Falcon Air International

Falcon Air International Hajj
Umrah
Ticketing
Traveling
Manpower
Visa Processing
(2)

20/08/2024

⏩ #পাকিস্তান_ট্যুরের_নিয়মাবলী........ 🇧🇩✈🇵🇰

পাাকিস্তান ট্যুরের জন্য প্রথমেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। ঘরে বসে অথবা যেকোনো কম্পিউটার দোকানের মাধ্যমে এই আবেদন করতে পারবেন।

এখন ভিসা ফ্রী হওয়ায় টাকা পয়সা লাগবেনা৷ ই ভিসা পেয়ে যাবেন।

ভিসা আসার পর টিকেট কনফার্ম করতে হবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরতে চাইলে আমরা অবশ্যই লাহোরে যাবো। কারন ইসলামাবাদ বা করাচীর ভাড়া বেশি। ঢাকা-টু-লাহোর রাউন্ড টিকেট (যাওয়া-আসা) এর দাম প্রায় ৫৫ হাজার থেকে ১ লাখ অব্ধি উঠানামা করে। আপনার সুবিধামত কম খরচের একটা এয়ারলাইন্সের টিকেট বুক করে নিবেন।

এভাবে বিমান যোগে পৌছাতে হবে লাহোরে। লাহোর থেকে বাসে করে পৌছুতে হবে রাজধানী ইসলামাবাদ। লাহোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি বা অন্য কিছু ভাড়া নিয়ে চলে যাবেন সিটি বাস স্টেশনে (ব্যান্ড রোড)। লাহোর-টু-ইসলামাবাদ রুটের যেকোনো একটা বাসে উঠে ৫ ঘন্টা জার্নি করে চলে আসবেন ইসলামাবাদ। খরচ পরবে ১ হাজার টাকার মত।

ইসলামাবাদে অনেক ক্যাটাগরির হোটেল আছে। আপনার বাজেট অনুজায়ী একটা বেছে নিয়ে ২-১ দিন থাকতে পারেন সেখানে। আমার কাছে মনে হয়েছে ইসলামাবাদ বিশ্বের ২য় সুন্দরতম রাজধানী, তাই চাইলে কয়েকদিন সেখানে অবস্থান করে ঘুরে দেখতে পারেন অত্যন্ত সুন্দর এবং আধুনিক এই শহরটিকে।

⏩ কারেন্সি চেঞ্জিং.......

লাহোরে এসেই প্রথমে কোনো ব্যাংক বা এয়ারপোর্টের কোনো নির্দিষ্ট স্থান থেকে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করে নেবেন। নরমালী ১০০ টাকা = ১৯০ রূপি। তবে কনভার্টের সময় কিছুটা কম দেয়া হয়।

⏩ প্রাথমিক থাকা/হোটেল বুকিং....

মুল ট্যুর শুরুর পূর্বে পাকিস্তানে গিয়ে আপনাকে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে লাহোর/ইসলামাবাদ গিয়ে অথবা বাংলাদেশে থেকেই অনলাইনে হোটেল বুক করতে পারবেন। যদিও অনলাইন বুকিং দেয়া হোটেলগুলো এক্সপেন্সিভ। আপনার সাথে যদি মহিলা বা শিশু থাকে, তাহলে ১-২ দিনের আগাম হোটেল বুকিং দিয়ে রাখতে পারেন। নতুবা দরকার নেই, কারন খরচ বেড়ে যাবে।

⏩ মুল ট্যুর......

এবার ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মুল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীর প্রদেশের যেকোনো অঞ্চল ট্যুরে যেতে পারবেন এখান থেকেই।

এবার আপনি দুই পদ্ধতিতে ট্যুর করতে পারেন...

১. স্বাধীন ভাবে নিজের ইচ্ছা মত।
২. কোনো ট্রাভল এজেন্সি বুক করার মাধ্যমে।

পাকিস্তানে আপনার যদি কোনো পরিচিত ব্যাক্তি থাকে, তাহলে তাকে নিয়ে স্বাধীন ভাবে পর্যটন অঞ্চলগুলো ঘুরতে পারেন। অথবা আপনি যদি উদ্দোগী হন এবং আগে থেকেই পর্যটন স্পটগুলো সম্পর্কে ভালো ভাবে তথ্য জেনে নেন, তাহলে নিজেই উদ্দোগেই ট্যুর করতে পারেন। এতে খরচ কম হবে।

আর যদি আপনি বিদেশ ভ্রমন সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ হন বা নিজের উদ্দোগে ট্যুর করতে অপারগ হন, তাহলে একটা ট্রাভল এজেন্সির সাথে কন্টাক করতে পারেন। তারা আপনাকে জিপ গাড়ির ব্যাবস্থা করে দিবে, ড্রাইভার কাম ট্যুর গাইডও সাথে দিয়ে দিবে। এতে করে আপনার ট্যুর করা একেবারে ইজি হয়ে যাবে, যদিও খরচ একটু বেশি হবে। তবে ৪-৫ জন গ্রুপ করে ট্যুরে গেলে খরচটা পুশিয়ে যাবে।

⏩ খরচ কত হতে পারে......?

প্রথমেই বলে রাখি, পাকিস্তানে থাকা-খাওয়া এবং অভ্যন্তরিন যাতায়ত খরচ বাংলাদেশের মতই বা এর চেয়েও কম। তাই আপনি সেখানে যত দিনই থাকুন, তাতে খরচ তেমন বাড়বে না। মুল খরচটাই হলো বিমান ভাড়া।

পাকিস্তান ট্যুরের প্রধান কিছু খরচ।

▶ পাকিস্তানী ভিসার মুল্য "ফ্রি"।
▶ ঢাকা টু লাহোর বিমান ভাড়া প্রায় ৫৫ হাজার থেকে -১ লাখ।
▶ লাহোর টু ইসলামাবাদ (যাওয়া-আসা) বাস ভাড়া ২/৩ হাজার টাকা।

ধরুন পাকিস্তানে ১৫-২০ দিন অবস্থান করলে হোটেল বিল, খাবার, যাতায়ত, ঘুরাঘুরিতে খরচ হবে আনুমানিক ১৫-২৫ হাজার টাকা।

এটা হচ্ছে সিঙ্গেল ১ জনের হিসাব। কিন্তু গ্রুপ ট্যুরে গেলে খরচ অনেক কমে যাবে। ধরুন ৪ জনের একটা গ্রুপ গেলেন। তাহলে ১ টা ডবল বেডের রুম ভাড়া নিয়েই চার জন থেকে যেতে পারবেন। কিছু যায়গায় যেতে হলে গাড়ি ভাড়া নিয়ে যেতে হয়। সেসব ক্ষেত্রে ১ জনের ভাড়াতেই চারজন ঘুরতে পারবেন৷ এভাবে বিভিন্ন ক্ষেত্রে খরচ কমে আসবে। তাই অবশ্যই গ্রুপ হিসেবে ৪-৫ জন মিলে যাবেন।

⏩ কোথায় কোথায় ঘুরবেন....?

নর্থ পাকিস্তানে ঘুরার জায়গার কোনো অভাব নাই। আপনি একটানা ১ বছর ধরে ঘুরলেও আপনার স্বাদ মিটবে না। তবে আমাদের যেহেতু এত ঘুরার সামর্থ নেই তাই আমরা বেছে বেছে কিছু যায়গায় ঘুরতে পারি। যেমন.....

১. সোয়াত
২. হুনজা
৩. স্কার্দু
৪. আজাদ কাশ্মীর।

এগুলো খুবই পপুলার পর্যটন অঞ্চল। তবে এগুলোকে আবার ছোটখাটো কোনো পর্যটন স্পট ভাববেন না। কারন এগুলো একেকটাই বাংলাদেশের ২-৩ টা জেলার সমান সাইজের। এগুলোর ভেতর আবার ছোট ছোট অনেক পর্যটন স্পর্ট আছে। যেমন....

সোয়াত...; কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মালুম জব্বা রিসোর্ট, মহোদন্ড লেক, কুন্ডোল লেক ইত্যাদি....

হুনজা...; হুনজা ভ্যালি, আতাবাদ লেক, আলতিত ফোর্ট, বালতিত ফোর্ট, মাউন্ট রকাপুসি ইত্যাদি.....

স্কার্দু.....; সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, আপার কাচুরা লেক, লোয়ার কাচুরা লেক, সাতপারা লেক, স্কার্দু সিটি ইত্যাদি....

আজাদ কাম্মীর...; মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী, রাত্তি-গালি লেক, চিত্তকথা লেক, ইত্যাদি....

একটা কাজ করুন.... উপরোক্ত এই পর্যটন স্পর্ট গুলো সম্পর্কে ইউটিউব ভিডিও বা আমাদের গ্রুপের পোস্ট পড়ে অভিজ্ঞতা অর্জন করুন। এর ভেতর যেই স্পর্ট গুলো আপনার সবচেয়ে ভালো লাগে তার একটা তালিকা বানিয়ে ফেলুন। পাকিস্তান গেলে তখন সেই তালিকা অনিজায়ী ট্যুর করবেন।

⏩ থাকা/হোটেল...

উপরোক্ত সবগুলো স্থানেই আবাসিক হোটেল আছে। বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমান বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেল গুলোর লোকেশন ইন্টারনেটেই পাবেন, আগাম বুকও করতে পারবেন। এছাড়াও ওখানে যাবার পর কম খরচের স্থানীয় হোটেল পাবেন।

আরেকটা কাজ করা যেতে পারে। পোর্টেবল তাবু কিনে নিজেদের মত করে থাকা যেতে পারে। লোকালয় থেকে কাছে, তবে নিরিবিলি-মনুষ্যহীন স্থানে তাবু খাটাবেন। অনেক বিদেশি ট্রাভেলারকে দেখেছি পাকিস্তানে গিয়ে এই কাজ করতে। এর ফলে খাওয়ার খরচ ছাড়া আর কোনো খরচই হবেনা। তবে একাজ তখনই করবেন, যখন আপনারা ৪-৫ জনের গ্রুপ থাকবেন, আর সাথে একজন পরিচিত পাকিস্তানী নাগরিক থাকলে ভালো হবে। আর হ্যা, শীতকালে এই কাজ না করাই উচিত। ওখানকার প্রচন্ড ঠান্ডা সহ্য করা খুব কঠিন।

এছাড়া সবগুলো অঞ্চলেই পাকিস্তান সরকারের টুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য এবং সহায়তা পেতে পারেন।

⏩ কিছু বার্তি পাওয়া....

সোয়াত, হুনজা এবং স্কার্দু, এই তিনটি অঞ্চল মোটামোটি একই ডিরেকশনে। আর এগুলোতে যেতে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম হাইওয়ে দিয়ে। বিশ্বাস করুন, খোলা জীপে চড়ে যখন কারাকোরাম পাড়ি দেবেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না।

আর হুনজায় গেলে আরো দুটো বার্তি জিনিস পাবেন। ১ম টা হলো 'বাবুসর পাস' বিশ্বের সবচেয়ে উচু সড়ক। যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে। আর ২য়টি হলো 'পাসু কোন' যেখান গেলে মনে হবে রাস্তা বুঝি আর কখনো শেষ হবেনা, সামনের পাহাড় গুলোর কাছেও কোনোদিন পৌছানো যাবে না।

আর আজাদ কাশ্মীরে যেতে হয় পীর চিনসি রোড দিয়ে। এটাও কারাকোরাম হাইওয়ের চেয়ে কোনো অংশেই কম না। এখানেও মেঘের উপর দিয়ে গাড়ি চালাতে হবে।

আর আপনি যদি মনে করেন পাকিস্তান ট্যুর খরুচে হয়ে যাচ্ছে, তাহলে স্মরণ করুন... পাকিস্তানের সৌন্দর্য সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেনের মত। আর ওই দেশগুলো ট্যুরে গেলে দুই-আড়াই লাখেরও বেশি খরচ হয়। সে তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

তো আজ এতটুকুই .... আগামীতে আরো তথ্য জোগাড় করতে পারলে তা নিয়ে পোস্ট করা হবে। ধন্যবাদ সবাইকে।

লেখাঃ Abu Saeed ভাই
📷 Google

ইংরেজিতে “breathtaking” বিশেষনটা মনে হয় এইরকম একটা দৃশ্যকে বর্ননা করার জন্যই আবিষ্কার হয়েছে! breathtaking, astonishing, ...
06/05/2024

ইংরেজিতে “breathtaking” বিশেষনটা মনে হয় এইরকম একটা দৃশ্যকে বর্ননা করার জন্যই আবিষ্কার হয়েছে! breathtaking, astonishing, stunning এই শব্দগুলি একসাথ করে বললেও এই দৃশ্যটিকে বর্ননা করার জন্য যথেস্ট হবেনা!

এটি কারাকোরাম হাইওয়ে, পাকিস্তানকে চীনের সাথে সংযুক্ত করেছে যে সড়কটি! যা বিশ্বের সবচেয়ে উঁচু পাকা সড়কগুলির মধ্যে একটি! এই সড়কের সর্বোচ্চ স্থানের উচ্চতা ৪,৭১৪ মিটার!

এই সড়কটিকে প্রায়শই বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে উল্লেখ করা হয়।

কখনো হাল ছাড়বেন না...
13/03/2024

কখনো হাল ছাড়বেন না...

11/03/2024

রাত তিন টায় উঠবেন।
উত্তমরূপে অযু করবেন, সুন্দর একটা জামা পড়বেন। একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন। এই সাজ শুধুমাত্র মহান আল্লাহর জন্য। এরপর জায়নামাজ বিছিয়ে চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন।

মনের সব কথা ওনাকে বলবেন। সবাই ঘুমাচ্ছে, শুধু আপনি আর আল্লাহ সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। বিশ্বাস করুন, সত্যিকারের ভালোবাসা কি আপনি তখন অনুভব করতে পারবেন।

Ramadan Mubarak 🌙

Normalize traveling with your kids. They deserve to see the world too... 🥰✈️🌎Any kinds of Air Ticket reservation?Contact...
10/03/2024

Normalize traveling with your kids.
They deserve to see the world too... 🥰✈️🌎

Any kinds of Air Ticket reservation?
Contact us with Falcon Air International

24/09/2023

যখন আপনি অভিযোগের সঠিক জায়গা খুঁজে পান 🤲

Amazing ✈️❤️Changi Airport, Singapore's
14/09/2023

Amazing ✈️❤️
Changi Airport, Singapore's

Madinah ❤️The City of Rasulullah...
12/09/2023

Madinah ❤️
The City of Rasulullah...

█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█⚠️ বাংলাদেশের বিমানবন্দর এলাকায় সাম্প্রতিক যানজট সংক্রান্ত কারণে, "সৌদিয়া এয়ারলাইন্স"এর যাত্রীদ...
04/09/2023

█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█

⚠️ বাংলাদেশের বিমানবন্দর এলাকায় সাম্প্রতিক যানজট সংক্রান্ত কারণে, "সৌদিয়া এয়ারলাইন্স"এর যাত্রীদেরকে ফ্লাইটের সময়ের ৬ ঘন্টা আগে চেকিং করার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিস্তারিত: সংযুক্তি

█▒ হজ্জ পরবর্তী ওমরাহ্ প্যাকেজ বুকিং চলছে ▒█সহীহ-শুদ্ধ, শরীয়ত সম্মত, উন্নত ও মানসম্মত ব্যবস্হাপনায় ওমরাহ্ আদায় করতে Fal...
03/09/2023

█▒ হজ্জ পরবর্তী ওমরাহ্ প্যাকেজ বুকিং চলছে ▒█

সহীহ-শুদ্ধ, শরীয়ত সম্মত, উন্নত ও মানসম্মত ব্যবস্হাপনায় ওমরাহ্ আদায় করতে Falcon Air International এর হজ্জ কাফেলার সাথে হোক আপনার বাইতুল্লাহ্ জিয়ারাত। প্রতি মাসে থাকবে দুই থেকে তিনটি কাফেলা।

✈️ সেপ্টেম্বর মাসের ০৯ তারিখ বাইতুল্লাহ্ সফরের উদ্দ্যেশ্যে রওয়ানা দিবে আমাদের ওমরাহ্ কাফেলা, ইনশাআল্লাহ!

❑ ফ্যালকন ওমরাহ্ প্যাকেজে যা যা থাকছে:
➤ ভিসা
➤ রিটার্ন এয়ার টিকিট
➤ সম্পূর্ণ ট্রান্সপোর্ট
➤ হোটেল (থ্রি-স্টার/ টু-স্টার)
➤ তিন বেলা মানসম্মত খাবার
➤ মক্কা এবং মদীনায় দর্শনীয় স্থান জিয়ারাহ্
➤ অভিজ্ঞ মুয়াল্লিম
➤ মক্কা হোটেল (পাঁয়ে হাঁটার দুরত্ব)
➤ মদিনা হোটেল (পাঁয়ে হাঁটার দুরত্ব)
➤ প্যাকেজ সীমা: ১৪ দিন

❑ বুকিং প্রক্রিয়া:
১. পাসপোর্ট (সফট কপি)
২. বুকিং মানি
৩. ফিঙ্গারপ্রিন্ট

☎️ যোগাযোগ :
ফ্যালকন এয়ার ইন্টারন্যাশনাল
মৌচাক মার্কেট (৫ম তলা)
৩৯, সেলিনা পারভীন সড়ক, ঢাকা-১২১৭

📞wa.me/+8801818101902
📞wa.me/+8801830181504
📞wa.me/+8801303192723
📞wa.me/+8801305915714
📞wa.me/+8801304163535
📞wa.me/+8801829101902

█▒ বিশেষ দ্রষ্টব্য ▒█
সম্মানিত যাত্রীগণের সাথে যে প্রতিশ্রুতি দেয়া হবে, তা পুরাপুরি রক্ষা করার জন্য ফ্যালকন পরিবার বদ্ধপরিকর। আল্লাহ তা'য়ালা আমাদের বাইতুল্লাহ্ সফরকে কবুল করুন, আমীন।

আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া! ❤️ইতোমধ্যে আমাদের ফ্যালকন পরিবারের প্রথম সফর, ৯ সেপ্টেম্বর-২০২৩ইং এর উমরাহ কফেলার জন্য দুই...
02/09/2023

আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া! ❤️

ইতোমধ্যে আমাদের ফ্যালকন পরিবারের প্রথম সফর, ৯ সেপ্টেম্বর-২০২৩ইং এর উমরাহ কফেলার জন্য দুইজন হাজ্বী কনফার্ম হয়েছে। আজ ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন এর মাধ্যমে বুকিং নিশ্চিত হলো, আলহামদুলিল্লাহ!

প্রতি মাসে আমাদের দুই থেকে তিনটি উমরাহ কাফেলা থাকবে ইনশাআল্লাহ।

বাইতুল্লাহ সফরের জন্য আপনি প্রস্তুত তো❓
আপনার বাইতুল্লাহ সফর হোক Falcon Air International পরিবারের সাথে... 🕋

=======================
☎️ যোগাযোগ :
ফ্যালকন এয়ার ইন্টারন্যাশনাল
মৌচাক মার্কেট (৫ম তলা)
৩৯, সেলিনা পারভীন সড়ক, ঢাকা-১২১৭

📞wa.me/+8801818101902
📞wa.me/+8801830181504
📞wa.me/+8801303192723
📞wa.me/+8801305915714
📞wa.me/+8801304163535
📞wa.me/+8801829101902

01/09/2023

This feelings 🥺🥺❤️

Yaaa Allah accept us 🤲
to touch this sacred wall 🕋

ওহে শোনো, বাইতুল্লাহর মুসাফির!ক্বাবার ঐ কালো গিলাব অপেক্ষায় তোমার...সময় কি হবে তোমার?প্রভুর ঘরের জিয়ারাতের..... 🕋
01/09/2023

ওহে শোনো,
বাইতুল্লাহর মুসাফির!
ক্বাবার ঐ কালো গিলাব অপেক্ষায় তোমার...

সময় কি হবে তোমার?
প্রভুর ঘরের জিয়ারাতের..... 🕋

Whatsapp us for your more findings...
01/09/2023

Whatsapp us for your more findings...

Address

Mowchak Market (4th Floor), 39 Selina Pervin Road
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Falcon Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category