Wasi Travel International

Wasi Travel International Travelling to discover yourself
(6)

আপনারা যারা দেশের বাইরের ডাক্তারের কাছে পরামর্শ নিতে চান এখন দেশে বসে সহজেই আমাদের মাধ্যমে দেশের বাইরে ডাক্তারের সাথে টে...
06/02/2023

আপনারা যারা দেশের বাইরের ডাক্তারের কাছে পরামর্শ নিতে চান এখন দেশে বসে সহজেই আমাদের মাধ্যমে দেশের বাইরে ডাক্তারের সাথে টেলি কনসাল্ট করতে পারবেন।

☎️বিস্তারিত জানতে কল করুন: +8801741663654

14/01/2023

✈️ওয়াসি ট্রাভেলস থেকে দেশের বা বিদেশের যে কোন যায়গার টিকেট কিনুন সবচেয়ে কম দামে,সাথে ডিসকাউন্ট তো থাকছেই ।

☎️আপনার টিকেট কিনতে কল করুন:+8801741663654

ভারতের অভ্যন্তরীণ সকল রুটের ট্রেন টিকেট পাবেন এখন ওয়াসি ট্রাভেল থেকে।বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ +8801741663654
13/01/2023

ভারতের অভ্যন্তরীণ সকল রুটের ট্রেন টিকেট পাবেন এখন ওয়াসি ট্রাভেল থেকে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ +8801741663654

ইন্ডিয়ার অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার এপয়েন্টমেন্ট করার কথা ভাবছেন তাহলে এখনি কল করুন :+8801741663654
12/01/2023

ইন্ডিয়ার অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার এপয়েন্টমেন্ট করার কথা ভাবছেন তাহলে এখনি কল করুন :+8801741663654

💊আপনি কি মাইগ্রেন সমস্যায় আছেন 🤯মাইগ্রেন বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোনো এক পাশ থেকে এই ব্যথা শুরু হয় এবং ক্রমে তা ব...
10/01/2023

💊আপনি কি মাইগ্রেন সমস্যায় আছেন

🤯মাইগ্রেন বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোনো এক পাশ থেকে এই ব্যথা শুরু হয় এবং ক্রমে তা বিস্তৃত হতে থাকে। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনিগুলো আছে, সেগুলো স্ফীত হয়ে যায়। অনেক সময় এর তীব্রতা শীতে বাড়ে।

মাইগ্রেন কেন হয়❓

👉 কারণ এখনো অজানা। তবে এটি সাধারণত নারীদের বেশি হয়। বিশেষত নারীদের মাসিকের শুরুতে ও মাসিকের সময় দেখা দিতে পারে।
👉চকলেট, পনির, কফি ইত্যাদি বেশি খাওয়া, জন্মবিরতিকরণ ওষুধ, দুশ্চিন্তা, অতিরিক্ত ভ্রমণ, ব্যায়াম, অনিদ্রা, অনেকক্ষণ টিভি দেখা বা কম্পিউটারে কাজ করা, মোবাইলে কথা বলা ইত্যাদির কারণে রোগটি বাড়ে।
👉 কোষ্ঠকাঠিন্য, দুশ্চিন্তা, অতি উজ্জ্বল আলো, মানসিক চাপ মাইগ্রেনের ব্যথা বাড়ায়।

🔷মাইগ্রেন লক্ষণ

👉মাথাব্যথা ও বমিভাব এ রোগের প্রধান লক্ষণ। তবে অতিরিক্ত হাই তোলা, কোনো কাজে মনোযোগ নষ্ট হওয়া, বিরক্তি বোধ করা ইত্যাদি ব্যথা শুরুর আগেই দেখা দিতে পারে।
👉চোখের পেছনে ব্যথার অনুভূতি তৈরি হতে পারে। ক্লাসিক্যাল মাইগ্রেনের সঙ্গে দৃষ্টি সমস্যা, যেমন চোখে উজ্জ্বল আলোর অনুভূতি, হঠাৎ অন্ধকার হয়ে যাওয়া, দৃষ্টিসীমানা সরু হয়ে আসা অথবা যেকোনো এক পাশ অদৃশ্য হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে। ২০ মিনিট স্থায়ী এসব উপসর্গের পর বমির ভাব ও মাথাব্যথা শুরু হয়, যা সাধারণত এক পাশে হয়। দৃষ্টির সমস্যা এক ঘণ্টার বেশি স্থায়ী হলে ধরে নিতে হবে এটি মাইগ্রেন নয়।

🤲মাইগ্রেন থেকে মুক্তির উপায়

👉মাইগ্রেন চিকিৎসায় তাৎক্ষণিক ও প্রতিরোধক ওষুধের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চললে সমস্যা অনেকাংশে কমে যায়।
👉প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে। অতিরিক্ত বা কম আলোয় কাজ না করা, কড়া রোদ বা তীব্র ঠান্ডা পরিহার করা, উচ্চ শব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা, বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা।
👉মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পানি পান করা উচিত। বিশ্রাম নিন, ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখতে পারেন।
👉 মাইগ্রেন প্রতিরোধী খাবার যেমন ঢেঁকিছাঁটা চালের ভাত, আলু ও বার্লি। বিভিন্ন ফল, বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে। সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়। ক্যালসিয়াম ও ভিটামিন-ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে।
👉আদার টুকরা, আদার রস বা জিঞ্জার পাউডার দিনে দুবার পানিতে মিশিয়ে পান করতে পারেন।

Wasi Travels Ltd.
🟦আমাদের সকল সার্ভিস পাবেন আরও দ্রুত ও খুব সহজে ।
👉চিকিৎসা সহযোগিতা 👉ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট 👉টেলিমেডিসিন
☎️টেলিফোনঃ +88 01741663654



🩺আপনি কি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে চিন্তিত🔍মেডিকেল ভিসা করতে আপনার যা যা প্রয়োজনঃ১) ২*২ ল্যাব প্রিন্ট ছবি ( রিসেন্ট তোল...
10/01/2023

🩺আপনি কি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে চিন্তিত

🔍মেডিকেল ভিসা করতে আপনার যা যা প্রয়োজনঃ

১) ২*২ ল্যাব প্রিন্ট ছবি ( রিসেন্ট তোলা ২*২ ইঞ্চি হার্ড কপি লাগবে )
২) এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি (মেইন কপি/ফটোকপি)
৩) বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি (এইটা রিসেন্ট ২/৩ মাসের হতে হবে)
৪) বাড়ির/ জমির মালিক হলে খতিয়ান/ হোল্ডিং টেক্স
৫) শেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট / ডলার এনডোর্সমেন্ট
৬) পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স/স্টুডেন্ট আইডি ইত্যাদি)
৭) সর্বশেষ ভিসা কপি (যদি থাকে)।
৮) পাসপোর্ট কপি
৯) নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০) মেডিকেল ভিসা ( বাংলাদেশের মেডিকেল রিপোর্টস ও ইন্ডিয়ান ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট/ ইনভাইটেশন )
১১) ভিসা ফি ।

🔷ভিসা জমা দেয়া যাবে সকাল ৯ টু দুপুর ১ টা পর্যন্ত ।
🔷ভিসা ডেলিভারি দেয়া হয় বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।

আপনি উক্ত কাগজপত্র ফিজিক্যালি নিয়ে আসলে অথবা মেইল করে দিলে আমরা ভিসা প্রসেসিং করে দিবো।

🟦আমাদের সকল সার্ভিস পাবেন আরও দ্রুত ও খুব সহজে ।
👉চিকিৎসা সহযোগিতা 👉ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট 👉টেলিমেডিসিন

☎️টেলিফোনঃ +88 01741663654










***ঘাড়ের ব্যাথা থেকে মুক্তির উপায়***ঘাড়ে ব্যথা চল্লিশোর্ধ্ব বয়সীদের বেশি হয়ে থাকে। এ বয়স থেকে প্রথমে মেরুদণ্ডের হাড় ক্ষয়...
09/01/2023

***ঘাড়ের ব্যাথা থেকে মুক্তির উপায়***
ঘাড়ে ব্যথা চল্লিশোর্ধ্ব বয়সীদের বেশি হয়ে থাকে। এ বয়স থেকে প্রথমে মেরুদণ্ডের হাড় ক্ষয় শুরু হয়।
ঘাড়ে ব্যথা নানা কারণে হতে পারে। অপেক্ষাকৃত কম বয়সীদের ব্যথা হয় প্রধানত আঘাতের (মাকুলোস্কেলিটাল) কারণে। যেমন দুর্ঘটনায় ঘাড়ে আঘাত বা অস্বাভাবিক দেহভঙ্গির জন্য টান লাগা কিংবা ভারী জিনিস তুলতে গিয়ে টান পড়া। ছোটরাও ঘাড়ব্যথায় আক্রান্ত হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে শিশুরা এতে আক্রান্ত হয় ভারী স্কুলব্যাগ বহনের কারণে।
তবে ঘাড়ে ব্যথা চল্লিশোর্ধ্ব বয়সীদের বেশি হয়ে থাকে। এ বয়স থেকে প্রথমে মেরুদণ্ডের হাড় ক্ষয় শুরু হয়। পরে ক্যালসিয়াম জমে কাঁটার মতো হাড় বৃদ্ধি পেতে থাকে। এ সমস্যার নাম স্পন্ডাইলোসিস। ফলে নার্ভের চলার পথে চাপ পড়ে। নার্ভের রক্ত সঞ্চালন কমে যায়। স্নায়ুরজ্জুতেও প্রচণ্ড চাপ পড়ে। ফলে স্নায়ুরজ্জুও ক্ষতিগ্রস্ত হয়। এ চাপের কারণে রোগী কেবল ঘাড়ব্যথায় ভোগেন তা নয়, ব্যথা ক্রমে হাতে ছড়িয়ে যায়। হাত ও বাহু ঝিনঝিন করে। অনেক সময় হাত অবশ হয়ে আসে।
রোগ অনেক পুরোনো ও জটিল হয়ে গেলে রোগীর হাত-পা প্যারালাইজড হয়ে যেতে পারে। প্রস্রাব-পায়খানা আটকে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
রোগী অনেক সময় প্রস্রাব-পায়খানা ধরে রাখতেও সক্ষমতা হারিয়ে ফেলেন। যৌনমিলনে সমস্যা দেখা দিতে পারে।

দরকার সচেতনতা

🔷সমস্যা হওয়ার আগে সচেতন হওয়া শ্রেয়। তাই ঘাড়ের যত্ন নিতে হবে। অনেকে গাড়িতে ঘুমিয়ে পড়েন। এটি মোটেও ভালো অভ্যাস নয়। গাড়িতে ভ্রমণকালে ঘুম এলে অবশ্যই ঘাড়ে সার্ভাইক্যাল কলার পরে থাকতে হবে।
🔷 বাড়িতে নিচু বালিশ ও শক্ত বিছানায় ঘুমাতে হবে। উপুড় হয়ে ঘুমানো মোটেও উচিত নয়।
🔷ঘাড়ে ভারী জিনিস নেওয়া যাবে না। হাতে খুব ভারী বস্তু তোলা ঠিক নয়।
নিয়মিত ঘাড়ের ব্যয়াম করতে হবে।
🔷ঘাড়ব্যথা হলে, বিশেষ করে হাত বা বাহুতেও ব্যথা, অস্বাভাবিক অনুভূতি ছড়িয়ে পড়লে ঘাড়ের এক্স-রে ও এমআরআই করে রোগ নির্ণয় করতে হবে।
চিকিৎসা
🔷প্রাথমিক পর্যায়ের চিকিৎসা হলো ঘাড়ে কলার পরা, ব্যথার ওষুধ, পেশি শিথিলায়ক ওষুধ। একই সঙ্গে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে।
🔷ওষুধ খাওয়ার পরও আরোগ্য না হলে এসিডিএফ নামে ঘাড়ের অস্ত্রোপচার করতে হতে পারে। এ চিকিৎসায় বেশির ভাগ ক্ষেত্রে রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।
তাই ঘাড়ব্যথায় ভুগলে অবহেলা না করে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিন।

কলকাতায় আমাদের ট্রাস্টেড পার্টনার Hotel Green INN এ পাবেন  ২০% ডিসকাউন্ট.বিস্তারিত জানতে ইনবক্স অথবা কল করুন: +৮৮০১৭৪১-৬...
25/12/2022

কলকাতায় আমাদের ট্রাস্টেড পার্টনার Hotel Green INN এ পাবেন ২০% ডিসকাউন্ট.

বিস্তারিত জানতে ইনবক্স অথবা কল করুন: +৮৮০১৭৪১-৬৬৩৬৫৪

👩‍⚕️আপনি কি ইন্ডিয়ান ডক্টর এপয়েন্টমেন্ট নিয়ে ভাবছেন, তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন আমাদের এক্সপার্টদের সাথে 👩‍⚕...
22/12/2022

👩‍⚕️আপনি কি ইন্ডিয়ান ডক্টর এপয়েন্টমেন্ট নিয়ে ভাবছেন, তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন আমাদের এক্সপার্টদের সাথে 👩‍⚕️

☎জরুরি প্রয়োজনে:+8801741663654

Address

House/05, Road/01, Nikunjo/02
Dhaka
1229

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801741663654

Alerts

Be the first to know and let us send you an email when Wasi Travel International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wasi Travel International:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Dhaka

Show All