Tourist Guide Centre of Bangladesh

Tourist Guide Centre of Bangladesh Tour planing, tourist guide and all type of tourist and work permit service...���
(1)

24/08/2024

ভিয়েতনামে ভিজিট টু রেসিডেন্সি।

01/04/2024

সকল প্রকার ডকুমেন্টস সাপোর্ট সহ কানাডার ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করুন।

07/02/2024

অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসায় বিশেষ অফার। আজই যোগাযোগ করুন।

25/01/2024

মালদ্বীপের ওয়ার্ক পারমিট শুরু হয়েছে। আগ্রহিরা দ্রুত ফাইল জমা করুন। এজেন্টদের জন্য বিশেষ কমিশন।

23/12/2023

শীতকাল=ভ্রমনকাল

16/12/2023

মহান বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

02/12/2023

হে আল্লাহ। সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের হেফাযত করুন।

25/11/2023

এইচ.এস.সি পরীক্ষার সকল ফলপ্রার্থীর জন্য শুভকামনা।
❣️❣️❣️

19/11/2023

Congratulations..
Australia, the most gentle team in the cricket world.

আপনি যদি  🇺🇸 আমেরিকায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।  আমেরিকার টুরিস্ট ভিসাটি ...
15/11/2023

আপনি যদি 🇺🇸 আমেরিকায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আমেরিকার টুরিস্ট ভিসাটি মূলত ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। ৫ থেকে ৭ মিনিটের ছোট একটি ইন্টারভিউ এর মাধ্যমে ভিসাটি হয়ে থাকে। অন্যান্য দেশের মতো ডকুমেন্ট ভিত্তিক ভিসা নয়। ইন্টারভিউটি আপনি বাংলা অথবা ইংলিশে দিতে পারবেন।
যাক আগের কথায় আসি, আমরা প্রথমেই যে ভুল কাজটি করে থাকি সেটি হলো সঠিক যোগ্যতা না থাকা সত্ত্বেও আমেরিকার ভিসার জন্য আবেদন করে ফেলি। যে কারণে রিফিউজও হয়ে যাই। তাহলে অল্প করে ধারণা দিচ্ছি কি কি যোগ্যতা না থাকার কারণে ভিসা রিফিউজ হয়।

🔮প্রথমত আমরা একেবারে সাদা পাসপোর্টে কোন দেশ ট্রাভেল করা ছাড়া ইউএস ভিজিট ভিসার জন্য দাঁড়িয়ে যাই, যেই ভুলটি আমরা অনেকে করে থাকি। আবার অনেকে আপনার ফাইল প্রসেস করার জন্য বলে, সাদা পাসপোর্টে ভিসা হয় এটি একবারে ভুল কথা। আপনি ভিসা অফিসারের কাছে একজন ট্রাভেলার হিসেবে কিভাবে প্রমাণ করবেন যে আপনি আমেরিকা গিয়ে আবার ফিরে আসবেন? যেহেতু এটি একটি টুরিস্ট ভিসা আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন ট্রাভেলার। আর প্রমাণ করার একটি ভালো মাধ্যম হলো আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো টুরিস্ট ভিসায় ভিজিট করা। আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার পার্শ্ববর্তী দেশগুলো ট্রাভেল না করে আমেরিকার মতো প্রথম সারির দেশে কেন ঘুরতে যাবেন? হয়তো আপনি উত্তরটি পেয়ে গেছেন।
তবে আপনার যদি বয়স বেশী থাকে বা নিজ পরিবার ও আত্মীয়র মধ্যে কেউ যদি আমেরিকায় থাকে সেক্ষেত্রে তেমন একটা ভিজিট না থাকলেও হবে, যেমন ধরেন আপনার বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন, চাচা-চাচি, কাজিন কেউ যদি আমেরিকায় থাকেন সেখানে ওনাদের দেখতে যাবেন বা ওনারা কোন প্রোগ্রাম এরেঞ্জ করেছেন সেখানে আপনি উপস্থিত থাকার কারণ দেখিয়ে আমেরিকা ভিজিট ভিসায় যেতে পারেন যদিও তার যুক্তিযুক্ত কারণ থাকতে হবে।
অনেকে বলে আমেরিকা থেকে আপনার জন্য ইনভাইটেশন এনে ভিসা করিয়ে দিবে, এটিও ভুল কথা। আপনি চিন্তা করে দেখেন অচেনা লোক বা দূর সম্পর্কের কেউ কেন আপনাকে ইনভাইটেশন দিবেন? যদি দিয়েও দেন সেই ইনভাইটেশনে কোন কাজে আসবে না। আর ইনভাইটেশন ব্যাপারটি শুধুমাত্র মেডিকেল ইমারজেন্সি, বিজনেস, কনফারেন্স, বিয়ে, জন্মদিন এবং ট্রেড ফেয়ার এর ক্ষেত্রে কিছুটা কার্যকর হয়।
🔮 দ্বিতীয়ত আপনি আপনার দেশে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে হচ্ছে আপনি বাংলাদেশে একজন ব্যবসায়ী বা ভালো কোন জব করেন, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আপনার আমেরিকাতে গিয়ে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য আপনার আছে, এর মানে আপনি আমেরিকাতে যাবেন এবং ফিরে আসবেন। আমার এই কথাটি পড়ে হয়তো চিন্তা করছেন অনেক টাকা থাকলে বা অনেক টাকা ইনকাম করলে হয়তো আমেরিকায় যেতে পারব। তাই না? কথাটি যদিও সত্য, কিন্তু আমরা যারা ভালো কোন দেশে যাওয়ার চিন্তা করি, তখনি যখন এটলিস্ট কিছু ভালো পরিমাণ টাকা আমাদের কাছে থাকে। তাহলেই আমেরিকার ভিসা নিয়ে চিন্তা করি। সেক্ষেত্রে আমরা ভালো জব বা ভালো ব্যবসা দেখাতে পারি। হয়তো আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পারছেন।
যাইহোক প্রতিষ্ঠিত হওয়ার গল্পটি এই কারণেই বললাম। বলার কারণ কি জানেন? ভিসা অফিসার চিন্তা করেন আপনি আপনার দেশে যে পরিমাণ টাকা উপার্জন করেন, হয়তো সেখানে গিয়ে আরো ভালো পরিমাণ টাকা উপার্জন করলে আপনি দেশে ফিরবেন না। এটা চিন্তা করে ভিসা অফিসার আপনাকে ভিসাটি নাও দিতে পারে। ইউএস এম্বাসির ওয়েবসাইটে লেখা আছে আপনি যখন নন ইমিগ্রেন্ট তথা টুরিস্ট ভিসায় (B1/B2) আবেদন করেন, ইন্টারভিউর আগের সময় পর্যন্ত ভিসা অফিসার ধরে নেন আপনি আমেরিকাতে গিয়ে আর ফিরে আসবেন না।
🔮 তৃতীয় কথাটি খুব গুরুত্বপূর্ণ আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে ফর্ম টিকে বলা হয় DS-160, ভিসা অফিসারের সামনে নিজেকে প্রেজেন্ট করার সবথেকে বড় একটি মাধ্যম, তবে একটি দুঃখের বিষয় কি জানেন? আমরা DS-160 ফর্মটিকে নিয়ে অবহেলা করি। যেমন অনভিজ্ঞ কাউকে দিয়ে DS-160 ফর্মটি পূরণ করানো এবং অনভিজ্ঞ কারো সাথে পরামর্শ নেওয়া। অনেকেই এই ক্ষেত্রে খরচ কমানোর জন্য যেখানে সেখানে মোটামুটি ব্রাউজ করতে পারে বা কোন এক কম্পিউটার দোকান থেকে DS-160 ফর্মটি পূরণ করে। এমন কারো কাছ থেকে পরামর্শ নেয় সে হয়তো আমেরিকা টুরিস্ট ভিসা সম্পর্কে তেমন অভিজ্ঞ নন, হয়তো বা তিনি একবার ভিসা পেয়েছে, কিন্তু ভিসা পাওয়ার মানে এই নয় যে তিনি সব ব্যাপারে জেনে গেছেন। তাই এরকম অনেকের পরামর্শ নিয়ে ভিসা আবেদন ফর্ম পূরণ করে বা ইন্টারভিউ দিয়ে অনেকেই রিফিউজ হয়েছে। কেননা DS-160 ফর্মটি ওভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে ভিসা অফিসার আপনার সম্পর্কে যা জানার বা ডিসিশন নেওয়ার দরকার তা সব ইনফরমেশন DS-160 ফর্মটি থেকে পেয়ে যান।
🔮চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো ইন্টারভিউ, যেহেতু আমেরিকার টুরিস্ট ভিসা একটি ইন্টারভিউ নির্ভর ভিসা সে ক্ষেত্রে আপনার ইন্টারভিউতে ভিসা অফিসারকে কনভেন্স করতে হবে যে আপনি যাবেন আবার ফিরে আসবেন, এজন্য অবশ্যই আপনার একটি বিশ্বাসযোগ্য গল্প থাকতে হবে। এটির মাধ্যমে ভিসা অফিসারকে বোঝাতে হবে -আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত, -আমেরিকা যাওয়ার আমার যৌক্তিক কারণ আছে এবং -আমি আমেরিকাতে গিয়ে ঘুরে ফিরে আসবো।
এই যে আমি বললাম আপনি যে ফিরে আসবেন, এটা কনভেন্স করতে হবে, এটা কনভেন্স করার উপায় কি? কাজ হচ্ছে DS-160 ফর্মটি সুন্দর ভাবে, নির্ভুল ভাবে পূরণ করা। অনেকেই (DS-160 ফর্ম ও ইন্টারভিউ) এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়কে আলাদাভাবে পার্সেন্টেজ করে। আমরা এই কাজটি করব না কারণ এই দুইটির কম্বিনেশনে কাঙ্খিত ভিসাটি আপনার হবে।
আমরা আরেকটা বড় ভুল করি ডকুমেন্টকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া ও প্রচুর ডকুমেন্ট রেডি করা, যেগুলো আসলে ইন্টারভিউতে ধরেও দেখবেন না, তবে কিছু ডকুমেন্ট ভিসা ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো কোন যুক্তি সঙ্গত কারণ থাকলে ভিসা অফিসার দেখতে চাইবে। অনেকের মাথায় চিন্তাটি থাকে ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে, ট্রানজেকশন কেমন করতে হবে, ব্যাংকে কত টাকা রাখতে হবে। এই প্রশ্নের আসলে কোন উত্তরই নেই, ডকুমেন্ট এর মতো আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্সও ভিসা অফিসার ধরেও দেখবেন না। যদিও দেখে খুব রেয়ার কেসে। আমাদের কথাটি হয়তো বুঝতে পেরেছেন ইউএস টুরিস্ট ভিসা ক্ষেত্রে এইসব ডকুমেন্টারি ইস্যু আপনার জন্য কোন ধরনের ভ্যালু রাখে না।
আমেরিকার ভিসার ব্যাপারে কোনভাবে আপনারা কন্ট্রাকে কারো সাথে যোগাযোগ করবেন না।আমেরিকার ভিসা কন্ট্রাকে বা টাকা পয়সা দিয়ে কোনভাবে নেওয়া যায় না। সঠিকভাবে আবেদন করে ও সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে আপনি পেতে পারেন আমেরিকার টুরিস্ট (B1/B2) ভিসা।
💲 আমেরিকার টুরিস্ট ভিসার বর্তমান এম্বাসি ফি ১৮৫$ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে যা আসে। এই টাকা শুধুমাত্র EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দেওয়া যায়। এই টাকা জমা দিয়ে ইন্টারভিউ এর ডেট নিতে হয়।
🔷 সর্বপরি একটা কথা বলবো, আমেরিকার টুরিষ্ট ভিসার ক্ষেএে যদি DS-160 ফর্মটি একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পূরণ করাতে পারেন, কারণ এই ফর্ম এর উপর আপনার ভিসা অনেকাংশ নির্ভর করে ও আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ দেখাতে পারেন। এবং ইন্টারভিউতে ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে পারলে, আপনার ভিসাটি হবে ইনশাল্লাহ।

🟢 আমরা আপনাকে আমেরিকার টুরিস্ট ভিসা (B1/B2) প্রসেসিং এর ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি। যেমনঃ-
১। DS-160 ফর্ম সঠিক ও সুন্দর ভাবে পূরণ করে দিবো।
২। ইন্টারভিউ এর জন্য ট্রেনিং দিয়ে পুরোপুরি তৈরী করবো।
৩। ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন তার সঠিক গাইড লাইন দিবো।
🟢 আবেদন করার জন্য প্রথমে আপনার যা প্রয়োজনঃ-
১। পাসপোর্ট এর রঙিন কপি।
২। দুইটা ফোন নাম্বার।
৩। একটা ই-মেইল আইডি।
৪। ছবি (২x২ সাইজ) সাদা ব্যাকগ্রাউন্ড (সফট কপি)।
এগুলো থাকলেই আপনি আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আবেদনটি করতে পারেন।

🔷 পরিশেষে বলবো আপনি যদি কিছু দেশ ভিজিট করে থাকেন এবং উপরে আমরা যা লিখেছি সে অনুযায়ি আপনার প্রোফাইলটির মিল থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশাকরি আমরা আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আপনাকে সহজ সমাধান দিতে পারবো। ইনশাল্লাহ। ধন্যবাদ।।

বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা করা এবং ভিসা নিয়ে গমনের সময় কিছু বিষয় মনে রাখা জরুরি :১. সম্ভব হলে নিজে ইনভাইটেশন ব্যবস্থা ...
15/11/2023

বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা করা এবং ভিসা নিয়ে গমনের সময় কিছু বিষয় মনে রাখা জরুরি :
১. সম্ভব হলে নিজে ইনভাইটেশন ব্যবস্থা করা এবং একি ইনভাইটেশন দিয়ে ফ্যামিলি মেম্বারের বাহিরে কেউ ভিসা না করা,
২. ভিসা ফরম পূরণের সময় যেই হোটেল বুকিং দিয়েছেন সেই হোটেল বুকিং ই এয়ারপোর্টে প্রদর্শন করা,
৩. ভিসা ফরম পূরণের সময় যে প্রফেশনাল ডকুমেন্ট দিয়েছেন যথাসম্ভব সেই ডকুমেন্টস কাছে রাখা,
৪. কোন ফেইক ডকুমেন্টস সাবমিট করে ভিসা না নেয়া,
৫. সর্বপরি শতভাগ জেনুইন কাগজপত্র এবং সঠিক পন্থা অবলম্বন করা

14/11/2023

আমাদের দেশীয় কিছু এজেন্সির অতিলোভে বিভিন্ন দেশের ভিসাপ্রাপ্তি আমাদের জন্য পর্যায়ক্রমে কঠিন হচ্ছে।

✈️ 𝐔.𝐒.𝐀. 𝐕𝐈𝐒𝐈𝐓 𝐕𝐈𝐒𝐀 (𝐁𝟏/𝐁𝟐) 🇺🇸🇺🇸🇺🇸এখন 𝐔.𝐒.𝐀 এর ভিসা পাওয়ার সবচেয়ে সহজ সময়।✈️ 𝐔𝐒 𝐄𝐌𝐁𝐀𝐒𝐒𝐘 ঢাকার প্রাক্তন 𝐀𝐃𝐕𝐈𝐒𝐎𝐑 এর মা...
13/11/2023

✈️ 𝐔.𝐒.𝐀. 𝐕𝐈𝐒𝐈𝐓 𝐕𝐈𝐒𝐀 (𝐁𝟏/𝐁𝟐) 🇺🇸🇺🇸🇺🇸
এখন 𝐔.𝐒.𝐀 এর ভিসা পাওয়ার সবচেয়ে সহজ সময়।
✈️ 𝐔𝐒 𝐄𝐌𝐁𝐀𝐒𝐒𝐘 ঢাকার প্রাক্তন 𝐀𝐃𝐕𝐈𝐒𝐎𝐑 এর মাধ্যমে প্রসেসিং করা হয়।

আপনার ভিসা নিশ্চিত করতে আজই আমাদেরএক্সপার্ট টিম এর সহায়তা নিন।

আমরা যেসব সার্ভিস দিয়ে থাকিঃ
১) আমরা বিনামূল্যে আপনার প্রোফাইল যাচাই করে পরামর্শ দিয়ে থাকি।
২) ভিসা এপ্লিকেশনের যাবতীয় ফর্ম সতর্কতার সাথে পূরণ করে থাকি এবং ভিসা ইন্টারভিউ এর এপয়েন্টমেন্ট নিয়ে থাকি।
৩) প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ও প্রোফাইল প্রস্তুত করতে সহায়তা করে থাকি।
৪) ইউএস ভিসার ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিতে সহায়তা করি।
৫) দ্রুত এপোয়েন্টমেন্ট পাবার ক্ষেত্রে সহায়তা

এপয়েন্টমেন্ট বুক করে আমাদের অফিসে ভিজিট করতে পারেন। অফিসের ঠিকানা: আর,এস বিজনেস সেন্টার, শতাব্দি সেন্টার (লিফট এর ১১), ফকিরাপুল, ঢাকা।

আবেদন করতে/ বিস্তারিত জানতে অফিস এ চলে আসুন। শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০-সন্ধা ৬টা অথবা পেইজে ইনবক্স করুন।

**কানাডার ভিসা**যাদের লং স্টাডি গ্যাপ আবার কানাডার ভিজিট ভিসাও পাচ্ছেন না তাদের জন্য আমাদের স্পেশাল সার্ভিস।১. সর্বচ্চো ...
09/11/2023

**কানাডার ভিসা**
যাদের লং স্টাডি গ্যাপ আবার কানাডার ভিজিট ভিসাও পাচ্ছেন না তাদের জন্য আমাদের স্পেশাল সার্ভিস।
১. সর্বচ্চো এইচ,এস,সি গ্রহনযোগ্য,
২. স্টাডি গ্যাপ এক্সেপ্টেড,
৩. ব্যাংক স্পন্সর ও গ্যারান্টি সাপোর্ট,
৪. ভিসা শিওরিটি সবচাইতে বেশি।

আজই আমাদের অফিসে যোগাযোগ করুন। মার্চ- এপ্রিলের জন্য নভেম্বরের মধ্যে ফাইল জমা দিন।

মেট্রোরেলের ভাড়ার তালিকা।মতামত দিন।
05/11/2023

মেট্রোরেলের ভাড়ার তালিকা।
মতামত দিন।

মার্চ এপ্রিল সেশনের ফাইল জমা নিচ্ছি।স্বল্প সময়ে ভিসা রেশিও সবচাইতে বেশি। যাদের লং স্টাডি গ্যাপ আছে তারা দ্রুত যোগাযোগ কর...
04/11/2023

মার্চ এপ্রিল সেশনের ফাইল জমা নিচ্ছি।
স্বল্প সময়ে ভিসা রেশিও সবচাইতে বেশি।
যাদের লং স্টাডি গ্যাপ আছে তারা দ্রুত যোগাযোগ করুন। আপনার ভিসা কনফার্ম করুন।

চালু হলে আর দেরি করা যাবে না.. 💘💘💘
03/11/2023

চালু হলে আর দেরি করা যাবে না.. 💘💘💘

01/11/2023

আমেরিকার B1/B2 ক্যাটগরির ভিসাএপ্লিকেশনে এম্বাসী এপোয়েন্টমেন্ট নিন অল্প সময়ে।

Address

Fokirapool, Motijheel
Dhaka
1000

Telephone

+8801863767432

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourist Guide Centre of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tourist Guide Centre of Bangladesh:

Videos

Share

Category

Nearby travel agencies