BENAA International Umrah Service

BENAA International Umrah Service Bangladesh Office
House # 114 (4th Floor). Road # 15
Sector # 14.Uttara.Dhaka-1230
(1)

স্বেচ্ছাসেবক ভিসা প্রদান করা হবে, ভিসা লিমিটেড‼️🔔বীনা ইন্টারন্যাশনাল গ্রুপ এর নিজস্ব তত্বাবধানে পরিচালিত হজ্জ সার্ভিসের ...
15/03/2024

স্বেচ্ছাসেবক ভিসা প্রদান করা হবে, ভিসা লিমিটেড‼️🔔

বীনা ইন্টারন্যাশনাল গ্রুপ এর নিজস্ব তত্বাবধানে পরিচালিত হজ্জ সার্ভিসের জন্য রাজকীয় সৌদি সরকারের অনুমোদিত কোম্পানি থেকে এই বছর আমাদের সাথে হজ্জ পরিচালনাকারী সকল এজেন্সি সমুহের গ্রুপ লিডারদের জন্য হজ্জ স্বেচ্ছাসেবক ভিসা প্রদান করা হবে।

সর্বসাকুল্যে একজন লিডার হাজির ভিসায় যে খরচ করে সৌদি আসবে তার থেকে অর্ধেকের ও কম খরচে এই ভিসায় এসে হজ্জের সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

সেচ্ছাসেবক হিসেবে আপনার দায়িত্ব:

হজ ও ওমরাহে অংশগ্রহণকারীদের সহায়তা করা তাদের দিকনির্দেশনা প্রদান করা।
প্রতি ১০০ জন হাজ্জির জন্য ১ টি করে স্বেচ্ছাসেবক ভিসা সরাসরি আমাদের সৌদি অনুমোদিত লাইসেন্স থেকে প্রদান করা হবে।
এই বছর সকল লাইসেন্স এর মধ্যেই ২ বা ততোধিক এজেন্সি একসাথে লীড করার কারনে এজেন্সীর মালিকদের হজ্জ ভিসার সম্পুর্ন প্যাকেজ খরচ বহন করে হাজির ভিসা নিয়ে আসতে হবে । কিন্ত আমাদের এই ভিসার মাধ্যমে স্বল্প খরচে একজন গ্রুপ লিডার সরাসরি হজ্জ কার্যক্রম এ অংশ নিতে পারবেন।

আমাদের এই ভিসার উল্লেখযোগ্য সুবিধা -.
** এই ভিসায় হজ্জকালীন সময় মক্কায় বৈধ প্রবেশ এর অনুমতি রয়েছে।
** এই ভিসাধারী ব্যাক্তি হজ্জ সম্পর্কিত সকল স্থানে হাজিদের সাথে সরাসরি অবস্থানের অনুমতি রয়েছে।
** মীনা আরাফায় অবস্থানের ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সকল প্রকার আবাসন, খাবার এবং ট্রান্সপোর্ট এর সকল সুবিধা পাবেন।
** এই ভিসাধারী যাত্রী সহজেই যেকোন ফ্লাইটে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন যার ফলে হজ্জ ফ্লাইটের নির্ধারিত টিকেট মুল্য থেকে কমে টাকায় টিকেট নিতে পারবেন৷

উক্ত ভিসা সৌদি আরবের প্রসেসিং ফি জন প্রতি মাত্র 4,500 সৌদি রিয়াল। আমাদের ভিসা এপ্রুভাল কপি নিয়ে বাংলাদেশ তাশির অফিসে এপয়েন্টমেন্ট নিতে হবে এবং সৌদি এম্বাসী ঢাকা কর্তৃক নির্ধারিত ভিসা ফি দিয়ে ভিসা প্রসেসিং সম্পন্ন করতে হবে ।

সুতরাং যারা এই ভিসা নিতে আগ্রহী অনুগ্রহ করে নীচে দেওয়া আমাদের প্রতিনিধি নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো -
বাংলাদেশ⤵️
নাসরিন সুলতানা তানিয়া - +8801958402798
সৌদি অফিস ⤵️
মুহাম্মদ আলাউদ্দিন -
+966510187878
রাশেদ খান
+966542612654
সেলিম উদ্দিন
+966 50 486 4755

আসসালামু আলাইকুম। সম্মানিত হজ্ব এজেন্সির মালিক ও শুভানুধ্যায়ীগণ জেনে আনন্দিত হবেন যে, আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় প্রতি...
07/02/2024

আসসালামু আলাইকুম। সম্মানিত হজ্ব এজেন্সির মালিক ও শুভানুধ্যায়ীগণ জেনে আনন্দিত হবেন যে, আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বীনা ইন্টারন্যাশনাল 1445 হিজরী সনের পবিত্র হজ্বের কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ২০,০০০ হাজ্বীর সেবার লক্ষ্যে রিফাদ হজ্ব কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন করেছে। উল্লেখ্য যে, রাজকীয় সৌদি সরকারের অনুমোদিত,

-বিনা ইন্টারন্যাশনাল ক্যাটারিং সার্ভিস
-Benaa Foods-লাইসেন্স নং ৪০৩১২৭৫৩১৬
-বিনা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট কোম্পানি-লাইসেন্স নং ৪০৩১২৮৪৯৯৬
-মার্কেটিং কোম্পানি-লাইসেন্স ৪০৩১২৫৮০৬২

বিদ্র: হাজ্বীদের উন্নত এবং মানসম্পন্ন সেবা দেয়ার লক্ষ্যে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করবে ইন শা আল্লাহ।

আসসালামু আলাইকুম। সম্মানিত উমরাহ ও হজ্জ এজেন্সির মালিক ও শুভানুধ্যায়ীগণ জেনে আনন্দিত হবেন যে, আলহামদুলিল্লাহ আপনাদের প্র...
09/01/2024

আসসালামু আলাইকুম।
সম্মানিত উমরাহ ও হজ্জ এজেন্সির মালিক ও শুভানুধ্যায়ীগণ জেনে আনন্দিত হবেন যে, আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বীনা ইন্টারন্যাশনাল এর নিজস্ব নামেই এবং ব্যাবস্থাপনায় প্রায় ৪০,০০০ হাজার হাজ্বীর(মাশায়ের এবং মক্কা হোটেল)খাবার সরবরাহের সক্ষমতা নিয়ে *বীনা ইন্টারন্যাশনাল ক্যাটারিং সার্ভিস* যাত্রা শুরু করেছে।

04/01/2024

আসসালামু আলাইকুম,

সম্মানিত হজ্জ এবং উমরাহ পরিচালনাকারী সকল এজেন্সি মালিক,অপারেটর ও শুভানুধ্যায়ী সকলকে বীনা ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিবাদন 🌹🌹🌹

নতুন বছরে উমরাহ ভিসা প্রসেসিং এ বীনা ইন্টারন্যাশনাল হজ্জ এবং উমরাহ সার্ভিস কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্যে রয়েছে বিশেষ ছাড়,
সবার চাইতে উৎকৃষ্ট মানের সেবা এবং সকল প্রকার সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখেই আমরা আপনাদের জন্যে নিয়ে এসেছি সবচেয়ে কম রেইট এর ভিসা সার্ভিস।
বিশেষ সময়ে বিশেষ ছাড়ের এই সুবিধা নিতে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন।

 #নিয়োগ_বিজ্ঞপ্তি। উমরাহ যাত্রীদের সার্ভিসের জন্য ২ জন হাইয়েস এর ড্রাইভার প্রয়োজন। মক্কা মদিনা রুটে ভালো জানশোনা থাকতে হ...
12/12/2023

#নিয়োগ_বিজ্ঞপ্তি।

উমরাহ যাত্রীদের সার্ভিসের জন্য ২ জন হাইয়েস এর ড্রাইভার প্রয়োজন।
মক্কা মদিনা রুটে ভালো জানশোনা থাকতে হবে এবং ম্যাপ অপারেটিং জানতে হবে৷

যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন৷

যোগাযোগ - +966568267250

11/11/2023
আসন্ন ১৪৪৫ হিজরি সেশনের হজ্জের কার্যক্রম নিয়ে প্রস্তুতি মিটিংয়ে BENAA International Umrah Service এর অফিসে বিনা পরিবারের...
20/09/2023

আসন্ন ১৪৪৫ হিজরি সেশনের হজ্জের কার্যক্রম নিয়ে প্রস্তুতি মিটিংয়ে BENAA International Umrah Service এর অফিসে বিনা পরিবারের সাথে রিফাদ হজ্জ সার্ভিস এর চেয়ারম্যান ড. নাবিল জামিল আবেদ এবং রিফাদ অপারেশন টিম।
উল্লেখ্য আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বিনা ইন্টারন্যাশনাল এবার প্রায় ২৫,০০০ হাজ্জীর সেবার সক্ষমতা নিয়ে হজ্জের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।।।

আসসালামু আলাইকুম,আলহামদুলিল্লাহ..!!! আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বীনা ইন্টারন্যাশনাল উমরাহ সার্ভিসের অফিসিয়াল ভিসা বাংলাদেশ...
18/07/2023

আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ..!!!
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বীনা ইন্টারন্যাশনাল উমরাহ সার্ভিসের অফিসিয়াল ভিসা বাংলাদেশী ইউজারে আজ থেকে শুরু হয়েছে। ভিসা রেট এবং ডিটেইলস অতি শীঘ্রই আপনাদের জানিয়ে দেয়া হবে।
এখন থেকে আপনাদের ইনডিভিজুয়াল এবং গ্রুপ ভিসার জন্য কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

-হাফেজ জিয়াউর রহমান
চেয়ারম্যান
বীনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড।

23/06/2023

বীনা ইন্টারন্যাশনাল এর ২০২৩ হজ্জ ব্যাবস্থাপনায় আমাদের নিয়মিত সকল এন্তেজাম কার্যক্রম চললমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার ২১ শে জুন অনুষ্ঠিত হলো আমাদের এজেন্সি মালিক, মোনাজ্জেমগন এবং গ্রুপলিডারদের সাথে নিয়ে ; মিনা, মুজদালিফা আরাফাত সহ হজ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন এবং মতবিনিময় সভা।

অনুষ্ঠানে বীনা ইন্টারন্যাশনাল এর সন্মানিত চেয়ারম্যান Hafez Ziaur Rahman সাহেব নিজে উপস্থিত থেকে সকল মোনাজ্জেমদের সাথে নিয়ে সম্পুর্ন কার্যক্রম পরিচালনা করেন।

23/06/2023

বীনা ইন্টারন্যাশনাল এর ২০২৩ হজ্জ ব্যাবস্থাপনায় আমাদের নিয়মিত সকল এন্তেজাম কার্যক্রম চললমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার ২১ শে জুন অনুষ্ঠিত হলো আমাদের এজেন্সি মালিক, মোনাজ্জেমগন এবং গ্রুপলিডারদের সাথে নিয়ে ; মিনা, মুজদালিফা আরাফাত সহ হজ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন এবং মতবিনিময় সভা।

অনুষ্ঠানে বীনা ইন্টারন্যাশনাল এর সন্মানিত চেয়ারম্যান Hafez Ziaur Rahman সাহেব নিজে উপস্থিত থেকে সকল মোনাজ্জেমদের সাথে নিয়ে সম্পুর্ন কার্যক্রম পরিচালনা করেন।

আলহামদুলিল্লাহ, আমাদের ৫৭০ বেডের মধ্যে বর্তমানে শুধুমাত্র *২৫০ সিট অবশিষ্ট* রয়েছে। উক্ত অবশিষ্ট সিট বুকিং এর জন্য আগ্রহী...
14/05/2023

আলহামদুলিল্লাহ, আমাদের ৫৭০ বেডের মধ্যে বর্তমানে শুধুমাত্র *২৫০ সিট অবশিষ্ট* রয়েছে। উক্ত অবশিষ্ট সিট বুকিং এর জন্য আগ্রহী সম্মানিত এজেন্সিগণকে যোগাযোগের অনুরোধ রইলো।।।

*হোটেল আস সুরাইজি - ৫- HOTEL SURAIJI(জিয়াদ আস সাদ এরিয়া )*
* হেরাম থেকে দুরত্ব - ৮০০ মিটার ।
* মোট বেড সংখ্যা - ৩৫০ ।
* *বেড প্রতি রেট ৩৩০০ রিয়াল*।

*লোকেশন* - https://maps.app.goo.gl/M1jPhfWLnqiCYrmUA?g_st=iw
-------------------------------------------

*যোগাযোগ*
নাসরিন সুলতানা তানিয়া
+8801958-402798 (ইমু,হোয়াটস অ্যাপ)
রাশেদ খান +966 542612654 (ইমু,হোয়াটস অ্যাপ)

আলহামদুলিল্লাহ..!!! বিশ হাজার বাংলাদেশী হাজীর সেবার সক্ষমতা নিয়ে, ১৪৪৪ হিজরি হজ্ব সেশনের জন্য সৌদি রিফাদ কোম্পানির সাথে ...
14/04/2023

আলহামদুলিল্লাহ..!!!
বিশ হাজার বাংলাদেশী হাজীর সেবার সক্ষমতা নিয়ে, ১৪৪৪ হিজরি হজ্ব সেশনের জন্য সৌদি রিফাদ কোম্পানির সাথে আপনাদের প্রিয় বীনা ইন্টারন্যাশনাল কোম্পানির যৌথ চুক্তি সম্পাদন হয়েছে।

আসসালামু আলাইকুম।সকল হজ্জ এজেন্সি অপারেটরদের জানানো যাচ্ছে যে, আলহামদুলিল্লাহ ১৪৪৪ হিজরী সেশনে  BENAA International Umra...
13/04/2023

আসসালামু আলাইকুম।
সকল হজ্জ এজেন্সি অপারেটরদের জানানো যাচ্ছে যে, আলহামদুলিল্লাহ ১৪৪৪ হিজরী সেশনে BENAA International Umrah Service এবং রেফাদ হজ্জ কোম্পানির যৌথ আয়োজনে* পবিত্র হজ্জ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ।

আমাদের এই সিজনের কার্যক্রমে - *প্যাকেজ - D* তে ২০ হাজার হাজীর সক্ষমতা ধার্য করা হয়েছে । ইন শা আল্লাহ

প্যাকেজে যা যা থাকছে -
* মিনা অবস্থান ।
* আরাফাত অবস্থান ।
* খাবার ।
* সম্পূর্ন রুট ট্রান্সপোর্ট সুবিধা।
( জেদ্দা - মক্কা - মদিনা - মদিনা এয়ারপোর্ট / মদিনা এয়ারপোর্ট - মদিনা - মক্কা - জেদ্দা )
* মাসায়ের মিনা-আরাফা।

অতএব সকল হজ্জ এজেন্সি এবং অপারেটরদের নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করে যার যার হাজীর সংখ্যা অনুযায়ী বুকিং নিশ্চিত করার আহবান করা হল।

যোগাযোগ -
নাসরিন সুলতানা তানিয়া: +880 1958-402798
মুহাম্মাদ আলাউদ্দিন: +966578311218

wishing you all the best on behalf of BENAA International Umrah Service. Taskin Ahmed,
16/02/2023

wishing you all the best on behalf of BENAA International Umrah Service.
Taskin Ahmed,

Beloved people of Allah get the opportunity to come to Baitullah repeatedly.
12/02/2023

Beloved people of Allah get the opportunity to come to Baitullah repeatedly.

We believe in service.Best regards for trusting on BENAA International Umrah Service.Nafisa KamalCricket franchise owner...
01/02/2023

We believe in service.
Best regards for trusting on BENAA International Umrah Service.

Nafisa Kamal
Cricket franchise owner.

We issued Umrah visa for our All-Rounder.BENAA International Umrah Service  🕋Shakib Al Hasan🥈
26/01/2023

We issued Umrah visa for our All-Rounder.
BENAA International Umrah Service 🕋
Shakib Al Hasan🥈

A Simple "Thank You" Goes A Long Way and it's a Wealth for Business.Alhamdulillah, BENAA International Umrah Service  ac...
07/01/2023

A Simple "Thank You" Goes A Long Way and it's a Wealth for Business.
Alhamdulillah, BENAA International Umrah Service acquired this wealth by serving our pilgrims. We also want to said our Glorious Umrah Agencies "thank you."

আসসালামু আলাইকুম,বিনা ইন্টারন্যাশনাল উমরাহ সার্ভিসের উপর দেশের সর্বস্তরের মানুষের আস্থা রাখায় সম্মানিত উমরাহ এজেন্সির মা...
21/12/2022

আসসালামু আলাইকুম,
বিনা ইন্টারন্যাশনাল উমরাহ সার্ভিসের উপর দেশের সর্বস্তরের মানুষের আস্থা রাখায় সম্মানিত উমরাহ এজেন্সির মালিক, অপারেটর এবং শুভানুধ্যায়ীদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ।💐

Available now.....
28/09/2022

Available now.....

আলহামদুলিল্লাহ !!! বিনা ইন্টারন্যাশনাল উমরাহ সার্ভিসের সঙ্গে থাকায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ 💝BENAA Int...
18/09/2022

আলহামদুলিল্লাহ !!!
বিনা ইন্টারন্যাশনাল উমরাহ সার্ভিসের সঙ্গে থাকায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ
💝
BENAA International Umrah Service

Address

Road15, Sector 14, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801958402794

Website

Alerts

Be the first to know and let us send you an email when BENAA International Umrah Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BENAA International Umrah Service:

Videos

Share

Category



You may also like