U & Me Travels

U & Me Travels বাংলাদেশে এই প্রথম "ইউ এন্ড মি ট্রাভেলস" নিয়ে এলো কাপলদের জন্য সর্বোচ্চ নিরাপত্তায় ভ্রমন।সাথেই থাকুন।
(2)

23/11/2023

Sangu River, Bandarban 📍

"ইউ এন্ড মি ট্রাভেলস"আপনার ,বিস্বাস আমাদের নিরাপত্তা বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র কাপলদের জন্য ট্যুরের আয়োজন করছি।আপ...
23/09/2023

"ইউ এন্ড মি ট্রাভেলস"আপনার ,বিস্বাস আমাদের নিরাপত্তা
বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র কাপলদের জন্য ট্যুরের আয়োজন করছি।আপনার প্রিয়তমাকে নিয়ে ভ্রমন করতে পারবেন সারা দেশ।এটা আমরা বিশ্বাস রাখি আপনার ভ্রমন হবে সুন্দর এবং আনন্দময় ।ইউ এন্ড "ইউ এন্ড মি ট্রাভেলস"আপনার ,বিস্বাস আমাদের নিরাপত্তা
বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র কাপলদের জন্য ট্যুরের আয়োজন করছি।আপনার প্রিয়তমাকে নিয়ে ভ্রমন করতে পারবেন সারা দেশ।এটা আমরা বিশ্বাস রাখি আপনার ভ্রমন হবে সুন্দর এবং আনন্দময় ।ইউ এন্ড মি সাথে থাকুন।

05/09/2023
04/09/2023
কক্সবাজার প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসতে পারেন ।জীবন উপভোগ করুন 🖤শুধু মাএ আমরা কাপলদের জন্য  ট নিরাপওা দিয়ে ভ্রমণ করে থাক...
16/07/2023

কক্সবাজার
প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসতে পারেন ।
জীবন উপভোগ করুন 🖤
শুধু মাএ আমরা কাপলদের জন্য ট নিরাপওা দিয়ে ভ্রমণ করে থাকি ।
U & ME Travels সঙ্গে থাকুন ।

পাখির চোখে ছেড়াদ্বীপ 🦅 সকাল ও বিকালের জোয়ারের মুহূর্তের ছবি 😍
05/04/2023

পাখির চোখে ছেড়াদ্বীপ 🦅
সকাল ও বিকালের জোয়ারের মুহূর্তের ছবি 😍

05/04/2023

কাপ্তাই লেক , রাঙ্গামাটি 💚

02/04/2023

বৃষ্টিতে ভয়ংকর সুন্দর কাপ্তাই লেক 😍

টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ । প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মি...
27/02/2023

টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ ।

প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি । স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত । এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচিত , প্রথমটি সুন্দরবন ।

মাছ, বন, পাখী, জীববৈচিত্র, নির্মল বায়ূ, উন্মুক্ত আকাশ, মেঘালয় এর পাহাড় শ্রেণীর অপরূপ সৈন্দর্য এ গুলিই টাংগুয়ার হাওরের বিশেষ বৈশিষ্ট । জলাশয় গুলি যেন ছোট ছোট সমুদ্র্ । ঢেউ নেই , প্রশান্ত শলীল , সব মিলিয়ে সৈন্দর্যের এক প্রাকৃতিক আধার । পাশে টেকের ঘাট এবং লাউড়ের গড় পাহাড় কন্যা মেঘালয়ের পাদদেশে গড়ে ওঠা জনপদ, যাদু কাটা নদী একটি প্রাকৃতিক সুইমিং পুল, বারিকিয়ার টিলা সুন্দর একটি পিকনিক স্পট ।

সব মিলিয়ে এক অংগে এত রূপ 💚

রাঙ্গামাটি আপনার মন ছুয়ে যাবে আপনার প্রেয়সী কি নিয়ে । ❤️🖤ভ্রমন করুন “ইউ এন্ড মি সাথে “আপনার বিস্বাস আমাদের নিরাপওা ।শুধু...
26/02/2023

রাঙ্গামাটি আপনার মন ছুয়ে যাবে আপনার প্রেয়সী কি নিয়ে । ❤️🖤
ভ্রমন করুন “ইউ এন্ড মি সাথে “আপনার বিস্বাস আমাদের নিরাপওা ।শুধু মাও কাপলদের জন্য।আপনার বিশ্বস্ততের সঙ্গী ।🖤
✍️আমাদের রয়েছে ....
১।সেইফ ট্রাভেল।
২।সবসময় সর্বোচ্চ নিরপওার ব্যাবস্থা ।
৩।এক্সপার্ট গাইড লাইন ।
৪।মানসম্মত খাবার ।
৫।সুন্দর ১০০% সিকিউর থাকার ব্যাবস্থা ।
6। কাপল ব্যাতীত ট্যুরে কেউ নাই তাই সবাই ফ্রেন্ডলি এবং বন্ধুত্বপূর্ন ।🖤
খুব শীর্গই আপনাদের নিয়ে ট্যুরের প্লানিং সাজাবো ।🙏

ইলিশের শহর চাঁদপুরে হোক আপনার ভ্রমন আপনার প্রিয়তমা কে নিয়ে । "ইউ এন্ড মি ট্রাভেলস" আপনার বিশ্বাস , আমাদের নিরাপত্তা ।বাং...
25/02/2023

ইলিশের শহর চাঁদপুরে হোক আপনার ভ্রমন আপনার প্রিয়তমা কে নিয়ে ।

"ইউ এন্ড মি ট্রাভেলস" আপনার বিশ্বাস , আমাদের নিরাপত্তা ।

বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র কাপলদের জন্য ট্যুরের আয়োজন করছি।আপনার প্রিয়তমাকে নিয়ে ভ্রমন করতে পারবেন সারা দেশ।এটা আমরা বিশ্বাস রাখি আপনার ভ্রমন হবে সুন্দর এবং আনন্দময় ।

"ইউ এন্ড মি" এর সাথে থাকুন।

21/02/2023

যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় মায়ের ভাষায় কথা বলার অধিকার, এই অমর একুশে ফেব্রুয়ারিতে ইউ এন্ড মি ট্রাভেল পরিবার তাঁদের স্মরণ করছে গভীর শ্রদ্ধার সাথে❤️

 #পানাম_সিটি🖤"ইউ এন্ড মি ট্রাভেলস"🖤আপনার ,বিস্বাস আমাদের নিরাপত্তা বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র কাপলদের জন্য ট্যুরের ...
18/02/2023

#পানাম_সিটি

🖤"ইউ এন্ড মি ট্রাভেলস"🖤আপনার ,বিস্বাস আমাদের নিরাপত্তা
বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র কাপলদের জন্য ট্যুরের আয়োজন করছি।আপনার প্রিয়তম অথবা প্রিয়তমাকে নিয়ে ভ্রমন করতে পারবেন সারা দেশ।এটা আমরা বিশ্বাস রাখি আপনার ভ্রমন হবে সুন্দর এবং আনন্দময় ।ইউ এন্ড মি সাথে থাকুন।🖤❤️

পানাম নগর নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে। ১৫ শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁ'য়।

আর পানাম ছিলো সোনারগাঁ'র সবচেয়ে নান্দনিক আর সমৃদ্ধ নগরী। মূলত পানাম ছিলো হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিলো ঢাকা-কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। কালের বিবর্তে হারিয়ে গেছে সেই নগর, রয়েছে ধ্বংসাবশেষ। এখনো ধ্বংসস্তুপের মাঝে কোনোমতে টিকে রয়েছে নগরীর ৫২টি বাড়ি। এর উত্তর দিকে ৩১টি এবং দক্ষিণদিকে ২১ টি স্থাপনা অবস্থিত।

স্থাপনাগলোর স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সাথে মোঘল শিল্পরীতির মিশ্রন লক্ষ করা যায়। পানাম নগরী নিখুত নকশার মাধ্যমে নিমাণ করা হয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই কূপসহ আবাস উপযোগী নিদশন রয়েছে। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে খাল ও পুকুরের অবস্থান লক্ষ করা যায়। এখানে আবাসিকক ভবন ছাড়াও উপাশনালয়, পান্থশালা, গোসলখানা, দরবার কক্ষ ইত্যাদি রয়েছে। পানাম নগরের আশে পাশে আরো কিছু স্থাপনা আছে, যেমন- ছোট সদার বাড়ি, ঈশা খার তোরণ, নীলকুঠি, বণিক বসতি, ঠাকুর বাড়ি, পানাম নগর সেতু ইত্যাদি। খুব কাছেই রয়েছে লোকশিল্প যাদুঘর।

ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জ জেলার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ জায়গা। ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনে ঘুরে আসুন ঢাকার কাছের এই প্রাচীন জনপদ হতে। এখানে ভ্রমণ আনন্দের সাথে ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের গভীরে যাওয়ার সুযোগ মিলবে।

ভ্রমণ একটি আনন্দময় ইবাদত"ইউ এন্ড মি ট্রাভেলস"আপনার বিশ্বাস,আমাদের নিরাপত্তা বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র কাপলদের জন্য...
15/02/2023

ভ্রমণ একটি আনন্দময় ইবাদত

"ইউ এন্ড মি ট্রাভেলস"আপনার বিশ্বাস,আমাদের নিরাপত্তা

বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র কাপলদের জন্য ট্যুরের আয়োজন করছি।আপনার প্রিয়তমাকে নিয়ে ভ্রমন করতে পারবেন সারা দেশ।এটা আমরা বিশ্বাস রাখি আপনার ভ্রমন হবে সুন্দর এবং আনন্দময় ।ইউ এন্ড মি সাথে থাকুন।

মানবজীবন একটি অনন্ত ভ্রমণের অংশবিশেষ। মানুষ অনন্ত সফরের যাত্রী। এই ভ্রমণের সূচনা হলো আমলে আরওয়াহ বা রুহের জগৎ থেকে। এর দ্বিতীয় ধাপ হলো আলমে দুনিয়া তথা দুনিয়ার জীবন। তৃতীয় সোপান হলো আলমে বারজাখ বা অন্তর্বর্তীকালীন জীবন, যা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বিস্তৃত। এরপর আখিরাত বা পরকালের অনন্ত জীবন।

ভ্রমণের আরবি হলো সফর, ছায়ের, রেহলাত ইত্যাদি। ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম হজ অর্থও ভ্রমণ এবং ওমরাহ অর্থও ভ্রমণ।

ভ্রমণ একটি আনন্দময় ইবাদত এবং জ্ঞান-প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস। সফর বা ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো পূর্ববর্তীদের কীর্তি ও পরিণতি সম্বন্ধে জানা ও শিক্ষা গ্রহণ করা। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল তা কি দেখে না? যারা মুত্তাকি তাদের জন্য পরলোকই শ্রেয়; তোমরা কি বোঝো না?’ (সুরা-১২ ইউসুফ, আয়াত: ১০৯)।

এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখত এদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল। পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা শক্তিতে ও কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ তাদিগকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য এবং আল্লাহর শাস্তি হতে তাদিগকে রক্ষা করার কেউ ছিল না।’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ২১)। ‘তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না ও দেখে না তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল? পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল। তারা যা করত তা তাদের কোনো কাজে আসেনি।’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ৮২)।

ভ্রমণ বা সফরের বিশেষ উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সৃষ্টি-রহস্য অবলোকন করে জ্ঞানার্জন করা এবং তাঁর কুদরত ও শক্তির প্রতি অনুগত হওয়া। এ বিষয়ে পবিত্র কোরআনে নির্দেশনা রয়েছে, ‘তারা দেশ ভ্রমণ করে না? তা হলে তারা জ্ঞানবুদ্ধিসম্পন্ন ও শ্রুতিশক্তিসম্পন্ন হতে পারত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে হৃদয়।’ (সুরা-২২ হজ, আয়াত: ৪৬)। বলো, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো, কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন? অতঃপর আল্লাহ সৃজন করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান।’ (সুরা-২৯ আনকাবুত, আয়াত: ২০)।

যাতায়াতব্যবস্থা, রাস্তাঘাট, যানবাহন ও পরিবহন আল্লাহর কুদরতেরই অংশ এবং তা-ও ভ্রমণের নিমিত্তে। কোরআনের ভাষায়, ‘তাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম, যেগুলোর মধ্যবর্তী স্থানে বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং তাদিগকে বলেছিলাম, “তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে।”’ (সুরা-৩৪ সাবা, আয়াত: ১৮)।

ইসলামি আইনবিদদের মতে, সব মুসলমানের জন্য আল্লাহর নির্দেশ পালনার্থে সামর্থ্য অনুযায়ী সফর করা ও ভ্রমণ করা কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের পূর্বে বহু বিধান-ব্যবস্থা গত হয়েছে, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কী পরিণাম!’ (সুরা-৩ আলে ইমরান, আয়াত: ১৩৭)। বলো, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো, যারা সত্যকে অস্বীকার করেছে তাদের পরিণাম কী হয়েছিল!’ (সুরা-৬ আনআম, আয়াত: ১১)। ‘সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কী হয়েছে?” (সুরা-১৬ নাহল, আয়াত: ৩৬)। ‘পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, অপরাধীদের পরিণাম কীরূপ হয়েছে।’ (সুরা-২৭ নমল, আয়াত: ৬৯)। ‘এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখত এদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল। পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা শক্তিতে ও কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ তাদের শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য এবং আল্লাহর শাস্তি হতে তাদিগকে রক্ষা করার কেউ ছিল না।’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ২১)। ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছে’! তাদের অধিকাংশই ছিল মুশরিক।’ (সুরা-৩০ রুম, আয়াত: ৪২)।

শীত, বসন্ত ও গ্রীষ্মকাল ভ্রমণের আদর্শ সময়। কোরআনের বর্ণনায়, ‘কুরাইশদের অনুরাগ, তাদের আসক্তি শীতকালীন ও গ্রীষ্মকালীন ভ্রমণ। সুতরাং তাদের উচিত এই (কাবা) ঘরের প্রভুর ইবাদত করা। যিনি ক্ষুধায় তাদের অন্ন দিয়েছেন; ভয়ে দিয়েছেন নিরাপত্তা।’ (সুরা-১০৬ কুরাইশ, আয়াত: ১০৪)।

যেহেতু সফর একটি বিধিবদ্ধ ইবাদত, তাই সফরের রয়েছে বিশেষ কিছু বিধিবিধান। ইসলামি শরিয়তে ফিকহি পরিভাষায় সফর বলা হয়: আপন বাসস্থান থেকে বা কর্মস্থল থেকে আটচল্লিশ মাইল বা সত্তর কিলোমিটার দূরত্বে যাওয়ার উদ্দেশ্যে মহল্লা বা গ্রাম থেকে বের হওয়া। গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত সফর অবস্থা বহাল থাকে। সফর বা ভ্রমণকারীকে মুসাফির বলা হয়। গন্তব্য যদি নিজ বাড়ি বা কর্মক্ষেত্র হয়, তবে সেখানে পৌঁছার পর আর মুসাফির থাকবেন না। আর গন্তব্য যদি নিজ বাড়ি বা কর্মক্ষেত্র না হয় এবং সেখানে অন্তত ১৫ দিবস রজনী থাকার নিয়ত বা ইচ্ছা না থাকে, তাহলে সফর অবস্থা বহাল থাকবে।

সফরে দোয়া কবুল হয়। সফরকালীন চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ কছর, অর্থাৎ দুই রাকাত পড়তে হয় এবং সুন্নত নামাজ নফল পর্যায়ভুক্ত হয়। সফর অবস্থায় প্রয়োজনে ফরজ রোজা পরে রাখা যায়। সফর অবস্থায় ঈদের নামাজ ও জুমার নামাজ এবং কোরবানি ওয়াজিব হয় না। তবে সুযোগ থাকলে আদায় করা উত্তম।

"ইউ এন্ড মি ট্রাভেলস"আপনার বিশ্বাস,আমাদের নিরাপত্তা ।বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র কাপলদের জন্য ট্যুরের আয়োজন করছি।আপ...
14/02/2023

"ইউ এন্ড মি ট্রাভেলস"
আপনার বিশ্বাস,আমাদের নিরাপত্তা ।

বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র কাপলদের জন্য ট্যুরের আয়োজন করছি।আপনার প্রিয়তমাকে নিয়ে ভ্রমন করতে পারবেন সারা দেশ।এটা আমরা বিশ্বাস রাখি আপনার ভ্রমন হবে সুন্দর এবং আনন্দময় ।ইউ এন্ড মি সাথে থাকুন।

সাজেক ত্রিপুরী ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্বউত্তরে মিজোরাম সিমান্তে অবস্থিত। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গমাইল। এর উত্তরে ভারতের ত্রিপুড়া, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। ভূ-পৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতার সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূ-স্বর্গ। প্রকৃতি এখানে সকাল বিকাল রঙ বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি, আর তুলোর মতো মেঘ, এরই মধ্যে মাথা উঁচু করে দাড়িয়ে রয়েছে নৈস্বর্গিক সাজেক ভ্যালি।

সাজেক রুইলুইপাড়া, হামারিপাড়া এবং কংলাক পাড়া, এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৭২০ ফুট উচ্চতায় অবস্থিত আর কংলাক পাড়া ১,৮০০ ফুট উচ্চতায় কংলাক পাহাড়-এ অবস্থিত।[১] সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। রাঙামাটির অনেকটা অংশই দেখে যায় সাজেক ভ্যালি থেকে। এই জন্য সাজেক ভ্যালিকে রাঙামাটির ছাদ বলা হয়।[২]
কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক ভ্যালির নাম এসেছে।

Address

Dhaka

Telephone

+8801881418092

Website

Alerts

Be the first to know and let us send you an email when U & Me Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to U & Me Travels:

Videos

Share

Category