Path to Macca

Path to Macca হজ্ব প্যাকেজ, ওমরাহ প্যাকেজ, এয়ার টিকিটিং সেবায় সুনামধন্য প্রতিষ্ঠান। Path to Macca
*Description:*
Welcome to the Path to Macca ! amen.

We are dedicated to providing comprehensive information, guidance, and support for Muslims preparing for the Hajj and Umrah pilgrimages. Our page offers up-to-date news, tips, and resources to ensure your spiritual journey is smooth and fulfilling.

*Mission:*
Our mission is to assist pilgrims in every step of their journey, from planning and preparation to the actual pilgrimage. We aim to provide

accurate information, answer queries, and share experiences to help pilgrims perform their rituals correctly and with ease.

*Services:*
- Detailed guides on Hajj and Umrah rituals
- Latest updates and news from Mocca
- Travel tips and packiging lists
- Health and safety advice
- Community support and Q&A
- Inspirational stories and experiences from fellow pilgrims

*Contact Information:*
- Email: [[email protected]]
- Phone: [+8801730214341]
- Address: [South Banasree, Khilgaon, Dhaka-1219]
-Address of Head Office:
-[Fokirapul Water Tank, D.I.T Station Road,158/1 .Nayapalton,Dhaka-1000
- Website: [https://bit.ly/3W0U3WF]

*Follow Us:*
Stay connected with us for regular updates, Hajj-Umrah helpful tips, and inspirational Quranic Hadith sayings. Don't forget to like, share and follow our page!

*Disclaimer:*
We try to provide all kinds of Hajj-Umrah updated information. However, we advise all pilgrims to verify details with official sources and their travel agencies. Conclusion
With us to perform your Hajj Umrah properly. He gives taifiq to those who achieve the will of Allah by performing Hajj-Umrah properly.

06/09/2024

'--পড়ে দেখুন_____

'--কলিজায় পানি থাকবে তো'??
হজরত ফাতিমা (রাঃ) এর ইন্তেকালের পর তাঁর লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন। হজরত আলী (রাঃ) এবং শিশু হাসান ও হোসাইন (রাঃ)"।

'--হজরত আলী ভাবছিলেন যে, খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন।

'--এমন সময় হজরত আবু জর গিফারী (রাঃ) এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন।

'--হজরত আলী প্রশ্ন করলেন,
আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে ?

'--হজরত আবু জর গিফারী (রাঃ) বলেন, আমি আল্লাহর রসুল (সঃ) কে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু জর! আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব, তুমি গিয়ে একটু ধর।

'--"হজরত আবু জর গিফারী (রাঃ) কবরের কাছে গিয়ে বললেন, "হে কবর, আজ তোমার মধ্যে কে আসছে জানো ?
দো জাহানের বাদশাহের মেয়ে। খবরদার কবর বেয়াদবী করিস না "কবর থেকে কোনো আওয়াজ নাই"

'--আবারো বলল হে কবর তোমার মধ্যে আজকে কারে রাখছি জানো নি?
হজরত আলীর স্ত্রী, হাসান ও হোসাইনের মা।খবরদার কবর বেয়াদবী করিস না।এবারো কবর নিশ্চুপ।

'--এবার আবু জর জোরে আওয়াজ দিয়ে বলে হে কবর! তোমার ভিতরে কারে রাখতেছি জানো নি??? জান্নাতের সর্দারনী, খবর্দার কবর বেয়াদবি করোনা।

'--"আল্লাহ্ কবরের জবান খুলে দিলেন,
কবর বলল, "আমি দো জাহানের বাদশাহের মেয়েকে চিনিনা, হজরত আলীর স্ত্রীকে চিনিনা, হাসান ও হোসাইনের মাকে চিনিনা, জান্নাতের সর্দারনীকে চিনিনা, আমি শুধু চিনি-
ঈমান আর আমল।"

'--আমল যদি ভাল হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবো। আর যদি আমল খারাপ হয় তাহলে আমি কবর দু'দিক থেকে এমন জোরে চাপা দিবো হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে!!!😥😥

'--একটু চিন্তা করে দেখুন-👈
যদি নবী (সঃ) এর আদরের মেয়ে যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে। তার জন্য যদি কবর এমন হয়! তাহলে আমরা কিসের আশায় কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এতো গাফেল (ভুলে) আছি।
আল্লাহ্ আমাদের ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাবার তওফীক দান করুন। 🤲

'--"আমীন, সুম্মা আমীন"🤲💝

05/09/2024

বৃহস্পতিবার রাত দুরুদ পাঠ করার রাত!
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ 🥀

05/09/2024

নবী (সা.) হযরত আয়েশা (রা.) কে বলেন, তোমার ওমরায় পরিশ্রম মোতাবেক সওয়াব পাইবে। সফরে কষ্ট যত বেশি পাইবে সওয়াব তত বেশি হইবে।

04/09/2024

৮ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইনস টিকেট মাত্র ৭৯ হাজার টাকা। সাময়িক যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। নিতে চাইলে দ্রুত কনফার্ম করে ফেলুন।
01730214341

হযরত আয়েশা (রাযি.) নবী কারিম (সা.) কে জিজ্ঞাসা করলেন, নামাজের মধ্যে এদিক ওদিক দেখা কেমন? নবী (সা.)বললেন, এটা হল শয়তানে...
04/09/2024

হযরত আয়েশা (রাযি.) নবী কারিম (সা.) কে জিজ্ঞাসা করলেন, নামাজের মধ্যে এদিক ওদিক দেখা কেমন? নবী (সা.)বললেন, এটা হল শয়তানের মানুষকে ছোঁ মেরে নিয়ে যাওয়া। (তিরমিজি)

03/09/2024

হঠাৎ করি যদি ইস্তেগফার " আস্তাগফিরুল্লাহ" পাঠ করতে মন চাই তাহলে বুজবেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান
,,! আলহামদুলিল্লাহ 🥰🤲

03/09/2024

ফজরের বাতাস এত নির্মল কেন জানেন ?
কারণ ফজরের বাতাসে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকেনা......!

আলহামদুলিল্লাহ ❤️

02/09/2024

"যত বেশি একাকিত্ব
তত বেশি গীবত মুক্ত"

"আলহামদুলিল্লাহ "

02/09/2024

মুহাম্মদ (সাঃ) বলেছেন,
"যে ব্যক্তি তাবিজ ঝুলালো, সে শিরক করলো।"
(আবু দাউদ: ৩৮৮৩)

01/09/2024

রাসূল ﷺ বলেন— তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন।

আবু দাউদ : ৪৯৪১

01/09/2024

বেশি বেশি আলহামদুলিল্লাহ্ পাঠ করুন। কেননা, আলহামদুলিল্লাহ্ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দো'য়া
[তিরমিযীঃ ৫/৪৬২]

31/08/2024

হুজুর (সা.) কসম করিয়া বলিয়াছেন, মদিনার মাটি প্রত্যেক রোগের জন্য শেফা স্বরূপ।

31/08/2024

রসুলুল্লহ(ﷺ) এর কিছু প্রিয় কাজঃ

১। বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন। [মুসলিম- ২৫৩১]

২। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পরতেন। [মুখতাসার যাদুল মা'আদ- ১/২৭]

৩। ধোঁয়া ওঠা গরম খাবার, ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতেন না [বায়হাকি-৪২৮]

৪। সুন্নাত ও নফল সলাতগুলো নিজের ঘরে আদায় করতেন। [বুখারী- ৭৩১]

৫। ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফিরে দুই রাকাত সালাত আদায় করতেন। [মুসনাদে বাযযার- ৮৫৬৭]

৬। কখনো দাঁড়িয়ে জুতো পরতেন না। [আবু দাউদ- ৪১৩৫]

৭। যতই ভালো খাবার হোক, কখনো ভরপেট খেতেন না। [তিরমিযী- ২৪৭৮]

৮। ফজরের সলাতের পর সলাতের স্থানে বসে তাসবীহ-তাহলীল করতেন এবং সূর্য উঠার পর দুই রাকাত সলাত আদায় করতেন। [আরশিফু মুলতাকা- ৪৫৬৯]

৯। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামাতে শরিক হতেন। [তাবরানী- ৬১৩৯]

১০। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দিতেন। [মুসনাদে আহমাদ- ২৭৫০৮]

১১। রাতে অজু অবস্থায় ঘুমাতেন। [ফাতহুল বারি- ১১/১১০]

১২। মাঝে মাঝে খালি পায়ে হাঁটতেন। [আবু দাউদ- ৪১৬০]

১৩। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন। [সহীহ মুসলিম- ৮৯৮]

১৪। বৃষ্টি শুরু হলে দু'আ করতেন। [সহীহ বুখারী- ১০৩২]

১৫। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটতেন। [বুখারী- ৫২১১]

১৬। স্ত্রীর রান্না করা হালাল খাবারের কখনো দোষ ধরতেন না; কোন কিছু খেতে না চাইলে চুপ থাকতেন। [মুসলিম- ২০৬৪]

১৭। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করতেন- 'আমি জানি না'। [বায়হাকী- ১৭৫৯৫]

রাসুলুল্লাহ (ﷺ) এর পুরো জীবনই আমাদের জন্য অনুসরণীয়। আলহামদুলিল্লাহ ...

ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার প্রিয় রাসূলের প্রিয় সুন্নাতগুলো আমল করার তাওফিক দান করুন।
আমিন।

30/08/2024

পরীক্ষামূলক আমরাই প্রথম গত ২ বছর পরিচালনা করেছিলাম। ৪০ দিনের ওমরাহ প্যাকেজ।
আলহামদুলিল্লাহ! বিগত দিনে যারা গেছেন সবাই অনেক খুশি।
এবার বড় পরিসরে সাজিয়েছি।
মাত্র ১,৬০,০০০ টাকা খাবার ছাড়া পুরো রমজান সহ ৪০ দিনের ওমরাহ্ চিল্লা প্যাকেজ।
আপনার আসন কনফার্ম করতে এখনই বুকিং করুন।
যোগাযোগ :- 01730-214341

30/08/2024

**"মুসলিমের প্রকৃত মুসলিম সে, যার মুখ ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।"**
(বুখারি ও মুসলিম)

❝কাউকে" গালির বদলে গালি দিও না, ❝লজ্জার" বদলে লজ্জা দিও না, ❝কষ্টের "বদলে কষ্ট দিও না। "যদি"ও তোমার প্রতিশোধ নেওয়ার❞ অধি...
30/08/2024

❝কাউকে" গালির বদলে গালি দিও না, ❝লজ্জার" বদলে লজ্জা দিও না, ❝কষ্টের "বদলে কষ্ট দিও না।

"যদি"ও তোমার প্রতিশোধ নেওয়ার❞ অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"

29/08/2024

➤ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “তোমাদের কোন ব্যক্তির দুআ গৃহীত হয়; যতক্ষণ না সে তাড়াহুড়ো করে; বলে, ‘আমার প্রভুর নিকট দুআ তো করলাম, কিন্তু তিনি আমার দুআ কবূল করলেন না।”

ফুটনোট: (সহীহুল বুখারী ৬৩৪০, মুসলিম ২৭২৯, তিরমিযী ৩৩২৭, আবূ দাউদ ১৪৮৪, ইবনু মাজাহ ৩৮৫৩, আহমাদ ৮৯০৩, ৯৯২৯, মুওয়াত্তা মালিক ৪৯৫)
মুসলিমের এক বর্ণনায় আছে, “বান্দার দুআ ততক্ষণ পর্যন্ত কবূল করা হয়, যতক্ষণ সে গুনাহর জন্য বা আত্মীয়তা ছিন্ন করার জন্য দুআ না করে, আর যতক্ষণ না সে তাড়াহুড়ো করে।” জিজ্ঞাসা করা হল, ‘হে আল্লাহর রসূল! তাড়াহুড়ো মানে কি?’ তিনি বললেন, “দুআকারী বলে, ‘দুআ করলাম, আবার দুআ করলাম, অথচ দেখলাম না যে, তিনি আমার দুআ কবূল করছেন।’ কাজেই সে তখন ক্লান্ত-শ্রান্ত হয়ে বসে পড়ে ও দুআ করা ত্যাগ করে দেয়।”

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৫০৭
হাদিসের মান: সহিহ হাদিস।

29/08/2024

জীবন ফুলশয্যাময় নয়। সুন্দর এ পৃথিবীতে কেউ চিরসুখী নয়। কারণ দুনিয়া প্রকৃত সুখ ও ভোগের জায়গা নয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে কষ্টনির্ভররূপে সৃষ্টি করেছি।
(সুরা আল-বালাদ,আয়াত-৪)

28/08/2024

রাসূল (ﷺ) বললেন- আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাঁকে দেখছ। যদি তুমি তাঁকে দেখতে না পাও তাহলে (মনে করবে) তিনি অবশ্যই তোমাকে দেখছেন।

28/08/2024

আব্দুল্লাহ বিন আমর (রাঃ) বলেন,
একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল,

💐‘সবচেয়ে শ্রেষ্ঠ লোক কে?’
উত্তরে তিনি বললেন,
‘‘সবচেয়ে শ্রেষ্ঠ লোক হল সেই, যার হৃদয় হল পরিষ্কার এবং জিভ হল সত্যবাদী।"

🌹জিজ্ঞাসা করা হল,
‘পরিষ্কার হৃদয়ের অর্থ কী?’
বললেন,
যে হৃদয় সংযমশীল, নির্মল, যাতে কোন পাপ নেই, অন্যায় নেই, ঈর্ষা ও হিংসা নেই।’’

🌺জিজ্ঞাসা করা হল, ‘তারপর কে?’
বললেন, যে দুনিয়াকে ঘৃণা করে এবং আখেরাতকে ভালোবাসে।’’

🌼জিজ্ঞাসা করা হল, ‘তারপর কে?’ বললেন, ‘‘সুন্দর চরিত্রের মুমিন।"

📚ইবনে মাজাহ ৪২১৬, সহীহুল জামে ৩২৯১

27/08/2024

কুরআন একমাত্র সঙ্গী, যে মৃত্যুর পর আপনার জন্য সুপারিশ করবে, সুবহানাল্লাহ।💌

রাসুল (সা:) বলেছেন- যে ব্যক্তি কোন ঈমানদারের দুনিয়া থেকে কোন বিপদ দূর করে দেবে, আল্লাহ তা'আলা বিচার দিবসে তার কোনো বিপদ ...
27/08/2024

রাসুল (সা:) বলেছেন- যে ব্যক্তি কোন ঈমানদারের দুনিয়া থেকে কোন বিপদ দূর করে দেবে, আল্লাহ তা'আলা বিচার দিবসে তার কোনো বিপদ দূর করে দেবেন । যে ব্যক্তি কোন দুঃস্থ লোকের অভাব দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করবেন।

27/08/2024

জুমআর বায়ান, নিয়্যাত অনুযায়ী আমলের ছাওয়াব। খতিব মুফতি আব্দুর রহমান সাহেব।

26/08/2024

দুনিয়াতে এতো ধর্মের পরিবার থাকতে, আল্লাহ্‌ তায়ালা আমাদের মুসলিম ঘরে পাঠিয়েছেন।তাই আলহামদুলিল্লাহ্‌ ।
═█♦️█═

26/08/2024

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

এমন দু’টি স্বভাব আছে যা মুনাফিকের মধ্যে একত্রে সমাবেশ হতে পারে না

(১) উত্তম চরিত্র।

(২) দ্বীনের সুষ্ঠু জ্ঞান।

• জামে' আত-তিরমিজি | ২৬৮৪।

25/08/2024

সব জিনিসের যাকাত আছে,
জ্ঞানের যাকাত হল মূর্খ লোকের কথা সহ্য করা।

( হযরত আলী রা:)

24/08/2024

জান্নাতের প্রথম দরজা খুলবেন,
হযরত মুহাম্মাদ (সাঃ)

সুবহানাল্লাহ
(বুখারীঃ ৩১৯৯)

24/08/2024

অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এমন কিছু দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।

-[সূরা আদ-দোহা; ০৫]

23/08/2024

রাসুলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞাসা করা হলো -কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস। প্রশ্ন করা হলো, তারপর? তিনি বললেন, আল্লাহর নির্দেশ পালনে সর্বাত্মক চেষ্টা (জেহাদ) করা।প্রশ্ন করা হলো, তারপর? তিনি বললেন, নির্মল হজ -ত্রুটি ও গুনাহ মুক্তির হজ ।
আবু হুরায়রা (রা);বুখারী, মুসলিম

23/08/2024

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি আমাদের ফিলিস্তিন (গাজা), সিরিয়া, ভারত, কাশ্মীর, উইঘুর, সুদানসহ সকল দেশের মাজলুম, মুজাহিদ, কারাবন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জা'লি'ম, মুনা'ফি'ক, তা'গু'ত ও কু'ফফা'রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Path to Macca posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dhaka travel agencies

Show All