Relax Travel BD - RTB

Relax Travel BD - RTB স্বল্প বাজেটে সর্বোচ্চ সুবিধায়, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

বাংলাদেশের সবচেয়ে স্বল্প বাজেটে সর্বোচ্চ সুবিধায়, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

19/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!
আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ্ সহায়ক হয়

কালেক্টেড

02/08/2023
07/06/2023

টাকা না দিতে পারলে পোস্টটি শেয়ার করেও ভাইকে সাহায্য করতে পারেন।
আমার নিজেরই এলাকার খুব কাছের এক ছোটো ভাই। তাই আমরা ৫০ বা ১০০ টাকা যে যার সামর্থ্য অনুযায়ী যা পারি সবাই দেয়ার চেষ্টা করি। হয়তো আপনার এই টাকার উছিলায় ভাইয়ের ভালো চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাকে সুস্থ করে দিতে পারে।

01/03/2023

ট্যুরে গিয়ে আপনারা কোন কোন বন্ধুদের সাথে এভাবে ড্যান্স করতে চান তাদেরকে মেনসন করুন।

রাঙ্গামাটিতে নবনির্মিত একটি হাউসবোট😍⛵ট্যুর হবে নাকি এই জায়গায় একটা...?Join Our Group: Relax Travel BD নাম - Royal Adve...
09/02/2023

রাঙ্গামাটিতে নবনির্মিত একটি হাউসবোট😍⛵
ট্যুর হবে নাকি এই জায়গায় একটা...?

Join Our Group: Relax Travel BD

নাম - Royal Adventurer - A Luxury Pleasure Boat

25/01/2023

বিয়ে করে বউ নিয়ে ঘুরতে যাচ্ছেন না কেনো...?

আজকে সেই ভোর রাত থেকেই টঙ্গী, আব্দুল্লাহপুর থেকে নতুন বাজার পর্যন্ত অনেক অনেক জ্যাম গাড়ি একদম থেমে আছে। তাই সবাই যেকোনো...
12/01/2023

আজকে সেই ভোর রাত থেকেই টঙ্গী, আব্দুল্লাহপুর থেকে নতুন বাজার পর্যন্ত অনেক অনেক জ্যাম গাড়ি একদম থেমে আছে। তাই সবাই যেকোনো জায়গায় গেলে হাতে সময় নিয়ে বের হবেন।

পোষ্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তাহলে অনেকে সতর্ক হবে।

|| একটি শীতের সকাল ||
11/01/2023

|| একটি শীতের সকাল ||

ঠিক যেন ফুলের রাজ্যে বসবাস, বাড়িটা ঘাটাইল, টাংগাইল।
11/01/2023

ঠিক যেন ফুলের রাজ্যে বসবাস,
বাড়িটা ঘাটাইল, টাংগাইল।

কাপ্তাই লেক, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
11/01/2023

কাপ্তাই লেক, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

দেবেতা খুম, বান্দরবান।
10/01/2023

দেবেতা খুম, বান্দরবান।

বিশ্ব ইজতেমার ময়দান কে উপর থেকে দেখার চেষ্টা। 😇Dji air 2S📷 Shajjad Hossain
10/01/2023

বিশ্ব ইজতেমার ময়দান কে উপর থেকে দেখার চেষ্টা। 😇

Dji air 2S

📷 Shajjad Hossain

দক্ষিন কোরিয়া থেকে সদ্য আমদানীকৃত মিটারগেজ ট্রেনের ভেতরের চিত্র।নতুন এই ইন্টেরিয়র ডিজাইন ও সুযোগ সুবিধা দেখে রেল অনুরাগী...
09/01/2023

দক্ষিন কোরিয়া থেকে সদ্য আমদানীকৃত মিটারগেজ ট্রেনের ভেতরের চিত্র।

নতুন এই ইন্টেরিয়র ডিজাইন ও সুযোগ সুবিধা দেখে রেল অনুরাগীরা বিমানের সীট ও সুবিধার সাথে তুলনা করছেন যা বাংলাদেশ রেলওয়ের জন্য ইতিবাচক একটি দিক, আমরাও আশা করি কোচগুলো বহরে যুক্ত হলে আমরা সবাই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করব।

এই কোচগুলো কোন ট্রেনে রিপ্লেস হবে বা নতুন কোন ট্রেনে দিবে কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ রেলওয়ের জন্য অনেক অনেক শুভ কামনা রইল ❤️

ছবিঃফেসবুক

09/01/2023

আগে বুকিং দিলে বাসের সামনে সিট পাবেন

09/01/2023

জনপ্রতি মাত্র ৬,৫০০ টাকায় সেন্টমার্টিনে ২ রাত থাকার ইভেন্ট আসিতেছে। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে ১৯ জানুয়ারি আমরা ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দিবো।

09/01/2023

টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ  জাহাজের টিকিটের নতুন তালিকা 🛳️⛴️🌊🇧🇩 এই সিজনে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও কেয়ারি সিনবাদ ...
08/01/2023

টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ জাহাজের টিকিটের নতুন তালিকা 🛳️⛴️🌊🇧🇩

এই সিজনে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও কেয়ারি সিনবাদ এর টিকিটের মূল্য দেখি নিন এক নজরে:

কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের জাহাজের টিকিট মূল্য:
1. পার্লাউঞ্জ = 2000 ( আসা :1050, যাওয়া: 950 )
2. কুরাল লাউঞ্জ = 1600 ( আসা : 850, যাওয়া: 750 )
3. এক্সক্লুসিভ লাউঞ্জ = 1400 ( আসা :750 , যাওয়া: 650 )

কেয়ারি সিনবাদ জাহাজের টিকেট মূল্য:
1. ব্রিজ ডেক = 1350 ( আসা :725 , যাওয়া: 625 )
2. ওপেন ডেক = 1250 ( আসা : 675, যাওয়া: 775 )
3. মেইন ডেক = 1100 ( আসা :600, যাওয়া: 500 )

🖍️🖍️ প্রতি টিকিটে 400 টাকা মূল্য বেড়েছে।

১৯ জানুয়ারি বৃহস্পতিবারে আমাদের সেন্টমার্টিন ট্যুর আছে। তাছাড়া সর্বনিম্ন 12 জন হলে যে কোন মুহূর্তে আমাদের সাথে সেন্টমার্টিন যেতে পারবেন।

ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে 11 জানুয়ারি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাতে রুট পারমিটের অনুমতি দিলে আগামী 13 জানুয়ারি থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু করবে।

#কেয়ারি_সিনবাদ

বাণিজ্য মেলা
07/01/2023

বাণিজ্য মেলা

06/01/2023

২/৩ দিনের মধ্যে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পর্যটকবাহী জাহাজ চালু হচ্ছে...

ট্যুরের জন্য সবাই রেডি তো?

🖤যাকে সাথে নিয়ে যেতে চান তাকে ম্যানশন দিয়ে রাখুন🖤

এটা কিন্তু আমাদের মেট্রোরেল ❤️✌️ছবি সংগৃহীত।
06/01/2023

এটা কিন্তু আমাদের মেট্রোরেল ❤️✌️

ছবি সংগৃহীত।

কুয়াশা ময় চাঁদনী রাত ⛄️বান্দরবান
06/01/2023

কুয়াশা ময় চাঁদনী রাত ⛄️

বান্দরবান

সাজেকে বিকেল বেলায় কখনো এভাবে মেঘ দেখেছেন? ;-) অবিশ্বাস্য হলেও সত্যি আজ বিকেল বেলায় সাজেকের কংলাক পাড়ায় এভাবেই মেঘের...
06/01/2023

সাজেকে বিকেল বেলায় কখনো এভাবে মেঘ দেখেছেন? ;-)

অবিশ্বাস্য হলেও সত্যি আজ বিকেল বেলায় সাজেকের কংলাক পাড়ায় এভাবেই মেঘেরা ধরা দিয়েছে।

📷 STG

নিকুঞ্জ
06/01/2023

নিকুঞ্জ

31/12/2022

2022 সালে কে কি পেয়েছেন...!?
আর কে কি হারিয়েছেন...!?

না তেমন কিছু না একদিনের জন্য সেন্টমার্টিন ঘুরতে এসেছে ছয় জনের একটা ফ্যামিলি।😳😳
31/12/2022

না তেমন কিছু না একদিনের জন্য সেন্টমার্টিন ঘুরতে এসেছে ছয় জনের একটা ফ্যামিলি।😳😳

আসসালামু সকল ভ্রমণ প্রিয়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ঢাকার আশেপাশে এরকম গ্রাম্য পরিবেশ মাটির রাস্তায় ঘুরতে যেতে চাই, দ...
27/12/2022

আসসালামু সকল ভ্রমণ প্রিয়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ঢাকার আশেপাশে এরকম গ্রাম্য পরিবেশ মাটির রাস্তায় ঘুরতে যেতে চাই, দয়া করে কেউ ভালো কোনো পরামর্শ দেন কোথায় যাওয়া যেতে পারে

26/12/2022
আজকে কক্সবাজারে হাটবার দিন...
25/12/2022

আজকে কক্সবাজারে হাটবার দিন...

Address

Uttara, Housebuilding
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Relax Travel BD - RTB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Relax Travel BD - RTB:

Videos

Share

Category