Mulk Tours & Travels

Mulk Tours & Travels YOUR HAPPINESS IS OUR SATISFACTION

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা দিচ্ছি ১০০% ভিসা নিশ্চ্যতা ভিসা ঝামেলা ভুলে ভ্রমন আনন্দে ফোকাস করুন! আর দেশ ভ্রমনে আপনার ভ...
07/04/2024

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা দিচ্ছি ১০০% ভিসা নিশ্চ্যতা

ভিসা ঝামেলা ভুলে ভ্রমন আনন্দে ফোকাস করুন! আর দেশ ভ্রমনে আপনার ভিসার ঝামেলাহীন সহজ সমাধান দিচ্ছে Mulk Tours and travels!
আমাদের এক্সপার্ট ভিসা কনসালটেন্ট টিম দিচ্ছে সম্পূর্ণ হ্যাসেল ফ্রি ভিসার সহজ সমাধান। ফিলিপাইন, মায়ানমারসহ সিঙ্গেল কিংবা মাল্টিপল ভিসা, টুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসা সহ পৃথিবীর যে কোন প্রান্তে যেতে এখনই Mulk Tours and travels এর সাথে যোগাযোগ করুন:
☎ 01812033129
📞 WhatsApp: +880 01812033129
🌐https://MulkToursandtravels.com/
📧[email protected]

**শর্ত প্রযোজ্য |

বিদেশে নিয়োগ বিজ্ঞপ্তি  জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনে কিছু সংখক  দক্ষ অটো মেকানিক পদে, ফিলিপাইনে  ওয়াই এম ওয়ান স্টপ কেয়...
20/01/2024

বিদেশে নিয়োগ বিজ্ঞপ্তি
জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনে কিছু সংখক দক্ষ অটো মেকানিক পদে, ফিলিপাইনে ওয়াই এম ওয়ান স্টপ কেয়ার এন্ড কার রিপেয়ার সার্ভিসেস কোম্পানিতে নিয়োগ করা হবে। ভিসা সংক্রান্ত সকল ডকুমেন্ট কোম্পানি সাপোর্ট করবে, আগ্রহী প্রার্থীরা পাসপোর্ট, এন আইডি ও করোনা ভ্যাকসিন সার্টিফিকেট সহ নিন্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

15/01/2024
ফিলিপাইনে আবাসন নির্মাণ এর জন্য ৫আবাসন কাজের জন্য  ৫ ক্যাটাগরির জনবল প্রয়োজন, আগ্রহী রা নিচের দেয়া নাম্বারে পাসপোর্টের ...
12/01/2024

ফিলিপাইনে আবাসন নির্মাণ এর জন্য ৫আবাসন কাজের জন্য ৫ ক্যাটাগরির জনবল প্রয়োজন, আগ্রহী রা নিচের দেয়া নাম্বারে পাসপোর্টের ফোটো কপি,এন আই ডি ,ও ৪ কপি সদ্য তোলা ছবি ২x ২ সাইজ ব্যাক গ্রাউন্ড সাদা হোয়াটস্যাপ নাম্বারে যোগাযোগ করেন।

WhatsApp Number +639391382566
[email protected]

 #ইন্ডিয়া ভিসা নিয়ে কনফিউজড?  তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেস করে থাকি।ইন...
23/12/2023

#ইন্ডিয়া ভিসা নিয়ে কনফিউজড? তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেস করে থাকি।
ইন্ডিয়া ভিসা প্রসেসিং সম্পর্কিত যেকোন সহায়তায় এখনই কল অথবা WhatsApp করুন নিম্নোক্ত নম্বরেঃ +639391382566 (WhatsApp)

আমাদের সেবাসমূহ :
ভ্রমন ভিসা, মেডিকেল ভিসা,এম্বাসী ফেসের জন্য ডাবল এন্ট্রি ভিসা,বিজনেস ভিসা ,এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা
#সহ সকল ক্যাটাগরির ভিসা প্রসেসিং এবং ভিসা সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতা করে থাকি। ভারতে প্রবেশের যেকোন ভিসা জন্য যােগাযােগ করুন।

ইন্ডিয়ান ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
# পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।
# ছবি ১কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।
# বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।
# ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ কপি।
# ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)।
# আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সে ভিসার কপি।
# ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।
# স্টুডেন্ট দের জন্য স্টুডেন্ট আইডি কার্ড।
# সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্কুল আইডি কার্ডের কপি।
# আগের ডাক্তারের প্রেসক্রিপশন/ মেডিকেল রিপোর্ট (মেডিকেল ভিসার জন্য) |

@ প্রসেসিং: ১ থেকে ২ দিন।
@ ভিসা পেতে সময়ঃ 10 থেকে 12 দিন।

যোগাযোগের ঠিকানাঃ
Call Now ☎️ +8801812033129
+8801568917659

OFFICE:
১৪২/এ আমিনবাগ ১ নং রোড, ডেমরা, ঢাকা -1362

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগ...
08/11/2023

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:
১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।
১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
১৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।

যারা থাইল্যান্ড যেতে চান, দেখে নেন থাইল্যান্ড ভিসা করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন
04/11/2023

যারা থাইল্যান্ড যেতে চান, দেখে নেন থাইল্যান্ড ভিসা করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন

দেশের বাইরে সস্তায় ও স্বল্প সময় হাতে নিয়ে ভ্রমণ করতে চাইলে ভারত সবার আগে। কিন্তু বিপত্তি বাধে ভিসা পেতে। সঠিক সময়ে ভিসা ...
03/11/2023

দেশের বাইরে সস্তায় ও স্বল্প সময় হাতে নিয়ে ভ্রমণ করতে চাইলে ভারত সবার আগে। কিন্তু বিপত্তি বাধে ভিসা পেতে। সঠিক সময়ে ভিসা না পাওয়া বা রিজেক্টের সম্মুখীন অনেককেই হতে হয়। যার অন্যতম কারণ সঠিকভাবে আবেদন না করা এবং ঠিকঠাক কাগজপত্র প্রদান না করা।

তাই সঠিক আবেদনের প্রক্রিয়া ও কাগজপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি।

যে ভুল করা যাবে না

ভিসার আবেদন করার তারিখের আগ থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদ থাকতে হবে আপনার মূল পাসপোর্টের।

পাসপোর্টে অন্তত দু’টি সাদা পাতা থাকতে হবে।

পাসপোর্টের অনুলিপি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে অবশ্যই নতুন ও পুরনো পাসপোর্ট জমা দিতে হবে।

এপ্লিকেশন অনলাইনের ফরমে দেওয়া নির্ধারিত স্থানে ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

একটি ২x২ (৩৫০x৩৫০ পিক্সেল) সাইজের রঙিন ছবি হতে হবে। ছবিটি যেন ৩ মাসের বেশি পুরনো না হয়।

ছবিতে যেন পুরো মুখ দেখা যায়। ছবির পিছনের অংশ সাদা হতে হবে।

আইভ্যাকের ওয়েবসাইট (www.ivacbd.com) থেকে অনলাইনে আবেদন করতে হবে।

যা যা জমা দিতে হবে

অনলাইনে আবেদনের ফর্মটি এ ফোর কাগজে প্রিন্ট দিয়ে নিতে হবে।

প্রিন্ট দেওয়া আবেদনপত্রে উপরের দিকে নির্ধারিত স্থানে ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। অনলাইনে আপলোডের জন্য যে নিয়ম বলা হয়েছে, ঠিক একই সাইজের ছবি প্রিন্ট করে এখানে লাগতে হবে।

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। আর যদি বয়স ১৮ বছরের নিচে হয়, তবে জন্মনিবন্ধনের অনুলিপি জমা দিতে হবে।

আবাসস্থলের প্রমাণপত্রের জন্য বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি জমা দিন। এখন অবশ্য অনেকের গ্যাস এবং বিদ্যুৎ বিল অনলাইনে হয়ে গিয়েছে। সেক্ষেত্রে স্মার্ট কার্ডটি দুই পাশের ফটোকপি দিতে পারেন। অথবা অনলাইন ট্রানজেকশন দিন।

পেশার প্রমাণপত্র হিসেব এনওসি দিতে হবে। তবে শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের অনুলিপি যুক্ত করতে হবে। আর অবসরপ্রাপ্ত ব্যক্তি সেই কাগজপত্র দিতে হবে। ব্যবসায় করলে বাণিজ্য সনদপত্র লাগবে।

আর্থিক সচ্ছলতার প্রমাণস্বরূপ ডলার এনডোর্সমেন্ট বা সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এখন ডুয়েল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ড এনডোর্সও দেখাতে পারেন।

সাক্ষাতের দিন আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সব পুরনো পাসপোর্ট জমা দিতে হবে। পুরনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।

ভিসার আবেদন দাখিল করতে পারবেন চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা বিভাগের আইভ্যাকে। এছাড়া ঢাকার আইভ্যাক যমুনা ফিউচার পার্কে ভিসার জন্য আবেদন করতে পারে। তবে ঢাকা বাইরে বসবাসকারীদের নিজেদের বিভাগের আইভ্যাকে আবেদনপত্র জমা দিতে হবে।

ভিসা ফি ও জমাদান

বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতীয় ভিসার জন্য আবেদন করতে কোন ভিসা ফি লাগবে না। তবে ভিসা প্রসেসিং ফি হিসেবে ৮০০ টাকা জমা দিতে হয়।

ভিসা ফি দিতে https://payment.ivacbd.com এই লিংকে প্রবেশ করতে হবে। সব তথ্য পূরণ শেষে অনলাইনেই পেমেন্ট করা যাবে। আপনার ডেবিট, ক্রেডিট, ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন।

Travel with us
02/11/2023

Travel with us

Address

142/A Aminbag, Demra
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Mulk Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mulk Tours & Travels:

Share

Category