06/10/2024
রেডি হন সবাই সেন্টমার্টিন যাওয়ার জন্য🥰
#বিষয়_সেইন্ট_মার্টিন
সেইন্ট মার্টিনের সিজন অফিসিয়ালি শুরু হচ্ছে নভেম্বরের ১ তারিখ।
অনেক নক আসতেসে, ফোন আসতেসে, ফেসবুকেও গ্রুপে গ্রুপে পোস্ট হচ্ছে এই ব্যাপারে।
সংখ্যাপে কিছু তথ্য দিচ্ছি। এর বাইরেও প্রশ্ন থাকলে জানাবেন।
* কবে শিপ চালু হবে?
-- নভেম্বরের ১ তারিখ থেকে অফিসিয়ালি শিপ চলবে।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে কক্সবাজার ইনানি জেটি থেকে শিপ চলাচলের অনুমতি পেয়েছে তিনটি শিপ। কর্ণফুলী, বারো আউলিয়া, বে ওয়ান।
* কিভাবে যেতে হবে?
-- ঢাকা থেকে কক্সবাজারের বাসে চড়ে কলাতলী বা ডলফিন মোড়ে নেমে সেখান থেকে সি এন জি/ অটোতে করে শিপ ঘাটে চলে যেতে হবে।
সেইন্ট মার্টিন থেকে ফেরার ক্ষেত্রেও একই প্রসিডিউর ফলো করলেই হবে।
* কখন ছাড়বে?
-- সকাল ৯ টায় শিপ ছাড়বে।
* খরচ কেমন শিপের?
-- কর্ণফুলী আর বারো আউলিয়া শিপে স্ট্যান্ডিং ১৮০০ টাকা এবং সিটিং ২৫০০ থেকে শুরু।
বে ওয়ান স্ট্যান্ডিং ২২০০ টাকা এবং সিটিং ৩৫০০ টাকা থেকে শুরু। আর শিপের টিকিট রাউন্ড হয়, অর্থাৎ যাওয়া আসা সহ ভাড়া নির্ধারিত।
অন্যান্য শিপ চালু হয়ে গেলে তথ্য সংযোজন করা হবে।
* শিপ ছাড়ার আগে যাওয়ার কোন উপায় আছে?
-- অফিসিয়ালি পর্যটক ঢোকা নিষেধ। সেক্ষেত্রে ইউনো অফিস থেকে অনুমতি নিয়ে যাওয়া যাবে। এছাড়া সেইন্ট মার্টিন এর স্থানীয় পরিচিত থাকলে বা রিসোর্ট গুলোর সাথে যোগাযোগ করে যাদের রিসোর্ট এখন খোলা আছে তাদের মাধ্যমে ব্যবস্থা করা যেতে পারে।
* সেইন্ট মার্টিন এ কোন রিসোর্ট এর কেমন দাম?
-- ১৫০০ থেকে শুরু করে ১৫০০০ পর্যন্ত রয়েছে মান এবং লোকেশন ভিত্তিতে।
আপনি দাম অনুযায়ী মান খুঁজে নিতে পারবেন।
এক্ষেত্রে ছুটির দিন বা শুক্রবার শনিবার এভয়েড করলে তুলনামূলক খরচ কম হবে।
* নিরাপত্তা কেমন?
-- ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে সেইন্ট মার্টিন খুবই নিরাপদ এবং মিস্ট্রিয়াস। এখানে প্রশাসন এবং সামরিক বাহিনীর জোরদার নিরাপত্তার পাশাপাশি স্থানীয় সরকার এবং স্থানীয় মানুষজন পর্যটন বান্ধব।
* কতদিন থাকা উচিৎ?
-- সেইন্ট মার্টিন আমার মতে কমপক্ষে দুই রাত থাকা উচিৎ , কিংবা এর বেশি। যেহেতু লম্বা জার্নি করে সেইন্ট মার্টিন যেতে হয়, তাই এক রাত থেকে চলে আসলে শরিরের ক্লান্তি দূর হবে না, বরং অনেক ক্ষেত্রে বেড়ে যাবে।
* প্রস্তুতি কি নিয়ে যাওয়া উচিৎ?
-- সেইন্ট মার্টিন এখন মোটামুটি সকল কিছুই পাওয়া যায়। খাবার থেকে শুরু করে পরিধেয় সবই পাওয়া যায়।
তবে যেহেতু সাগর কেন্দ্রিক পর্যটন স্পট, তাই পানিতে কমফোর্টেবলি নামার জন্য কাপড় সাথে রাখবেন।
* যা মাথায় রাখতে হবে!
-- কোনভাবেই অতিরিক্ত উৎসাহী হয়ে শিপ থেকে বা বোট থেকে পানিতে লাফিয়ে পড়বেন না কিংবা আচমকা দৌড়ে সাগরে নামতে যাবেন না। যেহেতু কোরাল দ্বীপ, পাগলামো করতে গিয়ে হাত পা কেটেছেন, ভেঙ্গেছেন এমন নজীর অনেক। যেই রিসোর্টে থাকবেন তাদের সাথে কথা বলে সময় বুঝে পানিতে নামবেন। কোনভাবেই ভাটার সময় পানিতে নামবেন না। সেই সাথে উচ্চ শোরগোল কিংবা বড় স্পিকার ছেড়ে গান বাজনা থেকে বিরত থাকবেন। সেইন্ট মার্টিন একটি নিরিবিলি নিরব পর্যটন গন্তব্য যেখানে মানুষ ঘুরতে যায় কম শব্দ, কম আলোর মাঝে শুধুই সাগরের গর্জনের সাথে আলাপন করতে।
তাই সেভাবেই থাকবেন, সেভাবেই রাখবেন।
আর অবশ্যই অপচনশীল দ্রব্য সাগরে বা বিচে ফেলে নিজের দেশ নোংরা করে আসবেন না।
বরং ঘুরতে গেলে গাছ নিয়ে যেতে পারেন, এবং সেই গাছ বিচের পাড়ে বা যেই রিসোর্টে থাকবেন সেখানেও লাগিয়ে আসতে পারেন।এতে সেইন্ট মার্টিন এর সবুজায়নে আপনারও ভূমিকা থাকলো।
কপি ফ্রম alam