Lazim Tours & Travels

Lazim Tours & Travels We provide your Air Tickets, Tour Package, Visa Processing at reliable price.

29/08/2022

করোনার মধ্যে পুরাটা নিয়ম মেনে ছুটির দিন গুলোকে করে তুলুন স্মৃতিময়, আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয়।

সুন্দরবন ভ্রমণের অনন্য প্যাকেজ
@ চলুন যাই জলা-জঙ্গলে@
০৫-০৯ অক্টোবর ২০২২

নাগরিক জীবনের কর্ম কোলাহল, যানজট, শব্দদূষণ, ধুলাবালি, একঘেয়েমি এসব যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। এর থেকে মাঝে মাঝে মুক্তি খুঁজে নিতে পারাতেই জীবনের আনন্দ। আর আনন্দবিহীন জীবন তো যন্ত্রেরই নামান্তর। চলুন, এই অসহ্য নাগরিক যন্ত্রণাময় জীবনের থেকে একটু আনন্দ খুঁজে নিই। চলুন, হারিয়ে যাই প্রকৃতির কোলে। জীবনকে খুঁজে নিই সুন্দরবনের সবুজের সমারোহে। নদী, খাল, সবুজ জঙ্গল, প্রাণিকূল, নীল আকাশ, ভরা জ্যোৎস্না তার সাথে সুরের ব্যঞ্জনা, কাব্য পংক্তি এসব সঙ্গী করে পরিবার-স্বজনের হাত ধরে চলুন ক’দিন বেড়িয়ে আসি।

সুন্দরবনে আপনাকে নিয়ে যাবে অনেক প্রতিষ্ঠান। কিন্তু আমরা নিয়ে যাবো একটু অন্য রকমভাবে। সড়ক পথের ঝাঁকি, গাড়ির হর্ন, ধুলার অত্যাচার নয়, আমরা আপনাকে ঢাকা থেকে পুরোটাই নিয়ে যাবো জলযানে। ফিরবো সেই জলযানেই। না, কোনো ছোটখাটো ঝুঁকিপূর্ণ লঞ্চে নয়; নিরাপদ, সুপরিসর, আরামদায়ক, বিলাসবহুল লঞ্চে। সুন্দরবনের ভিতরের ছোট খালগুলোতে যাবো ছোট নৌকা ও ইঞ্জিনচালিত বোটে চড়ে। থাকবে বুফে খাবারের আয়োজন, সাধারণ নিয়মিত খাবারদাবারের সাথে থাকবে পিঠা-পুলির সমারোহ। সঙ্গীত আর কাব্যের মোহময় মুর্ছনা আপনার অবসর সময়গুলোকে মাতিয়ে রাখবে। লঞ্চের উপরেই বারবিকিউ কনসার্টের সঙ্গী হয়ে আপনি অন্য এক জগতে ভেসে যাবেন। আবার প্রতিযোগিতায় নাম লিখিয়ে নিজেকে মেলে ধরে পুরস্কার জিতে নেওয়ার সুযোগও পাবেন। সেলিব্রেটি তারকাদের সঙ্গ আপনাকে ভিন্ন এক ভ্রমণের স্বাদ এনে দিবে। ফিরতি পথে র‌্যাফেল ড্র থেকে আপনি নানা উপহার জিতে নিয়ে বাড়ি ফিরতে পারেন। নিশ্চিত থাকতে পারেন, এ ভ্রমণে আপনি এক মিনিটের জন্যও বিরক্ত হবেন না।

তাই সুন্দরবন চলুন। চলুন আমাদের সাথেই। ৪ দিন, ৫ রাতের এক অন্য স্বাদের ভ্রমণ। এমন আনন্দ আপনাকে কেউ দেয় নি আগে।

আমরা যাবো ৪ অক্টোবর বিকালে। ঢাকা সদরঘাট থেকে লঞ্চে। সারারাত নদীতে ভেসে সুরের ঝরণায় অবগাহন করে সুন্দরবনের কোলে পৌঁছাবো ৬ অক্টোবর সকালেই। ৬,৭ ও ৮ অক্টোবর দিন ৩ টি আমরা কাটাবো সুন্দরবনের মধ্যেই। রাতে থাকবো বিলাসবহুল লঞ্চের কেবিনে। নাচ-গান-কাব্যের মোহময় পরিবেশে। ৮ তারিখ দুপুরে পরে ফিরতি যাত্রা শুরু। ৯ অক্টোবর ভোরে আবার ঢাকা সদরঘাট।

তিনদিনে আমরা যাবো কটকা, কচিখালী, দুবলার চর, জামতলা ব্রিজ, হিরণ পয়েন্টসহ জঙ্গলের সম্ভাব্য সর্বোচ্চ গহীনে।

একসাথে আমরা তিন দিন, চার রাতে ১৭ বার খাবার গ্রহণ করবো। বুফে আয়োজনে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দের খাবার। এক রাতে থাকবে বারবিকিউ, সাথে কনসার্ট। কনসার্টের ফাঁকে ফাঁকে সেলিব্রেটি তারকারা আপনাকে শুভেচ্ছা জানাবেন। আপনি বা আপনার পরিবার-স্বজন অংশ নিতে পারবেন নাচ-গান-আবৃত্তির প্রতিযোগিতায়। জিতলে পাবেন আকর্ষণীয় পুরস্কার। খেলবেন র‌্যাফেল ড্র। জিতবেন ট্যাব, স্মার্টফোন, গৃহস্থালী সামগ্রিসহ নানা পুরস্কার। এর ফাঁকে চা-কফি, পিঠা-পুলি তো আছেই। পর্যাপ্ত নিরাপদ পানি এবং পেটের পীড়া, জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা, বমি ইত্যাদি সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা, চিকিৎসক এবং প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা থাকবে পুরো ভ্রমণে।

পরিবার নিয়ে থাকতে পারবেন ভিআইপি কেবিনে। এছাড়া ডাবল ও সিঙ্গেল কেবিন তো থাকছেই। থাকছে মাঝারী মানের বিছানাও। বন বিভাগের অনুমতি, বন ফি, সরকারি কর ও বিভিন্ন সার্ভিস চার্জ, সশস্ত্র বনরক্ষী ও নিরাপত্তা কর্মী, আমাদের নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, ভ্রমণ গাইড আমরাই ব্যবস্থা করবো।

আমরা আপনার এই স্মৃতিময় ভ্রমণ পুরোটাই ক্যামেরায় ধারণ করবো। তৈরি করবো প্রামাণ্যচিত্র। এর বাইরেও আপনি যদি নিজের স্মৃতি নিজে সংরক্ষণ করতে চান, তবে নিজ উদ্যোগে ক্যামেরা বা হ্যান্ডিক্যাম নিতে পারেন সাথে। ভুলে যাবেন না, ঢাকায় ফেরার সাতদিনের ভিতর আমরা আপনার ভ্রমণের স্মৃতিময় অধ্যায়ের ছবি ও ভিডিওসহ সিডি উপহারস্বরূপ পৌঁছে দেবো আপনার ঠিকানায়।

এই ভ্রমণে আপনার নিজের প্রয়োজনীয় শীতের কাপড়, ছাতা, হাঁটার জুতা, সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা পেতে টুপি, সানস্ক্রিন, সানগ্লাস, বাইনোকুলার, পেস্ট-ব্রাশ, তোয়ালে, একান্ত প্রয়োজনীয় ঔষধ, ফ্ল্যাশ লাইট আপনাকেই সাথে নিতে হবে।

আমরা আপনাকে এক ভ্রমণে এতোকিছু দেবো। বিনিময় নয়, শুভেচ্ছাস্বরূপ আমরা নিচ্ছি :
জনপ্রতি ২৯,৯৯০/= টাকা (সিঙ্গেল কেবিন)
জনপ্রতি ২৯,০০০/= টাকা (ডাবল কেবিন শেয়ার)
জনপ্রতি ২২,৯৯০/= টাকা (সীমিত সংখ্যক মাঝারী মানের তৈরি বিছানা)
বিদেশিদের জন্য ১৬,০০০/= টাকা অতিরিক্ত

আপনি চাইলে গ্রুপ অথবা পরিবার নিয়ে বরাদ্দ নিতে পারেন ভিআইপি কেবিন। সেক্ষেত্রে আপনাকে কেবিনপ্রতি অতিরিক্ত ২০,০০০ টাকা দিতে হবে (শুধুমাত্র কেবিন চার্জ)। ভিআইপি কেবিনের সংখ্যা সীমিত।

মনে রাখবেন, আপনার ৫ বছরের নিচের আদরের সন্তানের জন্য কোনো বাড়তি টাকা দেওয়া লাগবে না। সে থাকবে আপনার আদরে, আপনার কোলে।

যারা আগে বুকিং দেবেন, তারাই পাবেন রিভার সাইড কেবিনের আনন্দ।

কর্পোরেট গ্রুপের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা।

সেলিব্রেটি তারকাদের জন্য বিশেষ ছাড়।

নববিবাহিত দম্পতিরা মধুচন্দ্রিমা সেরেও নিতে পারেন এই সুযোগে। কেননা আপনারাও পাচ্ছেন বিশেষ ছাড়।
বুকিং ঃ ১০০০০/. ভ্রমনের ১০ দিন আগে পুরটা পরিশোধ করতে হবে।
বুকিং দেবেন যেভাবে :
ব্যাংকে টাকা জমা দিয়ে জমা স্লিপের নম্বর আমাদের এসএমএস করলে আপনাকে ফিরতি এসএমএস বা ফোন কলে জানিয়ে দেবো আপনার কেবিন ও সিট নাম্বার। ফোন নং- ০১৭১১৮৩৫৯২৮,০১৬২৪৩৬৩৩০৩।

লাজিম মিডিয়া

বিকাশ এর মাধ্যমে বুকিং এর টাকা জমা দিতে পারেন।
বিকাশ একাউন্ট নম্বর : ০১৭১১৮৩৫৯২৮

বুকিং দিতে পারেন সরাসরি আমাদের অফিসে এসেও।
লাজিম মিডিয়া
প্যারামাউন্ট হাইটস (৯ম তলা)
৬৫/২/১, পুরানা পল্টন, বক্স কালভার্ট রোড
(ফকিরাপুল পানির ট্যাঙ্কির উল্টো দিকের রাস্তা)
ঢাকা-১০০০
ফোন :
মুঠোফোন : ০১৭১১৮৩৫৯২৮,

11/06/2022

আপনার যে কোনো ধরনের ট্যুর প্লানের জন্য আছে লাজিম।
০১৬২৪৩৬৩৩০৩

10/10/2020

করোনার মধ্যে পুরাটা নিয়ম মেনে ছুটির দিন গুলোকে করে তুলুন স্মৃতিময়, আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয়।

সুন্দরবন ভ্রমণের অনন্য প্যাকেজ
চলুন যাই জলা-জঙ্গলে
১৬-১৯ ডিসেম্বর ২০২০

নাগরিক জীবনের কর্ম কোলাহল, যানজট, শব্দদূষণ, ধুলাবালি, একঘেয়েমি এসব যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। এর থেকে মাঝে মাঝে মুক্তি খুঁজে নিতে পারাতেই জীবনের আনন্দ। আর আনন্দবিহীন জীবন তো যন্ত্রেরই নামান্তর। চলুন, এই অসহ্য নাগরিক যন্ত্রণাময় জীবনের থেকে একটু আনন্দ খুঁজে নিই। চলুন, হারিয়ে যাই প্রকৃতির কোলে। জীবনকে খুঁজে নিই সুন্দরবনের সবুজের সমারোহে। নদী, খাল, সবুজ জঙ্গল, প্রাণিকূল, নীল আকাশ, ভরা জ্যোৎস্না তার সাথে সুরের ব্যঞ্জনা, কাব্য পংক্তি এসব সঙ্গী করে পরিবার-স্বজনের হাত ধরে চলুন ক’দিন বেড়িয়ে আসি।

সুন্দরবনে আপনাকে নিয়ে যাবে অনেক প্রতিষ্ঠান। কিন্তু আমরা নিয়ে যাবো একটু অন্য রকমভাবে। সড়ক পথের ঝাঁকি, গাড়ির হর্ন, ধুলার অত্যাচার নয়, আমরা আপনাকে ঢাকা থেকে পুরোটাই নিয়ে যাবো জলযানে। ফিরবো সেই জলযানেই। না, কোনো ছোটখাটো ঝুঁকিপূর্ণ লঞ্চে নয়; নিরাপদ, সুপরিসর, আরামদায়ক, বিলাসবহুল লঞ্চে। সুন্দরবনের ভিতরের ছোট খালগুলোতে যাবো ছোট নৌকা ও ইঞ্জিনচালিত বোটে চড়ে। থাকবে বুফে খাবারের আয়োজন, সাধারণ নিয়মিত খাবারদাবারের সাথে থাকবে শীতের পিঠা-পুলির সমারোহ। সঙ্গীত আর কাব্যের মোহময় মুর্ছনা আপনার অবসর সময়গুলোকে মাতিয়ে রাখবে। লঞ্চের উপরেই বারবিকিউ কনসার্টের সঙ্গী হয়ে আপনি অন্য এক জগতে ভেসে যাবেন। আবার প্রতিযোগিতায় নাম লিখিয়ে নিজেকে মেলে ধরে পুরস্কার জিতে নেওয়ার সুযোগও পাবেন। সেলিব্রেটি তারকাদের সঙ্গ আপনাকে ভিন্ন এক ভ্রমণের স্বাদ এনে দেবে। ফিরতি পথে র‌্যাফেল ড্র থেকে আপনি নানা উপহার জিতে নিয়ে বাড়ি ফিরতে পারেন। নিশ্চিত থাকতে পারেন, এ ভ্রমণে আপনি এক মিনিটের জন্যও বিরক্ত হবেন না।

তাই সুন্দরবন চলুন। চলুন আমাদের সাথেই। তিন দিন, চার রাতের এক অন্য স্বাদের ভ্রমণ। এমন আনন্দ আপনাকে কেউ দেয় নি আগে।

আমরা যাবো ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে। ঢাকা সদরঘাট থেকে লঞ্চে। সারারাত নদীতে ভেসে সুরের ঝরণায় অবগাহন করে সুন্দরবনের কোলে পৌঁছাবো ১৬ ডিসেম্বর সকালেই। ১৬ ও ১৭ডিসেম্বর দিন দুটি আমরা কাটাবো সুন্দরবনের মধ্যেই। রাতে থাকবো বিলাসবহুল লঞ্চের কেবিনে। নাচ-গান-কাব্যের মোহময় পরিবেশে। ১৮ ডিসেম্বরের সকালটিও আমরা কাটাবো সুন্দরবনে। দুপুরে ফিরতি যাত্রা শুরু। ১৯ ডিসেম্বর ভোরে আবার ঢাকা সদরঘাট।

তিনদিনে আমরা যাবো কটকা, কচিখালী, দুবলার চর, জামতলা ব্রিজ, হিরণ পয়েন্টসহ জঙ্গলের সম্ভাব্য সর্বোচ্চ গহীনে।

একসাথে আমরা তিন দিন, চার রাতে ১৪ বার খাবার গ্রহণ করবো। বুফে আয়োজনে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দের খাবার। এক রাতে থাকবে বারবিকিউ, সাথে কনসার্ট। কনসার্টের ফাঁকে ফাঁকে সেলিব্রেটি তারকারা আপনাকে শুভেচ্ছা জানাবেন। আপনি বা আপনার পরিবার-স্বজন অংশ নিতে পারবেন নাচ-গান-আবৃত্তির প্রতিযোগিতায়। জিতলে পাবেন আকর্ষণীয় পুরস্কার। খেলবেন র‌্যাফেল ড্র। জিতবেন ট্যাব, স্মার্টফোন, গৃহস্থালী সামগ্রিসহ নানা পুরস্কার। এর ফাঁকে চা-কফি, পিঠা-পুলি তো আছেই। পর্যাপ্ত নিরাপদ পানি এবং পেটের পীড়া, জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা, বমি ইত্যাদি সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা, চিকিৎসক এবং প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা থাকবে পুরো ভ্রমণে।

পরিবার নিয়ে থাকতে পারবেন ভিআইপি কেবিনে। এছাড়া ডাবল ও সিঙ্গেল কেবিন তো থাকছেই। থাকছে মাঝারী মানের বিছানাও। বন বিভাগের অনুমতি, বন ফি, সরকারি কর ও বিভিন্ন সার্ভিস চার্জ, সশস্ত্র বনরক্ষী ও নিরাপত্তা কর্মী, আমাদের নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, ভ্রমণ গাইড আমরাই ব্যবস্থা করবো।

আমরা আপনার এই স্মৃতিময় ভ্রমণ পুরোটাই ক্যামেরায় ধারণ করবো। তৈরি করবো প্রামাণ্যচিত্র। এর বাইরেও আপনি যদি নিজের স্মৃতি নিজে সংরক্ষণ করতে চান, তবে নিজ উদ্যোগে ক্যামেরা বা হ্যান্ডিক্যাম নিতে পারেন সাথে। ভুলে যাবেন না, ঢাকায় ফেরার সাতদিনের ভিতর আমরা আপনার ভ্রমণের স্মৃতিময় অধ্যায়ের ছবি ও ভিডিওসহ সিডি উপহারস্বরূপ পৌঁছে দেবো আপনার ঠিকানায়।

এই ভ্রমণে আপনার নিজের প্রয়োজনীয় শীতের কাপড়, ছাতা, হাঁটার জুতা, সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা পেতে টুপি, সানস্ক্রিন, সানগ্লাস, বাইনোকুলার, পেস্ট-ব্রাশ, তোয়ালে, একান্ত প্রয়োজনীয় ঔষধ, ফ্ল্যাশ লাইট আপনাকেই সাথে নিতে হবে।

আমরা আপনাকে এক ভ্রমণে এতোকিছু দেবো। বিনিময় নয়, শুভেচ্ছাস্বরূপ আমরা নিচ্ছি :
জনপ্রতি ১৯,৯৯০/= টাকা (সিঙ্গেল কেবিন)
জনপ্রতি ১৯,৪৯০/= টাকা (ডাবল কেবিন শেয়ার)
জনপ্রতি ১২,৯৯০/= টাকা (সীমিত সংখ্যক মাঝারী মানের তৈরি বিছানা)
বিদেশিদের জন্য ৬,০০০/= টাকা অতিরিক্ত

আপনি চাইলে গ্রুপ অথবা পরিবার নিয়ে বরাদ্দ নিতে পারেন ভিআইপি কেবিন। সেক্ষেত্রে আপনাকে কেবিনপ্রতি অতিরিক্ত ১০,০০০ টাকা দিতে হবে (শুধুমাত্র কেবিন চার্জ)। ভিআইপি কেবিনের সংখ্যা সীমিত।

মনে রাখবেন, আপনার ৫ বছরের নিচের আদরের সন্তানের জন্য কোনো বাড়তি টাকা দেওয়া লাগবে না। সে থাকবে আপনার আদরে, আপনার কোলে।

যারা আগে বুকিং দেবেন, তারাই পাবেন রিভার সাইড কেবিনের আনন্দ।

কর্পোরেট গ্রুপের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা।

সেলিব্রেটি তারকাদের জন্য বিশেষ ছাড়।

নববিবাহিত দম্পতিরা মধুচন্দ্রিমা সেরেও নিতে পারেন এই সুযোগে। কেননা আপনারাও পাচ্ছেন বিশেষ ছাড়।
বুকিং ঃ ১০০০০/. ভ্রমনের ১০ দিন আগে পুরটা পরিশোধ করতে হবে।
বুকিং দেবেন যেভাবে :
ব্যাংকে টাকা জমা দিয়ে জমা স্লিপের নম্বর আমাদের এসএমএস করলে আপনাকে ফিরতি এসএমএস বা ফোন কলে জানিয়ে দেবো আপনার কেবিন ও সিট নাম্বার। ফোন নং- ০১৭১১৮৩৫৯২৮,০১৬২৪৩৬৩৩০৩।

ব্যাংক একাউন্ট নম্বর :
লাজিম ট্যুরস এন্ড ট্রাভেলস
চলতি হিসাব নং- ০২০০০০৯০৯০৭৬৩
অগ্রণী ব্যাংক, প্রিন্সিপাল ব্রাঞ্চ।
প্রয়োজনে যোগাযোগ : ০১৮১৮৩৭৯৩৩১।

লাজিম মিডিয়া এন্ড কমিউনিকেশন
চলতি হিসাব নং- ০২০০০০৯০০৮৪৪৪
অগ্রণী ব্যাং, প্রিন্সিপাল ব্রাঞ্চ।
প্রয়োজনে যোগাযোগ : ০১৭১১৮৩৫৯২৮।

বিকাশ এর মাধ্যমে বুকিং এর টাকা জমা দিতে পারেন।
বিকাশ একাউন্ট নম্বর : ০১৭১১৮৩৫৯২৮

বুকিং দিতে পারেন সরাসরি আমাদের অফিসে এসেও।
লাজিম ট্যুরস এন্ড ট্রাভেলস
প্যারামাউন্ট হাইটস (৯ম তলা)
৬৫/২/১, পুরানা পল্টন, বক্স কালভার্ট রোড
(ফকিরাপুল পানির ট্যাঙ্কির উল্টো দিকের রাস্তা)
ঢাকা-১০০০
ফোন :
মুঠোফোন : ০১৭১১৮৩৫৯২৮,

10/10/2020

চলুন না ঘুরে আসি অপার সুন্দরের লিলা ভুমি @@সুন্দবন @@। ডিসেম্বরের ১৬ থেকে ১৯ তারিখ হারিয়ে যাই পুরনিমার সাথে। @@ সদর ঘাট থেকে বিলাসবহুল লঞ্চে করে সুন্দরবন ঘুরে আবার সদরঘাট। ১৫ ডিসেম্বর ২০২০ তারিখ রাতে যাত্রা শুরু। জনপ্রতি মাত্র ১৯৯৯০/= বিস্তারিত জানতে ০১৭১১৮৩৫৯২৮. ০১৬২৪৩৬৩৩০৩.
আগে আসলে আগে ভিত্তিতে পাবেন রিভার সাইড কেবিন।
যা যা পাবেন ঃ বুফে আয়জনে থাকবে আপনার পছন্দের খাবার। #এক রাতে থাকছে বারবিকিউ।
#থাকবে কন্সার্ট। আধুনিক। ফোক গান সহ না নান বিনোদন।
#চা কফি ' পিঠা পুলি' কিন্তু থাকছেই।
# আমরা যাবো কটকা, কচিখলি,দুবলার চর, আমতলা বিচ, হিরন পয়েন্ট সহ জংলের গহিনে।
# # গুরুপের জন্য থাকছে বিশেষ ছার
# # বুকিং মানি ৯০০০/=। যাত্রা শুরুর ৭ দিন আগে পুরোটা শোধ করতে হবে।

lazim tours & travels

paramount heights
65/2/1 box culvert road
8th floor, purana palton.
dhaka.9573627' 9573563.

বেড়াতে যাবেন?  ভাবনা কি?  আমরা আছি আপনার সাথে।।01624363303
26/08/2019

বেড়াতে যাবেন? ভাবনা কি?
আমরা আছি আপনার সাথে।।01624363303

দেশ ও দেশের বাইরে বেড়াতে যেতে চান? ভাবনা কি? শুধু সময় বের করুন। পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য আপনার সঙ্গী হিসেবে প্রস্তুত...
20/02/2019

দেশ ও দেশের বাইরে বেড়াতে যেতে চান? ভাবনা কি? শুধু সময় বের করুন। পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য আপনার সঙ্গী হিসেবে প্রস্তুত আছি আমরা। ভ্রমণ সংক্রান্ত যেকোনো সেবা (হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, এয়ার টিকেট, কার ট্রান্সফার, ট্যুর প্যাকেজ) সহজে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।
যোগাযোগঃ 01711835928, 01624363303

21/09/2018

We provide your Air Tickets, Tour Package, Visa Processing at reliable price.

19/09/2018
19/09/2018
19/09/2018

ঘুরতে জাবেন? দেশ অথবা দেশের বাইরে? কোথায় জাবেন? ভাবনা কি আমরা আছি আপনার সাথে।
০১৮১৮৩৭৯৩৩১

30/04/2018

দুজন অভিজ্ঞ সেলস এক্সিকিউটিভ আবশ্যক। ০১৬২৪৩৬৩৩০৩

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Lazim Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lazim Tours & Travels:

Share

Nearby travel agencies


Other Boat Tour Agencies in Dhaka

Show All