বাংলাদেশে ট্যুরিজম ব্যাপক প্রসার লাভ করছে, আমরা প্রকৃতির সানিধ্য লাভের প্রতি আগ্রহী হয়ে উঠেছি যা নিঃসন্দেহে অসাধারন। ট্যুরিজমের এই বিকাশকে কাজে লাগিয়ে আমাদের ট্যুরিজম খাত সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করলাম ট্যুরিজম ব্যবসার আড়ালে ভ্রমন পিপাসুদের ঠকানো হচ্ছে। অনেক মুনাফার লোভে অসংখ্য গ্রুপ
সৃষ্টি হচ্ছে নিয়মিত যাদের উদ্যেশ্য বাংলাদেশের পর্যটনকে এগিয়ে নেয়া নয় বরং মানুষ
ের ভ্রমনের এই জোয়ারে অনেক মুনাফার জাল বিস্তার করে ভাটা সৃষ্টি করা।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, নেপাল,ভুটানের মত আমাদের কাছের দেশগুলোতেও পর্যটক মানে দেবতা সমতুল্য। এসব দেশের অর্থনীতি বর্তমানে অনেকাংশেই পর্যটন নির্ভর। অথচ আমাদের মত এত প্রাকৃতিক পরিবেশ তাদের নেই। আমাদের পাহাড় আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের সবুজ আছে, আমাদের নদী আছে। কিন্তু আমাদের অতি মুনাফার শ্যেন দৃষ্টি এগুলোর সর্বোচ্চ ব্যবহার দূরে থাক, সর্ব নিন্ম ব্যবহারও নিশ্চিত করতে পারছে না।
প্রথমত, এই সব অশুভ শক্তিকে দূর করে বাংলাদেশের ট্যুরিজমকে সুস্থ্য এবং সুষ্ঠু বিকাশের লক্ষ্যে দূর দিগন্তে- এর সৃষ্টি। এর উদ্দেশ্য হবে বাংলাদেশের পর্যটন শিল্পকে প্রমোট করা, পর্যটকদের অধিকার নিশ্চিত করা এবং অতিমুনাফালোভীদের হাত থেকে পর্যটন খাতকে সংরক্ষন করা। এরই অংশ হিসেবে এখন থেকে দূর দিগন্তে - Dur Digonte নিয়মিত কর্মশালা ও বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক স্থানে ইভেন্টের আয়োজন করবে। একটি স্বাভাবিক ট্যুরের জন্য কোন স্থানে গেলে কত খরচ হবে এবং কিভাবে খরচ করতে হবে তার ধারনা এখান থেকেই পাওয়া যাবে। এটি কমার্শিয়াল গ্রুপও না আবার ননকমার্শিয়াল গ্রুপও না। এটি একটি যুগউপযুগি আন্দোলনের নাম।
দ্বিতিয়ত, আমরা প্রকৃতিকে উপভোগ করি । সুতরাং প্রাকৃতিক দুর্যোগকে আমরা অবহেলা করতে পারি না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে । আমারা আমাদের মুনাফার কিছু অংশ প্রাকৃতিক দুর্যোগ এর সময় দুস্তদের সহায্যের জন্য ব্যাবহার করবো ।
সামাজিক আন্দোলন এবং দেশের উন্নয়নে অবদান রাখতে ' দূর দিগন্তে - Dur Digonte' সাথে ভ্রমন করতে আমরা আপনাকে উৎসাহিত করছি। ভ্রমন এবং ভালো কাজের সূচনা হোক এখান থেকেই......