Kazi Tours

Kazi Tours Kazi Tours Services

1. Tourist Visa
2. Medical Visa
3. Business Visa
4. Double Entry Visa
5. Employee Visa
6. Student Visa
7. Film Visa

ইন্ডিয়ান ভিসা করুন, ভিসা পেতে নিশ্চিত থাকুন।আমরা সঠিক ডকুমেন্ট ও সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করে থাকি।আপনার ভিসা প্রসেসিং...
04/12/2022

ইন্ডিয়ান ভিসা করুন, ভিসা পেতে নিশ্চিত থাকুন।
আমরা সঠিক ডকুমেন্ট ও সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করে থাকি।
আপনার ভিসা প্রসেসিং হবে স্বল্প সময়ে সঠিক নিয়মে।

আমাদের ভিসা প্রসেসিং সার্ভিস সমূহ:
*টুরিস্ট ভিসা
*মেডিকেল ভিসা(ডাক্তার এপয়েন্টমেন্ট ৫০ টি হসপিটালের)
*বিজনেস ভিসা।
*ডাবল এন্ট্রি ভিসা।
*স্টুডেন্ট ভিসা।
*কনফারেন্স ভিসা।

(ভিসা প্রসেসিং এর প্রয়োজনীয় কাগজ সমূহ)
* পাসপোর্ট,, ৬ মাস মেয়াদ থাকতে হবে।
* ছবি(২×২) ব্যাকগ্রাউন্ড সাদা,,, ল্যাপ প্রিন্ট।
* এনআইডি কার্ড।
* বিদ্যুৎ বিল,(ছয় মাসের মধ্যে (
* ব্যাংক স্টেটমেন্ট
(ছয় মাসের)
* পেশাগত প্রমাণ পত্র,,(ট্রেড লাইসেন্স/ছুটির দরখাস্ত)
* লাস্ট ইন্ডিয়ান ভিসা কপি,,(ইন্ডিয়াতে যেয়ে থাকলে)

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
-01712244644(Whatsapp )
-01913177989(IMO)
Mail: [email protected]
কাজী টুরস,যমুনা ফিউচার পার্ক লেভেল টু,জন সি, সপ নাম্বার ৩৮বি।








See less

ইন্ডিয়ান ভিসা করুন, ভিসা পেতে নিশ্চিত থাকুন।আমরা সঠিক ডকুমেন্ট ও সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করে থাকি।আপনার ভিসা প্রসেসিং...
30/11/2022

ইন্ডিয়ান ভিসা করুন, ভিসা পেতে নিশ্চিত থাকুন।
আমরা সঠিক ডকুমেন্ট ও সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করে থাকি।
আপনার ভিসা প্রসেসিং হবে স্বল্প সময়ে সঠিক নিয়মে।

আমাদের ভিসা প্রসেসিং সার্ভিস সমূহ:
*টুরিস্ট ভিসা
*মেডিকেল ভিসা(ডাক্তার এপয়েন্টমেন্ট ৫০ টি হসপিটালের)
*বিজনেস ভিসা।
*ডাবল এন্ট্রি ভিসা।
*স্টুডেন্ট ভিসা।
*কনফারেন্স ভিসা।

(ভিসা প্রসেসিং এর প্রয়োজনীয় কাগজ সমূহ)
* পাসপোর্ট,, ৬ মাস মেয়াদ থাকতে হবে।
* ছবি(২×২) ব্যাকগ্রাউন্ড সাদা,,, ল্যাপ প্রিন্ট।
* এনআইডি কার্ড।
* বিদ্যুৎ বিল,(ছয় মাসের মধ্যে (
* ব্যাংক স্টেটমেন্ট
(ছয় মাসের)
* পেশাগত প্রমাণ পত্র,,(ট্রেড লাইসেন্স/ছুটির দরখাস্ত)
* লাস্ট ইন্ডিয়ান ভিসা কপি,,(ইন্ডিয়াতে যেয়ে থাকলে)

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
-01712244644(Whatsapp )
-01913177989(IMO)
Mail: [email protected]
কাজী টুরস,যমুনা ফিউচার পার্ক লেভেল টু,জন সি, সপ নাম্বার ৩৮বি।








29/05/2022

ইন্ডিয়ান ভিসা সার্ভিস সমূহ 😍
১। টুরিস্ট ভিসা।
২। মেডিকেল ভিসা।
৩। ডক্টর এর অ্যাপোয়েন্টমেন্ট।
(সিএমসি /টাটা মেমোরিয়াল /অ্যাপোলো /এআইজি /নারায়ননা হেলথ/পেয়ারলেস /শংকরনেত্রনালয।
৪। হোটেল / কটেজ ও বাসা বুকিং।
৫। এন্টি ভিসা।
৬। ডাবল এন্ট্রি ভিসা।
৭। বিজনেস ভিসা।

👉 আমরা দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করে আসছি।(((যমুনা ফিউচার পার্ক,,লেভেল 2 কাজী ট্যুরস)))
ইন্ডিয়ান ভিসা প্রার্থীরা সকলেই আমন্ত্রিত।
👉যোগাযোগ 01712 244644, 01913 177989.

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার ফাইল এর জন্য যা প্রয়োজনঃ* পাসপোর্ট এর স্ক্যান/মোবাইল তোলা ছবি।* বর্তমান ঠিকানা বা বিদ্যুৎ বিলের ...
11/05/2022

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার ফাইল এর জন্য যা প্রয়োজনঃ

* পাসপোর্ট এর স্ক্যান/মোবাইল তোলা ছবি।
* বর্তমান ঠিকানা বা বিদ্যুৎ বিলের স্ক্যান /মোবাইল তোলা ছবি।
* ছবি ১ কপি ২x২ সাইজ ।
* মোবাইল নাম্বার।
* পেশা লিখে দিতে হবে।
* কোন বর্ডার দিয়ে যাবেন তা লিখে দিতে হবে।................................................................................................
মেডিকেল ভিসার ফাইল এর জন্য যা প্রয়োজনঃ
* পাসপোর্ট এর ফটোকপি যার মেয়াদ নুন্যতম ৬ মাস থাকতে হবে।
* ন্যাশনাল আইডি কার্ড / জন্মনিবন্ধনী সার্টিফিকেট কপি।
* বর্তমান ঠিকানার বিদ্যুৎ / পানি / টেলিফোন বিলের কপি।
* ট্রেড লাইসেন্স / চাকুরীদাতার সনদ ।
* ব্যাংক স্টেটমেন্ট।
* ছবি ১ কপি ২x২ সাইজ ।
* বাংলাদেশের ডাক্তারের বিগত ৩ মাসের রিপোর্ট।
* বাংলাদেশের ডাক্তারের রেফারেন্স লেটার ।
* ইন্ডিয়ান ডাক্তারের ইনভাইটেশন লেটার ।
* ইন্ডিয়ান ডাঃ এর এপয়েন্টমেন্ট ।
................................................................................................

ইন্ডিয়ান ভিসা আবেদন ফরম! ১. ডিজিটাল ছবি ও একটি রঙ্গীন ছবি (উভয় ছবিই একই হতে হবে এবং তিন মাসের কম সময়ের মধ্যে তোলা হতে হব...
09/05/2022

ইন্ডিয়ান ভিসা আবেদন ফরম!

১. ডিজিটাল ছবি ও একটি রঙ্গীন ছবি (উভয় ছবিই একই হতে হবে এবং তিন মাসের কম সময়ের মধ্যে তোলা হতে হবে। ভিসা আবেদনের একেবারে ডান দিকের শীর্ষে আটকানো হবে (পিনকৃত বা স্ট্যাপল করা না)।

২. দয়া করে সব বাধ্যতামূলক কলাম সতর্কতার সাথে পূরন করুন। ভুল তথ্য ভিসা আবেদনেকে সরাসরি প্রত্যাখ্যানের দিকে নিয়ে যাবে।

৩. ভবিষ্যৎ রেফারেন্সের জন্য দয়া করে ওয়েব ফাইল নম্বর নোট করে রাখুন।

৪. ভিসা আবেদনের একেবারে ডান দিকের শীর্ষে অঙ্কিত বক্সে ও ভিসা আবেদনের শেষের পাতায় স্বাক্ষর করুন।

৫. আপনার আইপি এড্রেস লগ করা থাকবে। দয়া করে কল্পিত/ বানোয়াট এন্ট্রি দিবেন না।

৬. বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি:

(ক) * চিহ্নিত কলাম পূরণ বাধ্যতামূলক।

(খ) কলাম-এ-ব্যক্তিগত বিবরণ: নাম, বংশগত নাম এবং অন্যান্য বর্ণনা পাসপোর্টে উল্লেখিত বিষয়ের সাথে মিল থাকতে হবে।

(গ) কলাম-বি-পাসপোর্ট বিবরণ: পাসপোর্ট নং, ইস্যুকৃত স্থান, ইস্যুকৃত তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ যেমনটি আপনার বিদ্যমান বৈধ পাসপোর্টে উল্লেখিত, একই হতে হবে।

(ঘ) কলাম-সি-আবেদনকারীর যোগাযোগের বিবরণ: বর্তমান ঠিকানা হিসাবে আপনার ইউটিলিটি বিলে যা উল্লেখিত, তার সাথে মিল রেখে হতে হবে। ই-মেইল আইডি ও মোবাইল সঠিক হতে হবে।

(ঙ) কলাম-ডি-পারিবারিক বিবরণ: খালি রাখা উচিৎ নয়। পূর্ববর্তী জাতীয়তা উল্লেখ করা বাধ্যতামূলক।

(চ) কলাম-ই-ভিসা অনুসন্ধান বিবরণ: আবশ্যিক

(ছ) কলাম-এফ-পূর্ববর্তী ভ্রমণ: খালি রাখা উচিৎ নয় (পূর্ববর্তী ভিসার নম্বর এবং ইস্যুর তারিখ উল্লেখযোগ্য)।

(জ) কলাম-আই-দু’জন রেফারেন্সের বিবরণ: দয়া করে আসল যোগাযোগের বিবরণ প্রদান করুন।

📞01845 863226
🗺Kazi Tours, Level 2, Jamuna Future Park, Kuril, Baridhara, Dhaka 1229 Dhaka, Dhaka Division, Bangladesh.

04/05/2022
Kazi Tours📞01845 863226🗺Kazi Tours, Level 2, Jamuna Future Park, Kuril, Baridhara, Dhaka 1229 Dhaka, Dhaka Division, Ban...
25/04/2022

Kazi Tours
📞01845 863226
🗺Kazi Tours, Level 2, Jamuna Future Park, Kuril, Baridhara, Dhaka 1229 Dhaka, Dhaka Division, Bangladesh.

25/04/2022

বাংলাদেশীদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এ অবস্থিত।

সব ধরণের ভারতীয় ভিসা ওয়াক-ইন পদ্ধতিতে কোন অনলাইন সাক্ষাতের তারিখ ছাড়া গ্রহণ করা হয়।
বাংলাদেশী পাসপোর্টধারী যারা চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগ বসবাস করছে, তারা আইভ্যাক, ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), আইভ্যাক, / আইভ্যাক, ময়মনসিংহ / আইভ্যাক, যশোর / আইভ্যাক, বরিশাল - এ ভিসার জন্য আবেদন করতে পারে। যেসব পাসপোর্টধারী চট্টগ্রাম বিভাগ এর বাসিন্দা কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া তারা আইভ্যাক, চট্টগ্রাম- এ ভিসার জন্য আবেদন করতে পারে। বাংলাদেশী নাগরিক, যারা রাজশাহী বিভাগে বাস করছে, তারা আইভ্যাক, রাজশাহী/ আইভ্যাক, রংপুর- এ ভিসার জন্য আবেদন করতে পারে।
যারা সিলেট বিভাগে আওতাভুক্ত বসবাসকারী তারা সিলেট মিশন বরাবর আবেদন করবে।
যারা খুলনা জেলা আওতাভুক্ত বসবাসকারী তারা খুলনা মিশন বরাবর আবেদন করবে।
অন্যান্য বিদেশী নাগরিকরা আইভ্যাক, ঢাকা (যমুনা ফিউচার পার্ক ) এবং সহকারী ভারতীয় হাই কমিশন, চট্টগ্রাম- এ ভিসার জন্য আবেদন করতে পারে।
ভারতীয় ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশী পাসপোর্টধারীদেরও কোন ভিসা ফি প্রয়োজন নেই।
অন্যান্য বিদেশী নাগরিকদের ভিসা ফি দেওয়া প্রয়োজন যদি না তারা ভারত সরকারের নির্দেশ অনুযায়ী ভিসা ফি পরিশোধের ক্ষেত্রে অব্যাহতি পায়।
বাংলাদেশের যেকোন আইভ্যাক এ ভিসার জন্য আবেদন পত্র জমা দেয়ার আগেই আবেদনকারী সকল ব্যক্তিবর্গেরও ভিসা প্রসেসিং ফি (ভিপিএফ) পরিশোধ করতে হবে।
পরিবারের যেকোনো সদস্যকে ভিসার আবেদন জমা দেওয়ার এবং পরিবারের অন্য সদস্যদের হয়ে পাসপোর্ট সংগ্রহ করার অনুমতি দেওয়া হয় আসল পাসপোর্ট দ্বারা শনাক্তকরণের প্রমাণ সাপেক্ষে। এই উদ্দেশ্যে পরিবার হল স্ত্রী/স্বামী , সন্তান, ভাই, বোন এবং পিতামাতা।
আপনি বাংলাদেশের নাগরিক হয় সত্ত্বেও যদি আপনার কাছে বৈদেশিক পাসপোর্ট থাকে তবে বৈদেশিক পাসপোর্ট দ্বারা ভারতীয় ভিসার জন্য আবেদন করতে হবে.

📞01845 863226
🗺Kazi Tours, Level 2, Jamuna Future Park, Kuril, Baridhara, Dhaka 1229 Dhaka, Dhaka Division, Bangladesh.

Kazi Tours Services

1. Tourist Visa
2. Medical Visa
3. Business Visa
4. Double Entry Visa
5. Employ

High-Quality Service AssuranceWe assure the quality services for every single trip with the best tour plan, high-rated a...
24/04/2022

High-Quality Service Assurance

We assure the quality services for every single trip with the best tour plan, high-rated accommodations, transportation, and quality food. Our full time knowledgeable and accompanying guide are committed to making it perfect



24/04/2022
24/04/2022
Kazi Tours is a leading local tour operator in Bangladesh, committed to giving you a lifetime Bangladesh experience. As ...
24/04/2022

Kazi Tours is a leading local tour operator in Bangladesh, committed to giving you a lifetime Bangladesh experience. As Bangladesh is full of natural beauty and hidden treasures, its underdeveloped infrastructure can disrupt your travel plans. And this is why we are here to make your trip perfect for your needs. Our tour planning, time management, best accommodation, good quality food, local experience, freedom to blend in with this country, and knowledgeable guides will impress you. Whether you are in Bangladesh for a private tour or a group tour, we can be a new and unique experience for your trip.



বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং দক্ষিণ এশিয়ার হাস্যোজ্জ্বল মানুষ, মনোমুগ্ধকর ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং প্রকৃতির মনো...
24/04/2022

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং দক্ষিণ এশিয়ার হাস্যোজ্জ্বল মানুষ, মনোমুগ্ধকর ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং প্রকৃতির মনোরম সৌন্দর্যের মিশ্রন আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, বৃহত্তম বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ, রঙিন আদিবাসী গোষ্ঠী, পাহাড়ি অঞ্চলের রহস্য, দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র-সৈকত এবং সমৃদ্ধ দ্বীপ, অন্তহীন চা বাগান এবং উদার মানুষ ভ্রমণকারীদের জন্য একটি আজীবন অভিজ্ঞতা নিতে স্বাগত জানাচ্ছে @কাজি টুরস (Kazi Tours)।



Address

Shop No. 2C-02AB, Level 2, Jone/C, Jamuna Future Park, Kuril, Baridhara
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00

Telephone

+8801712244644

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies