Emam Hajj Group Bangladesh

Emam Hajj Group Bangladesh আপনার হজ্জ ও ওমরা যাত্রায় সার্বিক সহযোগিতা আমাদের কাম্য
(1)

ফিমেসড গ্রুপ বাংলাদেশ এর অধীনে পরিচালিত
ইমাম হজ্জ গ্রুপ বাংলাদেশ
(পবিত্র হজ্জ ও উমরাহ পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান)

আমাদের বৈশিষ্ট্য সমূহঃ-
- বাংলাদেশে হজ্জ ও আনুষঙ্গিক বিষয়াদির উপরে অভিজ্ঞ আলেমদের মাধ্যমে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা।
- ডিজিটাল মাল্টিমিডিয়া প্রোজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা।
- সৌদি আরবে থাকাকালীন সময়ে দৈনন্দিন আমল সম্পর্কে আলোচনা করা।
- প্রি-রেজিষ্টনের পর থেকে হজ্জে যা

ওয়া, দেশে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া।
- সৌদি এরলাইন্সের মাধ্যমে এয়ার টিকেটিং ও ভিসা প্রসেসিং করা।
- সফরে মক্কা-মদিনার ঐতিহাসিক স্থান সমূহ যেয়ারত করা।
- হারামাইন শরীফ থেকে পাচ-দশ মিনিট দূরত্বে অবস্থান করা।(যাতে করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সহজ হয়।)
- থ্রি-ফোর ষ্টার মানের হোটেল ও ৩-৪ বেডের রুমের ব্যবস্থা করা।

ফিমেসড ম্যানেজমেন্টঃ-
মুয়াল্লিমুল হুজ্জাজ আলহাজ্ব হাফেজ ইমাম উদ্দিন
হাফেজ মাওলানা দিলাওয়ার হুসাইন ফয়সাল
হাফেজ মাহমুদুল হাসান সাকিব
হাফেজ মাওলানা মুফতি আলী আকবর


যোগাযোগ:-
অফিসার্স কোয়ার্টার, সেক্টর-৮, উত্তরা,ঢাকা-১২৩০
ই-মেইল[email protected]
মোবাইল:০১৭১৮৭২২৮২৪,০১৮৭৭৪২৪৪৯৬
ফেসবুক-www.Facebook.com/emamhajjgroupbd

কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে হজ্ব ও উমরার গুরুত্ব ও ফযীলতমাওলানা মুহাম্মদ আনসারুল্লাহ হাসানইসলামের মূল স্তম্ভসমূহের প...
28/09/2024

কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে হজ্ব ও উমরার গুরুত্ব ও ফযীলত

মাওলানা মুহাম্মদ আনসারুল্লাহ হাসান

ইসলামের মূল স্তম্ভসমূহের পঞ্চমটি হল হজ্বে বায়তুল্লাহ। ঈমান, নামায, যাকাত ও রোযার পরই হজ্বের অবস্থান। হজ্ব মূলত কায়িক ও আর্থিক উভয়ের সমন্বিত একটি ইবাদত। তাই উভয় দিক থেকে সামর্থ্যবান মুসলিমের উপর হজ্ব পালন করা ফরয। অর্থাৎ হজ্ব আদায়ে সক্ষম এমন শারীরিক সুস্থতার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খরচাপাতি ও আসবাবপত্রের অতিরিক্ত হজ্বে যাওয়া-আসার ব্যয় এবং হজ্ব আদায়কালীন সাংসারিক ব্যয় নির্বাহে সক্ষম এমন সামর্থ্যবান ব্যক্তির উপর হজ্ব আদায় করা ফরয। হজ্ব প্রত্যেক মুসলমানের উপর সারা জীবনে একবারই ফরয হয়। একবার ফরয হজ্ব আদায়ের পর পরবর্তী হজ্বগুলো নফল হিসেবে গণ্য হবে। এ সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রা. বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন-

يا أيها الناس! إن الله كتب عليكم الحج، فحجوا، فقال رجل : أكل عام يا رسول الله؟ فكست حتى قالها ثلاثا، ثم قال : لو قلت نعم لوجبت ولما استطعتم.

হে মানবসকল! আল্লাহ তাআলা তোমাদের উপর হজ্ব ফরয করেছেন। সুতরাং তোমরা হজ্ব করো। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! প্রতি বছর কি হজ্ব করতে হবে? তিনি চুপ রইলেন এবং লোকটি এভাবে তিনবার জিজ্ঞেস করল। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলতাম, তাহলে তা (প্রতি বছর হজ্ব করা) ফরয হয়ে যেতো, কিন্তু তোমাদের পক্ষে তা করা সম্ভব হতো না।-সহীহ মুসলিম, হাদীস : ১৩৩৭ (৪১২); মুসনাদে আহমদ, হাদীস : ১০৬০৭; সহীহ ইবনে হিববান, হাদীস : ৩৭০৪; সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ২৫০৮; সুনানে নাসায়ী ৫/১১০; শরহে মুশকিলুল আছার, হাদীস : ১৪৭২; সুনানে দারাকুতনী ২/২৮১

আসসালামু আলাইকুম। মক্কা ও মদিনা শরিফে আকর্ষণীয় উমরাহ প্যাকেজ -২০২৪এই বছরের শেষ কাফেলা  ১৩/১৪ দিনের ওমরা প্যাকেজ🕋 মক্কা হ...
04/09/2024

আসসালামু আলাইকুম।
মক্কা ও মদিনা শরিফে আকর্ষণীয় উমরাহ প্যাকেজ -২০২৪

এই বছরের শেষ কাফেলা

১৩/১৪ দিনের ওমরা প্যাকেজ
🕋 মক্কা হোটেল ৩ স্টার মানের
🕌 মদিনা হোটেল মারকাজিয়ার ভেতরে ।

⭐️ওমরাহ প্যাকেজে থাকবে:
☑️ওমরাহ্ ভিসা।
☑️রিটার্ন ট্রানজিট এয়ার টিকিট।
☑️ হোটেল হারম শরীফ থেকে ৮০০ মিটারের মধ্যে।
☑️হোটেলে সাধারনত প্রতি রুমে চার/পাঁচ জন।
☑️ তিন বেলা খাবার।
☑️অভিজ্ঞ মুয়াল্লিম গাইডের উপস্থিতি।
☑️মক্কা এবং মদিনা জিয়ারাহ্।
☑️ওমরাহর সকল আহকামজ নিজস্ব তত্ত্বাবধানে বিশুদ্ধভাবে সম্পন্ন করার ব্যবস্থা নিশ্চিত করা।
মদিনায় অন্যান্য জায়গায় যেতে চাইলে সবাই নিজ খরচে যেতে পারবেন।
বুকিং দিতে ও বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন
https://www.facebook.com/emamhajjgroupbd
#বাংলাদেশ থেকেই কাফেলার সাথে প্রতিনিধি থাকবে ইনশাআল্লাহ।
আমাদের দেওয়া উল্লেখিত নম্বরে কল করুন-০১৭১৮৭২২৮২৪,০১৮৭৭৪২৪৪৯৬
ঠিকানাঃ
উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টার, সেক্টর - ৮, উত্তরা ঢাকা-১২৩০
ই-মেইল- [email protected]
#ওমরাহ্‌ #হজ্জ

03/09/2024

🚫 এলার্ট 🚫 🚫 এলার্ট 🚫 🚫 এলার্ট 🚫

সম্মানিত সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অল্প খরচে হজ্জ বা উমরাহ পালনের প্রতিশ্রুতিতে কারো সাথে লেনদেন করবে না। ১০০% প্রতারণার শিকার হবেন।
মনে রাখবেন ১.৫ টাকার ডিম এখন ১৪ টাকা, ৬৫ টাকার ডলার এখন ১২০+-। হয়তো বা খরচ কিছুটা কমবে, তারমানে এই নয় যে হজের খরচ ৩ লাখে আসবে আর উমরাহ ৬০ হাজারে আসবে????
বাংলাদেশে কিন্তু খরচ শুধু বিমান টিকেট। আর সব কিন্তু সৌদিতে।

আলহামদুলিল্লাহ,, ১২ আগস্ট-২৪ রোজ সোমবার থেকে ২০২৫ সালের হজ্বের প্রাক-নিবন্ধন  শুরু হবে। ইনশাআল্লাহ মাত্র ৩০,০০০/= টাকা (...
11/08/2024

আলহামদুলিল্লাহ,,
১২ আগস্ট-২৪ রোজ সোমবার থেকে ২০২৫ সালের হজ্বের প্রাক-নিবন্ধন শুরু হবে। ইনশাআল্লাহ
মাত্র ৩০,০০০/= টাকা (ব্যাংক ড্রাফট) ও আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আপনার নিবন্ধটি নিশ্চিত করুন।
ধন্যবাদ
যোগাযোগ:-
Emam Hajj Group Bangladesh
01718722824,01877424496
[email protected]

11/08/2024
ইনশাআল্লাহ আগামী অক্টোবর-২৪ খ্রীঃ দুই জুমু'আ সহ  আকর্ষণীয় উমরাহর ফুল প্যাকেজ।🕋 প্যাকেজে যা থাকছে :✅ ওমরাহ্ ভিসা প্রসেসি...
30/07/2024

ইনশাআল্লাহ
আগামী অক্টোবর-২৪ খ্রীঃ দুই জুমু'আ সহ আকর্ষণীয় উমরাহর ফুল প্যাকেজ।

🕋 প্যাকেজে যা থাকছে :
✅ ওমরাহ্ ভিসা প্রসেসিং।
✅ এয়ার টিকেট।
✅ অভিজ্ঞ মুয়াল্লিম।
✅ থ্রী -ফোর স্টার হোটেল।
✅ বাংলাদেশী খাবার।
✅ ট্রান্সপোর্ট সুবিধা।
✅ মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
✅ মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
✅ এক সফরে একের অধিক উমরা করার সুযোগ।

🔴🔴আমাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ নিয়ে আল্লাহর ঘরে চলুন।

🕋 নিরাপদ সফরের জন্য আপনার বিশ্বস্ত সাথী হিসেবে আমাদের বাছাই করতে পারেন।

যোগাযোগ:-
☎️ 01718722824
☎️ 01877424496

আলহামদুলিল্লাহ আজকে হাজী সাহেবদের কে নিয়ে ঐতিহ্যবাহী স্থান তায়েফ ভ্রমন-২৪ সম্পন্ন হয়েছে ।  #তায়েফ
06/07/2024

আলহামদুলিল্লাহ আজকে হাজী সাহেবদের কে নিয়ে ঐতিহ্যবাহী স্থান তায়েফ ভ্রমন-২৪ সম্পন্ন হয়েছে ।

#তায়েফ

আলহামদুলিল্লাহ!  বাংলাদেশীদের জন্য ১৪৪৬ সিজনের উমরাহ ভিসা ইস্যু হচ্ছে।
21/06/2024

আলহামদুলিল্লাহ! বাংলাদেশীদের জন্য ১৪৪৬ সিজনের উমরাহ ভিসা ইস্যু হচ্ছে।

14/06/2024

আলহামদুলিল্লাহ
২০২৪ খ্রীঃ এর সকল হজিগনের পক্ষ থেকে হাজী সাহেবগনের নির্বাচিত প্রতিনিধি দলের মাধ্যমে ইমাম হজ্জ গ্রুপ বাংলাদেশ কুরবানীর পশু ক্রয় সম্পূর্ন করেছে।

আলহামদুলিল্লাহ। শুকরিয়া যে মহান আল্লাহ তা'আল আমাদের হজ্জে যাওয়ার তৌফিক দান করেছেন । আজ রাত ০৯ঃ৪০ মিনিটে ফাইনাস ফ্লাইটে...
10/06/2024

আলহামদুলিল্লাহ। শুকরিয়া যে মহান আল্লাহ তা'আল আমাদের হজ্জে যাওয়ার তৌফিক দান করেছেন ।
আজ রাত ০৯ঃ৪০ মিনিটে ফাইনাস ফ্লাইটে পবিত্র পবিত্র মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে রওনা হবেন। আল্লাহ তা'আলা যেন সকল হাজীদের হজ্জকে কবুল করেন।
আমিন।

🕋  আলহামদুলিল্লাহ ২০২৪ সালের সন্মানিত হজ্জ যাত্রীদের নিয়ে ইমাম হজ্জ গ্রুপ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে পবিত্র ...
09/06/2024

🕋 আলহামদুলিল্লাহ ২০২৪ সালের সন্মানিত হজ্জ যাত্রীদের নিয়ে ইমাম হজ্জ গ্রুপ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে পবিত্র হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল-২০২৪ ।

আল্লাহতায়ালা যেন সকল হাজীদের কে সুন্দর ও সুষ্ঠুভাবে হজ পালন করতে পারে সেই তৌফিক দান করুক।
আমিন।

#হজ্জ২০২৪

সৌদি আরবে পহেলা জিলহজ্জ, আরাফার দিন ও ঈদুল আযহার দিন কবে, জানাল দেশটির দায়িত্বরত কর্তৃপক্ষ।
06/06/2024

সৌদি আরবে পহেলা জিলহজ্জ, আরাফার দিন ও ঈদুল আযহার দিন কবে, জানাল দেশটির দায়িত্বরত কর্তৃপক্ষ।

এবার হজের খুতবা দিবেন শাইখ মাহের। একজন গণিত শিক্ষক থেকে ৫৫ বছর বয়সী শাইখ মাহের আল মু'আইকলী এখন আরাফাত ময়দানের খতিব।আজ ত...
01/06/2024

এবার হজের খুতবা দিবেন শাইখ মাহের। একজন গণিত শিক্ষক থেকে ৫৫ বছর বয়সী শাইখ মাহের আল মু'আইকলী এখন আরাফাত ময়দানের খতিব।
আজ তাকে ১৪৪৫-হিজরি হজের আরাফার খতিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি ২০০৫ ও ২০০৬ সালে মাসজিদুন নববীর তারাবীহের অতিথির ইমাম হিসেবে ইমামতি করেন।

২০০৭ সালে মক্কার মাসজিদুল হারামে তারাবীহের জন্য অতিথি ইমাম হিসেবে নিয়োগ পান এবং একই বছর পূর্ণ ইমাম হিসেবে নিয়োগ পেয়ে এখন পর্যন্ত তিনি মাসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োজিত আছেন।

১৪৩৭ হিজরীর ১০ শাওয়াল তথা ২০১৬ সালে ১৫ জুলাই তিনি খতিব হিসেবে নিয়োগ পেয়ে প্রথমবার খুতবাহ প্রদান করেন।

এছাড়া তিনি হারামাইনের প্রধান শাইখ আব্দুর রাহমান আস সুদাইসের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও আছেন। ধারণা করা হয় শাইখ সুদাইসের পর পরবর্তীতে তিনিই পাবেন।

২০০৪ সালে মাস্টার্স ও ২০১৩ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে।

তিনি প্রথম ব্যক্তি যার কুর'আন তিলাওয়াতের রেকর্ড কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কম্পলেক্স প্রথম প্রকাশ করে। ০৬,০৭,০৮ সালে মক্কা ও মদিনার রাস্তায়, দোকানে, শপিং মলে শুধু শাইখের তিলাওয়াত বাজত। সেকালে শাইখ ছিলেন অন্যতম।

ভাইরাল যুগ না হলেও তিনি গোটা আরবে তার ভিন্ন স্টাইলেএ তিলাওয়াত ও তিলাওয়াতের মধ্যে ঢেউ এর জন্য সুখ্যাতি লাভ করেন। আজও তিনি সেই সুখ্যাতি ধরে রেখেছেন।

একজন অত্যন্ত বুদ্ধিমান ও সচেতন আলেম হিসেবে তিনি পরিচিত।

এবার আরাফার খুতবাহ গত কয়েক বছরের চাইতে খুবই প্রাণবন্ত হবে বলে আশা করছি।

আল্লাহ শাইখকে উত্তম হায়াত ও দুনিয়া ও আখেরাতে মর্যাদা দান করুন। আমিন।

27/05/2024

ওমরাহ সফর -২০২৩
সম্মানিত হাজী সাহেবদের নিয়ে জিয়ারাহ এর সময় সে স্থানের অতি সংক্ষিপ্ত ইতিহাস।

19/05/2024

সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মো. আসাদুজ্জামান নামের এ হজযাত্রী গত ১৫ মে মদিনায় মারা যান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

উনার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪। এটিই এবারের হজে প্রথম কোন বাংলাদেশির মৃত্যু। শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

আসসালামু আলাইকুম। কোরবানির  ঈদের পরে আমাদের  ওমরার  প্যাকেজ আছে। । যদি কেহ আগ্রহী হন অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন।...
18/05/2024

আসসালামু আলাইকুম।

কোরবানির ঈদের পরে আমাদের ওমরার প্যাকেজ আছে। । যদি কেহ আগ্রহী হন অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন।

মক্কা ও মদিনা শরিফে আকর্ষণীয় উমরাহ প্যাকেজ -২০২৪

১৩/১৪ দিনের ওমরা প্যাকেজ
🕋 মক্কা,মদিনা হোটেল ৩ স্টার মানের
⭐️ওমরাহ প্যাকেজে থাকবে:
☑️ওমরাহ্ ভিসা।
☑️রিটার্ন এয়ার টিকিট।
☑️ হোটেল হারম শরীফ থেকে ৮০০ মিটারের মধ্যে।
☑️হোটেলে সাধারনত প্রতি রুমে চার/পাঁচ জন।
☑️ তিন বেলা খাবার।
☑️অভিজ্ঞ মুয়াল্লিম গাইডের উপস্থিতি।
☑️মক্কা এবং মদিনা জিয়ারাহ্।
বুকিং দিতে ও বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন
https://www.facebook.com/emamhajjgroupbd?mibextid=ZbWKwL
#বাংলাদেশ থেকেই কাফেলার সাথে প্রতিনিধি থাকবে ইনশাআল্লাহ।
আমাদের দেওয়া উল্লেখিত নম্বরে কল করুন-০১৭১৮৭২২৮২৪,০১৮৭৭৪২৪৪৯৬
ঠিকানাঃ
উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টার, সেক্টর-৮, উত্তরা ঢাকা-১২৩০
ই-মেইল- [email protected]

#উমরাহ্‌

আলহামদুলিল্লাহ,  আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ইমাম হজ্জ গ্রুপ বাংলাদেশ  এর সকল হজ্ব যাত্রীদের ভিসার কাজ সম্পন্ন  হয়েছ...
15/05/2024

আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ইমাম হজ্জ গ্রুপ বাংলাদেশ এর সকল হজ্ব যাত্রীদের ভিসার কাজ সম্পন্ন হয়েছে।
আল্লাহ যেন সকল সফর সঙ্গীকে হজ্বে মাবরুর নসীব করেন । আমিন,,,,

12/05/2024

ওমরাহ পালন শেষে মদিনা থেকে দেশে ফেরার পথে একটি নাতে রাসুল সা.।

আশিকে নবী সা. মোঃ মোমতাজ উদ্দিন।

08/05/2024

হজ্ব যাত্রীদের লাগেজ সংক্রান্ত কিছু পরামর্শঃ

আসসালামু আলাইকুম।
আগামীকাল ৯ মে থেকে হজ্ব এর ফ্লাইট শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ।

ফ্লাইট এবং লাগেজ সংক্রান্ত কিছু পরামর্শ -

১. যাওয়ার সময় ২ টি লাগেজ নিতে পারবেন, একটি হাতে যার ওজন হবে ৭ কেজি। অন্যটি (যেটি বুকিং দিবেন) সর্বোচ্চ ২৩ কেজি।

২. হজ্ব যাত্রীদের ইমিগ্রেশন হবে হাজি ক্যাম্পে। সৌদি আরবের ইমিগ্রেশনও ঢাকায় হবে।

৩. হাজি ক্যাম্পেই আপনার লাগেজ বুকিং নিয়ে নিবে যা আপনি পাবেন হোটেলে। হ্যান্ড লাগেজ আপনার হাতেই থাকবে।

৪. অনেক সময় লাগেজ পেতে ২/৩ দিন সময় লেগে যেতে পারে তাই হাত ব্যাগে ২/৩ দিনের ঔষধ, ২/৩ সেট কাপড় নিন। এছাড়াও যেহেতু হজ্ব ক্যাম্পে বা বাংলাদেশ এয়ারপোর্টেই এহরাম করতে হবে তাই ১ সেট এহরামের কাপড় হাত ব্যাগেই রাখুন।

৫. বাসা থেকে বের হওয়ার সময়ই এহরামের সময় যে জুতা পরতে চান ওটা পরে নিন। অন্য জুতা বড় লাগেজে দিন।

৬. হাত ব্যাগে কোন অবস্থাতেই ছুরি, কেচি, নেল কাটার, ধাতব দাঁত খোচানি, কাটা চামুচ বা ধারালো কিছু বহন করবেন না। তরল কিছু হাত ব্যাগে নিবেন না।

৭. বড় ব্যাগে ল্যাপটপ এবং পাওয়ার ব্যাংক নিবেন না। হাত ব্যাগে নিন।

৮. অপরিচিত কারো মালামাল বহন করা থেকে বিরত থাকবেন।

৯. গোল আকৃতির বা রশি দিয়ে বাঁধা লাগেজ বুকিং নিবে না।

১০. লাগেজ সাইজ হবে সর্বোচ্চ (৬৫ x ৪৫ x ২৫ সেমি) বা ২৫.৫৯ x ১৭.৭৯ x ৯.৮৪ ইঞ্চি। হাত ব্যাগ সর্বোচ্চ ২২ x ১৪ x ৯ ইন্চি হতে হবে।

১১. হজ্ব ক্যাম্পে যেতে হবে কমপক্ষে ৮ ঘন্টা আগে তাই সাথে হালকা কিছু খাবার এবং পানি রাখুন। প্লেনে উঠারও বেশ খানিকটা সময় পরে আপনাকে খাবার দেয়া হবে।

১২. হাত ব্যাগে তায়াম্মুম রাখুন। প্লেনে তাইয়াম্মুম করেই সলাত আদায় করতে হবে

আল্লাহ আমাদের হজ্জ সফরকে সহজ করে দিন। আমীন।

হাফেজ মোঃ ইমাম উদ্দিন
ইমাম হজ্জ গ্রুপ বাংলাদেশ
01718722824

06/05/2024

হজের লাগেজ এবং কিছু দরকারি পরামর্শ ।

৯ মে ২০২৪ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট । হজযাত্রীদের অনেকের জানার আগ্রহ, লাগেজ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত। হজের সফর হয় কম বেশি ৪০ দিন । তাই ন্যূনতম লাগেজ হবে দুইটা। একটি বড় লাগেজ যা বিমানে বুকিংএ দেওয়া হয়, অন্যটি হাতব্যাগে। বিমানে হাতে ৭ কেজি ব্যাগ বহন করা যায়। রোড টু মক্কার অধীনে লাগেজগুলো ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি মক্কা বা মদিনার বাসায় পৌঁছে যায়। নানাবিধ কারণে কারও কারও লাগেজ ব্যাগ হারিয়ে যায়। যদিও দেশে ফেরার আগে লাগেজ ফেরত পাওয়া যায়। ফলে ওই কয়দিন হজযাত্রীর অসুবিধা হয়।
হজযাত্রী সৌদি আরবে পৌঁছে বিড়ম্বনায় পরলেও যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায় সে ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হলো।
• হজের সফরে প্রয়োজনীয় জিনিসগুলোকে দুই লাগেজে (বড় লাগেজ ও হাত ব্যাগে) ভাগ করে নিতে হবে।
• ৫০ দিনের সফরে ধরা যাক, ১০ সেট কাপড় নেবেন। এর থেকে ৪ সেট কাপড় হাত ব্যাগে নিতে পারেন। বাকি ৬ সেট বড় লাগেজে থাকবে।
• ৫০ দিনের ওষুধগুলো দুটি ভাগে ভাগ করুন। ২০ দিনের ওষুধ থাকবে হাত ব্যাগে বাকি ৩০ দিনের ওষুধ বড় লাগেজে নেবেন।
• মক্কা মদিনায় শুষ্কতার কারণে হাত, পা, ত্বক ফেটে যায়। ভেসলিন বা পা মোজা ব্যবহার করতে পারেন। ভেসলিন সৌদি আরবে কাছের দোকানে কিনতে পাওয়া যায়।
• পেস্ট , ব্রাশ, মোবাইল চার্জার, একসেট ইহরাম কাপড় হাত ব্যাগে নিতে পারেন।
• সৌদি আরবের তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে । সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ও কম থাকে হজযাত্রীদের বেশ কিছু অসুবিধে দেখা যায়। এ বিষয়ে সতর্কতা থাকতে হবে।
• দিনের বেলা রোদ থেকে বাঁচতে ছোট ছাতা ব্যবহার করতে পারেন।
• অপরিচিত কারও মালামাল নিজের ব্যাগে রাখবেন না।
• ভিসার কপি, পাসপোর্ট, টাকা পয়সা, বিমান টিকেট, হজের বই, অন্য কাগজ হাত ব্যাগে নেবেন।
• দেশে ফেরার সময় প্রত্যেক হজযাত্রী ২টি লাগেজে ২৩ কেজি করে ৪৬ কেজি মালামাল এবং কেবিন ব্যাগেজে হাতে ৭ কেজি বিমানে আনতে পারবেন।
• প্রত্যেক হাজি ৫ লিটার জমজমের পানি পাবেন।
• যেকোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এবং ১০০ (এম এল)-এর বেশি তরল পদার্থ হাত ব্যাগেজে বহন করা যাবে না।
• ছুরি, কাঁচি ধারালো কিছু হাত ব্যাগে নেবেন না।
• কোনো প্রকার খাদ্যসামগ্রী সঙ্গে নেওয়া যাবে না।
• লাগেজ স্যুটকেস অথবা ট্রলিব্যাগ (৬৫ x ৪৫ x ২৫ সেমি ) হতে হবে। কোনো অবস্থায় গোলাকৃতি, দড়িবাঁধা ব্যাগ ইত্যাদি বিভিন্ন আকৃতির ব্যাগেজ গ্রহণযোগ্য হবে না।
• সৌদি আরব বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে।

সংগৃহীতঃ হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে

 #আলহাদুলিল্লাহ...এই বছর যে সকল হাজীগণ হজ্জে যাবেন তাদেরকে নিয়ে অনলাইন এর মাধ্যমে  হজ্জ প্রশিক্ষন-২০২৪ এর প্রথম ক্লাস  ...
04/05/2024

#আলহাদুলিল্লাহ...
এই বছর যে সকল হাজীগণ হজ্জে যাবেন তাদেরকে নিয়ে অনলাইন এর মাধ্যমে হজ্জ প্রশিক্ষন-২০২৪ এর প্রথম ক্লাস সম্পন্ন হয়েছে।
আল্লাহ তাআলা যেন আমাদের এই হজ্জ যাত্রীদের সুস্থ রাখেন সেই প্রত্যাশা করি।
আমিন।

প্রশিক্ষক: মোহাম্মদ ইমাম উদ্দিন
পরিচালক
ইমাম হজ্জ গ্রুপ বাংলাদেশ
মোবা:০১৭১৮৭২২৮২৪

#হজ্জ
#হজপ্রশিক্ষণ২৪

আসসালামুয়ালাইকুম🕋 সন্মানিত হজ্জ যাত্রীদের  জানানো যাচ্ছে যে,ইমাম হজ্জ গ্রুপ বাংলাদেশ এর ২০২৪ এর সকল হজ্জ যাত্রীদেরকে নি...
03/05/2024

আসসালামুয়ালাইকুম

🕋 সন্মানিত হজ্জ যাত্রীদের জানানো যাচ্ছে যে,
ইমাম হজ্জ গ্রুপ বাংলাদেশ এর ২০২৪ এর সকল হজ্জ যাত্রীদেরকে নিয়ে অনলাইন এর মাধ্যমে হজ প্রশিক্ষণ এর আয়োজন করা হয়েছে । আমরা সকলেই উপস্থিত থাকার চেষ্টা করব।

ইনশাআল্লাহ

🗓️ তারিখ: ০৪.০৫.২০২৪ (শনিবার)
🕒সময় : দুপুর ২:৩০ ঘটিকা
🏢 মাধ্যমে: জুম

আলহামদুলিল্লাহ ওমরাহ্-২০২৪ এর সকল কার্যক্রম সম্পন্ন শেষ করে বর্তমান এ মদিনায় অবস্থান করছি।  আগামীকাল সন্ধ্যা ০৬:৩৫ এ ঢা...
30/04/2024

আলহামদুলিল্লাহ ওমরাহ্-২০২৪ এর সকল কার্যক্রম সম্পন্ন শেষ করে বর্তমান এ মদিনায় অবস্থান করছি। আগামীকাল সন্ধ্যা ০৬:৩৫ এ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব । ০২ তারিখ ভোর ৪:১৫ তে বাংলাদেশ পৌঁছাব। ইনশাল্লাহ। সকলের নিকট দোয়া চাই যাতে আল্লাহ তাআলা আমাদের সুস্থ ভাবে দেশে ফেরার তাওফিক দান করেন। আমিন ।

Address

Officer's Quarter, Sector/8
Dhaka
1230

Telephone

+8801718722824

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emam Hajj Group Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emam Hajj Group Bangladesh:

Share

Category