি শুকরিয়া।
সবার দোয়া চাই আগামীর সুন্দর পথ চলার জন্য।

নতুন করে বন্ধুত্ব করার সময় মনে হয় এখন আর আমাদের নেই।পুরুনো বন্ধুত্ব জ্বালাই করে চলাটাই শ্রেয়ঃ॥যারা চলে যাওয়ার তাদের চলে ...
20/10/2023

নতুন করে বন্ধুত্ব করার সময় মনে হয় এখন আর আমাদের নেই।
পুরুনো বন্ধুত্ব জ্বালাই করে চলাটাই শ্রেয়ঃ॥
যারা চলে যাওয়ার তাদের চলে যাওয়ার পথ সুগম করে দেই।
যারা আমাদের পকেট বন্ধু মনে করে তাদের বন্ধু ভাবা ভুল।
শত্রু বন্ধু হতে পারে ক্ষনিকের
স্বার্থ শেষ
বন্ধু শেষ॥
যে বন্ধুটি তোমার অসম্মানের প্রতিবাদ করে আজ তোমার শত্রুর শত্রু
তুমি তার বন্ধু॥
জানিনা এ কেমন নিয়তির খেলা
তবে
একদিন এ নিয়তিই তোমাকেই বুঝাবে আসল নিয়তির খেলা।

তবুও বলি বন্ধুত্বের জয় হোক॥

আইয়ুব বাচ্চু মারা গেছেন। বেজবাহ্ অসুস্থ। জেমসের বয়সও তো কম হয়নি। মাইকেল জ্যাকসান মারা গেছে বহু দিন। নতুন ফানি ভিডিও বানা...
08/10/2023

আইয়ুব বাচ্চু মারা গেছেন।
বেজবাহ্ অসুস্থ।
জেমসের বয়সও তো কম হয়নি।
মাইকেল জ্যাকসান মারা গেছে বহু দিন। নতুন ফানি ভিডিও বানাবে না আর মিস্টার বিন। সালমান শাহ আর কখনো বাংলা সিনেমায় আসবে না। রাজ্জাক, রাজিব, হুমায়ূন ফরিদি আহ কি অসাধারণ ছিল তাদের অভিনয়। টেলিসামাদ, দিলদার তো অনেক আগেই চলে গেছেন। হিথ লেজারকে আর কোনোদিন জোকার চরিত্রে দেখা যাবে না। অমিতাভ-শাহরুখ, সালমান,আমির বুড়ো হয়ে যাচ্ছে। শৈশবের হিরোরা এখন ফানি লাগে। অসুস্থ কন্টেন্টে ভরপুর ফেসবুক আর চালাতে ভালো লাগে না। ভাই বোন যার যার মত থাকে। একসাথে হাসি আনন্দ অথবা মারামারি, কোনোটাই হয় না॥

আক্ষরিক অর্থেই আমরা এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান জেনারেশন॥
আশি থেকে দুই হাজার পাঁচ- ছয় সাল অব্দি আমরা যারা শৈশব-যৌবন কাটিয়েছি এই বাংলাদেশে তারা কি পাইনি! তিন গোয়েন্দা আর ‘দীপু নাম্বার টু’ পড়া দিয়ে শুরু। কিশোর মুসা রবিন আর জীনার সাথে আমাদের কী ভীষণ বন্ধুত্ব! তারপর একটু বড় হতেই মাসুদ রানার রোমাঞ্চকর জগতে প্রবেশ। সাথে এক হাতে বাংলা সাহিত্য এবং নাট্যজগত অন্যরকম ভালোলাগায় গড়ে দেয়া সেই মানুষটা। হিমু, মিসির আলী, শুভ্র, জহির, মুহিব, অপলা, জরী, তিলু, নীলু থেকে শুরু করে বাকের ভাই, মজিদ, টুনি, তিতলী- কঙ্কা, চৌধুরি খালেকুজ্জামান, চ্যালেঞ্জার, ফারুক, ডাক্তার এজাজ, রিয়াজ, স্বাধীন খসরু, সূবর্ণা মুস্তফা, হুমায়ূন ফরিদী, শাওন। আমরা সবকিছু পড়েছি, দেখেছি, হেসেছি, কেদেছি, ভালোবেসেছি। রোনালদো, রোনালদিনহো, বাতিস্তুতা, জিদানের শেষটা দেখতে না দেখতেই প্রবেশ করেছি মেসি- রোনালদো আর নেইমারের অতিমানবীয় জগতে। বছরের পর বছর ধরে কি দূর্দান্ত প্রতিযোগিতা, হাজার অর্জন, সবকিছু ছাড়িয়ে যাওয়া ম্যাজিক আর মুগ্ধতা। রাতদিন কত আলোচনা সমালোচনা ঝগড়া আর তর্ক।

আমরা কিন্তু ফুটবলে ব্রাজিল, আর্জেন্টিনা,ক্রিকেটে ইন্ডিয়া আর পাকিস্তানকেই সমর্থন করতাম। আমাদের সময় রিয়াল আর বার্সেলোনা ছিলো আবাহনী আর মোহামেডান।
আমরাই বোধহয় শেষ জেনারেশন যারা সবাই মিলে ফুটবল খেলতাম, ২২ টাকা দামের বল কিনতে আমরাই সবার কাছে চাঁদা তুলতাম। একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো। আমরা মাঠে ৩০/৩৫ জন থাকতাম কিন্তু খেলার সুযোগ সবাই পেতাম না। কোনো দুঃখ নেই আজ যারা খেলতে পারি নাই,কালকে তারা আগে ব্যাটিং পাবে....

অতি মানবীয় শচিন টেন্ডুলকারের শ্রেষ্ঠ সময় দেখেছি,শেষটা দেখেছি। অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য টিমের খেলা দেখেছি। লারা, ম্যাকগ্রা, মুরালীকে দেখেছি, দেখেছি চামিন্দা ভাস, সানাৎ জয়সুরিয়া, হেইডেন, গিলেস্পির খেলা। আমাদের সময়ই কিন্তু প্রথম ৩৭ বলে সেঞ্চুরি হয়েছিল। ওয়াসিম আকরাম, সৌরভ, দ্রাবিড়, শের্ন ওয়ান আর আসবে না। মনে আছে লাছিত মালিংগার প্রথম ম্যাচ। তারপর প্রবেশ করেছি বিরাট কোহলির পারফেকশনের জগতে। প্রবেশ করেছি সাকিব-তামিম-মাশরাফির যুগে।

একটা নড়বড়ে দলকে চোখের সামনে মাথা উচু করে দাঁড়াতে দেখেছি। আমি নিশ্চিত করে বলতে পারি কোনো একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতে নিলেও আজকের এই জয়ের তীব্র আবেগটা থাকবে না। মেহরাব হুসেইন অপি, বুলবুল আর নান্নুরাই ছিল আমদের হিরো । আমাদের সময়েই তো শুরুটা হচ্ছে। জেমস, আইয়ুব বাচ্চু, বেজবাবা, আর্টসেল, শিরোনামহীন, মাইলসের সবচাইতে সুন্দর সময়ের সাক্ষী আমরা।

আসিফের অপ্রিয়া গানটির কথা কার কার মনে আছে। জেমসের ও তারা রাতের তারা তুই কি আমায়...বাবা কতদিন কতদিন দেখিনি তোমায়.... তুমি মিশ্রিত লগ্ন মাধুরী ....., কিংবা আইয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি একের পর এক দূর্দান্ত গানে ভেসে যাওয়া জেনারেশন আমরা। হাসান, বিপ্লব কিংবা পান্ত কানাই আমাদের প্রিয় গায়ক ছিলেন। মনে আছে সঞ্জীব দার কথা? আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত... আমরাই একমাত্র যারা বখে যাওয়া শৈশবে না, যৌবনের শেষের ক্লান্তিতেও না, খুব বেশি সহজলভ্য ইন্টারনেট যুগে প্রবেশ করেছি তারুণ্যের উজ্জ্বল সময়ে।
গুগল, ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম সবকিছু পেয়েছি। স্মার্টফোনে অসাধারণ সব ফিচার পেয়েছি।অমিতাভ- শাহরুখ – সালমান- আমিরের সময়ের মানুষ আমরা। সিনেমা দেখার ঠিকঠাক বয়সে আমরা হাতের কাছে পাচ্ছি দুনিয়ার সমস্ত সিনেমা কয়েক মিনিটে ডাউনলোড করে দেখার সুযোগ। আইএমডিবি রেটিং খুজে ফরেস্ট গাম্প, বিউটিফুল মাইন্ড, শশাঙ্ক রিডেম্পশান, ইন্টারস্টেলার দেখে মুগ্ধ হওয়ার সৌভাগ্য। আমাদের সময়ে সিনেমা বানাচ্ছে ক্রিস্টোফার নোলান নামের একজন মানুষ। আমরা সিনেমা শেষ করে তব্দা খেয়ে বসে থাকছি। শৈশবের সব সুপার হিরো নিয়ে পর্দায় এসেছে জাস্টিস লীগ আর এভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার।

আমরা কি ভীষণ ভাগ্যবান একটা জেনারেশন। আমাদের গর্ব করার কত কিছু আছে। নস্টালজিক হওয়ার কত স্মৃতি আছে। আবেগে ভেসে যাওয়া কত মুহূর্ত আছে। মুগ্ধতায় ডুবে যাওয়া কত সৃষ্টি আছে। মায়ের হাতের সুস্বাদু খাবার খাওয়া শেষ জেনারেশন বোধহয় আমরা। বাবাকে জমের মত ভয় পাওয়া শেষ জেনারেশনও সম্ভবত আমরাই। নাম না জানা অসংখ্য সুস্বাদু পিঠেপুলি আর কয়টা শীতের সকালে খাওয়া হবে কে জানে!
টিভিতে আলিফ লায়লা, টারজান,সিন্দাবাদ, রবিনহুড, গডজিলা শুরুর মিউজিক বাজলে আমাদের বুকের রক্ত যেভাবে ছলকে উঠতো সেই তীব্র আনন্দ আজকের নারুটো আর ড্রাগন বল জি দেখা বাচ্চারা কোনোদিনও বুঝবে না। শুক্রবার নামের আবেগটা শেষ আমরাই বোধহয় অনুভব করেছি।

আমরা যেমন ভাগ্যবান ঠিক, সাথে সাথে আমাদের দূর্ভাগ্যও কি কম? ভাবতে গেলে আর ভাবনা চালিয়ে যাওয়া যায় না। তিন গোয়েন্দা তো শেষ হয়েই গেছে, মাসুদ রানা এখন কে লিখে তার ঠিক নেই। সেই স্বাদ পাওয়া যায় না। হুমায়ূন আহমেদ চলে গেছেন। সব বই পড়া শেষ, সব নাটক দেখা শেষ। ভাবতে গেলে কেমন লাগে! প্রথম আলোর সাথে সোমবারে আলপিন দেয় না। বৃষ্টি হলে কাগজের নৌকা ভাসাই না বহুকাল। সুনিল, শীর্ষেন্দু, সমরেশ মজুমদারকে আমরাই ভালো চিনতাম।

আর অল্প কয়টা বছর। তারপর কোনোদিন ফুটবল মাঠে পায়ের ছোয়া পড়বে না মেসি-রোনালদোর। এই দুই অতিমানবের পায়ে সৃষ্টি হবেনা কোনো জাদুকরী মুহুর্ত। আর একটা বিশ্বকাপ। তারপর সাকিব, তামিম, মাশরাফিও কি বাংলাদেশের হয়ে মাঠে নামবে? ভাঙা পা নিয়ে দৌড়াতে গিয়ে কেউ আর পড়ে যাবে না, ভাঙা আঙুল নিয়ে কেউ দশ ওভার বল করবে না, হাতে ব্যান্ডেজ বেঁধে কেউ ব্যাটিংয়ে নেমে যাবে না। লিখতে গিয়ে এই মুহুর্তে আমার চোখে পানি চলে আসছে। পারফেক্ট মুশফিকের সাথে বিপদের বন্ধু মাহমুদুল্লাহ। এই পাঁচজন ছাড়া বাংলাদেশ মাঠে নেমেছে সেটা আমরা কিভাবে সহ্য করবো? কিভাবে!

আর কয়েক বছর পর মানুষ অনেক আধুনিক হবে। আধুনিক সমাজ প্রেমের ব্যাপারে অনেক উদার হবে। আমরাই শেষ জেনারেশন যাদের প্রেমিকার বিয়ে হয়ে গেছে অন্য কোনো প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডারের সাথে। একটা মানুষকে ভালোবেসেও শুধুমাত্র সমাজের কারণে একসাথে জীবন কাটানো হয়নি আমাদের।

আমরা একদিন হাজার হাজার স্মৃতি নিয়ে বুড়ো হয়ে যাবো। ভালো লাগা আর খারাপ লাগা দুই ধরনের স্মৃতির ওজনে ভারী হয়ে থাকবে আমাদের বয়সের বোঝা। কোনো এক ক্লান্ত সন্ধ্যার আলো আধারীতে বেলকনির বেতের চেয়ারে বসে আমরা দীর্ঘশ্বাস ফেলে ভাববো, ‘জীবনটা আসলে খারাপ ছিলো না!!

©

06/10/2023

Ahsanul Haque Duke’s birthday

ময়মনসিংহ বিভাগের গ্রামীনফোন লিঃ এর হেড অব বিজনেস শ্রদ্ধেয় লস্কর ভাইয়ের সাথে কিছু আনন্দঘন মুহুর্ত,সাথে আছেন সিনিয়র ক্লাস্...
06/10/2023

ময়মনসিংহ বিভাগের গ্রামীনফোন লিঃ এর হেড অব বিজনেস শ্রদ্ধেয় লস্কর ভাইয়ের সাথে কিছু আনন্দঘন মুহুর্ত,
সাথে আছেন সিনিয়র ক্লাস্টার ম্যানেজার জনাব সোহেল ভাই,জাহিদ ভাই এবং সাব্বির ভাই।
কৃতজ্ঞতা সবার প্রতি।
P/C: জাহিদ ভাই।

05/10/2023

১ ঘন্টা উত্তরার রাস্তায়।
অসহায়॥
বৃষ্টি
অসহ্য অবলোকন।
তারপরো বৃষ্টি আমার প্রিয়॥

01/10/2023

১০/২০/৫০/১০০ এবং ২০০ টাকার নোট ব্যান্ক গুলো জমা নিতে চায়না।
তারা শুধু বড় নোট চায়।
বড় বোয়ালদের মতো।
তাহলে ছোট টাকার নোট গুলোর কি হবে?
মাননীয় অর্থমন্ত্রী কিংবা গভর্নর মহোদয় কোন উপদেশ দিবেন কি????

”বন্ধু সে নয়,যে তোকে Gift দেয়।বন্ধু হলো সে,যে তোর জামাটিনিয়ে আর ফেরত দেয় না।ভালবেসে রেখে দেয়।বন্ধু সে নয়,যে তোকে In...
29/09/2023

”বন্ধু সে নয়,যে তোকে Gift দেয়।

বন্ধু হলো সে,যে তোর জামাটি
নিয়ে আর ফেরত দেয় না।
ভালবেসে রেখে দেয়।

বন্ধু সে নয়,যে তোকে Invite করে।

বন্ধু হলো সে,যে তোর বাড়িতে এসে
বলবে,"কি রান্না হয়েছে,খেতে দে"।

বন্ধু সে নয়,যে তোকে Phone করে
দেখা করতে বলবে।

বন্ধু হলো সে,যে তোর বাড়ীর সামনে
এসে বলবে,"কইরে তুই"?

বন্ধু সে নয়,যে তোর বিপদের খবর
শুনে ঘরে বসে থাকবে।

বন্ধু হলো সে,যে তোর বিপদে তোর
পাশে এসে দাড়িয়ে বলবে,"চিন্তা করিস
না ,আমি আছি তো"।

বন্ধু সে নয়,যে অন্যের কথা শুনে
তোকে
সন্দেহ করবে।

বন্ধু হলো সে,যে তোর উপর সন্দেহ
করা তো দূরের কথা,কেউ তোর নামে
কিছু বললে,সে তোর পক্ষ নিয়ে
প্রতিবাদ করবে।

বন্ধু সে নয়,যে তোর মৃত্যুর পর
তোকে ভুলে যাবে।

বন্ধু হলো সে,যে তোর মৃত্যুর পর
তোর
কবরের পাশে গিয়ে কাঁদবে এবং বলবে,
"এইনে তোর 'জামা',আর ফিরিয়ে দে
আমার বন্ধুত্ব".......
©

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kotha.com-কথা ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like