Al Shahadat Aviation

Al Shahadat Aviation আমাদের সেবাঃভিসা প্রসেসিং-ম্যানপাওয়ার-বিমান টিকেট-ভিজিট ভিসা-হজ্জ-ওমরাহ-ট্যুর প্যাকেজ-মেডিকেল সার্ভিস

*সৌদি নিয়োগ বিজ্ঞপ্তি*কোম্পানির নাম:- *Emdad Company* পদের নাম- *কনস্ট্রাকশন ওয়ার্কার*➖বেতনঃ ১০০০রিয়াল➖ওভার টাইম আছে➖আক...
08/11/2024

*সৌদি নিয়োগ বিজ্ঞপ্তি*

কোম্পানির নাম:- *Emdad Company*

পদের নাম- *কনস্ট্রাকশন ওয়ার্কার*

➖বেতনঃ ১০০০রিয়াল
➖ওভার টাইম আছে
➖আকামা ও বাসস্থান ফ্রি
➖বয়স ২১-৪০
➖ডিউটি ৮ ঘন্টা
➖২ বছর পরপর ছুটি।

**পুলিশ ক্লিয়ারেন্স সহ মেডিকেল ফিট পাসপোর্ট জমা চলছে।
অফিস- মেসার্স ক্যাপ্টেন ম্যানপাওয়ার আর এল ২৭৮২
৫০ নয়াপল্টন ঢাকা ১০০০,
কল -০১৯৭৬৬২৬০৮৪-০১৮৬৫৬২৬০৮৪

KSA 🇸🇦FREE 🇸🇦VISAসৌদি আরব এর ফ্রি ভিসা15 month VISA+MANPOWER+ IQAMA+Ticket =03 month VISA+MANPOWER+ IQAMA+Ticket = *M/S ...
04/11/2024

KSA 🇸🇦FREE 🇸🇦VISA
সৌদি আরব এর ফ্রি ভিসা

15 month VISA+MANPOWER+ IQAMA+Ticket =

03 month VISA+MANPOWER+ IQAMA+Ticket =


*M/S CAPTAIN MANPOWER (RL-2782)*
Please call👇👇👇
📞+8801976626084
E:[email protected]
50,NAYA PALTAN (EASTERN VIEW 10 FLOOR) DHAKA -1000

বাংলাদেশে আবারও ভিসা সেন্টার খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভব...
01/11/2024

বাংলাদেশে আবারও ভিসা সেন্টার খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ।

বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে তার দেশের ভিসা কেন্দ্র ঢাকায় ফিরিয়ে আনার এবং দু’দেশের মধ্যে অনিয়মিত অভিবাসন-রোধে আলোচনার বিষয়ে দেশটির পরিকল্পনার কথা জানিয়েছেন।

এসময় বাংলাদেশ সফর করার জন্য এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

সাক্ষাতকালে টনি বার্গ বলেন, তিনি বাংলাদেশের ঘটনাবলী গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করেছেন এবং স্বৈরাচারী শাসন পতনের পর দেশের বৃহৎ উদযাপন প্রত্যক্ষ করেছেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশ পুনর্গঠন করা একটি বড় কাজ, কারণ স্বৈরাচার সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল এবং অর্থনীতি শোচনীয় অবস্থায় ছিল। চ্যালেঞ্জগুলো বড়। প্রত্যাশাগুলোর সঙ্গে খাপ খাওয়ানো সবচেয়ে কঠিন অংশ। তবে, বাংলাদেশের মানুষ ধৈর্যশীল।

বাংলাদেশ থেকে অনিয়মিত অভিবাসনের বিষয়টি উত্থাপন করে টনি বার্গ বলেন, তার সরকার এ বিষয়ে আলোচনা শুরু করতে চায়। এসময় অধ্যাপক ইউনূস অস্ট্রেলিয়ান মন্ত্রীকে অভিবাসীদের নিয়মিতকরণ এবং বাংলাদেশ থেকে নিয়মিত অভিবাসনের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান। তখন টনি বার্গ বলেন, তারা বাংলাদেশ থেকে নিয়মিত অভিবাসনের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছেন।

এছাড়া প্রধান উপদেষ্টা ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বইটির একটি কপি উপহার দেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে। বইটি জুলাই বিপ্লবের সময় দেশের বিভিন্ন শহরের দেয়ালে আঁকা গ্রাফিতি ও ম্যুরাল নিয়ে লেখা। টনি বার্গ উপহারটির প্রশংসা করেন এবং শহরের কিছু অংশে গিয়ে শিল্পকর্মগুলো সরাসরি দেখার ইচ্ছা প্রকাশ করেন।

31/10/2024

সৌদী আরবে মাদ্রাসা ও মসজিদে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
ওকালা রেডি, আর্জেন্ট মেডিকেল ফিট পাসপোর্ট জমা চলছে...
কোম্পানীর নাম: সি ডব্লিউ সি কোম্পানী ডাইরেক্ট (CWC COMPANY DIRECT)
পদের নাম: মেইনটেন্যান্স লেবার
বেতন: ৯৭৫ রিয়াল
ডিউটি: ১০ঘন্টা
বয়স: ২১-৩৫বছর
রেফা: ডি৬০
খাওয়া নিজ, থাকা ও আকামা কোম্পানী বহন করবে।
বি: দ্র: আগামী ১৫ দিনের মধ্যে ফ্লাইট দিতে হবে, যারা যারা ১৫ দিনের মধ্যে ফ্লাইট দিতে পারবেন, শুধুমাত্র তাদেরকেই পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ভিসা কোন প্রকার রিপ্লেস অথবা cancel হবে না।
যোগাযোগ:
মেসার্স ক্যাপ্টেন ম্যানপাওয়ার আরএল-২৭৮২
৫০, নয়াপল্টন ইষ্টানভিউ, ঢাকা-১০০০
Cell-01865626084-01976626084

আমাদের সেবাঃভিসা প্রসেসিং-ম্যানপাওয়ার-বিমান টিকেট-ভিজিট ভিসা-হজ্জ-ওমরাহ-ট্যুর প্যাকেজ-মেডিকেল

২০২৪ সালে নতুন ই পাসপোর্ট করতে চাইলে প্রথমে আপনাকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এটি করতে আপনাকে বাংলাদেশ ই প...
08/10/2024

২০২৪ সালে নতুন ই পাসপোর্ট করতে চাইলে প্রথমে আপনাকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এটি করতে আপনাকে বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টালে ভিজিট করে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট থানা সিলেক্ট করতে হবে। এর পর একটি ইমেইল এড্রেস ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্টার করে সাইন ইন করতে হবে। এরপর, আবেদনকারীর তথ্য, পিতা-মাতার তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইন আবেদন সাবমিট করতে হবে।
আবেদন সাবমিট করার পর আবেদন সামারি ও কপিটি ডাউনলোড করে এ-চালানের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। কিছুদিন পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার পাসপোর্ট প্রস্তুত হলে তা সংগ্রহ করতে পারবেন।

ই-পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র
নতুন ই পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো-
আবেদনকারীর ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ।
অনলাইন আবেদন ফরমের কপি।
আবেদনকারীর পেশাগত প্রমাণ (পেশাগত সনদ বা Employer Id)।
পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি।
পূর্ববর্তী পাসপোর্ট থাকলে তার তথ্য পেজের ফটোকপি।
চেয়ারম্যান সার্টিফিকেট ও বাড়ির ইউটিলিটি বিলের কপি (পুলিশ ভেরিফিকেশনের জন্য)।

ই পাসপোর্ট ফি

ই পাসপোর্টের ফি নির্ভর করে পাসপোর্টের মেয়াদকাল, পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারির ধরনের উপর। সাধারণ ফি হলো-
৫ বছরের জন্য
৪৮ পৃষ্ঠা: রেগুলার – ৪,০২৫ টাকা, এক্সপ্রেস – ৬,৩২৫ টাকা, সুপার এক্সপ্রেস – ৮,৬২৫ টাকা।
৬৪ পৃষ্ঠা: রেগুলার – ৬,৩২৫ টাকা, এক্সপ্রেস – ৮,৬২৫ টাকা, সুপার এক্সপ্রেস – ১২,০৭৫ টাকা।
১০ বছরের জন্য
৪৮ পৃষ্ঠা: রেগুলার – ৫,৭৫০ টাকা, এক্সপ্রেস – ৮,০৫০ টাকা, সুপার এক্সপ্রেস – ১০,৩৫০ টাকা।
৬৪ পৃষ্ঠা: রেগুলার – ৮,০৫০ টাকা, এক্সপ্রেস – ১০,৩৫০ টাকা, সুপার এক্সপ্রেস – ১৩,৮০০ টাকা।
অনলাইন ই-পাসপোর্ট আবেদন ফরম পূরণ
নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের ধাপগুলো-
রেজিস্টার করুন: https://www.epassport.gov.bd/ পোর্টালে গিয়ে Apply Online অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করুন।
লগইন করুন: সাইন ইন পেইজে গিয়ে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
পাসপোর্ট টাইপ সিলেক্ট করুন: Ordinary Passport সিলেক্ট করুন।
ব্যক্তিগত তথ্য দিন: আবেদনকারীর নাম, পেশা, জন্মস্থান ইত্যাদি পূরণ করুন।
ঠিকানার তথ্য পূরণ করুন: স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য দিন।
আইডি ডকুমেন্ট সিলেক্ট করুন: NID Card বা জন্ম নিবন্ধন সনদের নম্বর দিন।
পিতা-মাতার তথ্য ও বৈবাহিক অবস্থা পূরণ করুন: পিতা-মাতার নাম, পেশা, জাতীয়তা ইত্যাদি পূরণ করুন।
জরুরী যোগাযোগের তথ্য দিন: কোনো একজনের তথ্য ও মোবাইল নাম্বার দিন।
পাসপোর্ট অপশন ও ডেলিভারি অপশন সিলেক্ট করুন: পৃষ্ঠার সংখ্যা, মেয়াদ ও ডেলিভারি অপশন সিলেক্ট করুন।
আবেদন সাবমিট ও ডাউনলোড: সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন সাবমিট করুন ও ফরম ডাউনলোড করুন।
আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিন

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস ও বায়োমেট্রিক প্রদান করতে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে। সেখান থেকে বায়োমেট্রিক সম্পন্ন করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন স্লিপ দেয়া হবে যা দিয়ে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক সম্পন্ন করার পর পুলিশ ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে হবে। সেখান থেকে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে পাসপোর্ট প্রস্তুত হলে তা সংগ্রহ করা যাবে।

শেষকথা

নতুন ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পাসপোর্ট প্রস্তুত হলে আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আশা করি এই গাইডটি আপনাকে নতুন ই পাসপোর্ট করতে সাহায্য করবে।

            জরুরী ভিত্তিতে ইউরোপের দেশ পোলান্ড-বুলগেরিয়া এবং স্লোভাকিয়ার জন্য ৩০ টা ফাইল লাগবে আগ্রহীগন যোগাযোগ করুন🥱
07/04/2024


জরুরী ভিত্তিতে ইউরোপের দেশ পোলান্ড-বুলগেরিয়া এবং স্লোভাকিয়ার জন্য
৩০ টা ফাইল লাগবে আগ্রহীগন যোগাযোগ করুন🥱

25/03/2024
I've just reached 5.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every on...
17/03/2024

I've just reached 5.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

29/02/2024

🇧🇭কাতারে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি🇧🇭
ইন্টার্ভিউ তারিখঃ-
*সকাল ১০ টা, মঙ্গলবার,০৫ মার্চ ২০২৪ ইং*
ইন্টার্ভিউ স্থানঃ-
*মেসার্স ক্যাপ্টেন ম্যানপাওয়ার*
কোম্পানির নাম:- HASSAD COMPANY
*কাজের ধরণঃ GARDENER/ LABOUR*
💷বেতনঃ ১০০০+৩০০ রিয়াল
বয়সঃ ২৪-৩৮ বছর।
খাবারঃ নিজ।
🏠বাসস্থানঃ কোম্পানি বহন করবে।
অন্যান্য সুবিধাঃ কাতারের শ্রম আইন অনুযায়ী।
*বিঃদ্রঃ-*
➡️হিন্দি ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
➡️কাজের অভিজ্ঞতা থাকলে বয়স শিথিলযোগ্য।
➡️ইন্টার্ভিউয়ের সময় ক্লিনসেভ হয়ে আসতে হবে।
➡️অবশ্যই সাদা শার্ট পরিধান ও পরিপাটি হয়ে আসছে হবে।
📞+০১৮৬৫৬২৬০৮৪,
+০১৩১৯২৬৮৮৪৪
যোগাযোগঃ- ৫০,নয়াপল্টন, ইষ্টার্ণ ভিউ কমার্শিয়াল কমপ্লেক্স ডি.আই.টি এক্সটেনশন রোড় ঢাকা-১০০০।

আমাদের সেবাঃভিসা প্রসেসিং-ম্যানপাওয়ার-বিমান টিকেট-ভিজিট ভিসা-হজ্জ-ওমরাহ-ট্যুর প্যাকেজ-মেডিকেল

19/02/2024

জরুরী ভিত্তিতে সৌদি আরবের বিখ্যাত CCC COMPANY (DIRECT CO.) কোম্পানীতে নিম্নলিখিত পদে নিয়োগ চলছে,

** ডেলিগেট ইন্টারভিউ সম্ভাব্য তারিখ ৪/৬ মার্চ, ২০২৪ইং

“পাইপ ফিটার” বেতন: ১৫০০+আহার+ওটি+বাসস্থান।

“পাইপ ফেব্রিকেটর” বেতন: ১৫০০+আহার+ওটি+বাসস্থান।

“ওয়েল্ডার (SMAW, ARC)” বেতন: ১৯৫০+আহার+ওটি+বাসস্থান।

“ওয়েল্ডার (GTAW+SMAW, TIG+ARC)” বেতন: ২২৫০+আহার+ওটি+বাসস্থান।


“শাটারিং কার্পেন্টার” বেতন: ১২০০+আহার+ওটি+বাসস্থান।

“স্টীল ফিক্সার” বেতন: ১২০০+আহার+ওটি+বাসস্থান।


“ম্যাসন” বেতন: ১২০০+আহার+ওটি+বাসস্থান।

“স্ক্যাফোল্ডার” বেতন: ১২০০+আহার+ওটি+বাসস্থান।

“রিগার” বেতন: ১২০০+আহার+ওটি+বাসস্থান।

“স্টীল ইরেকশন” বেতন: ১৩৫০+আহার+ওটি+বাসস্থান।

“পাইপ ফিটার চার্জহ্যান্ড” বেতন: ১৫০০-২১০০+আহার+ওটি+বাসস্থান।

“পাইপ ফেব্রিকেটর চার্জহ্যান্ড” বেতন: ১৫০০-২১০০+আহার+ওটি+বাসস্থান।

“স্টীল ইরেকশন চার্জহ্যান্ড” বেতন: ১৫০০-২১০০+আহার+ওটি+বাসস্থান।

“রিগার চার্জহ্যান্ড” বেতন: ১৫০০-২১০০+আহার+ওটি+বাসস্থান।

“ওয়েল্ডার চার্জহ্যান্ড” বেতন: ১৫০০-২১০০+আহার+ওটি+বাসস্থান।

“শাটারিং কার্পেন্টার চার্জহ্যান্ড” বেতন: ১৫০০+আহার+ওটি+বাসস্থান।

“স্টীল ফিক্সার চার্জহ্যান্ড” বেতন: ১৫০০+আহার+ওটি+বাসস্থান।

“ম্যাসন চার্জহ্যান্ড” বেতন: ১৫০০+আহার+ওটি+বাসস্থান।


“স্ক্যাফোল্ডার চার্জহ্যান্ড” বেতন: ১৫০০+আহার+ওটি+বাসস্থান।
** ডিউটি ৮ ঘন্টা। বয়স ২৪-৪৫ বছর। জিসিসি ফেরত অগ্রাধিকার পাবে।
**যোগাযোগ*
মেসার্স ক্যাপ্টেন ম্যানপাওয়ার আর এল ২৭৮২
৫০ নয়াপল্টন ঢাকা ১০০০,
ফোন-০১৮৬৫৬২৬০৮৪

11/01/2024

শক্তিশালী পাসপোর্ট সূচকে ২০২৪ সালে বাংলাদেশের স্থান ৯৭ তম। ২০২৩ সালের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে এক ধাপ ...

🚩 রোমানিয়া( শেষ জমা তারিখ: ১০নভেম্বর ২৩)🌷 প্রতিদিন  অফিস চলাকালীন সময়ে পাসপোর্ট(নুন্যতম ১৮মাস মেয়াদ থাকতেই হবে), ভেলিড প...
08/11/2023

🚩 রোমানিয়া
( শেষ জমা তারিখ: ১০নভেম্বর ২৩)

🌷 প্রতিদিন অফিস চলাকালীন সময়ে পাসপোর্ট(নুন্যতম ১৮মাস মেয়াদ থাকতেই হবে), ভেলিড পিসি(নুন্যতম ৪মাস মেয়াদ থাকতে হবে), ছবি অগ্রিম ১০০০ইউরো অফিসে জমা চলছে।

🚩 ডেলিভারি ম্যান -৩০জন

🚩 বেতনঃ ৮০০-১০০০ইউরো।

🚩 থাকা ও খাওয়া : কোম্পানি বহন করবে।

নুন্যতম এস এস সি পাস হবে, নুন্যতম ৬মাস কাজ করতে হবে। লোক পালিয়ে গেলে ৩০০০ইউরো জরিমানা প্রদান করতে হবে।

Address

50 Nayapaltan Eastern View/Commercial Complex D. I. T Extension Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801319268844

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Shahadat Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Shahadat Aviation:

Videos

Share

Category