Al Khaleej Travels & Tourism

Al Khaleej Travels & Tourism We provide cheap Airline Tickets for of all. fly with us.

বিমানবন্দরে একাধিক সংস্থা কাজ করে। অনেকেই এক সংস্থাকে অন্য সংস্থা ভেবে ভুল করেন। প্রত্যেক সংস্থার কাজ ভিন্ন ভিন্ন রকমের।...
16/12/2021

বিমানবন্দরে একাধিক সংস্থা কাজ করে। অনেকেই এক সংস্থাকে অন্য সংস্থা ভেবে ভুল করেন। প্রত্যেক সংস্থার কাজ ভিন্ন ভিন্ন রকমের। কেউ কেউ কাস্টমসের সাথে ইমিগ্রেশন, এয়ারলাইনের কর্মীদের এভসেক ভেবে ভুল করেন।

নীল, খয়রি, বাদামী রঙ এর মিশ্রিত পোষাকে বিমানবন্দরে কাজ করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বিমানবন্দরে যে কোন হয়রানি, সমস্যায় তাদের সহায়তা নিন।

19/11/2021

বিদেশ থেকে শুল্কমুক্ত ভাবে টিভি আনা যাবে কী না। টেলিভিশন ২৯ ইঞ্চি পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন।

তবে ৩০ থেকে ৩৬ ইঞ্চি হলে ১০,০০০ টাকা শুল্ক দিতে হবে।
৩৭ থেকে ৪২ ইঞ্চি হলে ২০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৪৩ থেকে ৪৬ ইঞ্চি হলে ৩০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৪৭থেকে ৫২ইঞ্চি হলে ৫০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৫৩ থেকে ৬৫ ইঞ্চি হলে ৭০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৬৬ ইঞ্চির থেকে এর বেশি হলে ৯০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।

24/05/2021

বাংলাদেশ বিমান ২৯ মে হতে সৌদি আরবে বিমানের ফ্লাইট পরিচালনা শুরু হবে।

* * ২০ মে থেকে ফ্লাইট স্থগিত হওয়া যাত্রীরা আগের টিকিটে যেতে পারবেন।

* * টিকিট ইস্যুর ক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ কম তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

* * প্রত্যেক যাত্রীকেই বিমানের সেলস কাউন্টারে আসতে হবে হোটেল বুকিং এবং ফ্লাইট শিডিউল নেওয়ার জন্য।

** ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, যশোর, সৈয়দপুরে বিমান সেলস কাউন্টার থেকেও হোটেল বুকিং এবং ফ্লাইট শিডিউল নেওয়ার যাবে।

** আপনার ফ্লাইটের তারিখের কমপক্ষে ৪ দিন আগে বিমানের অফিসে যোগাযোগ করুন।

যশোর:
গ্রিন ভিলা, পুরাতন কসবা, যশোর
District Manager: 0421-71995
Stations Manager: 0421-71996

সিলেট :
এয়ারপোর্ট রোড, মজুমদারি,
Phone: +88-0821-717026 to 28,


রাজশাহী:
পর্যটন মোটেল, শাহ আব্দুল মজিদ রোড,
শ্রী রামপুর, রাজশাহী
Phone: +880721774787, +880721774838,
+8801777775536

সৈয়দপুর

১২২৬ বঙ্গবন্ধু সড়ক
সৈয়দপুর, নিলফামারী
Phone: 05526 71995
+88-01777 775538

চট্টগ্রাম

বিমান ভবন, ১/২ সিডিএ এভিনিউ
ষোলশহর, চট্টগ্রাম

Phone:+88-031-650671 to 75,
+88-031-650982 to 84,
+88-031-651890 to 91

বরিশাল

৪০, সদর রোড, বরিশাল।
Phone:+88-01777 775530

21/05/2021

সৌদি আরবগামী যাত্রীদের জন্য সর্তকতা

সঠিক তথ্য জানতে আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।

সৌদি আরব যেতে হলে সৌদি সরকার নির্ধারিত হোটলে এয়ারলাইন্সের মাধ্যমে বুকিং করতে হবে। অন্য কোন হোটলে নিজের ইচ্ছে মতো বুকিং করলে আপনাকে ফ্লাইটে নেবে না এয়ারলাইন্স। অনেক প্রতারক চক্র সক্রিয় হয়েছে, যারা ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, তারা হোটলে বুক করে দিবে। তাদের থেকে সাবধান।

আপনি সঠিক পদ্ধতি হোটলে বুক না করলে আপনার টাকাই নষ্ট হবে, কিন্তু কোন কাজে আসবে না। হোটেল বুক করার সময় সৌদি আরবের অবস্থানকালীন মোবাইল নম্বর দিতে হবে। বাংলাদেশের ফোন নম্বর দিয়ে বুক করবেন না।

বর্তমানে সৌদি আরবে যাচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। হোটেল বুকিং জটিলতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট বন্ধ রেখেছে। বাংলাদেশ থেকে দুবাই হয়ে সৌদিগামী এমিরেটস, ফ্লাইট দুবাই, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটও বন্ধ আছে।

হোটলে বুক করতে ৭ দিনের জন্য ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হতে পাারে।

দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলে আপনার হোটেল বুক করা লাগবে না।

ালিজ_ট্রাভেলস

বাংলাদেশসহ ৪ দেশ থেকে ভ্রমণে সংযুক্ত আরব আমিরাতের নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশে থেকে কোন যাত্রী পরিবহন করছে না এমিরেটস।তবে ...
20/05/2021

বাংলাদেশসহ ৪ দেশ থেকে ভ্রমণে সংযুক্ত আরব আমিরাতের নিষেধাজ্ঞা
থাকায় বাংলাদেশে থেকে কোন যাত্রী পরিবহন করছে না এমিরেটস।

তবে বাংলাদেশের নিষেধাজ্ঞা না থাকায় আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশ যাত্রী আনছে এমিরেটস।

বাংলাদেশে থেকে দুবাই ট্রানজিট হয় ইউরোপ, আমেরিকাতেও যাত্রী নিচ্ছে না এমিরেটস।

বাংলাদেশ থেকে সৌদি আরবেও যাত্রী নিচ্ছে না এমিরেটস।

মোট কথা, বাংলাদেশে থেকে কোন যাত্রী তারা নিচ্ছে না। শুধু বাংলাদেশে যাত্রী নিয়ে আসছে।

এই নিষেধাজ্ঞা কতদিনের জন্য তা বলেনি সংযুক্ত আরব আমিরাত। ফলে চালুর ঘোষণা না দেওয়া পর্যন্ত এমিরেটসের ফ্লাইট বন্ধ থাকছে।

ফলে এমিরেটসের যাত্রীরা চাইলে রিফান্ড আবেদন করতে পারেন কিংবা পুনরায় ফ্লাইট চালুর জন্য অপেক্ষা করতে পারেন। বাংলাদেশে লকডাউন থাকায় ঢাকায় এমিরেটসের অফিসও বন্ধ রয়েছে।

আগামী ২০ মে  হতে ২৪ মে পর্যন্ত বিমানের সৌদিগামী সকল ফ্লাইট স্থগিত।  সৌদি কর্তৃপক্ষ কর্তৃক হোটেল  কোয়ারেন্টিন সহ বিভিন্ন ...
20/05/2021

আগামী ২০ মে হতে ২৪ মে পর্যন্ত বিমানের সৌদিগামী সকল ফ্লাইট স্থগিত।

সৌদি কর্তৃপক্ষ কর্তৃক হোটেল কোয়ারেন্টিন সহ বিভিন্ন শর্ত আরোপ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদিআরবগামী সকল ফ্লাইট আগামী ২০ মে হতে ২৪ মে ২০২১ তারিখ পর্যন্ত পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বর্নিত সময়ে ভ্রমণের বুকিংকৃত সকল যাত্রীগনকে তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন‍্য নিকটবর্তী যেকোনো বিমান অফিসে যোগাযোগের জন‍্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

তাহেরা খন্দকার,
উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ,
বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান কল সেন্টার : 01990997997

18/05/2021

যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য

যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নেননি, তারা সৌদি আরবে প্রবেশ করলে ৭ দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটলের খরচ নিজেকেই বহন করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি সরকারের এ নিয়ম ২০ মে থেকে কার্যকর হবে।

সৌদি আরবে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে ঢাকা থেকে ফ্লাইটে উঠতে পারবেন। সৌদিতে পৌছানোর পর আরও ২ বার করোনা টেষ্ট করতে হবে।

প্রথমবার করতে হবে সৌদি আরবে পৌছানোর ২৪ ঘন্টার মধ্যে। ৬ষ্ঠ দিনে আবারও করোনা টেষ্ট করা হবে। করোনা টেষ্ট করার খরচ যাত্রীকেই বহন করতে হবে। ২বার টেষ্টে নেগেটিভ রিপোর্ট আসলে হোটেলে কোয়ারেন্টিন থেকে ৭ম দিনে নিজের বাসায় যাওয়া যাবে।

আর যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্না ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন।

এখানেই শেষ নয়, সৌদি আরবে যাওয়ার আগে আপনার মেডিকেল ইন্সুরেন্স করতে হবে। সেই ইন্সুরেন্সের আওতায় থাকতে হবে আপনি করোনা আক্রান্ত হলে চিতিৎসা ব্যয় বহন করার।

১০ মে সৌদি আরবের জেলারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এ নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং এয়ারলাইন্সের মাধ্যমে করতে হবে।

আমাদের পক্ষ থেকে পরামর্শ, আপনার ফ্লাইট যদি ১৯ মে’র পরে হয়, তাহলে দ্রুত আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। হোটেল বুকিং ও ইন্সুরেন্স করা ছাড়া আপনি সৌদি আরবে যেতে পারবেন না।

আপনি যদি মিথ্যা তথ্য দেন কিংবা নিয়ম না মানেন, তাহলে শাস্তির দিয়ে দেশে পাঠিয়ে দিবে সৌদি সরকার।

এছাড়া সকলকেই সৌদি আরবে করোনাভাইরাস সম্পর্কিত সকল ব্যাবস্থা ও বিধিনিষেধ মেনে চলতে হবে। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে ৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি সেই ব্যাক্তি প্রবাসী হয়, তবে তাকে শাস্তি দেওয়া পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে এবং সে আর কোন দিন সৌদি আরবে আসতে পারবে না

24/03/2021

#বিদেশগামী_যাত্রীদের_উদ্দেশ্যে
২৬ তারিখ এর মধ্যে ঢাকায় বিভিন্ন দেশের রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ভি আই পি অবস্থান করবেন। এ কয়দিনে উনারা বিভিন্ন যায়গা বা অফিসে মিটিং করবেন। সুতরাং বলা মুশকিল কখন কোন রাস্তা ব্লক হয়ে যায় বা কতক্ষণ বন্ধ থাকে।

তাই যাদের এর মধ্যে ফ্লাইট আছে তারা দয়া করে মিনিমাম ৩/৪ ঘন্টা অতিরিক্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হবেন অন্যথায় ফ্লাইট মিস করার সম্ভাবনা অনেক বেশি।এতে আপনাদের-ই ক্ষতি হবে অনেক।

১.বেশি দামের টিকেট আবার বেশি দামে রি ইস্যু করা লাগবে।
২. কিছু এয়ারলাইনসের টিকেট নন রিফান্ডেবল সেক্ষেত্রে পুরো টাকা শেষ।
৩.আবার করোনা টেস্ট এর ঝামেলা।
৪.বাড়িতে সবার থেকে বিদায় নিয়ে এসে আবার ফেরত যাওয়া।
৫.কেউ কেউ যেতে না পারলে হয়ত ভিসা কেন্সেল ও হতে পারে।।

যাইহোক আশা করব অন্তত যারা আমার এই পোস্ট দেখবেন তারা কেউ ফ্লাইট মিস করবেন না।

ধন্যবাদ সবাইকে।

কপি পোস্ট

Address

Gulsan 2
Dhaka

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Khaleej Travels & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Khaleej Travels & Tourism:

Share

Category