26/03/2024
পাহাড় কেন? পাহাড়ই কেন?
কারণ, আমরা যারা পাহাড় ভালোবাসি তারা আর অন্য কোথাও ঘুরতে গিয়ে শান্তি পাই না। ঘর থেকে দু'পা বার করার যে অদ্ভুত এক মনকেমন বুকের মধ্যে রাজ্যপাট বিস্তার করে সেই মনকেমনের নিরাময় আর অন্য কোথাও নেই। ওই পাকদন্ডী বেয়ে বেয়ে ওঠার অনুভূতি, ওই হোমস্টের বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে বসে থাকা, ওই কুয়াশা মাখা মায়াময় রাস্তা, ওই দূর পাহাড়ের সফেদ চুড়োর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, ওই ঝর্ণার পাশে চুপ করে বসে থাকা, ওই নিস্তব্ধতা, ওই অদ্ভুত শান্তি আমাদের জন্য আর কোত্থাও বরাদ্দ নেই।
তাই পাহাড়। ছুটি জমিয়ে পাহাড়। টাকা জমিয়ে পাহাড়। প্ল্যান বানিয়ে পাহাড়। বছরে একবার হলেও পাহাড়। দু'বার হলেও পাহাড়। বারবার হলেও পাহাড়। পাহাড়, পাহাড়, শুধু পাহাড়...
~ অমিত দিত্ত🖤