Meem Air Travel

Meem Air Travel Meem Air Travels is not just a travel agency; it's a passion for exploration and a commitment to crea

03/09/2024

ওমরাহ বিষয়ে সাবধানতাঃ

ফ্লাইটের কমপক্ষে ১ সপ্তাহ আগে ভিসা ইসু করুন। সেন্ট টু এম্বাসী পাসপোর্ট ইদানীং দেরী হচ্ছে, এই সপ্তাহে বহু এজেন্সি বিশাল অংকের লসের সম্মুখীন হয়েছে।

ভিসা সাবমিটের মিনিমাম ৪৮ ঘন্টা আগে বায়োমেট্রিক সম্পন্ন করুন। বায়োমেট্রিক সমস্যার কারনে গ্রুপ সাবমিটে ইরোর আসতেছে এবং ভিসা পেতে দেরী হচ্ছে।

ক্লায়েন্টকে রিজেক্টের ব্যাপারগুলো আগেই অবহিত করুন, ভিসা রিজেক্ট হলে যার পাসপোর্ট তারই জরিমানা বা লস বহন করতে হবে। ফ্লাইটের ৪/৫দিন আগে ওমরাহ প্যাকেজ কনফার্ম করলে সেন্ট টু এম্বাসীর কারনে ভিসা না আসলে টিকেট ইসু হয়ে গেলে পরবর্তীতে নতুন টিকেট বা রিইসু বাবদ যা খরচ হবে সেটা ক্লায়েন্টকেই বহন করতে হবে।

সচরাচর খুব কম হয় বিষয়গুলো তবু না জানানোর জন্য ক্লায়েন্ট এসব খরচ বহন করতে অস্বীকৃতি জানায়, যার দরুন এজেন্সি ব্যাপক লসের সম্মুখীন হয়।

একজন ক্লায়েন্ট থেকে টোটাল প্যাকেজ করে প্রফিট করবেন ৩-৫হাজার কিন্তু কিছু ভুলের জন্য আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে ৩০-৪০হাজার। অতএব এই লাইনে বিজনেস যত সহজ আবার তত কঠিন!

19/05/2024

হজের পর যারা উমরাহ করতে আগ্রহী, এখনই বুকিং করুন। ঈদুল আজহার পরপরই আমাদের তিনটা প্যাকেজ থাকবে।

প্যাকেজ-A (ইকোনমি)
মোট খরচ : ১,২০,০০০/-
যা যা থাকবে : ভিসা (৯০ দিনের), রিটার্ন টিকেট (ট্রানজিট), হোটেল (স্ট্যান্ডার্ড), জিয়ারাহ ও ট্রান্সপোর্ট ইত্যাদি।

প্যাকেজ-B (স্ট্যান্ডার্ড)
মোট খরচ : ১,৩০,০০০/-
যা যা থাকবে : ভিসা (৯০ দিনের), রিটার্ন টিকেট (ট্রানজিট), হোটেল (স্ট্যান্ডার্ড), খাবার (৩ বেলা), জিয়ারাহ ও ট্রান্সপোর্ট ইত্যাদি।

প্যাকেজ-C (ভিআইপি)
মোট খরচ : ১,৫০,০০০/-
যা থাকবে : ভিসা (৯০ দিনের), রিটার্ন টিকেট (ডিরেক্ট), হোটেল (থ্রি স্টার), খাবার (৩ বেলা), জিয়ারাহ ও ট্রান্সপোর্ট ইত্যাদি।

বিস্তারিত জানতে ও বুকিং কনফার্ম করতে যোগাযোগ
সাইফউদ্দিন
ব্যবস্থাপনা পরিচালক
মীম এয়ার ট্ট্রাভেলস মিরপুর।

01711-661765
01740-656866

07/05/2024

হজ্ব পরবর্তী ( বছর জুরে ) আকর্ষণীয় উমরাহ প্যাকেজ 2024 ইং

জুলাই /আগষ্ট 2024 হতে
উমরাহ প্যাকেজ ।
সৌদি বা বাংলাদেশ বিমান-ডিরেক্ট ফ্লাইট = 140000/
ওমান- কাতার- কুয়েত- এয়ার আরাবিয়া- গালফ এয়ার- ট্রানজিট ফ্লাইট =130,000/
হোটেল মক্কা =৫০০-৬০০ মিটার
হোটেল মদিনা =৫০০-৬০০ মিটার।

======================
# #আলোচনা সাপেক্ষে ভি আই পি প্যাকেজ করা হয়।

# # প্যাকেজে যা থাকছে ,

* রিটার্ন ইয়ার টিকিট ,
* উমরাহ ভিসা,
* কমন জিয়ারাহ , ( মক্কা, মদীনা ) তায়েফ বা অন্য কোথাও গেলে নিজ খরচে!
* ট্রান্সপোর্ট এয়ারপোর্ট টু হোটেল ! মক্কা টু মদিনা! মদিনা টু এয়ারপোর্ট ! অন্য যাতায়াত ব্যক্তিগত খরচে।
* মানসম্মত হোটেল ( এক রুমে চারজন করে! দুজন থাকতে চাইলে অতিরিক্ত চার্জ দিতে হবে!)
* অভিজ্ঞ গাইড,

[খাবার নিতে চাইলে জন প্রতি ৯০০০ টাকা যোগ হবে! ]

# # ৪০ দিন পূর্বে আপনার পাসপোর্ট, আই ডি কার্ড, ছবি জমা দিয়ে বুকিং নিশ্চিত করুন ,( 50% মানিসহ)
কল অফিস: 01711661765,
সার্বিক যোগাযোগ: -
01740656866
৫০/২, রোড ১১, কল্যানপুর ঢাকা-১২০৭

09/03/2024
18/01/2024

উমরাহ যাওয়ার জন্য কিছু টিপস। যা সকলের কাজে লাগতে পারে ইনশাআল্লাহ! এইগুলো যারা গ্রুপ ছাড়া নিজেরা যেতে চান, বিশেষ করে তাদের জন্য এবং কিছু বিষয় সবার ক্ষেত্রেই কাজে লাগবে ইনশাআল্লাহ!

১. কোনো বিশ্বস্ত এজেন্সি থেকে শুধু টিকিট আর ভিসা করতে হবে।বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ আর সৌদি এ্যারাবিয়া তে ডিরেক্ট যাওয়া যায়। এখনো পর্যন্ত আর কোনো এয়ারলাইন্স ডিরেক্ট যায়না। বাকি সব ট্রানজিট। বাচ্চা থাকলে ট্রানজিট ফ্লাইট এ্যাভয়েড করবেন। সেক্ষেত্রে যারা ডিরেক্ট ফ্লাইটে যেতে চান, সৌদি এয়ারলাইন্স বেস্ট আমার কাছে।

নোট - বাসা থেকে বের হওয়ার সময়, পাসপোর্ট ভিসা চেক করে একসাথে পরিবারের একজনের কাছে রাখুন। বোর্ডিং পাসের সময়, জানালার পাশে বসার, বা পাখা বরাবর বসতে না চাইলে,আরকিছু রিকোয়ারমেন্টস থাকলে তখনি জানাবেন।বেবি স্ট্রলার ট্যাগ লাগানোর পরও বিমান পর্যন্ত নিতে পারবেন। ( যদিও কিছু বিমানে ভেতরেও নেয়া যায়, জিজ্ঞেস করে নিতে পারেন আগেই)।বেবি টিকিটের সাথে বেবি স্ট্রলার একদম ফ্রি নেয়া যায়।

২. জেদ্দা পৌছানোর পর,( সৌদির এয়ারলাইনসের আলাদা বিমানবন্দর), এয়ারপোর্টে খুব সহজেই ইমিগ্রিশনের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ! তারা খুবই হেল্পফুল। এরপর এয়ারপোর্টের ভেতর থেকেই পাসপোর্ট দিয়ে টুরিস্ট সিম কিনবেন( অবশ্যই এমবি সহ)।, এবং এয়ারপোর্টের ভেতরেই ট্যাক্সি সেবা আছে। সেখান থেকে সহজেই মক্কা বা মদীনা যেখানে আগে যেতে চান সেখানের যেকোনো সাইজের গাড়ি ভাড়া নিতে পারবেন।

৩. হোটেল বুকিং টিকিট করার পরপর-ই করে ফেলুন, বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন, booking.com/agoda. Booking এর সময় খেয়াল রাখবেন, Pay at hotel option ( Free cancellation). কারন প্রিপেমেন্ট হলে কোনো কারণে যেতে পারলে বা ২/১ দিন এদিক সেদিক হলে কার্ড থেকে টাকা কেটে নিবে।যেকোনো ডেবিট কার্ড দিয়েও করা যায়।ব্যাংক/কার্ডে টাকা থাকা লাগেনা।তখন আপনি হোটেলে গিয়ে পেমেন্ট করবেন। যেই অপশন বলেছি। এছাড়াও পরিচিত কোনো মাধ্যম থাকলে ঐখানে থাকা কারো মাধ্যমেও বুক করতে পারবেন। ওখানে বাঙ্গালি অনেকেই বুকিং এর বিজনেস করেন। বিশ্বস্ত হতে হবে। ধোকাবাজ সব জায়গায় আছে।সতর্ক থাকবেন।

নোট - সৌদি বেশিভাগ হোটেলে চেক ইন টাইম শুরু হয় ঐ দেশের সময়ের বিকাল ৩/৪/৫ টায়। চেকআউট সকাল ১১/১২ টা। আর হোটেল যদি হারামের কাছে থাকে তাহলে তো ভাল, দূরে হলে শিওর হবেন যে হোটেলের শাটেল সার্ভিস (হারামে যাওয়ার জন্য হোটেলের নিজস্ব গাড়ি) আছে কিনা, থাকলে কখন কখন। তাহলে ট্যাক্সিভাড়া বেঁচে যাবে।

৪. জেদ্দা বা মক্কা মদীনা থেকে ট্রেনে যাওয়া আসা করা যায়, সেটা আরামদায়ক, এটার জন্য আগে থেকে টিকিট করতে হয়, অনলাইনেও কাটা যায়, এরজন্য HHR Train (সৌদি এ্যাপ) ডাউনলোড করুন।বা চাইলে ট্রেনস্টেশনে গিয়েও কাটা যায়। ২/১ আগে গিয়ে কাটতে পারলে ভাল।কখনো রাশ বেশি থাকলে ইনস্টান্ট পাওয়া যায়না।

৫. মোস্ট ইম্পরট্যান্ট হলো nusuk এ্যাপ ডাউনলোড করা। কারণ এই এ্যাপ ছাড়া এখন রিয়াজুল জান্নাহতে যেতে পারবেন না।এই এ্যাপ এর মাধ্যমে ভিসা, পাসপোর্ট নাম্বার দিয়ে একাউন্ট খুলে রিয়াজুল জান্নাহতে যাওয়ার জন্য তারিখ দিয়ে ট্রাই করতে হয়।এখন মহিলাদের জন্য পারমিশন খুব কম পাওয়া যায়। একটু পর পর অল্প কিছু টাইমস্লটে পারমিশন দেয়, এজন্য একটু পর পর চেক করতে হয়।(অনেক সময় পাওয়াও যায়না সেটা খুব কষ্টের)। উমরাহ করতে কিছুর দরকার হয়না এখন আলহামদুলিল্লাহ!

৬. সৌদিতে মক্কা মদীনায় বিভিন্ন জায়গায় জিয়ারাহর জন্য/ঘোরার জন্য ট্যাক্সি ভাড়া করতে পারেন, ওখানে ট্যাক্সি Available সবসময়।মিটারে গেলে ভাল না গেলে, দামাদামি করবেন।ওখানে প্রচুর বাংলাদেশী ড্রাইভার ভাই আছেন।

৭.উমরাহ করার জন্য এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত বেস্ট সময়। রাত ১/২ টা তে বেশি ভাল।যাদের তাওয়াফ করতে সমস্যা, তারা হুইলচেয়ারে দ্বিতীয় তলায় করতে পারবেন। তবে বিশেষ কারণ না থাকলে ক্বাবার ফ্লোরের মতো শান্তি অন্য জিনিস।সাই করার জন্যও নতুন বিল্ডিং এ ইলেক্ট্রিক স্বচলিত বাহন আছে অসুস্থ মানুষের জন্য। না চিনলে ওখানে থাকা সিকিউরিটিতে থাকা ভাই/বোনদের জিজ্ঞেস করে নিবেন। এর জন্য কিছু রিয়াল এক্সট্রা খরচ হবে।

৮. তাপমাত্রা বেশি থাকার কারণে ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পানি/জুস খাবেন। খেজুর খেলে অনেক এনার্জি পাবেন।উমরাহ পালনের পর অন্য যেকোনো সময় দীর্ঘসময় ক্বাবার সামনে থাকতে চাইলে খেজুর সাথে রাখতে পারেন। আর ভেতরে জমজম পানির অনেক পয়েন্ট, এতে পানির পিপাসা জমজমের পানি দিয়ে পূরণ করুন। একদম বিনামূল্যে।

৯. হোটেল হারাম থেকে দূরে হলে জামাতে নামাজ পড়তে চাইলে ১ ঘন্টা আগেই আসবেন। জামাতের সময় অনেকটা দূর পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এবং জামাতের আগে আগে ভীড়ের কারণে মসজিদুল হারামে প্রবেশ করা যায়না।বাইরে পড়তে হয়।পুরুষদের জন্য ইহরামের কাপড় ছাড়া অন্য পোষাকে ক্বাবার ফ্লোরে যাওয়া যায়না।ভেতরে নামাজ পড়তে চাইলেও ইহরামের কাপড় বাধ্যতামূলক। মহিলাদের জন্য সমস্যা নেই।

১০. খাবারের ক্ষেত্রে সবরকম খাবার পাওয়া যায় ওখানে।দাম তুলনামূলক কম।বাংলা খাবার ছাড়া খেতে না পারলে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো বা হারামের আশেপাশের কিছু গলিতে বাংলাদেশী খাবার পাবেন। আর হোটেলে খাবার নিতে ওখানে কিছু এ্যাপ আছে বাংলাদেশী ফুডপান্ডা/পাঠাও এর মতো। যেমন HungerStation - هنقرستيشن . এটা ডাউনলোড করে রাখতে পারেন। সৌদির টুরিস্ট সিম এর নাম্বার দিয়ে একাউন্ট খুলবেন।

১১. হারামের বাইরে সরকারী বেশকিছু টয়লেট/বাথরুম আছে। সেখানে প্রচুর ভীড় থাকে।আর ভেজা থাকে, হারাম থেকে বের হলে মক্কা টাওয়ার বা ক্লক টাওয়ারের শপিং মলের টয়লেট অজুখানা ইউজ করতে পারেন। তুলনামূলক অনেক পরিষ্কার আর শুকনা থাকে।

১২. জিয়ারাহর স্থানগুলো সম্পর্কে জানা না থাকলে গুগল করতে পারেন। কোথায়, কি সব সহ ইনফরমেশন পেয়ে যাবেন।

এবার আসি কি কি সঙ্গে নিবেন…

যেকয়দিন থাকবেন, সেই অনুপাতে কাপড় নিবেন। ওখানে লন্ড্রীতে অনেক খরচ। আর ধুয়ে ধুয়ে শুকাতে বেশ ঝামেলা। ময়লা কাপড়ের জন্য আলাদা হালকা ওজনের ব্যাগ রাখবেন।বোরখা/ইহরামের কাপড় অবশ্যই কমপক্ষে দুই সেট রাখবেন। ময়লা বা নাপাক কিছু লাগলে যাতে অপশন থাকে।কিছু মেডিসিন নিবেন, যেমন, প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ট্যাবলেট, খাবার স্যালাইন।বেবি থাকলে ঠান্ডা লাগলে বেসিক যেই মেডিসিন গুলো লাগে সেটা নিবেন।আমাদের দেশের মেডিসিনগুলো ওখানে পাওয়া যায়না।

মহিলাদের জন্য ইহরাম বাধা অবস্থায় মুখে কাপড় লাগানো যায়না। এর মানে এই না যে, মুখ খুলে রাখতে হবে। পর্দা করা ফরজ। এরজন্য বিশেষ ক্যাপ নিকাব পাওয়া যায়। বাইতুল মোকার্ররাম মার্কেটে যেসব পাওয়া যায় ঐগুলিতে ফেইস হালকা দেখা যায়।তাই বানিয়ে নিতে পারলে ভাল, না হয় অনলাইনের কোনো পেজ থেকে নিতে পারেন।বেশকিছু অনলাইন পেইজে পাওয়া যায়।

উমরাহর শেষ ধাপ চুল কাটা। মহিলাদের জন্য সাথে কেচি রাখলে খুব ভাল। নিজে বা পরিবারের যে কেউ আগা সমান করে কেটে দিতে পারবে। নোট- কেচি দেশ থেকে নেয়ার সময় অবশ্যই হ্যান্ড ক্যারী করবেন না। এটা নিষেধ।

বাচ্চার নির্দিষ্ট খাবার থাকলে যেটা রান্না করতে হয় এমন হলে মিনি সাইজের ইলেক্ট্রিক কুকার নিয়ে যেতে পারেন। হোটেলে রান্না করতে পারবেন। এরজন্য সবচেয়ে গুরুত্বপূর্ন হলো অবশ্যই মাল্টিপ্লগ/থ্রীপ্লগ দেশ থেকেই নিয়ে যাবেন। ওখানে হোটেল গুলোর পয়েন্ট আমাদের দেশের মতো নয়। বাচ্চার জন্য মাস্ট বেবি স্ট্রলার নিবেন।অনেক হাটাহাটি করতে হয়, বাচ্চা কোলে নিয়ে সামলানো প্রায় অসম্ভবের মতো কষ্ট। এটা লাগবেই।সহজে ফোল্ডেবল, এবং হালকা হলে ভাল।

দেশে আসার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ওভারওয়েট না হয়। ওজন বেশি হলে এয়ারপোর্টে ফেলে দিতে হবে বা অনেক টাকা খরচ করে আনতে হবে।যাওয়ার সময় ওভারওয়েট একদম ছাড় দেয়না। তাই যত কম জিনিস দেশ থেকে নেয়া যায়। যাতে ফেরার সময় যথেষ্ট স্পেস থাকে।

জমজম পানি একটি পাসপোর্টে একটি ফ্রি আনা যায়। বেশি আনতে চাইলে, এয়ারপোর্ট থেকে বক্সসহ কিনে, লাগেজে আনা যাবে ইনশাআল্লাহ! (আমি এনেছি কয়েকবার সমস্যা হয়নি)। সেক্ষেত্রে ওজন যেন বেশি না হয় খেয়াল করবেন। এবং অবশ্যই বোর্ডিং এ পাসপোর্টের সাথে যেই পানি পাবেন (সেটাও কিনতে হয়), ঐটাতে ব্ল্যাক মারকার বা কিছু দিয়ে নিশানা দিবেন, যাতে দেশে যখন লাগেজ, পানি কালেক্ট করবেন তখন সহজেই চোখে পড়ে।অনেকে অন্যের পানি নিয়ে চলে যায়। কারন ছোট করে পানির বক্সে পাসপোর্ট নাম্বার লেখা থাকে। অনেকে পানি পায়না এই কারণে (আমি নিজেও একবার একটা বোতল পাইনি)।

আর হারামে যেহেতু বেশিরভাগ সময় থাকা হয় তাই একটা ব্যাকপ্যাক খুব জরুরী। সেখানে জুতা, ফোন, টাকা, খেজুর,দরকারী জিনিসপত্র নিতে পারবেন। হাতে আলাদে বড় ব্যাগ হলে ক্যারি করতে কষ্টদায়ক এবং অনেকসময় নিতেও দেয়না। গ্রুপ ছাড়া গেলে নিজের মতো করে নিজের সময় বুঝে যেকোনো কিছু করা যায়।

অবশ্যই ছোট একটা উমরাহ পালনের নিয়মকানুনের বই সাথে রাখবেন।যেখানে প্রয়োজনীয় মাসাআলা ও সব নিয়মকানুন, কখন কি করবেন সব জানতে পারবেন।
[লিখা সংগ্রহীত ও সংযোযিত]

➡️ আপনার কি রমজানে ওমরা করার ইচ্ছা আছে? ✅ আমরা আপনার জন্য সেরা ওমরা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি। আমাদের প্যাকেজে রয়েছে:📑 ওম...
10/01/2024

➡️ আপনার কি রমজানে ওমরা করার ইচ্ছা আছে? ✅ আমরা আপনার জন্য সেরা ওমরা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি। আমাদের প্যাকেজে রয়েছে:

📑 ওমরা ভিসা, বিমান টিকেট, প্রয়োজনীয় পরিবহন সেবা
🏨 মক্কা ও মদিনায় উচ্চ মানের হোটেল বা এপার্টমেন্ট
🕌 রমজানের শেষ দিনগুলোতে ওমরা পালন, ইতেকাফ কালীন ওমরা অফার, ঈদুল ফিতর পরবর্তী ওমরা প্যাকেজ
🌐 ওমরা ও মিশর ট্যুর প্যাকেজ, ওমরা ও দুবাই ট্যুর প্যাকেজ
➡️ ছাত্র ভাইদের জন্য ওমরা, বিবাহিত দম্পতিদের জন্য ওমরা প্যাকেজ
✅ আমাদের প্যাকেজের মূল্য সবচেয়ে কম এবং সেবা সবচেয়ে ভালো।
✅ আমরা আপনাকে সর্বোচ্চ সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করব।
✅ আমাদের প্যাকেজের মূল্য আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন।
🌐 আপনি যদি আমাদের প্যাকেজ নিয়ে আগ্রহী হন তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন: m.me/MeemAirTravel
➡️ আমাদের ফোন নম্বরে কল করুন: 01711661765

আপনার ওমরা যাত্রা সুখময় হোক। আল্লাহ আপনার ওমরা কবুল করুন। আমীন।
ধন্যবাদ

➡️ রমজানে ওমরা করতে চান?✅ আমরা আপনার জন্য সেরা ওমরা প্যাকেজ নিয়ে এসেছি। আমাদের প্যাকেজে আছে:🛂 ওমরা ভিসা✈️ বিমান টিকেট🚗 প...
08/01/2024

➡️ রমজানে ওমরা করতে চান?
✅ আমরা আপনার জন্য সেরা ওমরা প্যাকেজ নিয়ে এসেছি।
আমাদের প্যাকেজে আছে:

🛂 ওমরা ভিসা
✈️ বিমান টিকেট
🚗 পরিবহন সেবা

🏢 মক্কা ও মদিনায় ভালো হোটেল বা এপার্টমেন্ট
🕋 রমজানের শেষে ওমরা পালন
🙏 ইতেকাফ কালীন ওমরা অফার
🎉 ঈদুল ফিতর পরবর্তী ওমরা প্যাকেজ
🌎 ওমরা ও মিশর ট্যুর প্যাকেজ
🌆 ওমরা ও দুবাই ট্যুর প্যাকেজ
➡️ ছাত্র ভাইদের জন্য ওমরা
➡️ বিবাহিত দম্পতিদের জন্য ওমরা প্যাকেজ

✅ আমাদের প্যাকেজের মূল্য সবচেয়ে কম এবং সেবা সবচেয়ে ভালো।
✅ আমরা আপনাকে সর্বোচ্চ সুবিধা ও সুরক্ষা দিব।
✅ আমাদের প্যাকেজের মূল্য আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বদলাতে পারেন।

🌎 আপনি যদি আমাদের প্যাকেজ নিয়ে আগ্রহী হন তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
📱 আমাদের ফোন নম্বরে কল করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। আমরা আপনার সব প্রশ্নের উত্তর দিব।

🙏 আপনার ওমরা যাত্রা সুখময় হোক। 🤲 আল্লাহ আপনার ওমরা কবুল করুন। আমীন।

🙏 ধন্যবাদ

08/01/2024

পবিত্র হজ্ব ও উমরার খিদমাতে নি‌য়ো‌জিত‌ ট্রাভেল ব্যবসায়ী ভাইদের প্রতি জরু‌রি পরামর্শ! আপনার ট্রাভেল ব্যবসার আয় হালাল হওয়ার জন্য জানা জরুরী!

১. প্রথমেই নিয়ত প‌রিশুদ্ধ রাখতে চেষ্টা করুন। আল্লাহর সন্তু‌ষ্টি অর্জন এবং আল্লাহর ঘ‌রের মেহমান‌দের সেবাই হ‌বে আপনার মাকসাদ।

২. হা‌জি সা‌হেবান‌কে তা-ই প্রতিশ্রু‌তি দিন, যা আপ‌নি পূর্ণ কর‌তে পার‌বেন। মিথ‌্যা প্রতিশ্রু‌তি কখ‌নো দি‌বেন না।

৩. কখ‌নো মিথ‌্যা কথা বল‌বেন না। কো‌নো মিথ‌্যা তথ‌্য সরবরাহ কর‌বেন না।

৪. নি‌জের ব‌্যক্তিগত লাভ‌-লোকসা‌নের চে‌য়ে হা‌জি‌দের আরাম-আয়েশ ও সু‌যোগ-সু‌বিধা‌কে প্রাধান‌্য দি‌বেন। এর ভেত‌রে হালাল টাকাও এসে যা‌বে, তা‌তে অ‌নেক বরকত হ‌য়ে যা‌বে।

৫. সবর ও সহনশীলতাকে শক্তভা‌বে আঁক‌ড়ে ধরুন। নানা মেজা‌যের ও নানা শ্রেণীর লোক হ‌জে যায়, তা‌দের যৌ‌ক্তিক অ‌যৌ‌ক্তিক দুর্ব‌্যবহার‌কে হজম করে যা‌বেন। কখ‌নো প্রতি‌শোধ নি‌তে যা‌বেন না।

৫. টিম‌লিডার হিসা‌বে কখ‌নোই হজযাত্রীদের পরস্পর ঝগড়ায় শা‌লিস হ‌তে যাবেন না, কিংবা কারও প‌ক্ষে কথা বল‌বেন না। বরং উভ‌য়ের ঝগড়া থামা‌তে চেষ্টা কর‌বেন এবং তা‌দের মা‌ঝে সম‌ঝোতা ক‌রিয়ে দি‌তে চেষ্টা কর‌বেন।

৬. ইচ্ছা-অ‌নিচ্চায় ‌নি‌জের কো‌নো ত্রু‌টি‌-বিচ‌্যূ‌তি হ‌য়ে‌ গে‌লে ওজরখাহী করুন এবং হাজী‌দের সন্তুষ্ট কর‌তে চেষ্টা করুন।

৭. প্রতিশ্রু‌তিমত সেবা দি‌তে না পার‌লে পার‌লে কিছু টাকা ফেরত দি‌য়ে দিন, য‌দি ক্ষ‌তির আর্থিক মূল‌্য নির্ণয় করা সম্ভব হয়।

৮. মাজলু‌মের বদদ‌োয়া হ‌তে সর্বাত্মক বাঁচ‌তে চেষ্টা করুন।

৯. হাজী সা‌হেবান হ‌লেন আল্লাহর মেহমান। তা‌দের দুআ যেমন কবুল হ‌য়, তেম‌নি বদ‌দোয়াও। কা‌জেই আল্লাহর ঘ‌রের সাম‌নে তাঁর মেহমা‌নের বদ‌দোয়া হ‌তে ‌নি‌জে‌কে এবং নি‌জের বংশধর‌কে অবশ‌্যই বাঁচ‌াতে চেষ্টা কর‌বেন।

১০. গ্রাহক হজযাত্রী‌দের সব সময় স‌ঠিক তথ‌্য সরবরাহ কর‌বেন, লু‌কোচু‌রি কর‌বেন না।

১১. বার বার মক্কা-মাদীনায় যাওয়ার কার‌ণে যেন এ স্থানগু‌লোর প্রতি শ্রদ্ধ‌বোধ কখ‌নোই ক‌মে না যায়, সে‌দি‌কে লক্ষ রাখ‌বেন। এটা অ‌নেক বড় দীনী ক্ষ‌তি। বরং দিন দিন ‌যেন হারামাইনের মহব্বত এবং নি‌জের আধ‌্যত্মিক উন্ন‌তি আরও বৃ‌দ্ধি পে‌তে থা‌কে।

১২. আপ‌নি অবশ‌্যই এক বা একা‌ধিক বিজ্ঞ আলিম‌কে আপনার পরামর্শক হিসা‌বে গ্রহণ কর‌বেন। তা‌দের সা‌থে নামকাওয়া‌স্তে সম্পর্ক কিংবা নাম‌বি‌ক্রির সম্পর্ক নয়; বাস্ত‌বিক গভীর সম্পর্ক রাখুন এবং তা‌দের পরামর্শ মে‌নে চলুন।

১৩. হজ-ওমরা চলাকালে আপ‌নি নি‌শ্চিত না জে‌নে কো‌নো মাসআলা বল‌বেন না। বরং আলিম‌দের হাওয়ালা কর‌বেন, অথবা আলিম‌দের থেকে জে‌নে তা‌দের জানা‌বেন।

১৪. নতুন‌ হজওমরাযাত্রীদের‌কে তা‌দের আমলগু‌লো যথাযথ ক‌রে‌ছে কি না, খোঁজখবর রাখ‌বেন। হজ, ওমরা, ও যিয়ারতে তা‌দের সর্বাত্মক সহ‌যো‌গিতা করবেন।

১৫. অজ্ঞতা, অলসতা, বা আপনার কষ্ট বা অর্থ খর‌চের ভ‌য়ে যিয়‌ারতকারী‌দের কো‌নো ক্ষে‌ত্রে মিসগাইড কর‌বেন না। কো‌নো মাসআলা বা করণীয় লুকা‌বেন না।

১৬. হ‌জের দম বা কুরবানীর ইত‌্যা‌দির দা‌য়িত্ব নি‌য়ে থাক‌লে তা অবশ‌্যই নিজ দা‌য়ি‌ত্বে যথাসম‌য়ে আদায় কর‌বেন। কুরবানী শেষ করার আগে যে হজযাত্রী হলক কর‌তে না পা‌রে, সে‌দি‌কে খেয়াল কর‌বেন।

১৭. আপ‌নি হানাফী ফিক‌হের অনুসারী হয়ে থাক‌লে সে ফিকহ অনুযায়ী চল‌বেন এবং মাসআলা বল‌বেন। ওখা‌নে নানারক‌মের মাযহাব দে‌খে বিভ্রান্ত হ‌বেন না এবং সাথী‌দের বিভ্রান্ত কর‌বেন না।

১৮. স‌র্বোপ‌রি হজ‌কে সেবা হিসা‌বে গ্রহণ করুন, ব‌্যবসা হিসা‌বে নয়। প‌রিচয় দি‌তে বলুন, 'হজ‌সেবা', 'হজব‌্যবসা' নয়। ‌এ শব্দ‌কে হ‌জের মত ম‌হিমা‌ন্বিত ইসলা‌মের রুক‌নের আদব প‌রিপন্থী ম‌নে ক‌রি।

০৮।০১।২৪

➡️ আপনি কি এই বছরে একটি রোমাঞ্চকর ভ্রমণের পরিকল্পনা করছেন?➡️ আপনি কি দেশের সুন্দর ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে আসতে চান?➡️ ...
02/01/2024

➡️ আপনি কি এই বছরে একটি রোমাঞ্চকর ভ্রমণের পরিকল্পনা করছেন?
➡️ আপনি কি দেশের সুন্দর ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে আসতে চান?
➡️ আপনি কি বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান?

✅ আমরা আপনাকে সর্বোচ্চ মানের পরিষেবা দিতে প্রস্তুত। আমাদের পরিষেবাগুলো হলো:

✈️ বিমানের টিকেট বুকিং
🏬 হোটেল বুকিং
🏞️ ট্রাভেল প্যাকেজ
🌐 ট্যুর অর্গানাইজ
📋 ভিসা প্রসেসিং

✅ আমরা আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী আপনার জন্য সেরা প্ল্যান তৈরি করব।

📲 আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন: +880 1712-701311

🌐 আপনার ভ্রমণের স্বপ্ন পূরণে আমরা সর্বদা আপনার পাশে। ধন্যবাদ 🌐

আপনি কি রমজান মাসে ওমরা যেতে চান? আমরা আপনার জন্য সবচেয়ে ভালো ওমরা প্যাকেজ নিয়ে এসেছি। আমাদের প্যাকেজে আছে:- ওমরা ভিসা, ...
01/01/2024

আপনি কি রমজান মাসে ওমরা যেতে চান? আমরা আপনার জন্য সবচেয়ে ভালো ওমরা প্যাকেজ নিয়ে এসেছি। আমাদের প্যাকেজে আছে:

- ওমরা ভিসা, বিমান টিকেট, প্রয়োজনীয় পরিবহন সেবা
- মক্কা ও মদিনায় ভালো মানের হোটেল বা এপার্টমেন্ট
- রমজানের শেষ দিনগুলোতে ওমরা পালন, ইতেকাফ কালীন ওমরা অফার, ঈদুল ফিতর পরবর্তী ওমরা প্যাকেজ
- ওমরা ও মিশর ট্যুর প্যাকেজ, ওমরা ও দুবাই ট্যুর প্যাকেজ
- ছাত্র ভাইদের জন্য ওমরা, বিবাহিত দম্পতিদের জন্য ওমরা প্যাকেজ

আমাদের প্যাকেজের মূল্য সবচেয়ে কম এবং সেবা সবচেয়ে ভালো। আমরা আপনাকে সর্বোচ্চ সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করব। আমাদের প্যাকেজের মূল্য আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন।

আপনি যদি আমাদের প্যাকেজ নিয়ে আগ্রহী হন তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা আমাদের ফোন নম্বরে কল করুন। আমরা আপনার সব প্রশ্নের উত্তর দিবো।

ধন্যবাদ।

Address

Kallyanpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meem Air Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies