Fly Holidays

Fly Holidays Fly Holidays is a Service company founded for Travel & Adventurous loving people. It provides Servic
(2)

২০২৪ এ যারা পবিত্র হজ্জ্ব পালন করতে যাচ্ছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি: গত মাসে আমার ক্যাডেট কলেজ ও সেনাবাহিনীর এক ...
14/05/2024

২০২৪ এ যারা পবিত্র হজ্জ্ব পালন করতে যাচ্ছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি:
গত মাসে আমার ক্যাডেট কলেজ ও সেনাবাহিনীর এক কোর্সমেট ইন্তেকাল করেছে (ইন্না...রাজিউন)। মাত্রই ওমরাহ পালন করে এসেছিল। দেশে আসার পর জ্বর, দুর্বলতা, মাথা ব্যথা, শ্বাস কষ্ট, বমি ছিল। এক পর্যায়ে অত্যন্ত খারাপ বোধ করা শুরু করে। সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পর জানা যায় তার নিউমোনিয়া হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ! বন্ধু সেনাবাহিনীর অত্যন্ত চৌকষ ও সম্ভাবনাময় কর্মকর্তা ছিল। বুঝতেই পারছেন শারীরিক ও মানসিকভাবে কতটা শক্তিশালী ছিল। কিন্তু সে-ই কয়েক ঘন্টার নোটিশে মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হয়েছে।

গত সপ্তাহে আমার আরেক ক্যাডেট কলেজের বন্ধুর পরিচিত আরেকজন ওমরাহ করে এসে মারা গেছে। নিউমোনিয়া। লক্ষণও অভিন্ন। কোন সময়ই দেয় নি। বয়স ছিল ষাটের কাছাকাছি।

শুনেছি হজ্ব যাত্রীদের মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়ার কথা ছিল। অবশ্য শেষ পর্যন্ত সবাই নিয়েছে (নিচ্ছে) কী না জানি না। কেননা, ২৭ এপ্রিল লেখা ধর্ম মন্ত্রণালয়ের এক চিঠিতে এই ব্যাপারে সন্দেহ এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। (ছবি দ্রষ্টব্য) আসলে, প্রতিটি হজ্ব যাত্রীর নিজের গরজেই এসব টিকা নেয়া উচিত। এটিই জীবন-মরণের মাঝে পার্থক্য গড়ে দিতে পারে।

আমাদের বন্ধুর অটোপ্সি থেকে জানা গেছে ওর শরীরে একাধিক ব্যাকটেরিয়া এবং ভাইরাস আক্রমণ করেছিল। এগুলোর বেশিরভাগেরই টার্গেট ছিল ফুসফুস (লিভার, কিডনি)। ফলে, ওর শরীর দ্রুত কপাপ্স করেছিল। ব্যাক্টেরিয়াগুলো ছিলঃ

1. Neisseria Meningitidis
2. Acinetobacter Baumannii
3. Pseudomonas sp
4. E. Coli

ভাইরাস ছিলঃ
1. Simbu Orthobunya virus
2. Rhino virus

হজ্বের মূল যে সমস্যা সেটি হল হিউম্যান কন্টাক্ট। উপরের বেশিরভাগ জীবাণুই এভাবে ছড়ায়। হিউম্যান কন্টাক্ট উপেক্ষা করতে না পারলেও, সাধ্যমত কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত।

১। মাস্ক পড়া। এটি মাস্ট। একেবারে বড় হাতে লেখা 'মাস্ট!' উপরে উল্লিখিত ভাইরাস ও ব্যাকটেরিয়া হাঁচি, কাশি, থুতুর মাধ্যমে বেশি ছড়ায়।
২। সাধ্যমত নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করা।
৩। পানি বোতলের মুখ স্পর্শ না করে পান করা। একই কারণে অন্যের ব্যবহৃত গ্লাস, প্লেট, কাপ ইত্যাদি পরিহার করা।
৪। যথা সম্ভব মশারি টাঙিয়ে ঘুমানো। মশা, ছারপোকা, ডাঁসা পোকা ইত্যাদির মাধ্যমে অসুখ ছড়াতে পারে। যেখানে সেখানে ধাম করে ঘুমাবেন না।
৫। বদ্ধ জলাশয়ের পানি পান বা ব্যবহার না করা।
৬। রেসিস্ট শোনাতে পারে, তবে আফ্রিকান কাফেলা থেকে দূরে থাকা। কেননা, অনেক জীবাণুর বড় কেন্দ্রস্থল আফ্রিকা। (অবশ্য, এশিয়ার লোকজনও খুব বেশি পিছিয়ে নেই!)
৭। নিজেরা বড় দল বেঁধে চলা ফেরা করা। যাতে অপরিচিত মানুষের সংস্পর্শে কম যেতে হয়। অবশ্য, এটা পালন করা প্রায় অসম্ভব।
৮। শরীর খারাপ লাগলে অবশ্যই সেটি সাথে সাথে রিপোর্ট করা। জিহাদি জোশ দিয়ে হজ্ব শেষ করতে গিয়ে জীবনের ঝুঁকি নেবেন না।
৯। বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল হজ্ব যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রাখা।
১০। নিয়মিত খাবার গ্রহণ এবং প্রচুর পরিমাণে পানি পান করা। প্রয়োজনে স্যালাইন, জ্যুস, এনার্জি ড্রিংক পান করা।

আল্লাহ সবাইকে সুস্থভাবে পবিত্র হজ্ব পালন শেষে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে আসুন- এই দোয়া করি। আমিন।
তথ্যসূত্র: আমি কয়েকটা শব্দ এডিট করেছি, কিন্তু পুরো লিখাটি লিখেছে আমার ক্যাডেট কলেজের ব্যাচমেট ঝিনাইদহ ক্যাডেট কলেজের জুনায়েদ কবির।




নেপাল ভ্রমণ:  প্রথম দিন- পরিকল্পনা শুরু হয় আচমকা। যেহেতু আমার এয়ার টিকেট এবং ভিসার এজেন্সি আছে, আমার একজন ক্লাইন্ট আমা...
29/04/2024

নেপাল ভ্রমণ: প্রথম দিন-
পরিকল্পনা শুরু হয় আচমকা। যেহেতু আমার এয়ার টিকেট এবং ভিসার এজেন্সি আছে, আমার একজন ক্লাইন্ট আমাকে ফোন করে জানালো উনারা তিনজন যাবেন নেপালে। হঠাৎ মনের মধ্যে ইচ্ছা জাগলো একা যাওয়ার চেয়ে ওদের সাথে গেলে হয়তো বা ট্যুরটা কিছুটা গুছানো থাকবে। উনাদেরকে বললাম, আপনাদের সাথে জয়েন করতে চাই যদি আপনারা অনুমতি দেন। একই সাথে এয়ার টিকেট করলাম, পরিকল্পনা গুলো আপনারাই করবেন এবং আমাকে পরে জানালে হবে আমি সেভাবেই হয়তো আমার প্রস্তুতিগুলো শেষ করবো। এরপর একসাথে চারজনের টিকিট করে নিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫ এপ্রিলের বিকেলের ফ্লাইট ৪ঃ৪৫ টায়। ঈদ শেষ হওয়ার একদিন পরেই ঢাকা এসে ছুটির মধ্যেই অফিস করলাম এবং অবশেষে নির্ধারিত দিনে দুপুর একটা দিকের রওনা দিলাম অফিস গুলশান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাকিদের সাথে অনলাইনে যুক্ত ছিলাম, জিজ্ঞেস করছিলাম আপনারা কখন পৌঁছাবেন? এয়ারপোর্টে পৌঁছানোর পরেই একজনের সাথে দেখা হয়ে গেল, আমরা দুজনে একসাথে সাথে কিছু ইউরো কিনলাম , সেইসাথে আমার কাছে কিছু ডলার আগে থেকেই ছিল। সে ডলারগুলো নিয়ে কাউন্টের অপেক্ষা করতে থাকলাম। কাউন্টারে গিয়ে যেটা বুঝলাম বিশাল লম্বা লাইন এবং বিমান বাংলাদেশের একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করায় বললো, এখানে সবগুলো লাইনই হচ্ছে সব এয়ারলাইন্সের জন্য। আপনারা যে কোন একটা লাইনে দাঁড়ান যেটা আসবে সেটা করে দিবো । আমি জিজ্ঞেস করলাম কেন আপনাদের তো নেপালের জন্য আলাদা একটা কাউন্টার রাখা উচিত। বাংলাদেশ এয়ারলাইন্স হয়তোবা আমাদেরকে এতটা সার্ভিস দিতে পারে না, তাদের পর্যাপ্ত জনবলের অভাবে।
যাইহোক, বোর্ডিং শেষ করে ইউসিবি ব্যাংকের এক্সিকিউটিভ লাউঞ্জে বসে সবাই মিলে ৪জন বাকি সময়টা কাটালাম এবং সেদিন ফ্লাইট ছিল কিছুটা দেরিতে নির্দিষ্ট সময় চেয়ে। নেপাল যাওয়ার ফ্লাইট টা অনেকটা ছোট, মাত্র ১৬০ জন যাত্রী নিয়েই ৭৮৭ এর একটা প্লেন রওনা দেয় এবং কাঠমুন্ডু পৌঁছাতে প্রায় এক ঘন্টা ২০ মিনিটের মতো সময় লেগেছিল।
সন্ধ্যায় কাঠমুন্ডু ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টে নামার পর যেহেতু নেপালের অন এ্যারাইভাল ভিসা সেক্ষেত্রে এয়ারপোর্টে একটা ট্যাবে সমস্ত ইনফরমেশন টাইপ করার পরে একটা রেফারেন্স নাম্বার পেলাম সেটা নিয়ে কাউন্টারে দেখানোর পরই তারা আমার অন এরাইভেল ভিসা পাসপোর্টে লাগিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার ভিসা যখন প্রিন্ট করাবেন তখনই দায়িত্বরত ব্যক্তির ডিউটি আওয়ার শেষ হয়ে যায় এবং উনি আর কোন ভাবে প্রিন্ট করতে পারেন না।
পরবর্তীতে উনি বলল যে আমার ডিউটি শেষ সুতরাং আমি এখন আর কমান্ড দিলে প্রিন্ট হবে না তাই আমি আপনাকে পরবর্তী কাউন্টারে পাঠিয়ে দিলাম। পাশের কাউন্টারে যখন গেলাম তখন এক অদ্ভুত পরিস্থিতির শিকার হলাম। আমাদের বাংলাদেশীদের আসলে অনেক সমস্যা থাকে। কই থেকে একটা ফ্যামিলি চারজন লোক হঠাৎ করে আমি দাঁড়িয়ে আছি আমার সামনে চলে আসছে, এসেই আমি যে দাঁড়িয়ে আছি সেটা তোয়াক্কা না করে দায়িত্বরত ব্যক্তিকে ইংলিশে বলল উনাদেরটা যেন তাড়াতাড়ি করে দেন। আমি ভদ্রতার খাতিরে কিছু বলি নাই। একে তো বাইরের দেশ আর আমি জানি কিছু বাংলাদেশীদের এইরকম ব্যবহার কখনোই পাল্টাবে না। তাই নিজেকে ওদের কাতারে না নামিয়ে অপেক্ষা করলাম যার কারণে আমাদের প্রায় ২০ থেকে ২৫ মিনিট আরো বেশি সময় লেগে যায় ইমিগ্রেশন পার করতে।
আমার সাথে যারা ছিল তারা কোন একটা ব্লগ দেখে বললো, থামেলে কাঠমান্ডু গেস্ট হাউসে যে এটিএম মেশিন আছে সেখান থেকে টাকা তুললে এডিশনাল বা অতিরিক্ত কোন টাকা কাটে না। তাদেরকে আমি কিছু বলিনি কারন আমি জানি ম্যাক্সিমাম ট্রাভেল ব্লগগুলোতে প্রচুর ভুয়া কথা বলে শুধুমাত্র তাদের ব্লগটা যেন সবাই দেখে। আমি কিছু বলিনি, এয়ারপোর্ট থেকে ৬০০ টাকা খরচ করে থামেল গিয়ে কাঠমুন্ডু গেস্ট হাউসের এটিএম বুথ থেকে যখন টাকা তুলতে গেল তখন দেখল ঠিকই ৭০০ টাকা কেটে নিলো। তখন আমি তাদের বললাম যে আপনারা এই ট্রাভেল ব্লগ গুলো দেখা বন্ধ করুন, অনেক মানুষ এসব ভুয়া ট্রাভেল ব্লগ গুলো দেখে অনেক ভাবে প্রতারিত হয়। তারা অনেক কিছুই করে শুধুমাত্র স্পন্সরদেরকে খুশি করার জন্য এবং এতে তারা অনেক সময় সঠিক তথ্যগুলো আমাদের মাঝে পৌঁছায় দেয় না। যাইহোক চোর পালালে বুদ্ধি বাড়ে, পরে সে থামেল থেকে একটা গাড়ি ভাড়া করে সোজা চলে গেলাম নাগোরকোট।
যখন পৌঁছালাম ঘড়িতে তখন প্রায় সাড়ে বারোটা। দেখলাম হোটেলের গেট বন্ধ যখন ডাকাডাকি করার পরে অবশ্য তারা গেট খুলে আমাদের উদ্বুদ্ধ না জানানো এবং তাদেরকে অনুরোধ করে যদিও তাদের কিছু বন্ধ ছিল রাতের ডিনারের অর্ডার করলাম এবং সেদিনের ডিনারটা আমার আসলে অনেক ভালো লেগেছে আমার জন্য আমি চিকেন এবং সাদা ভাত আর সাথে এক কাপ চা অর্ডার করেছিলাম।
রাতের খাবার শেষে সারাদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আমার সাথে যারা ছিল তারা তিনজন মিলে একটা রুম নিয়েছে এবং আমি আলাদা একটা রুম নিয়েছি যদি আমার রুমটার ডাবল বেডের বাট মানুষ একজন এবং রুমের খরচটা অনেক কম ছিল, আমার একজনের জন্য খরচ হয়েছে ১৬০০ নেপালি রুপিয়া। আর ওরা তিনজনের রুমে ভাড়া দিয়েছে একদিনে ১৮০০ নেপালী রুপিয়া। হোটেলের মান মাঝামাঝি এতটা ভালো না।
ঘুমটা ভালই হয়েছিল এবং এটা অনেক দরকার ছিল কারণ পরদিন খুব ভোরে আমাদের উঠতে হবে সেই সাড়ে চারটার মধ্যে রওনা দিতে হবে নাগরকোটে সূর্যোদয় দেখার জন্য। যতই মাঝারি ধরনের হোটেল হোক না কেন আমি হোটেলের দিকে নজর না দিয়ে ঘুমের দিকেই নজর দিলাম বেশি।
(চলবে....)
Pls Pls Pls.. Subscribe my YouTube Channel:
https://www.youtube.com/channel/UCY2ObAtqApAfh1SruxADCgw



প্রেস রিলিজতারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.।   আজ থেকে বিমানের রোম ফ্লাইটের টিকেট বিক্রি শুরু আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ...
15/02/2024

প্রেস রিলিজ
তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.।

আজ থেকে বিমানের রোম ফ্লাইটের টিকেট বিক্রি শুরু

আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-রোম-ঢাকা রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ দুপুর ০২:০৫টায় বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকেটসমূহ উন্মুক্ত করা হয়। সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। নতুন রুট উপলক্ষ্যে বিশেষ ছাড় চলছে। আজ থেকে ২৬ মার্চ ২০২৪ তারিখের মধ্যে বিমান এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGROME15 ব্যবহার করে ১৫% ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও বিমান কলসেন্টার, নিজস্ব টিকেট কাউন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করলে মূল ভাড়ার উপর ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে।

আগামী ২৬ মার্চ ২০২৪ তারিখ মহান স্বাধীনতা দিবসে রোমের উদ্দেশ্যে বিমান এর প্রথম ফ্লাইট যাত্রা করবে। ২৬ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত সপ্তাহে প্রতি সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৫৫ স্থানীয় সময় রাত ২:০০টায় রোমের উদ্দেশ্যে যাত্রা করে রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭:০০টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল ০৮:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১১:৪৫টায়।

তবে ০১ এপ্রিল ২০২৪ থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৩:০০টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ০৯:১০টায় এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১০:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১২:৩০টায়।

ঢাকা-রোম রুটে সকল প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৬৪,৩৫৫ টাকা থেকে শুরু হবে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ১,০৪,৫৬৮ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাশে ঢাকা-রোম রুটে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ১,৪৪,১০৫ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ২,৫৮,৫৬৮ টাকা থেকে। রোম-ঢাকা রুটে ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৪৮,৭৮৮ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ৮৯,৮৫২ টাকা থেকে। বিজনেস ক্লাশের ক্ষেত্রে একমূখি ও রাউন্ড ট্রিপ ভাড়া শুরু হবে যথাক্রমে ১,২২,৬৬৩ ও ২,২২,২৩৬ টাকা থেকে। মু্দ্রা বিনিময় হার, সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।

ফ্লাইটের সিডিউল, সময়সূচি ও টিকেটের মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্য বিমান এর ওয়েবসাইট WWW.BIMAN-AIRLINES.COM থেকে পাওয়া যাবে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে।

মালদ্বীপ-শ্রীলংকা ট্যুর: ১৫ ফেব্রুয়ারি - ২১ ফেব্রুয়ারিঃ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ মালদ্বীপ এবং শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা কর...
11/01/2024

মালদ্বীপ-শ্রীলংকা ট্যুর:
১৫ ফেব্রুয়ারি - ২১ ফেব্রুয়ারিঃ
১৫ ফেব্রুয়ারি, ২০২৪ মালদ্বীপ এবং শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা করলাম। মোট ০৭ দিন ০৬ রাত এর ট্যুর শেষে ২১ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে আসবো।
মালদ্বীপ থাকবো চার দিন চার রাত এবং শ্রীলঙ্কায় তিন দিন দুই রাত। জানি শ্রীলঙ্কায় কখনোই দুইদিনে সব কিছু দেখার সম্ভব না, কিন্তু সবার কথা বিবেচনা করে ট্যুর কিছুটা সংক্ষিপ্ত করা হলো শ্রীলংকার।
আমরা অলরেডি ছয় জন ট্যুরে যাওয়ার জন্য অনেকটা কনফার্ম। টিকিট এখনো করিনি হয়তো আগামী তিন চার দিনের মধ্যে টিকিট করে ফেলব। যদি কেউ যেতে চান তাহলে অবশ্যই ২২ জানুয়ারির মধ্যে যোগাযোগ করবেন। এয়ার টিকেট যদি একটু আগে করি সেক্ষেত্রে ফেয়ার অনেকটা কম পাওয়া যাবে।
বিস্তারিত ট্যুর প্ল্যান নিচে ছবির সাথে সংযুক্ত করা হলো।

ধন্যবাদ আর্জেন্টিনা, ধন্যবাদ মেসি। আজ সবাই মিলে বিশ্বকাপ জয়ের ১ম বর্ষপূর্তি উদযাপন করলাম। ২০২২, ১৮ ডিসেম্বরে দিবাগত রাত...
18/12/2023

ধন্যবাদ আর্জেন্টিনা, ধন্যবাদ মেসি।
আজ সবাই মিলে বিশ্বকাপ জয়ের ১ম বর্ষপূর্তি উদযাপন করলাম। ২০২২, ১৮ ডিসেম্বরে দিবাগত রাতে ঠিক এই সময়টাতে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছিল। ফুটবল বিশ্বকাপ খুঁজে পেয়েছিল তার অতৃপ্ত তৃপ্তি।

আপনি ও আপনার প্রিয়জন/পরিবারকে সাথে নিয়ে ভ্রমণের সাশ্রয়ী ও নিরাপদ এয়ার টিকিটের জন্য আজই WhatsApp করুন: 01836-300394Fl...
13/12/2023

আপনি ও আপনার প্রিয়জন/পরিবারকে সাথে নিয়ে ভ্রমণের সাশ্রয়ী ও নিরাপদ এয়ার টিকিটের জন্য আজই WhatsApp করুন:
01836-300394
Fly Holidays Tours & Travels
ঢাকা অফিস: বাসা # বি-৩, বাড়ি # ৩৬, বি ব্লক, নিকেতন, গুলশান-১, ঢাকা।
চট্টগ্রাম অফিস: ২ নং জয়নগর (সিঙ্গার শো-রুমের পাশে) চকবাজার, চট্টগ্রাম।

ভ্রমণের সাশ্রয়ী ও নিরাপদ এয়ার টিকিটের জন্য আজই WhatsApp করুন: 01836-300394
06/11/2023

ভ্রমণের সাশ্রয়ী ও নিরাপদ এয়ার টিকিটের জন্য আজই WhatsApp করুন: 01836-300394

Tour in Singapore..
16/10/2023

Tour in Singapore..

Singoore Trip.. Chilling in Life
13/10/2023

Singoore Trip.. Chilling in Life

থাইল্যান্ড ভ্রমণ: গ্রুপ ট্যুরনভেম্বরের প্রথম / দ্বিতীয় সপ্তাহে পাঁচ রাত ছয় দিনের প্যাকেজ: প্যাকেজে থাকছে:১. ঢাকা -ব্যা...
03/10/2023

থাইল্যান্ড ভ্রমণ: গ্রুপ ট্যুর
নভেম্বরের প্রথম / দ্বিতীয় সপ্তাহে পাঁচ রাত ছয় দিনের প্যাকেজ:
প্যাকেজে থাকছে:
১. ঢাকা -ব্যাংকক - ঢাকা এয়ার টিকেট।
২. হোটেল পাতায়া - ২ রাত এবং ব্যাংককে -৩ রাত ( প্রতি রুমে দুজন শেয়ারিং)।
৩. ব্রেকফাস্ট।
৪. এয়ারপোর্ট থেকে হোটেল পিক এন্ড ড্রপ।
৫. ট্যুর প্ল্যান।

জনপ্রতি মাত্র ৫৩,৫০০/- টাকা।

ফুকেট, ফি ফি আইল্যান্ড কিংবা অন্য কোন স্থান এড করতে চাইলে সে হিসাবে ট্যুর প্ল্যান দেওয়া এবং অতিরিক্ত খরচ গুলো যোগ করা হবে।

যাদের ভিসা নেই, ভিসার জন্য আমাদের অফিসে যোগাযোগ করুন। ভিসা প্রসেসিং এর জন্য যাবতীয় সাহায্য করা হবে।
ভিসা ফি (প্রসেসিং সহ): ৫৫০০/- টাকা।

অফিস:
Fly Holidays
House:36, block:B Road:02, Niketon. Gulshan -1, Dhaka.
Call: 01836300394

ভিয়েতনাম  ভ্রমণ: নভেম্বর- ডিসেম্বরের দিকে ভিয়েতনাম যাওয়ার পরিকল্পনা করছি। যেহেতু এখন ভিয়েতনামে ই- ভিসা এলিজিবল করা হ...
21/09/2023

ভিয়েতনাম ভ্রমণ:
নভেম্বর- ডিসেম্বরের দিকে ভিয়েতনাম যাওয়ার পরিকল্পনা করছি। যেহেতু এখন ভিয়েতনামে ই- ভিসা এলিজিবল করা হয়েছে, তাই নিজেই অনলাইনে আবেদন করে ভিয়েতনামের ভিসা পাওয়া যাবে।

খুবই সুন্দর একটা দেশ, বিশেষ করে ছবি তোলার জন্য প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় সমুদ্র সবই আছে। একটা টিম করে গেলে মনে হয় খরচ যেমন কম পড়বে ঠিক একই সাথে দারুন উপভোগ করা যাবে।
ভিসা, এয়ার টিকেট এবং হোটেল বুকিং এ যতটুক সহযোগিতা করা দরকার আমার পক্ষ থেকে করব।

কেউ যদি আগ্রহী হোন একসাথে ভ্রমণের জন্য শীঘ্রই যোগাযোগ করুন, সবাই মিলে একটা দারুন পরিকল্পনা করি এবং একসাথে ঘুরে আসি।

- আবেদন ফি:
Single entry 25 USD
Multiple 50 USD (3 Months)
- কি কি কাগজ লাগবে:
1)Passport Scan copy
2) Photo
- ভিসা প্রসেসিং টাইম:
নরমালি তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের মধ্যে e-visa পেয়ে যাবেন। e-visa'র ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।
কেউ যদি Visa sticker নিতে চান, সে ক্ষেত্রে on arrival কাউন্টারে থেকে এক্সট্রা ২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে হবে।

আপনি ও আপনার প্রিয়জন/পরিবারকে সাথে নিয়ে ভ্রমণের সাশ্রয়ী ও নিরাপদ এয়ার টিকিটের জন্য আজই WhatsApp করুন: 01836-300394Fl...
12/07/2023

আপনি ও আপনার প্রিয়জন/পরিবারকে সাথে নিয়ে ভ্রমণের সাশ্রয়ী ও নিরাপদ এয়ার টিকিটের জন্য আজই WhatsApp করুন:
01836-300394

Fly Holidays Tours & Travels
ঢাকা অফিস: বাসা # বি-৩, বাড়ি # ৩৬, বি ব্লক, নিকেতন, গুলশান-১, ঢাকা।
চট্টগ্রাম অফিস: ২ নং জয়নগর (সিঙ্গার শো-রুমের পাশে) চকবাজার, চট্টগ্রাম।

Attention!!!Dear Traveler,As per the new budget of Bangladesh Government 2023-2024, travelers departing from Bangladesh ...
27/06/2023

Attention!!!
Dear Traveler,

As per the new budget of Bangladesh Government 2023-2024, travelers departing from Bangladesh now have to pay additional travel taxes. This policy is effective for tickets issued on/after 24 June 2023 and for travel on/after 01 July 2023.

The amended policy of the domestic and international Foreign Air Travel Taxes (UT) is as follows:

Domestic departures: BDT 200/-

International departures:
SAARC countries (India, Pakistan, Nepal, Maldives, Bhutan, Sri Lanka, Afghanistan): BDT 2,000/-

North and South America, Europe, Africa, Australia, New Zealand, China, Japan, Hong Kong, North Korea, Vietnam, Laos, Cambodia, Taiwan: BDT 6,000 /-

Other countries: BDT 4,000/-

Please Note:

The Domestic Travel Tax (UT) previously withdrawn on 10 June 2015 is now reinstated.
Children (passengers 5 to 11 years of age) continue to pay 50% of UT rate. Infants (under 5 years of age) continue to be exempt.
All other conditions remain unchanged.

Please note that those who haven’t been charged during their air ticket booking may have to pay the additional tax in the airport.

যদি কারো কোনো প্রয়োজন হয়..
03/06/2023

যদি কারো কোনো প্রয়োজন হয়..

ঘুরতে কার না ভালো লাগে? কিন্তু খরচের কথা চিন্তা করে অনেক সময় আমাদের স্বপ্নটুকু স্বপ্নই থেকে যায় ।আপনাদের এই স্বপ্নকে ব...
23/05/2023

ঘুরতে কার না ভালো লাগে? কিন্তু খরচের কথা চিন্তা করে অনেক সময় আমাদের স্বপ্নটুকু স্বপ্নই থেকে যায় ।
আপনাদের এই স্বপ্নকে বাস্তবে পূর্ণ করতে Fly Holidays নিয়ে এলো সকল দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান টিকেট আপনার সাধ ও সাধ্যের মধ্যে। সেই সাথে মালদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মরক্কো, সিঙ্গাপুর, মায়ানমার, ভিয়েতনাম, ইন্ডিয়া, নেপাল, ইউরোপের যেকোনো দেশ, ইউএসএ সহ সকল দেশে আপনার বাজেটের মধ্যেই আকর্ষণীয় হোটেল বুকিং এর সুবিধা।
আপনাদের স্বপ্নের ভ্রমণ সুন্দর এবং সাধ্যময় করা আমাদের অঙ্গীকার।

যে কোনো প্রয়োজনে WhatsApp করুন: 01836-300394

Fly Holidays Tours & Travels
ঢাকা অফিস: বাসা # বি-৩, বাড়ি # ৩৬, বি ব্লক, নিকেতন, গুলশান-১, ঢাকা।
চট্টগ্রাম অফিস: ২ নং জয়নগর (সিঙ্গার শো-রুমের পাশে) চকবাজার, চট্টগ্রাম।

14/05/2023

সাইক্লোন মোখা আজ দুপুর ১২ টার পর থেকে বাংলাদেশের উপকূলের নিকটে তার তাণ্ডব লীলা চালিয়ে যাবে। আমরা অনেকেই ব্যাপারটাকে নিছক মজার ছলে নিলেও আজ দুপুর ১:১০ টায় সাইক্লোনটির মূল কেন্দ্রটি থাকবে আমাদের প্রাণপ্রিয় সেন্টমার্টিন দ্বীপের পাশে ই। স্যাটেলাইট থেকে ধারণকৃত ছবিতে দেখা যাচ্ছে ঠিক কতটা কাছে থাকবে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র থেকে আমাদের সেন্টমার্টিন দ্বীপটি। ভাবতে গা শিরশির করে উঠছে।
সাইক্লোনের ভয়াবহতা আমি দেখেছি ১৯৯১ সালের ২৯ এপ্রিল। সে ভয়াবহতা আমি এখনো ভুলতে পারিনি, কিভাবে জলোচ্ছ্বাসের পানি আমাদের নিচতলার ঘরটি ডুবিয়ে দিয়েছিল, বাবা তার দু'হাতে আমাকে আর আমার ছোট ভাইকে জোরসে ধরে পাশের বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে রেখে এসেছিল। সেদিন আমরা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা কঠিন ভাবে দেখেছি। সেন্টমাটিনের বিগত কয়েক বছরের যে পরিমাণ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, রিসোর্ট হোটেল এবং অন্যান্য কিছু তা প্রকৃতিকে ধ্বংস করে চারপাশের উপকূলের গাছ কেটে দ্বীপ রক্ষাবাঁধকে উপেক্ষা করে, তার প্রতিশোধ স্বরূপ কি প্রকৃতি আজ সেন্টমার্টিন কে রক্ষা করবে না? এখনো সময় আছে চলুন, আমরা সবাই সচেতন হই, গাছ লাগাই গাছ কেটে নয়, বনয়ান উজাড় করে নয়। প্রকৃতিকে সুন্দর করে পর্যটনমুখী করতে হলে প্রকৃতির মাঝে প্রকৃতিকে সাথে নিয়ে তাকে উপযোগী করতে হবে, না হলে প্রকৃতির বৈরীতা আমাদেরকে ধ্বংস করে দিবে।
প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহ সেন্ট মার্টিন, কক্সবাজার এবং চট্টগ্রামের বন্দর, বন্দরের আশেপাশে যে সকল মানুষ আছে, স্থাপনা আছে, পশু পাখি আছে তাদের সকলকে রক্ষা করুন।

Fly Holidays is a Service company founded for Travel & Adventurous loving people. It provides Servic

Fly Holidays পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা
13/04/2023

Fly Holidays পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা

08/04/2023

FLY HOLIDAYS দিচ্ছে সাধ্যের মধ্যে সাশ্রয়ী মূল্যে আপনার জন্য সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান টিকিটের উন্নত সেবা।
বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন: 01836-300394
আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ-
Fly Holidays Tours & Travels
ঢাকা অফিস: বাসা # বি-৩, বাড়ি # ৩৬, বি ব্লক, নিকেতন, গুলশান-১, ঢাকা।
চট্টগ্রাম অফিস: ২ নং জয়নগর (সিঙ্গার শো-রুমের পাশে) চকবাজার, চট্টগ্রাম।

Fly Holidays is a Service company founded for Travel & Adventurous loving people. It provides Servic

কাশ্মীর সোনগ্রাম ভ্রমণ ডায়েরি:দুইদিন জম্মু তাওয়াই এ আটকে ছিলাম, পাহাড় ধ্বসের কারণে কাশ্মীর যাওয়া যায়নি। দুদিন পর আম...
06/04/2023

কাশ্মীর সোনগ্রাম ভ্রমণ ডায়েরি:
দুইদিন জম্মু তাওয়াই এ আটকে ছিলাম, পাহাড় ধ্বসের কারণে কাশ্মীর যাওয়া যায়নি। দুদিন পর আমি এবং আমার টিমের সবাই মিলে সকালবেলা একটা ইনোভা গাড়ি ভাড়া করে নিয়ে নয়টার দিকে রওনা দিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। সঙ্গে থাকা আমি সহ ৬ জন মিলে অবশেষে ঠিক সন্ধ্যে হওয়ার কিছুক্ষণ আগে শ্রীনগর পৌঁছালাম। থাকার জন্য একটা হোটেল রুম আমরা অবশ্য আগে থেকেই ঠিক করে রাখিনি। তাই বাকি সাথীদেরকে ডাল লেকের এর পাশে দাঁড় করিয়ে আমি একরাম এবং আরেক ছোট ভাই ফারুক মিলে গেলাম রুমের খোঁজে। কাশ্মীরে দালালে ভর্তি। এক দালাল আমাদেরকে তার হোটেল দেখাবে বলে সেই যে হাঁটানো শুরু করল.. ৭/৮ মিনিট হাঁটার পরও যখন তার হোটেলের দেখা পেলাম না, আমি অনেকটা রাগ করে তাকে বললাম, ভাই! আপনার হোটেল আপনার কাছেই থাক আমরা না হয় অন্য ব্যবস্থা করি। এরপর আবার হাঁটতে হাঁটতে ডাল লেকের পাশে চলে এলাম এবং কয়েকটা হোটেল দেখার পরে একটা একটা পছন্দ হওয়ায় তাদেরকে রুম হিটার দিতেই হবে এই শর্তে ছয় জনের জন্য দুটো রুম বুক করলাম। যেহেতু আমরা সবাই ছেলে মানুষ আমাদের জন্য দুটো রুমই যথার্থ ছিল। রুমগুলো অনেকটা বড় এবং হাঁটার স্পেস আছে রুমে কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে রুমগুলো ঢুকতেই শেষ হয়ে যায়। সবচেয়ে প্রয়োজনীয় যেটা, সেটা হলো ওয়াশরুমটা যেন ভালো হয় এবং গিজারের ব্যবস্থা যেন থাকে। সবগুলো মিলিয়েই আমরা হোটেলটা পেয়েছি এবং আমার অনেকটা ভালই লেগেছে। আমরা সেই হোটেলে দুই রাত ছিলাম এবং একটা রাত ছিলাম হাউস বোটে।
কাশ্মীর আসার সময় মাঝখানে একটা ছোট্ট হোটেলে পথিমধ্যে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম সেখানে খাওয়াটাই হয়তো আমাদের সঙ্গে থাকা ছোট ভাই ফারুকের পেটে কিছুটা সমস্যা দেখা দেয়। অসুস্থতার কারণে আমরা ভেবেছি তাকে নিয়ে পরদিন হয়তো বা সোনগ্রামে যাওয়া যাবে না। সকালে যখন ঘুম ভাঙলো শুনলাম ফারুকের মুখে সারারাত নাকি সে ঘুমোতে পারিনি। তাকে আমি বললাম যদি তুমি এতই অসুস্থ তোমার যাওয়ার প্রয়োজন নেই তুমি হোটেলে থাকো রেস্ট নাও। আমার কথা শুনে ফারুক বলল আমি অনেক সুস্থ হয়ে গেছি মূলত আমি কথাটা বলেছি যাতে সে নিজের মধ্যেই সুস্থতা বোধ করে।
যাই হোক, হোটেলে থাকা ওমরের সাথে কথা বলে আমরা একটা গাড়ি ঠিক করে নিলাম যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে থাকবেন মাত্র ৩০০০ রুপি দিয়ে। ড্রাইভার শেহজাদকে নিয়ে আমরা সকাল নয়টার দিকে বের হলাম সোনগ্ৰামের উদ্দেশ্যে। সাথে থাকা সেই ড্রাইভার শেহাজাদকে নিয়ে কিছু ছোট ছোট গল্প রয়েছে সেটা না হয় অন্য একদিন লেখা যাবে।
মূল পর্যটক পয়েন্টে যাওয়ার আগে আমাদের গাড়ি পরিবর্তন করতে হয়। মূলত ওই জায়গাটাতে যারা থাকে তাদেরকে বলা হয় গুজ্জার, যারা মূলত কাশ্মীরের পাহাড়ের অধিবাসী ওই এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করে অনেকটা লোকাল গাইড হিসেবে। মূল পয়েন্টে যাওয়ার জন্য আমাদের ভাড়া করা গাড়িটি আমাদেরকে ওখানে রেখে যেতে হলো এবং ওখানে এক ধরনের ব্যবসা চালু আছে যে আপনারা যখন মূল পয়েন্টে যাবেন আপনাদের আরেকটি গাড়ি নিয়ে তার সাথে বুট লাগবে জ্যাকেট লাগবে যাতে আপনাদের সাথে নিয়ে আসা জুতা বা বুট কিংবা জ্যাকেট যদি ওয়াটারপ্রুফ না হয় তবে। ভাড়াটা অনেকের কাছ থেকে অনেক ভাবেই নেয় তারা তো প্রথমে আমাদেরকে বলেছিল 6 জনের জন্য আমাদেরকে টোটাল পে করতে হবে সাড়ে চার হাজার রুপি গাড়িসহ, যেখানে পরবর্তীতে আমরা মাত্র জন প্রতি ৩০০ রুপী দিয়েই ফাইনাল করে নিলাম এবং রওনা দিলাম সোনগ্রামের মূল পয়েন্টের উদ্দেশ্যে।
চারপাশে বরফ মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে দেখতে খুবই ভালো লাগছিল এবং অনেকটা ঠান্ডাও অনুভূত হচ্ছিল। কারণ তখন ওই এলাকার তাপমাত্রা - 7 degree এর আশেপাশে।
আমার কাছে এই এলাকাটা ভীষণ প্রিয় লেগেছে বরফের মধ্যে স্কেটিং স্লেজিং সহ আরো কত এক্টিভিটিস রয়েছে এখানে। অনেকটা সময় পার করেছি ছবি তুলে স্কেটিং করে স্লেজিং করে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই বরফের মাঝেই যখন এক কাপ গরম চা হাতে নিলাম সাথে সিগারেট, পরক্ষণে চা টা ঠান্ডা হয়ে যাচ্ছিল তাপমাত্রার কারণে। সারাটা দিন অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি এবং একটা প্রাণবন্ত সময় কাটিয়েছি আমি এবং আমরা। আপনারা যদি যখন এই জায়গায় যাবেন আপনাদের অনেক ভালো লাগবে। সত্যি বলতে কি কাশ্মীরে প্রকৃতির দুটো রূপ দেখা যায়। প্রথমটা বরফের মাঝে শুভ্রতা আর দ্বিতীয়টা সবুজের সমরহে প্রকৃতির সৌন্দর্যতা। দুটোর জন্যই সময় ভিন্ন এবং আমি মনে করি দুটো সুন্দর আর কোনটার সাথে কোনটার কখনো তুলনা হবে না।

হে আল্লাহ!  বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
05/04/2023

হে আল্লাহ! বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

26/11/2022

সু-খবর! সু-খবর! সু-খবর
ফুটবল প্রেমী ভাইদের জন্য Fly Holidays এর পক্ষ থেকে আজ প্রবর্ত্তক মোড় -এর বিগ স্ক্রীনে বিশ্বকাপের খেলা দেখার আয়োজন করা হয়েছে৷

আপনার প্রিয় দলের খেলা দেখুন আমাদের সাথে।
সাথে থাকুন Fly Holidays এর।

স্বপ্ন যদি থাকে USA যাওয়ার, তবে আর দেরী কেন?
21/11/2022

স্বপ্ন যদি থাকে USA যাওয়ার, তবে আর দেরী কেন?

13/10/2022

বাংলাদেশের স্বনামধন্য পরিবহন সোহাগ পরিবহনের সার্ভিস দিন দিন অনেক খারাপ হচ্ছে।
১২.০০ টায় ছাড়ার গাড়িটি পরবর্তীতে খবর নিয়ে জানা গেলো এটা সন্ধ্যা থেকেই গ্যারেজে নষ্ট হয়ে পড়ে ছিল আর আমাদের সামনে অকপটে মিথ্যা বলেছে গাড়ি টি জানজটে সোনারগাঁও এ। এই ভাবে যাত্রীদের মিথ্যা বলে ভোগান্তি দেয়ায় সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

কাউন্টার সমূহের অপরিচ্ছন্নতা, দুর্গন্ধযুক্ত অপরিষ্কার টয়লেট, কাউন্টারে দায়িত্বরত ম্যানেজারের অনুপস্থিতি, প্রায় সময় যানজটের দোহাই দিয়ে বিলম্বে গাড়ি ছাড়া সেই সাথে পরিবহনে সর্বোচ্চ পরিমাণ ভাড়া আদায় সহ সকল অনিয়মের আতুড় ঘরে পরিণত হয়েছে সোহাগ পরিবহন।
এর বিরূদ্ধে সকলের সোচ্চার হওয়া উচিত।

কক্সবাজার অপ্রিয় এমন মানুষ কেও কি আছে?? সমুদ্রের পারে হাটাহাটি , মিষ্টি বাতাস,জলে আর ঢেউ এর সাথে খেলা বারবার মন টেনে নেব...
21/03/2022

কক্সবাজার অপ্রিয় এমন মানুষ কেও কি আছে?? সমুদ্রের পারে হাটাহাটি , মিষ্টি বাতাস,জলে আর ঢেউ এর সাথে খেলা বারবার মন টেনে নেবে এমন একটি জায়গাই হচ্ছে আমাদের দেশের কক্সবাজার ।

সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। কক্সবাজার গেলে সকালে-বিকেলে সমুদ্রতীরে বেড়াতে মন চাইবে। নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার।

কক্সবাজারের আদি নাম পালংকী। ক্যাপ্টেন হিরাম কক্স নামের এক কর্মকর্তা ১৭৯৯ সালে এখানে এসে একটি বাজার স্থাপন করেন। আর তার নাম অনুসারে কক্স সাহেবের বাজার এবং পরে কক্সবাজার হিসেবে পরিচিতি লাভ করে।

দর্শনীয় স্থান: কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার শহরের মাহাসিংদোগ্রী বৌদ্ধ, বার্মিজ মার্কেট, রাডার স্টেশন, হিলটপ সার্কিট হাউজ, হিমছড়ি ঝর্না ও সমুদ্র সৈকত, রামুর বৌদ্ধ বিহার, রাবার বাগান, চকরিয়াস্থ ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক, টেকনাফের সমুদ্র সৈকত, মথিনের কূপ, সেন্টমার্টিন প্রবালদ্বীপ, ছেঁড়াদ্বীপ, মহেশখালী জেটি, আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া বাতিঘর, উখিয়ার ইনানী সমুদ্র সৈকত কানা রাজার সুড়ঙ্গ।

আমাদের সাথে ভ্রমনের সঙ্গী হয়ে উঠুন এবং বুঝে নিন আমাদের প্যাকেজগুলো। আপনাদের পছন্দানুযায়ী সাশ্রয়ী সকল ট্যুরের প্যাকেজ করে দেয়া হবে।

কিভাবে যাবঃ
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি গাড়ী চলে । সেখান থেকে নিজস্ব পরিবহনে অন্যান্য জায়গা পরিদর্শন করা হবে।

থাকার বাবস্থাঃ
রাত্রি যাপনের জন্য আছে Fly Holidays এর নিজস্ব রিসোর্টে অত্যন্ত সুব্যবস্থা । মেয়েদের থাকার জন্য আছে আলাদা ব্যবস্থা। আমরা আপনাদের থাকার সকল ব্যবস্থা ভ্রমন খরচ ভ্রমন ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত করে নিব।

খরচঃ
আমরা অনেক জায়গা ভিজিট করব তাই ভ্রমন খরচ শূধু একটা জায়গার উপর নির্ভর করে নির্ধারণ করা হয়নি । আর খরচ অনেক কমে যাবে যদি গ্রুপে ১২/১৬ জন সদস্য হয়।

বিশেষ সুবিধাঃ
১। কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য আছে বিশেষ ছাড় ও সুবিধা । ২০ জনের মত গ্রুপ হলে ১৫% পর্যন্ত ছাড় দেয়া হবে।
২। শূধু মেয়েদের গ্রুপ হলে মেয়েদের জন্য আছে সম্পূর্ণ নিরাপত্তা। আমাদের আছে মেয়ে গাইড।
৩। পাহাড় আর ঝর্ণার সৌন্দর্য আর সাথে যদি মিশে যায় চাঁদের আলো সেই সাথে সবাই মিলে হবে দারুন আড্ডাবাজি সারা রাত গান, আর হবে বার-বি-কিউ। যারা গান গাইতে পারেন এবং গিটার আছে তারা সাথে গিটার নিয়ে নিতে পারেন।

কিভাবে বুকিং দেবেন?
বুকিং দিতে পারেন বিকাশ করে,
01720624190 (পারসোনাল)

আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ-
Fly Holidays Tours & Travels
ঢাকা অফিস: বাসা # বি-৩, বাড়ি # ৩৬, বি ব্লক, নিকেতন, গুলশান-১, ঢাকা।
০১৮৩৬-৩০০৩৯৪

চট্টগ্রাম অফিস: ২ নং জয়নগর (সিঙ্গার শো-রুমের পাশে) চকবাজার, চট্টগ্রাম।

বিশেষ দ্রষ্টব্যঃ পোস্টের সকল ছবি Fly Holidays এর। অনুগ্ৰহপূর্বক কেউ কপি করবেন না। সবগুলো ফটোগ্ৰাফি কপিরাইট এ্যাক্ট এর অন্তর্ভুক্ত।

20/02/2022
21/12/2021
Saudi Tourism Visa 1) Obtain A Tourism Visa @ https://visa.visitsaudi.com/ 2) Registering on Muqeem must be completed wi...
17/09/2021

Saudi Tourism Visa

1) Obtain A Tourism Visa @ https://visa.visitsaudi.com/

2) Registering on Muqeem must be completed within 72 hours prior to the flight @ https://muqeem.sa/ #/vaccine-registration/home

3) Meningitis Vaccine Certificate – The Vaccine must be at least 10 days before entry.

4) COVID Vaccine Certificate showing both doses –The Second Vaccine must not be less than 14 days prior to the flight.

5) A Negative PCR COVID-19 Test Certificate – The test must be done within 72 hours prior to flight

6) Purchase Saudi SIM Card

7) Download Tawakkalna

8) Download Eatmarna

সাজেক ভ্রমণঃ ০৪ রাত ০৩ দিনভরা পূর্ণিমার চাঁদের আলোয় সাজেকের পাহাড় ও মেঘের লুকোচু্রি আর রাতে পাহাড়ের পাদদেশে বার-বি-কিউ২...
08/09/2021

সাজেক ভ্রমণঃ ০৪ রাত ০৩ দিন
ভরা পূর্ণিমার চাঁদের আলোয় সাজেকের পাহাড় ও মেঘের লুকোচু্রি আর রাতে পাহাড়ের পাদদেশে বার-বি-কিউ
২০ সেপ্টেম্বর ২০২১ পূর্ণিমার রাতের সবটুকু আলোর মাঝে পাহাড়ের আঙিনায় সবাই গিটার বাজিয়ে গান গেয়ে পুরো পরিবার নিয়ে আমাদের সাথে সাজেক এর আনন্দে চলুন।

ঢাকা থেকে: আগামী ১৯ সেপ্টেম্বর ২০২১ রাতে ঢাকা থেকে যাবো আর ফিরবো আপনাদের নিয়ে ২৩ সেপ্টেম্বর ২০২১ ভোরে।
চট্টগ্রাম থেকে : আগামী ১৯ সেপ্টেম্বর ২০২১ সন্ধ্যা ৭.৩০ টায় চট্টগ্রাম থেকে যাবো আর ফিরবো আপনাদের নিয়ে ২২ সেপ্টেম্বর, ২০২১ রাত ১১.৩০টায়।

ভ্রমণ বিবরণ:
১ম দিন - রাত ১০.৩০ টা ঢাকা থেকে নন এসি/এসি বাসে রওনা

২য় দিন-
ভোরে খাগড়াছড়ি পৌছাবো। খাগড়াছড়িতে সকালের নাস্তা করব, তারপর রিজার্ভ জীপে করে আর্মির স্কটে সাজেকের উদ্দেশ্যে যাত্রা। সাজেক পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম করব।দুপুরের খাবারের পর সাড়ে তিনটায় সাজেক থেকে কংলাক যাত্রা। শেষ বিকেলে হেলিপ্যাডে আড্ডা, রাতে সাজেকে কালচারাল শো।

৩য় দিন-
সকালে ব্রেকফাস্ট করে বের হয়ে সাজেক ঝর্ণা দেখতে যাবো, দুপুরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিকালে যাবো লুসাই গ্রামে। আর সাজেকে বিকেলে সব দিকে ঘুরে ফটো-সেশন।
শেষ বিকেলে হেলিপ্যাডে আড্ডা,রাতে সাজেকে কালচারাল শো।

৪র্থ দিন-
সকালে খাবারের পর ১০ টায় সাজেক ত্যাগ।
দুপুরে খাগড়াছড়িতে পৌঁছে দুপুরের খাবারের পর জেলা পরিষদের ঝুলন্ত ব্রীজ,রিসাং ঝর্ণা,আলুটিলা গুহা ঘুরে, রাতের খাবারের পর রাত ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম/ ঢাকার উদ্দেশ্যে রওনা।

৫ম দিন- ভোর ৬ টার আগেই ঢাকা পৌছে যাবো ইনশাল্লাহ।

ভ্রমণ খরচ:
প্রিমিয়াম:
১. জনপ্রতিঃ ৬৯৫০/- টাকা। (১ রুমে ৪ জন) – চট্টগ্রাম থেকে নন-এসি বাসে যাওয়া আসা
২. জনপ্রতিঃ ৭১৫০/- টাকা। (১ রুমে ৪ জন) – ঢাকা থেকে নন-এসি বাসে যাওয়া আসা
৩. জনপ্রতিঃ ৮৪৫০/- টাকা। (১ রুমে ৪ জন) – ঢাকা থেকে এসি বাসে যাওয়া আসা
৪. জনপ্রতিঃ ৮৯৫০/- টাকা। (কাপল-১ রুমে ২ জন) – চট্টগ্রাম থেকে
৫. জনপ্রতিঃ ১০৪৫০/- টাকা। (কাপল-১ রুমে ২ জন ) – ঢাকা থেকে এসি বাসে যাওয়া আসা

আমাদের সেবাসমূহ:
ঢাকা টু খাগড়াছড়ি আপডাউন টিকিট (এসি/নন এসি, চেয়ার কোচ) প্রতিদিন সকাল,দুপুর ও রাতের খাবার।
অভ্যন্তরীন পরিবহনের জন্য তিন দিনের জন্য গাড়ী।
জীপ গাড়ীর ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
কটেজে রাত্রি যাপনের ব্যবস্থা।
সাজেক,লুসাই গ্রাম, আলুটিলা এবং ঝুলন্ত সেতুর এন্ট্রি টিকিট।
অভিজ্ঞ Tour Guide এবং Photographer ।

প্যাকেজে যা থাকছে নাঃ-
যাওয়া আসার পথে বাসে যাত্রা বিরতিতে খাবার, প্যাকেজের বাইরে বোতল জাত পানি৷

যেখানে যেখানে ঘুরবোঃ-
সাজেক
রুইলুই পাড়া
কংলাক পাহাড়
লুসাই গ্রাম
হেলিপ্যাড
সাজেক ঝর্ণা
রিসাং ঝর্ণা
আলুটিলা গুহা
খাগড়াছড়ি জেলা পরিষদের ঝুলন্ত ব্রীজ,

খাবারের মেন্যুঃ
২য় দিনের খাবার-
খাগড়াছড়িতে সকালের নাস্তা: পরাটা/রুটি, সবজি, ডিম অমলেট, ডাল, মিনারেল ওয়াটার।

দুপুরের খাবার: সাদা জুম চালের ভাত, চিকেন, সবজি, ডাল, ভর্ত্তা, আচার, মিনারেল ওয়াটার।
সাজেকে রাতের খাবার: সাদা জুম চালের ভাত, চিকেন, সবজি, ডাল, ভর্ত্তা, আচার, মিনারেল ওয়াটার।

৩য় দিনের খাবার-
সকালের নাস্তা: পরাটা/রুটি, সবজি, ডিম অমলেট, ডাল, মিনারেল ওয়াটার, চা।
দুপুরের খাবার: সাদা জুম চালের ভাত, ব্যাম্বো চিকেন, সবজি, ডাল, ভর্ত্তা, আচার, মিনারেল ওয়াটার।
সাজেকে রাতের খাবার: সাদা জুম চালের ভাত, পাহাড়ী সবজি, ডিম, মিনারেল ওয়াটার।

শেষ দিনের খাবার-
সকালের নাস্তা: ভূনা খীচুড়ি, ডিম ভূনা, সবজি, মিনারেল ওয়াটার।
দুপুর ও রাতের খাবার: খাগড়াছড়িতে: সাদা জুম চালের ভাত, দেশি মুরগির মাংস, লাউ চিংড়ি/সবজি, ডাল, ভর্তা।

মাহিন্দ্র জীপ গাড়ি, সবসময়।

বুকিং এর শেষ তারিখঃ-১৫/০৯/২০২১ পর্যন্ত।

কিছু প্রয়োজনীয় তথ্যাবলী:-
- দয়া করে অপচনশীল দ্রব্যাদি নির্দিষ্ট স্থানে ফেলবেন।
- দিনের বেলায় রোদের জন্য সানগ্লাস সাথে নিতে পারেন।পাহাড়ে রাতে বেশ শীত।সে অনুযায়ী শীতবস্ত্র সাথে নিন।সাজেকে রবির টাওয়ার থাকার কারণে রবির ভালো নেটওয়ার্ক পাওয়া যায়।এছাড়া টেলিটক ও এয়ারটেল নেটওয়ার্ক পাওয়া যায়।
- স্থানীয়দের ছবি তোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
- পানি খরচে একটু সচেতন হতে হবে। নিত্য ব্যবহারেরর পানি ১৮০০ ফুট নীচ থেকে অনেক কষ্ট করে রিসোর্ট মালিকেরা নিয়ে আসেন। ফলে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

বুকিং টাকা অফেরতযোগ্য

আপনারা যারা যাবেন, অনুগ্রহপূর্বক নিম্মের লিংক – এ Going এ ক্লিক করবেন।
https://fb.me/e/2uj6gqOIN

কিভাবে বুকিং দেবেন?
বুকিং দিতে পারেন বিকাশ করে,
01720624190 (পারসোনাল)
যে কোনো নাম্বারে ৪০৮০/- টাকা বিকাশ করে আপনার বুকিং কনফার্ম করতে পারেন।
অথবা সরাসরি অফিসে এসে ৪০০০/- টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে পারেন। মৌখিক কোনো বুকিং গ্রহণ যোগ্য নয়।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ-
Fly Holidays Tours & Travels
ঢাকা অফিস: বাসা # বি-৩, বাড়ি # ৩৬, বি ব্লক, নিকেতন, গুলশান-১, ঢাকা।
চট্টগ্রাম অফিস: ২ নং জয়নগর (সিঙ্গার শো-রুমের পাশে), চকবাজার, চট্টগ্রাম।

26/08/2021

,আমি আর আমার দু'চোখ, কখনো জলে ভেজাবো না।
-গানটা গাওয়ার জন্য অনেকদিন‌পর এই সুন্দর জায়গাটা পেলাম।

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য আর Fly Holidays টিম।
23/08/2021

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য আর Fly Holidays টিম।

Address

Flat# B-3, House# 36, Road# 2, Block# B, Niketon, Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Fly Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fly Holidays:

Videos

Share

Category

Nearby travel agencies