Rihabul Haramain Hajj Kafela & Travels

Rihabul Haramain Hajj Kafela & Travels .....

হজ্ব পরবর্তী উমরাহ বুকিং চলছে !👉প্যাকেজ (A) ডিরেক্ট : ১৬০,০০০/- 👉প্যাকেজ (B) ডিরেক্ট: ১৪৫,০০০/- 👉প্যাকেজ (C) ট্রানজিট: ১...
23/06/2024

হজ্ব পরবর্তী উমরাহ বুকিং চলছে !
👉প্যাকেজ (A) ডিরেক্ট : ১৬০,০০০/-
👉প্যাকেজ (B) ডিরেক্ট: ১৪৫,০০০/-
👉প্যাকেজ (C) ট্রানজিট: ১,৩৫,০০০/-

🟪 প্যাকেজ বিবরণঃ
🕐 প্যাকেজ: ১২ রাত ১৩দিন/১৩ রাত ১৪দিন
🔹 উমরাহ ভিসা।
🔹 এয়ার টিকেট।
✈️ডিরেক্ট ফ্লাইটঃ সৌদি এয়ার/বাংলাদেশ বিমান।
✈️ট্রানজিট ফ্লাইটঃ অন্যান্য দেশ হয়ে।
🔹 হোটেল: মক্কা-মদীনায় মসজিদের নিকটবর্তী স্টার মানের হোটেল।
🔹 ফুল ট্রান্সপোর্ট সেবা ৷
🔹 দেশিও তিন বেলা খাবার ৷
🔹 মক্কার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ ৷
🔹 মদিনার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ ।
🔹সার্বক্ষণিক অভিজ্ঞ মোয়াল্লিম সেবা ।
🔹ওমরাহর প্রশিক্ষণ ।
বিঃ দ্রঃ তায়েফ, জেদ্দা, বদর ও জ্বীন পাহাড় ভ্রমণ নিজ খরচে।
🏫 যোগাযোগঃ
রিহাবুল হারামাইন হজ্জ কাফেল এন্ড ট্রাভেল।
দেশভ্রমণ প্রাইভেট লিমিটেড ।
সরকার অনুমোদিত ট্রাভেল
হজ লাইসেন্স নাম্বার-০০৫১
📞 মোবাইল নাম্বারঃ+৮৮০১৭১৬-৭৯৫১৬৩/+৮৮০১৭১১-৩৭০৮১৭
+৯৬৬৫৬০৪৭১৩৫৪ সৌদি আরব

ঈদুল আযহা পরবর্তী ওমরাহ্ গ্রুপে বুকিং চলছে ****************************************যারা সহি শুদ্ধতার সাথে, শরিয়ত সম্মতভা...
21/06/2024

ঈদুল আযহা পরবর্তী ওমরাহ্ গ্রুপে বুকিং চলছে
****************************************
যারা সহি শুদ্ধতার সাথে, শরিয়ত সম্মতভাবে,উন্নত ও মানসম্মত ব্যবস্হাপনায় আলেম এর তত্বাবধানে ওমরাহ্ আদায় করতে চান তাদের জন্য আমরা রয়েছে সদা প্রস্তুত।

📙প্যাকেজে যা যা থাকছে :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
👉সফরের পূর্বে উমরাহ পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন এবং প্রয়োজনীয় বই প্রদান।
☑️ রিটার্ন এয়ার টিকিট।( টানজিট/ ডাইরেক্ট)
☑️ ওমরাহ্ ভিসা।
☑️ স্ট্যান্ডার্ড মানের হোটেল ( প্রতি রুমে ৪/৫জন) ।
☑️ তিন বেলা মানসম্মত খাবার।
☑️ সম্পূর্ণ ট্রান্সপোর্ট।
☑️ অভিজ্ঞ মুয়াল্লিম গাইডের উপস্থিতি।
☑️ মক্কা এবং মদিনা জিয়ারাহ্।
☑️ ইনশাআল্লাহ্ উমরাহর সকল আহকাম নিজস্ব আলেম এর তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে।

♦প্যাকেজে যা-কিছু অন্তর্ভুক্ত নয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
▶ বিমানবন্দর ও বাসে যাতায়াতের পথের মধ্যে খাবার।
▶ মক্কা ও মদিনায় হোটেলের খাবার পানি।
▶ মক্কা ও মদীনায় হোটেলের বাথরুমের বালতি ও মগ।
▶- ব্যাক্তিগত খরচ
▶- মোবাইল/ইন্টারনেট বিল
▶- লন্ড্রি বিল।
▶- যে কোন ধরনের মেডিকেল বিল।
▶- জেদ্দা/তায়েফ/বদর/জিন পাহাড় ইত্যাদি স্থানসমূহ ভ্রমণ।

⭕ ১৪ দিন এর প্যাকেজ।

✅ প্যাকেজ মুল্য
ক) ডাইরেক্ট ফ্লাইট -১,৬০,০০০ টাকা।
খ) ট্রানজিট ফ্লাইট -১,৩০,০০০ টাকা।

🕋 মক্কা হোটেলঃ
রিহাব আল বুস্তান/ খোলুদ আল হিজায ২/সমমান হোটেল ৩★( ৫০০-৭০০ মিটার দুরত্বে)
🌄 মদিনা হোটেল
দার আল আনছার/মানাযিল ফওজ/সমমান হোটেল
৩★( ৪০০-৬০০ মিটার দুরত্বে)

✅ এছাড়া তায়েফ সহ আশপাশের আরো অনেক দর্শণীয় স্হান রয়েছে এগুলো যাত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে নিজ নিজ খরচে ঘুরিয়ে দেখানো ,

👉বিঃদ্রঃ সফরসঙ্গী হিসাবে সার্বক্ষনিক খেদমতে আমি নিজে থাকবো ইনশাআল্লাহ।

🔘 সার্বিক যোগাযোগ :
রিহাবুল হারামাইন হজ্জ কাফেল এন্ড ট্রাভেল।
দেশভ্রমণ প্রাইভেট লিমিটেড ।
সরকার অনুমোদিত ট্রাভেল
হজ লাইসেন্স নাম্বার-০০৫১
📞 মোবাইল নাম্বারঃ+৮৮০১৭১৬-৭৯৫১৬৩/+৮৮০১৭১১-৩৭০৮১৭
+৯৬৬৫৬০৪৭১৩৫৪ সৌদি আরব

 # হ‌জ্জের ফরজ/ রুকন ( যা বাদ পড়‌লে হজ্জ হ‌বে না)১/ইহরাম, ২/আরাফায় অবস্থান, ৩/তাওয়াফ, ৪/সাঈ,  # হ‌জ্জের ওয়া‌জিব: ( যা বা...
14/06/2024

# হ‌জ্জের ফরজ/ রুকন ( যা বাদ পড়‌লে হজ্জ হ‌বে না)
১/ইহরাম,
২/আরাফায় অবস্থান,
৩/তাওয়াফ,
৪/সাঈ,

# হ‌জ্জের ওয়া‌জিব: ( যা বাদ পড়‌লে দম দি‌তে হ‌বে)
১/ মীকাত থে‌কে ইহরাম বাধা,(তামাত্তু হাজী‌দের জন‌্য তা‌দের বাসস্থান)
২/ সুর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা,
৩/ মুযদা‌লিফায় রাত্রী যাপন করা,
৪/ জামারা‌তে কংকর নি‌ক্ষেপ করা,
৫/ হাদী য‌বেহ করা,
৬/ মাথা মুন্ডন করা বা চুল ছাটা।
৭/ আইয়‌্যা‌মে তাশরী‌কের রাত্রী মিনায় যাপন করা,
৮/ বিদায়ী তাওয়াফ করা।

।।।।।।।।।।।।।প্রতারণার ফাঁদে লিড এজেন্সি।।।।।।।।।।।হজ এজেন্সির মালিক গা ঢাকা দিয়েছে বিমান টিকেটের টাকা এখনো মিলছে না।
08/06/2024

।।।।।।।।।।।।।প্রতারণার ফাঁদে লিড এজেন্সি।।।।।।।।।।।
হজ এজেন্সির মালিক গা ঢাকা দিয়েছে বিমান টিকেটের টাকা এখনো মিলছে না।

হজ নিয়ে প্রতারণায় নিষিদ্ধ লুৎফুর রহমান ফারুকীহজযাত্রীদের সঙ্গে বিভিন্ন সময় প্রতারণা করে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, নানাবিধ...
08/06/2024

হজ নিয়ে প্রতারণায় নিষিদ্ধ লুৎফুর রহমান ফারুকী

হজযাত্রীদের সঙ্গে বিভিন্ন সময় প্রতারণা করে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, নানাবিধ গাফিলতি, অনিয়ম, অব্যবস্থাপনাসহ নানা কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুফতি লুৎফুর রহমান ফারুকীকে হজ কার্যক্রমে নিষিদ্ধ করেছে। প্রতারণার দায়ে হজ-উমরার কার্যক্রমে কাউকে নিষিদ্ধ করার ঘটনা এটাই প্রথম।

বৃহস্পতিবার (৬ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অধিশাখা থেকে যুগ্মসচিব ড. মো: মঞ্জুরুল হক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে লুৎফুর রহমান ফারুকীর সঙ্গে হজ ও উমরা বিষয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও সর্বসাধারণের প্রতিও অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রী, হজ এজেন্সির স্বত্বাধিকারী, অংশীদার এবং হজ কার্যক্রমের সংঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর এয়ার ট্রাভেলস (হজ লাইসেন্স নং- ৭৮২)-এর স্বত্বাধিকারী লুৎফুর রহমান ফারুকী হজযাত্রীদের সংঙ্গে বিভিন্ন সময় প্রতারণা করে অর্থ আত্মসাৎ, হজযাত্রীদের হজে না নেওয়া, আকবর হজ গ্রুপ নাম দিয়ে হজে গমনে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করা, হজে নিয়ে কষ্ট দেওয়া ইত্যাদি বিভিন্ন কারণে তার মালিকানাধীন গাজীপুর এয়ার ট্রাভেলসের হজ লাইসেন্সের কার্যক্রম বন্ধ রয়েছে।

নিজের এজেন্সির কার্যক্রম না থাকায় লুৎফুর রহমান ফারুকী চলতি হজ মৌসুমে নর্থ বেঙ্গল হজ ট্রাভেলস এন্ড ট্যুরস (লাইসেন্স নং- ১০৮৬) নামের একটি এজেন্সির মোনাজ্জেম নিযুক্ত হন। বর্ণিত এজেন্সিটি ২০২৪ সনের হজ মৌসুমে লিড এজেন্সি হিসাবে হজ কার্যক্রমে অংশ নেয়। এই এজেন্সির নিজস্ব নিবন্ধিত কোনো হজ যাত্রী না থাকলেও মজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল (লাইসেন্স নং- ৯৯০) নামের একটি এজেন্সির নিবন্ধিত ২৫৪ জন হজযাত্রীকে নর্থ বেঙ্গল হজ ট্রাভেলস এন্ড ট্যুরস এজেন্সিতে স্থানান্তর করে হজের কার্যক্রম করছে। তাছাড়া মেসার্স শিকদার এয়ার ট্রাভেলস (লাইসেন্স নং- ৯২৯)-এর নিবন্ধিত ৪২৮ জন হজযাত্রীকে আল রিসান ট্রাভেলস এজেন্সি লি. (লাইসেন্স নং- ৬৭২) নামক একটি এজেন্সিতে স্থানান্তর করে লিড এজেন্সি হিসেবে এজেন্সিটি হজ কার্যক্রমে অংশ নেয়।

এই দুই এজেন্সির ৬৮২ জন হজযাত্রীর কর্তৃত্ব লুৎফুর রহমান ফারুকী গ্রহণ করে প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখা, ঢাকা থেকে হজযাত্রীর বিপরীতে এজেন্সির নামে ঋণ গ্রহণ করে। হজযাত্রীর সম্পূর্ণ টাকা না পাওয়ায় প্রিমিয়ার ব্যাংক লি. ৬৮২ জন হজযাত্রীর মধ্যে ৩৬৪ জন হজযাত্রীর বিমান টিকেট ক্রয়ের জন্য অর্থ প্রদান না করায় হজযাত্রীদের টিকিট ক্রয়ে জটিলতা সৃষ্টি হয়। ফলে তাদের হজ গমন অনিশ্চিত হয়ে পড়ে।

লুৎফুর রহমান ফারুকী হজযাত্রীদের মোনাজ্জেম নিযুক্ত হয়ে হজযাত্রীদের হজে গমনের কোনোরুপ ব্যবস্থা গ্রহণ না করে এবং হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি-ভাড়া, ভিসা করা, বিমান টিকিট ক্রয়ের মত গুরুত্বপূর্ণ কাজগুলো না করে দেশ থেকে গোপনে পালিয়ে গিয়েছেন মর্মে জানা যায়। এমন কার্যক্রমের ফলে সৌদি আরবে বাংলাদেশের সম্মান নষ্ট হচ্ছে। লুৎফুর রহমান ফারুকীর এমন কাজ দেশ বিরোধী যা, হজ ও উমরা ব্যবস্থাপনা আইন ২০২১ অনুসারে অনিয়ম ও অসদাচরণ এবং এরুপ কার্যক্রম সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়।

এ অবস্থায়, লুৎফুর রহমান ফারুকীকে ভবিষ্যতে সব ধরনের হজ ও উমরা কার্যক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধিত কোনো হজ এজেন্সি তার সংঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হজ কার্যক্রমে অংশগ্রহণ করলে সেই এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হজ ট্রেড সেক্টরে কম টাকায় হজ করানোর আলোচিত ব্যক্তি মুফতি লুৎফুর রহমান ফারুকী। সারাদেশে গ্রুপ লিডারদের মাধ্যমে কম টাকায় হজযাত্রী সংগ্রহ করে থাকেন। হজ নিয়ে নানা অনিয়মের কারণে লুৎফুর রহমান ফারুকী একাধিকবার গ্রেফতার হন। এবার মন্ত্রণালয় তাকে হজ কার্যক্রমে নিষিদ্ধ ঘোষণা করল।

এ বিষয়ে কথা বলতে সৌদি আরবে অবস্থান করা মুফতি লুৎফর রহমান ফারুকীর মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

১৪৪৫হিজরী, এবার আরাফার ময়দানে খত্বীব হিসেবে নিয়োগ পেয়েছেন গোটা পৃথিবীর কুরআন তেলাওয়াতপ্রেমীদের নিকট প্রসিদ্ধ মাসজীদুল হা...
27/05/2024

১৪৪৫হিজরী, এবার আরাফার ময়দানে খত্বীব হিসেবে নিয়োগ পেয়েছেন গোটা পৃথিবীর কুরআন তেলাওয়াতপ্রেমীদের নিকট প্রসিদ্ধ মাসজীদুল হারামের সম্মানিত ইমাম ও খত্বীব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকিলি হাফিযাহুল্লাহ।

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নামাজ ও খুতবায় নেতৃত্ব দিয়েছেন,সেই দায়িত্ব এবার প্রথমবারের মতো পালন করবেন তিনি।

মহান আল্লাহ শাইখের এবং আমাদের জীবন-এ বারাকাহ ভরপুর করে দিন,উভয় জাহানের যাবতীয় কল্যাণ ও সম্মান দান করুন।আমীন

Address

Gazipur City
Dhaka
1704

Alerts

Be the first to know and let us send you an email when Rihabul Haramain Hajj Kafela & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies