Cox'sBazarBooking.com

Cox'sBazarBooking.com We offer best price hotel in cox's bazar within your budget. Contact with us for your tension free t

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কক্সবাজারের লাবনী পয়েন্টে ভাঙন
11/08/2022

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কক্সবাজারের লাবনী পয়েন্টে ভাঙন

কক্সবাজারের লাবনী পয়েন্টে ভাঙন #বঙ্গোপসাগর #কক্সবাজার #লাবনী_পয়েন্ট #বৃষ্টি SUBSCRIBE | https://goo.gl/sNmTXyfor latest ne...

একসময় দেশের মানুষের স্বপ্ন ছিল রেলে চড়ে কক্সবাজার ভ্রমণে যাবেন। দীর্ঘদিনের সে স্বপ্ন পূরণ হতে চলেছে।মহাসড়কের যানজটের বির...
19/09/2021

একসময় দেশের মানুষের স্বপ্ন ছিল রেলে চড়ে কক্সবাজার ভ্রমণে যাবেন। দীর্ঘদিনের সে স্বপ্ন পূরণ হতে চলেছে।

মহাসড়কের যানজটের বিরক্তি কাটবে ভ্রমণ পিপাসুদের। প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে।

এই প্রকল্পে কাজ করছে চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)। এছাড়া বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি ও ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ প্রকল্পের সঙ্গে সংযুক্ত।

প্রকল্পের আওতায় ১২৮ কিলোমিটার রেলপথের মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার, রামু থেকে কক্সবাজার পর্যন্ত ১২ কিলোমিটার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ নির্মিত হচ্ছে। এছাড়া নির্মিত হচ্ছে চারটি বড় সেতুসহ ২৫টি সেতু। বড় সেতুগুলো তৈরি হচ্ছে মাতামুহুরী নদী ও শাখা নদী, শঙ্খ এবং বাঁকখালী নদীর ওপর।

এরই মধ্যে কক্সবাজার অংশে দুই কিলোমিটার পর্যন্ত বসানো হয়েছে রেল ট্র্যাক। সেই সঙ্গে এগিয়ে চলছে আইকনিক স্টেশন, ছোট-বড় সেতু, কালভার্ট, লেভেল ক্রসিং ও হাইওয়ে ক্রসিংয়ের নির্মাণকাজও। দোহাজারী-কক্সবাজার রেলপথে স্টেশন থাকবে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাহ, রামু, সদর ও উখিয়া এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে।

এ পর্যন্ত প্রকল্পটির প্রায় ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে। ১৮ হাজার কোটি টাকার এই প্রকল্পের নির্মাণকাজ শেষ হলে কক্সবাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। পর্যটনসহ অর্থনৈতিক উন্নয়নে কক্সবাজার অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে চলমান করোনা পরিস্থিতির মধ্যেও প্রকল্পের কাজ অব্যাহত রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম: একসময় দেশের মানুষের স্বপ্ন ছিল রেলে চড়ে কক্সবাজার ভ্রমণে যাবেন। দীর্ঘদিনের সে স্বপ্ন পূরণ হতে চলেছে। ...

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় সব...
13/09/2021

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরার ট্রলার কক্সবাজারের বাঁকখালী ও উপকূলীয় অঞ্চলগুলোতে নিরাপদে আশ্রয় নিয়েছে।

কক্সবাজার: বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স...

সুড়ঙ্গ সড়কে পাল্টে যাবে সমুদ্রসৈকতের চেহারা
12/03/2021

সুড়ঙ্গ সড়কে পাল্টে যাবে সমুদ্রসৈকতের চেহারা

দীর্ঘদিন ধরে যাঁরা ঘিঞ্জি সৈকতের বালুচরে ঝুপড়ি দোকানপাট, ময়লা-আবর্জনা আর অব্যবস্থাপনা দেখে হতাশ, তাঁদের জন্য সুড়...

২০২১ বরণ ও ২০২০-এর বিদায়কে ঘিরে কক্সবাজারে এসেছিলেন বিপুল সংখ্যক পর্যটক। তারপর থেকে সৈকতে তেমন একটা লোকসমাগম ছিল না। কিন...
20/02/2021

২০২১ বরণ ও ২০২০-এর বিদায়কে ঘিরে কক্সবাজারে এসেছিলেন বিপুল সংখ্যক পর্যটক। তারপর থেকে সৈকতে তেমন একটা লোকসমাগম ছিল না। কিন্তু ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলে টানা তিনদিনের ছুটিতে কক্সবাজারে এসেছেন কয়েক লাখ পর্যটক। এতে তিল ধারণের ঠাঁই নেই বিশ্বের দীর্ঘতম এই সৈকতে।

সংশ্লিষ্টরা বলছেন, বেশ কয়েকদিন আগে থেকেই আগাম বুকিং হয়ে আছে সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল-রিসোর্টের সবগুলোই। এসব হোটেল-রিসোর্টে দেড় লাখ মানুষের রাত যাপনের সুযোগ থাকলেও বাকি পর্যটকরা রাতে কোথায় থাকবেন তা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট ও জেলা পুলিশের টিম। মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশও। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সিসিটিভির আওতায় আনা হয়েছে পর্যটন স্পটগুলো। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে দ্রুত সাধারণ চিকিৎসা ও খাবার পানির ব্যবস্থা রয়েছে সৈকতে।

ঢাকার উত্তরা থেকে আসা পর্যটক আমিন উদ্দিন বলেন, ‘করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন কোথাও যাওয়া হয়নি। তাই টানা বন্ধ পেয়ে বাড়ির সবাইকে নিয়ে কক্সবাজার এসেছি। এত লোকসমাগম হবে, কল্পনাও করতে পারিনি।’

হোটেল হোয়াইট অর্কিডের মহাব্যবস্থাপক রিয়াদ ইফতেকার বলেন, ‘শীত মৌসুম শেষ হয়েছে। ফাগুনের শুরুতে টানা তিনদিনের ছুটি পেয়ে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক কক্সবাজারে এসেছে। সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টের সবই আগাম বুকিং হয়ে গেছে।’

কলাতলীর মোহাম্মদীয়া গেস্ট হাউজের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘হোটেল-মোটেলে যে পরিমাণ ধারণ ক্ষমতা, তার চেয়ে লোকসমাগম অনেক বেশি বলে মনে হচ্ছে। রুম বুকিং করে যারা এসেছেন, তারা ছাড়া বাকিরা ভোগান্তিতে পড়তে পারেন। কারণ দেড় লক্ষাধিক মানুষের থাকার ব্যবস্থা থাকলেও কক্সবাজারে ৪-৫ লাখ পর্যটকের আগমন হয়েছে বলে মনে হচ্ছে।’

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ‘কক্সবাজারে প্রচুর লোকজন এসেছে। আমরা করোনার দ্বিতীয় ঢেউ রোধে চেষ্টা চালাচ্ছি। যে কোনো ধরনের হয়রানি রোধে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত হোটেল-মোটেল জোনে টহলে রয়েছে।’

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, ‘পর্যটক নিরাপত্তায় সৈকত ও আশপাশে পোশাকধারী পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। ট্যুরিস্ট পুলিশের বিশেষ রেসকিউ টিম, ইভটিজিং কন্ট্রোল টিম, ড্রিংকিং জোন, দ্রুত চিকিৎসাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তায়। সৈকতে বীচ বাইক নিয়েও রয়েছে টহল। রয়েছে ৩টি বেসরকারি লাইফ গার্ড সংস্থার অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফগার্ড কর্মী। কন্ট্রোল রুম, পর্যবেক্ষণ টাওয়ারসহ পুরো সৈকত পুলিশের নজরদারির আওতায় রয়েছে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘কক্সবাজারে আসা পর্যটকদের সেবা দিতে প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত থাকে। সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলীসহ ১১টি পয়েন্টে স্থাপন করা হয়েছে তথ্যকেন্দ্র। পর্যটকদের করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে সর্বদা সচেতনতামূলক মাইকিং ও প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় সবসময় সর্তকাবস্থায় রয়েছে পুলিশ। পর্যটকদের হয়রানি রোধে, পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে এবং পর্যটক বেশেও পুলিশের নারী সদস্যরা সৈকতে ঘুরে বেড়াচ্ছেন।’

২০২১ বরণ ও ২০২০-এর বিদায়কে ঘিরে কক্সবাজারে এসেছিলেন বিপুল সংখ্যক পর্যটক। তারপর থেকে সৈকতে তেমন একটা লোকসমাগম ছিল...

For the first time in Bangladesh, diners will be able to eat in the air through a fly dining experience from February ne...
13/12/2020

For the first time in Bangladesh, diners will be able to eat in the air through a fly dining experience from February next year.

Fly Dining, a sky restaurant franchise, is going to be launched on 1 February near Sugandha Beach in Cox's Bazar – a popular tourist destination in the country.

After that, people can take their meals 150 feet above the ground, according to a press release of Your Travel.

Md Aman Ullah, chief liaison officer of Your Travel, told The Business Standard, "Fly Dining is one type of restaurant where adventure lovers can enjoy their meals in a unique way and place –150 feet up in the air."

"A table surrounded by 22 seats will be in the planned Fly Dining in Cox's Bazar. Food lovers and travelers can enjoy different types of foods at dinner."

The meal charge, types and other details will be announced later, he said.

An agreement has been signed between the landowner and multinational company Your Travel in this regard, reads the statement.

Fayez Abu Bakar Nabab, chairman of Your Travel, and Jobayer Chowdhury Manik, the landowner, signed the agreement at the National Press Club in the city on Sunday.

Farida Yeasmin, general secretary of the National Press Club, was the chief guest at the signing ceremony, while officials of Your Travel also spoke on the occasion.

https://tbsnews.net/companies/fly-dining-start-journey-bangladesh-february-168034

People can take their meals 150 feet above the ground for the first time

আজ থেকে চালু হচ্ছে দেশের প্রথম ছাদ বিহীন ট্যুরিস্ট বাস! এই Aquaholic Tourist Caravan বাস টি চলাচল করবে মেরিন ড্রাইভ সড়ক...
04/12/2020

আজ থেকে চালু হচ্ছে দেশের প্রথম ছাদ বিহীন ট্যুরিস্ট বাস!
এই Aquaholic Tourist Caravan বাস টি চলাচল করবে মেরিন ড্রাইভ সড়কে কলাতলী-টেকনাফ-কলাতলী রুটে ।সকাল ৯ টায় কলাতলী থেকে ছেড়ে গিয়ে সন্ধ্যা ৬ টায় ফিরে আসবে কলাতলী তে।উক্ত ডে লং প্যাকেজে থাকছে সকালের নাস্তা ,দুপুরের মানসম্মত খাবার,বিকেলের নাস্তা এবং মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন ট্যুরিস্ট স্পটের টিকেট ।এছাড়াও এতে রয়েছে লাইব্রেরী,ওয়াশরুম ও সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা।
উক্ত প্যাকেজে যে সকল স্পট অন্তর্ভুক্ত :-
-হিমছড়ি
-পাটুয়ারটেক
-শামলাপুর বীচ
-টেকনাফ বীচ
-অ্যাকুয়া জোন-১
-অ্যাকুয়া জোন-২
-সাবরাঙ জিরো পয়েন্ট
বাসের টিকেটের মূল্য :-শুধু ২০০০/- টাকা

নিচে তাদের পোস্ট টি তুলে ধরা হলো

🎉 We are glad to inform our Travelers that Our trip will be starts from 4th December 2020(Friday).
Grab Your Tickets.
🚌First Hop on Hop off in Bangladesh ''Aquaholic Tourist Caravan''
🚩 : 9am - 6pm (A day long trip Covering all the spots of Marine Drive)
🚩 : Marine_Drive (Kolatoli-Teknaf-Kolatoli)
🎀 :
✔️Welcome Breakfast
✔️Lunch Platter
✔️Evening Snacks
✔️All Entry Tickets of Hopping Destinations of Marine Drive
🎀Caravan is facilitated with:
✔️Washroom
✔️Kitchen
✔️Library
✔️Under CC Camera Surveillance
✔️Skilled Guide & Chef
🎀 :
✔️Himchori
✔️Patuartak
✔️Shamlapur Hill View Beach
✔️Teknaf Beach
✔️Aqua Zone 1
✔️Aqua Zone 2
✔️Sabrang Zero Point
🎀 : 2000 BDT Only
🚩 Booking Start From Now.
📛Grab Your Ticket :
Call: 01787-27 37 27
Online: www.aquaholic.com.bd
Address: Ground Floor, Motel Upal, Shaibal Road, Cox’s Bazar.
[⚠️Wearing Masks is Mandatory]

কক্সবাজার সমুদ্র সৈকতে দফায় দফায় সংঘর্ষhttps://www.somoynews.tv/pages/details/242071
17/10/2020

কক্সবাজার সমুদ্র সৈকতে দফায় দফায় সংঘর্ষ

https://www.somoynews.tv/pages/details/242071

কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধ...

দেশের প্রথম পর্যটননির্ভর অর্থনৈতিক অঞ্চল সাবরাং ট্যুরিজম পার্ক। কক্সবাজারের টেকনাফের সাবরাং সমুদ্রতীরে এই পর্যটন অঞ্চল গ...
12/10/2020

দেশের প্রথম পর্যটননির্ভর অর্থনৈতিক অঞ্চল সাবরাং ট্যুরিজম পার্ক। কক্সবাজারের টেকনাফের সাবরাং সমুদ্রতীরে এই পর্যটন অঞ্চল গড়ে উঠছে। পরিকল্পিত এই আধুনিক পর্যটন পার্কে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন দেশি-বিদেশি উদ্যোক্তারা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে বেশ কিছু কোম্পানির বিনিয়োগ প্রস্তাব এসেছে। এগুলো পর্যালোচনা করে ইতোমধ্যে ১২টি কোম্পানির প্রস্তাব অনুমোদন দিয়েছে বেজার নির্বাহী বোর্ড। কোম্পানিগুলো পার্কের মধ্যে তারকা হোটেল, মোটেল ও রিসোর্ট নির্মাণ করবে। তাদের প্রস্তাব অনুযায়ী প্রায় সাড়ে ২৪ কোটি ডলার বা ২ হাজার ৭৭ কোটি টাকা বিনিয়োগ হবে।

https://samakal.com/todays-print-edition/tp-industry-trade/article/201060341/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87

দেশের প্রথম পর্যটননির্ভর অর্থনৈতিক অঞ্চল সাবরাং ট্যুরিজম পার্ক। কক্সবাজারের টেকনাফের সাবরাং সমুদ্রতীরে এই পর.....

https://www.jagonews24.com/m/national/news/612209
22/09/2020

https://www.jagonews24.com/m/national/news/612209

বিশ্বের ‘সি ট্যুরিজমের’ অন্যতম প্রধান আকর্ষণ হলো ক্রুজশিপ বা বিলাসবহুল জাহাজ। এসব প্রমোদতরী সমুদ্রে ভেসে থাকা .....

17/08/2020
করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে খুলছে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত।সোমব...
17/08/2020

করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে খুলছে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত।

সোমবার (১৭ আগস্ট) সমুদ্র সৈকতসহ কক্সবাজার পৌরসভার ভেতরে অবস্থিত বিনোদনকেন্দ্রগুলো খুলছে।

একই সঙ্গে পৌর এলাকার অবস্থিত হোটেল-মোটেলও শর্তসাপেক্ষে সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে। তবে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনেই ভ্রমণ করতে হবে।

অন্যদিকে, মহামারিতে হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রশাসনের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও ঝুঁকি এখনো আছে। অন্যদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় কক্সবাজারের পর্যটন শিল্পে স্থবিরতা চলে এসেছে। তাই নির্দিষ্ট কিছু শর্তে সীমিত আকারে সমুদ্র সৈকত ও হোটেল-মোটেলসহ কক্সবাজার পৌর এলাকা কেন্দ্রিক পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলার অন্য বিনোদনকেন্দ্রগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ’

জেলা প্রশাসক বলেন, ‘বিনোদনকেন্দ্রগুলো চালু করতে পর্যটন সংশ্লিষ্টরা কয়েক দফা বসে নীতিমালা তৈরি করেছে। এতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকেন্দ্রগুলো চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি পর্যটনকেন্দ্রগুলো খুলে দিতে সেক্টরভিত্তিক নির্দেশনা তৈরি করা হয়েছে। ’

এদিকে দীর্ঘ সময় পর সমুদ্র সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পর্যটন ব্যবসায়ীরা বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন।

হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার বাংলানিউজকে বলেন, ‘দীর্ঘ প্রায় পাঁচ মাস পর হোটেল-মোটেল ও গেস্টহাউসগুলো চালু হচ্ছে। জেলা প্রশাসনের এ সিদ্বান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রশাসনের নির্দেশনা মেনেই আমরা পর্যটকদের সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। পর্যটকদের সাড়াও ভালো পাওয়া যাচ্ছে। ’

জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নেতা ঐতিহ্যবাহী ঝাউবন রেস্তোরাঁর মালিক মো. আলী বাংলানিউজকে বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ একটু কমলেও এখনো একেবারে বন্ধ হয়নি। তাই জেলা প্রশাসনের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনেই আমরা রেস্তোরাঁ চালুর প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, এ পরিস্থিতিতেও আমরা সর্বোচ্চ সেবা দিতে পারবো। ’

অন্যদিকে, প্রশাসনের নির্দেশনার বিষয়ে জেলা প্রশাসক আরও বলেন, ‘কক্সবাজার জেলার পর্যটন শিল্পের সঙ্গে বিভিন্নভাবে প্রায় দুই লাখ মানুষ জড়িত। তাদের জীবন-জীবিকার কথা চিন্তা করে সীমিত আকারে পর্যটন শিল্প খুলে দেওয়া সিদ্বান্ত নেওয়া হয়েছে। তবে অবশ্যই স্বাস্থবিধি কঠোরভাবে মেনে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটন শিল্প খুলতে হবে। পাশাপাশি এ বিষয়ে প্রণীত সব নিয়ম, শর্ত এবং জাতীয় গাইডলাইন মেনে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১৮ মার্চ কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের বিনোদনকেন্দ্রগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। এরপর সাধারণ ছুটির সময়সীমা শেষ হলেও এখন পর্যন্ত সেগুলো বন্ধ ছিল।

https://www.banglanews24.com/tourism/news/bd/806270.details

কক্সবাজার: করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে খুলছে বিশ্বের দীর্ঘতম কক্সব.....

করোনা মহামারির কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও স্বরূপে ফিরতে শুরু করেছে কক্সবাজার সমুদ্র সৈকত।নজিরবিহীন নির্জনত...
06/08/2020

করোনা মহামারির কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও স্বরূপে ফিরতে শুরু করেছে কক্সবাজার সমুদ্র সৈকত।
নজিরবিহীন নির্জনতা ভেঙে ঈদুল আজহার পর থেকে ফের পর্যটকদের আগমনে মুখর হয়ে উঠছে বিশ্বের দীর্ঘতম সৈকত।
তবে উদ্বেগের বিষয় হচ্ছে, সৈকতে ভ্রমণে আসা বেশিরভাগ পর্যটক স্বাস্থ্যবিধি মানছেন না। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে বার বার সচেতন করা হচ্ছে। সৈকতে মাইকিং করা হচ্ছে।

https://www.banglanews24.com/tourism/news/bd/804310.details

কক্সবাজার: করোনা মহামারির কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও স্বরূপে ফিরতে শুরু করেছে কক্সবাজার সমুদ্র সৈক...

রিকশা চালাচ্ছেন সৈকতের ফটোগ্রাফাররা https://www.jagonews24.com/amp/600877
29/07/2020

রিকশা চালাচ্ছেন সৈকতের ফটোগ্রাফাররা https://www.jagonews24.com/amp/600877

পর্যটন শিল্পকে চরম বেকায়দায় ফেলেছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশের অর্থনীতিতে উল্লেখ করার মতো রাজস্বের যোগান দেয়....

23/05/2020

সবাইকে ঈদ মুবারক

সময় এবার অন্যরকম
বাতাসে এখন অন্য সুর
কাছে আসাতে রয়েছে বারন
বন্ধুরা তাই অনেক দূর
চাঁদ রাতটাও অন্যরকম
মেহেদির রংটাও ছবিতে ছড়াক
মাঝরাতে রিকশায় ঘোরাঘুরি
এবার না হয় মুলতুবী থাক......
https://www.facebook.com/111311720576158/videos/696043687826712

http://vesselfindersbd.org/2020/01/karnafuly-express
24/01/2020

http://vesselfindersbd.org/2020/01/karnafuly-express

Spread the love Rate this post ইনশাআল্লাহ, আগামী ৩০/০১/২০২০ ইং শুভ উদ্বোধন হতে যাচ্ছে বহুল কাংখিত কক্সবাজার – সেন্টমার্টিন সমুদ্র পথ...

স্কুটার ভাড়া সকাল থেকে সন্ধ্যা মাত্র ৬৫০ টাকাতাই এখন থেকে কক্সবাজারের মেরিন ড্রাইভ ভ্রমণ করুন স্কুটারে।স্কুটার ভাড়া নিত...
22/01/2020

স্কুটার ভাড়া সকাল থেকে সন্ধ্যা মাত্র ৬৫০ টাকা
তাই এখন থেকে কক্সবাজারের মেরিন ড্রাইভ ভ্রমণ করুন স্কুটারে।
স্কুটার ভাড়া নিতে আপনার -NID,SID,DL, কোন একটি কার্ড জমা দিতে হবে। পাবেন মেরিন ড্রাইভ এর শুরুতে নিসর্গ হোটেল এর পাশে।
অফারটি শুধুমাত্র প্রি বুকিং এবং রবি- সোম- মঙ্গল- বুধবার
এর জন্য প্রযোজ্য।
বৃহস- শুক্র-শনি যথারীতি সারাদিন ১২০০ টাকা।
বুকিং এর জন্য ২০০ টাকা বিকাশ করুন-01713477388

বুকিং ছাড়া বাইক available থাকলে
প্রথম ২ঘন্টা ৫০০ টাকা পরের ঘন্টা ১০০ টাকা
সারাদিন ১২০০ টাকা
সর্বনিম্ন ১ ঘন্টা ৩০০ টাকা
এক বাইকে ২ জন। তেল খরচ আপনার।
প্রতি বাইকের জমা ১০০০ টাকা(ফেরত যোগ্য)
Contact- 01850404436

https://www.facebook.com/CoxsBikeRent/posts/2554242188165897

বাংলাদেশ এর ট্যুরিজম কে অনন্য রুপ দানে খুব শীঘ্রই সরাসরি কক্সবাজার থেকে সেন্টমারটিন সমুদ্র পথে সরাসরি জাহাজ সার্ভিস চালু...
19/01/2020

বাংলাদেশ এর ট্যুরিজম কে অনন্য রুপ দানে খুব শীঘ্রই সরাসরি কক্সবাজার থেকে সেন্টমারটিন সমুদ্র পথে সরাসরি জাহাজ সার্ভিস চালু হচ্ছে । এম ভি কর্ণফুলী এক্সপ্রেস নামক উপকূলীয় সমুদ্রগামী জাহাজ টি আগামী ফেব্রুয়ারী মাসের শুরু তেই সরাসরি কক্সবাজার থেকে সেন্টমারটিন সমুদ্র পথে যাত্রী পরিবহন করবে ইনশাআল্লাহ । জাহাজ টি পরিচালনায় থাকছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ । জাহাজ টি পরিচালনায় সার্বিক সহযোগীতায় থাকছে – ফারহান এক্সপ্রেস ট্যুরিজম । আজ মুঠোফোন বার্তায় ভেসেল ফাইন্ডারস বাংলাদেশ কে এ তথ্য নিশ্চিত করেন, ফারহান এক্সপ্রেস ট্যুরিজম এর ব্যাবস্থাপনা পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর । তিনি বলেন, আগামী মাসের প্রথমেই , গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর একজন মাননীয় মন্ত্রী জাহাজ টি শুভ উদ্বোধন ঘোষনা করবেন ।

http://vesselfindersbd.org/2020/01/mv-karnafuly-express-coxs

Spread the love 5 / 5 ( 1 vote ) বাংলাদেশ এর ট্যুরিজম কে অনন্য রুপ দানে খুব শীঘ্রই সরাসরি কক্সবাজার থেকে সেন্টমারটিন সমুদ্র পথে সরাস...

একদিকে পাহাড়, অন্যদিকে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। এ সমুদ্র কতোই না অপরূপ! এই দৃশ্যেরই দেখা মেলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স...
16/01/2020

একদিকে পাহাড়, অন্যদিকে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। এ সমুদ্র কতোই না অপরূপ! এই দৃশ্যেরই দেখা মেলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তাই তো তার টানে হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত ছুটে চলেছেন এ সমুদ্র দর্শনে।

সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে কক্সবাজার শহর। শহরের কলাতলি পয়েন্ট দিয়ে একটু সামনে এগোতেই সাগরের গর্জন। উথালপাথাল ঢেউ। নীল জলরাশি। এই দৃশ্য যে কাউকেই বিমোহিত করে।

সমুদ্রের এ গর্জন আর উথালপাতাল ঢেউ এক মুহুর্তের জন্যও থামে না। সৈকত জুড়ে বিছিয়ে রাখা চেয়ারগুলোতে বসে তারই সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করছেন পর্যটকরা।

বুধবার (১৫ জানুয়ারি) সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে এ দৃশ্যই চোখে পড়ে। অনেকেই সী-বোটে করে সৈকতবর্তী সাগরে ছুটে বেড়াচ্ছেন। কেউবা আনন্দে মেতে সেরে নিচ্ছেন সমুদ্রস্নান। বহুস্তর সমুদ্র নিজের রূপ মেলে ধরেছে সবার সামনে।

এই বিশাল সমুদ্র আর তার উত্তাল জলরাশির গর্জন উপভোগ করতে প্রতিদিনই ভোর থেকে মানুষ সৈকতে ভিড় করেন। গভীর রাত অবধি চলে তাদের সমুদ্র দর্শন। কখনোবা পূর্ণিমার আলোয় ভেসে যায় এই সমুদ্রের নীল জলরাশি। মুছে যায় মানুষের অবসাদ, বিষণ্ণতা আর ক্লান্তি।

সৈকতে সবচেয়ে বেশি পর্যটকের ভিড় জমায় সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখতে। সোনার ডিমের মতো একটা সুর্য কীভাবে ধীরে ধীরে সাগরের বুকে হারিয়ে যায়, মন মাতানো সেই দৃশ্যের কোনো তুলনা নেই।

ওদিকে কক্সবাজার শহর থেকে বেরিয়ে মেরিন ড্রাইভ রোডে উঠলেই যে কারো মন হারিয়ে যায় প্রকৃতির অপার লীলায়। একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদিকে ফেনিল, নীল সমুদ্র। দুপাশে সুন্দরের পসরা, তারই মাঝ দিয়ে বয়ে গেছে মেরিন ড্রাইভ রোড। দুপাশে সুপারি বাগান, আর সাগরে সারি সারি নৌকা, ট্রলার।

হিমছড়ির কাছেই বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। ইনানী বিচে ছড়িয়ে আছে অজস্র সমুদ্রঝিনুক আর ছোট ছোট পাথর। এরই মাঝে মাঝে হঠাৎ বড় ঢেউগুলো আছড়ে পড়ছে সে সৈকতে। ওদিকে মাঝিরা ট্রলার আর জাহাজে করে মাছ শিকারে বেরিয়েছে।

প্রথমবার সমুদ্র দর্শনে যাওয়া এক শিক্ষার্থী হুমায়রা জানান নিজের উচ্ছ্বাস আর আনন্দের কথা। বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গেছেন তিনি।

হুমায়রা জানান, প্রথমবার সমুদ্র দেখতে এসেই তার প্রেমে পড়েছেন। এই বিশাল জলরাশির, সাগরের গর্জন, আর তাতে সূর্যাস্তের দৃশ্য যে কী অপরুপ!

আরেক পর্যটক ফাহিমা সুমাইয়া বলেন, কক্সবাজার বহুবার এসেছি, তারপরও ছুটে আসি ক্লান্তি ঝরঝরে আর সতেজ হতে।

তবে কক্সবাজার আরও পর্যটকবান্ধব হওয়া দরকার বলে জানান তিনি। বলেন, কক্সবাজার শহরকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক করা দরকার। রাস্তাঘাটসহ যেখানে সেখানে ময়লা, আবর্জনা পড়ে থাকে। এতে পর্যটকদের দুর্ভোগ হয়।

আরেক শিক্ষার্থী রৌজান ফেরদৌস বলেন, সাগরের গর্জন মন ভালো করে দেয়। এর আদিগন্ত জলরাশি দেখে বারবার বিমোহিত হই।

https://www.banglanews24.com/tourism/news/bd/765826.details

কক্সবাজার থেকে ফিরে: একদিকে পাহাড়, অন্যদিকে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। এ সমুদ্র কতোই না অপরূপ! এই দৃশ্যেরই দেখা ম....

পর্যটন নগরী কক্সবাজারকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যময় দেখতে চান পর্যটকরা। সড়কজুড়ে যত্রতত্র খোঁড়াখুঁড়ি আর ময়লা-আবর্জনায় বিরক্ত ...
16/01/2020

পর্যটন নগরী কক্সবাজারকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যময় দেখতে চান পর্যটকরা। সড়কজুড়ে যত্রতত্র খোঁড়াখুঁড়ি আর ময়লা-আবর্জনায় বিরক্ত পর্যটকরা। সমুদ্র সৈকতজুড়েও রয়েছে পলিথিনের প্যাকেট। ফলে সৈকত উপভোগ করতে আসা দর্শনার্থীরা হারাচ্ছে আগ্রহ।

পর্যটকরা বলছেন, দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে প্রয়োজন পরিচ্ছন্ন নগরী। অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিলেন অনেকে। তারা বলছেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এ শহরকে আধুনিক অবকাঠামোগতভাবে গড়ে তুললে পাল্টে যাবে চিত্র। সি-বিচ ছাড়া শহরে বিনোদনের তেমন কোনো স্থানও নেই। পুরো শহরে হাঁটার জন্য নেই ফুটপাতও। তাই পর্যটক আকর্ষণে পরিচ্ছন্নতা ও আধুনিক নগরী গড়ার আহ্বান তাদের।

https://www.banglanews24.com/tourism/news/bd/765798.details

কক্সবাজার থেকে: পর্যটন নগরী কক্সবাজারকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যময় দেখতে চান পর্যটকরা। সড়কজুড়ে যত্রতত্র খোঁড়াখুঁড়....

২০২০ এ ভ্রমন হোক আনন্দময়......
31/12/2019

২০২০ এ ভ্রমন হোক আনন্দময়......

Travel To Beautiful Cox's Bazar Sea Beach - Kolatoli Sea Beach At Early Morning, Enjoying The Environment, Largest Sea B...
19/11/2019

Travel To Beautiful Cox's Bazar Sea Beach - Kolatoli Sea Beach At Early Morning, Enjoying The Environment, Largest Sea Beach, Surfing and everything.

https://www.youtube.com/watch?v=Uy9KFR2VLO4

Travel To Beautiful Cox's Bazar Sea Beach - Kolatoli Sea Beach At Early Morning, Enjoying The Environment, Largest Sea Beach, Surfing and everything. ...

হিমছড়ি এর কাছাকাছি বাংলাদেশ আর্মি দের দেয়া বাঁধে জোয়ারের পানি উপচে পরে এক অপরূপ পরিবেশ সৃষ্টি করে। এই মোহময় পরিবেশ উ...
19/11/2019

হিমছড়ি এর কাছাকাছি বাংলাদেশ আর্মি দের দেয়া বাঁধে জোয়ারের পানি উপচে পরে এক অপরূপ পরিবেশ সৃষ্টি করে। এই মোহময় পরিবেশ উপভোগ করতে হলে সকাল ১০ টা থেকে ১১ টা শ্রেষ্ঠ সময়। ভাটার সময় পানি দূরে চলে যায়।

https://www.youtube.com/watch?v=Ewgr6b-eWuI

হিমছড়ি এর কাছাকাছি বাংলাদেশ আর্মি দের দেয়া বাঁধে জোয়ারের পানি উপচে পরে এক অপরূপ পরিবেশ সৃষ্টি করে। এই মোহময় .....

সকাল থেকে বিচ কর্মিরা পর্যটক দের আগমনের জন্য তৈরি হতে থাকে। রাবার টিউব, সিট, বিচের ছাতা সব কিছু তৈরি থাকে। লাইফ গার্ড কর...
18/11/2019

সকাল থেকে বিচ কর্মিরা পর্যটক দের আগমনের জন্য তৈরি হতে থাকে। রাবার টিউব, সিট, বিচের ছাতা সব কিছু তৈরি থাকে। লাইফ গার্ড কর্মিরা ও প্রস্তুত থাকে অনাকাঙ্ক্ষিত বিপদ এর জন্য।

https://www.youtube.com/watch?v=-L48bZ6XyG8

সকাল থেকে বিচ কর্মিরা পর্যটক দের আগমনের জন্য তৈরি হতে থাকে। রাবার টিউব, সিট, বিচের ছাতা সব কিছু তৈরি থাকে। লাইফ গার....

বর্ষায় উত্তাল সাগর Laboni Point - লাবণি পয়েন্টhttps://www.youtube.com/watch?v=_YpIn7auT84
18/11/2019

বর্ষায় উত্তাল সাগর Laboni Point - লাবণি পয়েন্ট

https://www.youtube.com/watch?v=_YpIn7auT84

বর্ষায় উত্তাল সাগর Laboni Point - লাবণি পয়েন্ট

Waiting Is Over..First Time ever, Tourists can use the newly opened Sea Pearl Water Park at Inani, Cox's Bazaar, Banglad...
17/11/2019

Waiting Is Over..
First Time ever, Tourists can use the newly opened Sea Pearl Water Park at Inani, Cox's Bazaar, Bangladesh.

Exclusive Opening Offer | BDT 250 per Person | Entry + All rides ( Regular Opening Offer | BDT 550 per person)

কেবল সৈকত আর ঢেউ দেখে দেখে কতোটুকুইবা সময়ই কাটে! পর্যটক চান আরো একটু রোমাঞ্চ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুনীল আকাশে উড়ে বে...
07/11/2019

কেবল সৈকত আর ঢেউ দেখে দেখে কতোটুকুইবা সময়ই কাটে! পর্যটক চান আরো একটু রোমাঞ্চ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুনীল আকাশে উড়ে বেড়ানো এমনই এক রোমাঞ্চ ‘প্যারাসেইলিং’।

প্যারাসেইলিং নামের অ্যাডভেঞ্চারে করে পর্যটক আকাশ থেকে দেখতে পারেন সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য । এখন এটি বাংলাদেশেই হচ্ছে। সৈকত থেকে আকাশে উড়াল দিতে পর্যটক গায়ে বেঁধে নিচ্ছেন প্যারাশ্যুট।

বাংলাদেশে কেবল কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর ও হিমছড়িতে আকাশে উড়ার এই সুযোগ মিলছে। থাইল্যান্ডের পাতায়া বা ইন্দোনেশিয়ার বালি’র মতো ‘প্যারাসেইলিং’ এখন বাংলাদেশেই চলছে। শীত, বর্ষা, গরম সব ঋতুতে চলছে আকাশে উড়াউড়ির খেলা।

https://travel-beautiful-bangladesh-tanveer.blogspot.com/2019/11/blog-post.html

কেবল সৈকত আর ঢেউ দেখে দেখে কতোটুকুইবা সময়ই কাটে! পর্যটক চান আরো একটু রোমাঞ্চ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুনীল আকাশ.....

অভিনন্দন বাংলাদেশ ফুটবল দল
16/10/2019

অভিনন্দন বাংলাদেশ ফুটবল দল

07/10/2019
৩৫০০ টাকায় কক্স'স বাজার ভ্রমণ - অল্প খরচে ঘুরে আসুন প্রকৃতির লীলাভূমি বৃহত্তর সমুদ্র সৈকত কক্স'স বাজারhttps://travel-bea...
07/10/2019

৩৫০০ টাকায় কক্স'স বাজার ভ্রমণ - অল্প খরচে ঘুরে আসুন প্রকৃতির লীলাভূমি বৃহত্তর সমুদ্র সৈকত কক্স'স বাজার

https://travel-beautiful-bangladesh-tanveer.blogspot.com/2017/07/blog-post.html

পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে একটু রিল্যাক্স ভ্রমনের কথা চিন্তা করলে প্রথমেই চলে আসে কক্স বাজার ভ্রমণের কথা। যেতে .....

কক্সবাজার ভ্রমণের কিছু টিপসhttps://travel-beautiful-bangladesh-tanveer.blogspot.com/2017/08/blog-post.html
07/10/2019

কক্সবাজার ভ্রমণের কিছু টিপস

https://travel-beautiful-bangladesh-tanveer.blogspot.com/2017/08/blog-post.html

সারি সারি ঝাউবন। বালুর নরম বিছানা। সামনে বিশাল সমুদ্র। নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনে মেশা মনোমুগ্ধকর সমুদ্র সৈক...

Coxs Bazar Diary 2019 | কক্সবাজার ডায়েরী ২০১৯ – বড় ভাইদের সাথে মাস্তি, আড্ডা, টিমবিল্ডিংhttps://travel-beautiful-banglad...
07/10/2019

Coxs Bazar Diary 2019 | কক্সবাজার ডায়েরী ২০১৯ – বড় ভাইদের সাথে মাস্তি, আড্ডা, টিমবিল্ডিং

https://travel-beautiful-bangladesh-tanveer.blogspot.com/2019/05/coxs-bazar-diary-2019.html

ট্যুরে গেলেই যে মানুষটার রোষানলে পরতে হয় সেই বড় ভাই যদি দেশে অবস্থান করে তাহলে তো একটা ট্যুর না দিলে পাপ হবে... চাঁদ.....

তারকা হোটেলের সেবা সুনির্দিষ্ট করল সরকার - সরকার নির্ধারিত সেবা নিশ্চিত করলেই শুধু তারকা হোটেল ও রিসোর্টের স্বীকৃতি মিলব...
07/10/2019

তারকা হোটেলের সেবা সুনির্দিষ্ট করল সরকার - সরকার নির্ধারিত সেবা নিশ্চিত করলেই শুধু তারকা হোটেল ও রিসোর্টের স্বীকৃতি মিলবে

https://travel-beautiful-bangladesh-tanveer.blogspot.com/2019/06/blog-post.html

সরকার নির্ধারিত সেবা নিশ্চিত করলেই শুধু তারকা হোটেল ও রিসোর্টের স্বীকৃতি মিলবে। এখন থেকে অবকাঠামো, বিভিন্ন সেবা ...

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Cox'sBazarBooking.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox'sBazarBooking.com:

Share

Category



You may also like