Bike Lovers BD

Bike Lovers BD বাইকের প্রতি যাদের অনেক দুর্বলতা ও ভা?

01/12/2023

পূর্বাচল নতুন শহর ৩০০ ফিট। Purbachal 300 ft.

04/11/2023

রাতের শহর।

21/10/2023

ষাট গম্বুজ মসজিদ এর বিস্তারিত তথ্য সহ
ষাট গম্বুজ মসজিদ | Exploring Bagherhat | ঘুরে দেখা বাগেরহাট | Shat Gombuj Mosque পর্ব-০৩ by Little Traveller TANIM
Youtube Link for (HD): https://youtu.be/9D60Sgo5SDk

ষাট গম্বুজ মসজিদঃ
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলীনির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত; বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৮৫ খ্রিষ্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১ টি, সাত লাইনে ১১ টি করে ৭৭ টি এবং চার কোনায় ৪ টি মোট ৮১ টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত।
সুলতান নসিরউদ্দিন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

#ষাট_গম্বুজ_মসজিদ #যাদুঘর #গম্বুজ
#বাগেরহাট #খান_জাহান_আলী_মাজার #খানজাহান sKhanjahan #মাজার #ঘুরে_দেখা #খুলনা

16/10/2023

এই অবেলায় তোমারই আকাশে
নীরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায় by Little Traveller TANIM
YouTube link (HD):
https://youtu.be/d88zkE8Ia5c

এই অবেলায় তোমারই আকাশে
নীরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।

কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়
কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।

সেই কবেকার ভায়োলিন
বেজে যায় কতদিন
প্রাণে চাপা ঢেউ
দেখেনি আর কেউ

কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানি না কী কষ্টে এই অবেলায়
তবুও নির্বাসন বাসর সাজিয়ে
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।

15/10/2023

সেন্টমার্টিন দ্বীপ | Saint Martin island | বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্ব-০১ by Little Traveller TANIM
Youtube Link for (HD): https://youtu.be/VepEiQBnYSM
https://www.youtube.com/watch?v=VepEiQBnYSM

সেন্ট মার্টিন দ্বীপঃ
সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।
দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন ৫-৭টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন্স দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে। একটি সরকারি ডাকবাংলো আছে। সেন্ট মার্টিন্স দ্বীপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল।

কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য, এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করতো। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনতো। ১৮৯০ খ্রিষ্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউগাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি একসময় 'নারকেল গাছ প্রধান' দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে। ১৯০০ খ্রিষ্টাব্দের দিকে ব্রিটিশ ভূ-জরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ-ভারতের অংশ হিসাবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিষ্টান সেন্ট মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে, দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন এর মতে, ১৯০০ খ্রিষ্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়। দ্বীপটিতে খ্রিষ্টান জনবসতি এবং কোন গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ সঠিক ইতিহাস নয় বলেই মনে হয়।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

#প্রবালদ্বীপ #সেন্টমার্টিন #কক্সবাজার #প্রবাল_দ্বীপ #সেন্ট_মার্টিন #টেকনাফ #জাহাজ #শিপ #দারুচিনি_দ্বীপ #নারিকেল_জিঞ্জিরা

08/10/2023

বছরের শুরুতে সেন্টমার্টিন জেটি ঘাট।

Send a message to learn more

06/10/2023

প্রচুর বৃষ্টি হচ্ছে চারদিকে ঝড় বৃষ্টিতে ভয়াবহ অবস্থা।

30/09/2023

Avoid jatra bari Flyover road

24/09/2023

Amazing Nature.💙💙
Cloud fall on the hillside. 🤍🤍

Send a message to learn more

20/09/2023

ঘুরে দেখা বাগেরহাট | Exploring Bagherhat | খান জাহান আলীর মাজার | Khan Jahan Ali Majar পর্ব-০১ by Little Traveller TANIM
Youtube Link for (HD): https://youtu.be/YjVh2GjVdAg

খান জাহান আলীর মাজারঃ
খান জাহান আলীর মাজার বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। হযরত খান জাহান আলী (র:) এর জন্ম ভারতে হলেও বাংলাদেশের যশোর, বাগেরহাট অঞ্চলে তিনি ধর্ম প্রচার করতে আসেন। তিনিই বাগেরহাটে বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন।
অনেকের মতে খান জাহান আলী আরব দেশ থেকে দিল্লী হয়ে বাংলাদেশে আসেন। যদিও তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায়নি তবে গবেষকগণ ধারণা করেন খান জাহান আলী সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ্-এর সমসাময়িক ছিলেন। খান জাহান আলী তৎকালীন গৌড়ের সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের ঘনিষ্ঠ বন্ধু এবং সেনানায়ক ছিলেন। সুলতানের প্রতিনিধি হিসাবেই খান জাহান আলী বাগেরহাট অঞ্চলে জনপদ সৃষ্টি করে “খলিফাত-ই-আবাদ” নামকরণ করেন এবং ৩৬০ জন আউলিয়ার আগমনের সংখ্যার সাথে মিল রেখে তিনি ভাটি অঞ্চলে ৩৬০ টি মসজিদ নির্মাণ ও ৩৬০ টি দীঘি খনন করে ছিলেন।
খান জাহান আলী ৮৬৩ হিজরী ২৬ জিলহজ্ব বুধবার অর্থাৎ ১৪৫৯ সালের ২৩ অক্টোবর মৃত্যুবরণ করেন। খাঞ্জেলী দীঘির উত্তর পাড়ে তাঁর সমাধি সৌধ নির্মিণ করা হয়েছে। খান জাহান আলীর সমাধি সৌধটি বর্গাকৃতি। সৌধের প্রাচীর ২৫ ফুট উঁচু এবং এর ছাদে রয়েছে একটি গম্বুজ। এই সমাধি সৌধের ভিতরে একটি পাথরের বেদিতে হযরত খানজাহান আলীর মাজার অবস্থিত। দরগাহ বা মাজারের স্থাপত্যশৈলীর সাথে ষাটগুম্বুজ মসজিদের বেশ মিল রয়েছে। প্রতি বছর বাংলা বর্ষপুঞ্জির ২৫ অগ্রহায়ণ খান জাহান আলী মাজার প্রাঙ্গনে বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। আর চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় এখানে মেলা অনুষ্ঠিত হয়। খান জাহান আলীর মাজার দেখতে, ওরশ এবং মেলায় সারাদেশ থেকে হাজার হাজার ভক্ত মাজারে এসে সমবেত হন।
যাতায়াতঃ
ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা এবং সন্ধা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেঘনা, বনফূল, ফাল্গুনী, আরা, পর্যটক, বলেশ্বর, হামিম ও দোলা পরিবহণের বেশ কিছু বাস ছেড়ে যায়। গাবতলী বাস টার্মিনাল থেকে সোহাগ, শাকুরা, হানিফ ও ইগল পরিবহণের গাড়ি ছাড়ে।
এছাড়া ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা এসে সেখান থেকে বাসে বা সিএনজিতে করে বাগেরহাট আসতে পারবেন।
খান জাহান আলীর মাজার শরীফ বাগেরহাট শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে এবং খুলনা থেকে প্রায় ২২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। খুলনা বাগেরহাট মহাসড়ক থেকে মাত্র ৩০০ গজ দূরত্বে খান জাহান আলীর মাজার শরীফের অবস্থান। খুলনা বাগেরহাট মহাসড়কে বাস থেকে নেমে ৫ মিনিট পায়ে হেটে মাজারে যেতে পারবেন।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

#বাগেরহাট #খান_জাহান_আলী_মাজার #খানজাহান #মাজার #ঘুরে_দেখা #খুলনা

16/09/2023

বৃষ্টি শেষে তোমার শহর ভেসে যায়।

Send a message to learn more

25/08/2023

সকাল সকাল ইউরোপের কোন একটা শহরে ভ্রমণ করতেছি। বলতে হবে যায়গাটা কোথায়?
চিনার সুবিধার জন্য বলে দেই ভিডিওটা যখন শেষ করি তখন বিপরীত দিক থেকে আসা বাস-কে সাইড দিতে পারছিলোনা আমাদের বাসটি। কারন রাস্তার দুই পাশে যায়গা ছিলোনা তাই।

24/08/2023

ঘুরে দেখা বাগেরহাট | Travelling to Bagerhat | Exploring Bagherhat পর্ব-০১ by Little Traveller TANIM
Youtube Link for (HD): https://youtu.be/xKiv9okdFNQ

24/08/2023

Pyramid in Bangladesh |
মিসরের পিরামিড বাংলাদেশে | বাংলার পিরামিড | Travelling to Pyramid by LITTLE TRAVELLER TANIM
Youtube Link for (HD): https://youtu.be/Seej0_C8ODs

বাংলার পিরামিডঃ
মিসরের বাদশাহ ফেরাউনের মমিসহ আরও সাতটি মমির ডামি সাজানো। আলো-আঁধারির পিরামিডে প্রবেশ করলে কেমন একটা ভৌতিক আবহ তৈরি হয়। আধো অন্ধকারে ক্ষণিকের জন্য মনে হবে যেন পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম মিসরের পিরামিডে চলে এসেছি। ভ্রমণপিপাসু মানুষের দৃষ্টির পরিতৃপ্তির জন্য বাংলার ইতিহাসের প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের পেরাবে নির্মিত হয়েছে মিসরের পিরামিডের আদলে পিরামিড। প্রাচীনযুগ ও মধ্যযুগে পৃথিবীতে নির্মিত অতি আশ্চর্যের সাতটি জিনিসের মধ্যে উল্লেখযোগ্য ছিল মিসরের রাজা বাদশাহদের মমি । মমি আর এ স্থাপনাগুলো নির্মাণ করেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আহসানউল্লা মনি নিজ গ্রাম পেরাবতে।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _


#পিরামিড #নারায়ণগঞ্জ #বাংলার_পিরামিড #পিরামিড #সোনারগাঁও -Mahal -Tajmahal াজমহল #মিসরের

24/08/2023

Little Traveller TANIM নামে গিফট ইয়ামাহা থেকে | Gift from Yamaha wit Shakib Al Hasan Autograph by Little Traveller TANIM
Youtube Link for (HD): https://youtu.be/mnxn_M-zt_8
ধন্যবাদ Yamaha Motorcycles Bangladesh - ACI Motors Ltd.

05/08/2023

এই প্রথম পদ্মা সেতুর মধ্যে জ্যাম। Jam in Padma Bridge.
পদ্মা সেতুতে এই লম্বা জ্যামের কারনে দীর্ঘসময় সেতুর উপরে দাড়িয়ে ছিলাম। এই জ্যাম সেতুর উপরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে।

27/07/2023

ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা

খালি গলায় গান গাইতে গাইতে শীতলক্ষ্যা সেতু পার হলাম। প্রকৃতির রূপ দেখে গান গাইতে না পারলেও চেষ্টা করলাম।

26/07/2023

কি করে বলিবো আমি,আমার মনে বড় জ্বালা
মনে বড় জ্বালা. . .
কেউ কোনদিন আমারে তো, কথা দিলো না
কথা দিলো না.. .
বিনিসুতার মালাখানি,গাঁথা হইলো না
গাঁথা হইলো না.. . .।

এভাবেই গান গাইতে গাইতে রাইড করলে কেমন হয়? এক এক সময়ে এক এক গান?

24/07/2023

শুধুমাত্র হৃদয় থেকেই আপনি আকাশকে ছুতে পারবেন, কেননা বাস্তবে তা অসম্ভব।

19/07/2023

বাংলার তাজমহলে বৃষ্টির সময়।

Send a message to learn more

16/07/2023

আকাশের বিশালতা।

10/07/2023

Sh*tolokkha River. শীতলক্ষ্যা নদীতে।

Send a message to learn more

09/07/2023

বিকেলের সৌন্দর্যে ভরা লেক।
Follow the page to see the beautiful nature.
সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পেজটি ফলো দিয়ে রাখুন।

28/06/2023

বৃষ্টির এই রিমঝিম শব্দটা অনেক বেশি ভালো লাগে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bike Lovers BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category