Air Connection International Hajj and Umrah Agency

Air Connection International Hajj and Umrah Agency Hajj and Umrah Agency
হজ ও উমরাহ্‌ আদায় করার জন্য একটি আমানতদার ও বিশ্বস্ত কোম্পানি ।

28/06/2024

হজ শেষে দেশে ফিরলেন প্রায় ২৭ হাজার হাজি।

পবিত্র হজ শেষে ২৬ হাজার ৯০৯ হাজি দেশে ফিরেছেন। তাঁরা ৬১টি ফ্লাইটে দেশে ফেরেন। এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
পোর্টালে দেওয়া তথ্য থেকে জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪২ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় একজন মারা যান।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (২৮ জুন) মো. হারুনুর রশীদ নামে এক হজযাত্রী মারা যান।
তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়।
চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮ ফ্লাইটে সৌদি আরব গিয়েছেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করে গেছেন ৮০ হাজার ৬৯৫ জন।

গত ১৫ জুলাই পবিত্র হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। দেশে ফেরার ফ্লাইট চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

এর আগে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

26/06/2024

আসন্ন উমরাহর প্যাকেজ বিবরণ,
সফর শুরু আগষ্টের ১০/১৫,তারিখ ২০২৪ ইনশাআল্লাহ।

প্যাকেজ -১৫০০০০/সরাসরি ফ্লাইট।

ট্যান্জিট ফ্লাইট ১৩৫০০০/

যা যা অন্তর্ভুক্ত :
১/ হেলথ ইন্সুরেন্সসহ উমরাহ ভিসা।
২/ সফরের পূর্বে অভিজ্ঞ মুয়াল্লিম দ্বারা উমরাহ ও যিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণমূলক আলোচনা।
৩/ ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট (সৌদি এয়ার লাইন্স/ফ্লাইনাস/বাংলাদেশ বিমান
৪/মক্কা ও মদিনার দর্শনীয় স্থান ভিজিট।
৫/দেশীয় খাবার ৩,বেলা।
৬/সর্বক্ষণ অভিজ্ঞ মুয়াল্লিম সঙ্গে থাকবে গাউড হিসাবে।
√ মক্কায় হারাম শরীফ থেকে ৫০০/৬০০মিটার দূরত্বে ইব্রাহিম খলিল রোডে মোহাম্মদ আব্দুল্লাহ আল গাম্মাস/আমার আল উন্দুলোসিয়্যা/নাদা আল মাজদ/দিয়াফা মোবারক।

√মদীনায়-১৫০/২০০ মিটার দূরত্বে তাজ ওয়ার্দ/দিয়ারুল মাদিনাহ হোটেল/থি পয়েন্ট কাউসার।

জনপ্রতি খরচ :-১৫০০০০/টাকা।

ট্রিপল শেয়ারিং: ১,৬৫.০০০/-প্রতিজন (একটি রুমে ৩ জন)
ডাবল শেয়ারিং: ১,৭৫,০০০/- প্রতিজন (একটি রুমে ২ জন)

যা যা অন্তর্ভুক্ত নয়:
১/ব্যক্তিগত খরচ।
২/বিমান বন্দর বা পথের খাবার এর অন্তর্ভুক্ত নয়।)
৩/তায়েফ, বিরে শেফা,রওয়াহা,বদর ময়দান,জ্বীন পাহাড়। তবে আলোচনা সাপেক্ষে যাওয়ার বিস্তারিত ব্যাবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে সরাসরি ফোন, এসএমএস ও হোয়াটসএ্যাপ- মাওলানা,ফেরদাউস আহমদ 01711030566

সৌদি আরব পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করছে। এই ভিসা মিলবে ২৪ ঘণ্টার মধ্যেই। ...
23/06/2024

সৌদি আরব পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করছে। এই ভিসা মিলবে ২৪ ঘণ্টার মধ্যেই। ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ভিসা পেতে লাগবে না স্বাস্থ্য পরীক্ষা। থাকছে না নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ ভিসা চালুর ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা।

নতুন ব্যবস্থায় আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনই (১৯ জুলাই) ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

সৌদি প্রেস এজেন্সির (সিপিএ) তথ্যমতে, ওমরাহ করতে আসা ব্যক্তিদের জন্য সেবার মানোন্নয়ন এবং তাদের সৌদি আরবে প্রবেশ আরও সহজ করতেই ই-ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

এ বছর হজের সময় তীব্র তাপপ্রবাহের কারণে এখন পর্যন্ত এক হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। কিন্তু পবিত্র এই ধর্মীয় অনুষ্ঠান পালনে...
21/06/2024

এ বছর হজের সময় তীব্র তাপপ্রবাহের কারণে এখন পর্যন্ত এক হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। কিন্তু পবিত্র এই ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় মৃত্যু অনেক কমে যাবে সামনের বছরগুলোতে। চলতি সপ্তাহে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরের বছর ২০২৫ সালের হজটি হতে যাচ্ছে গ্রীষ্মকালীন তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত শেষ হজ।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে লাইভমিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্ব থেকে মুসল্লিরা আগামী বছর ২০২৫ সালে গ্রীষ্মকালীন শেষ হজ পালন করতে যাচ্ছেন। এর পরের বছর ২০২৬ সালে জলবায়ু পরিবর্তনের কারণে বসন্ত ঋতুতে হতে যাচ্ছে হজের আনুষ্ঠানিকতা।

আর পড়ুন : বছরের দীর্ঘতম দিনের ঠিক দুপুরে যে অদ্ভুত ঘটনাটি ঘটে

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটকে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনএমসি) মুখপাত্র হুসেইন আল-কাহতানি বলেন, 'আমরা এই ১৭ বছর পর আর গ্রীষ্মকালীন হজ প্রত্যক্ষ করবো না।'

অন্য একটি প্রতিবেদনে শূরা কাউন্সিলের সদস্য এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক ডঃ মনসুর আল মাজরুই বলেন, হজের মৌসুম আগামী বছরের (২০২৫ সাল) গ্রীষ্ম মৌসুমের সঙ্গে মিলে যাবে। পরবর্তী আট বছর হজ পালিত হবে বসন্ত মৌসুমে। এরপর শীত মৌসুমে চলে যাবে।'

কেন এমনটি ঘটবে?

ইসলামে চন্দ্রমাসের হিসেবে, হজ আরামদায়ক বসন্ত ও শীত ঋতুতে চলে যাবে। প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের সরকারি মুখপাত্র হুসেন আল কাহতানিকে উদ্ধৃত করে বলা হয়, 'ঋতুকালীন সময়ের উল্লেখযোগ্য পরিবর্তনের ফলে ইসলামিক চন্দ্রমাসের ক্যালেন্ডার অনুযায়ী হজের তারিখ প্রতি বছর প্রায় ১০ দিন করে পিছিয়ে যায়। হজ যাত্রার সময় পরিবর্তিত হলে, এটি হজযাত্রীদের প্রচণ্ড গরম থেকে বড় স্বস্তি দেবে।

হজের অনুমোদনহীন তিন লাখ মানুষকে পবিত্র মক্কা নগরী থেকে বের করে দিয়েছে সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল আরাবিয়া।সৌদির...
09/06/2024

হজের অনুমোদনহীন তিন লাখ মানুষকে পবিত্র মক্কা নগরী থেকে বের করে দিয়েছে সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল আরাবিয়া।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, তিন লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি নাগরিক। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন।

এছাড়া মক্কা থেকে আরও ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে বের করে দেওয়া হয়েছে। তারা সৌদিতে বসবাস কররেও তাদের হজ করার অনুমতি নেই।

১৪ জুন থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম সকল মুসলিমের জীবনে একবার হলেও হজ করতে হবে।

গতকাল শনিবার (৮ জুন) পর্যন্ত ১৩ লাখ নিবন্ধিত হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

আলহামদুলিল্লাহ হাজিদের সঙ্গে নিয়ে মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থানে জিয়ারত।
04/06/2024

আলহামদুলিল্লাহ হাজিদের সঙ্গে নিয়ে মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থানে জিয়ারত।

27/05/2024
আল্লাহ হেফাজত করুন ইনশাআল্লাহ।
17/05/2024

আল্লাহ হেফাজত করুন ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ হাজিদের সঙ্গে নিয়ে মক্কার ঐতিহাসিক স্থানগুলো জিয়ারাত করলাম।
16/05/2024

আলহামদুলিল্লাহ হাজিদের সঙ্গে নিয়ে মক্কার ঐতিহাসিক স্থানগুলো জিয়ারাত করলাম।

14/05/2024

আলহামদুলিল্লাহ হাজি সাহেবদের নিয়ে তায়েফে জিয়ারাহ।

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে  বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১২ হাজার ৬৪৯ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ...
13/05/2024

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১২ হাজার ৬৪৯ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৮ হাজার ৯০২ জন।

রবিবার (১২ মে) দিবাগত রাতে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ থেকে ৩২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১টি, সৌদি এয়ারলাইনসের ৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৪টি ফ্লাইট পরিচালনা করে।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন হজযাত্রীরা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। ২০২৪ সালে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করতে নিবন্ধন করেছেন। আর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

আলহামদুলিল্লাহ আল্লাহর মেহমানদের সঙ্গে নিয়ে বাইতুল্লাহর পথে রওনা দিয়েছি আল্লাহ তায়ালা সহজ ও কবুল করুন নিরাপত্তার সঙ্গে ই...
11/05/2024

আলহামদুলিল্লাহ আল্লাহর মেহমানদের সঙ্গে নিয়ে বাইতুল্লাহর পথে রওনা দিয়েছি আল্লাহ তায়ালা সহজ ও কবুল করুন নিরাপত্তার সঙ্গে ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ।

চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে হজ কার্যক্র...
08/05/2024

চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে হজ কার্যক্রম-২০২৪ এর উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেন।

হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে পবিত্র হজ পালন শেষে আপনজনদের কাছে ফিরে আসতে পারেন সেই জন্য দোয়া করেন শেখ হাসিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী সৌদি আরবে হজ পালনকালে হজযাত্রীদের দেশ ও জনগণের জন্য দোয়া করার আহ্বান জানান।

এ বছর বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

একই দিন দুপুর ১ টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মো. মুরাদ ই আলম গণমাধ্যমকে জানান, এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

তিনি আরো জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইতোমধ্যে চার হাজার ৩১৪ হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে ৭৮ হাজার ৮৯৫ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

আগামী ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৭টি হজ পূর্ব ফ্লাইটে করে ৪৫ হাজার ৫২৫ জন এবং মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবে ফ্লাইনাস এয়ারলাইন্স ৪৩টি হজপূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে।

বাংলাদেশ বিমান ২০ জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস ২১ জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে।

হজযাত্রীদের ভিসা করার সময় আগামী ১১ মে পর্যন্ত বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ভিসা করার দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার দিন...
07/05/2024

হজযাত্রীদের ভিসা করার সময় আগামী ১১ মে পর্যন্ত বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ভিসা করার দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার দিন মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের হজ ভিসা সম্পন্নকরণের দ্বিতীয় পর্বের মেয়াদ অদ্য ৭ মে শেষ হওয়ার পর সৌদি সরকার কর্তৃক আগামী ১১ মে পর্যন্ত ভিসার সময় বৃদ্ধি করা হয়েছে।

বেসরকারি মাধ্যমে এ বছর ৮০ হাজার ৬৯৫ জন হজযাত্রী ২৫৯টি এজেন্সি, লিড এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালন করবেন। এখন পর্যন্ত অধিকাংশ হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করা যায়নি।

এ অবস্থায় জরুরি ভিত্তিতে রাজকীয় সৌদি সরকারের নির্ধারিত সময় আগামী ১১ মে তারিখের মধ্যে এজেন্সির হজযাত্রীদের ভিসা কার্যক্রম সম্পন্নকরণের জন্য নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আলহামদুলিল্লাহ ঢাকার হাজিদের সঙ্গে মত বিনিময় ও আলোচনা শেষ হল।
04/05/2024

আলহামদুলিল্লাহ ঢাকার হাজিদের সঙ্গে মত বিনিময় ও আলোচনা শেষ হল।

আলহামদুলিল্লাহ হাজিদের সঙ্গে মত বিনিময় ও আলোচনা হয়েছে।
27/04/2024

আলহামদুলিল্লাহ হাজিদের সঙ্গে মত বিনিময় ও আলোচনা হয়েছে।

যেসব মুসল্লি ওমরাহ পালন করতে চান তাদের বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই...
26/04/2024

যেসব মুসল্লি ওমরাহ পালন করতে চান তাদের বড় সুখবর দিয়েছে সৌদি আরব।

দেশটি জানিয়েছে, এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ করা যাবে। অর্থাৎ শুধুমাত্র ওমরাহ ভিসার প্রয়োজন হবে না। খবর গালফ নিউজের।
এ ব্যাপারে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে, যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর ও আরামদায়কভাবে ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় বলেছে, ফ্যামিলি, ট্রানজিট, লেবার এবং ই-ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া ওমরাহ পালন করতে পারবেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে, ‘আপনার ভিসা যাই হোক, আপনি ওমরাহ করতে পারবেন।’

সৌদিতে আসার পর দেশটির সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ করার অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

নুসুক অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা নিশ্চিত করা হয়। যারমধ্যে রয়েছে বাসস্থানের ব্যবস্থা করা, ওমরাহর পরিকল্পনা সাজানো এবং মদিনায় ভ্রমণ করা।

সৌদির বাইরের মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ওমরাহ করতে পারেন সেজন্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদির সরকার।

বিশেষ করে যারা আর্থিক, শারীরিক কারণে হজ করতে পারেন না; তারা যেন ওমরাহ করতে পবিত্র মক্কা ও মদিনায় উপস্থিত হতে পারেন সেজন্য এ ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে সৌদি আরব। এজন্য ওমরাহ পালনের ব্যবস্থা খুবই সহজ করে দেওয়া হয়েছে।

যারমধ্যে অন্যতম হলো ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা, স্থল-জল ও আকাশপথে সৌদিতে প্রবেশের সুযোগ দেওয়া। এছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে।

জাতীয়হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে দুষছেন এজেন্সি মালিকরা।এবারের হজ ব্যবস্থাপনায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে জানিয়ে...
24/04/2024

জাতীয়
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে দুষছেন এজেন্সি মালিকরা।

এবারের হজ ব্যবস্থাপনায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে জানিয়ে হজ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অপারেটিং হজ এজেন্সির মালিকরা। তারা বলছেন, হজ ব্যবস্থাপনায় ৮০ শতাংশ কাজ শেষ হলেও এখনো বাকি কাজ আটকে আছে। ফলে নির্ধারিত সময়ে হজে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর এ জন্য ধর্ম মন্ত্রণালয়কে দুষছেন তারা।
আজ বুধবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, এখনো বাংলাদেশের সকল হজ যাত্রীর মিনার জোন চূড়ান্ত হয়নি। পূর্ণাঙ্গ ও ফাইনাল ফ্লাইট শিডিউল ঘোষণা হয়নি। এ ছাড়া এখনো হজ অফিস থেকে মুনাজ্জিমদের ভিসা দেয়নি তারা।

অনেক এজেন্সির সৌদি অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, হজে যাওয়ার আগে টিকা নেওয়ার কথা বলা হলেও কোনো হাসপাতালে টিকা পৌঁছয়নি। সেই সঙ্গে সৌদি ই-হজ সিস্টেমে ভিসার অপশনও এখনো চালু হয়নি।
এজেন্সি মালিকদের দাবি, হজ ইস্যুতে অব্যবস্থাপনার নেপথ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অবহেলা বা দায়িত্বহীনতা রয়েছে। ফলে এসব জটিলতা তীব্র আকার ধারণ করছে।

এ ছাড়া মন্ত্রণালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মক্কা হজ মিশনের কিছু কর্মকর্তার অবহেলা বা দায়িত্বহীনতায় জটিলতা বেড়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সমস্যা সমাধানে হজ এজেন্সিকে হুমকি নয়, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে এ জটিলতা দ্রুত সমাধান হয়ে যাবে। এ সময় এজেন্সি মালিকরা হজ ব্যবস্থাপনার সকল প্রতিবন্ধকতা দ্রুত নিরসনের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে আট দফা দাবি জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশি সকল হাজির মিনার জোন নির্ধারণ করে ই-হজ সিস্টেমে আপডেট, ফাইনাল ফ্লাইট শিডিউল ঘোষণা ও অপারেটিং সকল এজেন্সির হজযাত্রী অনুপাতে টিকিট নিশ্চিত করা, অপারেটিং এজেন্সির মোনাজ্জেমদের জন্য মোনাজ্জেম ভিসার দ্রুত ব্যবস্থা করা অথবা মিশন ভিসা শুধু বাড়ি ভাড়ার কাজে ব্যবহারের ঘোষণা দিয়ে পরবর্তী সময়ে অন্যান্য বছরের ন্যায় মোনাজ্জেমদের জন্য বারকোড ভিসার বিষয়টি নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আল কাবা হজ এজেন্সির এইচ এম বরকতউল্লাহ, এম সেতারা ট্রেডের সেলিম হোসেন আজাদী, মহসিন উদ্দীন, মাসুদুর রহমান প্রমুখ।

২০২৪ সালে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন এজেন্সির মালিকরা। সময়মতো মুনাজ্জিম ভিসা না পাওয়া ও মক্কায় ...
24/04/2024

২০২৪ সালে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন এজেন্সির মালিকরা। সময়মতো মুনাজ্জিম ভিসা না পাওয়া ও মক্কায় বাংলাদেশ হজ মিশনের ব্যর্থতার জন্য এমন আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ২০২৪ সালের হজ ব্যবস্থাপনার সব প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনায় আয়োজিত সংবাদ সম্মেলনে ‘অপারেটিং হজ এজেন্সির মালিকরা’ এ আশঙ্কা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে আল কুতুব হজ ট্রাভেলসের মালিক হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘ সাধনার ফসল সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় এবার অভাবনীয় কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। আমাদের মনে হচ্ছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মক্কা হজ মিশনের কিছু কর্মকর্তার অবহেলা বা দায়িত্বহীনতার ফলে এসব জটিলতা তীব্র আকার ধারণ করছে। এগুলোর দ্রুত সমাধান না হলে এবারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা প্রবল হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। যার জন্য বাধ্য হয়ে আমরা আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি বলেন, চলতি বছরের গত ১৮ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ্জ-১ শাখা হতে সৌদি সরকারের একটি চিঠির বরাতে জানানো হয়, আগামী ২৯ এপ্রিল হজ্জযাত্রীদের ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। চিঠিতে আরও জানানো হয়, ২৯ এপ্রিলের মধ্যে আবশ্যিকভাবে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে হবে। এজেন্সির অবহেলার কারণে হজ্জযাত্রীদের হজে গমন অনিশ্চিত হলে সেই এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই উল্লেখিত সময়ের মধ্যে সব চুক্তি স্বাক্ষর করতে হবে।

তিনি আরও বলেন, অধিকাংশ এজেন্সি এখন পর্যন্ত হজের আনুষঙ্গিক কাজকর্ম সম্পাদন করতে পারেনি, এ কারণে হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

তাছাড়া এজেন্সি মালিকদের ভিসা জটিলতার কারণে মালিকরা সৌদি গমন করতে পারেননি এবং এখনো সৌদি অ্যাকাউন্টে টাকা জমা করা হয়নি। সৌদিতে বাড়িভাড়া করা হয়নি এবং ২০ এপ্রিলের মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে টিকা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল, সেই টিকা এখনো কোনো হাসপাতালে পৌঁছায়নি। এতকিছু বাকি থাকার পর ২৯ এপ্রিল ভিসা বন্ধ হয়ে যাবে বলে সার্কুলার দেওয়া হয়, যা সম্পূর্ণ অসম্ভব। হজযাত্রীদের অনুষঙ্গিক সবকিছু সম্পাদন করার জন্য মক্কা হজ মিশন ও ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের সঙ্গে বিষয়গুলো নিষ্পত্তি করতে না পারলে হজযাত্রা অনিশ্চিত হয়ে যাবে।

এ সময় তিনি সুষ্ঠু হজ ব্যবস্থপনার বৃহত্তর স্বার্থে হজ ব্যবস্থাপনার সব প্রতিবন্ধকতা দ্রুত নিরসনের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে সরকারের প্রতি আট দফা দাবি তুলে ধরেন।

22/04/2024

হজ্জের আগে ওমরাহর চিন্তা বাদ দিন, গতকাল ভিসার রেট ৩৮০০০+

চলতি বছরের হজের আর বেশিদিন বাকি না থাকলেও এখনো সৌদি আরবে বাড়ি ভাড়া করতে পারেননি বেসরকারি এজেন্সি মালিকরা। মূলত ভিসা জটিল...
20/04/2024

চলতি বছরের হজের আর বেশিদিন বাকি না থাকলেও এখনো সৌদি আরবে বাড়ি ভাড়া করতে পারেননি বেসরকারি এজেন্সি মালিকরা। মূলত ভিসা জটিলতার কারণে সৌদি যেতে না পারায় বাড়ি ভাড়া করা যায়নি বলে জানিয়েছেন তারা। এ জন্য মালিক বা তাদের প্রতিনিধিদের (মোনাজ্জেম) জন্য তিন মাস থেকে ছয় মাসের মাল্টিপল ভিসা দেয়ার দাবি জানিয়েছে হাব। তবে ধর্মমন্ত্রণালয় এজেন্সি মালিক বা প্রতিনিধিদের 'মোনাজ্জেম ভিসা'র পরিবর্তে 'বিজনেস ভিসা' নেয়ার আহ্বান জানিয়েছে। এ ভিসা নিতে রাজি হলেও তা কাঙ্ক্ষিত সংখ্যায় পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে হাব। ফলে এ নিয়ে জটিলতা এখনো কাটেনি। এ দিকে ৩৫টি হজ এজেন্সি এখন পর্যন্ত সৌদি পর্বের খরচের টাকা না দেয়ায় তাদেরকে শোকজ করেছে ধর্মমন্ত্রণালয়। এ ছাড়া আগামী ২৯ এপ্রিলের মধ্যে সব এজেন্সিকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সরকার। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ জন্য দুই মাসেরও কম সময় বাকি আছে। তবে এখনো সৌদি আরবে বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি বেসরকারি এজেন্সিগুলো।

এ কারণে হজযাত্রীদের আবাসন নিয়ে এখনো সঙ্কট কাটেনি। এমন প্রেক্ষাপটে গত ১৬ এপ্রিল হাব আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম অভিযোগ করেন, ধর্ম মন্ত্রণালয়ের কারণে এখনো সৌদি আরবে বাড়ি ভাড়া করা সম্ভব হয়নি। হজযাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এজেন্সির প্রতিনিধিদের সৌদিতে যেতে হয়। প্রতি বছর তাদের মাল্টিপল ভিজিট ভিসা দেয়া হয়ে থাকে। পরিচালক হজ অফিসের নির্দেশনা অনুযায়ী এজেন্সিগুলো পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিজিট ভিসার জন্য অপেক্ষা করছে। কিন্তু ধর্ম মন্ত্রণালয় এখনো হজ এজেন্সির প্রতিনিধিদের ভিজিট ভিসার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। তারা সৌদি আরবে না গেলে বাড়ি ভাড়া সম্পন্ন করা সম্ভব হবে না।

এজেন্সির প্রতিনিধি ছাড়া বাড়ি ভাড়া করা যাবে না এবং বাড়ি ভাড়া করা না গেলে হজ ভিসা করা যাবে না। এ সময় তিনি আরো অভিযোগ করেন, ধর্ম মন্ত্রণালয় মোনাজ্জেমদের ওমরাহ ভিসায় যেতে বলছে, কিন্তু এখন ওমরাহ ভিসাও বন্ধ হয়ে গেছে। হজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য মোনাজ্জেমদের তিন মাস থেকে ছয় মাসের মাল্টিপল ভিসা দেয়ার দাবি জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ধর্মমন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকাস্থ রাজকীয় সৌদি দূতাবাস তাদের জানিয়েছে সৌদি আরবে বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক কাজের জন্য হজ এজেন্সি মালিকদের 'মোনাজ্জেম ভিসা'র পরিবর্তে 'বিজনেস ভিসা' দিচ্ছে। এ ভিসা সংগ্রহ করার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলছে- যদি কোনো সমস্যা হয় তা হলে বিষয়টি তাদেরকে জানাতে হবে।

তবে হাব বলছে ভিন্ন কথা। সংগঠনটির সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম গতকাল নয়া দিগন্তকে বলেন, যেটি 'মোনাজ্জেম ভিসা' সেটিই 'বিজনেস ভিসা'।

ধর্মমন্ত্রণালয় বুঝতে ভুল করছে। আমাদেরকে বিজনেস ভিসা দিলেও হবে। কিন্তু মন্ত্রণালয় যে বলছে সৌদি দূতাবাস বিজনেস ভিসা দিচ্ছে সেটিও সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। ৪০ জন আবেদন করলে হয়তো একজনকে দিচ্ছে। তাহলে সবাই কিভাবে যাবে? ধর্মমন্ত্রণালয় এজেন্সি মালিকদের কাছ থেকে পাসপোর্ট, কাগজপত্র ও টাকা নিয়ে 'বিজনেস ভিসা' করে দিক। তাহলে আর কোনো সমস্যা থাকেনা। এ বিষয়ে হাবের পক্ষ থেকে ধর্মমন্ত্রণালয়ে চিঠি দেয়া হচ্ছে।

৩৫ এজেন্সিকে শোকজ: এ বছর মোট ২৫৯টি লিড এজেন্সির মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে যাবেন। এসব এজেন্সির কাছ থেকে প্রথমে হজের নিবন্ধনের জন্য হাজী প্রতি দেড় লাখ টাকা করে নেয়া হয়। কিন্তু বারবার তাগাদা দেয়ার পরও ৩৫টি এজেন্সি বাকি টাকা পরিশোধ করেনি। ফলে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে হজের সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা যায়নি। এতে অনেকের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ জন্য ওই সব এজেন্সিকে শোকজ করেছে ধর্মমন্ত্রণালয়। তাদেরকে আগামীকাল রোববারের মধ্যে টাকা পরিশোধ ও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দেয়ার বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে ধর্মমন্ত্রণালয়।

২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশ: বাংলাদেশ থেকে এ বছর মোট ৮৩ হাজার ১৭৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় যাবেন চার হাজার ২৮৩ জন। মোট ২৫৯টি লিড এজেন্সিকে এসব হজযাত্রীর সেবায় নিয়োজিত করা হয়েছে। ধর্মমন্ত্রণালয় জানিয়েছে, সৌদির রোডম্যাপ অনুযায়ী আগামী ২৯ এপ্রিল হজযাত্রীদের ভিসা দেয়া বন্ধ হয়ে যাবে। এ জন্য এ সময়ের মধ্যেই বাড়ি বা হোটেল ভাড়া ও যাতায়াতের জন্য বাস কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন করে ভিসা কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

হজযাত্রীর কোটা, সৌদি পর্বের খরচ ও ভিসা নিয়ে জটিলতা।সৌদি সরকার চলতি বছর প্রথমবারের মতো বাংলাদেশের একটি হজ এজেন্সির জন্য স...
20/04/2024

হজযাত্রীর কোটা, সৌদি পর্বের খরচ ও ভিসা নিয়ে জটিলতা।

সৌদি সরকার চলতি বছর প্রথমবারের মতো বাংলাদেশের একটি হজ এজেন্সির জন্য সর্বনিম্ন ২৫০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করে দিয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের সৌদি আরব পর্বের খরচের পুরো টাকা ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়েছে। কিন্তু সৌদি পর্বের খরচের পুরো টাকা একসঙ্গে জমা দিতে পারেনি কোনো হজ এজেন্সি। আবার যে টাকা জমা দেওয়া হয়েছে, সে টাকাও বাড়ি ভাড়ার জন্য যথাসময়ে হজ এজেন্সির আইবিএএন হিসাবে জমা হয়নি।
পাশাপাশি বেশির ভাগ হজ এজেন্সি যেমন ২৫০ জন হজযাত্রী নিবন্ধন করতে পারেনি, একইভাবে এবার মোনাজ্জেম ভিসাও পাওয়া যায়নি। ফলে এবারের হজযাত্রা নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের সংকট। এ নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর মধ্যে দেখা দিয়েছে বিরোধ। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) গত মঙ্গলবার রাতে এ নিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছে।
ধর্ম মন্ত্রণালয় ও হাব সূত্রে জানা গেছে, এবারই প্রথম হজযাত্রীদের সৌদি পর্বের খরচের পুরো টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবে পাঠাচ্ছে। এরপর ওই টাকা সৌদি সরকার সৌদি রিয়ালে প্রতিটি এজেন্সির আইবিএএন হিসাবে স্থানান্তর করবে। তবে এ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। চলতি বছরের জন্য বেসরকারি পর্যায়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে।

একটি প্যাকেজে (সাধারণ) খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। অন্য প্যাকেজে (বিশেষ) খরচ ধরা হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। এর মধ্যে সৌদি আরব পর্বে বাড়িভাড়া, পরিবহন, মুয়াল্লিম ফি, খাওয়া ও অন্যান্য চার্জ বাবদ প্রথম প্যাকেজে খরচ ধরা হয়েছে তিন লাখ ৭৫ হাজার ৬৫৭ টাকা। দ্বিতীয় প্যাকেজে এটি চার লাখ ৭৯ হাজার ৭৪০ টাকা। সৌদি পর্বের খরচের এই পুরো টাকা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছে সৌদি সরকার।
চলতি বছর ২৫৯টি হজ এজেন্সি হজযাত্রী পাঠাতে সৌদি ই-হজ সিস্টেমে নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ধর্ম মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ৩৫টি এজেন্সিকে চিঠি দিয়ে বলেছে, সৌদি পর্বের খরচ নির্বাহ করতে এসব এজেন্সি যে পরিমাণ টাকা জমা দিয়েছে তাতে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে হজের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করা যাচ্ছে না। এতে হজযাত্রীদের সৌদি আরব গমন অনিশ্চত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একইভাবে ৯৪টি এজেন্সিকে গত ৩ এপ্রিল চিঠি দেওয়া হয়েছে।
এদিকে গত ১০ মার্চ হাবের পক্ষ থেকে ধর্মমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ঢাকায় হজ এজেন্সিগুলো টাকা জমা করেছে। সে টাকা সৌদি রিয়ালে গত ২৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর কথা। কিন্তু সৌদি আরবের হজ এজেন্সির আইবিএএন হিসাবে কোনো রিয়াল জমা হয়নি। এতে নির্দিষ্ট সময়ে বাড়িভাড়া ও মুয়াল্লিম নির্বাচন করতে না পারলে হজ ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হতে পারে।
জমা হয়নি সৌদি পর্বের খরচের পুরো টাকা
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের হজে সৌদি পর্বের খরচের জন্য প্রায় দুই হাজার ৯০০ কোটি টাকা পাঠানো প্রয়োজন। কিন্তু অর্ধেকের বেশি টাকা এখনো জমা হয়নি। ফলে যেসব এজেন্সি এখনো টাকা জমা করতে পারেনি তাদের ২১ এপ্রিলের মধ্যে আবশ্যিকভাবে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘সৌদি পর্বের খরচের টাকা জমা দিতে এজেন্সিগুলোর সঙ্গে ছয়বার বৈঠক করেছি, বহুবার চিঠিও দিয়েছি। এরপরও পুরো টাকা জমা দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘মোনাজ্জেম ভিসার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সৌদি সরকার এ বছর মোনাজ্জেম ভিসা দেয়নি। ফলে এজেন্সিগুলো তাদের ওমরাহ ভিসার মাধ্যমে বাড়িভাড়া করছে।’
আবেদন করেও ভিসা পায়নি এজেন্সিগুলো
গত ২৫ ফেব্রুয়ারি মোনাজ্জেম ভিসার জন্য সংযুক্ত কাগজপত্র সত্যায়নসহ আবেদনের বিষয়ে প্রতিটি এজেন্সিকে চিঠি দেয় ঢাকার আশকোনা হজ অফিস। এরপর হজ এজেন্সিগুলো মোনাজ্জেম ভিসার জন্য কাগজপত্র সত্যায়নসহ অন্য প্রক্রিয়া সম্পন্ন করে ভিসার অপেক্ষায় আছে।
হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম কালের কণ্ঠকে বলেন, ‘এজেন্সির মোনাজ্জেমরা সৌদি আরবে না যাওয়ায় সব কার্যক্রম এখনো চূড়ান্ত করা যায়নি। বিগত বছরের মতো অপারেটিং এজেন্সির মোনাজ্জেমদের মাল্টিপল ভিজিট ভিসা ইস্যুর ব্যবস্থা করা জরুরি।’
তিনি বলেন, ‘হজযাত্রীদের সৌদি পর্বের খরচের টাকা সেন্ট্রালি নেওয়া হলে মক্কা হজ মিশনে জনবল বাড়াতে হবে। জনবল না বাড়িয়ে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে টাকা নেওয়ায় হজ এজেন্সির আইবিএএন হিসাবে সৌদি রিয়াল যথাসময়ে জমা হচ্ছে না। এ ছাড়া হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে প্রতি এজেন্সির জন্য ১০০ জন্য হাজি নির্ধারণ করতে হবে।’
লিড এজেন্সি নিয়ে জটিলতা
সৌদি সরকার চলতি বছরের হজের জন্য বাংলাদেশসহ সব দেশের হজ এজেন্সির সর্বনিম্ন কোটা প্রথমে দুই হাজার জন নির্ধারণ করে। পরে বাংলাদেশের হজ এজেন্সির জন্য সর্বনিম্ন ২৫০ জন এবং অন্য দেশের এজেন্সির জন্য ৫০০ নির্ধারণ করা হয়। তবে বাংলাদেশের বেশির ভাগ এজেন্সি ২৫০ জন হজযাত্রী নিবন্ধন করতে পারেনি।
কক্সবাজার ওভারসিজ এজেন্সির মালিক মোহাম্মদ হোসাইন কালের কণ্ঠকে বলেন, ‘আগে সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা ছিল ১০০ জন। এবার ২৫০ জন করায় অনেক সমস্যা হচ্ছে। আমার ১৪০ জন হজযাত্রী ছিল, পরে অন্য এজেন্সিকে সঙ্গে নিয়ে ২৫০ জন করা হয়েছে। তবে একসঙ্গে একাধিক এজেন্সির কাজ করা অনেক কঠিন। আর মোনাজ্জেম ভিসা না পাওয়ায় ঠিকমতো বাড়িভাড়া করতে পারছি না।’

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার কালের কণ্ঠকে বলেন, ‘সৌদি সরকার বেশি হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রী নিতে চাচ্ছে না। যোগাযোগসহ নানা সুবিধার জন্য তারা কমসংখ্যক এজেন্সির মাধ্যমে হজযাত্রী পাঠাতে বলেছে। আগামী বছর হজযাত্রীর সংখ্যা আরো বাড়াতে পারে। এতে কোনো সমস্যা হবে না। অনেক এজেন্সির বেশিসংখ্যক হজযাত্রীকে সেবা দেওয়ার অভিজ্ঞতা আছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত ১০টি হজ এজেন্সির স্বত্বাধিকারীরা জানান, অনেক হজ এজেন্সি শুধু হজযাত্রী পাঠায়। এ কারণে লিড এজেন্সিকে হজযাত্রীর জমা টাকা নিতে নানা ধরনের ঝামেলায় পড়তে হয়। কোনো এজেন্সি যথাসময়ে টাকা না দিলে হজযাত্রীরাও বিড়ম্বনার শিকার হন। চলতি বছর যেহেতু অনেক বেশি হজ এজেন্সির দায়িত্ব কয়েকটি এজেন্সিকে নিতে হয়েছে, তাই এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়কে সঠিকভাবে তদারকি করতে হবে।

ভিসার আবেদন করেননি ৮০ শতাংশ হজযাত্রী

চলতি বছর হজে যেতে বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন হজযাত্রী। এর মধ্যে ভিসার জন্য আবেদন করেছেন মাত্র ১৬ হাজার। ৬২ হাজার ৮৯৫ জন বা ৮০ শতাংশ হজযাত্রী এখনো ভিসার জন্য আবেদন করেননি। যদিও ভিসা আবেদনের শেষ সময় ২৯ এপ্রিল। অন্যদিকে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ২৮৩ জন। সৌদি আরব চলতি বছর বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮টি কোটা নির্ধারণ করে দেয়।

Address

রাজ্জাক প্লাজা , ইসলামি ব্যাংকের উপরে (৩য় তলা), ২নং খলিফা পট্টি, সিরাজগঞ্জ।
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Air Connection International Hajj and Umrah Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Air Connection International Hajj and Umrah Agency:

Videos

Share

Category


Other Travel Companies in Dhaka

Show All