ZAKIR Travel Agency

ZAKIR Travel Agency এয়ার টিকিট, ভিসা প্রসেস,উমরা হজ্জ প্যাকেজ ও মেডিকেল ভিসা কনসালটেন্ট

আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুর আগমনে ধন্য আমাদের জাকীর ট্রাভেল এজেন্সি। আল্লাহ যেন আমাদের অহিংস ও ভালো বন্ধুদের সাহরচার্য ...
22/10/2024

আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুর আগমনে ধন্য আমাদের জাকীর ট্রাভেল এজেন্সি। আল্লাহ যেন আমাদের অহিংস ও ভালো বন্ধুদের সাহরচার্য নসীব করুন।

05/10/2024
একজন ফোন দিয়েছিলেন তার বাবা-মা দেশ থেকে যাবেন কিন্তু তার আমেরিকায় থাকা বোন কি একসাথে রেজিস্ট্রেশন করে আমেরিকা থেকে সরাসর...
04/10/2024

একজন ফোন দিয়েছিলেন তার বাবা-মা দেশ থেকে যাবেন কিন্তু তার আমেরিকায় থাকা বোন কি একসাথে রেজিস্ট্রেশন করে আমেরিকা থেকে সরাসরি সৌদিতে হাজী হিসেবে যেতে পারবেন?
উত্তর হচ্ছেঃ না। বাংলাদেশী পাসপোর্টধারী হিসেবে যদি আপনাকে হজে যেতে হয় তবে বাংলাদেশ থেকেই হাজী হিসেবে সৌদিতে ঢুকতে হবে।
হজ্ব এর সময় উমরাহ্‌ এর মতো নিয়ম-কানুন ছাড়া হাজী প্রবেশ করানো হয় না। হজ্বের সময়টায় এইজন্য উমরাহ্‌ ভিসা বন্ধ থাকে। হাজী ম্যানেজমেন্ট এর সুবিধার জন্য প্রতিটা দেশের নির্দিষ্ট কোটায় আসা হাজীকে তাদের দেশ থেকে সৌদিতে প্রবেশ করতে হয় (সৌদিতে কাজের ভিসায় থাকা প্রবাসীরা বাদে)। এরপর হাজী এয়ারপোর্ট থেকে সৌদি মুয়াল্লেম কর্তৃপক্ষ রিসিভ করে বিভিন্ন ধাপে চেকপয়েন্টে নিয়ে সিকিউরিটি ভেরিফিকেশন করে বাংলাদেশি এজেন্সী কর্তৃক নির্ধারিত হোটেলে হাজীদের পৌঁছে দেন। এয়ারপোর্ট থেকেই হাজীদের পাসপোর্ট নিয়ে নেয়া হয় যা দেশে আসার পুর্বমুহুর্তে এয়ারপোর্টে ফেরত দেয়া হয়। প্রচুর নিয়মকানুনের মধ্যে এই হাজী ম্যানেজমেন্ট এর কাজ চলে তাই এক দেশের হাজী অন্যদেশ থেকে আসা তারা এলাও করেন না।
👉প্রবাসীরা তাহলে হজ্বে কিভাবে যায়?
প্রবাসীরা রেগুলার হজযাত্রীদের ন্যায় রেজিস্ট্রেশন করে। এরপর ফ্লাইটের আগ মুহুর্তে বাংলাদেশে এসে এরপর রেগুলার হজ্বযাত্রী হিসেবে অন্যান্য হাজীদের সাথে সৌদিতে প্রবেশ করে। প্রবাসীদের ক্ষেত্রে (যদি জাতীয় পরিচয়পত্র না থাকে) প্রি-রেজিস্ট্রেশন করতে যা যা লাগেঃ
১.বাংলাদেশী পাসপোর্ট
২. জন্মনিবন্ধন পত্র
৩. বিদেশী ভিসা/পিআর কার্ড/ড্রাইভিং লাইসেন্স
৪. পাসপোর্ট সাইজ সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি
👉হজ্ব শেষে কি একইভাবে বাংলাদেশে ফেরত আসতে হবে?
যেহেতু হজ্বের ডিরেক্ট ফ্লাইট আপ-ডাউন টিকেট করতে হয় সেক্ষেত্রে আপনি চাইলে নির্দিষ্ট তারিখে আপনার রিটার্ন টিকেটে দেশে ফিরতে পারেন। অথবা আপনি যদি নির্দিষ্ট তারিখের আগে বা সৌদি থেকে নিজ দেশে ফেরত যেতে চান সেক্ষেত্রে একটা এক্সট্রা টিকেট কিনে আপনি সরাসরি নিজে দেশে ফিরতে পারবেন।এজেন্সী আপনার পাসপোর্ট মুয়াল্লেম অফিস থেকে নিয়ে এসে আপনাকে দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার ডাউন টিকটের সীট খালি দেশে আসবে। সর্ট প্যাকেজের দেশ থেকে যাওয়া যাত্রী, যারা ১০-১৫ দিনের প্যাকেজে যায় তারাও সেইম একইভাবে এক্সট্রা টিকেট করে দেশে ফেরত আসে। তাদের ফ্লাইট সাধারণত শেষের দিকে হয় এইজন্য যাতে হজ্ব শেষেই তারা ফেরত আসতে পারে।
সৌদির পাশে আরব আমিরাত ও কুয়েত থেকে অনেকেই যাওয়ার কথা শুনলেও বাস্তবিকে এইভাবে যাওয়ার সুযোগ নাই বলে মন্ত্রণালয় থেকে জেনেছি।
কোন প্রশ্ন থাকলে বা কোন তথ্য যুক্ত করতে চাইলে কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ্‌।

জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড  নগর সিদ্দিক প্লাজা (২য় তলা), ৩/৭ জনসন রোড, ঢাকা-১১০০, বাংলাদেশ,  ফোন: ০১৯৮২-৯৪৫৯০৪আসসালাম...
30/09/2024

জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড
নগর সিদ্দিক প্লাজা (২য় তলা), ৩/৭ জনসন রোড, ঢাকা-১১০০, বাংলাদেশ, ফোন: ০১৯৮২-৯৪৫৯০৪
আসসালামু আলাইকুম
বাইতুল্লাহর সম্মানিত মেহমানবৃন্দ!
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাজ্জ ও ‘উমরাহকে পূর্ণ কর - - لِلّٰهِؕ وَالۡعُمۡرَةَ الۡحَجَّ وَاَتِمُّوا – (সূরা: বাকারাহ; আয়াত ১৯৬)
হজ-ওমরাহ করলে সম্পদ কমার বদলে বরং বেড়ে যায়। হজ করলে সম্পদ কমে যাবে বা দরিদ্র্য আসবে এটা শয়তানের ধোঁকা বা ওয়াসওয়সা।
১) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
অর্থ: ‘ধারাবাহিকভাবে হজ ও ওমরার করতে থাক। কারণ এ ২টি দারিদ্র্য ও গুনাহ এমনভাবে দূর করে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে। মাবরুর হজের (সব রকম গুনাহ ও অশ্লীলতা থেকে পবিত্র) সাওয়াব জান্নাত ব্যতীত আর কিছু নয়। (সুনানে নাসাঈ: ২৬৩১, সুনানে তিরমিজি: ৮১০)
২) জাবের (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
قَطُّ حَاجٌّ أَمْعَرَ مَا
অর্থ: ‘হজ আদায়কারী ব্যক্তি কখনও নিঃস্ব হয় না’।
শ্রোতারা জাবেরের (রা.) কাছে নিঃস্ব হওয়ার মানে জানতে চাইলে তিনি বলেন, অর্থাৎ হজ আদায়কারীরা অভাব-অনটনে পড়ে না। (মুসনাদে বাযযার: ১০৮০, তাবরানি ফিল আওসাত: ৫২০৯)
হজের জন্য খরচের বদলায় সওয়াব লাভের প্রতিশ্রুতিও এসেছে বিভিন্ন হাদিসে।
৩) আনাস (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাললাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
অর্থ: ‘হজ হলো আল্লাহর রাস্তা। হজে এক দিরহাম খরচের সওয়াব সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি পায়’। (তাবরানি ফিল আওসাত: ৫৬৯০)
৪) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,এক উমরাহ অন্য উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফফারা। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। ( বুখারী ও মুসলিম )
ইয়া আল্লাহ! সব মুসলিম উম্মাহকে হজ ও ওমরা করার তাওফিক দান করুন। আমিন।
জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড
নগর সিদ্দিক প্লাজা (২য় তলা), ৩/৭ জনসন রোড, ঢাকা-১১০০, বাংলাদেশ, ফোন: ০১৯৮২-৯৪৫৯০৪
ইবাদত আপনার সেবা আমাদের।
"১৪ দিন উমরা বুকিং চলছে"।
BDT ১,২৫,০০০/- (Transit Flight)
BDT ১,৪৫,০০০/- (Direct Flight)
প্রতি মাসেই আমাদের তিনটি গ্রুপ উমরাহ যায়।
অক্টোবর ৭,১৫,২৫ তারিখে
নভেম্বর ৭,১৫,২৫ তারিখে
ডিসেম্বর ৭,১৫,২৫ তারিখে
----------------------------
প্যাকেজে যা যা থাকছে :
ভিসা।
সম্পূর্ণ ট্রান্সপোর্ট।
রিটার্ন এয়ার টিকিট।
তিন বেলা খাবার।
অভিজ্ঞ মুয়াল্লিম গাইড।
স্ট্যান্ডার্ড মানের রুম/হোটেল ( প্রতি রুমে ৪/৫ জন) ।
মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারাহ ।
----------------------------------------------
মক্কা জিয়ারার দর্শনীয় স্থানসমূহ :-
নবীজির বাড়ী , জাবালে সাওর, হেরা গুহা ( ওহী নাজিলের পাহাড়), আরাফার ময়দান , মিনা , মুজদালিফা, যামেরা , জান্নাতুল মোআল্লা , জিন মসজিদ, মসজিদে নামিরা
----------------------------------------------
মদিনা মনোয়ারা জিয়ারার স্পট গুলো :-
জান্নাতুল বাকী, খন্দকের কূপ, খন্দকের ময়দান , উহুদ পাহাড়, মাকবারায়ে শোহাদায়ে উহুদ, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা।, মসজিদে বেলাল, মসজিদে আবু বকর, মসজিদে গমামা, মসজিদে আলি, মসজিদে উসমান
বিঃ দ্রঃ জোহরানা মীকাত, তায়েফ, জেদ্দা সমুদ্র, বদর ও জ্বীন পাহাড় ভ্রমণ নিজ খরচে। তবে আমাদের বল্লে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
----------------------------------------------
----------------------------------------------
আপনি কি বিশ্বস্ত বা নির্ভরযোগ্য ভিসা প্রতিষ্ঠান খুঁজছেন?
আমরা জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড উমরাহ হজ্জ, ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা, প্যাকেজ টু্র এবং এয়ার টিকেটিং নিয়ে কাজ করে থাকি। আমাদের ফোন নং 01982945904
বিভিন্ন দেশের প্যাকেজ এবং প্রাইজ সমূহঃ
ইন্ডিয়া- ফরম পূরন ২০০ টাকা
আমেরিকা,কানাডা, ইউরোপ (সেনজেন) - (ফুল ফাইল প্রসেস) ৭,৫০০ টাকা
ফাইল প্রসেস + সার্ভিস চার্জ:
নেপাল- ১১০০ টাকা
সিঙ্গাপুর- ৫,৫০০ টাকা
থাইল্যান্ড- ৫,৯০০ টাকা
মালয়েশিয়া- ৬,৫০০ টাকা
চায়না (২য় বার)- ১১,৯০০ টাকা
দুবাই - ১২,৯০০ টাকা
কাতার- (ট্যুরিস্ট ভিসা) (১ বছর মাল্টিপল) ১১,৫০০ টাকা
সৌদি আরব (বিজনেস ভিসা) (১ বছর মাল্টিপল) ৫৫,০০০ টাকা
দুবাই (বিজনেস ভিসা) -(৫ বছর মাল্টিপল) ১,৬৫,০০০ টাকা
----------------------------------------------
ইন্ডিয়ান মেডিকেল ভিসা ও চিকিৎসার মধ্যে থাকছেঃ
* চেন্নাই এপোলো হসপিটাল
* চেন্নাই মিয়ট ইনটার ন্যাশনাল হসপিটাল
* মুম্বাই কোকিলাবেন ধিরুভাই আম্বানি হসপিটাল
* হারিয়ানা সেলবে সেনার ইন্টারন্যাশনাল হসপিটাল
* হায়দারাবাদ টি এক্স হসপিটাল
* কলকাতা ফোরটিস হসপিটাল, আনন্দপুর
* থাইল্যান্ড ভিজথানি হসপিটাল
----------------------------------------------
এছাড়াও আমরা দিচ্ছি ট্রান্সলেশন, নোটারী, ডলার এন্ড্রোসমেন্ট এবং ট্রাভেল ইনস্যুরেন্স হেল্প।
----------------------------------------------
তাই আর দেরী না করে এখুনি আপনার বুকিং নিশ্চিত করতে কল করুন অথবা সরাসরি ভিজিট করুনঃ
জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড
নগর সিদ্দিক প্লাজা (২য় তলা), ৩/৭ জনসন রোড, ঢাকা-১১০০, বাংলাদেশ, ফোন: ০১৯৮২-৯৪৫৯০৪, ইমেইল: [email protected], ওয়েবসাইট: zakirvisa.blogspot.com, ইউটিউব: https://www.youtube.com/channel/UCxFVUX-W5tl-NRHvlTYlWbg, ফেসবুক: https://www.facebook.com/Zakirtravel

05/09/2024

Now Zakir Soudi Number is 966597232679
& WhatsApp Number
+8801982945904

ফ্লাইট ছাড়ার মিনিমাম ৬ ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাবেন কেন ???** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয়...
02/09/2024

ফ্লাইট ছাড়ার মিনিমাম ৬ ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাবেন কেন ???

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৬ ঘন্টার সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।h

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

https://youtu.be/cmLX5YoJwEo?si=8FGoXH8dY6EQ1lba
02/09/2024

https://youtu.be/cmLX5YoJwEo?si=8FGoXH8dY6EQ1lba

জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড নগর সিদ্দিক প্লাজা (২য় তলা), ৩/৭ জনসন রোড, ঢাকা-১১০০, বাংলাদেশ, ফোন: ০১৯৮২-৯৪৫৯০৪ আসসাল....

Alhamdulillah two important meetings the same night, Makkah clock tower with 96 & Jabale Omar with Akib Ibn Iskandar unc...
01/09/2024

Alhamdulillah two important meetings the same night, Makkah clock tower with 96 & Jabale Omar with Akib Ibn Iskandar uncle...

11/08/2024

কাল থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের পবিত্র হজ্বের প্রাক নিবন্ধন। অনেকেই এতদিন নক দিয়েছেন তারা NID পেশা এবং মোবাইল 01982945904 নম্বর/ ইনবক্স করুন।

🕋  জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড 🕌 নগর সিদ্দিক প্লাজা (২য় তলা), ৩/৭ জনসন রোড, ঢাকা-১১০০, বাংলাদেশ,  ☎ ফোন: ০১৯৮২-৯৪৫৯০৪📜...
11/08/2024

🕋 জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড 🕌
নগর সিদ্দিক প্লাজা (২য় তলা), ৩/৭ জনসন রোড, ঢাকা-১১০০, বাংলাদেশ, ☎ ফোন: ০১৯৮২-৯৪৫৯০৪
📜 আসসালামু আলাইকুম
বাইতুল্লাহর সম্মানিত মেহমানবৃন্দ!
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাজ্জ ও ‘উমরাহকে পূর্ণ কর - - لِلّٰهِؕ وَالۡعُمۡرَةَ الۡحَجَّ وَاَتِمُّوا – (সূরা: বাকারাহ; আয়াত ১৯৬)
হজ-ওমরাহ করলে সম্পদ কমার বদলে বরং বেড়ে যায়। হজ করলে সম্পদ কমে যাবে বা দরিদ্র্য আসবে এটা শয়তানের ধোঁকা বা ওয়াসওয়সা।
🕋 ১) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
অর্থ: ‘ধারাবাহিকভাবে হজ ও ওমরার করতে থাক। কারণ এ ২টি দারিদ্র্য ও গুনাহ এমনভাবে দূর করে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে। মাবরুর হজের (সব রকম গুনাহ ও অশ্লীলতা থেকে পবিত্র) সাওয়াব জান্নাত ব্যতীত আর কিছু নয়। (সুনানে নাসাঈ: ২৬৩১, সুনানে তিরমিজি: ৮১০)
🕋 ২) জাবের (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
قَطُّ حَاجٌّ أَمْعَرَ مَا
অর্থ: ‘হজ আদায়কারী ব্যক্তি কখনও নিঃস্ব হয় না’।
শ্রোতারা জাবেরের (রা.) কাছে নিঃস্ব হওয়ার মানে জানতে চাইলে তিনি বলেন, অর্থাৎ হজ আদায়কারীরা অভাব-অনটনে পড়ে না। (মুসনাদে বাযযার: ১০৮০, তাবরানি ফিল আওসাত: ৫২০৯)
হজের জন্য খরচের বদলায় সওয়াব লাভের প্রতিশ্রুতিও এসেছে বিভিন্ন হাদিসে।
🕋 ৩) আনাস (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাললাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
অর্থ: ‘হজ হলো আল্লাহর রাস্তা। হজে এক দিরহাম খরচের সওয়াব সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি পায়’। (তাবরানি ফিল আওসাত: ৫৬৯০)
🕋 ৪) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,এক উমরাহ অন্য উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফফারা। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। ( বুখারী ও মুসলিম )
ইয়া আল্লাহ! সব মুসলিম উম্মাহকে হজ ও ওমরা করার তাওফিক দান করুন। আমিন।
🕋 জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড 🕌
নগর সিদ্দিক প্লাজা (২য় তলা), ৩/৭ জনসন রোড, ঢাকা-১১০০, বাংলাদেশ, ☎ ফোন: ০১৯৮২-৯৪৫৯০৪
ইবাদত আপনার সেবা আমাদের।
"১৪ দিন উমরা বুকিং চলছে"।
BDT ১,২৫,০০০/- (Transit Flight)
BDT ১,৪৫,০০০/- (Direct Flight)
👉 প্রতি মাসেই আমাদের তিনটি গ্রুপ উমরাহ যায়।
🗓 আগস্ট- ২৫ তারিখে
🗓 সেপ্টেম্বর ১০,২০,৩০ তারিখে
🗓 অক্টোবর ১০, ২০, ৩০ তারিখে
----------------------------
👉 প্যাকেজে যা যা থাকছে :
🧧 ভিসা।
🚌 সম্পূর্ণ ট্রান্সপোর্ট।
✈ রিটার্ন এয়ার টিকিট।
✅ তিন বেলা বাংলা খাবার।
✅অভিজ্ঞ মুয়াল্লিম গাইড।
🏨 স্ট্যান্ডার্ড মানের রুম/হোটেল ( প্রতি রুমে ৪/৫ জন) ।
✅ মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারাহ ।
----------------------------------------------
মক্কা জিয়ারার দর্শনীয় স্থানসমূহ :-
🚌 নবীজির বাড়ী , Description: জাবালে সাওর, 🚌 হেরা গুহা ( ওহী নাজিলের পাহাড়), 🚌 আরাফার ময়দান , Description: মিনা , Description: মুজদালিফা, Description: যামেরা , Description: জান্নাতুল মোআল্লা , Description: জিন মসজিদ, Description: মসজিদে নামিরা
----------------------------------------------
মদিনা মনোয়ারা জিয়ারার স্পট গুলো :-
Description: জান্নাতুল বাকী, 🚌 খন্দকের কূপ, 🚌 খন্দকের ময়দান , 🚌 উহুদ পাহাড়, 🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ, 🚌 মসজিদে কিবলাতাইন, 🚌 মসজিদে কুবা।, Description: মসজিদে বেলাল, Description: মসজিদে আবু বকর, Description: মসজিদে গমামা, Description: মসজিদে আলি,Description: মসজিদে উসমান
বিঃ দ্রঃ তায়েফ, জেদ্দা, বদর ও জ্বীন পাহাড় ভ্রমণ নিজ খরচে। তবে আমাদের বল্লে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
----------------------------------------------
----------------------------------------------
আপনি কি বিশ্বস্ত বা নির্ভরযোগ্য ভিসা প্রতিষ্ঠান খুঁজছেন?
আমরা জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড উমরাহ হজ্জ, ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা, প্যাকেজ টু্র এবং এয়ার টিকেটিং নিয়ে কাজ করে থাকি। আমাদের ফোন নং 01982945904
বিভিন্ন দেশের প্যাকেজ এবং প্রাইজ সমূহঃ
ইন্ডিয়া- ফরম পূরন ২০০ টাকা
আমেরিকা,কানাডা, ইউরোপ (সেনজেন) - (ফুল ফাইল প্রসেস) ৭,৫০০ টাকা
ফাইল প্রসেস + সার্ভিস চার্জ:
নেপাল- ১১০০ টাকা
সিঙ্গাপুর- ৫,৫০০ টাকা
থাইল্যান্ড- ৫,৯০০ টাকা
মালয়েশিয়া- ৬,৫০০ টাকা
চায়না (২য় বার)- ১১,৯০০ টাকা
দুবাই - ১২,৯০০ টাকা
কাতার- (ট্যুরিস্ট ভিসা) (১ বছর মাল্টিপল) ১১,৫০০ টাকা
সৌদি আরব (বিজনেস ভিসা) (১ বছর মাল্টিপল) ৫৫,০০০ টাকা
দুবাই (বিজনেস ভিসা) -(৫ বছর মাল্টিপল) ১,৬৫,০০০ টাকা
----------------------------------------------
ইন্ডিয়ান মেডিকেল ভিসা ও চিকিৎসার মধ্যে থাকছেঃ
* চেন্নাই এপোলো হসপিটাল
* চেন্নাই মিয়ট ইনটার ন্যাশনাল হসপিটাল
* মুম্বাই কোকিলাবেন ধিরুভাই আম্বানি হসপিটাল
* হারিয়ানা সেলবে সেনার ইন্টারন্যাশনাল হসপিটাল
* হায়দারাবাদ টি এক্স হসপিটাল
* কলকাতা ফোরটিস হসপিটাল, আনন্দপুর
* থাইল্যান্ড ভিজথানি হসপিটাল
----------------------------------------------
এছাড়াও আমরা দিচ্ছি ট্রান্সলেশন, নোটারী, ডলার এন্ড্রোসমেন্ট এবং ট্রাভেল ইনস্যুরেন্স হেল্প।
----------------------------------------------
তাই আর দেরী না করে এখুনি আপনার বুকিং নিশ্চিত করতে কল করুন অথবা সরাসরি ভিজিট করুনঃ
জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড
নগর সিদ্দিক প্লাজা (২য় তলা), ৩/৭ জনসন রোড, ঢাকা-১১০০, বাংলাদেশ, ☎ ফোন: ০১৯৮২-৯৪৫৯০৪, ইমেইল: [email protected], ওয়েবসাইট: zakirvisa.blogspot.com, ইউটিউব: https://www.youtube.com/channel/UCxFVUX-W5tl-NRHvlTYlWbg, ফেসবুক: https://www.facebook.com/Zakirtravel

🕋 এই বছর কি ওমরাহ করতে চাইছেন?  জেনে রাখুন ওমরাহ করার ফরজ এবং ওয়াজিব সমূহ⬇️ সঠিকভাবে ওমরাহ সম্পন্ন করার জন্য কিছু ফরজ (আ...
11/08/2024

🕋 এই বছর কি ওমরাহ করতে চাইছেন?
জেনে রাখুন ওমরাহ করার ফরজ এবং ওয়াজিব সমূহ⬇️
সঠিকভাবে ওমরাহ সম্পন্ন করার জন্য কিছু ফরজ (আবশ্যক) এবং ওয়াজিব (অত্যাবশ্যক) কাজ সম্পাদন করতে হয়।
সঠিকভাবে এই কাজগুলো না করলে আপনার ওমরাহ পূর্ণাঙ্গ হবে না। আসুন, ফরজ এবং ওয়াজিব কাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
🟩 ওমরাহর ফরজসমূহ কি কি?
☑️ ইহরাম বাঁধা
◾ বিবরণঃ ইহরাম বাঁধা ও তালবিয়া পাঠ করা, যার মাধ্যমে ওমরাহ করার নিয়ত করা হয়। এটি ওমরাহর প্রথম ফরজ কাজ।
◾ কার্যপ্রণালীঃ ইহরাম বাঁধার আগে, ইস্তেঞ্জা এবং ওযু করে পরিষ্কার হতে হবে। দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে, এবং তারপর তালবিয়া পাঠ করতে হবে।
◾ গুরুত্বঃ ইহরাম অবস্থায় নির্দিষ্ট নিয়ম এবং বিধিনিষেধ মেনে চলতে হয় যা ওমরাহর অবিচ্ছেদ্য অংশ।
☑️ তাওয়াফ
◾ বিবরণঃ পবিত্র কাবা শরীফের চারপাশে সাতবার তাওয়াফ করা। তাওয়াফ করতে হবে ধারাবাহিকভাবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে।
◾ কার্যপ্রণালীঃ তাওয়াফ শুরু হয় হাজরে আসওয়াদ (কালো পাথর) থেকে। প্রথম তিন চক্করে দ্রুত হাঁটা (রামাল) এবং পরের চার চক্করে সাধারণ হাঁটা।
◾ গুরুত্বঃ তাওয়াফ ওমরাহর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ইসলামের অন্যতম প্রাচীন রীতি।
🟩ওমরাহর ওয়াজিবসমূহ কি কি?
☑️সাঈ করা
◾ বিবরণঃ সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার সাঈ করা। এটি তাওয়াফের পরে করতে হয় এবং এটি ওমরাহর একটি অত্যাবশ্যক কাজ।
◾কার্যপ্রণালীঃ সাফা থেকে শুরু করে মারওয়ায় শেষ করতে হবে। সাতবার সাঈ করার মধ্যে তিনবার দ্রুত হাঁটা এবং চারবার সাধারণ হাঁটা।
◾ গুরুত্বঃ সাঈ করা হাজরে আসওয়াদের স্মরণার্থে এবং এটি হজ ও ওমরাহর একটি গুরুত্বপূর্ণ অংশ।
☑️ চুল কাটা বা মুণ্ডন করা ✂️
◾ বিবরণঃ পুরুষদের জন্য চুল মুণ্ডন করা বা পুরো মাথার চুল কেটে ফেলা এবং নারীদের জন্য চুলের অগ্রভাগ কাটা।
◾ কার্যপ্রণালীঃ তাওয়াফ এবং সাঈ সম্পন্ন করার পর, পুরুষরা চুল মুণ্ডন করতে পারে অথবা সম্পূর্ণ মাথার চুল ছোট করতে পারে। নারীরা চুলের অগ্রভাগ সামান্য কেটে নিবে।
◾ গুরুত্বঃ এটি ইহরাম অবস্থা থেকে মুক্ত হওয়ার প্রতীক এবং এটি ইসলামের একটি প্রাচীন প্রথা।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়
✅ মেডিক্যাল পরীক্ষা ও টিকাঃ
ওমরাহ যাত্রার আগে সকল প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা এবং টিকা গ্রহণ নিশ্চিত করুন।
✅ কাগজপত্র প্রস্তুত রাখাঃ পাসপোর্ট, ভিসা, বিমান টিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলপত্র সঠিকভাবে প্রস্তুত রাখুন।
✅ সুরক্ষামূলক ব্যবস্থাঃ স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করুন, যেমন মাস্ক পরিধান এবং স্যানিটাইজার ব্যবহার।
এই বছর ওমরাহ করার নিয়ত থাকলে 'ফ্লাই টু হারামাইন' প্যাকেজ বেছে নিতে পারেন। মনযোগ সহকারে ইবাদতের সব দায়িত্ব নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে।
আমাদের প্যাকেজগুলোর বিশেষত্বঃ
⭐ ঝামেলামুক্ত ভিসা প্রসেসিং ও এয়ার টিকেট
⭐ মক্কা এবং মদিনার উন্নত মানের হোটেল
⭐ স্বাস্থ্যকর ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার
⭐ অভিজ্ঞ আলিমগনের সাহচর্যে গাইড
📑 বুকিং এবং যেকোন তথ্যের জন্য বিস্তারিত জানতে আমাদের 💬 ইনবক্স করুন, অথবা সরাসরি কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন খুব সহজে।
সহজে।
📲 কল করুন এই নাম্বারেঃ
001982-945904

Address

Nagar Siddiqui Plaza (1st Floor), 3/7 Jonson Road
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when ZAKIR Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Dhaka travel agencies

Show All