16/06/2024
রাত ১০টা ১৭ তে আম্মুকে না জানিয়ে রংপুর এসে বাড়ীর গেটে দাঁড়িয়ে আম্মুকে কল দিলাম, আম্মাজান, কেমন আছেন?
-যেমন রাখছেন।
-ঘুমাইছেন নাকি?
-না।
-কি করেন?
-এমনি বসে আছি।
তারপর আমি বললাম, এইবার না গেলে কি অসুবিধা আছে? ঈদের বন্ধে নাহয় একবারে যাব।
আম্মু মন খারাপ করলেন, কিন্তু মুখে প্রকাশ না করে বললেন, না এলেও সমস্যা নাই। পড়াশুনা কর ভালো করে।
- এই একটু কাজ আছে তো। তাই যেতে পারছি না।
-বুঝলাম তো।
-তাহলে এখন গেট খুলেন।
-কেন?
-গেটে চোর আসছে।
আম্মু অবাক হয়ে বললেন, মানে?
-মানে চোর আসছে। গেট খুলেন।
আম্মু এইবার বুঝে গিয়েছে চোরটা কে। তারপর এসে গেট খুলে মিটিমিটি করে হাসি হেসে বললেন , আসবি তা বলবি না।
আমিও হেসে বললাম , চোর কি বলে কয়ে আসে?
আমার আম্মাজনের মুখে হাসি। অপূর্ব হাসি।
আকাশে পূর্ণ চন্দ্র। ভরা জ্যোৎস্না।
প্রিয় মানুষদের অবাক করে দিতে ভালোই লাগে, তাই না?
আর আমি এই বিষয়ে ভালোই পটু।
কারণ আমি জানি প্রিয় মানুষরা অর্থ বিত্ত, দামী কিছু চায় না, চায় একটু অবাক করা ভালোবাসা। ভালোবাসা...
-সজল