My Tours Limited.

My Tours Limited. Tour Operator of Dhaka, Bangladesh Tour Operators, Tourism Promoters

16/06/2024
12/06/2024
ভুটান ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য
22/05/2024

ভুটান ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য

Cox’s Bazar...
13/05/2024

Cox’s Bazar...

Visit sylhet, Bangladesh.....
06/05/2024

Visit sylhet, Bangladesh.....

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস
26/03/2024

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস

Tour Operator Association of Bangladesh (TOAB) কর্তৃক আয়োজিত বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা 12th Biman Bang...
29/01/2024

Tour Operator Association of Bangladesh (TOAB) কর্তৃক আয়োজিত বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা 12th Biman Bangladesh Travel and Tourism Fair (BTTF) 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ০১,০২, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার আগারগাঁও, ঢাকায়। আপনারা সবাই সপরিবারে আমন্ত্রিত।
TOAB BTTF - https://bttf.net.bd/
iOS App - https://apps.apple.com/ua/app/toab-bt...
Android App - https://play.google.com/store/apps/de....
Bangladesh Travel and Tourism Fair - BTTF &tourism

ছবি: আরিফুর রহমান
15/12/2023

ছবি: আরিফুর রহমান

14/11/2023

'কক্সবাজার রেলস্টেশন ডিজাইন করার সময় একটা অনুপ্রেরণা নিয়েছি। ঝিনুক ও শামুকের গঠনটা বাহিরে থাকে, আর বাকি শরীরের অংশটুকু ভেতরে আবৃত থাকে। আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে পুরো রেলস্টেশনটাকে একটা ছাউনি দিয়ে ঢেকে দিয়েছি।'
---কক্সবাজার আইকনিক স্টেশনের স্থপতি মো. ফয়েজ উল্লাহ।

কক্সবাজার সমুদ্রসৈকতের কাছাকাছি নির্মিত হয়েছে দেশের প্রথম এবং এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন। ঝিনুকের আদলে গড়ে তোলা হয়েছে এর অবকাঠামো। এখানে রয়েছে তারকা মানের হোটেল, শপিংমল, কনভেনশন সেন্টার, রেস্টুরেন্ট, শিশু যত্নকেন্দ্র, লাগেজ রাখার লকারসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। এরই মধ্যে রেলস্টেশনটি বিদেশিদের প্রশংসা কুড়িয়েছে।

10/11/2023

জাতীয় জাদুঘর

জাতীয় জাদুঘর বাংলাদেশের যুগ যুগ ধরে বেড়ে উঠার সমস্ত স্মৃতি চিহ্ন ধারাবাহিকতার সাথে আগলে রেখে চলেছে। ১৯১৩ সালে ঢাকা মেডিকেল কলেজের একটি কক্ষে ঢাকা জাদুঘর নামে পথ চলা শুরু করে আজকের এই জাতীয় জাদুঘর। তৎকালীন বাংলার গভর্নর লর্ড কার মাইকেল ঢাকা যাদুঘরের উদ্বোধন করেন। ১৯৮৩ সালে ঢাকা জাদুঘরের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জাতীয় জাদুঘর। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরটি ঢাকার শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত। প্রায় ২০,০০০ বর্গমিটারের চারতলা এই ভবনের ৪৬টি গ্যালারিতে রয়েছে প্রায় ৮৩ হাজারের বেশি নিদর্শন। দক্ষিণ এশীয় দেশের মধ্যে এটি সর্ববৃহৎ জাদুঘর।

কি দেখবেন

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার প্রতিটি ধাপের সঙ্গে পরিচিত হবার জন্যে জাতীয় জাদুঘর বিশেষ ভূমিকা রাখে। বিশেষ করে নতুন প্রজন্ম আমাদের দেশের ইতিহাস ও ঐতিহ্য পরিচিত হবার জন্যে জাতীয় জাদুঘরে যাওয়া উচিত। বাংলাদেশ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য শিক্ষাভ্রমণের এক উপযুক্ত স্থান হতে পারে বাংলাদেশ জাদুঘর। প্রবেশ তোরণের ভেতর দিয়ে এগুলেই মূল জাদুঘর ভবন দেখতে পাওয়া যায়। মূল ভবনের প্রবেশ দরজার দুপাশে দুটি সুসজ্জিত কামান রয়েছে। আর ভবনের ভেতরে রয়েছে নান্দনিক নভেরা ভাস্কর্য। মূল ভবনের নিচতলায় রয়েছে কয়েকটি খাবারের দোকান, শুভেচ্ছা স্মারক বিপণি এবং ব্যাগ রাখার স্থান। সিঁড়ি দিয়ে উপরে উঠতে প্রতিটি তলাতেই পাবেন গ্যালারি নির্দেশক। নির্দেশকের মাধ্যমে জানতে পারবেন এই জাদুঘরে কোথায় কি রয়েছে।

জাদুঘরের প্রথম তলাটি সাজানো হয়েছে বাংলাদেশের সবকিছু দিয়ে। পুরো বাংলাদেশটিই তুলে ধরা হয়েছে। বাংলাদেশের মানচিত্র দিয়ে শুরু হওয়া এই তলাতে আরো দেখতে পাবেন বাংলাদেশের গাছপালা, প্রাণী, সুন্দরবন, উপজাতীদের জীবনধারা, খনিজ শিলা, ভাস্কর্য, মুদ্রা এবং প্রাচীন যুগের নানাবিধ ভাস্কর্যের। ভবনটির দ্বিতীয় তলায় দেখতে পাবেন বাংলাদেশের সভ্যতা ও ইতিহাসের ক্রমবিবর্তন। বিভিন্ন সময়ের অস্ত্র, বাদ্যযন্ত্র, চীনামাটির হস্তশিল্প, কুটিরশিল্প, পাণ্ডুলিপি, সমকালীন শিল্পকলা এবং বাংলাদেশের নানাবিধ ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছে এই তলা। ভবনের তৃতীয় তলায় রয়েছে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির প্রতিকৃতি, চিত্রকর্ম ও বিশ্বসভ্যতার নানা নিদর্শন।

পরিদর্শনের সময়সূচী

শুধুমাত্র প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও সরকারির ছুটির দিন জাতীয় জাদুঘর বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই জাদুঘর খোলা থাকে। তবে কাল ও মাস ভেদে এখানে পরিদর্শনের সময়সূচি কিছুটা পরিবর্তিত হয়। এছাড়া বিশেষ দিন গুলো যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারী, পহেলা বৈশাখ এইসব দিন গুলোতে জাদুঘর দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত থাকে।

এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মকালে জাতীয় জাদুঘর সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।

অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত অর্থাৎ শীতকালে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জাতীয় জাদুঘর খোলা থাকে।

রমজান মাসে বৃহঃস্পতি ও শুক্রবার জাদুঘর বন্ধ থাকে এবং এই সময় সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকে।

প্রবেশ টিকেট মূল্য

টিকেট কেটে জাদুঘরে প্রবেশ করতে হয়। মূল গেইটের পাশে টিকেট কাউন্টার রয়েছে। ৩ থেকে ১২ বছর পর্যন্ত বাচ্চাদের প্রবেশের জন্য টিকেটের মূল্য ১০ টাকা। ১২ বছরের উপর সকল দর্শনার্থীদের জন্য টিকেটের মূল্য ২০ টাকা। বিদেশী দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে ১০০ টাকা তবে শুধুমাত্র সার্কভুক্ত দেশের দর্শনার্থীরা ২০ টাকায় টিকিট কেটে জাতীয় জাদুঘরে প্রবেশ করতে পারবেন। এছাড়া বিভিন্ন জাতীয় দিবসগুলোতে শিশু ও ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশাধিকারের সুযোগ দেয়া হয়ে থাকে। বিদেশী দর্শনার্থীদের জন্যে আছে গাইডের ব্যবস্থা।

কীভাবে যাবেন
জাতীয় জাদুঘরের অবস্থান শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে। আপনি সিএনজি, প্রাইভেট কার অথবা শাহবাগ রুটে চলাচল করে এমন যে কোন বাসে করে চলে পারেন এখানে।

পরামর্শ
– জাদুঘরের ভেতরে ছবি তোলার নিয়ম নেই তাই সাথে ক্যামেরা নিয়ে প্রবেশ থেকে বিরত থাকুন।
– প্রয়োজন ছাড়া মোবাইল ফোন বন্ধ রাখুন।
– উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন।
– বাইরের খাবার বা পানি নিয়ে যাদুঘরের ভেতরে প্রবেশ করা যাবে না।
– শোকেসে রাখা নিদর্শনগুলোতে হাত দেয়া থেকে বিরত থাকুন।
– বিদেশি দর্শনার্থীদের সাথে ভালো ব্যবহার করুন।
পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা পেতে কল করুন টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বার +৮৮ ০১৩২০ ২২ ২২ ২২ বা +৮৮ ০১৮ ৮৭ ৮৭ ৮৭ ৮৭ এই নম্বরে।

09/11/2023
25/09/2023

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when My Tours Limited. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Tours Limited.:

Share

Category

Nearby travel agencies