Information Of Romania

Information Of Romania আমার পেজ টা নতুন,সবাই লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ ।

রোমানিয়া এম্বাসি নিউ দিল্লি ২৫ মার্চ এ হলির জন্য অফ থাকবে এবং ২৯ মার্চ হাপি ফেস্টিভ্যাল এর বন্ধ থাকবে। এই দুই দিন ছাড়া ব...
24/03/2024

রোমানিয়া এম্বাসি নিউ দিল্লি ২৫ মার্চ এ হলির জন্য অফ থাকবে এবং ২৯ মার্চ হাপি ফেস্টিভ্যাল এর বন্ধ থাকবে। এই দুই দিন ছাড়া বাকি দিনগুলোতে নরমালি তাদের কার্যক্রম চলবে। যারা ২৬/২৭/২৮ তারিখে এপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিন। সবার জন্য শুভকামনা রহিলো ✌️

14/02/2024

রোমানিয়া সেঞ্জেনের বাতাস লেগে গেছে,এখন থেকে রোমানিয়ায় যারা লিগ্যাল ভাবে টি আর সি নিয়ে আছেন। কেউ কোম্পানি পরিবর্তন করতে নতুন পারমিট ইস্যু করতে হবেনা।

30/01/2024

ইতালি নতুন ক্লিক ডে ২০২৪ ঘোষণা করা হয়েছে।
স্পন্সর ১৮ই মার্চ
ডমেস্টিক ২১ই মার্চ
এগ্রিকালচার ২৫ই মার্চ

17/01/2024

রুমানিয়া এম্বাসিতে ফাইল সাবমিশন করার জন্য দয়া করে আর কেউ মেডিকেল ভিসা করবেন না। ডাবল এন্ট্রি অথবা ট্যুরিষ্ট ভিসা করে নিউ দিল্লি আসবেন। ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ। মেটামুটি ইংলিশ এ চার্চা থাকতে হবে। যেমন: বাংলাদেশে কি করেন এবং কোন কোম্পানীতে কাজ করেন, বর্তমানে বেতন কত পাচ্ছেন, ফ্যামিলি মেম্বার কত জন, বাবা কি করেন?
রুমানিয়া কোন কোম্পানীতে যাচ্ছেন, কোন সিটিতে যাচ্ছেন, বেতন কত, রুমানিয়া আপনার কাজ কি এবং রুমানিয়া কন্টাক শেষ হলে কি করবেন? রুমানিয়া, ইতালি এবং ফ্রান্স সম্পর্কে কি ধারনা আছে? এ বিষয়ে ইংলিশ এ ধারনা থাকতে হবে, মানে ইংলিশ এ কথা বলতে জানতে হবে।
যার Appointment আসছে এবং ফাইল সাবমিশন করার জন্য দিল্লি আসবেন আপনাদের ৩৫x৩৫ ২কপি ছবি, পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট নিয়ে Appointment এর দিন সকাল ৯-১০ টার মধ্যে এম্বাসি সামনে উপস্তিত থাকলে হবে।

12/01/2024

🇮🇹 ২০২৪ সালের ইতালির ফ্লুসির ক্লিক ডের তারিখ ঘোষণা করে হয়েছে!

🇮🇹এবারে ৩৭ টি দেশ হতে মোট লোক নিবে ১ লক্ষ ৫১ হাজার।

এর ভেতর

⚒️ স্পনসর হচ্ছে ৬১ হাজার ৯৫০টি

🌿 সিজনাল/কৃষি ভিসায় ৮৯ হাজার ৫০টি

🚺 ডমেস্টিক জব
এ ৯ হাজার ৫০০ টি।

🇮🇹 ✨✨স্পনসর এর ক্লিক ডে ২০২৪ এর ফেব্রুয়ারির ৫ তারিখ সকল ৯টায়

🇮🇹ডমেস্টিক এর ক্লিক ডে ফেব্রুয়ারির ৭ তারিখ এবং

🌿এগ্রিকালচার/সিজনাল এর ক্লিক ডে ফেব্রুয়ারির ১২ তারিখ 🇮🇹

🇪🇺যারা ২০২৩ এ আবেদন করতে পারেননি বা ভাবছেন সামনের বছর আবেদন করবেন অথবা যাদের কাগজ হবেনা তারা ২০২৪ সালের জন্য প্রস্তুতি নিতে পারেন!🇮🇹🤝🇧🇩❤

Good news ❤️🥀
10/01/2024

Good news ❤️🥀

03/01/2024

2024 মার্চ থেকে রোমানিয়া সেঞ্জেন জোনে প্রবেশ করবে।🇪🇺🇷🇴💯
যারা বৈধ ভাবে বসবাসরত প্রবাসী আছেন সবাই আপনারা ইমিগ্রেশন চেক বিহিন শুধু এয়ার টিকিট কেটেই সেঞ্জেন ভুক্ত সব দেশ ভ্রমন করতে পারবেন।✅

ব্রেকিং নিউজ অফিসিয়াল।রোমানিয়া ২০২৪ সালের মার্চ মাস থেকে আকাশ পথ এবং সাগর পথে সেঞ্জেনের যাত্রা শুরু করার চুক্তি সই করেছে...
28/12/2023

ব্রেকিং নিউজ অফিসিয়াল।
রোমানিয়া ২০২৪ সালের মার্চ মাস থেকে আকাশ পথ এবং সাগর পথে সেঞ্জেনের যাত্রা শুরু করার চুক্তি সই করেছে।। ২০২৪ সালের মধ্যেই স্থল পথ সেঞ্জেনের আয়তাভুক্ত করবে৷।

যারা গেইম দিছে ইতি মধ্যে তাদের জন্য এইটা বড় দুঃসংবাদ হতে যাচ্ছে।। যারা লড়াই করে টিকে আছেন আপনাদের জন্য ভাল কিছু আসবে ।

সুখবর সুখবর ২০২৪ সালের ফ্লুসির ক্লিক ডের তারিখ ঘোষণা করে হয়েছে এবারে ফ্লুসিতে মোট লোক নিবে ১ লক্ষ ৫১ হাজার।এর ভেতর স্পনস...
23/12/2023

সুখবর সুখবর ২০২৪ সালের ফ্লুসির ক্লিক ডের তারিখ ঘোষণা করে হয়েছে এবারে ফ্লুসিতে মোট লোক নিবে ১ লক্ষ ৫১ হাজার।
এর ভেতর স্পনসর হচ্ছে ৬১ হাজার ৯৫০টি।
সিজনাল/কৃষি ভিসায় ৮৯ হাজার ৫০টি।
এবং ডমেস্টিক এ ৯ হাজার ৫০০ টি।

স্পনসর এর ক্লিক ডে ২০২৪ এর ফেব্রুয়ারির ৫ তারিখ সকাল ৯ টায়।

ডমেস্টিক এর ক্লিক ডে ফেব্রুয়ারির ৭ তারিখ।

এগ্রিকালচার/সিজনাল এর ক্লিক ডে ফেব্রুয়ারির ১২ তারিখ।

italy🇮🇹🇮🇹অনেকেই জিজ্ঞাসা করেন কোনটা কোন শহরের নাম।দেখে নেন আপনার আবেদন কোন শহর থেকে করা হইছে👇👇
20/12/2023

italy🇮🇹🇮🇹অনেকেই জিজ্ঞাসা করেন কোনটা কোন শহরের নাম।দেখে নেন আপনার আবেদন কোন শহর থেকে করা হইছে👇👇

আগামী কাল মিটিং আছে দেখা যাক হতভাগা দের কপালে আল্লাহ পাক কি রেখেছেন!
23/11/2023

আগামী কাল মিটিং আছে দেখা যাক হতভাগা দের কপালে আল্লাহ পাক কি রেখেছেন!

05/11/2023

সুখবর সুখবর সুখবর
ভারতীয় মেডিকেল ভিসা ও টুরিস্ট ভিসার এপয়োনমেন্ট ডেট ৫/৭ দিনের মধ্যেই দিচ্ছে, তারমানে ভিসা হবে মাএ ১০/১২ দিনে,
শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন

নোটিশপ্রিয় গ্রহকগণ,সবাইকে সতর্ক করে জানানো যাচ্ছে যে, আপনি যদি ভিসা আবেদনের সাথে নকল ডকুমেন্ট জমা করেন তবে ইতালি দূতাবাস...
25/10/2023

নোটিশ
প্রিয় গ্রহকগণ,
সবাইকে সতর্ক করে জানানো যাচ্ছে যে, আপনি যদি ভিসা আবেদনের সাথে নকল ডকুমেন্ট জমা করেন তবে ইতালি দূতাবাস কর্তৃপক্ষ ডকুমেন্ট জালিয়াতির অপরাধের জন্য ইটালিয় এবং স্থানীয় বিচার বিভাগকে রিপোর্ট করতে বাধ্য থাকবে। একই সাথে এই জালিয়াতির খবর অন্যান্য সেনজেন কনস্যুলার অফিসের সাথে শেয়ার করা হবে এবং সেক্ষেত্রে আবেদনকারীদের অন্য সব সেঞ্জেন (Schengen) দেশ থেকে কালো তালিকাভুক্ত করা হবে।
তাই শুধুমাত্র প্রকৃত ডকুমেন্ট জমা করার এবং ইতালি দূতাবাসের সাথে যোগাযোগ আছে এবং তার ভিত্তিতে ভিসা আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করানোর মিথ্যা দাবিদারদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
vfs.VFS.GLOBAL

23/10/2023

নেতার লগে মন্দিরে যাও,
অথচ বাপের লগে মসজিদে যাওনা?

দাবি করো মুসলমান!😊

21/10/2023

সু-খবর,,,
🇧🇩✈️ ভারতীয় ✈️🇮🇳
ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের দীর্ঘ সময় অপেক্ষার প্রহর
শেষ হতে যাচ্ছে।
👍👍👍
ইন শা আল্লাহ🥀🖤

09/10/2023

গত ২ তারিখ থেকে আজকে ৯ তারিখ পর্যন্ত রোমানিয়া দিল্লি এম্বাসির ভিসা রেশিও খুবই বাজে অবস্থা " 🇷🇴🇪🇺😓

এর আগে অবদি ৯০/৯৫% ভিসা রেশিও ছিল গড়ে "✅🇷🇴
আজকের সব থেকে বেশি রিজেক্ট হয়েছে প্রায় ৭০/৮০% বলা জায়!

এরকম অবস্থা হলে এত টাকা খরচ করে " ইন্ডিয়ান ভিসারঝামেলা, কত কিছু ফেস করে দিল্লিতে এসে ইন্টারভিউ দিয়ে যদি ভিসা না পায়, কতটা যে কষ্টদায়ক একজন ভিসা প্রার্থী ছাড়া কেউ জানে না!

খুবই দুঃখজনক ব্যাপার 😓
ধার দেনা করে আর্থিক অবস্থা খারাপ ঋণ করে এরকম ইন্টারভিউ দেওয়া লোকটাই জানে তার সামনে কি ফেস করতে হবে! দুই বছর অপেক্ষা করে ফলাফল যদি হয় শূন্য আর ঋণের বোঝা মাথায় নিয়ে ঘরে ফিরতে হয় খুবই দুঃখজনক হতাশা জনক! দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই বলার নেই "

যারা এখনো দিল্লিতে যান নাই, একটু অপেক্ষা করে ভিসা রেশিও দেখে তারপর যান "✅🇷🇴

সবার জন্য শুভকামনা রইল

08/10/2023

আলহামদুলিল্লাহ 2024 সালে ২,৫০,০০০ লোক নেয়ার প্রস্তুতি চলতেছে আর এটা যদি সম্ভব হয় তাহলে হাজারো যুবকের সপ্ন পূরন করবে এই রোমানিয়া।।

05/10/2023

সুখবর ✅সুখবর✅সুখবর✅
২০২৩ সালের ইতালি ফ্লুসির গেজেট ঘোষণা।
ক্লিক ডে শুরু ২/৪/১২ ডিসেম্বর।

★০২ ডিসেম্বর নন-সিজনাল অর্থাৎ স্পনসর ভিসার আবেদন নিবে যে ৩৬ টা দেশের সাথে চুক্তি আছে।
★০৪ ডিসেম্বর নন-সিজনাল অর্থাৎ স্পনসর ভিসার আবেদন নিবে সব দেশ থেকে।
★১২ ডিসেম্বর সিজনাল অর্থাৎ কৃষি ভিসার আবেদন নিবে🇧🇩🇮🇹🇮🇹

ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য।
02/10/2023

ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য।

29/08/2023

রোমানিয়া এম্ব্যাসি যা শুরু করছে । কি আর বলবো কিছু বলার নাই।

নেক্সট ক্লিক ডে, স্পনসর ৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯ টাসিজনাল বা এগ্রিকালচার ১২ ফেব্রুয়ারি ২৪ সকাল ৯ টা।
10/08/2023

নেক্সট ক্লিক ডে, স্পনসর ৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯ টা
সিজনাল বা এগ্রিকালচার ১২ ফেব্রুয়ারি ২৪ সকাল ৯ টা।

01/08/2023

কারো পাতানো ফাঁদে পা না দিয়ে আপনারা এজেন্টের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন।
এই অফিস এটা করেছে, সেই অফিস ওটা দিয়েছে আপনারা কিছুই.......!!!
এই ধরনের ফাঁকা বুলি না করে আসল তথ্য নিয়ে এগিয়ে আসুন।
রোমানিয়ার ভিসা রেশিও পজেটিভ। সিরিয়াল অনুযায়ী ইন্ডিয়ান ভিসা করে ইন্ডিয়া যাওয়ার প্রস্তুতি নিন। কোনো ভাবেই ইন্ডিয়া না গিয়ে ভিসা করার উপায় নাই।

রোমানিয়া এবং ইউরোপ ভিসা প্রার্থীদের জন্য দিন দিন চরম ভোগান্তির রাস্তা বেড়েই চলেছে! 😓🇦🇩🇪🇺একে তো ইন্ডিয়ান ভিসা পেতে মনে...
29/07/2023

রোমানিয়া এবং ইউরোপ ভিসা প্রার্থীদের জন্য দিন দিন চরম ভোগান্তির রাস্তা বেড়েই চলেছে! 😓🇦🇩🇪🇺

একে তো ইন্ডিয়ান ভিসা পেতে মনে হয় ইউরোপ আমেরিকার ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট এর সিরিয়াল! তাও ৩০ দিন ৪০ দিন ঘুরিয়ে অনেককে রিজেক্ট করে দিচ্ছে!😓

এখন থেকে বন্ধু রাষ্ট্র United State of India যেতে হলে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে! 💃✍️✅

বন্ধুর বাড়িতে খালি হাতে আসলে চলবে না এখন থেকে, সাথে করে ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে আসতে হবে!

New Update Romania embassy
25/07/2023

New Update Romania embassy

15/07/2023

India visa update
ইন্ডিয়া ভিসা আপডেটঃ

(১) যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ৭ দিন আগে আইভ্যাক-এ তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(২) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীদেরকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

(৩) যারা গত ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে অতিসত্বর আইভ্যাকে ভিসা আবেদন ফরম জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

(৪) সুনির্দিষ্ট তারিখ এবং সময় সংবলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেওয়ার রিসিট ভিসা আবেদনের সঙ্গে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে।

(৫) আবেদনকারী যে অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাকে আসতে হবে।

🇹🇩 দিল্লি এম্বাসি থেকে আজ ১৪-০৭-২০২৩ তারিখে নোটিশ দেওয়া হয়েছে, যাদের কাছে ২০২২ সালের ওয়ারৃক পারমিট রয়েছে অনুগ্রহ করে NEW...
14/07/2023

🇹🇩 দিল্লি এম্বাসি থেকে আজ ১৪-০৭-২০২৩ তারিখে নোটিশ দেওয়া হয়েছে, যাদের কাছে ২০২২ সালের ওয়ারৃক পারমিট রয়েছে অনুগ্রহ করে [email protected] - তে ইমেইল পাঠান সংশ্লিষ্ট তালিকাগুলি সহ। এক্সেল ফর্ম্যাটে আবেদন করার জন্য বলা হয়েছে 🇹🇩✈️🇪🇺

আসা করছি দ্রুত ২২ সালের কাজ শেষ হবে এবং ভিসার রেশিও ৯৫+ বলা চলে। সকলের জন্য শুভ কামনা করছি 🇹🇩✈️🇪🇺

10/07/2023
যারা ভারতের ভিসার দীর্ঘসূত্রতার জন্যে সমস্যায় ছিলেন , ভারতের ভিসার আবেদন করে পাসপোর্ট অন্য কাজে ব্যবহার করতে চাইতেন , ত...
10/07/2023

যারা ভারতের ভিসার দীর্ঘসূত্রতার জন্যে সমস্যায় ছিলেন , ভারতের ভিসার আবেদন করে পাসপোর্ট অন্য কাজে ব্যবহার করতে চাইতেন , তাদের জন্যে IVAC এর সুখবর। নতুন নিয়ম ফলো করুন।
আর সেই সঙ্গে যুক্ত হলো ভিসা প্রসেসিং ফি প্রদান করার সময় নিজের পছন্দ মত টাইম স্লট বেছে নেওয়ার সুযোগ।

07/07/2023

আগস্ট থেকে ডিসেম্বর 2022 এর পারমিট যাদের আছে। আপনারা তারাতারি আপনাদের এজেন্ট এর সাথে যোগাযোগ করেন। ইন্ডিয়া ভিসা লাগান, ইন্ডিয়া ভিসা ছাড়া রোমানিয়া এম্ব্যাসি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না।

24/06/2022

আজকে পদ্মা সেতুর গায়ে হলুদ
কালকে বিয়ে

Address

Shariatpur
Dhaka

Telephone

+8801687936467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Information Of Romania posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Information Of Romania:

Videos

Share

Nearby travel agencies


Other Tourist Information Centers in Dhaka

Show All

You may also like