HCS Migration & Visa

HCS Migration & Visa We work with all kinds of VISA, Study, Work Migration

ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল কানাডাকানাডা সরকারের বিভাগ অভিবাসন, শরণার্থী ও কানাডার নাগরিকত্ব (আইআরসিসি) বাংলা...
29/12/2023

ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল কানাডা

কানাডা সরকারের বিভাগ অভিবাসন, শরণার্থী ও কানাডার নাগরিকত্ব (আইআরসিসি) বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেণ্টের ব্যাপক চাহিদার কারণে জারি করা বায়োমেট্রিক নির্দেশনাপত্র (বিআইএল) এবং পাসপোর্ট জমা দেয়ার চিঠির মেয়াদ সাময়িকভাবে আরও ৩০ দিন বাড়িয়েছে।

শুক্রবার বিষয়টি ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান। মুখপাত্র বলেন, আবেদনকারীদের ক্ষেত্রে এর অর্থ হলো- তাদের আইআরসিসি বিআইএল বা পাসপোর্ট অনুরোধপত্রটি চিঠিতে উল্লিখিত মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে আরও ৩০ দিনের জন্য বৈধ থাকবে।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব আবেদনকারী এই বর্ধিত মেয়াদের পরেও অ্যাপয়েন্টমেণ্টের সময়সূচি নির্ধারণ করতে বা তাদের পাসপোর্ট জমা দিতে অক্ষম তাদের নতুন বিআইএল বা পাসপোর্ট জমা দেয়ার চিঠির অনুরোধ করার জন্য আইআরসিসির সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। যে কোনো নতুন ইস্যু কেবলমাত্র ৩০ দিনের জন্য বৈধ হবে।
মুখপাত্র বলেন, আমরা আবেদনকারীদের তাদের ভ্রমণের পরিকল্পনা করার এবং শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্য তাদের কানাডা ভিসা বা পারমিটের জন্য আগাম আবেদন করার আহ্বান জানাচ্ছি।

আইআরসিসি কানাডা সরকারের বিভাগ, যা কানাডায় অভিবাসন, শরণার্থী এবং কানাডার নাগরিকত্ব সম্পর্কিত বিষয়গুলো দেখে থাকে।

29/11/2023

Lithuania & croatia

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু হচ্ছে মধ্যপ্রাচ্যেও। সর্বসম্ম...
29/11/2023

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু হচ্ছে মধ্যপ্রাচ্যেও। সর্বসম্মতিক্রমে এ অঞ্চলের জন্য প্রস্তাবিত ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলো। এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সূচনা হলো নতুন এক যুগের।

যে ভিসায় আরব দেশ গুলো অনেকটা সেনজেন ভিসার ন্যায় পদ্ধতি অনুসরন করছে।

ইউরোপের ২৭টি দেশে ‘শেনজেন ভিসা’ চালু রয়েছে, যার মাধ্যমে এই দলভুক্ত যেকোনো একটি দেশের ভিসা দিয়ে বাকি ২৬টি দেশে ভ্রমণ করা যায় ও যে কোনো কাজে একটি দেশে সর্বোচ্চ ৯০ দিন থাকা যায়। ইউরোপ ভ্রমণকারীদের কাছে এই ভিসা সোনার হরিণের মতো।

শেনজেনভূক্ত দেশগুলো হলো- জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, মাল্টা, লুক্সেমবার্গ, লাটভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, লিচেনস্টাইন, সুইডেন, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া।

কানাডা ভিজিট ভিসা প্রোসেসিং করা হয় 🇨🇦🇨🇦🥰 পরিবার নিয়ে ঘুরে আসুন আপনার স্বপ্নের দেশ থেকে ✅ আপনি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও...
30/10/2023

কানাডা ভিজিট ভিসা প্রোসেসিং করা হয় 🇨🇦🇨🇦

🥰 পরিবার নিয়ে ঘুরে আসুন আপনার স্বপ্নের দেশ থেকে

✅ আপনি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ 𝐂𝐚𝐧𝐚𝐝𝐚 ভ্রমণ করতে আগ্রহী?

🎯 আমরা অত্যন্ত কম সময়ে, সহজ ও নির্ভুল ভাবে ভিজিট ভিসার ফাইল প্রসেসিং এর কাজ করে থাকি।

🎯উন্নত মানে সেবা প্রদানে বদ্ধ পরিকর!

🌟 কানাডা ভ্রমণ: আপনার স্বপ্ন কি বাস্তবায়ন হচ্ছে? 🌟কানাডা একটি আকর্ষণীয় দেশ, যেখানে প্রতিটি পথ, প্রতিটি নদী, এবং প্রতিটি...
30/10/2023

🌟 কানাডা ভ্রমণ: আপনার স্বপ্ন কি বাস্তবায়ন হচ্ছে? 🌟

কানাডা একটি আকর্ষণীয় দেশ, যেখানে প্রতিটি পথ, প্রতিটি নদী, এবং প্রতিটি পর্বত নতুন সম্ভাবনার গল্প বলে। কিন্তু, এই স্বপ্নযাত্রা শুরু করার আগে, ভিসা প্রাপ্তির ঝামেলা এড়াতে হয়। এখানেই আমাদের প্রয়োজনীয়তা অবশ্যই প্রকাশ পায়।

💼 আমরা কেন গুরুত্বপূর্ণ?

জটিল ভিসা প্রক্রিয়াটি সহজ করা

নিশ্চিত করা যে আপনার আবেদন সঠিকভাবে এবং সময়মতো প্রেরণ করা হয়

বিভ্রান্তিমুক্ত এবং স্বচ্ছ পরামর্শ প্রদান

আপনার মূল্যবান সময় এবং অর্থ অপচয় রোধ

ভ্রমণ হলো মুক্তির অনুভূতি, এবং আমরা আপনাকে সেই মুক্তির পথে নিরাপদে গাইড করতে এখানে আছি। কানাডার আবেদন প্রক্রিয়া ঝামেলা থেকে মুক্তি পেতে এখনই যোগাযোগ করুন! 📩✨

#কানাডাভ্রমণ #ভিসাসহায়তা #পরামর্শক

🌾 কোরিয়ায় কাজের অসাধারণ সুযোগ – কৃষি শেক্টর 🌾🔥 তাত্ক্ষণিক নিয়োগ! কোনো ইন্টারভিউ প্রয়োজন নেই! 🔥কৃষি শেক্টরের কাজের জন...
12/10/2023

🌾 কোরিয়ায় কাজের অসাধারণ সুযোগ – কৃষি শেক্টর 🌾

🔥 তাত্ক্ষণিক নিয়োগ! কোনো ইন্টারভিউ প্রয়োজন নেই! 🔥

কৃষি শেক্টরের কাজের জন্য আমরা বৃহত্তর নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি! আমরা ফার্মিং, গ্রিনহাউজ এবং অন্যান্য কৃষি কাজে আগ্রহী পুরুষ ও মহিলা, বিশেষ করে স্বামী-স্ত্রী দলের জন্য, আমন্ত্রণ জানাই।

🇰🇷 দেশ: কোরিয়া
💼 কাজের ধরণ: কৃষি – ফার্মিং, গ্রিনহাউজ, ইত্যাদি
💰 বেতন: ১,৫০,০০০ টাকা বেসিক + ওভারটাইম

গুরুত্বপূর্ণ তথ্য:

🛂 প্রাথমিক ভিসা: E8
🔄 ভিসা আপগ্রেড: ৫-১০ মাসের মধ্যে E7 ভিসায় পরিবর্তন (৫ বছর মেয়াদী)
👨‍👩‍👧 পরিবারের ভিসা: E7 ভিসা নিয়ে পরিবার নিতে পারবেন
📜 যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট

কৃষি সার্টিফিকেট, কৃষক/মৎস্যজীবির প্রযোজ্য

পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট

🗓 গুরুত্বপূর্ণ তারিখ:

🇰🇷 কোরিয়ান দলের আগমন: পরবর্তী মাস

🎯 বয়সের সীমা: ২০ - ৫০ বছর

📝 আবেদন প্রক্রিয়া:
সমস্ত প্রক্রিয়া ঢাকার কোরিয়ান এম্বাসির মাধ্যমে সম্পন্ন হবে।

কোরিয়ায় কর্মজীবন এবং জীবন গড়ার এই একবারের মতো সুযোগ মিস করবেন না! এখনই আবেদন করুন!

HCS Migration & Visa Ltd.
Mobile No:+88 01892 418038
e-mail:[email protected]

🌾 Excellent Job Opportunity in Korea – Agriculture Sector 🌾

🔥 Immediate Hiring! No Interviews Required! 🔥

We are launching a massive recruitment drive for roles in the agriculture sector! We are inviting both men and women, preferably husband and wife teams, who are interested in farming, greenhouse work, and more.

🇰🇷 Country: Korea
💼 Job Type: Agriculture – Farming, Greenhouse, etc.
💰 Salary: 1,50,000 BDT basic + Overtime

Important Information:

🛂 Initial Visa: E8
🔄 Visa Upgrade: Will be changed to E7 Visa within 5-10 months (5-year term)
👨‍👩‍👧 Family Visa: You can bring your family along with an E7 Visa
📜 Qualifications: SSC & HSC Certificates

Agriculture certificate, farmer/fisherman applicable

Police Clearance & Medical Certificate required

🗓 Important Dates:

🇰🇷 Korean Team Arrival: Next Month
🎯 Age Limit: 20 - 50 years old
📝 Application Process:
All proc

19/09/2023
কানাডায় আসার সহজ মাধ্যম! 🇨🇦🇨🇦কানাডায় বৈধভাবে আসার অনেকগুলো মাধ্যম রয়েছে। প্রায় সবগুলোতেই রয়েছে অনেকগুলো criteria বা শর্ত...
21/05/2023

কানাডায় আসার সহজ মাধ্যম! 🇨🇦🇨🇦

কানাডায় বৈধভাবে আসার অনেকগুলো মাধ্যম রয়েছে। প্রায় সবগুলোতেই রয়েছে অনেকগুলো criteria বা শর্ত। যেগুলো পূরণ না হলে আবেদন মঞ্জুর হয় না। কানাডায় আসার ভিসা পাওয়া যায় না। যে কোনো ইকোনমিক ইমিগ্রেশনের জন্য দরকার হাই এডুকেশনাল সার্টিফিকেট, excellent English proficiency, জবের অভিজ্ঞতা ও বয়সের criteria মিট করা।

আর অয়ার্ক পারমিটের জন্য আপনার অবশ্যই জব অফার ম্যানেজ করতে হবে। এসব হলো কানাডায় বৈধভাবে আসার উপায়।
তবে আরেকটা উপায় আছে যেখানে বৈধভাবেও আসা যায়, আবার এসব কোনো শর্তও মানা লাগে না।

sponsorship :

আপনার যদি কানাডায় ফ্যামিলি মেম্বার থাকে যারা কিনা কানাডার permanent residents বা সিটিজেন তাহলে কানাডায় আসা এর চেয়ে সহজ আর কিছু নেই।
আপনাকে তারা একেবারেই উড়িয়ে নিয়ে যাবে কানাডায়। মানে sponsor করে নিয়ে যাবে।

কারা আপনাকে sponsor করতে পারবে?

আপনি যদি কানাডায় স্থায়ীভাবে বসবাস করা কাউকে বিয়ে করেন মানে আপনার spouse, সে আপনাকে কানাডায় আনতে পারবে আবেদনের মাধ্যমে। এতে সময় লাগবে আবেদন থেকে ভিসা পাওয়া পর্যন্ত ১২ মাসের মতো। তবে পরিস্থিতি বুঝে কিছুটা বেশি সময় লাগতে পারে।

আপনার যদি ছেলেমেয়ে বা grandchildren থাকে যারা কানাডার PR বা সিটিজেন, তারা আপনাকে sponsor করতে পারবে।
সরকারিভাবে spinsoring এর জন্য খরচ পড়ে সাধারণত $1,135 CAD.

আপনারা শুনে খুশি হবেন যে, কানাডার sponsorship এর প্লান দিন দিন বাড়ছে। এবং একটা পরিসংখ্যানে দেখা গেছে এ বছর কানাডা welcome জানাবে 105,000 নিউ permanent residents শুধুমাত্র ফ্যামিলি স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে।।

কানাডা একটা উদার কান্ট্রি। এখানে বিশ্বের সব দেশ থেকে বহু সংখ্যক ইমিগ্রান্ট আনা হয় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে।

এদেশে ইমিগ্রান্টরা সরকারি সকল সুবিধা পায় ও সুষ্ঠুভাবে বসবাসের নিশ্চয়তা থাকে।

09/11/2022
🇷🇴 ROMANIAN WORK PERMIT VISA.Need Some Genuine CONSTRUCTION worker ( If you have already your valid police clearance or ...
21/10/2022

🇷🇴 ROMANIAN WORK PERMIT VISA.
Need Some Genuine CONSTRUCTION worker
( If you have already your valid police clearance or need to apply urgently)

🎯 COST : 690000 Taka only.

Air ticket,Man power and all other cost included.

✍️Processing time: 04-05 months.
✍️100% Visa Possibility.

DHAKA OFFICE:

Kobi Faruk Shoroni.
Road #5
House #17 (One Bank Building)
Nikunjo 2,Dhaka 1229.
Phone :
☎️ 01892 418038

🇷🇴রোমানিয়ান ওয়ার্ক পারমিট ভিসা।🇧🇪👉 ট্রাক্টর চালক।👉 জুতা তৈরির কর্মী।👉 মাংস প্রক্রিয়াকরণের জন্য      কসাই.🎯দেশের সেরা ...
21/10/2022

🇷🇴রোমানিয়ান ওয়ার্ক পারমিট ভিসা।🇧🇪
👉 ট্রাক্টর চালক।
👉 জুতা তৈরির কর্মী।
👉 মাংস প্রক্রিয়াকরণের জন্য কসাই.
🎯দেশের সেরা অফার।🎯

আপনি ন্যূনতম সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট পাবেন।

আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে তবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন.
☎️ 01892 418038

পার্মানেন্ট রেসিডেন্সি প্রসেস টু কানাডাঃএক্সপ্রেস এন্ট্রি ও পিএনপি   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~কানাডায় স্থায়ী ভাবে সেটে...
11/10/2022

পার্মানেন্ট রেসিডেন্সি প্রসেস টু কানাডাঃ
এক্সপ্রেস এন্ট্রি ও পিএনপি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কানাডায় স্থায়ী ভাবে সেটেল হবার জন্য কিভাবে আপনার আবেদন প্রক্রিয়া শুরু করবেন তাই ধাপে ধাপে দেয়া হলো।
প্রথম ধাপঃ
কানাডা যাবার পরিকল্পনা করার সাথে সাথেই যে কাজটি করতে হবে তা হলো আপনার একাডেমিক সার্টিফিকেট ECA করে নেয়া। কারণ এ প্রক্রিয়ায় বেশ খানিকটা সময় লেগে যায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আগে অরিজিনাল সার্টিফিকেট তুলতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সবারটাই প্রভিশনাল সার্টিফিকেট।
ECA fee 220-285 CAD
যা আপনাকে আবেদনের সাথে সাথেই জমা দিতে হবে।
দ্বিতীয় ধাপঃ
ইসিএ র জন্য জমা দেয়ার পরপরই আপনাকে IELTS এর প্রিপারেশন নিতে হবে। কারণ IELTS রেজিষ্ট্রেশন ও রেজাল্ট হাতে পেতে প্রায় দেড় দু মাস সময় আপনার চলে যাবে। আর এর মধ্যে ECA রিপোর্ট টাও চলে আসবে প্রায়।
তৃতীয় ধাপঃ
এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে ৬ মাস ও প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে ৩ মাসের ম্যাচিউর্ড ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। যদি আপনার নিজের টাকা না থাকে তবে সে ক্ষেত্রে পরিবারের কারো কাছ থেকে গিফট ডিড হিসেবে আপনি ফান্ড নিতে পারবেন।
চতুর্থ ধাপঃ
ECA, IELTS আর ব্যাংক জমা হয়ে যাবার পর আপনার এখন অপেক্ষার সময় রেজাল্ট হাতে আসার। হাতে অনেক সময়। এই মুহুর্তে আপনি আপনার পড়ালেখা ও অভিজ্ঞতার ভিত্তিতে NOC খুঁজবেন। কোন প্রভিন্সে আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড জব আছে। সেগুলো লিস্ট করে রাখবেন।
পঞ্চম ধাপঃ
আপনার সমস্ত ডকুমেন্টস হাতে চলে আসার পর মানে
ECA & IELTS আর ব্যাংক স্টেটমেন্ট হাতে পেয়ে অনলাইন একাউন্ট ওপেন করবেন।
Express Entry আপনার ৬৭ FSW পয়েন্ট থাকতে হবে।
এই একাউন্ট সাকসেসফুলি ওপেন করার পর আপনি FSW থেকে ITA পাবেন।
এটা পাবার পর দুটো অপশন শো করবে আপনার অনলাইনে এক্সেপ্ট অথবা ডিক্লাইন। আপনি অবশ্যই এক্সেপ্ট করবেন। এরপর তারা আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে আপনার সমস্ত ডকুমেন্টস সাবমিট করার জন্য।
সেই সাথে আপনার সমস্ত ফিস ও জমা দিতে হবে eAPR এপ্লিকেশন ফি ৫৫০ কানাডিয়ান ডলার, RPR Fee 490 and Biometric Fee 85 CAD
এসব জমা হয়ে গেলে মানে IRCC received your application.
ITA পাবার পরে আরেকটি কাজ করবেন তা হলো আপনার মেডিক্যাল করে রাখবেন।
eAPR এর সময় আপনার মেডিক্যাল সার্টিফিকেট টা সাবমিট করবেন যা আপনার ক্লিনিক আপনাকে দিবে।
eAPR এ সাবমিট করার ১ ঘন্টা পর আপনার এপ্লিকেশন রিসিভড কনফার্মেশন পাবেন।
এরপর আপনার অরিজিনাল মেডিক্যাল রিপোর্ট আপলোড করবে আপনার ক্লিনিক। এটা আপলোড হবার পরে আপনার প্রোফাইলে একটা লেটার ইস্যু হবে যে আপনার বায়োমেট্রিক করতে হবে।
সেটি নিয়ে যাবেন গুলশান ২ ডেল্টা টাওয়ার কানাডিয়ান ভিএফএস এ।
সেখানেই সমস্ত কাগজপত্র জমা দিবেন সাথে ছবি ও ফিংগারপ্রিন্ট।
এরপর অপেক্ষা। পাসপোর্ট রিকোয়েস্ট আসার।
পাসপোর্ট রিকোয়েস্ট আসার পর আপনার পাসপোর্ট ভি এফ এস এ জমা দিবেন। সেখান থেকে সিঙ্গাপুর যাবে ভিসা স্ট্যাম্পিং এর জন্য। এ ক্ষেত্রে সময় লাগবে সর্বোচ্চ ৩ সপ্তাহ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Address

Nikunja/2
Dhaka
1229

Opening Hours

Monday 10:30 - 18:00
Tuesday 10:30 - 18:00
Wednesday 10:30 - 18:00
Thursday 10:30 - 18:00
Saturday 10:30 - 18:00
Sunday 10:30 - 18:00

Telephone

+8801892418038

Website

Alerts

Be the first to know and let us send you an email when HCS Migration & Visa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HCS Migration & Visa:

Share

Nearby travel agencies


Other Passport & Visa Services in Dhaka

Show All