12/08/2022
🕋সু খবর🕌সু খবর🏘️স খবর🕋
🏘️আগামি মাসে 🍅
🚜যারা উমরায় যেতে চান তাদের জন্য
🕋উমরার প্যকেজ ১৪/১৬দিন 🕍
🕋= এসুযোগ সিমিত সময়ের জন্য⛲
🕋মহান আল্লাহর নামে শুরু করিতেছি। যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন সেই রাসুলে কারিম সাঃ এর পবিত্র মুখের বানি হজ্জ ও উমরা সম্পর্রকে।
🕍তোমরা হজ্ব ও উমরার মাধ্যমে এই (বায়তুল্লাহ) গৃহের উপকার গ্রহণ কর। কেননা তা ইতিপূর্বে দু’বার ধ্বংস হয়েছে। তৃতীয়বারের পর উঠিয়ে নেওয়া হবে।-সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ২৫০৬; সহীহ ইবনে হিববান, হাদীস : ৬৭১৮; মুসনাদে বাযযার, হাদীস : ১০৭২; মুসতাদরাকে হাকিম, হাদীস : ১৬৫২
🕋জাবির রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
الحجاج والعمار وفد الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم.
হজ্ব ও উমরাকারীগণ আল্লাহর প্রতিনিধি দল। তারা দুআ করলে তাদের দুআ কবুল করা হয় এবং তারা কিছু চাইলে তাদেরকে তা দেওয়া হয়।-মুসনদে বাযযার, হাদীস : ১১৫৩; মাজমাউয যাওয়াইদ, হাদীস : ৫২৮৮; তবারানী, হাদীস : ১৭২১
🛕আবদুল্লাহ ইবনে মাসউদ রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
تابعوا بين الحج والعمرة، فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خيث الحديد، والذهب والفضة، وليس للحجة المبرورة ثواب إلا الجنة.
তোমরা হজ্ব ও উমরা পরপর একত্রে পালন কর। কেননা এ দুটি (হজ্ব ও উমরাহ) দারিদ্র ও গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে দেয়। আর হজ্বে মাবরূরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়।-সুনানে তিরমিযী, হাদীস : ৮১০; মুসনাদে আহমদ, হাদীস : ৩৬৬৯; মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ১২৭৮০; সুনানে কুবরা, নাসায়ী, হাদীস : ৩৬১০; সহীহ ইবনে
🏕️আমাদের কাফেলার সেবাসমুহ🏝️
🗻আমাদের একমাত্র উদ্দেশ্য হল হাজ্বীদের সেবা।ব্যবসা নয়।
🕋 হজ্জের ভিসা / টিকেটও হটেল ঠিক করা।
🕍 আমাদের স্থান থেকে ইয়ারপোট পযন্ত
নিজ গাড়িতে নিয়ে যাওয়া।
🏕️বাংলাদেশ টু জেদ্দা সরাসরি প্লেন।
🏖️জেদ্দা থেকে মক্ক হটেলে নিজ গাড়িতে নিয়ে যাওয়া।
🏘️মক্কায় উন্নত মানের হটেলে থাকার ব্যবস্থা।
🏚️অভিজ্ঞ মুয়াল্লিমের দ্বারা হজ্জ. উমরার
কাযর্রবলি সম্পাদন করান।
🏠মক্কা থেকে মদিনায় নিজ জিম্মায় নিয়ে যাওয়া।
🏘️মদিনায় ভালমানের হটেলে থাকার ব্যবস্থা।
🏟️খাবারের তালিকা🏖️
🌇সকালের নাস্তা
🌄রুটি ডাল/ভাজি
🕌দুপুরের খানা🌆
🌃 ভাত / বড় মাছ/ গোশ্ত সাথে ডাল,ভাজি।
🏙️রাতের খাবার🌉
🌄ভাত,ছোট মাছ, ডাল,ভাজি।
🚛আমাদের কাফেলার বিশেষ আকর্ষন।
🚌মক্কায় জিয়ারা🚕
🚜আরাফা,মিনা, মুজদালিফা,জাবালে ছুড়,জাবালে নূর,জেদ্দায় মাক্কবারে হাওয়া,জেদ্দা সাগর,ও তায়েফ ভ্রমন।
🚒মদিনায় জিয়ারা🚖
🚎 উহুদ পাহাড়,খন্দক,মাসজিদে কুবা,মাসজিদে ক্কেবলাতাইন,সালমান ফারসির খেজুরের বাগান,জ্বীন পাহাড়,বদর প্রান্ত,বিরে মাউন,বিরে শেফা।
🚛মদিনা থেকে সরাসরি বাংলাদেশ ইয়ারপোট পযন্ত শেষ।
🏠যোগাযোগের ঠিকান🏠
🚖হাঃ মাওলানা মুহাঃ আব্দুল মাজেদ
🏝️পশ্চিম ব্যাংক টাউন,সাভার,ঢাকা
🇧🇩01775366660
01400706056
🏝️বিঃদ্রঃ-হজ্জে যেতে যা লাগবে
🏛️পাসপোর্ট
🏘️ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
🌋 ভোটার আইডি কাডের ফটোকপি
🏠 ফাইজা টিকা দিতে হবে।
@🕋100%সেবা দেওয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ
✅ ট্রাভেল সম্পকিত সকল গুরুত্বপুর্ণ সকল তথ্য পেতে আমাদের অফিসিয়াল পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন।
যোগাযোগ করুন অথবা ফোন করুন।
01840060276 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩/𝐂𝐚𝐥𝐥
01973400727
🏠 অফিস ঠিকানা:
৩১/১ শরিফ কমপ্লেক্স ৭ম তলা
পুরানা পল্টন ঢাকা-১০০০