ভ্রমণ পিয়াসু- Travel Lover Tourism BD

ভ্রমণ পিয়াসু- Travel Lover Tourism BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভ্রমণ পিয়াসু- Travel Lover Tourism BD, Travel Agency, mirpur-13, Dhaka.
(4)

রেডি হন সবাই সেন্টমার্টিন যাওয়ার জন্য🥰 #বিষয়_সেইন্ট_মার্টিনসেইন্ট মার্টিনের সিজন অফিসিয়ালি শুরু হচ্ছে নভেম্বরের ১ তারিখ।...
06/10/2024

রেডি হন সবাই সেন্টমার্টিন যাওয়ার জন্য🥰

#বিষয়_সেইন্ট_মার্টিন

সেইন্ট মার্টিনের সিজন অফিসিয়ালি শুরু হচ্ছে নভেম্বরের ১ তারিখ।

অনেক নক আসতেসে, ফোন আসতেসে, ফেসবুকেও গ্রুপে গ্রুপে পোস্ট হচ্ছে এই ব্যাপারে।
সংখ্যাপে কিছু তথ্য দিচ্ছি। এর বাইরেও প্রশ্ন থাকলে জানাবেন।

* কবে শিপ চালু হবে?
-- নভেম্বরের ১ তারিখ থেকে অফিসিয়ালি শিপ চলবে।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে কক্সবাজার ইনানি জেটি থেকে শিপ চলাচলের অনুমতি পেয়েছে তিনটি শিপ। কর্ণফুলী, বারো আউলিয়া, বে ওয়ান।

* কিভাবে যেতে হবে?
-- ঢাকা থেকে কক্সবাজারের বাসে চড়ে কলাতলী বা ডলফিন মোড়ে নেমে সেখান থেকে সি এন জি/ অটোতে করে শিপ ঘাটে চলে যেতে হবে।
সেইন্ট মার্টিন থেকে ফেরার ক্ষেত্রেও একই প্রসিডিউর ফলো করলেই হবে।

* কখন ছাড়বে?
-- সকাল ৯ টায় শিপ ছাড়বে।

* খরচ কেমন শিপের?
-- কর্ণফুলী আর বারো আউলিয়া শিপে স্ট্যান্ডিং ১৮০০ টাকা এবং সিটিং ২৫০০ থেকে শুরু।
বে ওয়ান স্ট্যান্ডিং ২২০০ টাকা এবং সিটিং ৩৫০০ টাকা থেকে শুরু। আর শিপের টিকিট রাউন্ড হয়, অর্থাৎ যাওয়া আসা সহ ভাড়া নির্ধারিত।
অন্যান্য শিপ চালু হয়ে গেলে তথ্য সংযোজন করা হবে।

* শিপ ছাড়ার আগে যাওয়ার কোন উপায় আছে?
-- অফিসিয়ালি পর্যটক ঢোকা নিষেধ। সেক্ষেত্রে ইউনো অফিস থেকে অনুমতি নিয়ে যাওয়া যাবে। এছাড়া সেইন্ট মার্টিন এর স্থানীয় পরিচিত থাকলে বা রিসোর্ট গুলোর সাথে যোগাযোগ করে যাদের রিসোর্ট এখন খোলা আছে তাদের মাধ্যমে ব্যবস্থা করা যেতে পারে।

* সেইন্ট মার্টিন এ কোন রিসোর্ট এর কেমন দাম?
-- ১৫০০ থেকে শুরু করে ১৫০০০ পর্যন্ত রয়েছে মান এবং লোকেশন ভিত্তিতে।
আপনি দাম অনুযায়ী মান খুঁজে নিতে পারবেন।
এক্ষেত্রে ছুটির দিন বা শুক্রবার শনিবার এভয়েড করলে তুলনামূলক খরচ কম হবে।

* নিরাপত্তা কেমন?
-- ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে সেইন্ট মার্টিন খুবই নিরাপদ এবং মিস্ট্রিয়াস। এখানে প্রশাসন এবং সামরিক বাহিনীর জোরদার নিরাপত্তার পাশাপাশি স্থানীয় সরকার এবং স্থানীয় মানুষজন পর্যটন বান্ধব।

* কতদিন থাকা উচিৎ?
-- সেইন্ট মার্টিন আমার মতে কমপক্ষে দুই রাত থাকা উচিৎ , কিংবা এর বেশি। যেহেতু লম্বা জার্নি করে সেইন্ট মার্টিন যেতে হয়, তাই এক রাত থেকে চলে আসলে শরিরের ক্লান্তি দূর হবে না, বরং অনেক ক্ষেত্রে বেড়ে যাবে।

* প্রস্তুতি কি নিয়ে যাওয়া উচিৎ?
-- সেইন্ট মার্টিন এখন মোটামুটি সকল কিছুই পাওয়া যায়। খাবার থেকে শুরু করে পরিধেয় সবই পাওয়া যায়।
তবে যেহেতু সাগর কেন্দ্রিক পর্যটন স্পট, তাই পানিতে কমফোর্টেবলি নামার জন্য কাপড় সাথে রাখবেন।

* যা মাথায় রাখতে হবে!
-- কোনভাবেই অতিরিক্ত উৎসাহী হয়ে শিপ থেকে বা বোট থেকে পানিতে লাফিয়ে পড়বেন না কিংবা আচমকা দৌড়ে সাগরে নামতে যাবেন না। যেহেতু কোরাল দ্বীপ, পাগলামো করতে গিয়ে হাত পা কেটেছেন, ভেঙ্গেছেন এমন নজীর অনেক। যেই রিসোর্টে থাকবেন তাদের সাথে কথা বলে সময় বুঝে পানিতে নামবেন। কোনভাবেই ভাটার সময় পানিতে নামবেন না। সেই সাথে উচ্চ শোরগোল কিংবা বড় স্পিকার ছেড়ে গান বাজনা থেকে বিরত থাকবেন। সেইন্ট মার্টিন একটি নিরিবিলি নিরব পর্যটন গন্তব্য যেখানে মানুষ ঘুরতে যায় কম শব্দ, কম আলোর মাঝে শুধুই সাগরের গর্জনের সাথে আলাপন করতে।
তাই সেভাবেই থাকবেন, সেভাবেই রাখবেন।
আর অবশ্যই অপচনশীল দ্রব্য সাগরে বা বিচে ফেলে নিজের দেশ নোংরা করে আসবেন না।
বরং ঘুরতে গেলে গাছ নিয়ে যেতে পারেন, এবং সেই গাছ বিচের পাড়ে বা যেই রিসোর্টে থাকবেন সেখানেও লাগিয়ে আসতে পারেন।এতে সেইন্ট মার্টিন এর সবুজায়নে আপনারও ভূমিকা থাকলো।

কপি ফ্রম alam

আপনার ইউরোপের স্বপ্নপূরণ হোক আমাদের হাত ধরে
03/10/2024

আপনার ইউরোপের স্বপ্নপূরণ হোক আমাদের হাত ধরে

শুভকামনা স্যার।
07/08/2024

শুভকামনা স্যার।

আমার মতে সংবিধানে অন্তত ১টা আইন যোগ করা দরকার সেটা হল: " ১টা সরকার/দল একটানা ১০ বছর(২বার) এর বেশি শাসন (ক্ষমতায়) করতে পা...
04/08/2024

আমার মতে সংবিধানে অন্তত ১টা আইন যোগ করা দরকার সেটা হল: " ১টা সরকার/দল একটানা ১০ বছর(২বার) এর বেশি শাসন (ক্ষমতায়) করতে পারবে না। " ১০ বছর পর অবশ্যই অন্য কাউকে আসতে হবে (এর পরের নির্বাচনে জয়ী হয়ে অবশ্যই পুনরায় আগের সরকার আসতে পারবে জনগনের ভোটে) এবং এই সরকার দেশে যেই কাজ শুরু করে শেষ করতে পারেনি সেইখান থেকে নতুন সরকার কাজ শুরু করবে। রাষ্ট্রের কোন কিছুর নাম পরিবর্তন হবেনা ও এড হবেনা। যেখানে যেভাবে যা রেখে যাবে পরের সরকার সেইভাবে সেখান থেকে আগাবে।

এই রুলস এড করলে অন্তত দেশে ক্ষমতা পাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য এত এত লাশ পরবে না।

আসসালামু আলাইকুম বর্তামান বাংলাদেশের যে অবস্থা বিরাজমান  সেই অবস্থার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এবং এরকম বাংলাদেশ...
26/07/2024

আসসালামু আলাইকুম

বর্তামান বাংলাদেশের যে অবস্থা বিরাজমান সেই অবস্থার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এবং এরকম বাংলাদেশ আমরা চাই না।আমরা সবসময় একটা সুন্দর বাংলাদেশের সপ্ন দেখি।

যাইহোক পরিশেষে একটাই কথা আমাদের পেটের ক্ষুদার কথা চিন্তা করে কারফিও শিথিল অবস্থায় ভ্রমণ পিয়াসু- Travel lover Tourism BD এর সকল কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

অতএব আমাদের সকল ট্যুরের কার্যক্রম ও ম্যানপাওয়ারের কার্যক্রম বহাল থাকবে। যেকোনো দরকারে আমাদের নক করবেন।

পরিশেষে আপনাদের সকলের নিরাপদ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। যে যেখানেই আছেন নিরাপদে থাকেন এবং সাবধানে থাকেন এ কামনাই করছি।🙏

🇻🇳 ভিয়েতনাম ওর্য়াক পারমিট  ভিসা  ✅ ২০দিনের মধ্যে ওর্য়াক  ভিসা। ✅ ৪০ দিনের মধ্যে ফ্লাইট। 👉 ম্যানপাওয়ার করে ফ্লাইট হবে। --...
14/07/2024

🇻🇳 ভিয়েতনাম ওর্য়াক পারমিট ভিসা
✅ ২০দিনের মধ্যে ওর্য়াক ভিসা।
✅ ৪০ দিনের মধ্যে ফ্লাইট।
👉 ম্যানপাওয়ার করে ফ্লাইট হবে।
--------------------------------------------
কাজের বিবারন :
🇻🇳 কোম্পানী নাম: SAI GON DEVELOPMENT WOOD CO LTD.
🇻🇳 ফার্নিচার ফ্যাক্টরী হেল্পার
🇻🇳 বেতনঃ ৪০০ ডলার
🇻🇳 ডিউটিঃ ৯ ঘন্টা + ওটি
🇻🇳 আবাসনঃ ফ্রি
🇻🇳 খাবারঃ নিজের
-----------------------------------
🇻🇳 কনস্ট্রাকশন
🇻🇳 বেতনঃ ৪২০ ডলার
🇻🇳 ডিউটিঃ ৯ ঘন্টা + ওটি
🇻🇳 আবাসনঃ ফ্রি
🇻🇳 খাবারঃ নিজের
🇻🇳 প্রসেসিং সময়ঃ ১০ দিন
🇻🇳 বয়সঃ ১৮-৫০ বছর
🇻🇳 কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই

যোগাযোগ - 01682-637103
------------------------------

অক্টোবরে কাশ্মীর ট্যুরে যারা সিরিয়াসলি আমাদের সাথে যাবেন তাদের নিয়ে একটা গ্রুপ চ্যাট করব এবং আরো বিস্তারিত আলোচনা করব ভি...
09/07/2024

অক্টোবরে কাশ্মীর ট্যুরে যারা সিরিয়াসলি আমাদের সাথে যাবেন তাদের নিয়ে একটা গ্রুপ চ্যাট করব এবং আরো বিস্তারিত আলোচনা করব ভিসা সংক্রান্ত ব্যপারে ও টিকিটও একমাস আগে কাটতে হবে সেই ব্যপারে। ভিসা প্রসেসিং এ সাহায্য লাগলে আমরা করব। নেক্সট উইকে ভিসার জন্য এপ্লাই করুন যারা সিরিরিয়াস্লি কাশ্মীর যাবেন। যারা আমাদের সাথে যাওয়ার চিন্তা করেছেন তারা ও বাকিরাও কমেন্ট বা মেসেজ করুন। নিচে আমি সাধারণ ধারনা দিচ্ছি এটা দেখে যদি আপনি মনে করেন যে এই ট্যুরে আপনি জয়েন হতে পারবেন তাহলেই চ্যাটে জয়েন করবেন।

★২রাত কোলকাতা
★৩রাত শ্রীনগর
★১রাত পেহেলগাম
★১রাত গুলমার্গ

মোট-৭ রাত ৮ দিনের ট্যুর
খরচ- আনুমানিক -২৮৫০০ + - রুপি.+শ্রীনগর এয়ারফেয়ার।
যোগাযোগ - 01682-637103

বাকি কথা গ্রুপ চ্যাটে হবে।

ধন্যবাদ
ছবি - Travel inn

ইউরোপ ও অন্যান্য দেশের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। 😍 সর্বচ্চ কম সময়ে বিশ্বস্ততার সাথে কাজ করে থাক...
07/07/2024

ইউরোপ ও অন্যান্য দেশের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। 😍
সর্বচ্চ কম সময়ে বিশ্বস্ততার সাথে কাজ করে থাকি।

এই সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে বেড়াব আগামি ১৯-২০ জুলাই পুর্নিমায়  হাওড় ট্যুরে। আপনারা যে কেউ আমাদের এই ট্যুরে জয়েন করতে প...
06/07/2024

এই সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে বেড়াব আগামি ১৯-২০ জুলাই পুর্নিমায় হাওড় ট্যুরে। আপনারা যে কেউ আমাদের এই ট্যুরে জয়েন করতে পারেন। আর মাত্র ২টা কেবিন খালি আছে😍

বিস্তারিত নিচের লিংকে
https://www.facebook.com/share/kQfcRHr4XLr4gZkz/?mibextid=9VsGKo

05/07/2024

কাশ্মীর ট্যূর কামিং। সবাই ভিসা নিয়ে রেডি হন অক্টোবর এ আমরা যাব কাশ্মীর। যারা যেতে চান কমেন্ট করুন। তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব😍

আবারো আমরা যাচ্ছি টাংগুয়ার হাওড়ে। এই গরমে এই ট্যুরটা খুব বেশি দরকার। আমরা যেই তারিখে যাচ্ছি ওই সময়ে থাকবে ফুলমুন(চাদনীরা...
30/06/2024

আবারো আমরা যাচ্ছি টাংগুয়ার হাওড়ে। এই গরমে এই ট্যুরটা খুব বেশি দরকার। আমরা যেই তারিখে যাচ্ছি ওই সময়ে থাকবে ফুলমুন(চাদনীরাত)। তার মানে হল হাওরের মজা দ্বিগুন হয়ে যাবে।তাই আর দেরি না করে চলুন আমাদের সাথে হাওড় বিলাসে।

ভ্রমন শুরু- ১৮ জুলাই রাতে।
ভ্রমন শেষ -২১ জুলাই ভোরে।
খরচ-৭২০০ টাকা জনপ্রতি।
যোগাযোগ - 01682637103
দ্রুত আপনার আসন কনফার্ম করুন প্লিজ।
কিছু ছবি কালেক্টেড।

বিস্তারিত নিচের ইভেন্ট লিংকে
https://www.facebook.com/share/kQfcRHr4XLr4gZkz/?mibextid=9VsGKo

💥 ইন্ডিয়ান ভিসার পোর্ট এড করার নিয়মঃইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগে না।🔥 ডকু...
28/06/2024

💥 ইন্ডিয়ান ভিসার পোর্ট এড করার নিয়মঃ

ইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগে না।

🔥 ডকুমেন্টসঃ
১. অরিজিনাল পাসপোর্ট।
২. ২"*২" সাইজের ছবি।
৩. পাসপোর্ট ফটোকপি।
৪. ইন্ডিয়ান ভিসার ফটোকপি ( ভিসার মেয়াদ তিন মাস থাকতে হবে)
৫. পোর্ট অ্যাড করার আবেদন ফর্ম।
৬. পোর্ট অ্যাড ফী, 300 টাকা।
৭. যে IVAC থেকে মূল ভিসা পেয়েছেন সেখানেই পোর্ট অ্যাড করতে হবে।

যারা ইউরোপে যেতে চান তাদের জন্য সুন্দর একটা পরামর্শ হলো!ইতালি, ফ্রান্স, সুইজারলেন্ড🇮করে সময় নষ্ট না করে সার্বিয়া, বুলগের...
24/06/2024

যারা ইউরোপে যেতে চান তাদের জন্য সুন্দর একটা পরামর্শ হলো!

ইতালি, ফ্রান্স, সুইজারলেন্ড🇮করে সময় নষ্ট না করে সার্বিয়া, বুলগেরিয়া, রোমানি, মাল্টা ট্রাই করেন

#রোমানিয়ার বাংলাদেশে এম্ভাসি নেই ইন্ডিয়া এম্ভাসি ফেইস করতে হবে ভিসা রেশিও খুবই ভালো
#বুলগেরিয়া বাংলাদেশে এম্ভাসি নেই ইন্ডিয়া গিয়ে এম্ভাসি ফেইস করতে হবে ভিসা রেশিও বর্তমানে খুবই ভালো
#হাংগেরি বাংলাদেশে এভাসি আছে ভিসা রেশিও খুবই ভালো
#মাল্টা বাংলাদেশে এম্ভাসি আছে এবং মাল্টার ভিসা রেশিও মোটামুটি ভালোই আছে।

আর যারা কম সময়ে কম খরচে নন সেঞ্জেন দেশে যেতে চান তাদের জন্য Serbia বেষ্ট কারন সার্বিয়ার 🇷🇸 জন্য বাংলাদেশ থেকে সম্পূর্ণ প্রসেসিং করা সম্ভব ক্যান্ডিডেট কে ইন্ডিয়া যাওয়া লাগবে না।🇷🇸
মিডলইস্টের থেকেও ভিসা গুলো তারাতারি হচ্ছে
আর বাংলাদেশ থেকে বিশেষ সুবিধা হলো ইন্ডিয়া যাওয়া লাগে না সম্পুর্ন প্রসেসিং বাংলাদেশেই হয় !!!!!

হাওড়ের সিজন চলছে। ১টা টাংগুয়ার হাওড়ে ট্যুর দিলে কেমন হয়? কে কে যাবেন? সময়- জুলাই মঝামাঝি।ছবি- সংগৃহিত
24/06/2024

হাওড়ের সিজন চলছে। ১টা টাংগুয়ার হাওড়ে ট্যুর দিলে কেমন হয়? কে কে যাবেন?
সময়- জুলাই মঝামাঝি।
ছবি- সংগৃহিত

✅ Kashmir 𝙂𝙪𝙡𝙢𝙖𝙧𝙜 𝙂𝙤𝙣𝙙𝙤𝙡𝙖 ride ticket available now from Bangladeshসুখবর‼️ কাশ্মীরের গুলমার্গ গন্ডোলা রাইড (ক্যাবল কার) ...
22/12/2023

✅ Kashmir 𝙂𝙪𝙡𝙢𝙖𝙧𝙜 𝙂𝙤𝙣𝙙𝙤𝙡𝙖 ride ticket available now from Bangladesh

সুখবর‼️ কাশ্মীরের গুলমার্গ গন্ডোলা রাইড (ক্যাবল কার) টিকেট পাচ্ছেন এখন থেকে ঘরে বসেই

♻️দেশ থেকে কাশ্মীর ভ্রমণে যাওয়ার উল্লেখযোগ্য মাসের মধ্যে ডিসেম্বর-ফেব্রুয়ারী অন্যতম।

গন্ডোলার ফার্স্ট ও সেকেন্ড দুই ফেজেই প্রচুর বরফ থাকে এই সময়টা এবং কখনো আবার স্নোফল দেখারও সুযোগ মিলে যায়।

এই সময় গন্ডোলার টিকেট পাওয়াটা কষ্টসাধ্য হয়ে যায়। বিশেষ করে অনেকেই নিজেরা গিয়ে থাকেন কোন ট্র‍্যাভেল এজেন্ট ছাড়া, তারা চাইলে গন্ডোলার টিকেট দেশ থেকেই কেটে নিয়ে যেতে পারেন এবং নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করতে পারেন।

পিক টাইমে ইন্সট্যান্ট টিকেট পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য ও কখনো অতিরিক্ত প্রাইস দিয়ে বিভিন্ন জায়গা থেকে ক্রয় করতে হয়। নিজেদের নামেই এন্ট্রি না হওয়া টিকেট কিনে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

এই ঝামেলা এড়াতেই ' ভ্রমণ পিয়াসু- Travel Lover Tourism BD ' নিয়ে এল দেশে থেকেই গন্ডোলার টিকেট বুকিং এর সুবিধা.

💮বুকিং নাম্বার- 01682637103

- ফার্স্ট ফেজ টিকেটঃ ১২৯৯ টাকা
- সেকেন্ড ফেজ টিকেটঃ ১৫৯৯ টাকা

- ফার্স্ট ও সেকেন্ড একসাথে দুই ফেজ টিকেটঃ ২৮৯৯ টাকা

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনলাইন পেমেন্ট করে ২০ মিনিট এর মধ্যে টিকেট বুঝে নিন 😊
রুপি থেকে কনভার্ট করে সাথে সার্ভিস চার্জ যোগ করে এই মুল্য নির্ধারন করা হয়েছে।

এছাড়া রয়েছে আমাদের ঢাকা থেকে সম্পুর্ণ কাশ্মীর ট্যুর প্যাকেজ, যেকোনো সময় কমপক্ষে ২ জন হলেই ট্যুর সম্ভব।




Photo: Collected from Internet

শীতে মেঘালয়ের পানি থাকে নীল স্বচ্ছ। আমরা আগামি ডিসেম্বর এ যাবো মেঘালয়ে। যারা যেতে ইচ্ছুক যোগাযোগ করুন প্লিজ😍😍
10/10/2023

শীতে মেঘালয়ের পানি থাকে নীল স্বচ্ছ। আমরা আগামি ডিসেম্বর এ যাবো মেঘালয়ে।
যারা যেতে ইচ্ছুক যোগাযোগ করুন প্লিজ😍😍

কি একটা অবস্থা  :/ 🔴ভারতীয়  #ট্যুরিস্ট ভিসার ডেট ২০২৩ এ বন্ধ..... অর্থাৎ আজকের পর থেকে আর কেউ এই বছরের ডেট পাবেন না 🤔 ডব...
05/10/2023

কি একটা অবস্থা :/
🔴ভারতীয় #ট্যুরিস্ট ভিসার ডেট ২০২৩ এ বন্ধ.....

অর্থাৎ আজকের পর থেকে আর কেউ এই বছরের ডেট পাবেন না 🤔 ডবল এন্ট্রির ভিসারও একই অবস্থা...

ট্যুরিস্ট ভিসাতে যেতে চাইলে ২০২৪ সালের ১০ জানুয়ারির পরের কোন তারিখ পাবেন ফাইল জমা দেওয়ার, এর আগে নয়। তাই যারা ভারতে যেতে আগ্রহী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা এখনই আবেদন করে ডেট নিয়ে রাখুন.....

যারা ইউরোপে যাওয়ার জন্য দিল্লিতে গিয়ে বিভিন্ন দেশের এম্বাসি ফেস করতে চান তাদের মাথায় এখন হাত দেওয়া ছাড়া কিচ্ছু করার নেই....তারাও এখনই আবেদন করে ডেট নিয়ে রাখুন...

তবে মেডিকেল ভিসার ডেট পাওয়া যাচ্ছে ডিসেম্বর মাস জুড়ে....

আমেরিকা থেকে এক ধাপ এগিয়ে গেলো ভারত 😀
আমেরিকার এম্বাসিতে ফাইল জমা দেওয়ার তারিখও এর থেকে দ্রুত পাওয়া যায়....😊

★যারা ভিসা করতে চাচ্ছেন, যত দ্রুত পারেন এপ্লাই করে রাখুন

সংগ্রহীত

এই জায়গাটায় ক্যাম্পিং করার এক অন্য রকম মজা ও শান্তি পাওয়া যায়। বলুনতো জায়গাটা কোথায়?🥰
05/10/2023

এই জায়গাটায় ক্যাম্পিং করার এক অন্য রকম মজা ও শান্তি পাওয়া যায়।

বলুনতো জায়গাটা কোথায়?🥰

 #মেঘালয়_ট্যুর  #মেঘালয়_ট্যুর ♣বুকিং চলছে♣বুকিং নাম্বার- +880 1682-637103 এই বর্ষা মেঘালয় ট্যুরের জন্য সবচেয়ে উপযুক্ত সম...
04/10/2023

#মেঘালয়_ট্যুর #মেঘালয়_ট্যুর
♣বুকিং চলছে
♣বুকিং নাম্বার- +880 1682-637103

এই বর্ষা মেঘালয় ট্যুরের জন্য সবচেয়ে উপযুক্ত সময় তাই আর দেরি না করে চলুন আমরা মেঘালয় থেকে ঘুরে আসি।আগামী ৭ ডিসেম্বর ২০২৩ আমরা মেঘালয়ের উদ্যেশে রওনা হব। এটা সম্পুর্ণ ১টা রিলেক্স ট্রিপ হবে তাই আপনারা ফ্যামিলিসহ/বন্ধুমহল/অফিসকলিগ সহ যে কাউকে সাথে নিয়ে এই ট্যুরে জয়েন করতে পারবেন। এছাড়া আমাদের প্রতি সপ্তাহে মেঘালয় ট্যুর আছে। আপনাদের সুবিধামত তারিখেও এই ট্যুর এরেঞ্জ করা যাবে মিনিমাম ৬ জন হলেই।

♦বিঃদ্রঃ- এই ট্যুরে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান ভিসা থাকতে হবে বাইরোড #ডাউকি পোর্ট দিয়ে। ভিসা না থাকলে যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে।ভিসা করতে সব ধরনের সহযোগিতা আমরা করব।ট্যুর কনফার্ম করতে আমাদের মেসেজ করুন বা উক্ত নাম্বারে কল করুন।
আমাদের মেঘালয় ট্যুরটি ৫ রাত ৪দিনের হবে।

♣ভ্রমন শুরু- ৭ ডিসেম্বর ২০২৩ রাতে
ভ্রমণ শেষ - ১২ ডিসেম্বর ২০২৩ ভোরে।
ভ্রমণ খরচ- ১৪,৫০০ রুপি জনপ্রতি
কাপল পলিসি- ১৬,৫০০ রুপি জনপ্রতি।

♣এই টাকায় যা যা থাকছেঃ
★ঢাকা-সিলেট-ঢাকা আসা যাওয়ার বাস।
★তামাবিল বর্ডার যাওয়ার জন্য লেগুনা বা বাস।
★৩ রাত শেয়ার বেসিসে শিলং ও চেরাপুঞ্জিতে থাকার হোটেল খরচ।
★প্রতিদিন ৩ বেলা খাবার।
★৪দিনে সব স্পট ঘুরার জন্য রিজার্ভ গাড়ি
★গাইড ফি।
মুলত এই ফি এর মধ্যেই আপনার সব ট্যুর খরচ অন্তর্ভুক্ত।

♠ নভেম্বর ১ম সপ্তাহে আমাদের ছোট ১টা কোলকাতা ট্রিপ আছে। যারা যেতে আগ্রহী আমাদের সাথে তারা দ্রুত যোগাযোগ করুন। বিস্তারিত আলোচনা ফোন অথবা মেসেজে হবে।

যোগাযোগ
House 48
Road 08
Block D
Nikaton society
01682-637103

04/10/2023

আলহামদুলিল্লাহ
এখন থেকে ওমরা হজ্জ করতে আর কোনো ভিসার দরকার হবে না বাংলাদেশীদের।

সবাইকে জানাই ঈদ উল আযহার শুভেচ্ছা। ঈদ কাটুক আনন্দে। বেশি বেশি ভ্রমণ করুন ঈদের আনন্দ বাড়ান।
28/06/2023

সবাইকে জানাই ঈদ উল আযহার শুভেচ্ছা। ঈদ কাটুক আনন্দে। বেশি বেশি ভ্রমণ করুন ঈদের আনন্দ বাড়ান।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভ্রমণ পিয়াসু- Travel lover Tourism BD এখন থেকে নিয়মিত ট্যুর পরিচালনা করবে। সামনে বর্ষা...
03/05/2023

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? ভ্রমণ পিয়াসু- Travel lover Tourism BD এখন থেকে নিয়মিত ট্যুর পরিচালনা করবে।
সামনে বর্ষা তাই আমাদের নেক্সট ট্যুর হবে #টাংগুয়ার_হাওড়। হাওড় সম্পর্কে কম বেশি সবাই জানি। এই মাসের শেষের দিকে হাওড় ট্যুরের জন্য সবাই প্রস্তুত হন😎😎😎😎
থাকবে ২ রকমের প্যাকেজ।
১.প্রিমিয়াম।
২.ইকোনমি।
কে কোনটায় যেতে আগ্রহী জানাতে পারেন আমাদের😍
ছবি -সংগ্রিহীত।

কক্সবাজার -- সেন্টমার্টিন-- কক্সবাজারকর্ণফুলী এক্সপ্রেস পর্যটকবাহী জাহাজের নতুন ভাড়ার তালিকা।ভাড়ার তালিকা (আসা-যাওয়া):==...
09/10/2022

কক্সবাজার -- সেন্টমার্টিন-- কক্সবাজার
কর্ণফুলী এক্সপ্রেস পর্যটকবাহী জাহাজের নতুন ভাড়ার তালিকা।

ভাড়ার তালিকা (আসা-যাওয়া):
===========================
Per Person...

Lavender- 3,000/-
Marigold - 3,000/-
Gladiolus - 4,000/-
Open Deck - 4,000/-
Lilac Lounge - 4,000/-
Chrysanthemum Lounge - 4,500/-

ভি ভি আই পি কেবিন: 28,000/-- (২ জন)
ভি আই পি কেবিন : 20,000/- (২ জন)
টুইন বেড কেবিন : 12,000/- (২জন)
সিঙ্গেল বেড কেবিন : 7,500/- (১জন)

শুধু যাওয়া বা আসা:-
==============================
Lavender- 1,600/-Up(Down-1400/-)
Marigold - 1,600/-Up(Down-1400/-)
Gladiolus - 2,100/-Up(Down-1900/-)
Open Deck - 2,100/-Up(Down-1900/-)
Lilac Lounge - 2,100/-Up(Down-1900/-)
Chrysanthemum Lounge - 2,300/-Up(Down-2200/-)

ভি ভি আই পি কেবিন: 15,000/-- (২ জন)
ভি আই পি কেবিন : 11,500/- (২ জন)
টুইন বেড কেবিন : 6,500/- (২জন)
সিঙ্গেল বেড কেবিন : 4,000/- (১জন)

(প্রতিটি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য,সিঙ্গেল কেবিনে ১জন প্রযোজ্য। অতিরিক্ত জনপ্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)

প্রতিটি টিকেট এর সাথে সৌজন্য মূলক সকাল এবং বিকেলের নাস্তা অন্তঃভুক্ত রয়েছে।

সময় সুচী:
কক্সবাজার বি আই ডব্লিও টি এ ঘাট হতে ছাড়বে সকাল: ৭.০০ মিনিট।
সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল: ৩. ৩০ মিনিট।

(জাহাজে যাত্রীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সব সময় নিয়োজিত রয়েছে) কপি

 #মেঘালয়_ট্যুর ♣বুকিং চলছে♣বুকিং নাম্বার- +880 1682-637103 এই বর্ষা মেঘালয় ট্যুরের জন্য সবচেয়ে উপযুক্ত সময় তাই আর দেরি ন...
10/05/2022

#মেঘালয়_ট্যুর
♣বুকিং চলছে
♣বুকিং নাম্বার- +880 1682-637103

এই বর্ষা মেঘালয় ট্যুরের জন্য সবচেয়ে উপযুক্ত সময় তাই আর দেরি না করে চলুন আমরা মেঘালয় থেকে ঘুরে আসি।আগামী ১৬ জুন ২০২২ আমরা মেঘালয়ের উদ্যেশে রওনা হব। এটা সম্পুর্ণ ১টা রিলেক্স ট্রিপ হবে তাই আপনারা ফ্যামিলিসহ/বন্ধুমহল/অফিসকলিগ সহ যে কাউকে সাথে নিয়ে এই ট্যুরে জয়েন করতে পারবেন। এছাড়া আমাদের প্রতি সপ্তাহে মেঘালয় ট্যুর আছে। আপনাদের সুবিধামত তারিখেও এই ট্যুর এরেঞ্জ করা যাবে মিনিমাম ৬ জন হলেই।

♦বিঃদ্রঃ- এই ট্যুরে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান ভিসা থাকতে হবে বাইরোড #ডাউকি পোর্ট দিয়ে। ভিসা না থাকলে যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে।ভিসা করতে সব ধরনের সহযোগিতা আমরা করব।ট্যুর কনফার্ম করতে আমাদের মেসেজ করুন বা উক্ত নাম্বারে কল করুন।
আমাদের মেঘালয় ট্যুরটি ৫ রাত ৪দিনের হবে।

♣ভ্রমন শুরু- ১৬ জুন ২০২২ রাতে
ভ্রমণ শেষ - ২১ জুন ২০২২ ভোরে।
ভ্রমণ খরচ- ১৫০০০ টাকা জনপ্রতি
কাপল পলিসি- ১৬,৫০০ টাকা জনপ্রতি।

♣এই টাকায় যা যা থাকছেঃ
★ঢাকা-সিলেট-ঢাকা আসা যাওয়ার বাস।
★তামাবিল বর্ডার যাওয়ার জন্য লেগুনা বা বাস।
★৩ রাত শেয়ার বেসিসে শিলং ও চেরাপুঞ্জিতে থাকার হোটেল খরচ।
★প্রতিদিন ৩ বেলা খাবার।
★৪দিনে সব স্পট ঘুরার জন্য রিজার্ভ গাড়ি
★গাইড ফি।
মুলত এই ফি এর মধ্যেই আপনার সব ট্যুর খরচ অন্তর্ভুক্ত।
বুকিং এর লাস্ট ডেট- ০৮-০৬-২০২২ তারিখ

♠জুন মাসে আমাদের টাংগুয়ার হাওড়ে ট্যুর আছে। যারা জয়েন করতে চান বিস্তারিত জানতে উপরেএ নাম্বারে যোগাযোগ করুন।

যোগাযোগ -
উত্তরা,১৩ নং সেক্টর।

মিরপুর-১,মাজার রোড।
01682637103

আরো বিস্তারিত পাবেন নিচের ইভেন্ট লিংকে-
https://facebook.com/events/s/%E0%A6%AE%E0%A6%98%E0%A6%B2%E0%A6%AF-%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%AA%E0%A6%AF%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A5/819741575654340/

সেন্টমার্টিন ট্যুর শেষ করে সবাই এখন ঢাকায়।
24/02/2022

সেন্টমার্টিন ট্যুর শেষ করে সবাই এখন ঢাকায়।

Address

Mirpur-13
Dhaka

Telephone

+8801682637103

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ পিয়াসু- Travel Lover Tourism BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমণ পিয়াসু- Travel Lover Tourism BD:

Videos

Share

Category