Bohemian's Footsteps - ভবঘুরের পদচিহ্ন

Bohemian's Footsteps - ভবঘুরের পদচিহ্ন "আগে দেখি নিজের দেশ"
এই প্রত্যয়ে পায়ের তলায় সর্ষে! "আমি ঘুরি সারা বাংলাদেশ"
ভ্রমণগল্প ও তথ্যের ডায়রি!

- ভ্রমনপ্রিয় একজন ভবঘুরের বিভিন্ন ভ্রমণগল্পের ডায়রি।
- ট্যুর গাইড।
- ট্যুর ও ট্রাভেল সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ।
- একক, ফ্যামিলি, ফ্রেন্ডস / শিক্ষা প্রতিষ্ঠান / কর্পোরেট ট্যুর আয়োজক।
- বিদেশি অতিথীদের জন্য বিশেষ ট্যুরের আয়োজন।

এতোদিন শুধু শুনেছি আজ ফেইসবুকের কল্যানে দেখতেও পেলাম।🤣যে বানিয়েছে দারুণ বানিয়েছে।👌আপনার মতে কোন কান টা বেস্ট বানিয়েছে?আম...
03/06/2024

এতোদিন শুধু শুনেছি আজ ফেইসবুকের কল্যানে দেখতেও পেলাম।🤣

যে বানিয়েছে দারুণ বানিয়েছে।👌

আপনার মতে কোন কান টা বেস্ট বানিয়েছে?
আমার তো কান পুরুষ্কারটা বেস্ট লেগেছে।😃

লিচুর সিজন তো চলে এলো, কে কে লিচু খেয়েছেন??😁ছবি: কালেক্টেড
29/05/2024

লিচুর সিজন তো চলে এলো,
কে কে লিচু খেয়েছেন??
😁

ছবি: কালেক্টেড

  Bangladesh!
24/05/2024

Bangladesh!

এই ছবিটা দেখা মাত্রই মাথায় কিছু শব্দ চলে এলো...ভরদুপুর, শীতল পাটি, ভাতঘুমআপনার মাথায় কিছু আসলো কি?
23/05/2024

এই ছবিটা দেখা মাত্রই মাথায় কিছু শব্দ চলে এলো...

ভরদুপুর, শীতল পাটি, ভাতঘুম

আপনার মাথায় কিছু আসলো কি?

ফেসবুকে অদ্ভুত একটা সমস্যা ফেস করছি...নোটিফিকেশন ওপেন করলে বা আপলোডকৃত পোস্ট/ভিডিও/অন্যনায় কিছু ওপেন করলে সাথে সাথে রিচ ...
22/05/2024

ফেসবুকে অদ্ভুত একটা সমস্যা ফেস করছি...

নোটিফিকেশন ওপেন করলে বা আপলোডকৃত পোস্ট/ভিডিও/অন্যনায় কিছু ওপেন করলে সাথে সাথে রিচ থেমে যায়।

নির্দিষ্ট ডিভাইস নয় বরং যেকোন ডিভাইস থেকেই লগ ইন করে নিজের আইডি থেকে নিজের আপলোডকৃত পোস্ট বা উক্ত পোস্টের নোটিফিকেশন ওপেন করলেই রিচ থেমে যায়?

এর কারন কী? কেউ কি সমাধান দিতে পারবেন?

* পিক ফর এটেনশন

এক কাপ চায়ের সাথে সব গল্পই মিষ্টি হয়! #চা_দিবস_২০২৪
21/05/2024

এক কাপ চায়ের সাথে সব গল্পই মিষ্টি হয়!

#চা_দিবস_২০২৪

একজন সিএনজি চালকের ভিন্নধর্মী ঘটনা...গতকাল বাসার নিচে দাঁড়িয়ে ছিলাম, উদ্দেশ্য - রিকশা নিয়ে বাস স্টপেজ যাওয়া।সেখান থেকে ব...
21/05/2024

একজন সিএনজি চালকের ভিন্নধর্মী ঘটনা...

গতকাল বাসার নিচে দাঁড়িয়ে ছিলাম,
উদ্দেশ্য - রিকশা নিয়ে বাস স্টপেজ যাওয়া।
সেখান থেকে বাসে চড়ে গুলশান যাওয়া।

ব্যাটারি চালিত রিকশা বন্ধের ইস্যুতে ঐ রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ!
অনেকক্ষন অপেক্ষা করেও কোন পায়ে টানা খালি রিকশা পাইনি।

একটা সিএনজি পাশে এসে দাঁড়িয়ে বললো, "ভাই, কই যাইবেন?"

সিএনজিতে যাবার ইচ্ছা নাই বিধায় বললাম, "যাবোনা"

সে বললো, "কাছাকাছি যেখানে যেতে চান সেখানেই দিয়ে আসি।
আমাকে রিকশার সমান ভাড়া দিলেই হবে"

- আমিতো বাস স্টপেজ যাবো। রিকশা ভাড়া তো তিরিশ টাকা।
আপনি কি তিরিশ টাকায় যাবেন?

- জ্বি, যাবো। সমস্যা নাই। আপনি ওঠেন।

সিএনজিতে উঠে বললাম, "চাইলে আরো প্যাসেঞ্জার নিতে পারেন।"

তিনি বললেন, "অন্যরা তো সুস্থ। আপনার মতো অসুস্থ না।
তাই শুধু আপনাকেই নিয়ে যাবো!"

এবার বুঝলাম আসল ঘটনা।

আমার হাতে ক্র্যাচ দেখেই তিনি এই মহানুভবতা দেখালেন
এবং ঠিকই বাস স্টপেজে নামিয়ে রিকশা ভাড়ার কথাই বললেন।
যদিও ভাংতি না থাকায় খুশি মনেই ২০ টাকা নিয়ে আমার সুস্থতা কামনা করে বিদায় নিলেন।

এমন দারুন কিছু কাজ করার মতো ভালো মনের কিছু মানুষ আছেন বলেই হয়তো পৃথিবীটা আজও টিকে আছে।

এই সিএনজি চালকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

*** পিক ফর এটেনশন!

এই ছবিগুলোর প্রত্যেকটি জুটি দেখে আমার খুব করে মনে হয় তারা যেন জন্মেছেন শুধু তাদেরই জন্য। এত পারফেকশন এই জুটিগুলোয়!তারা এ...
14/05/2024

এই ছবিগুলোর প্রত্যেকটি জুটি দেখে আমার খুব করে মনে হয় তারা যেন জন্মেছেন শুধু তাদেরই জন্য। এত পারফেকশন এই জুটিগুলোয়!

তারা একে অপরকে তীব্রভাবে ভালোবেসেছেন, বিয়ে করে এক ছাদের নিচে কাটিয়েছেনও অনেকগুলো দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। কিন্তু তীব্র ভালোবাসা টেকেনি। সম্পর্কে ফাটল ধরেছে৷ দুরত্ব বেড়েছে। তারপর একসময় বিচ্ছেদ হয়েছে।

সদ্য স্বাধীন হওয়া দেশে হুমায়ুন আহমেদ যখন টের পেলেন গুলতেকিনকে ছাড়া তার চলবে না, তখন কি জানতেন একসময় এই গুলতেকিনকে তিনি দূরে ঠেলে দেবেন? মুক্তিযুদ্ধে বাবা নিখোঁজ, পরিবারের অবস্থা যাচ্ছেতাই, একদিকে স্বাধীনতা পরবর্তী দুর্মূল্যের বাজার, আরেকদিকে গুলতেকিনের জন্য তার মনে উথাল-পাথাল ভালোবাসা। এই ভালোবাসার জোরে হুমায়ুন আহমেদ গুলতেকিনকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করলেন। সংসারও করলেন অনেক বছর। কিন্তু একসময় সুতো কেটে গেল।এই তীব্র ভালোবাসা বদলে যেতে লাগল। কি অদ্ভুত মানুষের মন!

মন দেখা যায় না বলেই কি এভাবে পরিবর্তন ঘটে মনের? হাতপা বাঁধা সহজ। কিন্তু মন বাঁধা?
মন বেঁধেছি ভাবলেই কি বোঝা যায় মন বাঁধা পরেছে কিনা?

সাহানা বাজপেয়ী যখন তার জাদুকরী গলায় সুর তোলে, 'আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে?'
আর ওদিকে অর্ণব যখন গলায় সমস্ত অন্তর ঢেলে দিয়ে টান দেয়, 'মন তোরে পারলাম না বোঝাইতে রে..', তখন কি সাহানার জন্য মন কেমন করে তার?
শান্তিনিকেতনের তীব্র ভালোবাসার দিনগুলোতে তারা কি ভেবেছিল, এভাবে হারিয়ে যাবে দুজন দুজনের থেকে?

হারিয়ে যাওয়া কি সহজ!
যে তসলিমা রুদ্রের জন্য তার পরিবারকে ছেড়ে চলে গেল, সেও কি ভেবেছিল হারিয়ে ফেলবে তারা একে অপরকে?

ভালোবাসা কত সহজে তার তীব্রতা হারায়! সুবর্ণা মোস্তফা একদিন হুমায়ুন ফরিদীর সাথে ঝগড়া করে পাশের রুমে ঘুমাতে গেলেন। সকালবেলা ঘুম ভাঙলে দেখেন হুমায়ুন ফরিদী তার রুমের দেয়াল থেকে ছাদ পর্যন্ত একটি কথাই লিখে রেখেছেন, 'সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি!'
তার এই পাগলামি ভরা প্রেম পারেনি তাদের বিচ্ছেদ ঠেকাতে।

বেইলি রোডে দাঁড়িয়ে যখন তাহসান বলছিল, 'আজ তুমি নেই, বাট আই ডোন্ট কেয়ার!', তখন কিন্তু তার চোখ উল্টো কথা বলছিল।
তবুও সে সারাজীবন বলে যাবে সে কেয়ার করে না, কিন্তু একাকিত্বের সময়গুলোতে হয়ত অজান্তেই গুনগুন করবে,
'তবুও তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে..'

বিচ্ছেদ না হোক।
সুতো কেটে যাক, তবু ভালোবাসার মানুষগুলো থাকুক একসাথে।
আর একে অপরকে জানান দিক, 'হারিয়ে যাইনি, তবু এটাই জরুরি খবর!' ❤
(সংগৃহীত)

আপুটা আমাকে তার পাশে বসতেই দিলোনা… 😭আপুদের কাছে জানতে চাই,বাসের সংরক্ষিত আসনগুলো কি কেবলই নারীদের জন্য? 🤬সেখানে কি সিট খ...
12/05/2024

আপুটা আমাকে তার পাশে বসতেই দিলোনা… 😭

আপুদের কাছে জানতে চাই,

বাসের সংরক্ষিত আসনগুলো কি কেবলই নারীদের জন্য? 🤬
সেখানে কি সিট খালি থাকলেও কোন পুরুষের বসার অধিকার নাই? 😡

আজকের অভিজ্ঞতা অতীতের সব অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে!! 🥲🥲🥲

আমি নিশ্চিত যে,
আজকের পোস্টে নারীবাদি আপুরা মন্তব্য জানাতে আসবেন না। 🧐

আসলেও হাতে গোনা অতি নগন্য ২-৩ জন আসতেও পারেন।
নাম কাওয়াস্তে সহানুভূতির মন্তব্য করে চলে যাবেন। 😎

কারন তারা কন্ট্রোভার্সি ছাড়া কথা বলেন না। 🥸

যাই হোক, আসল ঘটনা বলি… (কমেন্ট বক্স দ্রষ্টব্য)

জনৈক দম্পতির আলাপনঃপতি - ওই মেয়েটাকে দেখসো? (একটা মেয়েকে দেখিয়ে)জায়া - কোন মেয়েটা?পতি - ওই যে সেদিনের সেই মেয়েটা। ঐযে, ঐ...
08/05/2024

জনৈক দম্পতির আলাপনঃ
পতি - ওই মেয়েটাকে দেখসো? (একটা মেয়েকে দেখিয়ে)
জায়া - কোন মেয়েটা?
পতি - ওই যে সেদিনের সেই মেয়েটা। ঐযে, ঐদিকে...
জায়া - কী জানি। খেয়াল করিনাই হয়তো।
মুখ দেখিনাই তো। মুখ দেখলে হয়তো চিনতাম।
পতি - আমিও তো মুখ দেখিনাই!!
জায়া - তাহলে? কেমনে চিনলা??!!
// নিরাপদ উত্তরটা জানিয়ে দো-জাহানের অশেষ নেকি হাসিল করুন! //

26/04/2024

চট্টোপাধ্যায় সাহেব বুকে পাথর রেখে নিশ্চয় এই গল্পের শেষটা লিখেছিলেন।😢

যত বার এই দৃশ্য দেখি ততবার আপসোস করি,কষ্ট পাই,তবুও কেনো জানি বার বার দেখতে ইচ্ছে করে।😢😢


#দেবদাস

 #মেট্রোরেলরঙ্গ  #নারীচরিত্রকীবিচিত্র১। ঘটনা - একগতকাল মিরপুর-১১ মেট্রো স্টেশনে গেলাম, গন্তব্য আগারগাঁও!ওয়াশরুম থেকে বের...
22/04/2024

#মেট্রোরেলরঙ্গ #নারীচরিত্রকীবিচিত্র

১। ঘটনা - এক
গতকাল মিরপুর-১১ মেট্রো স্টেশনে গেলাম, গন্তব্য আগারগাঁও!
ওয়াশরুম থেকে বের হতেই দেখি ট্রেন চলে এসেছে। নিকটস্থ কোচ হিসেবে যেটায় উঠলাম সেটা নারীদের জন্য সংরক্ষিত কোচের ঠিক পরেই। একদম শেষ মূহুর্তে ২য় কোচের প্রথম গেট থেকে ট্রেন ধরতে পারলাম!
১০ নম্বরে একজন নামবেন বিধায় উঠে যেতেই গেটের পাশেই সিট পেয়ে গেলাম!

মিরপুর-১০ স্টেশনে ট্রেন পৌঁছালো, গেট খুললো, যাত্রীরা নামছেন…
এমন সময়ে গেটের বাইরে দুই নারী কণ্ঠের আলাপ কানে এলো -

“আম্মু, চলো মেয়েদের কোচে উঠি”
“আরে ওটায় সিট খালি নাই, এটায় ওঠ”
“সিট তো এটাতেও খালি নাই, দাঁড়িয়েই যেতে হবে”
“আরে তুই দ্যাখ খালি, কোন ছেলে ঠিকই সিট ছেড়ে দিবে।
দাঁড়ায়া থাকা লাগবে না। মেয়েদের কোচে এই সুবিধা পাবিনা”

এটা বলতেই বলতেই তারা উঠে পরলেন।
এবং অতি আশ্চর্য্য হয়ে দেখলাম, ফলপট্টি পার করতে না করতেই আমার বিপরীত সারিতে বসা দুইটা ছেলে ঠিকই তাদের সিট ছেড়ে দিলো!!

পঞ্চাশোর্ধ্ব আন্টির চেহারাটা ছিলো দেখার মতো!
বিজয়িনীর বেশে সহাস্যে মেয়ের দিকে যে দিগ্বিজয়ী লুকটা দিলোনা, উফফ! সেঈ!

আর কিশোরী মেয়েটা পুরাই তব্দ খাওয়া লুক দিয়া মায়ের দিকে তাকাইলো!
আমি নিশ্চিত, সে মনে মনে বলছিলো, “আম্মু, তুসি গ্রেট হো!”

২। ঘটনা - দুই

আজকে আবার সেই একই স্টেশন। প্রারম্ভিক ও চূড়ান্ত গন্তব্যও একই।
আমি যেই গেটে দাঁড়ালাম সেখানে মাঝবয়সী একজন মহিলাও একাকি অপেক্ষা করছিলেন।
তাকে বললাম, “আপু, মেয়েদের কোচে যেতে পারেন। সিট পাবেন, কমফোর্ট পাবেন”
তিনি বললেন, “না ভাই, আমি এখানেই কমফোর্ট পাবো।
অন্তত ছেলেরা সিট ছেড়ে দিবে, মেয়েরা দেয়না”

গতকালকের ঘটনায় আমার যে শিক্ষা হয়েছে ভাবলাম তিনিও হয়তো একই দীক্ষা পেয়েছেন!

কাকতালীয়ভাবে ভেতরের দিকে আমি সিট পেয়ে গেলাম।
যতোদূর খেয়াল করলাম মহিলাটি দাঁড়িয়েই আছেন!
আমি আগারগাঁও নামার সময়েও দেখলাম তিনি গেটের ধারে তখনো ঠাঁয় দাঁড়িয়েই আছেন!
আজ হয়তো কেউ আর তাকে সিট ছেড়ে দেয়নি। বেচারি!

সব অঙ্ক এক সূত্রে করা যায়না!
সব সালুন এক রেসিপিতে রাঁধা যায়না!

***PfA

প্রিয় যথাযথ কর্তৃপক্ষ,১৪ কিলোমিটার আলপনা আঁকার বিশ্বরেকর্ডের জন্য আপনাদেরকে এবং দেশবাসীকে জানাই প্রাণঢালা অভিনন্দন! আসুন...
21/04/2024

প্রিয় যথাযথ কর্তৃপক্ষ,

১৪ কিলোমিটার আলপনা আঁকার বিশ্বরেকর্ডের জন্য আপনাদেরকে এবং দেশবাসীকে জানাই প্রাণঢালা অভিনন্দন!

আসুন, এবার এই আল্পনার দুই পাশে গাছ লাগাই!
এই এলাকার মাটি ও আবহাওয়ার উপযোগি গাছ!
বড় গাছ না হোক অন্তত ছোট ফুল গাছ!

সরাসরি মাটিতে না হোক, অন্তত কোন মাটি বা সিমেন্টের টবে!

ভেবে দেখুন তো, দুই পাশে সত্যিকারের ফুল গাছ যখন ফুলে ফুলে ভরে উঠবে, তখন এই আল্পনার রঙ বেশি ভালো লাগবে নাকি, সেই সত্যিকারের ফুলের রং গুলো দেখতে বেশি ভালো লাগবে??

হাওরে বন্যা হলে রাস্তা ডুবে যাবে? গাছ মরে যাবে?
সমস্যা কি? আবার রোপন করবেন!

এতো কোটি টাকা এই নশ্বর রঙে অপচয় করা গেলে ওই টাকাটাও খরচ করতে পারবেন।

দুই পাশে প্রতি ৫ ফিট দূরে দূরে একটি করে গাছ রোপন করলেও,
এই ১৪ কিমি রাস্তার দুই পাশ মিলিয়ে কমপক্ষে ১৮ হাজার ৩৭২ টি ফুল গাছ রোপন করা যাবে। যদি এর ৮০% এলাকাতেও রোপন করা যায় তবুও সংখ্যাটা হবে ১৪ হাজার ৬৯৭!!

যদি এর ৭০% গাছও বেঁচে থাকে ও ফুলে ফুলে শোভিত হয় তবে তার সংখ্যা দাঁড়াবে ১০ হাজার ২৮৮!! জ্বি, ১০,২৮৮ গাছ রাস্তার দুই ধারে হাসবে, দুলবে, ফুলের রঙে সত্যিকার আলপনা আঁকবে!!!

দেখতে কি খুব বেশি খারাপ লাগবে??

আইডিয়া পছন্দ হলে এই বর্ষাতেই কাজ শুরু করুন আর আজ থেকেই পরিকল্পনা ও উদয়গ গ্রহন করুন!
আর আইডিয়া বাকোয়াস মনে হলে পোস্ট ইগ্নোর করুন!

#বিশ্বরেকর্ড #আলপনা #বৃক্ষরোপন #গাছলাগান

একবার একটা মাস্টার প্ল্যান করেছিলাম। প্রতি জেলায় গাছ রোপনের প্ল্যান। সুনির্দিষ্ট মোটো ও মিশন নিয়ে প্রতি জেলায় মিনিমাম ৪ ...
20/04/2024

একবার একটা মাস্টার প্ল্যান করেছিলাম।
প্রতি জেলায় গাছ রোপনের প্ল্যান।

সুনির্দিষ্ট মোটো ও মিশন নিয়ে প্রতি জেলায় মিনিমাম ৪ টা গাছ রোপন করা!
গাছের তালিকায় প্রথমে ছিলো তাল গাছ। কারন এটা বজ্র নিরোধক।

আর স্থান ছিলো এমন এক জায়গা যেখানে আবশ্যিক যত্ন পরিচর্যা থাকতো।
বেশ ভালো টাকা খরচের ব্যাপার ছিলো।
যা আমার পক্ষে বহন প্রায় অসম্ভব।
তাই পুরো প্ল্যানের খসড়া নিয়ে গোটা পাঁচেক ব্যক্তি ও প্রতিষ্ঠান বরাবর গিয়েছিলাম স্পন্সরের জন্য।
বিনিময়ে তাদের নামের ব্র্যান্ডিং করবো।
কেউ রাজি হলো না!

জেলা প্রশাসক পর্যায়ে আলাপ করলাম, আমাকে কিছু লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য। তারাও কেউ রাজি হলোনা।

আমার সেই স্বপ্ন অধরাই রয়ে গেলো।
পারলাম না প্রকৃতিকে কোন প্রতিদান দিতে!

#মোবাইলফটোগ্রাফি
#কক্সবাজার

অদ্ভুত মাছ!!😳😳আগে কখনো দেখেছেন কি?? Bamosh - বামোসবেঙ্গল মুডিল!
18/04/2024

অদ্ভুত মাছ!!😳😳

আগে কখনো দেখেছেন কি??

Bamosh - বামোস

বেঙ্গল মুডিল!



Bamosh - বামোসবেঙ্গল মুডিল!

Albino Rainbow Shark এলবিনো রেইনবো শার্কখাদ্যঃ লার্ভা এবং শ্যাওলা।ইন্দোচীনের বিভিন্ন মিঠা পানির অববাহিকার মাছ। এরা নদীর ...
17/04/2024

Albino Rainbow Shark
এলবিনো রেইনবো শার্ক

খাদ্যঃ লার্ভা এবং শ্যাওলা।
ইন্দোচীনের বিভিন্ন মিঠা পানির অববাহিকার মাছ।
এরা নদীর তলদেশের কাছে বালুকাময় স্তরের জলে বাস করে।

Albino Rainbow Shark খাদ্যঃ লার্ভা এবং শ্যাওলা।ইন্দোচীনের বিভিন্ন মিঠা পানির অববাহিকার মাছ। এরা নদীর তলদেশের কাছে বালুকাময় ....

Albino Walking Catfish: সর্বভূক। এটি একটি শিকারী মাছ। তার মুখের আকারে মানানসই এমন যেকোন মাছই এদের খাদ্যতালিকায় থাকে। নদী...
17/04/2024

Albino Walking Catfish:
সর্বভূক। এটি একটি শিকারী মাছ।
তার মুখের আকারে মানানসই এমন যেকোন মাছই এদের খাদ্যতালিকায় থাকে।
নদী, জলাভূমি, পুকুর বিভিন্ন মিঠাপানিতে থাকে।



Albino Walking Catfish: সর্বভূক। এটি একটি শিকারী মাছ। তার মুখের আকারে মানানসই এমন যেকোন মাছই এদের খাদ্যতালিকায় থাকে। নদী, জলাভূ....

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ❤️❤️❤️*ঈদ মোবারক*
11/04/2024

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
❤️❤️❤️

*ঈদ মোবারক*

09/04/2024

একটি মাছের অমীমাংসিত রহস্য!

!

দারুন অদ্ভুত এক ঘটনা!
প্লটের টুইস্ট জানার জন্য ভিডিওটি দেখুন।

সম্ভব হলে কার্য্যকারন ব্যাখ্যা করুন!

সাগরতলের গভীরে...Mysteries Under The Sea!        #সাগরতলে #সামুদ্রিকমাছ
03/04/2024

সাগরতলের গভীরে...

Mysteries Under The Sea!







#সাগরতলে
#সামুদ্রিকমাছ

Mysteries Under The Sea _ সাগরতলের রহস্য #সাগর #সাগরতলে #সাগরতলের_রহস্য #সামুদ্রিক_জীবন #সামুদ্রিক_মাছ

না, এটা কোন ডাউনলোড করা ওয়ালপেপার নয়।এটা ফোনের ক্যামেরায় তোলা ছবি।ফুলের নাম  #হাতিশুঁড়আরো বহু বহু নাম আছে। যেমনঃহাতিশুঁড...
30/03/2024

না, এটা কোন ডাউনলোড করা ওয়ালপেপার নয়।
এটা ফোনের ক্যামেরায় তোলা ছবি।

ফুলের নাম #হাতিশুঁড়

আরো বহু বহু নাম আছে। যেমনঃ
হাতিশুঁড়ি, হাতিশুণ্ডি, হস্তীশুণ্ডী, শ্রীহস্তিনী, মহাশুণ্ডী ইত্যাদি...

ইংরেজি নাম - Indian heliotrope, Indian Turnsole, Erysipela plant
স্প্যানিশ নাম - Bigotitos, Trompa Elefante, Lengua de Sapo
ভিয়েতনামি নাম - Vòi voi
হিন্দি নাম - Siriyari, Hathsura
তামিল নাম - Thel kodukku
কন্নড় নাম - Chelukondi Gida
মালয়লাম নাম - Thekkada

হাতিশুঁড়ে 'পাইরোলিজিডিন অ্যালকালয়েড' বিষ থাকে।
এই বিষের প্রভাবে মানবদেহে টিউমার সৃষ্টি হতে পারে।

আরো ছবি কমেন্ট বক্সে!

ছবির লোকেশনঃ খুরুশকুল, কক্সবাজার

// বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে-কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়-সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত...
30/03/2024

// বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে-
কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়-
সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায়,
শ্যামার নরম গান শুনেছিলো- একদিন অমরায় গিয়ে
ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়
বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিলো পায় //

// ভাঁট আঁশ শ্যাওড়ার বন
বাতাসে কী কথা কয় বুঝি নাকো
বুঝি নাকো চিল কেন কাঁদে
পৃথিবীর কোনো পথে দেখি নাই আমি
হায়, এমন বিজন //

জীবনানন্দ দাশ তাঁর কবিতায় বিভিন্নভাবে উল্লেখ করেছেন ভাঁটফুলের কথা!
এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত লেখক বিভূঁতিভূষণ বন্দোপাধ্যায় তার উপন্যাস ‘পথের পাঁচালী’তে,
কবি আবুল হাসান, বনফুল, তারাশঙ্কর সহ অনেকেই তাদের লেখায় ভাঁটফুলের কথা উল্লেখ করেছেন।

গ্রামবাংলার অতি পরিচিত এই বুনো উদ্ভিদ ভাইট,
বনজুঁই বা ঘেটু নামেও পরিচিত।
সিলেট অঞ্চলে এ ফুল ভাঁটিফুল, বগুড়া অঞ্চলে ভেঁটফুল বা ভ্যাঁটফুল,
টাংগাইলে এ ফুল ভাইটা ফুল নামে পরিচিত।

ভাঁটফুলের আরেক নাম ঘণ্টাকর্ণ। এ নামে আছে পৌরাণিক কাহিনী। রবীন্দ্রনাথেরও দৃষ্টি এড়ায়নি এইটুকুন ফুল। তাঁর ‘সে’ শিরোনামে লেখা গল্পটিতে পাওয়া যায় ঘণ্টাকর্ণকে। গল্পের একটি চরিত্র ঘণ্টাকর্ণ।
এর দুই কানে দুই ঘণ্টা। লেজও দুটি। দুই লেজে দুই হাতুড়ি।
ওগুলো দিয়ে নিজেই নিজের ঘণ্টা বাজিয়ে যায়।

ভাঁটগাছ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। এর পাতার রস শিশুর জ্বর দূর করে।
এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীরা ভাঁট ফুল দিয়ে ভাঁটি পূজার আয়োজন করে।

ভাঁটফুল মূলত দক্ষিণ এশিয়ার নিজস্ব একটি উদ্ভিদ। এর আদি নিবাস বাংলাদেশ, ভারত ও মিয়ানমার।

এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকে। ফ্ল্যাভোনয়েড থাকার জন্য এটি ক্যান্সার দমনে সহায়ক।
এ ছাড়া কৃমি, চুলকানি, কোলেস্টেরল, ব্লাড সুগার ও উদরাময় প্রভৃতি রোগ নিরাময়ে এটি সাহায্য করে।

কক্সবাজারে ইফতারির আগে মাগরিবের আযান দেয়না।শুধু মাইকে বলে "ইফতারির সময় হয়েছে"কিছুক্ষন পর নামাযের ইকামত্বের আযান দেয়।সেদি...
29/03/2024

কক্সবাজারে ইফতারির আগে মাগরিবের আযান দেয়না।
শুধু মাইকে বলে "ইফতারির সময় হয়েছে"

কিছুক্ষন পর নামাযের ইকামত্বের আযান দেয়।

সেদিন যে কী এক বিড়ম্বনায় পরলাম!

তরমুজের দাম কমার খুশিতে এত্তো বড়টা নিলাম।

কক্সবাজারে ১ পিস ৫০ টাকায় কিনে ১৩ জন মিলে খাইসি!!! 🍉🍉🍉

মসজিদের নামটা দেখলেও মনটা জুড়িয়ে যায়!! 🥰🥰🥰বলতে পারেন কি, এটা কোথায় অবস্থিত?
29/03/2024

মসজিদের নামটা দেখলেও মনটা জুড়িয়ে যায়!! 🥰🥰🥰

বলতে পারেন কি, এটা কোথায় অবস্থিত?

সঠিক স্থানে সঠিক বিজ্ঞাপন!মার্কেটিং এর জন্য সঠিক স্থানে সঠিক বিজ্ঞাপন স্থাপন করা খুবই জরুরি!তাতে খুব সহজেই টার্গেট কাস্ট...
29/03/2024

সঠিক স্থানে সঠিক বিজ্ঞাপন!

মার্কেটিং এর জন্য সঠিক স্থানে সঠিক বিজ্ঞাপন স্থাপন করা খুবই জরুরি!
তাতে খুব সহজেই টার্গেট কাস্টমারের দৃষ্টি আকর্ষন করা যায়।

একটু ভুল হলেই বিজ্ঞাপন ও ব্যবসা, দুইটাই লস প্রজেক্ট হয়ে যেতে পারে।

মূল বিজ্ঞাপন কমেন্ট বক্সে!

বিজ্ঞাপন প্রকাশের স্থানঃ #ট্রেনের_টয়লেট

27/03/2024

#বরিশাইল্লা ভার্সন

#সুইমিংপুল রিভিউ
#বিশ্বেপ্রথম
#জলতরঙ্গ

21/02/2024

বাংলাদেশের অন্যতম ব্যতিক্রমি #শহিদ_মিনার

 #বাজরিগা_পাখি বি*ক্র*য় হবে!বিভিন্ন বয়সের ও  #মিউটেশনের, এক ঝাঁক বাজরিগা পাখি বি*ক্র*য় হবেতাদের থেকে পাখি কেন কিনবেন? - ...
24/02/2022

#বাজরিগা_পাখি বি*ক্র*য় হবে!

বিভিন্ন বয়সের ও #মিউটেশনের,
এক ঝাঁক বাজরিগা পাখি বি*ক্র*য় হবে

তাদের থেকে পাখি কেন কিনবেন? -

* এগুলো নিজেদের বাসায় লালন পালন করা।
* প্রাকৃতিক উপায়ে #হোম_ব্রিড করানো।
* নিজেদের যত্নে ও তত্ত্বাবধানে প্রস্তুতকৃত;
স্বাস্থ্যসম্মত ও গুনমানসমৃদ্ধ ফুড চার্ট মেইনটেইন করা।

তাই প্রতিটা পাখিই আল্লাহর রহমতে বেশ ভালো অবস্থায় আছে।

সামগ্রিক বিচারে দোকানের পাখির সাথে তুলনা না করাই সমীচীন!
কারন দেখতে একই রকম মনে হলেও সব জিনিস আদতে এক নয়!

** শুধুমাত্র #ঢাকা_শহরে সরবরাহ করা যাবে।

#ভিডিও দেখার জন্য উক্ত পেইজের #ভিডিও_সেকশন লক্ষ্য করুন।

অর্ডার করতে এবং অন্যান্য তথ্যের জন্য #ইরা_এভিয়ারি পেইজের #ইনবক্সে যোগাযোগ করার বিনীত অনুরোধ রইলো।

ইরা এভিয়ারি'র লোকেশনঃ #কালশি_মিরপুর_ঢাকা

সুস্থ-সবল, চপলা-চঞ্চল;
বর্ণিল পাখির এভিয়ারি, #ইরা_এভিয়ারি! (অনলাইন শপ)!

(https://www.facebook.com/ira.aviary)

তারিখ: ২২-০২-২০২২,সময়: ২২ ঘন্টা ২২ মিনিট ২২ সেকেন্ড[রাত ১০ টা ২২ মিনিট ২২ সেকেন্ড]এমন দূর্লভ দিন-ক্ষনকে বন্দী করা যাবেনা...
22/02/2022

তারিখ: ২২-০২-২০২২,

সময়: ২২ ঘন্টা ২২ মিনিট ২২ সেকেন্ড
[রাত ১০ টা ২২ মিনিট ২২ সেকেন্ড]

এমন দূর্লভ দিন-ক্ষনকে বন্দী করা যাবেনা,

অন্তত স্মৃতি হিসেবে রেখে দেয়ার চেষ্টা!

নেন, এইরাতে বিনোদনমূলক শিক্ষা ও তথ্য দেই!** আগেই বলে নেই,এইটা পোস্ট দেবার ইচ্ছা ছিলোনা।আপুর নাম-ছবিও ব্লার করতে পারতাম।ক...
28/06/2021

নেন, এইরাতে বিনোদনমূলক শিক্ষা ও তথ্য দেই!

** আগেই বলে নেই,
এইটা পোস্ট দেবার ইচ্ছা ছিলোনা।
আপুর নাম-ছবিও ব্লার করতে পারতাম।
কিন্তু তিনি অতি সুশিক্ষিত হয়ে একটা বাজে শব্দ ব্যবহার করেছেন।
তাই ভাবলাম এই শিক্ষকের দেয়া নতুন কিছু সবার সাথে শেয়ার করি।

উনি পেইজের ইনবক্সে এসে শুধু লিখলেন "P"
সেই P এর অর্থ বুঝিনি বলে তিনি কী কী বললেন নিজেরাই দেখেন।

আমি লিখতে চাচ্ছিলাম যদি 'P for Price' হয়, তবে আপনি কোন জিনিসের দাম জানতে চান সেটা তো অন্তত বলবেন!

লেখার সুযোগই দিলোনা।
'গাধার গর্ত' বলে ব্লক মেরে দিলো!

এবার আপনারাই বলেন!
এই আপুর থেকে আমরা কোন নতুন শিক্ষা পাইলাম....

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bohemian's Footsteps - ভবঘুরের পদচিহ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

লামেলি অঙ্গন গড়ে ওঠার গল্প

বেশ কিছুদিন আগে নিজের প্রয়োজনে ঢাকার নিকটবর্তী এক এলাকায় গিয়েছিলাম মাশরুম কেনার জন্য। কিন্তু মাশরুম পাইনি। বরং খামারিদের করোনাকালিন দূর্ভোগ দূর্দশার করুণ কাহিনি শুনলাম। লকডাউনের কারনে বেশিরভাগ রেস্টুরেন্ট, বাজার, সুপার শপ বন্ধ থাকায় তাদের বিক্রি একেবারেই শূণ্যের কোঠায়। কিন্তু মাশরুমের জন্ম তো আর নিয়ন্ত্রনে থাকেনা। ফলে মাশরুম উৎপাদিত হলেও বিক্রি নেই। তাদেরকে সাহায্য করার প্রয়াসেই নিজের ফেসবুক টাইমলাইন থেকে শুরু করেছিলাম মাশরুম বিক্রি সংক্রান্ত পোস্ট দেয়া। আশাতীত সাড়া পেয়ে গেলাম। তারাও পণ্য বিক্রি করতে পেরে বেশ খুশি। এমতাবস্থায় তাদের মুখের এই হাসি ধরে রাখার উদ্দেশ্যেই, ভাবলাম শুরু করে দেই বাণিজ্যিকভাবে মাশরুম বিক্রি তথা সরবরাহ করা... এমনই এক ইচ্ছা থেকেই জন্ম নিলো Lamellae Yard - লামেলি অঙ্গন!

Nearby travel agencies