15/10/2024
১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের একটি ম্যাচে ঘন কুয়াশার কারণে রেফারি খেলা মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করেন। খেলোয়াড়রা সবাই ড্রেসিং রুমে ফিরে গেলেও চেলসির গোলরক্ষক স্যাম বাট্রাম তা বুঝতে পারেননি। কুয়াশা ক্রমশ ঘন হচ্ছিল, আর বাট্রাম গোলবার পাহারায় আরও সতর্ক হয়ে দাঁড়িয়ে ছিলেন, বিশ্বাস করছিলেন যে খেলা চলছেই। পেছনের কোলাহল শুনতে না পাওয়ায়, তিনি রেফারির শেষ বাঁশির আওয়াজও মিস করেন।
প্রায় ১৫ মিনিট পর, মাঠের একজন নিরাপত্তা কর্মী এসে বাট্রামকে জানান যে খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে। এ খবর শুনে স্যাম প্রথমে বিশ্বাস করতে চাননি। তিনি বলেন, "না, এটা হতে পারে না। আমার সতীর্থরা কখনোই আমাকে না জানিয়ে চলে যেত না। তারা নিশ্চয়ই আমাকে কিছু বলতো, মাঠে একা রেখে চলে যেত না।"
কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে সত্যিই খেলা শেষ হয়েছে এবং তার সতীর্থরা তাকে ছেড়ে চলে গেছে, তখন তাঁর মন ভেঙে গেল। খেলা শেষ হওয়ার জন্য নয়, বরং এই জন্য যে যাদের জন্য তিনি গোলবার পাহারা দিয়েছিলেন, তারা একটিবারও তার কথা ভাবেনি। যেন জীবনের মতো, যেখানে আমরা সময় আর শক্তি দিয়ে যাদের রক্ষা করতে চাই, একসময় তারাই ছোট কোনো ধোঁয়াশার মুহূর্তে সব ভুলে চলে যায়।