Friend's Tour & Travels

Friend's Tour & Travels Organised by Local Tour We started organizing travel events...

Permanently closed.
27/09/2024

১২ সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ . .........

20/09/2024

তোমরা এ দুনিয়ার যতো কিছুর পিছনেই ছুটোনা কেনো এর প্রতিটি জিনিস এর একদিন সমাপ্তি ঘটবে....!!

18/09/2024

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে-
ধারা ৬৪
নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে তিনি গ্রেপ্তার ও জামিন দিতে পারবেন। অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন।
ধারা ৬৫
অধিক্ষেত্র এলাকায় কাউকে গ্রেপ্তার বা গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। অর্থাৎ সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংঘটিত না হলেও, সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করতে পারবেন।
ধারা ৮৩
অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা। আর ৮৪ ধারা অনুযায়ী, অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন। ৯৫ ধারা অনুযায়ী, পরোয়ানা বা ডকুমেন্টস বা চিঠিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে পোস্টাল বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে ব্যবহার করতে পারবেন।
ধারা ১০০
বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন। অর্থাৎ কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেয়ে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন।
ধারা ১০৫
সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন।
ধারা ১০৭
শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।
ধারা ১০৯
ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা।
ধারা ১১০
অভ্যাসগত অপরাধীর কাছ থেকে সদাচরণের জন্য মুচলেকা গ্রহণ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
ধারা ১২৬
সদাচরণের নিশ্চয়তা প্রদান করা ব্যক্তির মুচলেকা বাতিল করে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন।
ধারা ১২৭
সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুযায়ী, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঁচ বা তার অধিক ব্যক্তির বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এই ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারাও যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন।
ধারা ১২৮
সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে বা নির্দেশ দিতে পারবেন।
ধারা ১৩০
সমাবেশ ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারদের দায়িত্ব দিতে পারবেন।
ধারা ১৩৩
স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।
ধারা ১৪২
জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।
উল্লিখিত ক্ষমতা ছাড়াও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সে সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।
এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন। তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি হবে না।

11/09/2024
একটি মানবিক আবেদনআমার বন্ধু সৈয়দ খুরশীদুল আলম তানিম S.K. Alam Tanim   আমাদের তিতুমীর কলেজের ২০০৭-২০০৮ সেশনের ব্যবস্থাপনা...
31/08/2024

একটি মানবিক আবেদন
আমার বন্ধু সৈয়দ খুরশীদুল আলম তানিম S.K. Alam Tanim আমাদের তিতুমীর কলেজের ২০০৭-২০০৮ সেশনের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ছিলো। তার দুটি কিডনি এখন বিকল হয়ে গেছে।
গতো ৮ মাস ধরে সে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার কিডনী প্রতিস্থাপনসহ সিস্টোলিক অপারেশন প্রয়োজন। যার জন্য প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন যা তার পরিবারের জন্য অসম্ভব।
তার পরিবারে রয়েছে তার এক বছরের একটি ছেলে, তার স্ত্রী, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা, মা ও দুই বোন।
অসুস্থতাজনিত কারণে সে ইতোমধ্যে চাকুরী ছেড়ে দিয়েছে। যার ফলে বর্তমানে তার নিয়মিত চিকিৎসা ( সপ্তাহে প্রায় ৩/৪ টি ডায়ালাইসিস প্রয়োজন হয় এবং আনুষঙ্গিক চিকিৎসাসহ ) খরচ প্রতি মাসে প্রায় ৬০-৭০ হাজার প্রয়োজন হয় যা চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এমতাবস্থায় আমার বন্ধু-তালিকায় যারা আছে তাদের কেউ যদি আমার বন্ধুর পাশে থাকেন তাহলে কৃতজ্ঞ থাকিব।
আমার বন্ধুর সাহায্যের প্রয়োজনে কেউ যদি কোন ধরণের তথ্য প্রয়োজন মনে করেন তাহলে আমাকে অথবা আমার বন্ধুকে জানানোর অনুরোধ রইলো।
এছাড়া আমার তিতুমীর কলেজের আমাদের সেশনের যেসব বন্ধু রয়েছো তাদেরকে প্রথম কমেন্টে দেয়া হোয়াটসঅ্যাপ লিংকের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার অনুরোধ রইলো।
আমার বন্ধুর প্রয়োজনীয় তথ্যাবলী:
A/C holder Name: Syed Khurshidul Alam
A/C No- 18012256401
Bank - Standard Chartered Bank
Branch - Karwan Bazar Branch
Swift Code- SCBLBDDX
Routing Number- 215262538
Mobile No-01737770565 ( Bkash)
e-mail: [email protected]
ধন্যবাদান্তে
মোঃ শাহীন মিয়া
সোনালী ব্যাংক পিএলসি,
সেগুনবাগিচা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি।
মোবাইল: 01823-144884

10/04/2024

ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

11/03/2024

বাংলাদেশের আকাশে
রমজানের চাঁদ দেখা গেছে।
আগামীকাল শুরু হচ্ছে
পবিত্র মাহে রমজান। আলহামদুলিল্লাহ্

11/11/2020
27/08/2018
27/08/2018

Just wow

24/04/2018

এই ছুটিতে সিলেট ভ্রমণ
27–29 এপ্রিল2018
3দিন, 2রাত
ভ্রমণ শুরুঃ 26এপ্রিল২০১৮ রাতে ইনশা আল্লাহ।

ভ্রমণ স্পটঃ সিলেট
★ বিছানাকান্দি
★ রাতারগুল
★ পান্থমাই ঝরনা
★ জাফলং
★ সংগ্রামপুঞ্জি ঝরনা
★ জৈন্তা রাজার বাড়ি
★ খান টি স্টেট।

ভ্রমণ স্পটঃ শ্রীমঙ্গল
→ লাউয়াছড়া রেইন ফরেস্ট
→ খাসিয়া পল্লী
→ চা বাগান
→ মনিপুরী পল্লী
→ মাধবপুর লেক

♥প্রথম দিনঃ-----
আগের দিন রাতে ঢাকা থেকে রওনা হয়ে সকালে সিলেটে পৌঁছে হোটেলে উঠব। এরপর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে শুরু হবে ভ্রমণ। এদিন আমরা,

যে সব স্পট ঘুরে দেখবঃ
♦রাতারগুল সোয়াম্প ফরেস্ট
♦বিছানাকান্দি
♦ পান্থমাই ঝরনা

♥দ্বিতীয় দিনঃ-----
সকালের নাস্তা করে জাফলং এর উদ্দেশে যাত্রা। তামাবিল জিরো পয়েন্ট, পিয়াইন নদী এবং জাফলং এর মূল অংশ নদী, পাহাড় আর দুই দেশের সীমান্ত এলাকা দেখে ফিরে আসব জৈয়ন্তা হিলে। দুপুরের খাওয়া-দাওয়া সেরে আসব সারি নদীর ঘাটে। তার আগে আমরা জৈয়ন্তা রাজার বাড়িতে একটা ঢুঁ মারব। এরপর নৌকায় দুলে সারি নদী ধরে চলে যাব নীল পানির লালা খালে। লালা খালের জিরো পয়েন্ট ঘুরে নাজিম গড় রিসোর্ট। সেখানে সন্ধ্যার নাস্তা সেরে ফিরে আসব সিলেট শহরে। রাতে যে যার মতো সিলেট শহরে ঘুরাঘুরি। রাত যাপন রিচমন্ড হোটেলে।

যে সব স্পট আমরা ঘুরে দেখবঃ
★ জাফলং
★ সংগ্রামপুঞ্জি ঝরনা
★ খান টি স্টেট
★ জৈন্তা রাজার বাড়ি

♥ তৃতীয় দিনঃ
সকালের নাস্তা সেরে বাসে চেপে শ্রীমঙ্গল। একটা হোটেলে উঠে ফ্রেশ হয়ে ঢুকে পড়ব জীববৈচিত্রে পরিপূর্ণ লাউয়াছড়া বনে। অসাধারণ সুন্দর এই রেইন ফরেস্টে ঢুকে জীব-জন্তু দেখার পাশাপাশি বিভিন্ন প্রজাপতির গাছপালা পর্যটকদের মুগ্ধ করে। এই বনের মাঝেই আছে খাসিয়াদের বসবাস। আমরা খাসিয়া পল্লীতেও একটা ঢুঁ মারব। দুপুরের খাওয়া-দাওয়া সেরে যাব মাধবপুর লেক। যাওয়ার পথে দেখব মনিপুরী পল্লী। সন্ধ্যার আগে শ্রীমঙ্গল ফেরার পথে যে কোনো একটা চা বাগানে ঘুরব আর ছবি তুলব। শ্রীমঙ্গলে সন্ধ্যায় নাস্তা সেরে শুরু হবে ঢাকায় ফিরার পালা। হাইওয়ে রেস্টুরেন্টে হবে রাতের খাবার। রাত ১১ টার মধ্যে ঢাকায় থাকব ইনশা আল্লাহ।

যে সব স্পট আমরা ঘুরে দেখবঃ
→ লাউয়াছড়া রেইন ফরেস্ট
→ খাসিয়া পল্লী
→ চা বাগান
→ মনিপুরী পল্লী
→ মাধবপুর লেক

ভ্রমণ খরচ জনপ্রতি

৫৫০০ টাকা >> এক রুমে ৪ জন।

যোগাযোগঃ
01919652319

ভাই Brother
04/04/2018

ভাই Brother

08/01/2018

সাজেকে মেঘ আর পাহাড়, সাথে খাগড়াছড়িতে পাহাড়ী গুহা আর ঝরনা….…

ভ্রমণের তারিখ : ২,৩ ফেব্রুয়ারী ২০১৮

খরচ: ৪৫০০ টাকা

যোগাযোগ : 01919652319

বিস্তারিত ট্যুর প্ল্যান: (সাজেক ও খাগড়াছড়ি)
� যাত্রা শুরু: রাত ১০টা (ঢাকা থেকে ১ ফেব্রুয়ারী ২০১৮ )
� রিটার্ন: রাত ৯টা (খাগড়াছড়ি থেকে ৩ ফেব্রুয়ারী ২০১৮ ), পরদিন ভোর ৪-৬ টায় ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ।

====================
❐ এই টাকার ভিতরে থাকছে � �
====================

� ঢাকা টু খাগড়াছড়ি আপডাউন বাস টিকেট। নন এসি বাস।
� ২ দিন সকাল, দুপুর ও রাতের খাবার এবং বিস্কিট, টি/কফি
� দুই দিনের জন্য রিজার্ভ মাহেন্দ্র জীপ
� জীপের ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
� কটেজে রাত্রি যাপনের ব্যবস্থা।
� প্রত্যেকের জন্য মিনি পেষ্ট, শ্যাম্পু ও টুথব্রাশ, সাবান
� খাগড়াছড়িতে ফ্রেশ হওয়ার ব্যবস্থা।
� সাজেক ও আলুটিলা গুহায় এন্ট্রি টিকেট
� লুসাই হেরিটেজ পার্কের এন্ট্রি টিকেট(স্থানীয়ভাবে ওপেন থাকা সাপেক্ষে)

চায়ের দেশে স্বাগতম.....!!!২ দিন, ১ রাত ২৬-২৭ জানুয়ারি, ২০১৮।ভ্রমণ শুরু: 25 জানুয়ারি, ২০১৮ রাতে ইনশা আল্লাহ।জনপ্রতি 3500 ...
06/01/2018

চায়ের দেশে স্বাগতম.....!!!
২ দিন, ১ রাত ২৬-২৭ জানুয়ারি, ২০১৮।

ভ্রমণ শুরু: 25 জানুয়ারি, ২০১৮ রাতে ইনশা আল্লাহ।

জনপ্রতি 3500 টাকা

যোগাযোগঃ
01919652319

ভ্রমণ স্পটঃসিলেট
→ জাফলং
→ পিয়াইন নদী
→ খান টি স্টেট
→ সারি নদী
→ লালা খাল
→ জৈয়ন্তা রাজার বাড়ি

ভ্রমণ স্পটঃ শ্রীমঙ্গল
→ লাউয়াছড়া রেইন ফরেস্ট
→ খাসিয়া পল্লী
→ চা বাগান
→ মনিপুরী পল্লী
→ মাধবকুন্ড লেক

** যা যা থাকছে এই প্যাকেজেঃ
•ঢাকা থেকে সিলেট ও শ্রীমঙ্গল যাতায়াত এবং বিভিন্ন স্পট ঘেরার জন্য রিজার্ভগাড়ী।
•সিলট শহরে থ্রি স্টার সমমানের হোটেলে এক রাত যাপন।
•লালা খালে নৌকা ভাড়া।
•প্রতিদিন তিনবেলা মান সম্মত খাবার।
•স্ন্যাকস, কফি, সাত রঙের চা।
•সাইটসিং ও এন্ট্রি ফি।
•গাইড ফি।

**যা থাকছে না প্যাকেজে:
•কেনাকাটা ও ব্যক্তিগত যে কোনো খরচ।
•সিলেট শহরে রিকশা/অটো রিকশা ভাড়া।
•যাওয়ার দিন রাতে হোটেল যাত্রা বিরতিতে যে কোনো খাবার।

Address:
Friend’s Tour & Travels
01919652319

পদ্মা পাড়ের মৈনট ঘাট ও সরিষা  ফুলের ভুবন!!!ডে ট্যুর, দিনে গিয়ে দিনেই ফিরে আসা...*ভ্রমনের তারিখ: ১২ জানুয়ারি সকাল ৮.০০ টা...
06/01/2018

পদ্মা পাড়ের মৈনট ঘাট ও সরিষা ফুলের ভুবন!!!

ডে ট্যুর, দিনে গিয়ে দিনেই ফিরে আসা...

*ভ্রমনের তারিখ: ১২ জানুয়ারি সকাল ৮.০০ টা।

*ফেরার তারিখঃ ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা (রওনা দিবো)।

❑ ভ্রমন খরচঃ ৭০০ টাকা।

❑ ভ্রমণের স্থান সমুহঃ

১.মৈনট ঘাট।

২.সরিষা ফুলের ভুবন।

৩.পদ্মা নদী।

৪.আদনান প্যালেস।

৫.শতবর্ষী রাজ প্রাসাদ।

যোগাযোগঃ
01919652319

Address

138/B, Khilgoan
Dhaka
1219

Telephone

+8801515211527

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friend's Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Friend's Tour & Travels:

Videos

Share

Category