Destination Unknown BD - DUB

Destination Unknown BD - DUB DUB is not just a travel group,its a family! We arrange budget friendly tours, trekking trips, day t
(1)

🗺️ Are you ready to explore horizons of Bangladesh? Discover hidden gems, and create unforgettable memories? Join us as ...
08/08/2023

🗺️ Are you ready to explore horizons of Bangladesh? Discover hidden gems, and create unforgettable memories? Join us as we dive into the world of travel and adventure!

📸 Share your awe-inspiring travel snaps and connect with other travellar who share the same passion for exploration.

🌆 From soothing sunsets over longest beach in the world to breathtaking trekking through majestic hills & forest, our travel group is all about experiencing the beauty and diversity our country has to offer.

🤝 Destination Unknown BD is your ticket to forging new friendships, exchanging travel tips, and planning your next budget tour together.

🌐 Let's make our mark on the map and paint it with the colors of adventure, culture, and pure wanderlust! Join us today and let the journey begin.

👉 To be a part of this incredible travel community, hit that 'Join Group' button now and get ready to set your wanderlust free!

06/08/2023

সীতাকুণ্ড ইকোপার্ক এর সুপ্তধারা ঝর্নার ট্রেইল পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে।
যারা মিরসরাই রেঞ্জে ঝর্না ট্রেকিং এ যাচ্ছেন, আপাতত প্ল্যান চেঞ্জ করাই ভাল। প্রবল বর্ষায় ঝর্না গুলো প্রবল রূপ ধারন করেছে। স্রোতে ভেসে যেতে সময় লাগবে না। অতি উৎসাহী হয়ে নিজের জীবন ঝুকিতে ফেলবেন না।

11/02/2023

পাসপোর্ট সেবার মান বৃদ্ধি এবং পাসপোর্ট প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, আগারগাঁও, ঢাকা, আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেরাণীগঞ্জ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা, পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (বনশ্রী), পাসপোর্ট অফিস, ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর), পাসপোর্ট অফিস, ঢাকা সেনানিবাস এবং পাসপোর্ট অফিস, সচিবালযয়ের অধিক্ষেত্র নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হলো:

১. বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, আগারগাঁও, ঢাকা
অধিক্ষেত্র: শেরে বাংলা নগর, মিরপুর, কাফরুল, রূপনগর, গুলশান, বনানী, শাহবাগ, ধানমণ্ডি ও কলাবাগান।

২.আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেরাণীগঞ্জ
অধিক্ষেত্র: শ্যামপুর, কদমতলী, কোতয়ালী, গেন্ডারিয়া, সূত্রাপুর, দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ মডেল, কেরাণীগঞ্জ দক্ষিণ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, বংশাল ও ওয়ারী।

৩. আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা
অধিক্ষেত্র: উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণ খান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, আশুলিয়া, পল্লবী ও ভাষানটেক।

৪. পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (বনশ্রী)
অধিক্ষেত্র: ডেমরা, যাত্রাবাড়ী, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, রামপুরা, রমনা, মতিঝিল, পল্টন, বাড্ডা, ভাটারা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল।

৫. পাসপোর্ট অফিস, ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর)
অধিক্ষেত্র: সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ ও নিউ মার্কেট।

৬. পাসপোর্ট অফিস, ঢাকা সেনানিবাস
অধিক্ষেত্র: ঢাকা ক্যান্টনমেন্ট (ঢাকা ক্যান্টনমেন্ট থানার অধীনে বসবাসরত নাগরিকদের জন্য)।

৭. পাসপোর্ট অফিস, সচিবালয়
অধিক্ষেত্র: বাংলাদেশ সচিবালয় (শুধুমাত্র সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের জন্য)

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

13/01/2023

টেকনাফ টু সেন্টমার্টিন শীপ টিকেটের ভাড়ার তালিকাঃ-





১. কেয়ারি সিন্দবাদ
মেইন ডেকঃ ১১০০/- (আপ এন্ড ডাউন)
ওপেন ডেকঃ ১২৫০/- (আপ এন্ড ডাউন)
ব্রিজ ডেকঃ ১৩৫০/- (আপ এন্ড ডাউন)

২. এম.ভি পারিজাত
মেইন ডেকঃ ১২০০/- (আপ এন্ড ডাউন)
বিজনেস ডেকঃ ১৫০০/-(আপ এন্ড ডাউন)

৩. এম.ভি রাজহংস
মেইন ডেকঃ ১৫০০/- (আপ এন্ড ডাউন)
বিজনেস ডেকঃ ১৭০০/- (আপ এন্ড ডাউন)

৪. কেয়ারি ক্রুজ এন্ড ডাইন
এক্সক্লুসিভ লাউঞ্জঃ ১৪০০/- (আপ এন্ড ডাউন)
কোরাল লাউঞ্জঃ১৬০০/- (আপ এন্ড ডাউন)
পার্ল লাউঞ্জঃ ২০০০/- (আপ এন্ড ডাউন)

#হ্যাপিট্রাভেলিং

15/12/2022
05/11/2022

বান্দরবান আপডেট
বান্দরবানের ৪টি উপজেলায় পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা ৮ই নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
সূত্র - বান্দরবান জেলা প্রশাসন

Peace...!Place: Fulbarigate, Khulna
12/08/2022

Peace...!
Place: Fulbarigate, Khulna

Its about more than 2 years of your love & trust on us. Thanks for your support. Stay with us & continue exploring with ...
11/08/2022

Its about more than 2 years of your love & trust on us. Thanks for your support. Stay with us & continue exploring with DUB.

Wanna feel the serenity?? Lets join with us to explore!©JautyPlace : Srimongol
11/08/2022

Wanna feel the serenity??
Lets join with us to explore!
©Jauty
Place : Srimongol

12/07/2022

ব্যাস্ত নগরীতে 😊😊

পবিত্র ঈদ-উল-আযহায় যাত্রী সাধারনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলো নিম্নরুপ-১) স্পেশাল ট্রেন পরিচাল...
28/06/2022

পবিত্র ঈদ-উল-আযহায় যাত্রী সাধারনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলো নিম্নরুপ-

১) স্পেশাল ট্রেন পরিচালনা-
◼️ বী.মু.সি.ই স্পেশাল (বী.মু.সি.ই - জয়দেবপুর - বী.মু.সি.ই)
⚠️ (বিঃদ্রঃ পোশাক শিল্পে কর্মরতদের যাতায়াতের সুবিধার্থে এই বিশেষ ট্রেন। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামগামী যাত্রীদের জন্য পার্বতীপুর থেকে আলাদা শাটল ট্রেন পরিচালনা করা হবে)
➡️ এটি ঈদের পূর্বে ৩ দিন ও ঈদের পরে ৪ দিন চলাচল করবে।

◼️ দেওয়ানগঞ্জ স্পেশাল (দেওয়ানগঞ্জ - ঢাকা - দেওয়ানগঞ্জ)
◼️ চাঁদপুর ঈদ স্পেশাল (চট্টগ্রাম - চাঁদপুর - চট্টগ্রাম)
➡️ ২ টি ঈদের পূর্বের ৩ দিন ও ঈদের পরে ৫ দিন চলাচল করবে।

🕌 শোলাকিয়া স্পেশাল- ১
(ময়মনসিংহ - কিশোরগঞ্জ - ময়মনসিংহ)
🕌 শোলাকিয়া স্পেশাল - ২
(ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার)
📣 শোলাকিয়া স্পেশাল শুধুমাত্র পবিত্র ঈদের দিন চলবে।

🐂 ক্যাটল স্পেশালঃ
পবিত্র ঈদ-উল-আযহার কুরবানীর পশু নিরাপদে পরিবহনের জন্য এবারও ঢাকা - দেওয়ানগন্জ - ঢাকা রুটে ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে।

ℹ️ ০৪/০৬/২০২২ তারিখ হতে পবিত্র ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্ত:নগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। ঈদের পরের দিন হতে যথারীতি অফ-ডে বলবৎ থাকবে।
⚠️ পবিত্র ঈদের দিন কোনো আন্ত:নগর ট্রেন চলাচল করবে না।

ℹ️ পবিত্র ঈদ-উল-আযহা'র টিকিট বিক্রয়ের শিডিউলঃ

বিক্রয়ের তারিখ যাত্রার তারিখ
🎫 ০১/০৭/২০২২ ↘️ ০৫/০৭/২০২২
🎫 ০২/০৭/২০২২ ↘️ ০৬/০৭/২০২২
🎫 ০৩/০৭/২০২২ ↘️ ০৭/০৭/২০২২
🎫 ০৪/০৭/২০২২ ↘️ ০৮/০৭/২০২২
🎫 ০৫/০৭/২০২২ ↘️ ০৯/০৭/২০২২

🔄 ফিরতি টিকিট প্রদানের শিডিউলঃ

বিক্রয়ের তারিখ যাত্রার তারিখ
🎫 ০৭/০৭/২০২২ ↖️ ১১/০৭/২০২২
🎫 ০৮/০৭/২০২২ ↖️ ১২/০৭/২০২২
🎫 ০৯/০৭/২০২২ ↖️ ১৩/০৭/২০২২
🎫 ১১/০৭/২০২২ ↖️ ১৪ ও ১৫/০৭/২০২২

⚠️ (বি:দ্র: ১০/০৬/২০২২ তারিখ সম্ভাব্য পবিত্র ঈদের দিন ধরে এই শিডিউল করা হয়েছে। ১০/০৬/২০২২ তারিখে পবিত্র ঈদ পালিত হলে ১১/০৬/২০২২ তারিখে সীমিত আকারে আন্ত:নগর ট্রেন পরিচালনা করা হবে)

ℹ️ টিকিট সংগ্রহের স্থান ➡️➡️➡️➡️ রুটসমূহ
1️⃣ কমলাপুর ➡️ উত্তরবঙ্গগামী ঈদ স্পেশাল সহ সকল আন্ত:নগর ট্রেন।
2️⃣কমলাপুর (শহরতলী/নারায়ণগঞ্জ টিকেট কাউন্টার) ➡️ রাজশাহী ও খুলনাগামী সকল আন্ত:নগর ট্রেন।
3️⃣ তেজগাঁও ➡️ স্পেশালসহ ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জ, তারাকান্দিগামী সকল আন্ত:নগর ট্রেন।
4️⃣ ঢাকা ক্যান্টনমেন্ট ➡️ মোহনগন্জগামী সকল আন্ত:নগর ট্রেন।
5️⃣ ফুলবাড়িয়া (পুরাতন রেল স্টেশন) ➡️ সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্ত:নগর ট্রেন।
6️⃣ জয়দেবপুর ➡️ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গামী স্পেশাল ট্রেন।

ℹ️ মোবাইল এ্যাপস, অনলাইন ও কাউন্টারে সকাল একযোগে সকাল ০৮:০০ টা থেকে নিয়মানুযায়ী টিকিট বিক্রয়ের কার্যক্রম চলবে।

⚠️ মহিলা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কাউন্টার থাকবে।

⚠️ প্রতিটি আন্ত:নগর ট্রেনে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য একটি করে কোচ সংযোজন করা থাকবে।

🚫 পবিত্র ঈদ উপলক্ষ্যে বিক্রিত অগ্রীম টিকিট অফেরতযোগ্য।

⚠️ স্পেশাল ট্রেনের টিকিট শুধু নির্ধারিত কাউন্টারে পাওয়া যাবে।

⛔ ০৬/০৭/২০২২ থেকে ১৪/০৭/২০২২ তারিখ পর্যন্ত আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ও ০৭/০৬/২০২২ থেকে ১৪/০৬/২০২২ তারিখ পর্যন্ত আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস / বন্ধন এক্সপ্রেস বন্ধ থাকবে।

⛔ ঈদ যাত্রার শুরুর দিন হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকা বিমানবন্দর ষ্টেশন হতে কমলাপুরগামী কোনো ট্রেনের টিকিট বিক্রয় করা হবে না।

⚠️ ০৬/০৭/২০২২ থেকে ০৯/০৭/২০২২ তারিখ পর্যন্ত (মোট ৪ দিন) ঢাকাগামী ৭৬৬ নং নীলসাগর, ৭০৬ নং একতা, ৭৫৮ নং দ্রুতযান, ৭৯৪ নং পঞ্চগড়, ৭৯৮ নং কুড়িগ্রাম ও ৭৭২ নং রংপুর এক্সপ্রেস ট্রেন সমূহ ঢাকা বিমানবন্দর ষ্টেশনে যাত্রা বিরতী করবে না।

যাত্রীদের সুবিধার্থে সহজ ডট কম এর যৌথ সহযোগিতায় বাংলাদেশ রেলওেয়ের নতুন অফিসিয়াল মোবাইল অ্যাপ Play store এ পাওয়া যাচ্ছে। ...
24/06/2022

যাত্রীদের সুবিধার্থে সহজ ডট কম এর যৌথ সহযোগিতায় বাংলাদেশ রেলওেয়ের নতুন অফিসিয়াল মোবাইল অ্যাপ Play store এ পাওয়া যাচ্ছে।

প্লে স্টোর থেকে ইন্সটল করে রেজিস্ট্রেশন/লগ ইন করুন।

নতুন অবস্থায় ফিচার গুলো যাত্রীদের জন্য যথেষ্ট, তবে ভবিষ্যতে আরও কিছু আপগ্রেড আসবে আশা করি।

https://play.google.com/store/apps/details?id=com.shohoz.dtrainpwa

29/04/2022

নাপিত্তাছড়া ট্রেইলে ঢোকার পূর্বে যখন মেঘের আগমন ঘটে!

এসো এসো এসো হে বৈশাখতাপসনিশ্বাসবায়ে মুমূর্ষের দাও উড়ায়ে,,বৎসরের আবর্জনা দুর হয়ে যাকযাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীত...
13/04/2022

এসো এসো এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষের দাও উড়ায়ে,,
বৎসরের আবর্জনা দুর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রু বাষ্প সুদূরে মিলাক !!””

Destination Unknown BD (DUB) এর পক্ষ থেকে সবাইকে জানাই বৈশাখী শুভেচ্ছা 🎉🎊🎇🎆

Destination Unknown BD  Dhaka to Riyadh direct flight saudia airlines fare : 70,000 Dhaka to Jeddahdirect flight saudia ...
06/04/2022

Destination Unknown BD


Dhaka to Riyadh
direct flight
saudia airlines
fare : 70,000

Dhaka to Jeddah
direct flight
saudia airlines
fare : 65000

DHAKA TO MUSCAT
GULF AIR
Short transit
FARE : 55000

DHAKA TO BAHRAIN
GULF AIR
FARE : 54000
DIRECT FLIGHT

DHAKA TO MADINAH
QATAR AIRLINES
FARE : 65000
SHORT TRANSIT

DHAKA TO DAMMAM
QATAR AIRLINES
FARE : 61000
SHORT TRANSIT

CALL : 01304779597
WHATSAPP : 01893847801

02/04/2022
21/02/2022

সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

ভোরের সেইন্টমার্টিন এ......!
13/12/2021

ভোরের সেইন্টমার্টিন এ......!

লালটিলা যাওয়ার পথে....!প্লেস: শ্রীমঙ্গল
11/12/2021

লালটিলা যাওয়ার পথে....!
প্লেস: শ্রীমঙ্গল

16/11/2021

অবশেষে আপনাদের অপেক্ষার প্রহর শেষ হলো।

আজকে থেকে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন চলাচল শুরু হলো #সেইন্ট_মার্টিন এর উদ্দেশ্যে, আগামী ১৮ তারিখ থেকে কেয়ারি সিন্দাবাদও চলাচল শুরু হবে।

আগামী ১৯ তারিখ থেকে কর্ণফুলী শিপ চলাচল শুরু হবে কক্সবাজার থেকে।

আর খুব শিঘ্রই DUB এর সেইন্টমার্টিন প্যাকেজ পেয়ে যাবেন! আর কাস্টমাইজড প্যাকেজ তোহ থাকছেই!! তোহ ব্যাগ গুছিয়ে নিন!!😌😌😌
আর সব কিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি থেকে শিপ এর টিকেট আমাদের কাছ থেকেই সরাসরি কিনতে পারবেন ইনশা আল্লাহ! আপডেট জানিয়ে দেয়া হবে!
#হ্যাপিট্রাভেলিং

02/11/2021

সেইন্টমার্টিন এর জাহাজ খুব শীঘ্রই খুলছে, ব্যাগ গুছিয়ে নিন। শীঘ্রই সেইন্টমার্টিন ভ্রমনে বের হবে টিম ডিইউবি!😊

27/09/2021

বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা সবাইকে!

14/09/2021

গত কয়েকদিন ধরে খেয়াল করলে দেখবেন খুব ফেমাস পর্যটন স্পট গুলো থেকে একের পর এক ট্যুরিস্ট নিহত হওয়ার খবর আসছে। সীতাকুণ্ড রেঞ্জের ঝর্নার মধ্যে হটস্পট খৈয়াছড়া ঝর্নায় গত ৯ তারিখ ২য় স্টেপ থেকে পড়ে মারা গেলেন, রেল স্টেশনেও দুইজন পর্যটক ট্রেনে কাটা পড়লেন, গত পরশু নিকলী হাওড়ে নৌকা থেকে পড়ে এক পর্যটক মারা গেলেন, বান্দরবানের রাজা পাথর এলাকায় নিষেধ না শুনে গোসল করতে গিয়ে ডুবে মারা গেলেন এক ভাই, যার লাশ ২৮ ঘন্টা পর ভেসে উঠেছে গতকাল। একের পর এক মৃত্যুর খবর খুব ফেমাস স্পট থেকেই আসছে। জীবনের মূল্য সব থেকে বেশি এটা মাথায় রাখবেন। বর্ষায় ঝর্না গুলো পূর্ন যৌবন নিয়ে ভয়ংকর হয়ে ওঠে, আপনাকে অবশ্যই সেফটির কথা চিন্তা করতে হবে! ঝর্নায় উঠতে না পারলে মান সম্মান যাবে ফ্রেন্ডদের কাছে, বা আসছি তাই পানিতে নামাই লাগবে সাতার না জানলেও বা আবহাওয়া খারাপ হলেও এমন চিন্তা ধারা হতে বের হতে হবে, নিজের সক্ষমতা আর পরিবেশের ধরন বুঝে স্টেপ নিন। আর বান্দরবান ট্যুরের ক্ষেত্রে গাইড ভাইদের পরামর্শ শুনুন, তারা ওই পরিবেশ আপনার থেকে অনেক ভাল চিনেন, আর অবশ্যই গাইড নিবেন বান্দরবান গেলে। সাবধানে ভ্রমন করুন!🖤 হ্যাপি ট্রাভেলিং!

টাঙ্গুয়ার হাওড়ে নৌকা ভাড়া বেধে দেয়া হয়েছে।
06/09/2021

টাঙ্গুয়ার হাওড়ে নৌকা ভাড়া বেধে দেয়া হয়েছে।

11/08/2021

অনেক দিন সব কিছু বন্ধ থাকার পর অবশেষে খুব শিঘ্রই আমাদের কার্যক্রম আবার চালু হতে যাচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে সীমিত আকারে ট্যুর ইভেন্ট থাকবে। ট্যুরের বিস্তারিত ইভেন্ট আকারে জানানো হবে।
হ্যাপি ট্রাভেলিং 😊

সবাইকে ডিইউবি এর পক্ষ থেকে জানাই ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারাক!
20/07/2021

সবাইকে ডিইউবি এর পক্ষ থেকে জানাই ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারাক!

আড়িয়াল বিল, মুন্সিগঞ্জ😌
11/07/2021

আড়িয়াল বিল, মুন্সিগঞ্জ😌

DUB Sylhet Tour!✌️Sadapathor, Volagonj, Sylhet..!
06/06/2021

DUB Sylhet Tour!✌️
Sadapathor, Volagonj, Sylhet..!

বান্দরবান এর দেবতাখুম যারা যান, তাদের বেশিরভাগ মানুষের কাছে পরিচিত মুখ শীলবান্ধা পাড়ার প্রিয় দাদি মা ১০৪ বছর বয়সে জীবন ...
11/05/2021

বান্দরবান এর দেবতাখুম যারা যান, তাদের বেশিরভাগ মানুষের কাছে পরিচিত মুখ শীলবান্ধা পাড়ার প্রিয় দাদি মা ১০৪ বছর বয়সে জীবন যুদ্ধে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে।
আর কখনো দাদি বলবে না আজ থেকে যাও আমার কাছে 🙂🙂🙂
উনার প্রয়ানে টিম ডিইউবি শোকাহত

★DUB Eid Special Photo Contest★                       ★★Rules★★★ছবি অবশ্যই নিজের তোলা হতে হবে।★যেমন ছবি দিতে পারবেন:প্রক...
09/05/2021

★DUB Eid Special Photo Contest★

★★Rules★★
★ছবি অবশ্যই নিজের তোলা হতে হবে।
★যেমন ছবি দিতে পারবেন:
প্রকৃতির ছবি,নিজের কোন ট্যুরের ছবি।
★যার ছবিতে যতো বেশি কমেন্ট হবে সেই বিজয়ী হবে। তবে একজন সর্বোচ্চ ১0 টি কমেন্ট করতে পারবেন, এর বেশি কমেন্ট গননা হবে না।
★অতিরিক্ত কমেন্ট পাবার জন্য বন্ধুদের এ্যাড করা যেতে পারে। এতে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
★সর্বোচ্চ ৪টি ছবি দেয়া যাবে।
★গ্রুপের মডারেটর বা এডমিন পুরষ্কারের জন্য নির্বাচিত হবে না।
★কমেন্ট এবং ছবির মান বিবেচনা করে তিনজন পুরষ্কৃত হবে।
*১ম পুরষ্কার-২৫০ টাকা ঈদ উপহার
*২য় পুরষ্কার -২০০ টাকা ঈদ উপহার
*৩য় পুরষ্কার-১৫০ টাকা ঈদ উপহার
বিঃদ্রঃ বিজয়ীদের ব্যাক্তিগত তথ্য গোপন রাখা হবে।
★ছবির সাথে সংক্ষিপ্ত বিবরণ বা ক্যাপশন,জায়গার নাম, এবং এই হ্যাশট্যাগ সংযুক্ত করতে হবে।
★অনলাইন বা অন্য কোন সামাজিক মাধ্যম থেকে ছবি ডাউনলোড করে পোস্ট করলে সেটি কন্টেস্ট এর অন্তর্ভুক্ত হবে না।
★ কোন প্রোমশনাল ছবি পোস্ট করা যাবে না।

ঈদের আগের রাতে অর্থাৎ চাঁদ রাতে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে।
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/375848026653802/?ref=share

সুপ্তধারা ঝর্না, সীতাকুণ্ড
06/05/2021

সুপ্তধারা ঝর্না, সীতাকুণ্ড

কোন এক ট্যুরে সেইন্টমার্টিন এর সূর্যোদয় এর অসাধারণ মূহুর্তে....!
01/05/2021

কোন এক ট্যুরে সেইন্টমার্টিন এর সূর্যোদয় এর অসাধারণ মূহুর্তে....!

A very beautiful mosque!! ❤️Location : সূর্যনগর,মাদারীপুর Clicked by : Mohammad Ibrahim
24/04/2021

A very beautiful mosque!! ❤️
Location : সূর্যনগর,মাদারীপুর
Clicked by : Mohammad Ibrahim

করোনা মহামারী এর এই সময়ে আই সি ইউ হসপিটাল গুলোর নাম্বার গুলো রেখে দিতে পারেন। কখন কাজে লেগে যায়!
21/04/2021

করোনা মহামারী এর এই সময়ে আই সি ইউ হসপিটাল গুলোর নাম্বার গুলো রেখে দিতে পারেন। কখন কাজে লেগে যায়!

13/04/2021

DUB এর পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমাদান মুবারক!

05/01/2021

২০২১ সালে ২১সিরিজের আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আসছে!!

সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা!! 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
15/12/2020

সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা!!
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

***DUB Photo Contest***                          27 November -30 November@@@★ছবি অবশ্যই নিজের তোলা হতে হবে।[প্রাকৃতিক ]★...
22/11/2020

***DUB Photo Contest***
27 November -30 November
@@@
★ছবি অবশ্যই নিজের তোলা হতে হবে।[প্রাকৃতিক ]
★যার ছবিতে যতো বেশি কমেন্ট হবে সেই বিজয়ী হবে।তবে একজন ১0 টার বেশি কমেন্ট করতে পারবে না।
★অতিরিক্ত কমেন্ট পাবার জন্য বন্ধুদের এ্যাড করা যেতে পারে।এতে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
★৪ টার বেশি ছবি দেওয়া যাবে না।
★গ্রুপের মডারেটর বা এডমিন পুরষ্কারের জন্য নির্বাচিত হবে না।
★কমেন্ট এবং ছবির মান বিবেচনা করে তিনজন পুরষ্কৃত হবে।
*১ম পুরষ্কার-১৫০ টাকা মোবাইল রিচার্জ
*২য় পুরষ্কার -১০০ টাকা মোবাইল রিচার্জ
*৩য় পুরষ্কার-৫০ টাকা মোবাইল রিচার্জ
বিঃদ্রঃ বিজয়ীদের ব্যাক্তিগত তথ্য গোপন করা হবে।
★কন্টেস্ট এর প্রধান লক্ষ্য হলো প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা।তাই,এমন কোন ছবি পোস্ট করা যাবে না যা প্রাকৃতিক সৌন্দর্যের বিপরীত।
★কোন প্রমোশনাল ছবি পোস্ট করা যাবে না।
★ছবির সাথে সংক্ষিপ্ত বিবরণ,জায়গার নাম,মতামত এবং _01 এই হ্যাশট্যাগ সংযুক্ত করতে হবে।
★অনলাইন বা অন্য কোন সামাজিক মাধ্যম থেকে ছবি ডাউনলোড করে পোস্ট করলে পোস্ট ডিলেট করে দেওয়া হবে এবং তাকে গ্রুপ থেকে ব্যান করা হবে।

Address

Eastern Plus Commercial Complex (Floor-9), Suite No-8, 145, Shantinagar
Dhaka

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801729734223

Website

Alerts

Be the first to know and let us send you an email when Destination Unknown BD - DUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Destination Unknown BD - DUB:

Videos

Share

Nearby travel agencies


Other Dhaka travel agencies

Show All

You may also like