Marvellous Bangladesh Holidays

Marvellous Bangladesh Holidays ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গী।
সেবা সম?
(6)

গত বছর রাজশাহী গিয়েছিলাম। সেবার সময় সুযোগ হয়নি। এবার দুজন বন্ধু গুড় পাঠানোর প্রস্থাব দিয়েছে। না বিলিনি কেউকে, একজন পাঠিয়...
17/12/2023

গত বছর রাজশাহী গিয়েছিলাম। সেবার সময় সুযোগ হয়নি। এবার দুজন বন্ধু গুড় পাঠানোর প্রস্থাব দিয়েছে। না বিলিনি কেউকে, একজন পাঠিয়েছে, অন্যজন পাঠাবে। তবে বড় চালান আসবে এই সপ্তাহের শেষে।
একেবারে ভেজাল মুক্ত কেমিক্যাল বিহীন রাজশাহীর পুটিয়ার খেজুরের গুড়।

16/12/2023
নবাবজাদি পরিবানু -----------------------------------পুরান ঢাকার নবাব পরিবারের বিদুষী সদস্যা পরিবানুর জন্ম ১৮৮৪ সালের ১ জ...
12/07/2023

নবাবজাদি পরিবানু
-----------------------------------

পুরান ঢাকার নবাব পরিবারের বিদুষী সদস্যা পরিবানুর জন্ম ১৮৮৪ সালের ১ জুলাই আহসান মঞ্জিলে।

পিতা নবাব খাজা আহসান উল্লাহ, মাতা কামরুন্নেসা বেগম। তিনি গৃহ শিক্ষক ও গৃহপরিচারিকার নিকট আরবি, ফারসি ও ইংরেজি শিক্ষাগ্রহণ করেন।

দৃঢ় মনোবলের অধিকারী পরিবানু ঘোড়ায় চড়াও শিখেছিলেন। পিতা নবাব আহসান উল্লাহ তাঁকে জমিদারির কাজকর্মও শেখান। তিনি এক পর্যায়ে পরিবানুকে তাঁর উত্তরাধিকারী করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু নবাব বাহাদুরের আকস্মিক মৃত্যুতে সেটা সম্ভব হয়নি।

নবাব পরিবারের খাজা ভোলা মিয়ার পুত্র খাজা বদরুদ্দিনের সাথে পরিবানুর বিয়ে হয় ১৯০০ সালে। তিনি ঢাকার দিলখুশায় বাস করতেন।

১৯১৯ সালে পরিবানু ৬০ বিঘা জমিসহ শাহবাগ বাগানবাড়ির দক্ষিণাংশ নবাব হাবিবুল্লাহর কাছ থেকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন।

এরপর থেকে তিনি ঢাকার সম্ভ্রান্ত মহিলাদের বেড়ানোর জন্য প্রতি শনিবার বাগানটি উন্মক্ত রাখার ব্যবস্থা করেন।

এ বাগান থেকেই পরবর্তীকালে এলাকাটি পরিবাগ নামে জনপ্রিয় হয়ে ওঠে।

১৯২৪ সালে ঢাকায় কামরুন্নেসা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা ও তার উন্নয়নে পরিবানু এবং তাঁর অপর বোনেরা মিলে লক্ষাধিক টাকা ব্যয় করেন।

১৯৫৮ সালের ২৩ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন এবং ঢাকার বেগমবাজারের পরিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়। গতকাল ১ লা জুলাই ছিল শুভজন্মদিন, শ্রদ্ধার্ঘ্য 🙏
তথ্যসূত্র: 'ইতিহাসের বিভিন্ন তথ্য'১ জুলাই ২০০৯।
সংগৃহীত

হেল্প লাইন নাম্বারদেশের অভ্যন্তরে- 16445বিদেশ থেকে- 09666716445
31/03/2023

হেল্প লাইন নাম্বার
দেশের অভ্যন্তরে- 16445
বিদেশ থেকে- 09666716445

Address

Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801714070761

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marvellous Bangladesh Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marvellous Bangladesh Holidays:

Share

Nearby travel agencies


Other Dhaka travel agencies

Show All