Travel With Soul

Travel With Soul আমাদের মাধ্যমে দেশ ও দেশের বাহিরে আস্থা ও বিশ্বাসের সাথে ঘুরতে পারবেন। এয়ার টিকিট,হোটেল বুকিং করুন

আসন সীমিত দ্রুত যোগাযোগ করুন।।সাজেক ভ্রমণ ২৯৯৯/- টাকায়। বাজেট ট্রিপ।😍যাত্রা : ০৯/১১/২০২৩
19/10/2023

আসন সীমিত দ্রুত যোগাযোগ করুন।।

সাজেক ভ্রমণ ২৯৯৯/- টাকায়। বাজেট ট্রিপ।😍
যাত্রা : ০৯/১১/২০২৩

03/10/2023

ধুপ্পানি ঝর্ণা 😍❤️

 যাত্রা : ২৩/০৪/২০২৩৩ রাত ২ দিন For More Information join Our Group Link 👇https://facebook.com/groups/1461843497354270/*...
06/04/2023


যাত্রা : ২৩/০৪/২০২৩
৩ রাত ২ দিন

For More Information join Our Group Link 👇

https://facebook.com/groups/1461843497354270/

***বর্তমানে বাংলাদেশে যত পর্যটক জায়গা আসে তার মধ্যে "সাজেক ভ্যালি" অন্যতম। শীতের সাজেক কতটা সুন্দর তা চোখে না দেখলে বোঝাই দায়।সাজেকের রয়েছে পাগল করে দেওয়ার মত রুপ। পাহাড়ী অঞ্চলে ঘুরার জন্য এই সময়টা একদম উপযুক্ত সময়। এখন নানান রং এ সেজে থাকবে সাজেক তার প্রকৃত রুপ নিয়ে। সাজেকের এই রুপকে পুরোপুরিভাবে দেখার জন্য Travel With Soul যাচ্ছে সাজেক ভ্রমনে!!!

***আমাদের সম্ভাব্য ট্যুর প্লান***

***আমরা ২৩-০৪-২০২৩ তারিখ রাতের বাসে ঢাকা ছাড়বো খাগড়াছড়ি/দিঘীনালার উদ্দেশ্যে।

পরেরদিন ২৪-০৪-২০২৩ সকালে নাস্তা করবো। নাস্তার পর্ব শেষ করেই বসে পড়বো সবার প্রিয় "চাঁন্দের" গাড়ীতে। যে গাড়ীতে উঠলে সবার রাইড করার স্বাদ মিটে যায়। কারন পাহাড়ি আঁকা-বাঁকা পথে চাঁন্দের গাড়ীতে চড়ে উঁচু-নিচু রাস্তা ও বিশালাকার পাহাড় সব স্বাদ এক সাথে পাওয়া যায় এই চাঁন্দের গাড়ীতে চড়লে।

এরপর আমরা বাঘাইছড়ি বাজারে গিয়ে অপেক্ষা করবো সেনাবাহিনীর স্কোয়াডের জন্য। সেনাবাহিনীর স্কোয়াড গার্ডে সকাল ১০:০০ টায় আঁকা-বাঁকা পাহাড়ী পথ বেয়ে চলতে থাকবে আমাদের চাঁন্দের গাড়ী। দিঘীনালা থেকে সাজেকের এ রাস্তাটি পাহাড়ী অঞ্চলের সবচেয়ে সুন্দর রাস্তাগুলো মধ্যে একটি। প্রায় ২(দুই) ঘন্টা পর শেষ হবে আমাদের এ রাস্তা। পথে সুযোগ পেলে পানি থাকলে গোছল করে নিবো হাজাছড়া ঝর্নায়!!! সাজেকে পৌছেই আমরা চেক ইন করে নিবো কটেজে। একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে চলে যাবো "কংলাক পাহাড়" বিকেলটা কাটিয়ে দিবো সেখানেই।

সন্ধারপর পুরো সাজেক খুব ভালো করে উপভোগ করবো। কারন সাজেকের আর একটা সুন্দর মুহূর্ত শুরু হয় সন্ধারপর থেকে। তারপর আমরা চলে যাবো হ্যালিপ্যাডে। এবং রাতের অন্ধকারে চাঁদের আলোয় আমরা ফানুশ উড়াবো (যদি নিতে পারি) আর রাতের অর্ধেক সময় সেখানেই কাটিয়ে দিবো। তবে আকর্ষণীয় (বারবিকিউ) করার পর সব আড্ডা হবে হ্যালিপ্যাডে/কটেজের বারান্দায় বসে। আর রাতে যে যার মত করে ঘুম।

***২৫-০৪-২০২৩ তারিখ খুব ভোরে ঘুম থেকে উঠে সোজা চলে যাবো হ্যালিপ্যাডে। সেখান থেকে দেখবো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সূর্যদয়ের দৃশ্য। যারা ঘুমিয়ে ঘুমিয়ে এই দৃশ্য মিস করবেন, সাজেক তাদের জন্য নয়। তারপর কটেজে এসে সকালের নাস্তা করে সেনাবাহিনীর স্কোয়াডের সাথে ফিরে আসবো খাগড়াছড়ি।

এখানেই শেষ নয়!!! দুপুরের খাবার খেয়ে চলে যাবো আলুটিলাগুহা,রিসাং ঝর্না ও ঝুলন্ত ব্রিজ দেখতে। ঝুলন্ত ব্রিজের ওখানে ঠিক সন্ধায় জম্পেশ আড্ডা হবে৷ এগুলো দেখা শেষ করে রাতের খাবার খেয়ে বাসে করে সোজা ঢাকা ব্যাক। (ইনশাআল্লাহ)

২৬-০৪-২০২৩ তারিখ খুব সকালে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

***প্যাকেজ বিস্তারিত ***

ইভেন্ট ফি (৬,৫০০ টাকা) (নন-এসি)(জনপ্রতি)।
কাপল ফি ৭,৮০০ টাকা (জনপ্রতি)।

(এসি বাসে আসা-যাওয়া করতে হলে আরো ১,৫০০ টাকা যোগ হবে)।

(কনফার্মেশন অনুযায়ী বাসের সিট দেওয়া হবে)

***ইভেন্টে যা যা থাকছে***

# ঢাকা-খাগড়াছড়ি , নন এসি বাসে যাতায়াত।
# খাগড়াছড়ি-ঢাকা, নন এসি বাসে যাতায়াত।
# চাঁন্দের গাড়ী রিজার্ভ ২ (দুই) দিনের জন্য।
# প্রতিদিন ৩ (তিন) বেলা করে মোট ৬ (ছয় বেলা স্থানীয় খাবার।)
# সকল স্পট এবং সাজেকের এন্ট্রি ফি।
# রিসোর্ট ১ (এক) রাত থাকা।
# BBQ আড্ডা।

***ইভেন্টে যা যা থাকবে না***

১/ প্রাকৃতিক দুর্যোগ/পাহাড়ী যে কোন সমস্যার কারনে ইভেন্ট ফি বাদে আলাদা যে কোন খরচ তা সবাই মিলে বহণ করবো)
২/ পার্সোনাল যে কোন খরচ।

***ইভেন্টের সাথে যা যা দেখবো***

# সাজেক ভ্যালি।
# আলুটিলা রহস্যময় গুহা।
# রিসাং ঝর্না।
# হাজাছড়া ঝর্না। (যদি অনুমতি থাকে)
# কংলাকপাড়া।
# ঝুলন্ত ব্রিজ।

***কনফার্ম করার নিয়মাবলী***

যারা যারা যেতে আগ্রহী তারা অবশ্যই (৩,০৬০ টাকা ১০০% অফেরতর্যোগ্য) কনয়ফার্ম করুন। (বিকাশ চার্জসহ)

বিকাশ/নগদ/রকেট:- ০১৬৭৬৬০৭৯৩৬
পেমেন্ট একাউন্ট : 01954835007

[যে আগে বুকিং করবে তার বাসের সীট সেভাবেই দেওয়া হবে। তাই অতিশীঘ্র কনফার্ম করে ফেলুন অন্তত আপনার চাহিদা মত বাসে সীট পাবার জন্য]

***যা যা মেনে চলা উচিৎ***

১) প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২) যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, পাস্টিক বোতল, কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিসমের কোন ক্ষতি না হয়, সেইটা সর্বোচ্চ বিবেচ্য বিষয় যেন হয়। আমরা আমাদের প্রকৃতিকে সুস্থ রাখার ব্যাপারে দ্বায়িত্বশীল হব।
৩) ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৪) ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৫) আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৬) অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭) স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৮) ধূমপান করে না এমন কারো সামনে ধূমপান করা যাবে না।
৯) দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।
১০) দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
১১) সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
১২) বাসের সিট বণ্টন করা হবে এডভান্স পেমেন্টের ভিত্তিতে। অর্থাৎ যে আগে পেমেন্ট করবে সে অগ্রাধিকার পাবে।

🤚 এছাড়াও আমরা কর্পোরেট ট্যুর,ফ্যামিলি ট্যুর সাফল্যের সাথে আয়োজন করে থাকি। 😊

➡️ ট্যুর সংক্রান্ত যে কোন প্রয়োজনে :

Founder & CEO at Travel with soul
Md. Sohel Bhuiyan
Contact : 01676607936

 যাত্রা : ২৩/০৪/২০২৩৩ রাত ২ দিন ***বর্তমানে বাংলাদেশে যত পর্যটক জায়গা আসে তার মধ্যে "সাজেক ভ্যালি" অন্যতম। শীতের সাজেক ক...
03/04/2023


যাত্রা : ২৩/০৪/২০২৩
৩ রাত ২ দিন

***বর্তমানে বাংলাদেশে যত পর্যটক জায়গা আসে তার মধ্যে "সাজেক ভ্যালি" অন্যতম। শীতের সাজেক কতটা সুন্দর তা চোখে না দেখলে বোঝাই দায়।সাজেকের রয়েছে পাগল করে দেওয়ার মত রুপ। পাহাড়ী অঞ্চলে ঘুরার জন্য এই সময়টা একদম উপযুক্ত সময়। এখন নানান রং এ সেজে থাকবে সাজেক তার প্রকৃত রুপ নিয়ে। সাজেকের এই রুপকে পুরোপুরিভাবে দেখার জন্য Travel With Soul যাচ্ছে সাজেক ভ্রমনে!!!

***আমাদের সম্ভাব্য ট্যুর প্লান***

***আমরা ২৩-০৪-২০২৩ তারিখ রাতের বাসে ঢাকা ছাড়বো খাগড়াছড়ি/দিঘীনালার উদ্দেশ্যে।

পরেরদিন ২৪-০৪-২০২৩ সকালে নাস্তা করবো। নাস্তার পর্ব শেষ করেই বসে পড়বো সবার প্রিয় "চাঁন্দের" গাড়ীতে। যে গাড়ীতে উঠলে সবার রাইড করার স্বাদ মিটে যায়। কারন পাহাড়ি আঁকা-বাঁকা পথে চাঁন্দের গাড়ীতে চড়ে উঁচু-নিচু রাস্তা ও বিশালাকার পাহাড় সব স্বাদ এক সাথে পাওয়া যায় এই চাঁন্দের গাড়ীতে চড়লে।

এরপর আমরা বাঘাইছড়ি বাজারে গিয়ে অপেক্ষা করবো সেনাবাহিনীর স্কোয়াডের জন্য। সেনাবাহিনীর স্কোয়াড গার্ডে সকাল ১০:০০ টায় আঁকা-বাঁকা পাহাড়ী পথ বেয়ে চলতে থাকবে আমাদের চাঁন্দের গাড়ী। দিঘীনালা থেকে সাজেকের এ রাস্তাটি পাহাড়ী অঞ্চলের সবচেয়ে সুন্দর রাস্তাগুলো মধ্যে একটি। প্রায় ২(দুই) ঘন্টা পর শেষ হবে আমাদের এ রাস্তা। পথে সুযোগ পেলে পানি থাকলে গোছল করে নিবো হাজাছড়া ঝর্নায়!!! সাজেকে পৌছেই আমরা চেক ইন করে নিবো কটেজে। একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে চলে যাবো "কংলাক পাহাড়" বিকেলটা কাটিয়ে দিবো সেখানেই।

সন্ধারপর পুরো সাজেক খুব ভালো করে উপভোগ করবো। কারন সাজেকের আর একটা সুন্দর মুহূর্ত শুরু হয় সন্ধারপর থেকে। তারপর আমরা চলে যাবো হ্যালিপ্যাডে। এবং রাতের অন্ধকারে চাঁদের আলোয় আমরা ফানুশ উড়াবো (যদি নিতে পারি) আর রাতের অর্ধেক সময় সেখানেই কাটিয়ে দিবো। তবে আকর্ষণীয় (বারবিকিউ) করার পর সব আড্ডা হবে হ্যালিপ্যাডে/কটেজের বারান্দায় বসে। আর রাতে যে যার মত করে ঘুম।

***২৫-০৪-২০২৩ তারিখ খুব ভোরে ঘুম থেকে উঠে সোজা চলে যাবো হ্যালিপ্যাডে। সেখান থেকে দেখবো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সূর্যদয়ের দৃশ্য। যারা ঘুমিয়ে ঘুমিয়ে এই দৃশ্য মিস করবেন, সাজেক তাদের জন্য নয়। তারপর কটেজে এসে সকালের নাস্তা করে সেনাবাহিনীর স্কোয়াডের সাথে ফিরে আসবো খাগড়াছড়ি।

এখানেই শেষ নয়!!! দুপুরের খাবার খেয়ে চলে যাবো আলুটিলাগুহা,রিসাং ঝর্না ও ঝুলন্ত ব্রিজ দেখতে। ঝুলন্ত ব্রিজের ওখানে ঠিক সন্ধায় জম্পেশ আড্ডা হবে৷ এগুলো দেখা শেষ করে রাতের খাবার খেয়ে বাসে করে সোজা ঢাকা ব্যাক। (ইনশাআল্লাহ)

২৬-০৪-২০২৩ তারিখ খুব সকালে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

***প্যাকেজ বিস্তারিত ***

ইভেন্ট ফি (৬,৫০০ টাকা) (নন-এসি)(জনপ্রতি)।
কাপল ফি ৭,৮০০ টাকা (জনপ্রতি)।

(এসি বাসে আসা-যাওয়া করতে হলে আরো ১,৫০০ টাকা যোগ হবে)।

(কনফার্মেশন অনুযায়ী বাসের সিট দেওয়া হবে)

***ইভেন্টে যা যা থাকছে***

# ঢাকা-খাগড়াছড়ি , নন এসি বাসে যাতায়াত।
# খাগড়াছড়ি-ঢাকা, নন এসি বাসে যাতায়াত।
# চাঁন্দের গাড়ী রিজার্ভ ২ (দুই) দিনের জন্য।
# প্রতিদিন ৩ (তিন) বেলা করে মোট ৬ (ছয় বেলা স্থানীয় খাবার।)
# সকল স্পট এবং সাজেকের এন্ট্রি ফি।
# রিসোর্ট ১ (এক) রাত থাকা।
# BBQ আড্ডা।

***ইভেন্টে যা যা থাকবে না***

১/ প্রাকৃতিক দুর্যোগ/পাহাড়ী যে কোন সমস্যার কারনে ইভেন্ট ফি বাদে আলাদা যে কোন খরচ তা সবাই মিলে বহণ করবো)
২/ পার্সোনাল যে কোন খরচ।

***ইভেন্টের সাথে যা যা দেখবো***

# সাজেক ভ্যালি।
# আলুটিলা রহস্যময় গুহা।
# রিসাং ঝর্না।
# হাজাছড়া ঝর্না। (যদি অনুমতি থাকে)
# কংলাকপাড়া।
# ঝুলন্ত ব্রিজ।

***কনফার্ম করার নিয়মাবলী***

যারা যারা যেতে আগ্রহী তারা অবশ্যই (৩,০৬০ টাকা ১০০% অফেরতর্যোগ্য) কনয়ফার্ম করুন। (বিকাশ চার্জসহ)

বিকাশ/নগদ/রকেট:- ০১৬৭৬৬০৭৯৩৬
পেমেন্ট একাউন্ট : 01954835007

[যে আগে বুকিং করবে তার বাসের সীট সেভাবেই দেওয়া হবে। তাই অতিশীঘ্র কনফার্ম করে ফেলুন অন্তত আপনার চাহিদা মত বাসে সীট পাবার জন্য]

***যা যা মেনে চলা উচিৎ***

১) প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২) যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, পাস্টিক বোতল, কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিসমের কোন ক্ষতি না হয়, সেইটা সর্বোচ্চ বিবেচ্য বিষয় যেন হয়। আমরা আমাদের প্রকৃতিকে সুস্থ রাখার ব্যাপারে দ্বায়িত্বশীল হব।
৩) ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৪) ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৫) আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৬) অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭) স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৮) ধূমপান করে না এমন কারো সামনে ধূমপান করা যাবে না।
৯) দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।
১০) দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
১১) সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
১২) বাসের সিট বণ্টন করা হবে এডভান্স পেমেন্টের ভিত্তিতে। অর্থাৎ যে আগে পেমেন্ট করবে সে অগ্রাধিকার পাবে।

🤚 এছাড়াও আমরা কর্পোরেট ট্যুর,ফ্যামিলি ট্যুর সাফল্যের সাথে আয়োজন করে থাকি। 😊

➡️ ট্যুর সংক্রান্ত যে কোন প্রয়োজনে :

Founder & CEO at Travel with soul
Md. Sohel Bhuiyan
Contact : 01676607936

ঈদের ছুটিতে সাজেক ভ্রমণ TWS এর সাথে 😍ট্যুর ফি : ৬৫০০/- টাকা
02/04/2023

ঈদের ছুটিতে সাজেক ভ্রমণ TWS এর সাথে 😍

ট্যুর ফি : ৬৫০০/- টাকা

রোজার ঈদের ছুটিতে আমাদের সাজেক ভ্যালী ও মেঘালয় ট্যুর আয়োজন করা হয়েছে। যারা যাবেন দ্রুত যোগাযোগ করুন।।Contact : 016766079...
28/03/2023

রোজার ঈদের ছুটিতে আমাদের সাজেক ভ্যালী ও মেঘালয় ট্যুর আয়োজন করা হয়েছে। যারা যাবেন দ্রুত যোগাযোগ করুন।।

Contact : 01676607936

সাজেক ট্যুরের বুকিং চলছে...দ্রুত আপনার আসন নিশ্চিত করুন। 😍
27/03/2023

সাজেক ট্যুরের বুকিং চলছে...দ্রুত আপনার আসন নিশ্চিত করুন। 😍

কাশ্মীর পৃথিবীর অন্যতম স্বর্গীয় জায়গা। যেখানে গেলে আপনি প্রকৃতির খুব সান্নিধ্যে চলে যাবেন। জীবনে একবার হলেও কাশ্মির ভ্রম...
14/03/2023

কাশ্মীর পৃথিবীর অন্যতম স্বর্গীয় জায়গা। যেখানে গেলে আপনি প্রকৃতির খুব সান্নিধ্যে চলে যাবেন। জীবনে একবার হলেও কাশ্মির ভ্রমণ করুন।

ইদের ছুটিতে কাশ্মির টুর:
ভ্রমণ তারিখঃ (২৩-৩০) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ প্রিমিয়াম / স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ২৬০০০ রুপি/ ২০০০০ রুপি

ভ্রমণ বিস্তারিতঃ

স্ট্যান্ডার্ড : https://fb.me/e/7kJ3YsIwf?mibextid=N4tvPT

বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

বিস্তারিত জানতে এবং বুকিং করতে কল করুন।
+8801676607936 (What'sApp)

It's a TWS "Eid Special" Tour event. 😍ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরে TWS এর বেশ কিছু ইভেন্ট এর আয়োজন করা হয়ে...
13/03/2023

It's a TWS "Eid Special" Tour event. 😍
ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরে TWS এর বেশ কিছু ইভেন্ট এর আয়োজন করা হয়েছে। ঈদের ঝামেলায় আপনার ট্যুরকে সহজতর করতে এখনি বুকিং করে ফেলুন ।

বুকিং করার আগে অবশ্যই আমাদের পেইজ ও গ্রুপ ঘুরে আসুন :

👉 page link : https://www.facebook.com/TravelWithSoul1

👉 Group link : https://facebook.com/groups/1461843497354270/


দেশের বাহিরের ট্যুর :

১) কাশ্মির টুর :
ভ্রমণ তারিখঃ (২৩-৩০) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ২০,০০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ
স্ট্যান্ডার্ডঃ https://www.facebook.com/events/229021326260230/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

২) সিক্কিম স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৮) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১৭,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/1543437726152306/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার "বাই রোড চেংড়াবান্ধা" অথবা "বাই রেল নিউ জলপাইগুড়ি" পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৩) দার্জিলিং স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১১,০০০ রুপি
ভ্রমণ বিস্তারিত : https://www.facebook.com/events/3345638648983770/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার "বাই রোড চেংড়াবান্ধা" অথবা "বাই রেল নিউ জলপাইগুড়ি" পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৪) মেঘালয়া শিলং স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৭) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১১,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/1461600087705388/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার ডাউকি পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৫) কলকাতা সিটি স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৯,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/146566314967326/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৬) অন্নপূর্ণা বেইজ ক্যাম্প ট্রেক :
ভ্রমণ তারিখ : ২২ এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরি : ট্রেক
ভ্রমণ খরচ : ৩৫০ ডলার
ভ্রমণ বিস্তারিত : https://www.facebook.com/events/849248729467666/?sfnsn=scwspmo&mibextid=6aamW6

৭) সান্দাকফু ও দার্জিলং ভ্রমণ :
ভ্রমণ তারিখ : ২৩ এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরি : রিলাক্স
ভ্রমণ খরচ ১৪,৫০০ (রুপি)
ভ্রমণ বিস্তারিত : https://fb.me/e/41DuwGJxO?mibextid=N4tvPT

ভিসার জন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সহযোগিতা নিতে পারেন।

🤝 বাংলাদেশ ট্যুর :

১। সাজেক ভ্যালী টুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৫,৭০০ টাকা (জনপ্রতি)
কাপল : ৬,৯৯৯ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/224358043340932/?app=fbl

২। নাফাখুম ও রেমাক্রি টুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৫,৮০০ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/990571942348376/?app=fbl

৩। বগালেক ও কেওক্রাডং ট্যুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৭) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৬,৫০০ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/758742418998815/?app=fbl

✅সবগুলো ট্যুরের কনফার্মেশনের শেষ সময় :
৫ এপ্রিল ২০২৩

👉 ট্যুর সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন :

Founder & CEO at Travel With Soul
Md. Sohel Bhuiyan
Contact : 01676607936

Travel With Soul :
Address: Holding-2, Old-1050, Motalib Tower, Dania, Jatrabari, Dhaka-1236.
Website: www.travelwithsoul.com
Email: [email protected]
Cell: +8801676607936

13/03/2023

It's a TWS "Eid Special" Tour event. 😍
ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরে TWS এর বেশ কিছু ট্যুর ইভেন্ট এর আয়োজন করা হয়েছে। ঈদের ঝামেলায় আপনার ট্যুরকে সহজতর করতে এখনি বুকিং করে ফেলুন ।

বুকিং করার আগে অবশ্যই আমাদের পেইজ ও গ্রুপ ঘুরে আসুন :

👉 page link : https://www.facebook.com/TravelWithSoul1

👉 Group link : https://facebook.com/groups/1461843497354270/


দেশের বাহিরের ট্যুর :

১) কাশ্মির টুর :
ভ্রমণ তারিখঃ (২৩-৩০) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ২০,০০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ
স্ট্যান্ডার্ডঃ https://www.facebook.com/events/229021326260230/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

২) সিক্কিম স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৮) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১৭,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/1543437726152306/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার "বাই রোড চেংড়াবান্ধা" অথবা "বাই রেল নিউ জলপাইগুড়ি" পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৩) দার্জিলিং স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১১,০০০ রুপি
ভ্রমণ বিস্তারিত : https://www.facebook.com/events/3345638648983770/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার "বাই রোড চেংড়াবান্ধা" অথবা "বাই রেল নিউ জলপাইগুড়ি" পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৪) মেঘালয়া শিলং স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৭) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১১,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/1461600087705388/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার ডাউকি পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৫) কলকাতা সিটি স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৯,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/146566314967326/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৬) অন্নপূর্ণা বেইজ ক্যাম্প ট্রেক :
ভ্রমণ তারিখ : ২২ মে ২০২৩
ভ্রমণ ক্যাটাগরি : ট্রেক
ভ্রমণ খরচ : ৩৫০ ডলার
ভ্রমণ বিস্তারিত : https://www.facebook.com/events/849248729467666/?sfnsn=scwspmo&mibextid=6aamW6

ভিসার জন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সহযোগিতা নিতে পারেন।

বাংলাদেশ ট্যুর :

১। সাজেক ভ্যালী টুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৫,৭০০ টাকা (জনপ্রতি)
কাপল : ৬,৯৯৯ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/224358043340932/?app=fbl

২। নাফাখুম ও রেমাক্রি টুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৫,৮০০ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/990571942348376/?app=fbl

৩। বগালেক ও কেওক্রাডং ট্যুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৭) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৬,৫০০ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/758742418998815/?app=fbl

✅সবগুলো ট্যুরের কনফার্মেশনের শেষ সময় :
৫ এপ্রিল ২০২৩

👉 ট্যুর সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন :

Founder & CEO at Travel With Soul
Md. Sohel Bhuiyan
Contact : 01676607936

Travel With Soul :
Address: Holding-2, Old-1050, Motalib Tower, Dania, Jatrabari, Dhaka-1236.
Website: www.travelwithsoul.com
Email: [email protected]
Cell: +8801676607936

09/03/2023

It's a TWS "Eid Special" Tour event. 😍

ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরে TWS এর বেশ কিছু ইভেন্ট এর আয়োজন করা হয়েছে। ঈদের ঝামেলায় আপনার ট্যুরকে সহজতর করতে এখনি বুকিং করে ফেলুন ।

বুকিং করার আগে অবশ্যই আমাদের পেইজ ও গ্রুপ ঘুরে আসুন :

👉 page link : https://www.facebook.com/TravelWithSoul1

👉 Group link : https://facebook.com/groups/1461843497354270/


দেশের বাহিরের ট্যুর :

১) কাশ্মির টুর :
ভ্রমণ তারিখঃ (২৩-৩০) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ২০,০০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ
স্ট্যান্ডার্ডঃ https://www.facebook.com/events/229021326260230/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

২) সিক্কিম স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৮) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১৭,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/1543437726152306/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার "বাই রোড চেংড়াবান্ধা" অথবা "বাই রেল নিউ জলপাইগুড়ি" পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৩) দার্জিলিং স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১১,০০০ রুপি
ভ্রমণ বিস্তারিত : https://www.facebook.com/events/3345638648983770/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার "বাই রোড চেংড়াবান্ধা" অথবা "বাই রেল নিউ জলপাইগুড়ি" পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৪) মেঘালয়া শিলং স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৭) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১১,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/1461600087705388/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার ডাউকি পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৫) কলকাতা সিটি স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৯,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/146566314967326/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

ভিসার জন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সহযোগিতা নিতে পারেন।

বাংলাদেশ ট্যুর :

১। সাজেক ভ্যালী টুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৫,৭০০ টাকা (জনপ্রতি)
কাপল : ৬,৯৯৯ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/224358043340932/?app=fbl

২। নাফাখুম ও রেমাক্রি টুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৫,৮০০ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/990571942348376/?app=fbl

৩। বগালেক ও কেওক্রাডং ট্যুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৭) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৬,৫০০ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/758742418998815/?app=fbl

✅সবগুলো ট্যুরের কনফার্মেশনের শেষ সময় :
৫ এপ্রিল ২০২৩

👉 ট্যুর সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন :

Founder & CEO at Travel With Soul
Md. Sohel Bhuiyan
Contact : 01676607936

Travel With Soul :
Address: Holding-2, Old-1050, Motalib Tower, Dania, Jatrabari, Dhaka-1236.
Website: www.travelwithsoul.com
Email: [email protected]
Cell: +8801676607936

07/03/2023

It's a TWS "Eid Special" Tour event. 😍

ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরে TWS এর বেশ কিছু ইভেন্ট এর আয়োজন করা হয়েছে। ঈদের ঝামেলায় আপনার ট্যুরকে সহজতর করতে এখনি বুকিং করে ফেলুন ।

বুকিং করার আগে অবশ্যই আমাদের পেইজ ও গ্রুপ ঘুরে আসুন :

👉 page link : https://www.facebook.com/TravelWithSoul1

👉 Group link : https://facebook.com/groups/1461843497354270/


দেশের বাহিরের ট্যুর :

১) কাশ্মির টুর :
ভ্রমণ তারিখঃ (২৩-৩০) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ২০,০০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ
স্ট্যান্ডার্ডঃ https://www.facebook.com/events/229021326260230/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

২) সিক্কিম স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৮) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১৭,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/1543437726152306/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার "বাই রোড চেংড়াবান্ধা" অথবা "বাই রেল নিউ জলপাইগুড়ি" পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৩) দার্জিলিং স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১১,০০০ রুপি
ভ্রমণ বিস্তারিত : https://www.facebook.com/events/3345638648983770/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার "বাই রোড চেংড়াবান্ধা" অথবা "বাই রেল নিউ জলপাইগুড়ি" পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৪) মেঘালয়া শিলং স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৭) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১১,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/1461600087705388/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার ডাউকি পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৫) কলকাতা সিটি স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৯,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/146566314967326/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

ভিসার জন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সহযোগিতা নিতে পারেন।

বাংলাদেশ ট্যুর :

১। সাজেক ভ্যালী টুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৫,৭০০ টাকা (জনপ্রতি)
কাপল : ৬,৯৯৯ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/224358043340932/?app=fbl

২। নাফাখুম ও রেমাক্রি টুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৫,৮০০ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/990571942348376/?app=fbl

৩। বগালেক ও কেওক্রাডং ট্যুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৭) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৬,৫০০ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/758742418998815/?app=fbl

✅সবগুলো ট্যুরের কনফার্মেশনের শেষ সময় :
৫ এপ্রিল ২০২৩

👉 ট্যুর সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন :

Founder & CEO at Travel With Soul
Md. Sohel Bhuiyan
Contact : 01676607936

Travel With Soul :
Address: Holding-2, Old-1050, Motalib Tower, Dania, Jatrabari, Dhaka-1236.
Website: www.travelwithsoul.com
Email: [email protected]
Cell: +8801676607936

06/03/2023

It's a TWS "Eid Spacial" Tour event. 😍

ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরে TWS এর বেশ কিছু ইভেন্ট এর আয়োজন করা হয়েছে। ঈদের ঝামেলায় আপনার ট্যুরকে সহজতর করতে এখনি বুকিং করে ফেলুন ।

বুকিং করার আগে অবশ্যই আমাদের পেইজ ও গ্রুপ ঘুরে আসুন :

👉 page link : https://www.facebook.com/TravelWithSoul1

👉 Group link : https://facebook.com/groups/1461843497354270/


দেশের বাহিরের ট্যুর :

১) কাশ্মির টুর :
ভ্রমণ তারিখঃ (২৩-৩০) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ২০,০০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ
স্ট্যান্ডার্ডঃ https://www.facebook.com/events/229021326260230/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

২) সিক্কিম স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৮) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১৭,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/1543437726152306/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার "বাই রোড চেংড়াবান্ধা" অথবা "বাই রেল নিউ জলপাইগুড়ি" পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৩) দার্জিলিং স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১১,০০০ রুপি
ভ্রমণ বিস্তারিত : https://www.facebook.com/events/3345638648983770/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার "বাই রোড চেংড়াবান্ধা" অথবা "বাই রেল নিউ জলপাইগুড়ি" পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৪) মেঘালয়া শিলং স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৭) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ১১,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/1461600087705388/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার ডাউকি পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

৫) কলকাতা সিটি স্ট্যান্ডার্ড টুর।
ভ্রমণ তারিখঃ (২২-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৯,৫০০ রুপি
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/146566314967326/?app=fbl
বিঃদ্রঃ ইন্ডিয়ার যেকোন পোর্ট দিয়ে ভিসা করা থাকতে হবে।

ভিসার জন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সহযোগিতা নিতে পারেন।

বাংলাদেশ ট্যুর :

১। সাজেক ভ্যালী টুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৫,৭০০ টাকা (জনপ্রতি)
কাপল : ৬,৯৯৯ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/224358043340932/?app=fbl

২। নাফাখুম ও রেমাক্রি টুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৬) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৫,৮০০ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/990571942348376/?app=fbl

৩। বগালেক ও কেওক্রাডং ট্যুর।
ভ্রমণ তারিখঃ (২৩-২৭) এপ্রিল ২০২৩
ভ্রমণ ক্যাটাগরিঃ স্ট্যান্ডার্ড
ভ্রমণ খরচঃ ৬,৫০০ টাকা (জনপ্রতি)
ভ্রমণ বিস্তারিতঃ https://www.facebook.com/events/758742418998815/?app=fbl

✅সবগুলো ট্যুরের কনফার্মেশনের শেষ সময় :
৫ এপ্রিল ২০২৩

👉 ট্যুর সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন :

Founder & CEO at Travel With Soul
Md. Sohel Bhuiyan
Contact : 01676607936

Travel With Soul :
Address: Holding-2, Old-1050, Motalib Tower, Dania, Jatrabari, Dhaka-1236.
Website: www.travelwithsoul.com
Email: [email protected]
Cell: +8801676607936

28/02/2023

COX'S BAZAR 😍❤️

Travel With Soul (TWS) দেবতাখুম  ডে-ট্যুর-* ইভেন্ট ফি-২,২০০/-* তাং- ২ই মার্চ  বৃহস্পতিবার রাতে  সায়দাবাদ থেকে রাত ০৯ টায়...
23/02/2023

Travel With Soul (TWS) দেবতাখুম ডে-ট্যুর-

* ইভেন্ট ফি-২,২০০/-
* তাং- ২ই মার্চ বৃহস্পতিবার রাতে সায়দাবাদ থেকে রাত ০৯ টায় বাস।

৩ই মার্চ শুক্রবার সারাদিন ঘুরবো এবং রাতে যে যার মত খাওয়া দাওয়া করে রাত ১০ টায় রওনা দিব ৪ই মার্চ সকাল ৬-৭ টা ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

যা যা দেখবো :
* দেবতাখুম
* শিলবান্ধা পাড়া
* কচ্ছপতলী বাজার
* রোয়াংছড়ি বাজার
* বান্দরবান সিটি

ফি এর অন্তর্ভুক্ত: -
* ঢাকা-বান্দরবান-ঢাকা চেয়ারকোচ বাস।
* ২ বেলা খাবার (সকালের নাস্তা,দুপুরের লাঞ্চ)।
* সারা দিনের জন্য জীপ গাড়ি।
* গাইড,ভেলা,লাইফজ্যাকেট,এন্ট্রি ফি
মোট কথা আমাদের কোন হিডেন চার্জ নেই,এই টাকায় আপনি সব কিছু পাবেন।

ফির অন্তর্ভুক্ত না:
* বেক্তিগত খরচ।
* শুকনা খাবার ট্রেকিং এর সময়।
* কোন প্রকার মেডিসিন৷
* ইভেন্ট এ উল্লেখ্য নেই এমন কিছু।

বিস্তারিত -

২ তারিখ রাত ০৯ টা সায়দবাদ থেকে বাস ছেরে ৩ই মার্চ বান্দরবান সকালে পৌছে নাস্তা শেষ করবো। তারপর টিম এর সবাই মিলে আমাদের রিজার্ভ জীপে করে রোয়াংছড়ি বাজারে যাবো। সেখান থেকে পুলিশ এবং সেনাবাহিনীর পার্মিশন নিবো। পার্মিশনের কাজ শেষ করে গাইড নিয়ে ট্রেকিং শুরু করে ১ ঘন্টার মধ্যে দেবতাখুম পৌছে যাবো। এর পর ভেলায় ভেসে বেড়াবো, ফটোসেশান করবো সবাই মিলে, আড্ডা দিবো, দেবতাখুম এর অপরুপ প্রাকিতিক দৃশ্য দেখে চোখ মন জুরিয়ে রোয়াংছড়ি বাজার এসে দুপুরের খাবার খাবো অথবা শহরে এসে খাবো।
তারপর খাবার শেষ করে আমাদের রিজার্ভ জীপে করে বান্দরবান শহরে আসবো। সবাইকে সময় দেয়া হবে শহর ঘুরার আর কেনাকাটা করার জন্য আর রাতের খাবার (নিজ খরচে) রাতে ডিনার শেষে ১০ টার দিকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়া হবে ইনশাআল্লাহ৷ ০৪ তারিখ ভোড়ে ঢাকা থাকবো।

জেনে রাখা ভালো -
- ইহা একটি ট্রেকিং ট্যুর, বাচ্চা, বৃদ্ধ সাথে আনবেন না।
- ট্রেকিং জুতা নিয়ে নিবেন।
- ৫ কপি আইডি কার্ডের ফোটোকপি।
- ট্রেকিং কালীন ড্রাই খাবার সাথে নিবেন।
- গাইড কে অনুসরন করে চলবেন।

আগ্রহীগন ১,০২০/- বুকিং করে আসন কনফার্ম করুন- বুকিং অনুসারে বাসের আসন বন্টন হবে।

ট্যুর সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন :

Founder & CEO at Travel With Soul
Md. Shohel Bhuiya
Contact : 01676607936

22/02/2023

কক্সবাজার 😍❤️

Story of Tour 😍❤️
20/02/2023

Story of Tour 😍❤️

শুভ সকাল TWS ❤️
14/02/2023

শুভ সকাল TWS ❤️

সুন্দরবন ট্যুর... 😍
13/02/2023

সুন্দরবন ট্যুর... 😍

12/02/2023

শুভ সকাল Krang Suri ঝর্ণা 😍❤️

 #সুন্দরবন_অভিযান। তারিখ: ৩-৪-৫ মার্চ, ২০২৩শিপ: সিলভার ক্রুজ রেট: নন এটাচ ওয়াশরুম টুইন বেড প্যাকেজ ১৩৫০০ টাকা জনপ্রতি, এ...
09/02/2023

#সুন্দরবন_অভিযান।
তারিখ: ৩-৪-৫ মার্চ, ২০২৩

শিপ: সিলভার ক্রুজ

রেট: নন এটাচ ওয়াশরুম টুইন বেড প্যাকেজ ১৩৫০০ টাকা জনপ্রতি,
এটাচ ওয়াশরুম থ্রি বেড ১৪৫০০ টাকা পার পারসন
এটাচ ওয়াশরুম কাপল বেড ১৫০০০ টাকা পার পারসন
খুলনা থেকে খুলনা এই খরচ।

ঢাকা থেকে হলে বাস/ট্রেনের খরচ আলাদা।

09/02/2023

সান্দাকফু 😍❤️

আগামী মার্চের ২২ তারিখ যাচ্ছি অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক। যারা যাবেন দ্রুত যোগযোগ করুন।ইভেন্ট ফি: ৩৫০ ডলার (কাঠমন্ডু ...
08/02/2023

আগামী মার্চের ২২ তারিখ যাচ্ছি অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক। যারা যাবেন দ্রুত যোগযোগ করুন।

ইভেন্ট ফি: ৩৫০ ডলার (কাঠমন্ডু টু কাঠমন্ডু)।

শুভ সকাল সেন্টমার্টিন 😍❤️
05/02/2023

শুভ সকাল সেন্টমার্টিন 😍❤️

শুভ সকাল অন্নপূর্ণা 😍❤️
02/02/2023

শুভ সকাল অন্নপূর্ণা 😍❤️

অন্নপূর্ণা বেইজ ক্যাম্প ট্রেক ২২/০৪/২০২৩ তারিখ। ৩৫০ ইউএস ডলার। যারা যাবেন দ্রুত কনফার্ম করুন।
01/02/2023

অন্নপূর্ণা বেইজ ক্যাম্প ট্রেক ২২/০৪/২০২৩ তারিখ।
৩৫০ ইউএস ডলার।
যারা যাবেন দ্রুত কনফার্ম করুন।

নেপালের জনপ্রিয় ২ টা রুটের মধ্যে অন্নপূর্ণা বেইজক্যাম্প অন্যতম।  পৃথিবীর অন্যতম কঠিন পর্বতের সামনে নিজেকে আবিষ্কার করাটা...
31/01/2023

নেপালের জনপ্রিয় ২ টা রুটের মধ্যে অন্নপূর্ণা বেইজক্যাম্প অন্যতম।
পৃথিবীর অন্যতম কঠিন পর্বতের সামনে নিজেকে আবিষ্কার করাটা এক অভূতপূর্ব অনুভূতি....

অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক বিগেনার লেভেলের ট্রেক, ভালো ফিটনেস আর হালকা হাটাহাটি করার অভ্যাস থাকলেই আপনি এই ট্রেকে অনায়াসে যুক্ত হতে পারবেন।

এই ট্রেকের বা বলতে গেলে হিমালয়ের যেকোন ট্রেকে হাঁটার পারফেক্ট সিজন ধরা হয় মার্চ-মে বা সেপ্টেম্বর- নভেম্বর পর্যন্ত। তবে আপনি যদি এডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন এপ্রিলের জমাট বরফ গলার মৌসুম ও রডোডেন্ড্রন এর সমারোহের সাথে হিমালয়ের রাজ্যে এমনিতেই ঠান্ডা তার উপর শীতকালে হিমালয়ের বুকে চড়ে বেড়ানো বাড়তি এডভেঞ্চারের পূর্বাভাস তাতে কোন সন্দেহ নেই। তাই এডভেঞ্চারাস মন থাকলে এটিই হতে পারে পারফেক্ট একটি ট্রিপ৷ 😍

🖐️🖐️ সম্ভাব্য যাত্রার তারিখ- ২২ই এপ্রিল ২০২৩ (ঈদেরদিন রাতে রউনা হবো)
-----------------------------------------

💢💢 আইটিনারি
----------------

১ম দিন-(২২-০৪-২০২৩)
# ঢাকা টু কাঠমুন্ডু ফ্লাইট, রাতে কাঠমুন্ডু থেকে পোখারার উদ্দেশ্যে যাত্রা।

২য় দিন-(২৩-০৪-২০২৩)
# খুব সকালে পোখরা পৌছাবো। এদিনই আমরা সকালে নাস্তা সেরে পারমিট অফিস থেকে পারমিটের কাজ সেরে রিজার্ভ গাড়িতে যাত্রা করবো ঝিনুর উদ্দেশ্য এ।
এবং ২ঘন্টা ট্রেক করে চমরং।

৩য় দিন-(২৪-০৪-২০২৩)
# চমরং থেকে ট্রেক করে এদিন চলে যাবো দোভান। ৫-৬ ঘন্টা ট্রেক।

৫ম দিন-(২৫-০৪-২০২৩)
# দোভান থেকে মাচ্ছাপুছারে বেইজ ক্যাম্প ৬ -৭ ঘন্টা ট্রেক।

৬ষ্ঠ দিন-(২৬-০৪-২০২৩)
# অন্নপূর্ণা বেইজক্যাম্প ঘুরে দোভান চলে আসবো।

৭ম দিন-(২৭-০৪-২০২৩)
# দোভান থেকে চমরং অথবা ঝিনু নেমে আসবো।

৮ম দিন-(২৮-০৪-২০২৩)
# চমরং/ ঝিনু থেকে রিজার্ভ গাড়িতে পোখরা। এদিন পোখারায় রাত্রিযাপন। অথবা আইটিনারি অনুযায়ী ট্রিপের শেষ দিন।
রাতের বাসে চলে যাবো কাঠমন্ডুতে। সকালে এয়ারপোর্টে পৌছে ট্রিপের সমাপ্তি।

নোট:- টিমের সুবিধার জন্য আইটিনারি চেঞ্জ হতে পারে। তবে অবশ্যই সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ঝিনু হয়েও আমরা স্টার্ট করতে পারি। ঝিনুতেই শেষ করতে পারি।

(৮ম দিন পর্যন্ত আপনি আমাদের রেস্পনসিবিলিটি, কেউ চাইলে ৯ম দিন থেকে নিজ খরচে এক্সট্রা থাকতেই পারেন।)

💰💰 ইভেন্ট ফিঃ- ৩৫০ ইউএস ডলার ( কাঠমুন্ডু থেকে কাঠমুন্ডু)

👉👉 এই খরচে যা যা থাকবে:

=======================
***কাঠমুন্ডু থেকে কাঠমন্ডু সকল প্রকার যানবাহন খরচ।
*** প্রতিদিন ৩ বেলা খাবার (ট্রেকের সময় শুধু ভেজ আইটেম থাকবে, তবে এই রুটে খাবারের অনেক অপশন থাকবে)
*** অভিজ্ঞ গাইড ও ট্রেইন্ড মাউন্টেইনার ট্রেক লিডার।
*** কাঠমুন্ডুতে ও পোখরায় মাঝারি মানের হোটেলে শেয়ার বেসিসে থাকা, ট্রেকের সময় টি হাউজ ও কটেজে থাকার ব্যাবস্থা।
*** TWS এর একটি এক্সক্লুসিভ টিশার্ট।

🚫🚫 যা যা থাকবে নাঃ
===========
*** বিমান ভাড়া।
*** রুট পারমিট+টিমস (২০০০ রুপি)।
*** মেনুর বাইরে যেকোন খাবার।
*** মিনারেল ওয়াটার,চা,কফি।
*** পার্ক,বিনোদন,রাইডের টিকেট।
*** উপরে উল্লেখিত নয় এমন কিছু।

★★ পেমেন্ট পলিসি
ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে ১০০ ইউ এস ডলার (অফেরতযোগ্য) অগ্রিম প্রদান করে আপনার যাত্রা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে ডলারের বিপরীতে বাংলা টাকা প্রযোজ্য।

👉👉 টাকা পাঠানোর মাধ্যম...
The City Bank
Md. Shohel Bhuiya
A/N. 2303486829001
Principle branch

💥💥 বিকাশ/ নগদ / রকেট এ টাকা পাঠাতে...
নাম্বার- 01676607936
অথবা সরাসরি দেখা করে এডভান্স করতে পারেন।

ভিসা ও বিমান টিকেট...

নেপালে বাংলাদেশিদের জন্য অন্য এরাইভাল ভিসা ব্যাবস্থা চালু আছে। তবু ঝামেলা এড়াতে আগে থেকেই আমাদের ভিসা করতে হবে। পাসপোর্টের মেয়াদ নুন্যতম ছয়মাস থাকলেই আপনি নেপাল এম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বিমান টিকেট আপনি নিজেও করতে পারেন অথবা আমদের মাধ্যমে করতে পারেন। তবে যত তারাতারি টিকেট করে ফেলতে পারবেন দাম কম হবে।

★★ বিঃদ্রঃ -
১) আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।

২) এই ট্রিপের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা মেসেঞ্জার গ্রুপে করবো। কার কি কি লাগবে, কি কি কেনাকাটা করতে হবে, অথবা নতুন কোন প্লান যুক্ত হলে আলোচনা করেই আমরা ঠিক করবো। তাই আপনি যদি নিশ্চিত যেতে চাচ্ছেন তবে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে নিবেন।

৩) ইমার্জেন্সী,অসুস্থতা কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের কারনে দলনেতার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত হবে। অতি-উচ্চতায়,সবচেয়ে মুল বিষয়,টিম মেম্বারদের নিরাপত্তা। আপনার নিরাপত্তার জন্য,হয়তো নেমেও আসা লাগতে পারে কিংবা যেকোনো কারনে দলের বহির্ভুত হয়ে গেলে,নিজ খরচ বহনের মতো মানুষিক প্রস্তুতি নিয়ে রাখবেন।

# ব্যাকপ্যাকিং লিস্ট টা মেসেঞ্জার গ্রুপে সবাইকে দেওয়া হবে।



ট্যুর সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন :
Founder & CEO at Travel With Soul
Md. Shohel Bhuiya
Contact : 01676607936

Address

Holding-2, Old-1050, Motalib Tower, Sonir Akhra, Nayapara, Dania, Jatrabari
Dhaka
1236

Telephone

+8801676607936

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Soul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel With Soul:

Videos

Share

Category