Air Home Tours And Travels

Air Home Tours And Travels We are providing Tour Package, Air Ticket, Tourist Visa Process, Worldwide Hotel Reservation.

ধন্যবাদ TAS..GSA in Bangladesh for
25/04/2022

ধন্যবাদ TAS..GSA in Bangladesh for


08/03/2022

মালয়েশিয়ায় চালু হচ্ছে ভিজিট ভিসা। ছুটিতে থাকাদের সহজ পদ্ধতি।১লা এপ্রিল থেকে কার্যকর।

আপডেটঃ সিভিল এভিয়েশন অথরিটি বিদেশ গমনাগমনে কোভিড ১৯ সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ...
08/03/2022

আপডেটঃ
সিভিল এভিয়েশন অথরিটি বিদেশ গমনাগমনে কোভিড ১৯ সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ভ্যাক্সিনের ডোজ কমপ্লিট করা থাকলে ভ্যাক্সিন সনদ দেখিয়ে কোভিড পরীক্ষা ছাড়াই বাংলাদেশে আসা যাবে। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে গন্তব্য দেশের চাহিদা থাকলে বাংলাদেশের বিমানবন্দরে চেক ইনের সময় ভ্যাক্সিন সনদ এবং/অথবা কোভিড পরীক্ষার সনদ দেখাতে হবে।

08/03/2022

অবশেষে ভারতে যাওয়ার টিকিটের সংকট কেটে যাচ্ছে। ২৭শে মার্চ থেকে ভারতে বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় চালু হচ্ছে।এয়ার বাবল স্কিম বাদ।

22/02/2022

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা।।

প্রেস বিজ্ঞপ্তি -
তারিখ- ২২/২/২০২২

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২/২/২০২২ তারিখ সকাল ১০:০০ টা হতে ইউএই গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘন্টা পুর্বে PCR টেষ্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।।

16/11/2021

১৫ নভেম্বর ২০২১ থেকে খুলে দেওয়া হয়েছে কম্বোডিয়া।বিদেশি পর্যটক ২ডোজ টিকা নেওয়া থাকলে, কোন কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমন করতে পারবেন।যাত্রার ৭২ ঘন্টা পুর্বে RT Pcr নেগেটিভ সার্টিফিকেট ও কম্বোডিয়া বিমানবন্দর এ রেপিড টেস্ট লাগবে।

29/09/2021

নেপাল ফ্লাইট ৯ই অক্টোবর থেকে শুরু। ২রাত ৩দিন এর কাঠমন্ডু এবং ৩রাত কাঠমন্ডু,২ রাত পোখরা সহ মোট ৫রাত ৬ দিনের প্যাকেজ এর জন্য 01716339752,01610225501,01914849484 নাম্বার এ কল করুন।

29/09/2021

আগামী শীতের আগেই টুরিস্ট ভিসা খুলে দেওয়া হবে।
- ভারতীয় হাইকমিশনার বিক্রয় কুমার দোরাইস্বামী ।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

29/09/2021

🇦🇪দুবাই টুরিস্ট ভিসা এবং ফ্লাইট ওপেন🇦🇪
✈️দুবাইয়ের টিকেট এবং ভিসা পেতে যোগাযোগ করুন✈️ 01716339752-01610225501.01914849484 AIR HOME TOURS AND TRAVELS

চালু হচ্ছে থাইল্যান্ড ভিসা।
20/09/2021

চালু হচ্ছে থাইল্যান্ড ভিসা।

12/05/2021
06/05/2021

এই লকডাউনে টিকিট নেন ফোনে
আর পেমেন্ট হোক অনলাইনে।
স্বাস্থ্যবিধি মেনে চলুন
সুস্থ থাকুন।

যেকোন তথ্য জানতে ফোন করুন ঃ 01914849484..

৩০এপ্রিল ২০২১ এর সার্কুলারঃ ইউরোপ এবং দক্ষিন আফ্রিকা, দক্ষিন আমেরিকার কিছু দেশ ছাড়া অন্য সব দেশ, বিশেষ করে  মধ্যপ্রাচ্যে...
01/05/2021

৩০এপ্রিল ২০২১ এর সার্কুলারঃ ইউরোপ এবং দক্ষিন আফ্রিকা, দক্ষিন আমেরিকার কিছু দেশ ছাড়া অন্য সব দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে বাংলাদেশে আগত যাত্রী দের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আজকে ১মে২০২১ থেকে বাতিল করা হয়েছে।তবে বাহরাইন, কুয়েত,কাতার থেকে আগত যাত্রীদের ৩দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বহাল আছে।

30/03/2021

৩০ মার্চ ২০২১ সার্কুলার ঃ ইউরোপ এর যে কোন দেশ এবং যুক্তরাজ্য থেকে আসলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, অন্য দেশ থেকে আসলে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন।

08/03/2021

24/02/2021

আমরা হাসিমুখে সেবা দিতে প্রস্তুত আছি ২৪/৭, প্রয়োজন যখন, তখনি আমাদের হট নাম্বারে ০১৯১৪৮৪৯৪৮৪ এ জানান আমরা থাকব আপনাদের পাশে।

10/02/2021

চালু হচ্ছে নেপাল ১৮ ই ফেব্রুয়ারি থেকে আমরা রেডি আছে আপনাদের সেবায় ভিসা, টিকিট এর সাথে থাকছে বিভিন্ন অফার।আমাদের সাথেই থাকুন।

11/01/2021

থাইল্যান্ড এর ট্যুরিস্ট ভিসা প্রসেসিং শুরু করেছি।
*১৪ দিন কোয়ারেন্টাইন এবং ট্রাভেল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক।

04/01/2021

আলহামদুলিল্লাহ রয়েল টিউলিপ,কক্সবাজার এর সাথে আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো।

Wishing every day of the new year to be filled with success, happiness, and prosperity for you. Happy New Year.
31/12/2020

Wishing every day of the new year to be filled with success, happiness, and prosperity for you. Happy New Year.

23/10/2020

ঢাকা থেকে চেন্নাই, প্রতিদিন US Bangla ২৮ অক্টোবর থেকে, ঢাকা থেকে দিল্লি - বিমান বাংলাদেশ ২৯ অক্টোবর থেকে,এবং কলকাতা ১লা নভেম্বর থেকে বুকিং ও টিকেট বিক্রয় চলছে।

*শর্ত প্রযোজ্য

17/08/2020

We are open and ready to serve any support related flights, ticket and visa update..

31/07/2020

ঈদ মোবারক

বাংলাদেশ বিমান এর টিকিট এবং অন্য কোন  সহযোগিতার প্রয়োজনে এয়ার হোম ট্যুরস এন্ড ট্রাভেলস সব সময় আপনার সাথে আছে। ফোন করুন +...
21/07/2020

বাংলাদেশ বিমান এর টিকিট এবং অন্য কোন সহযোগিতার প্রয়োজনে এয়ার হোম ট্যুরস এন্ড ট্রাভেলস সব সময় আপনার সাথে আছে। ফোন করুন +৮৮০১৯১৪৮৪৯৪৮৪

20/07/2020

আজ থেকে ১০ টি বিশেষ বুথে মহাখালী ডি এন সি সি মার্কেটে (বাস স্ট্যান্ড সংলগ্ন) বিদেশগামীদের জন্য করোনা টেস্ট শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর।

At last she is
16/07/2020

At last she is


সেপ্টেম্বরের সেরা ডিল !!Airlines:Qatar Emirates Turkish ========Route:JFK returnLondon returnToronto  return Dubai  retu...
16/07/2020

সেপ্টেম্বরের সেরা ডিল !!
Airlines:
Qatar
Emirates
Turkish
========
Route:
JFK return
London return
Toronto return
Dubai return
এবং অন্যান্য রুটে, যেগুলি ওপেন আছে।
...................
আমাদের কোন টিকেটের খরচে অতিরিক্ত চার্জ নেই।

বুকিং এবং বিস্তারিত জানার জন্য WhatsApp এ বিস্তারিত লিখে পাসপোর্ট কপি দিয়ে রাখতে পারেন ।
WhatsApp :01914849484

Reservation :01914849484

15/07/2020

দুবাই এবং আবুধাবি বাংলাদেশ বিমানে ফিরত যেতে সব ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।
স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত,  বাংলাদেশ থেকে আসা ও যাওয়ার ক্ষত্রে নিম্নে উল্লেখিত দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ থাকবে।
12/06/2020

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বাংলাদেশ থেকে আসা ও যাওয়ার ক্ষত্রে নিম্নে উল্লেখিত দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ থাকবে।

11/06/2020

কাতারে বাংলাদেশি যাত্রী প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় কেবল ঢাকা থেকে ট্রানজিট যাত্রী পরিবহন করার অনুমতি পাবে কাতার এয়ারওয়েজ।

আমরা দিচ্ছি ১৯৫০টাকায়**শর্ত প্রযোজ্য
01/06/2020

আমরা দিচ্ছি ১৯৫০টাকায়*
*শর্ত প্রযোজ্য

অভ্যন্তরীণ টিকেট পাওয়া যাচ্ছে। ২৪*৭
31/05/2020

অভ্যন্তরীণ টিকেট পাওয়া যাচ্ছে। ২৪*৭

31/05/2020

বাইরের লকডাউন শেষ, এবার নিজের লকডাউন শুরু...

১. কাঊকে গায়ের কাছে ঘেঁসতে দেবেন না।

২. আগামী অন্ততঃ ৬ মাস আরো দ্বিগুণ সাবধান হোন।

৩. মাস্কের সাথে ফেস্ শিল্ড ব্যাবহার করুন। বাইরে বেরোলে, খুব কার্যকরী।

৪. পকেটে সবসময় স্যানিটাইজার- প্রতি আধঘন্টা বা এক ঘন্টায় হাত ঘসুন।

৫. মোবাইলটি একটি পলিথিনে রাখুন- মোবাইল প্রধান Fomite হতে পারে- fomite এর মানে কী? কোন বস্তু বা ধাতব পদার্থ যা জীবানু বহন করে।

৬. হেডফোন- না!কারণ এতে জীবাণু লেগে থাকতে পারে।

৭. স্পিকার মোডে কল রিসিভ- হ্যাঁ! মোবাইল কানের কাছে নিয়ে কল রিসিভ থেকে বিরত থাকুন।

৮. পাবলিক ট্রান্সপোর্টে ভিড় এড়ান,এটা সবচেয়ে রিস্কি জায়গা।

৯. বাড়ির বাইরে খাওয়া এড়ান, শুকনো high calorie snack যেমন বাদাম, শুকনো ফল অল্প রাখুন সাথে, নিজের জল তো বটেই।

১০. বেরিয়ে বা কাজে খাবার বা জল শেয়ারিং বন্ধ করুন।

১১. অপ্রয়োজনীয় লোকসমাগম এড়িয়ে চলুন।

১২. বাইরে থেকে বা বাজারে পাওয়া টাকা নোট আলাদা পলিথিনে আনুন - এনে পারলে দুদিন একটা ট্রেতে রেখে দিন খোলা হাওয়াতে।

১৩. যেখানে সেখানে হেলান দেওয়া , বসা, কনুইএ ভর দেওয়া - ভুলে যান।

১৪. একটা ক্যাপ মাথায় থাকলে ভালো, মহিলাদের ক্ষেত্রে ওড়না।

১৫. কাপড়ের ব্যাগ নিয়ে বেরোন- যা প্রায় ধোয়া যাবে- লেদার বা মোটা ক্যানভাসের ব্যাগের ফ্যাশন বাদ দিন।

১৬. ঘড়ি- না!

১৭. আংটি- না।

১৮. জুয়েলারী- না!

১৯. পাবলিক ওয়াশরুম- বুঝে শুনে!

২০. মাস্ক রোজ চেন্জ হবে- অথবা প্রতিদিন ধুইতে হবে।

২১. গ্লাভস্ প্রয়োজন নেই, যদি বারবার হাত ধুতে পারেন- বরং গ্লাভ্স্ এ জীবানু লেগে থাকার রিস্ক বেশী।

২২. ব্যাংকে যাতায়াত কম করুন, অনলাইন ব্যাংকিং ব্যবহার করুন।

২৩. বাচ্চাদের ব্যাংকর নিবেন না এবং বয়স্কদের পাঠাবেন না।

২৪. ব্যাংকের কলম ব্যবহার করা থেকে বিরত থাকুন।

২৫. সঠিকভাবে মাস্ক পরুন নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন।

ক. থুতনির নিচে মাস্ক ঝুলিয়ে রাখবেন না।
খ. মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে থুতনি উন্মুক্ত রাখবেন না।
গ. মুখ ও থুতনি ঢেকে নাক উন্মুক্ত রাখবেন না।
ঘ. ঢিলাঢালা ভাবে মাস্ক পরবেন না।
#সংগৃহীত

28/05/2020

Bangladesh Domestic flights will be restarted from June 1. Civil Aviation Authority of Bangladesh(CAAB) said in a statement on Thursday.

Air Vice Marshal Mofidur Rahman, chairman of CAAB, said that for the time being, limited domestic flights will start operating from June 1 in compliance with the health regulations.

He said initially, domestic routes will be operated at Dhaka, Chattogram and Sylhet airports only. The process is going on to resume flights at Syedpur Airport as well.

Meanwhile, CAAB chairman said that decisions would be taken on resuming flights at Jashore, Rajshahi, Barishal and Cox's Bazar after monitoring the situation for a week. In addition, if these four airports can ensure the necessary facilities for passengers and flights within a week after complying with the hygiene rules, then those ports will also be allowed to operate flights.

সুরক্ষিত ঈদ হোক সবার।।
24/05/2020

সুরক্ষিত ঈদ হোক সবার।।

Address

House-54/A (1st Floor), Road-132, Gulshan-1
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801914849484

Alerts

Be the first to know and let us send you an email when Air Home Tours And Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Air Home Tours And Travels:

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Dhaka

Show All