Al Arafah Hajj And Travels

Al Arafah Hajj And Travels বিশ্বস্ত হজ ওমরা এবং টিকেটিং সার্ভিস।

🔸আপনার উপকারে লাগতে পারে।এখন থেকে এনআইডি এর পাশাপাশি পাসপোর্ট দিয়েও হজ্জের প্রাক-নিবন্ধন করা যাবে। যাদের এনআইডি আর পাসপ...
01/09/2024

🔸আপনার উপকারে লাগতে পারে।
এখন থেকে এনআইডি এর পাশাপাশি পাসপোর্ট দিয়েও হজ্জের প্রাক-নিবন্ধন করা যাবে।
যাদের এনআইডি আর পাসপোর্ট নামের বানানে গরমিল আছে, তাদের জন্য পাসপোর্ট দিয়ে নিবন্ধন করলে অধিক সুবিধাজনক।

হজ্জের নিবন্ধনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Whatsapp:01849990202

13/08/2024

✍️সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ্জ -২০২৫ এর প্রাক নিবন্ধন করার জন্য পাসপোর্ট থাকলে সহজেই নিবন্ধন করা যাচ্ছে কিন্তু যদি কারো পাসপোর্ট না থাকে তাহলে অবশ্যই NID এর স্ক্যান কপি এবং হাজীর পার্সপোর্ট সাইজ ছবি লাগবে এবং সাথে যার যার বৈধ মোবাইল নাম্বার অবশ্যই লাগবে।

Document List for pre registration :

1. Passport (Scan copy)
2. NID (Scan Copy)
3. Photo (passport size)
4. Valid Mobile number

Note: Registration fees 30,000/- BDT
Mobile : 01849-990202

11/08/2024

হজ্ব উমরাহ এর
সিন্ডিকেট ভেঙে দিলে অনেক মধ্যবিত্ত মানুষ মক্কা-মদিনা জিয়ারত করতে পারবে ইনশাআল্লাহ!

09/08/2024

হজ এবং ওমরার সিন্ডিকেট ভেঙ্গে গেলে আশা করি আমরা আগামী মাসেই স্পেশাল সর্বনিম্ন রেটে একটি ওমরা প্যাকেজ তৈরি করতে পারব।

২০২৫ সালে আপনি বা আপনাদের পরিচিত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যারা হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ ...
30/06/2024

২০২৫ সালে আপনি বা আপনাদের পরিচিত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যারা হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগ: whatsapp 01849-990202

Al Arafah Hajj And Travels

24/06/2024

আগামী বছরের জন্য ১,২৭,১৯৮ হজের কোটা পেল বাংলাদেশ।

আলহামদুলিল্লাহ।দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বাংলাদেশিদের জন‍্যও উমরাহ ভিসা চালু হয়ে গিয়েছে।বুকিং করতে যোগাযোগ করুন।Whatsap...
23/06/2024

আলহামদুলিল্লাহ।
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বাংলাদেশিদের জন‍্যও উমরাহ ভিসা চালু হয়ে গিয়েছে।

বুকিং করতে যোগাযোগ করুন।

Whatsapp: 01849-990202

20/06/2024

হজ্জ এবং ওমরাহ হজের বুকিং চলছে...📣
আপনি কি উমরাহ হজে যেতে চাচ্ছেন? বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুজছেন?
আস্থা রাখুন 👉আল আরাফা হজ এন্ড ট্রাভেলস, এর উপর। আমরাই হতে পারি আপনার নির্ভরযোগ্য উমরাহ হজের সহযাত্রী।
ইনশাল্লাহ প্রতি মাসে আমাদের মাধ্যমে কয়েকটি কাফেলা যাচ্ছে কাবার পথে। তাছাড়া আপনার পছন্দমত কাস্টোমাইজ গ্রুপ প্যাকেজও করে থাকি আমরা। এসব কাফেলার সহযাত্রী হতে আমরা আপনাকে আমন্ত্রণ জানাই।
আরও বিস্তারিত জানতে কল করুন:
📱 +8801849990202
✅ আমাদের উমরাহ্‌ হজের গ্রুপ প্যাকেজ: ১৪/১৫দিন ( এয়ারলাইন্সের গ্রুপ টিকেটের শিডিউল অনুযায়ী)।
👉 প্যাকেজে যা যা থাকছেঃ
☑️রিটার্ন এয়ার টিকিট।( টানজিট/ ডাইরেক্ট)
☑️ ভিসা।
☑️স্ট্যান্ডার্ড মানের হোটেল ( প্রতি রুমে ৪/৫জন) ।
☑️ তিন বেলা মানসম্মত খাবার।
☑️ সম্পূর্ণ ট্রান্সপোর্ট।
☑️অভিজ্ঞ মুয়াল্লিম গাইডের উপস্থিতি।
☑️মক্কা এবং মদিনা জিয়ারাহ্।
☑️উমরাহর সকল আহকাম নিজস্ব তত্ত্বাবধানে বিশুদ্ধভাবে সম্পন্ন করার ব্যবস্থা নিশ্চিত করা।
✅ মক্কা জিয়ারার স্পটসমূহ :
🚌 নবীজির বাড়ী
🚌 আবু লাহাবের বাড়ী,
🚌 জাবালে সাওর
🚌 হেরা গুহা ( ওহী নাজিলের পাহাড়)
🚌 আরাফার ময়দান
🚌 মিনা
🚌 মুজদালিফা
🚌 জান্নাতুল মোআল্লা
🚌 জিন মসজিদ
🚌 মসজিদে আয়েশা রা.
✅ মদিনা মনোয়ারা জিয়ারার
স্পটগুলো :
🚌 রিয়াজুল জান্নাহ
🚌 জান্নাতুল বাকী
🚌 খন্দকের কূপ
🚌 খন্দকের ময়দান
🚌 উহুদ পাহাড়
🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ
🚌 মসজিদে কিবলাতাইন
🚌 মসজিদে কুবা।
🚌 মসজিদে বেলাল রাযি.
🚌 মসজিদে আবু বকর রাযি.
🚌 মসজিদে গমামাহ
🕋 মক্কা হোটেলঃ ৩★( ৩০০-৬০০ মিটার দুরত্বে)
🌄 মদিনা হোটেল ৩★( ২০০-৪০০ মিটার দুরত্বে)
✅ এছাড়া তায়েফ সহ আশপাশের আরো অনেক দর্শণীয় স্হান রয়েছে এগুলো যাত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে নিজ নিজ খরচে ঘুরিয়ে দেখানো , হবে।
👋 অতএব পাসপোর্ট ও পেমেন্ট প্রদান করে আপনার সফর নিশ্চিত করুন।
🏠
পরিচালনায়ঃ রাহাতুল ইসলাম নাঈম
★★★ বিশেষ_দ্রষ্টব্য:
সম্মানিত যাত্রীগণ ইনশাআল্লাহ আপনাদের সাথে যে কমিটমেন্ট ও সার্ভিস দেওয়ার কথা বলা হবে তা পুরাপুরি রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব, আল্লাহ পাক আমাদের সকলের সফরকে নিরাপদ করে ওমরাহ্কে কবুল করে নিন।
দৃষ্টি আকর্ষণঃ
✅ উমরাহ্‌ গ্রুপের প্যাকেজ মূল্য আলোচনা সাপেক্ষে।
✅ কাস্টোমাইজ অথবা ভিআইপি প্যাকেজ আলোচনা সাপেক্ষে।
✅ প্যাকেজের সাথে খাওয়া খরচ অন্তর্ভু

✍️জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন। হজের সময় আরাফাতের মাঠে অবস্থান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবীজি (স.) বলেছে...
15/06/2024

✍️জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন। হজের সময় আরাফাতের মাঠে অবস্থান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবীজি (স.) বলেছেন, ‘আরাফাতে অবস্থান করাই হলো হজ।
এ মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, তবুও আরাফাতে অবস্থানকেই হজের শ্রেষ্ঠ রুকন করা হয়েছে।

আরাফার দিনে অবতীর্ণ হয়েছে কোরআনে কারিমের সর্বশেষ আয়াত,আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দীন মনোনীত করলাম। (সুরা মায়েদা: ০৩

⭐আরাফার দিনের দোয়ার বিশেষ গুরুত্বের কথা বর্ণিত হয়েছে হাদিসে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, আরাফাতের দিনের দোয়াই শ্রেষ্ঠ দোয়া। দোয়া-জিকির হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন। আর তা হলো ।
✍️لَا إِلَهَ إِلّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ....

Address

Zaman Tower, Palton, Lavel 10
Dhaka
1000

Telephone

+8801849990202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Arafah Hajj And Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Arafah Hajj And Travels:

Share

Category