27/05/2023
মাত্র ৯৯৯ টাকায় বাংলার কাশ্মীর খ্যাত সিলেটের গঞ্জ সাদা পাথর এবং রাতারগুল সোয়াম্প ফরেস্ট দাদা ভাই ট্রাভেলার্স - এর সাথে।
#ভ্রমণ_তারিখঃ
>> ১ জুন রাত ১০:৩০ টায় ঢাকা সায়দাবাদ থেকে।
>> ২ জুন রাত ১০:৩০ টায় সিলেট থেকে।
ইনশাআল্লাহ ৩ জুন ভোরে আমরা সবাই ঢাকা পৌঁছাবো।
🔴 টিম সাইজ: ৪৫ জন
#যা_যা_দেখবোঃ
>হযরত শাহ জালাল রহঃ মাজার
>ভোলাগঞ্জ সাদা পাথর
> মালিনিছড়া চা বাগান
>রাতারগুল সোয়াম্প ফরেস্ট
#প্যাকেজে_এর_মধ্যে_যা_যা_থাকছেঃ
>> ঢাকা - সিলেট - ঢাকা ( ননএসি ৪৫ সিটের চেয়ার কোচ বাস)
>> সকালের নাস্তা, দুপুরের খাবার।
>> সকল প্রকার গাইড খরচ।
#প্যাকেজে_যা_যা_থাকছে_নাঃ
> হাইওয়ে হোটেল বিরতিতে খাবার খরচ।
> ফেরার দিন রাতের খাবার।
> সিলেট শহর থেকে সকল স্পটে যাওয়ার লোকাল ট্রান্সপোর্ট খরচ।
> রাতারগুল এর নৌকা ভাড়া,এন্ট্রি ফি এবং ভোলাগঞ্জের ট্রলার খরচ।
>>খাবার মেনু:
সকাল: চিকেন খিচুড়ি।
দুপুর: ভাত, গরুর মাংস / মুরগির মাংস , ভাজি, ভর্তা, ডাল।
[ খেয়াল রাখা ভালো দুপুরের খাবার আমরা ভোলাগঞ্জ এ খাবো সেখানের খাবার এবং পরিবেশের সাথে সবাইকে মানিয়ে নিতে হবে ]
>> সম্ভাব্য ভ্রমণ বর্ণনা ১ জুন রাতের বাসে করে ঢাকার সায়েদাবাদ থেকে সিলেট এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ।
> ২ জুন সকালে সিলেট নেমে খুব দ্রুত সকালের নাস্তা করে সবাই চলে যাবো চায়ের দেশের চা বাগানে সেখানে মিশে যাবো চা বাগানের সবুজ প্রকৃতির সাথে তারপর সেখানে ফটোশট করে ঘোরাঘুরি করে চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট সেখানে আমরা ডিঙি নৌকায় করে ( ১ নৌকায় ৫ জন ) পুরো রাতারগুল ঘুরাঘুরি করে আনন্দ উল্লাস করে আমরা চলে যাবো ভোলাগঞ্জ সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়ে আমরা ভ্রমণ গ্যাং পরিবার চলে যাবো বাংলার কাশ্মীর ভোলাগঞ্জ সাদা পাথর সেখানে গিয়ে মেঘালয় থেকে বেয়ে আসা স্বচ্ছ পানিতে ঝাপাঝাপি করে সন্ধ্যায় সেখান থেকে চলে যাবো হযরত শাহ জালাল রহঃ এর মাজার জিয়ারত করতে মাজারে যে যার মতো ঘুরাঘুরি করে রাতের খাবার খেয়ে রওয়া দিব ঢাকার উদ্দেশ্যে।
> ইনশাআল্লাহ ৩ জুন খুব সকালে আমরা সবাই ঢাকা থাকবো
>>>ছেলে, মেয়ে, কাপল, ফেমিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই টুরে> মেয়ে, বয়স্ক, অসুস্থ, কাপল এদের সিট সামনের দিকে দেওয়া হবে এতে সিট পরিবর্তন হতে পারে এটা নিয়ে কোন প্রকার ঝামেলা করা যাবেনা ট্যুর কতৃপক্ষ যে সিদ্ধান্ত নিবে সেটাই মেনে নিতে হবে এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন বাংলাদেশের যে কোন প্রান্তে অল্প টাকায় ট্যুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।
[ যে কোন পারিবারিক ট্যুর, ব্যবসায়িক ট্যুর,প্রাতিষ্ঠানিক ট্যুর, এবং কর্পোরেট ট্যুর করতে যোগাযোগ করুন আমাদের সাথে ]
এছাড়াও আমাদের কাছে পাবেনঃ
>> বাস টিকেট।
>> শিপ টিকেট।
>> এয়ার টিকেট।
>> বাস রিজার্ভ।
>> চাদের গাড়ি বুকিং।
>> ট্রলার বুকিং ( টাঙ্গুয়ার হাওর,রাঙামাটি)
>> হোটেল, রিসোর্ট বুকিং ( কক্সবাজার, সেন্টমার্টিন,সাজেক,রাঙামাটি, বান্দরবান)
>> হানিমুন প্যাকেজ।