Travelerz.BD

Travelerz.BD Your Holiday Partner.

ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার- একবার এক মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার ...
23/04/2024

ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার- একবার এক মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি, আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন? এবং ওয়াজ করার জন্য এখানে এলেন?

মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর বললেন- ঠিক বলেছেন, আমিই সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী: এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানীকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো বলে এই শর্তে। বাসায় ঢুকলাম।ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম।

আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙ্গে গেল। অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল। ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলোনা। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পরলাম। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এতো বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ বলল, আমি খুব দূর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবনা। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউদাউ আগুন জ্বলছে।আর পিছনে এগিয়ে আসছে সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটা বাগান। বাচ্চারা খেলছে। গেইটে দারোয়ান।

দারোয়ান বলল: বাচ্চারা দেখতো এই লোকটিকে? একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে। মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিলো। অমনেই সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম: মা তুমি এতো ছোট! আর এতো বড় সাপ তোমায় ভয় পায়? মেয়ে বলল: আমি জান্নাতি মেয়ে। জাহান্নামের সাপ আমায় ভয় পায়। বাবা! ঐ সাপকে তুমি চিনতে পেরেছো? আমি বললাম: না মা। আমার মেয়ে বলল: বাবা! এতো তোমার নফস। নফসকে তুমি এতো বেশি খাবার দিয়েছ যে সে আজ এতো বড় এতো শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তারিয়ে নিয়ে এসেছে।

মেয়েকে বললাম: পথে এক দূর্বল বৃদ্ধ তোমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে? মেয়ে বলল: তাকেও চিননি? সে তোমার রুহ। তাকে তো কোন দিনও খেতে দাওনি। সে না খেয়ে এতোই দূর্বল হয়ে পরেছে যে, কোন রকম বেচে আছে।

আমার ঘুম ভেঙ্গে গেল। সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াল রুপটি দেখতে পাই আর দেখি রুহকে। আহা! কতো দূর্বল হাটতে পারেনা। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দীনার।

তাই আসুন, নিজের নফসকে হেফাজত করি। নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুক।

তথ্যঃ সংগৃহীত।

পূর্বাঞ্চল রেলের  আজকের ভ্রমণে যারা ঢাকা-চট্রগ্রাম, সিলেট-চট্টগ্রাম কিম্বা জামালপুর-চট্টগ্রাম রুটে রেল কে ভ্রমণ মাধ্যম হ...
18/03/2024

পূর্বাঞ্চল রেলের আজকের ভ্রমণে যারা ঢাকা-চট্রগ্রাম, সিলেট-চট্টগ্রাম কিম্বা জামালপুর-চট্টগ্রাম রুটে রেল কে ভ্রমণ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন, গতকালের বিজয় এক্সপ্রেসের বাজেভাবে লাইনচ্যুত হওয়ার ঘটনায় এই রুটের সকল ট্রেন স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিলম্বে গন্তব্যস্থলে পৌঁছানোর বিষয়টি মাথায় রাখার অনুরোধ রইলো.....

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সবগুলো ট্রেন গুনবতী থেকে ডাউন লাইনে চলাচল করার কারনে আপ/ডাউন ক্রসিং এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামত না হওয়া পর্যন্ত এ সমস্যা থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে....

রাতের চট্টলা এক্সপ্রেস.... 📍ফাজিলপুর স্টেশন।
21/10/2023

রাতের চট্টলা এক্সপ্রেস....

📍ফাজিলপুর স্টেশন।

05/10/2023

Beautiful Bangladesh

25/09/2023

Beautiful Bangladesh
📍Rangamati



Travelerz.BD

08/09/2023
01/09/2023
Beautiful Bangladesh🇧🇩📌Khagrachhari. Travelerz.BD
28/08/2023

Beautiful Bangladesh🇧🇩
📌Khagrachhari.

Travelerz.BD

বোকামি করছেন না তো!!সৈয়দ মুজতবা আলি একদিন কলম কিনতে দোকানে গেলেন। জিজ্ঞেস করলেন ডায়মন্ড বলপেন আছে? দোকানদার সংক্ষেপে জবা...
27/08/2023

বোকামি করছেন না তো!!

সৈয়দ মুজতবা আলি একদিন কলম কিনতে দোকানে গেলেন। জিজ্ঞেস করলেন ডায়মন্ড বলপেন আছে?
দোকানদার সংক্ষেপে জবাব দিলেন, নাই।

সৈয়দ মুজতবা আলি ফিরে গেলেন। কিন্তু ওই সময় উনার কলম খুব প্রয়োজন ছিল তাই সেই দোকানে আবার গেলেন। জিজ্ঞেস করলেন অন্য ব্রান্ডের কি কোন কলম আছে? দোকানদার কয়েক রকম কলমের নাম বললেন যে এগুলো আছে।

সৈয়দ মুজতবা আলি তখন তাকে শেখালেন,এভাবে কাস্টমার কে ফিরিয়ে দিতে নেই,যে পণ্য চাইবে সেটা না থাকলে বিকল্প কোন পণ্যের কথা বলা উচিত। কাস্টমারের সুবিধা হবে। দোকানদার লজ্জিত হলেন আবার সাথে কিছু শিখলেন ও।

কিছুক্ষণ পর সেই দোকানে সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় জিজ্ঞেস করলেন টয়লেট পেপার আছে?
হঠাৎ দোকানদারের মনে পড়লো,সৈয়দ মুজতবা আলির সেই শিখিয়ে দেওয়া কথা যে কাস্টমার কে ফিরিয়ে দিতে নেই,বিকল্প কিছু দিতে হবে!
তাই দোকানদার বললেন,"দাদা টয়লেট পেপার নেই,তবে শিরিষ কাগজ আছে" 😜😜😂😂

কি বুঝলেন? কাস্টমার কে বিকল্প পণ্য সম্পর্কে বলতে হবে তবে এমন পণ্যের কথা বলবেন না,যেটা শুনে কাস্টমার আপনাকে পাগল ভেবেই চলে যাবে,জীবনেও আর আসবে না 😄😄

(সংগৃহীত)
-------------------

Travelerz.BD
আপনার ছুটির দিনের বিশ্বস্ত সঙ্গী।

গ্রুপ ট্যুর, প্যাকেজ ট্যুর, স্টাডি ট্যুর, ফ্যামেলী ট্যুর, কর্পোরেট ট্যুর ও যাবতীয় ট্যুর প্লান, গাইড, ক্যাম্পিং এর জন্য নির্ভাবনায় আস্থা রাখতে পারেন Travelerz.BD এর উপর।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801712820083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelerz.BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelerz.BD:

Videos

Share

Category

Nearby travel agencies