Sourav The Traveller

Sourav The Traveller ভ্রমণ সহায়ক যেকোনো তথ্য উপস্থাপক।

সুন্দর সুনীল আকাশ,আকাশের বুকে  উড়ে বেড়ায় কতো পাখি।শহুরের বুকে জনস্রোত, যানজট,কোলাহল সবই আছে।জানি তুমিও আছো এই শহরেই।তবু ...
18/04/2024

সুন্দর সুনীল আকাশ,
আকাশের বুকে উড়ে বেড়ায় কতো পাখি।শহুরের বুকে জনস্রোত, যানজট,কোলাহল সবই আছে।জানি তুমিও আছো এই শহরেই।
তবু তোমারে দেখিনা.......

04/02/2024

হিমছড়ি, মিনি বান্দরবান, কক্সবাজার....

03/02/2024

সরিষা ফুল....

31/01/2024

মহানন্দার পাথরের স্পর্শে জীবিকা নির্বাহ করে হাজারো মানুষ...

শীতের মৌসুমে পানি আর বালির সঙ্গে বয়ে আসা নুড়ি পাথরের ওপর নির্ভর অর্ধ শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। মহানন্দার বরফগলা পানিতে সারাদিন ছোট, বড় এবং মাঝারি ধরনের নুড়ি পাথর সংগ্রহের করে শ্রমিকরা। মহানন্দার পাথরেই শ্রমিকদের জীবন-জীবিকা। তাদের জীবন মান উন্নয়নের পাশাপাশি দেশের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে মহানন্দার এই নুড়ি পাথর

19/01/2024

যা ভুল তা সবসময়ের জন্যই ভুল।
ভুল কখনো ফুল হয়না...
আমরা তবুও ভুল করি.........

এই যে শতকোটি মানুষের পৃথিবী, সর্বত্র কত মানুষের ঢল আর কোলাহল, কিন্তু,কিছু শব্দ শ্রোতাবিহীন,নিঃশেষ হয় দূর আকাশে যা সীমাহী...
15/01/2024

এই যে শতকোটি মানুষের পৃথিবী,
সর্বত্র কত মানুষের ঢল আর কোলাহল,
কিন্তু,কিছু শব্দ শ্রোতাবিহীন,
নিঃশেষ হয় দূর আকাশে যা সীমাহীন।

Dear Concern,কিছু না বলা কথা না হয়, না বলাই থাক......
10/12/2023

Dear Concern,
কিছু না বলা কথা না হয়, না বলাই থাক......

স্মৃতিময় কাপ্তাই।
29/11/2023

স্মৃতিময় কাপ্তাই।

14/11/2023

স্থান: রাতারগুল,সিলেট, বাংলাদেশ

07/11/2023

Beautiful Bangladesh...
Place:Matlab Uttar,Chandpur..

30/10/2023

প্রথম আলো থেকে নেওয়া গুরুত্বপূর্ণ ও যৌক্তিক লিখা।

কখন বুঝবেন আপনার প্রেমের অনুভূতি মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে?

১.
আপনি যতটা ভালোবাসেন, যেভাবে ভালোবাসেন, অপর পক্ষের কাছ থেকেও সেভাবেই আশা করেন। আপনি জোর করেই ভালোবাসা চান। সেই ফিরতি ভালোবাসা না পেলে যেকোনো কিছু করে ফেলতে পারেন আপনি। কিন্তু আপনি একজনকে ভালোবাসলেই সে-ও যে আপনাকেই ভালোবাসবে, এমন কোনো কথা নেই! এটা ধ্রুব সত্য, স্বাভাবিক। আপনি যত সহজে এটা মেনে নেবেন, ততই মঙ্গল।

আপনার যদি মনে হয়, ‘ও আমার হলো না, তাহলে ও অন্য কারও হতে পারবে না, অন্য কারও সঙ্গে সম্পর্কে যেতে পারবে না’ তাহলে আপনি মানসিকভাবে অসুস্থ! এ ক্ষেত্রে আপনি শাহরুখ খানের ‘এ দিল হ্যায় মুশকিল’ সিনেমার ডায়ালগটি মনে রাখতেই পারেন। শাহরুখ বলেন, ‘একতরফা প্রেম পৃথিবীর সবচেয়ে সুন্দর আর শক্তিশালী ব্যাপার। কেননা, আমার প্রেম আর দশটা প্রেমের মতো দুটো মানুষের ভেতর ভাগাভাগি হয়ে যায় না। এর ওপর কেবল আমার অধিকার। সাবাকে ভালোবাসার জন্য সাবাকে আমার কোনো প্রয়োজন নেই।’

২.
যখন আপনি আপনার ভালোবাসার মানুষটাকে ‘অতিরিক্ত অধিকার’ করার মাধ্যমে ভুলে যান যে সে একটা স্বাধীন ভিন্ন সত্তা। তখন আপনি খুশিমতো নিজের বানানো আইন তার ওপর চাপিয়ে দেন। অপর পক্ষকে মানসিক চাপে রাখেন। সম্পর্কে এটা খুবই অস্বাস্থ্যকর চর্চা।

অবশ্য হ্যাঁ, এ বিষয়টির অনেকটাই নিজেদের বোঝাপড়ার ওপর নির্ভর করে যে আপনি কতটুকু চাইতে পারবেন আর পারবেন না। তবে আপনি যদি নিজের ইচ্ছা অযৌক্তিক আর অন্যায়ভাবে জোর করে অন্যের ওপর চাপিয়ে দেন, সেটা অন্যায়। যেমন চাকরি করা যাবে না (আপনি চাকরিটা খুব করে করতে চান)।

বাইরে যাওয়া যাবে না (বাইরে দরকারি কাজেই যান)। লিপস্টিক কেন পরলে? লিপস্টিক দেওয়া আমার পছন্দ নয় (লিপস্টিক দিতে আপনার ভালো লাগে)। অথবা এই চাকরি আমার পছন্দ নয়, এটা বাদ দিয়ে অন্য কিছু করো (চাকরিটা হয়তো আপনার ভালো লাগে), কেন অমুক দাওয়াতে গেলে না (আপনার হয়তো এ ধরনের সোশ্যাল গ্যাদারিং পছন্দ নয়), চুলটা ছোট রাখবে (আপনার হয়তো চুল একটু বড় রাখা পছন্দ), এই পারফিউম ব্যবহার করবে (ওই পারফিউমের ঘ্রাণটা হয়তো আপনার পছন্দ নয়), অমুকের সঙ্গে মিশবে না, কেন বিয়ের পরও বন্ধুদের সঙ্গে আড্ডা (অফিস শেষে সামান্য সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হয়তো আপনার মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি) ইত্যাদি।

সুস্থ্য সুন্দর সম্পর্কের জন্য অপর পক্ষকে তাঁর মতো করেই গ্রহণ করা জরুরি। প্রতিটা মানুষের স্বাধীন সত্ত্বায় ব্যাঘাত ঘটানো যাবে না
সুস্থ্য সুন্দর সম্পর্কের জন্য অপর পক্ষকে তাঁর মতো করেই গ্রহণ করা জরুরি। প্রতিটা মানুষের স্বাধীন সত্ত্বায় ব্যাঘাত ঘটানো যাবে নাছবি: পেক্সেলস ডটকম
৩.
আপনার স্বামী বা স্ত্রীকে আপনি ক্রমাগত সন্দেহ করেন। তাঁর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফোনকল ক্রমাগত চেক করতে থাকেন। সে কোথায় গেল, কার সঙ্গে কথা বলল, কী বলল—এগুলোর ওপর নজরদারি রাখেন। কারও সঙ্গে কথা বললে আপনি সেটা সহ্য করতে পারেন না। তাঁকে নিজের আয়ত্তে রাখতে আপনি নানা বিধিনিষেধ চাপিয়ে দেন!

এই লক্ষ্মণ যদি নিজের মধ্যে দেখেন তবে বুঝে নিন আপনার ভালবাসা কেবলই প্রেম-ভালোবাসায় আটকে নেই, সেটা ‘অবসেসিভ লাভ ডিজঅর্ডার’-এ পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

লেখা-প্রথম আলো

16/10/2023
রাতারগুলে রোদের তীব্রতা।
07/10/2023

রাতারগুলে রোদের তীব্রতা।

Love yourself......
13/09/2023

Love yourself......

Daily Life...Daily Story.... That's an history.....
01/09/2023

Daily Life...
Daily Story....
That's an history.....

31/08/2023

Uazy0syhzoxryt0myszg0tyo0yzoyu0....

Zsytay0bzlesszed0dyaxlziya...

26/08/2023

The beauty of nature...
A part of Meghna river..
Place:Matlab Uttar,Chandpur

প্রাকৃতিক সৌন্দর্য...
মেঘনা নদীর একাংশ...
স্থানঃ মতলব উত্তর, চাঁদপুর

পাহাড়তলী, চট্টগ্রাম।
17/08/2023

পাহাড়তলী, চট্টগ্রাম।

Ones' more again...
11/08/2023

Ones' more again...

06/08/2023

Pure beauty of nature...

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
06/08/2023

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

Beautiful sky....
21/07/2023

Beautiful sky....

😍😍
14/07/2023

😍😍

জীবিকার তাগিদে দূরে থাকলেও মনটা যেয়ে থাকে নিজের শেকড়ে। আমাদের গ্রাম আমাদের ভালোবাসা।।
11/07/2023

জীবিকার তাগিদে দূরে থাকলেও মনটা যেয়ে থাকে নিজের শেকড়ে।
আমাদের গ্রাম আমাদের ভালোবাসা।।

30/06/2023

সংগ্রহকৃত:

কিছু রিলেশন ব্রেকাপের পরেও হয়ত আরও গভীর হয় #
তার সাথে ব্রেকাপ হয়েছে ২০১২ সালে সেই এইচ,এস,সি র সময়।তার পর থেকে ১১ বছর কোনদিন দেখা বা কথাও হয়নি।কেউ জানতাম ও না দুজনের কে কোথায়,কোন অবস্থায় আছি।শুধু জানতাম তার বিয়ে হয়েছে,কিন্তু কোথায় বা কার সাথে তাও অজানা।তার বাসা কোথায় সেটাও সিউর ছিলাম না।খুবই অল্প কিছুদিন তার সাথে পথ চলা ছিল।এই অল্প দিনেই সে আমার পুরো অস্তিত্বে মিশিয়ে ছিল।তার সরলতা,আবেগ,ভালবাসা দিয়ে সে আমাকে জয় করে নিয়েছিল।আমার সাথে সময় কাটানোর জন্য কত বাহানা করত।কিন্তু আমি বিভিন্নভাবে তা প্রতাখ্যান করতাম। আমার ভাল রেজাল্ট এর জন্য ওর অবদান অনেক।কিছুদিন ম্যাচের আশেপাশে দাঁড়ায় কথা বলেছি এই পর্যন্তই। তাকে টাচ ও করিনি কোনদিন।
একদিন সে বলল তার বাবা নাই।দুলাভাই তাড়াতাড়ি বিয়ে দিতে চায়।তখন ইন্টার পরিক্ষার্থী হয়ে বিয়ের রিস্ক নিতে চাইনি।কিন্তু ও জোর ও করেনি।একদিন তাকে সহজভাবেই বলে ফেললাম আমাদের মনে হয় দূরে থাকাটাই ভাল হয়।ব্যাস সব শেষ।কিন্তু তার জন্য সবসময় দোয়া করেছি।সে যেন ভাল থাকে সবসময়। অনেক সময় তাকে মনে পড়লে কষ্ট লাগে তাকে ঠকানো ঠিক হয়নি।
আজ হটাৎ তার সাথে দেখা।তার সাথে ৯ বছরের ছেলে বাচ্চা। দেখেই কেমন জানি অনুভব করলাম।ও কথা বলবে কিনা সেটাও ভাবছিলাম। কী যে বলে আবার?
সাহস করে ওকে বললাম বসো,তোমার সাথে কিছু কথা বলতে চাই।ওর বাচ্চাটাকে বুকে টেনে নিয়ে কথা বলতে থাকলাম ওর সাথে।ব্রেকাপের পর থেকে কি করল,বিয়ে কবে করল,কোথায় করল,হাসবেন্ড এসব নানা বিষয়ে।আমাকেও সেম কুয়েশ্চন করল।দুজনেই যেন মিশিয়ে গেলাম সেই ২০১২ সালে।দুজনের কারো কোন ক্ষোভ,রাগ, অভিযোগ, অভিমান নেই।ও এখনো অনেক ভালবাসে সেটা বুঝতে পেরেছি।আমি অসুস্থ শুনে সে রাগ করে বলল শরীরের কেয়ারটুকুও ত নিতে পারনা।
সে অকপটে বলে ফেলল, তোমার মত কাউকে এখনও ভালবাসতে পারিনি।আমার কোন উত্তর ছিলনা শুধু বল লাম, তোমার থেকে আমাকে কেউ বেশি সুখে রাখবে বা আমাকে বুঝতে পারবে তা কখনোই আমি ভাবিনা।

ওর হাসবেন্ড ওকে নিতে আসল।ভাইয়ার সাথে কথা বলে চলে আসলাম।বার বার মনে পড়ছে আমি যেন ২০১২ সালেই আছি।বাট কিছু যেন একটা শুন্যতাকে ডেকে আনছে।যেখানেই থাকো অনেক ভাল থেকো দোয়া থাকল তোমার জন্য। ভাল থাকুক তোমার মত ভাল মানুষগুলো।

02/06/2023

Oreo Smoke Biscuits in Bangladesh.

Address

Dhaka

Opening Hours

Thursday 09:00 - 15:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801828982297

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sourav The Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sourav The Traveller:

Videos

Share


Other Tourist Information Centers in Dhaka

Show All