19/12/2020
আগামীকাল ২০ ডিসেম্বর ২০২০ রোজ রবি বার শুভ উদ্বোধন হতে যাচ্ছে "এম ভি বে ওয়ান" জাহাজ টি। জাহাজ টি কক্সবাজার থেকে সেন্টমার্টিন সাগর পথে চলাচল করবে নিয়মিত।
কর্নফুলী শিপ বিল্ডার্স লিমিটেড কর্তৃক বিদেশ হতে আনীত "বে ওয়ান ক্রুজ শীপ" এর প্রথম সমুদ্র যাত্রা উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর ২০২০ রোজ রবিবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
জনাব মোঃ মাহবুব আলী, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়।
জনাব আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য, কক্সবাজার ২।
জনাব সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য, কক্সবাজার ৩।
জনাব হেলালুদ্দীন আহমদ, সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
কমোডর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিন, সিপিসসিএম, এনডিসি, পিএসসি, বি এন, মহাপরিচালক, নৌ পরিবহন অধিদপ্তর।
কমোডর গোলাম সাদেক, চেয়ারম্যান, বি আই ডব্লিও টিএ , এনজিপি, এনডিসি, পিএসসি,বি এন।
জনাব কামাল হোসেন, জেলা প্রশাসক, কক্সবাজার।
জনাব মুজিবুর রহমান, মেয়র, কক্সবাজার পৌরসভা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২০, রোজ রবিবার।
যাত্রা স্থান ঃ ওয়াটার বাস টার্মিনাল, পতেঙ্গা, চট্টগ্রাম।
গন্তব্যঃ উদ্বোধনী গন্তব্য, কক্সবাজার।
উল্লেখ্য, এম ভি বে ওয়ান জাহাজ টির দৈর্ঘ্য ৪০০ ফুট ও প্রস্থ ৫৫ ফুট। জাহাজ টির গ্রস টনেজ ৫০১৯, জাহাজ টিতে মোট ১১২০০ বি এইচ পি সম্পন্ন মেইন প্রপালেশন ইঞ্জিন রয়েছে। যার দ্বারা জাহাজ টি প্রতি ঘন্টায় ২৪ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। উত্তাল সমুদ্র মোকাবেলায় জাহাজ টিতে ফিন স্ট্যাবিলাইজার সংযুক্ত আছে। প্রায় ২০০০ জন যাত্রী ধারন ক্ষমতা সম্পন্ন জাহাজ টিতে অপারেটিং ক্রু রয়েছে ১৭ জন। যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে ১৫০ জন ক্রু। জাহাজ টিতে সাচ্ছন্দময় ভ্রমন, রাত্রি যাপন ও বিভিন্ন স্বাদ এর খাবার পরিবেশন এর ব্যাবস্থা আছে। সূত্র: কর্ণফুলী শিপ বিল্ডার্স লি: কর্তৃপক্ষ।