আমাদের আর একজন ক্লায়েন্ট শুভ্র মোদক, গত ৯ এপ্রিল রোমনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, এবং ৯ই এপ্রিল রাতে তার কোম্পানি তাকে রিসিভ করে নিয়ে যাই, সে তার কোম্পানিতে আছে এবং অনেক ভালো আছে, সবাই তার জন্য ও আমাদের কোম্পানির জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
আমাদের একজন ক্লায়েন্ট, বাবুল মিয়া গত ৯ তারিখে রোমানিয়ার উদ্দেশ্য সকালে রওনা হয়েছিল, এবং সুন্দরভাবে রোমানিয়া পৌঁছিয়েছে, এবং সে অনেক খুশি সে একজন গাড়ির প্রিন্টার, এবং তার বসতাকে পেয়ে অনেক খুশি, সবাই তার এবং আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
শুভকামনা রইল সজীবের জন্য, সবাই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন আমাদের প্রতিষ্ঠান যেন ভালোভাবে সামনের দিকে আগাতে পারে।
শুভকামনা রইল পিয়াসের জন্য, আসলে আমরা যথা সময়ে এই পোস্টগুলা দিতে পারি নাই, আমাদের নিজেদের কিছু সমস্যার কারণে, সবাই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
কিছু কথা বলতে চাচ্ছি, যদিও অপ্রিয় হলে সত্য, আমাদের প্রতিষ্ঠানের কাছে যারা ফাইল দিয়েছেন, আমরা সর্বদাই চেষ্টা করি সবার কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, একসঙ্গে অনেকে ফাইল দেন একসঙ্গে যাবেন বলে, কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা যায় আপনার বন্ধুর হয়েছে আপনার হয় নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের হাতে সব কাজটা থাকে না, আমরা পরনির্ভরশীল একটা বিজনেস করে থাকি, তাতে করে কেউ কখনো কষ্ট পাবেন না। আমরা সর্বদাই চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানের ভালো কিছু করার জন্য। ইতিমধ্যে অনেকেই আমাদের প্রতি ক্ষিপ্ত,যে আমরা একটা পাইল প্রসেস করতে অনেক সময় নেই। আসলেই আমরা যখন ফাইলটা সেন্ড করি রোমানিয়া লোকাল এজেন্সির কাছে, তাদেরকে আমরা যথাসাধ্য টাকাাও পেমেন্ট করে থাকি, অনেক সময় পারমিট নেওয়ার সময় পারমিট ক্যান্সেল হয়ে যায়lআবার নতুন করে আমরা জমা দেই,সেখানে দেখা
আজ আমাদের একজন কর্মী রোমানিয়া রিসিভ হয়েছে হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
শুভকামনা রইল শিশির আহমেদের জন্য।
শুভকামনা রইল আবুবকরের জন্য।
শুভকামনা রইল আনোয়ার হোসেনের জন্য।
সবাই আরফিন আলমের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
@@@@ শুভকামনা মেহেদোল হাসান হৃদয় @@@@
*******শুভকামনা রইল মুহিবুর রহমান******4