10/06/2023
বিদেশ যাওয়ার সকল তথ্য আপনি পাবেন এই গ্রুপে,বিস্তারিত জানতে মেসেজে করুন আমাদের অফিসিয়াল পেজে👉Sindeed_Tours_&_Travels
Sindeed Tours & Travels! We are a full-service travel agency that specializes in creating customized
Floor #4th, House #11 Road #07 Sector #10 Uttara Model Town
Dhaka
1230
Be the first to know and let us send you an email when Sindeed Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Sindeed Tours & Travels:
সিনদিদ কনসোর্টিয়াম, সোহাগ সিকিউরিটি এন্ড লজিস্টিক লি: এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে আমরা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করি। কিন্তু সার্ভিস সেক্টরে কাজ করতে গেলেও কিছু যন্ত্রপাতি ও পণ্য সামগ্রীর প্রয়োজন পড়ে। সে প্রেক্ষিতে আমরা সিকিউরিটি প্রোডাক্ট আমদানির মাধ্যমে সিনদিদ কনসোর্টিয়ামের যাত্রা শুরু করি। এছাড়া ক্লিনিং ও পেস্ট কন্ট্রোলের জন্যও আমরা নানা ধরনের রাসায়নিক দ্রব্য ও যন্ত্রপাতি আমদানি করে থাকি।
সিনদিদ শব্দের অর্থ সাহসী। আর কনসোর্টিয়াম শব্দের অর্থ একত্রে কাজ করা বা একই ছাতার নিচে একত্রিত হওয়া। আমরা চাই, সবাই একত্রিত হয়ে কাজ করতে। অর্থাৎ আমদানি সংক্রান্ত কাজগুলো সবাইকে সাথে নিয়ে সহযোগিতার ভিত্তিতে করতে চাই।
সিনদিদ কনসোর্টিয়ামের মূল লক্ষ্য দেশ থেকে বেকারত্ব দূর করা। এছাড়া আমদানি এবং অনলাইনে উপস্থিতির মাধ্যমে দেশের ই-কমার্স মার্কেট শেয়ার দখল করতে চাই। তবে সবসময় আমাদের লক্ষ্য থাকে আমদানিকৃত পণ্যগুলো যেন ভাল হয় এবং মানুষ যেন এর থেকে উপকৃত হয়। মানুষের জীবনযাত্রার মান যেন সহজ হয়।
সিনদিদ কনসোর্টিয়াম বাংলাদেশে আমদানি শিল্পের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান “আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর” থেকে সব ধরনের পণ্য আমদানির লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। চায়না, ইন্ডিয়া, কোরিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকার থেকে দীর্ঘ দিন ধরে বাল্ক কোয়ান্টিটিতে পন্য আমদানি করছে সিনদিদ কনসোর্টিয়াম।