Hawa Tourism - হাওয়া ট্যুরিজম

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম Hawa tourism is ready to give you the best service about your tour service.
(6)

যে ব্যক্তি স্বহস্তে পরিশ্রম করে জীবিকা উপার্জন করে জীবন ধারণ করে, আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং তাকে কখনো শ...
19/05/2024

যে ব্যক্তি স্বহস্তে পরিশ্রম করে জীবিকা উপার্জন করে জীবন ধারণ করে, আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং তাকে কখনো শাস্তি দেবেন না
-জামিউল আখবার: ১০৮৫

রাসূলে করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি সঠিকভাবে হজ পালন করেন তিনি আগের সব গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবেন। হজের বিভিন্ন বিষয় ...
18/05/2024

রাসূলে করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি সঠিকভাবে হজ পালন করেন তিনি আগের সব গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবেন। হজের বিভিন্ন বিষয় নিয়ে হওয়া ট্যুরিজমের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

হজের ফরজ ৩টি

১।ইহরাম বাঁধা
২। উ’কুফে আ’রাফা (আরাফাতের ময়দানে অবস্থান) এবং তাওয়াফুয যিয়ারাত
হজের ওয়াজিব ৬টি

১. ‘সাফা ও মারওয়া’ পাহাড়গুলো মধ্যে ৭ বার সায়ি করা।

২. অকুফে মুযদালিফায় (৯ই জিলহজ) অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যদয় পর্যন্ত একমুহূর্তের জন্য হলেও অবস্থান করা।
৩. মিনায় তিন শয়তান (জামারাত) সমূহকে পাথর নিক্ষেপ করা।
৪. ‘হজে তামাত্তু’ ও ‘কিবরান’ কারীরা ‘হজ’ সমাপনের জন্য দমে শোকর করা।
৫. এহরাম খোলার পূর্বে মাথার চুল কাটা।
৬. মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালে তাওয়াফ করা।
এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সব সুন্নাত অথবা মুস্তাহাব।

তালবিয়া
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক, লা-শারীকা-লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারীকালাক। ’

অর্থ: আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত! আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোন অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার। আপনার কোনো অংশীদার নেই।

ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ
১. সেলাইযুক্ত যে কোনো কাপড় বা জুতা ব্যবহার, এক্ষেত্রে স্পঞ্জ সেন্ডেলের ব্যবহার করা
২. মস্তক ও মুখমন্ডল (ইহরামের কাপড়সহ যে কোন কাপড় দ্বারা) ঢাকা
৩. পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা
৪. চুলকাটা বা ছিড়ে ফেলা
৫. নখকাটা
৬. ঘ্রাণযুক্ত তৈল বা আতর লাগানো
৭. স্ত্রীর সঙ্গে সংগম করা
৮. যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা
৯. শিকার করা
১০. ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা
১১. চুল দাড়িতে চিরুনী বা আঙ্গুলী চালনা করা, যাতে ছিড়ার আশংকা থাকে
১২. শরীরে সাবান লাগানো
১৩. উকুন, ছারপোকা, মশা ও মাছিসহ কোনো জীবজন্তু হত্যা করা বা মারা
১৪. কোনো গুনাহের কাজ করা

হজের প্রকার ও নিয়তসমূহ

প্রথম প্রকার হজে ইফরাদ

বর্ণনা: ওমরাহ ব্যতিত শুধু হজের জন্য ইহরাম বাঁধা এবং হজের সঙ্গে ওমরাহকে না মিলানো। (বদলি হজের জন্যও এই হজ)।

নিয়ত: আল্লাহুমা ইন্নী উরীদুল হাজ্জা ফায়াসছির হুলিওয়াতা কাব্বালহুমিনি্ন। (বাংলা নিয়ত- আল্লাহ আমি ইফরাদ হজের উদ্দেশে আপনার সন্তুষ্টির জন্য ইহরাম বাঁধলাম। তা সহজ করে দিন ও কবুল করে নিন)।

দ্বিতীয় প্রকার হজে কিবরান

বর্ণনা: একত্রে একই স্থান থেকে হজ ও ওমরার নিয়ত করে হজের সঙ্গে ওমরাহকে মিলানো এবং একই ইহরামে উভয়টি আদায় করা।

নিয়ত: আল্লাহুমা ইন্নী উরীদুল উ’মরাতা ফায়াচ্ছির লি-ওয়াতাকাব্বাল মিন্নী। (হে আল্লাহ আমি আপনার উদ্দেশে হজে কিবরানের জন্য ইহরাম বাঁধলাম তা সহজ করে দিন ও কবুল করে নিন। )

তৃতীয় প্রকার হজে তামাত্তু
বর্ণনা: একই সফরে পৃথক ভাবে ‘ইহরাম’ পরিধান করে ‘হজ ও ওমরাহ’ আদায় করা। প্রথম ইহরামে ওমরাহর নিয়ত করে তা পালন শেষে চুল কেটে ‘ইহরাম’ খুলে হালাল হয়ে দ্বিতীয়বার নতুন করে হজের নিয়তে ৮ই জিলহজ ‘মক্ক শরীফ’ থেকে হজের জন্য ইহরাম বাঁধা। তামাত্তু করার ইচ্ছা থাকলে প্রথমে ওমরার নিয়্যাত করে এহরাম বাঁধুন।

হজের নিয়ত
আল্লাহুম্মা ইন্নী উরীদুল হাজ্জা ফায়াচ্ছিরহু-লী অ-তাকাব্বালহু মিন্নী। বাংলা নিয়ত- হে আল্লাহ আমি পবিত্র হজ পালনের জন্য ইহরাম বেঁধে নিয়ত করলাম তা সহজ করে দিন এবং কবুল করে নিন।

তাওয়াফের বিবরণ
হাজীদের সর্বপ্রথম কাজই হলো (তামাত্তু ও ক্বেরান কারীরা) নিজের মালছামান গুছিয়ে রেখে পাক পবিত্র হয়ে মোটেই দেরি না করে ‘হারাম শরীফে’ হাজিরা দেওয়া এবং ‘তাওয়াফ’ করা। ওমরাহ এবং হজের তাওয়াফ ব্যাতিত নফল তাওয়াফ ও করা যায়। যেমন- রাসূল (সা.), সাহাবা-আওলিয়া, আহ্লে বাইত, মা-বাবা, পীর-উস্তাদ ও অন্যান্য মুরুব্বি বা সন্তানদের স্মরণে বা তাদের নামে তাওয়াফ করা।

তাওয়াফের ওয়াজিবসমূহ

১. শরীর পাক-সাফ রাখা, অজু করা। নারীদের হায়েজ নেফাছ অবস্থায় তাওয়াফ করা জায়েজ নাই।
২. ছতর ঢাকা। অর্থাৎ যেটুকু ঢাকা প্রত্যেক পুরুষ-নারীর জন্য ফরজ।
৩. ‘হাতীমে কা’বার’ বাইরে থেকে ‘তাওয়াফ’ করা।
৪. পায়ে হেঁটে ‘তাওয়াফ’ করা। অম ব্যক্তি খাটিয়ার মাধ্যমে ‘তাওয়াফ’ করতে পারেন।
৫. ‘হাজের আসওয়াদ’ থেকে শুরু করে ডানদিক দিয়ে ‘তাওয়াফ’ শুরু করা।
৬. এক নাগাড়ে বিরতিহীনভাবে ‘সাতবার চক্কর’ দিয়ে ‘তাওয়াফ’ পূর্ণ করা।
৭. ‘সাত চক্করে’ এক ‘তাওয়াফ’, এটা পূর্ণ হলেই ‘তাওয়াফের’ নামাজ পড়া।

তাওয়াফের সুন্নত কার্যাবলী

১. ‘তাওয়াফে’র শুরুতে ‘হাজারে আসওয়াদ’ এর দিকে মুখ করা।
২. সম্ভব হলে ‘হাজের আসওয়াদ’ চুম্বন করা। নতুবা হাত দ্বারা দূর থেকে ইশারা করা, এবং মুখে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ’ বলা।
৩. ‘হাজের অসওয়াদ’ বরাবর দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা’র ন্যায় উভয় হাত সিনা পর্যন্ত উঠান।
৪. যে ‘তাওয়াফে’র পরে ‘সাঈ’ আছে তাতে ‘এযতেবা’ করা। অর্থাৎ ইহরামের চাদরের (উপরের অংশের) দুই মাথা ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর ফেলে দেওয়া।
৫. ‘সাঈ’ যুক্ত ‘তাওয়াফে’র প্রথম তিন চক্করে ‘রমল’ করা। অথাৎ বীরের মতো হেলে দুলে জোর কদমে (একের পর এক পা ফেলে) চলা।
৬. বাকি চার চক্কর সাধারণ গতিতে (ধীরে ধীরে) সম্পন্ন করা।
৭. প্রত্যেক চক্কর তাওয়াফ শেষ করে এবং শেষ চক্করেরও পরে ‘হাজের অসওয়াদ’কে চুম্বন করা। সম্ভব না হলে দূর থেকে ইশারা করে বিসমিল্লাহে আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ’দোয়াটি পাঠ করা এবং ৩ নম্বর নিয়মের ন্যায় দাঁড়িয়ে ইশারা করে ‘তাওয়াফ’ শেষ করা।

তাওয়াফের নিয়ত
আল্লাহুম্মা ইন্নী উরীদু তাওয়াফা বাইতিকাল হারাম ফায়াচ্ছিরহু-লী, ওয়া তাক্বাব্বাল-হু-মিন্নী, সাবাআ’তা আশ্ওয়াতি্বন লিল্লাহি তায়া’লা। বাংলায় নিয়ত- হে আল্লাহ আমি তাওয়াফ পালনের জন্য নিয়ত করলাম।

সায়ীর নিয়ম
‘হজ ও ওমরাহ’ ছাড়া নফল ‘তাওয়াফে’র কোনো সায়ী নাই। কারো নামে ওমরাহ করতে হলেও সায়ী করতে হবে। সায়ী অর্থ দৌড়ানো। এটা ‘ছাফা’ পাহাড় থেকে প্রথমে শুরু করতে হবে। ছাফা থেকে মারওয়া। মারওয়া থেকে ছাফায়।

এভাবে সাতবার সায়ীর সময় প্রথম তিন চক্কর সবুজ বাতির মাঝের অংশটুকু দৌড়ে দৌড়ে হেলে দুলে যাওয়া সুন্নাত (পুরুষদের জন্য)। পরের চার চক্কর সাধারণ গতিতে সম্পন্ন করতে হবে।

সায়ীর সহজ দোয়া
সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা-হাওলা, ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আ’লিয়্যিল আ’যীম, রাবিবগফির ওয়ারহাম ওয়াআনতাল আ-আজ্জুল আকরাম।
সায়ীর কুরআনি দোয়া
‘ইন্নাছ ছাফা ওয়াল মারওয়াতা মিন শাআ’ইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও-ই’ তামারা ফালা জুনাহা আ’লাইহি আইয়াত্ত্বাওয়াফা বিহিমা ওমান তাত্বাওয়াআ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ আ’লীম। ’

এ দুই দোয়া সাতবার চক্করের সময় হাঁটতে চলতে পড়তে হবে। পরেরটি না পারলে উপরেরটিই যথেষ্ট হবে।

সূত্র: ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইট

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম
আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী

16/05/2024
Hawa Tourism - হাওয়া ট্যুরিজম  এ সৌদি আরবের ভিসা প্রসেসিং করুন সবচেয়ে কম খরচেআমেলআমেল মঞ্জিলহাউস ড্রাইভারজেয়ারহ্ওমরাহ...
16/05/2024

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম এ সৌদি আরবের ভিসা প্রসেসিং করুন সবচেয়ে কম খরচে

আমেল
আমেল মঞ্জিল
হাউস ড্রাইভার
জেয়ারহ্
ওমরাহ

ভিসা প্রসেসিং করা হয়
যেকোন দেশের ভিসার আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেইজ।

অথবা কল করুন 01999-800026 (ইমু/WhatsApp)

12/05/2024

বিদেশগামী প্রার্থীদের সুবিধার্থে অনলাইনে ভিসা যাচাইয়ের লক্ষ্যে নিম্নোক্ত ৪২টি দেশের ওয়েব এড্রেস প্রদান করা হলো:

১। তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। কুয়েত http://www.moi.gov.kw

৪। পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। সংযুক্ত আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। বাংলাদেশ http://www.moi.gov.bd

৯। সাইপ্রাস http://moi.gov.cy/

১০। নেপাল http://www.moic.gov.np/

১১। আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। জর্ডান http://www.moi.gov.jo/

১৪। ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। কেনিয়া http://www.labour.go.ke/

১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। ইরান http://www.irimlsa.ir/en

২২। ঘানা http://www.ghana.gov.gh/

২৩। থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। ভূটান http://www.molhr.gov.bt/

২৬। কলাম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। দক্ষিণ কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩। নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। লেবানন http://www.labor.gov.lb/

৩৮। পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। স্পেন http://www.mtin.es

জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত...
20/02/2024

জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ।

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম
আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী

যোগাযোগঃ
০১৯৯৯৮০০০২৬
[email protected]

সৌদি আরব ঢাকায় একটি আরবি ভাষা ইনস্টিটিউট এবং বাংলাদেশে আটটি বিখ্যাত মসজিদ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে। রোববার মন্ত্রণ...
13/02/2024

সৌদি আরব ঢাকায় একটি আরবি ভাষা ইনস্টিটিউট এবং বাংলাদেশে আটটি বিখ্যাত মসজিদ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে।

রোববার মন্ত্রণালয়ে এক বৈঠকে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান ধর্মমন্ত্রী ফরিদুল হক খানকে এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দু'দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক এবং আগামী দিনে কীভাবে তাদের আরও শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া হজ নিবন্ধন, হজযাত্রীদের পরিবহন, ঢাকায় একটি আরবি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণের বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ফরিদুল হক খানকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান।

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম

বাংলার যে সৌন্দর্য মুগ্ধ করে সবাইকেবাংলাদেশ প্রকৃতির রূপের ভান্ডার। এদেশের মতাে প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর আর কোনাে দেশে...
11/02/2024

বাংলার যে সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে

বাংলাদেশ প্রকৃতির রূপের ভান্ডার। এদেশের মতাে প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর আর কোনাে দেশে নেই । এদেশের সুজলাসফলা, শস্য-শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের নয়ন-মনের তৃষ্ণা মিটে । পালাক্রমে আসা ছয়টি ঋতুতে এদেশের প্রকৃতি ভিন্ন। পে, ভিন্ন সাজে সজ্জিত হয়। বাংলার প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিরা কত অপূর্ব সুন্দর কবিতা ও গান রচনা। করেছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতায় এদেশের প্রকৃতির আপন বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
বাংলাদেশের ভূ-প্রকৃতির রূপ : পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন । এদেশে রয়েছে উঁচুনিচু পাহাড়, সুনীল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ– যা এক অপূর্ব চিত্তহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে । নদীবিধৌত সরস ভূমি বলেই হয়তাে এখানে অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে— যা সবুজের সমারােহ সৃষ্টি করে। আবার এদেশে বিভিন্ন অঞ্চলভেদে প্রকৃতির আলাদা সৌন্দর্য লক্ষণীয়। ভাওয়াল, মধুপুর ও লালমাই পাহাড়ের গজারি ও শালবন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, উত্তরে গারােপাহাড়, সিলেটের চা বাগান, দক্ষিণের সুন্দরবন আর দ্বীপগুলাে অপূর্ব সুষমামণ্ডিত। দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা দ্বীপভূমিতে তাল, নারকেল আর সুপারির বাগানে শােনা যায় বাতাসের মধুর গুঞ্জরণ । সমুদ্রের উত্তাল গর্জনে ভেসে আসে ভাষার অব্যক্ত ছন্দময়তা।

চট্টগ্রামের ফয়েজ লেক আর ঢাকার বিলাসী বাগানের টবের গাছে শিশির বিন্দুর নরম ছোয়ায় মনােমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে আছে। এ সৌন্দর্য কবি জীবনানন্দ দাশের দৃষ্টি এড়ায়নি। তাই তিনি স্পষ্ট করেই বলেছেন—
বাংলার মুখ আমি দেখিয়াছি ,তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর- অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড়াে পাতাটির নিচে বসে আছে
ভােরের দোয়েল পাখি- চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তুপ
জাম-বট-কাঁঠালের-হিজলের-অশ্বথের করে আছে চুপ……
বাংলার পল্লি-প্রকৃতির সৌন্দর্য : গ্রামবাংলার সৌন্দর্যই এদেশের প্রকৃত সৌন্দর্য । ৮৭ হাজারেরও বেশি গ্রাম নিয়ে আমাদের এই বাংলাদেশ। এদেশের মাঠে মাঠে সােনার ফসল ফলে। গ্রামে গ্রামে আম-কাঠাল তাল-নারকেল সুপারি খেজুর গাছের সারি। প্রকৃতি | এখানে অকৃপণ । যেন সৌন্দর্যের হাট বসেছে পল্লিতে। যেদিকে চোখ যায় কেবল অন্তহীন সবুজের সমারােহ। তৃষ্ণার্ত চোখে নেশা। | ধরে যায়। মনে হয় বিচিত্ৰবেশী প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে। শ্যামল বৃক্ষের শােভা আর ছায়াস্নিগ্ধ পল্লির কুটিরগুলাে যেন শীতল পরশ দিয়ে ভালােবেসে সবাইকে আপন করে নেয় । মাঠে মাঠে রাখালের গােরু চরানাে আর মাতাল বাঁশির সুর উদাস দুপুরকে ভরিয়ে দেয়।
কোথাও কোথাও পায়ে চলা পথের ওপর বাঁশঝাড় অবাধ্য ভঙ্গিতে নুয়ে পড়েছে। মাঠের মধ্যে বিচিত্র বক্ষরাজি শােভা পায় । স্তব্ধ অতল দিঘির কালাে জল আর আকাশের নীলে যেন বন্ধুত্বের মেলা বসে। তপস্বীর ন্যায় ঝরি নামা বটতলা যেন এক নির্ভরতার আশ্রয়।

পলিমায়ের আঁচলে সােনা ঝরে। সে আচলের পরশে বাংলার মানুষের জীবনেও আসে সখ আর আর প্রশান্তি। বাংলার পল্লিতে জারি, সারি, ভাটিয়ালি সুরের এক অকৃত্রিম বন্ধন । সে বন্ধন যেন নদীর কলকল ধ্বনির সাথে একাকার হয়েই বেজে ওঠে। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে বাংলার কবি, লেখক, বাউল ও চিত্রকরদের । তাইতাে কবি লিখেছেন—

ও আমার দেশের মাটি,
তােমার পরে ঠেকাই মাথা
বাংলাদেশের নদ-নদীর সৌন্দর্য : এদেশের প্রকৃতিতে নদ-নদী যুক্ত করেছে সৌন্দর্যের নতুন মাত্রা। সবুজ প্রকৃতির কোলে জলতরঙ্গের সুর তুলে রুপালি নদী বয়ে চলে অবিরত। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, মধুমতি, ধলেশ্বরী, ইছামতি, কর্ণফুলি, বুড়িগঙ্গা। আরও কতাে মধুর নামের নদীর ধারা বহমান এই বাংলাদেশে। তাইতাে নদীর সাথে এদেশের মানুষের গভীর মিতালি। নদী এদেশের মানুষের জীবন ও জীবিকার সাথে সম্পৃক্ত। তাছাড়া নদীর ছলাৎ ছলাৎ শব্দ, নদীর বুকে সূর্যাস্তের প্রতিচ্ছবি, পানকৌড়ি আর মাছরাঙার জলকেলি, কখনাে নদীর বুকে ভাসমান পদ্ম আর শাপলার অপূর্ব শােভা এক নয়নাভিরাম সৌন্দর্যের সৃষ্টি করে । সন্ধ্যায়। জেলের নৌকায় মিটমিট করে জ্বলে ওঠা বাতিগুলাে দেখে মনে হয় যেন নদীর বুকে আলাের মিছিল ছুটেছে। নদীর দুই তীরের সৌন্দর্য মনােলােভা। বিভিন্ন নদ-নদী বাহিত পলিমাটিতে বাংলাদেশ যেমন হয়েছে শস্য-শ্যামলা, আবার নদী রুদ্ররূপ ধারণে হয়ে ওঠে উত্তাল । কঠোরে-কোমলে নদীর ভিন্ন ভিন্ন রূপ আলাদা হলেও বহমান নদী কৃষিপ্রধান বাংলার আশীর্বাদস্বরূপ।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্থান : কর্মক্লান্ত জীবনের অবসরে মানুষ পরিচ্ছন্ন মনের খােরাক যােগাতে কখনাে প্রকৃতির মাঝে অপার শান্তি খুঁজে নিতে চায়। প্রকৃতিও তার রূপ আর ঐশ্বর্যের হাত বাড়িয়ে দেয় মানুষের দিকে। প্রকৃতি ও মানুষের ভালােবাসার সেতুবন্ধন রচনা করে এদেশের পর্যটন শিল্প। সৌন্দর্যময়ী আমাদের রূপকন্যা যুগ যুগ ধরেই বিদেশি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়।
আমাদের পাহাড়পুর, মহাস্থানগড়, ময়নামতি ও প্রকৃতির হৃদয়ে মিশে থাকা সব পর্যটন কেন্দ্র খুব সহজেই পর্যটকদের আকর্ষণ করে। কথা ও কবিতায় বাংলার রূপ-সৌন্দর্য : বাংলার প্রকৃতির ভান্ডার রূপের ঐশ্বর্যে পরিপূর্ণ। প্রকৃতির বর্ণিল আয়ােজন ভাবুক কবির বিমুগ্ধ দৃষ্টিতে অনন্ত সৌন্দর্যের সুধাধারা। প্রকৃতির নানা রঙের আবহকে আপন মনের অনুভবে রাঙিয়ে তােলেন কবি-সাহিত্যিকরা। সুদূর বিদেশে থেকেও শৈশবের নদীকে ভুলতে পারেননি কবি মাইকেল মধুসূদন দত্ত । কপােতাক্ষ নদকে তিনি মাতৃদুগ্ধের সাথে তুলনা করেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এদেশে জন্মগ্রহণ করে বলেন, সার্থক জনম আমার জন্মেছি এদেশে। দ্বিজেন্দ্রলাল গাইলেন—

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি। কাজী নজরুল লিখলেন, ‘ও ভাই খাঁটি সােনার চেয়ে খাটি আমার দেশের মাটি। কবি জসীমউদ্দীন তাঁর ‘দেশ’ কবিতায় এদেশের দিগন্ত বিস্তৃত মাঠের বর্ণনা, বনাঞ্চল ও নদীকেন্দ্রিক মানুষের জীবন ও জীবিকার অতুলনীয় রূপ ফুটিয়ে তুলেছেন।জীবনানন্দ দাশ এদেশের রূপে মুগ্ধ হয়ে মৃত্যুর পরেও আবার ফিরে আসার বাসনা ব্যক্ত করলেন। এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে বিমুগ্ধ কবি-সাহিত্যিকরা নিজের অনুভবকে প্রকাশ করলেন কথা আর কবিতায় যেখানে প্রকৃতি সাহিত্যের উপাদান হিসাবে কাজ করে।

বাংলাদেশের সমুদ্র উপকূলের সৌন্দর্য : বাংলাদেশের কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, যার দৈর্ঘ্য ১২০ কিলােমিটার। পটুয়াখালী জেলায় রয়েছে কুয়াকাটা সমুদ্রসৈকত। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনােরম দৃশ্য অবলােকন করা যায়। এসব সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভােগ করতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর অসংখ্য পর্যটক আসে এসব সৈকত দেখতে। সাগর-সৈকতের অনাবিল সৌন্দর্য সকলের নজর কেড়ে নেয়।

বাংলাদেশের ফুল-ফল-পাখির সৌন্দর্য : বাংলার সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে নানা রং-বেরঙের ফুল-ফল ও পাখি । গাছে গাছে অসংখ্য পাখির বিচরণ আর কিচিরমিচির মানুষের মন ভরিয়ে দেয়।

পাখিদের দৈহিক গঠন ও সৌন্দর্যও মনােমুগ্ধকর। কিছু কিছু পাখি আছে যারা সুমধুর সুরে গান করে। আমাদের চারপাশে চোখ মেলে তাকালেই দেখা যায় নানা রঙের চেনা-অচেনা ফুল, গাছে-গাছে ফুটে আছে। এগুলাে প্রকৃতিকে আরও সৌন্দর্যমণ্ডিত করে এবং এদের স্নিগ্ধ সুবাস আমাদের ইন্দ্রিয়কে মুগ্ধতায়। ভরিয়ে দেয়।

ফুলে ফুলে মৌমাছি ও প্রজাপতিরা চঞ্চল বেগে ছুটে চলে। এরা এক ফুল থেকে আরেক ফুলে ছােটে। এদেশে পাওয়া যায় মৌসুমভিত্তিক বিভিন্ন ফল । আম, জাম, কাঁঠাল, লিচু, জলপাই, আনারস প্রভৃতি ফল এদেশের সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এসব ফল খেতেও দারুণ মজা। ফুল-ফল আর নানা রকম পাখির দেশ এই বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে কবি। বলেছেন—

পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে ।

ঋতুবৈচিত্র্য ও প্রকৃতি : বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়ে ছয়টি ঋতুর বৈচিত্র্যময় সম্ভারে। প্রতিটি ঋতুই স্বতন্ত্র সৌন্দর্যে অনন্য রূপময় । নিচে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ছয়টি ঋতুতে বাংলার প্রকৃতির যে রূপ তা তুলে ধরা হলাে :

গ্রীষ্ম : সূর্যের প্রচণ্ড দাবদাহ নিয়ে হানা দেয় গ্রীষ্ম । প্রকৃতি তখন প্রচণ্ড রুদ্র। ছাতি ফাটা রােদের তাপে মানুষের চলাফেরা খুব কষ্টক হয়ে পড়ে। একটু প্রশান্তির জন্য ছুটতে হয় ছায়াসুনিবিড় প্রকৃতির কাছে। এ সময় গাছে গাছে শােভা পায় আম, জাম, লিচু, কাঠ প্রভৃতি সুমিষ্ট ফল।

বর্ষা : গ্রীষ্ম বিদায় নিতে না নিতেই আসে বর্ষা। সজল বিরহিণী বর্ষা। প্রকৃতিকে এনে দেয় সতেজ, সবুজ অনুভূতি। খাল-বিল, নানালায় পানি থৈ থৈ করে। বৃষ্টির অঝাের ধারা মাঠ-ঘাট প্রাবিত করে। শাপলা-শালুক, পদ্ম ফোটে জলাশয়ে। প্রকৃতিতে ছড়িয়ে পড়ে । কদম, যূথী, কেয়া ফুলের সৌন্দর্য। মাঝে মাঝে ঘন কালাে মেঘে আকাশ ছেয়ে যায় । কবিগুরুর ভাষায় তখন বলতে ইচ্ছা করে—

নীল নবঘনে আষাঢ় গগনে।
তিল ঠাই আর নাহিরে।
ওগাে, আজ তােরা যাসনে ঘরের বাহিরে।
শরৎ: শরতের আকাশে ভাসে খণ্ড খণ্ড সাদা মেঘ, মাঠে মাঠে ফোটে কাশফুল, শেফালি ও কামিনী । ধান খেতের শিষগুলাে টুংটাং | শব্দ করে বাতাসের দোলায় ।

হেমন্ত : শরতের বিদায় অভিবাদন জানাতে আসে হেমন্ত। পাকা ধানের সোঁদা গন্ধে মন মাতাল হয় । রাতে শিশির কণা ভিজিয়ে দেয় – সতেজ ঘাসের ডগা। ভােরের ভেজা ঘাসের ওপর পড়ে থাকে শিউলি ফুল ।

শীত : প্রকৃতিতে শীত আসে হিম কুয়াশার চাদর গায়ে। ভােরে খেজুরের সুমিষ্ট রস। নাড়ার আগুনে শিম পুড়িয়ে খাওয়া আর আগুন পােহানাে । হাড় কাঁপানাে জেঁকে বসা শীত প্রকৃতিতে ধরা দেয় ভিন্ন সৌন্দর্যে ।

বসন্ত : ঋতুরাজ বসন্ত প্রকৃতিকে যৌবনের রঙে সাজিয়ে তােলে। এ ঋতু মানুষের যৌবনের মাধুর্যের প্রতীক। বসন্তে গাছপালা নতুন পত্র-পল্লবে শােভিত হয়। ফুলে ফুলে ভরে ওঠে প্রকৃতি। গাছে গাছে কোকিল সুমধুর গান গায়। রাতের জ্যোৎস্না মন কেড়ে নেয় । গাইতে ইচ্ছা করে কবিগুরুর সেই গান
জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে ।

এদেশের মানুষ সৌন্দর্যপ্রেমী । প্রকৃতিরাজ্যের বিশাল সম্ভার সৌন্দর্য পিপাসু মানুষের দৃষ্টির নেশা ও মনের ক্ষুধা দুটোই মিটায়। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য যেমন মানুষকে করে স্নিগ্ধ-কোমল অনুভূতিপ্রবণ তেমনই প্রাকৃতিক দুর্যোগ এদেশের মানুষকে করে সাহসী ও সংগ্রামী। সবমিলিয়ে রূপসি বাংলার রূপ-মাধুর্য-ঐশ্বর্যে মুগ্ধ এদেশের মানুষ।

Tasheer এর ফিঙ্গার অ্যাপয়েন্টম্যান্ট করতে নিচের লিংকে ক্লিক করুনhttps://wa.me/p/7050787231708403/8801999800026যেকোন সহা...
10/02/2024

Tasheer এর ফিঙ্গার অ্যাপয়েন্টম্যান্ট করতে নিচের লিংকে ক্লিক করুন
https://wa.me/p/7050787231708403/8801999800026

যেকোন সহায়তা পেতে যোগাযোগ করুন
01999-800026
Hawa Tourism - হাওয়া ট্যুরিজম

এখন যেয়ারা ভিসা পাচ্ছেন ঝামেলা বিহীন ও খুবই কম খরচে 😮!তো আর দেরি কেনো আপনার স্বজনকে আপনার কাছে নিতে Hawa Tourism  সহায়...
26/01/2024

এখন যেয়ারা ভিসা পাচ্ছেন ঝামেলা বিহীন ও খুবই কম খরচে 😮!
তো আর দেরি কেনো আপনার স্বজনকে আপনার কাছে নিতে Hawa Tourism সহায়তা করবে আপনাকে।

• আমেল ভিসা প্রসেসিং
• আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং
• হাউস ড্রাইভার ভিসা প্রসেসিং

⭐স্বল্প সময়ে ও কম খরচে করা হয়⭐

জিয়ার ভিসা সম্পর্কিত যে কোনো তথ্য জানতে কল করুন:
https://wa.me/p/24177778521865881/8801999800026
📞
01999-800026
(WhatsApp & Imo)

আমাদের অন্যান্য সেবা সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।

চ্যানেল লিংকhttps://whatsapp.com/channel/0029VaLsko6KwqSLvDqGdf0xআমাদের সেবা সমুহ আরো সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা ...
24/01/2024

চ্যানেল লিংক
https://whatsapp.com/channel/0029VaLsko6KwqSLvDqGdf0x

আমাদের সেবা সমুহ আরো সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা এখন WhatsApp চ্যানেলে, তাই সকল আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsApp চ্যানেলটি।

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম
01999-800026
[email protected]

We wish everyone of our followers a Happy Year for a peaceful  journey with Hawa Tourism - হাওয়া ট্যুরিজম Thanks for be...
31/12/2023

We wish everyone of our followers a Happy Year for a peaceful journey with Hawa Tourism - হাওয়া ট্যুরিজম

Thanks for being with us

সরকার প্রতিবছর ৩০ ডিসেম্বর তারিখ-কে 'জাতীয় প্রবাসী দিবস (National Expatriates' Day) ঘোষণা করেছে এবং উক্ত তারিখ-কে 'জাতীয়...
29/12/2023

সরকার প্রতিবছর ৩০ ডিসেম্বর তারিখ-কে 'জাতীয় প্রবাসী দিবস (National Expatriates' Day) ঘোষণা করেছে এবং উক্ত তারিখ-কে 'জাতীয় প্রবাসী দিবস (National Expatriates' Day) হিসাবে পালন/উদ্যাপনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ০৪ ডিসেম্বর ২০২২ তারিখের ০৪,০০,০০০০,৪১৬.২৩.০০১.২০,৯৩২ সংখ্যক পরিপত্রের 'খ' শ্রেণিভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সৌজন্য:
Hawa Tourism হাওয়া ট্যুরিজম
আপনার বিশ্বস্ত ভ্রমন সঙ্গী
Hawa Tourism - হাওয়া ট্যুরিজম
Everyone

জাপানে স্টুডেন্ট সহ যারা নতুন , বাংলা ভাষার মত ভালভাবে জাপানিজ ভাষায় দক্ষ নন তাদের জন্য জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাই...
24/12/2023

জাপানে স্টুডেন্ট সহ যারা নতুন , বাংলা ভাষার মত ভালভাবে জাপানিজ ভাষায় দক্ষ নন তাদের জন্য জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইকেল আইনগুলির মধ্য থেকে সংক্ষিপ্তভাবে কিছু পরামর্শ : সাইকেলের দুর্ঘটনা হলে কত ইয়েন ক্ষতিপূরণ দিতে হবে তা অনেকেই আমরা জানি না । যেমন : আপনি দুর্ঘটনা বশত আপনার সাইকেলটি Lexusএর মত দামী বা তারচেয়ে ও মূল্যবান গাড়ির সাথে একটু ঘষা লেগেছে গাড়ির২/৩ দিন স্থানে হালকা দাগ হয়ে গেছে এখন আপনাকে এইসবের ক্ষতিপূরণ দিতে হবে । আপনি জাপানিজ ভাষায় দক্ষ না হলে কে আপনার হয়ে কথা বলবে ❓আপনি সবসময় ই একটা পেনিক অবসহায় থাকবেন , কোন কিছুও মন দিয়ে করতে পারবেন না । এবং গাড়ির দাগ ঠিক করতেই আপনাকে ৪০/৫০ মান পরিশোধ করতে হবে । কিভাবে দিবেন ⁉️
সাইক্লিং আইনগুলি অনেক কঠোর বাস্তবতায় জাপানের পুলিশ এইগুলো কঠোরভাবে জনগণের উপর বাস্তবায়ন করেন না । যেমন কেউ মদ খেয়ে সাইকেল চালাইলে আপনাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা 1 মিলিয়ন ইয়েন পর্যন্ত জরিমানা করতে পারে। যদি না আপনি একটি গুরুতর দুর্ঘটনা ঘটান এবং নিজেকে ছাড়া অন্য কাউকে আহত না করেন।
সাইকেল চালানোর সময় রাতে হেডল্যাম্প ছাড়া, বৃষ্টির সময় ছাতা, সেল ফোন বা iPod ব্যবহার করলে :
হেডল্যাম্প ছাড়া রাতে সাইকেল চালালে, ছাতা, সেল ফোন বা iPod ব্যবহার করলে আপনাকে জেলে যেতে হবে না কিন্তু 50,000 ইয়েন পর্যন্ত জরিমানা হতে পারে।তবে জাপানের পুলিশ এই আইন সাধারণত প্রয়োগ করেন না! আমি এখনও শুনেনি কাউকে এত পরিমান টাকা জরিমানা করতে । তবে আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি সচেতন হয়ে নিয়ম গুলো মেনে চলুন । যেমন : সাইকেল চালানোর সময় রাতে হেডল্যাম্প ব্যতীত সাইকেল চালিয়ে আপনি কোন পথচারীকে আহত করেন বা কোন গাড়ির সাথে ঘষা লাগান বা নিজে গাড়ির নিচে পরেন তাহলে কি হবে একটু ভাবুন ⁉️অনুরুপ বৃষ্টির সময় ছাতা নিয়ে সাইকেল চালাইতে গিয়ে ছাতার কারণে যদি দুর্ঘটনা হয় তাহলে কি করবেন ? ফোনে কথা বলার সময় মনোযোগ না থাকাতে ও আপনার দুর্ঘটনা হতে পারে । তাই আইন মেনে চলুন ।
আপনার সাইকেলের পিছনে কোন একজন যাত্রীকে বসিয়ে বহন করা (6 বছরের বেশি বয়সী) বা অন্য সাইকেলের সাথে একযোগে চড়লে আপনাকে 20,000 ইয়েন পর্যন্ত জরিমানা দিতে হবে।এই আইনটা ও শীতিল আছে । শীতিল বলে কেউ না করা ই ভাল ।
🛑 লাল আলো বা স্টপ সাইনে না থামিয়ে সোজা সরাসরি সাইকেল চালাইলে বা ভাঙা ব্রেক দিয়ে সাইকেল রাইডিং করলে অপরাধ যা 3 মাস পর্যন্ত কারাদণ্ড বা 50,000 ইয়েন পর্যন্ত জরিমানা হতে পারে । সাইকেলের বিষয় লিখতে গিয়ে তথ্য নেওয়ার জন্য নেটে পড়েছি যে 2008 সালে সাইক্লিস্টের 40% মৃত্যু ঘটেছিল।

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম এর সকল এজেন্ট এবং গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু টেকনিকেল সমস্যার জন্য আমাদ...
23/12/2023

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম এর সকল এজেন্ট এবং গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু টেকনিকেল সমস্যার জন্য আমাদের অফিসিয়াল মোবাইল নম্বরটি পরিবর্তন করা হয়েছে। আমাদের সোসিয়াল মিডিয়া এবং সকল অনলাইনে প্ল্যাটফর্মের ডেটা আমরা হারিয়ে ফেলেছি।

তাই এখন থেকে আমাদের অফিসিয়াল নম্বর 01999-800026 টি ব্যাবহার করা হবে।
যেখানে আপনারা সকলেই হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম সহ সকল প্লাটফর্মে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত
- কর্তিপক্ষ

Job available in Japan for limited candidates.Company Name: wise co,. LtdCategory: traditional BBQ meat cutting & packag...
21/12/2023

Job available in Japan for limited candidates.
Company Name: wise co,. Ltd
Category: traditional BBQ meat cutting & packageing
Basic salary without overtime: 175,000¥

Qualification:
Japanese language N5
HSC complete

Employment Period : It depends on the management organization, but now it's basically a one-year contract
working hours: It depends on the shift, but basically "7:00 to 16:00 (1 hour break) * 8 hours a day"

Business days per March: Average "Operating 26 Days a Month"

Accommodation: Company dormitory (rental apartment, etc.) within the distance of commuting by bicycle *Basically one room for 3 people
Transportation: Bicycle commuting (*Bicycles are rented.)

Medical benefits and medical insurance: social insurance and national pension (*It's exactly the same as Japanese employees.)
Bonus: There is no principle, but it may be possible depending on the result of the profit and the person's ability
8th Annual Leave (Annual Paid Leave): 5 days a year legally
Vacation allowance: None



Company Name:
Wise Co., Ltd. (Head Office, Hachiman Factory) Kusunobashi 4547 Hachimansei Ward, Kitakyushu City.

Wise Co., Ltd. (Sozo Factory) in Sozo City.

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ মারা গেছেন। শনিবার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। দেশটির আমিরি দ...
16/12/2023

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ মারা গেছেন। শনিবার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। দেশটির আমিরি দিওয়ান এ তথ্য নিশ্চিত করেছে।

আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবারক আল সাবাহর বিবৃতি অনুসারে, ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।
সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর (৯১) মৃত্যুর পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ। তার ভাই যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছিলেন।

কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে কুয়েত রাজ্যের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-এর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি।

তিনি ২০২১ সালের মার্চ মাসে অনির্দিষ্ট মেডিকেল পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কুয়েতের নেতাদের স্বাস্থ্য দেশের জন্য সংবেদনশীল বিষয়। কুয়েতের সার্বভৌম ক্ষমতা শাসক আল সাবাহ পরিবারের হাতেই থাকে।

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম

#কুয়েত

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা১৬ ডিসেম্বর ২০২৩ ইংHawa Tourism - হাওয়া ট্যুরিজম আপনার বিশ্বস্ত ভ্রমন সঙ্গী #হাওয়া  #প...
16/12/2023

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ডিসেম্বর ২০২৩ ইং

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম
আপনার বিশ্বস্ত ভ্রমন সঙ্গী

#হাওয়া #প্রবাসী #হাওয়া_ট্যুরিজম #বিজয় #বিজয়_দিবস

রাসূল সাঃ কিভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করতেন?লাগলাম। যখন আমি ‘ফাকাইফা ইজা জি’না বিকা... (অর্থ অতএব কেমন হবে যখন আমি প্র...
13/12/2023

রাসূল সাঃ কিভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করতেন?

লাগলাম। যখন আমি ‘ফাকাইফা ইজা জি’না বিকা... (অর্থ অতএব কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে উপস্থিত করব তাদের ওপর সাক্ষীরূপে? (আয়াত : ৪১)-এ পৌঁছলাম, তিনি বললেন, ব্যস, যথেষ্ট হয়েছে। তখন আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হচ্ছে।’ (বুখারি, হাদিস : ৫০৫০; মুসলিম, হাদিস : ১৯০৩)

কল্পনাশক্তি আল্লাহর বড় নেয়ামত। কোরআনে কারিমের আলো পেতে হলে, উপকৃত হতে হলে কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা করা দরকার। আল্লাহতায়ালা বলেছেন, ‘এক কল্যাণময় গ্রন্থ, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। যাতে মানুষ তার আয়াতগুলো অনুধাবন করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে।’ (সুরা সাদ, আয়াত : ২৯)

আল্লাহতায়ালা আরও বলেন, ‘তাহলে কি তারা কোরআন নিয়ে গভীর করে ভাবে না? নাকি তাদের হৃদয় তালাবদ্ধ?’ (সুরা মুহাম্মদ, আয়াত : ২৪)

মাঝেমধ্যে কোরআনের তিলাওয়াত শোনা উপকারী। সৌদি আরবের ইমামরা আজাব-জাহান্নাম-কেয়ামত প্রভৃতি আয়াত এলে কম্পিত সুরে বেশ দরদ-ব্যথা নিয়ে তিলাওয়াত করেন আর তাদের চোখও অশ্রুসিক্ত হয়। আমরাও তাদের তিলাওয়াত শুনে দুই ফোঁটা তপ্ত অশ্রু ঝরালে আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে।

আল্লাহতায়ালা বলেন, ‘মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয়, যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তাদের কাছে তার আয়াত পাঠ করা হয়, তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের ওপরই নির্ভর করে। (সুরা আনফাল, আয়াত : ০২)

জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে ২৩ ডিসেম্বর বোয়েসেল আয়োজন করেছে চিত্রাংকন প্রতিযোগিতা।Hawa Tourism - হাওয়া ট্যুরিজম ...
12/12/2023

জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে ২৩ ডিসেম্বর বোয়েসেল আয়োজন করেছে চিত্রাংকন প্রতিযোগিতা।

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম
আপনার বিশ্বস্ত ভ্রমন সঙ্গী

#প্রবাসী #প্রবাসী_দিবস #হাওয়া #হাওয়া_ট্যুরিজম

সকলকে বাংলার শীতের সকালের শিশির ভেজা শুভেচ্ছাHawa Tourism - হাওয়া ট্যুরিজম আপনার বিশ্বস্ত ভ্রমন সঙ্গী
09/12/2023

সকলকে বাংলার শীতের সকালের শিশির ভেজা শুভেচ্ছা

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম
আপনার বিশ্বস্ত ভ্রমন সঙ্গী

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেইসুক পেইজ ফলো করার জন্য। পেজটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদের ইনভাইট করুনআমরা আপনাদের সেব...
08/12/2023

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেইসুক পেইজ ফলো করার জন্য।
পেজটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদের ইনভাইট করুন

আমরা আপনাদের সেবায় নিয়োজিত।

Hawa Tourism - হাওয়া ট্যুরিজম
আপনার বিশ্বস্ত ভ্রমন সঙ্গী

01313-976799

#হাওয়া #প্রবাসী

Address

3/3 C, Bijoy Nagar
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801999800026

Alerts

Be the first to know and let us send you an email when Hawa Tourism - হাওয়া ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hawa Tourism - হাওয়া ট্যুরিজম:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Dhaka

Show All

You may also like