30/10/2020
পর্তুগাল বিজনেস ভিসা
ভিসা ইস্যু হবে বাংলাদেশ থেকে ফ্রান্স এমব্যাসিতে সরাসরি আপনাকে জমা দিতে হবে
বিস্তারিত পুরোটা পড়েন তারপর সিদ্ধান্ত নিন
এটা কোনো ভিজিট ভিসা নয়।
পর্তুগাল - ১০ লক্ষ টাকা
( উপরের রেট শুধু ভিসা খরচ, টিকেট আপনার)
প্রসেসিং সময় লাগবে: ৪৫ দিন
পেমেন্ট: এডভান্স ১ লক্ষ টাকা। বাকী টাকার চেক ও এগ্রিমেন্ট অফিসে জমা দিতে হবে।
নো এডভান্স ,নো এপ্লাই
নো কল ,নো মেসেজ
ডকুমেন্ট: পাসপোর্ট, ছবি, আইডি কার্ড, ব্যাংক ষ্টেটমেন্ট ৩ মাসের। মনে রাখবেন অনেক এজেন্সী ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই ফাইল জমা নেন ক্লায়েন্ট থেকে এবং ভূয়া স্টেটমেন্ট বানিয়ে এমব্যাসিতে জমা দেন, সেক্ষেত্রে আপনি আপনার ক্ষতি করলেন, এজেন্সীর কোনো কিছু হবেনা, হয়তো কখনো ব্লাকলিষ্টে পড়ে যেতে পারেন।
সেনজেনের ২-৩ টা দেশ, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আমি সরাসরি কাজ করি। আমার ভিসা প্রসেসিং খরচ অনেক কম, অনেকেই তা নিয়ে বিভিন্ন মন্তব্য করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি .......আমার কোনো ইন্ডিয়ার এজেন্ট ধরে কাজ করতে হয়না , ঢাকার অনেক এজেন্সী আছে ৯৭% ইন্ডিয়ান এজেন্টদের উপর নির্ভরশীল, তাই তাদের খরচ বেশী, অনেকসময় ইন্ডিয়ান এজেন্টদের কাছে অনেকটাই জিম্মি হয়ে প্রতারিত হয়ে থাকেন। তাই আপনি আমার বাংলাদেশে অফিসে একবার ঘুরে আসুন কম সময়ে, কম খরচে আপনি নিশ্চিন্তে ভিসার জন্য ফাইল জমা দিতে পারেন।
অনুরোধ: ভিসার পর টাকা, পৌছার পর টাকা এই শ্রেনীর লোকজন দয়া করে মেসেজ, কমেন্টস বা কল দিয়েন না, অনুরোধ রইলো আমার সময় নষ্ট করিয়েন না।
একমাত্র আগ্রহীগন যোগাযোগ করতে পারেন।