River Cruise in Bangladesh - ময়ূরপঙ্খী পালের নাও

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • River Cruise in Bangladesh - ময়ূরপঙ্খী পালের নাও

River Cruise in Bangladesh - ময়ূরপঙ্খী পালের নাও "JABA Tours: Online Car Rentals, Hotel Reservations, Air Tickets, River Cruises, and More– Discover!"
(5)

গোধূলিতে পদ্মা সেতুআর মাত্র কিছুদিন, আসছি আমরা পদ্মা নদীতে@highlight
14/11/2023

গোধূলিতে পদ্মা সেতু

আর মাত্র কিছুদিন, আসছি আমরা পদ্মা নদীতে
@highlight

গত ৪. ১১. ২৩ তারিখে আমাদের ময়ূরপঙ্খী পালের নাও  এ এসেছিলেন দু জন জাপানী guest. তাদের সহযোগিতায়  অর্থাৎ দোভাষী হিসেবে ছ...
05/11/2023

গত ৪. ১১. ২৩ তারিখে আমাদের ময়ূরপঙ্খী পালের নাও এ এসেছিলেন দু জন জাপানী guest. তাদের সহযোগিতায় অর্থাৎ দোভাষী হিসেবে ছিলেন জাবা ট্যুরের ডিএমডি স্যার মি.কানন বড়ুয়া । অনেক শুনেছি জাপানিদের প্রশংসা তারা অত্যন্ত ভদ্র জাতি। তার জ্বলন্ত প্রমাণ পেলাম, গতকাল আমাদের নৌকাতে আপ্যায়ন করে। আমারও সৌভাগ্য হয়েছিল কিছুটা সময় তাদের সাথে কাটানো, তাদের নানা ধরনের খাবার দিয়ে ভীষণ খুশি করাতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। মূলত আমাদের ময়ূরপঙ্খী পালের নৌকাটি জাপানিজদের জন্যই তৈরি করা। আমাদের নৌকাতে ভ্রমণ করতে হলে যোগাযোগ করুন।০১৭৯৬৫২৩৫১৬

নতুন অচেনা কোনো দেশে গেলে মানুষ শিশু বয়সের বিস্মিত হওয়ার মতো অনুভূতিটি ফিরে পায়। তাই সুযোগ পেলে ভ্রমণ করতে থাকুন।বুকিং :...
01/11/2023

নতুন অচেনা কোনো দেশে গেলে মানুষ শিশু বয়সের বিস্মিত হওয়ার মতো অনুভূতিটি ফিরে পায়।
তাই সুযোগ পেলে ভ্রমণ করতে থাকুন।

বুকিং : ০১৭৯৬৫২৩৫১৬
মো: হানজালা

30/10/2023

চাঁদনী রাতে আড়িয়াল বিল ভ্রমণ।

27/10/2023

Age just a number...

২৩-১০-২৩, সোমবার। ১৯৯৪ সালের ব্যাচমেট। প্রায় ২৯ বছর পরে আবার সবার সাথে দেখা করাই ছিলো আজকের এই ভ্রমণের উদ্দেশ্য।  কুচিয়া...
24/10/2023

২৩-১০-২৩, সোমবার।
১৯৯৪ সালের ব্যাচমেট। প্রায় ২৯ বছর পরে আবার সবার সাথে দেখা করাই ছিলো আজকের এই ভ্রমণের উদ্দেশ্য।
কুচিয়ামোড়া থেকে ভ্রমণ আরম্ভ হয়েছে। গন্তব্য ছিলো কলাকোপা বান্দুরা( পেলেস পার্ক)। এবং
যথাসময়ে আমাদের ভ্রমণ সমাপ্তি ঘটেছে কুচিয়ামোরা ব্রিজের নিচে।

গতকাল এসেছিলের মি: কমল ভাই এবং তার পরিবার। নৌকা ভ্রমণ শুরু হয়েছিলো শ্রীনগর বাজার ঘাট থেকে। জুম্মায় নামাজ ষোলঘর লঞ্চ ঘাট ...
21/10/2023

গতকাল এসেছিলের মি: কমল ভাই এবং তার পরিবার। নৌকা ভ্রমণ শুরু হয়েছিলো শ্রীনগর বাজার ঘাট থেকে। জুম্মায় নামাজ ষোলঘর লঞ্চ ঘাট মসজিদে আদায় করেছে। সেখান থেকে কমলপুর মাঠে খেলাধুলার পর সেখর নগর গোসল করেছে।
ঠিক সন্ধায় আমাদের ভ্রমণ শেষ হয়েছে শ্রীনগর বাজার ঘাটে।

For inquiry01770167317
15/10/2023

For inquiry
01770167317

১৩-১০-২৩, শুক্রবার। গত কালের ভ্রমণ শ্রীনগর থেকে আরম্ভ করে বাগমারা অব্দি হয়েছিল।সকালে নাস্তা ছিলো ভুনা কিচুরি(তাদের আনিত)...
14/10/2023

১৩-১০-২৩, শুক্রবার।
গত কালের ভ্রমণ শ্রীনগর থেকে আরম্ভ করে বাগমারা অব্দি হয়েছিল।
সকালে নাস্তা ছিলো ভুনা কিচুরি(তাদের আনিত)। ঠিক তারপরেই ঝাল মুরি, পেয়ারা, আমরা ইত্যাদি পর্যায়ক্রমে পরিবেশন করা হয়। জুম্মার নামাজ বলমন্তচর ( নবাবগঞ্জ) এ অবস্থা একটি মসজিদে আদায় করা হয়েছে। নামাজের পরে দুপুরে খাবার সম্পূর্ণ করে বাগমারা সুপরিচিত এবং বিখ্যাত দই, মিষ্টি নিয়ে রওনা করা হয়েছে আমাদের নিজ স্থান শ্রীনগরে এর উদ্দেশ্যে।

13/10/2023

আজকের ভ্রমণের শুরুতে....
আজকের গন্তব্য কলাকোপা বান্দুরা।

আসসালামু আলাইকুম। ময়ূরপঙ্খী পালের নাও এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। লাকিলি আগামী শনিবার ময়ূরপঙ্খী এভেলেবে...
12/10/2023

আসসালামু আলাইকুম।
ময়ূরপঙ্খী পালের নাও এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
লাকিলি আগামী শনিবার ময়ূরপঙ্খী এভেলেবে আছে এবং আপনাদের জন্য থাকছে এক বিশেষ ছাড়। যারা ভ্রমণে যেতে আগ্রহী তাদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
০১৭৯৬৫২৩৫১৬
মো: হানজালা
মেনেজার।

প্রাকৃতিক সৌন্দর্য।
10/10/2023

প্রাকৃতিক সৌন্দর্য।

08/10/2023

~ Wait for end 😄

সম্পূর্ণ কাঠের কারুকার্য দিয়ে চীন থেকে নকশা করে এনে বাংলাদেশে তৈরি করা আমাদের ময়ূরপঙ্খী পালের নামে এসেছিলেন বিক্রমপুরে...
08/10/2023

সম্পূর্ণ কাঠের কারুকার্য দিয়ে চীন থেকে নকশা করে এনে বাংলাদেশে তৈরি করা আমাদের ময়ূরপঙ্খী পালের নামে এসেছিলেন বিক্রমপুরে অতি পরিচিত ব্যক্তিবর্গ। গেস্টদের জন্য অপেক্ষায় ছিল শ্রীনগরে নৌকা ঘাটে। আমাদের অনুষ্ঠানের আয়োজন ছিলেন শ্রদ্ধেয় জাহাঙ্গীর সাহেব। তিনি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমাদের নৌকা ভ্রমণের এসেছিলেন তাদের মধ্যে শেখ মোহাম্মদ মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম সাহেব, মোহাম্মদ ওয়াহিদুর রহমান (জিল্লু) শ্রীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয়ভাজন সিজুয়ে কিন্টার গার্ডেনের অধ্যাপক লতিফ স্যার সহ আরোও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ-নাম গুলো জানা নেই বলে লিখতে পারলাম না ।ক্ষমা চোখে দেখবেন ,তবে বেশিরভাগই শিক্ষকমন্ডলী ছিলেন। সকালে ময়ূরপঙ্খী নৌকা উঠেই পরিচয় পর্ব তারপর সকালে ভুনা খিচুড়ি (থারা নিয়ে এসেছিলেন)খেয়ে শুরু হয়ে যায় সাংস্কৃতি অনুষ্ঠান, আমাদের পালের নাও যথারীতি চলতে শুরু করলো আড়িয়াল বিলে।কি অসাধারণ চমৎকার সুন্দর্য একবার না দেখলে বোঝার উপায় নেই, মনে হচ্ছিল এই এক অন্য জগতে আমরা এসেছি। যখন যার ইচ্ছে হচ্ছে চা কফি খাচ্ছে। ডানে বায়ে তাকালে মনে হয় প্রকৃতির কি সুন্দর্য এখানে লুকিয়ে আছে। যাই হোক দুপুরে খাবারের সময় চলে আসলো বিভিন্ন রকমের খাবার দিয়ে টেবিলটি সাজানো হয়েছে, এমন সুন্দর চোখ জুড়ানো একটি পরিবেশ। যার যে খাবার পছন্দ হচ্ছে তা সে নিজেই নিয়ে নিচ্ছে মনের মত করে। আসলে আমাদের এই নৌকায় না উঠলে আপনাদের বুঝিয়ে লিখতে পারবো না। আমাদের ময়ূরপঙ্খী পালের নাও টি দোতালা। অনেক ধরনের ব্যবস্থা আছে, বেড রুম, হাই কমোড সিস্টেম টয়লেট , নানা ধরনের খেলার সরঞ্জাম। ভীষণ আনন্দ ফুর্তি করে সন্ধ্যার সময় নেমে গেলেন আমাদের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ। ময়ূরপঙ্খী পালের নাও পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমাদের সাথে যোগাযোগে: ০১৭৯৬৫২৩৫১৩,০১৭৯৬৫২৩৫১৬

বৃষ্টির মৌসুমে নদী ভ্রমণ
06/10/2023

বৃষ্টির মৌসুমে নদী ভ্রমণ

ইনশাআল্লাহ সকল সমস্যা মোকাবেলার ক্ষমতা রাখে আমাদের ময়ূরপঙ্খী পালের নাও।
04/10/2023

ইনশাআল্লাহ সকল সমস্যা মোকাবেলার ক্ষমতা রাখে আমাদের ময়ূরপঙ্খী পালের নাও।

03/10/2023

Fishing 🎣

হ্যালো বন্ধু...! আসুন, সবাই একটি দিনের জন্য হৈ-হুল্লোড় করি...  #ময়ূরপঙ্খী নৌকায় ঘুরে ঘুরে দেখি.... ভরা বর্ষায় দুকুল ছ...
03/10/2023

হ্যালো বন্ধু...!
আসুন, সবাই একটি দিনের জন্য হৈ-হুল্লোড় করি...
#ময়ূরপঙ্খী নৌকায় ঘুরে ঘুরে দেখি....
ভরা বর্ষায় দুকুল ছাপানো বিল আর নদী...
দেখি #বাংলার_রূপ...!!

অক্টোবরের প্রথম দিন।শ্রীনগরের সুপরিচিত মুখগুলো। ভ্রমণ শুরু হয়েছিল শ্রীনগর বাজার ঘাট থেকে এবং শেষ এখানেই। গন্তব্য ছিলো ক...
02/10/2023

অক্টোবরের প্রথম দিন।
শ্রীনগরের সুপরিচিত মুখগুলো।
ভ্রমণ শুরু হয়েছিল শ্রীনগর বাজার ঘাট থেকে এবং শেষ এখানেই।
গন্তব্য ছিলো কলাকোবা বান্দুরা।

01/10/2023

গতকাল রাতে আমাদের ময়ূরপঙ্খীর মালিক মি: শাহে আলম স্যার এবং ঢাকা থেকে আগত তার বন্ধুগন পরিবার সহ এসেছিলেন। এই ভ্রমণটি স্পেশাল একটি ভ্রমণ ছিলো। রাতে ডিনারের ব্যবস্থাও করা হয়েছিলো।
জোসনা রাতে ভ্রমণের আনন্দটাই আলাদা।

আসসালামু আলাইকুম। ময়ূরপঙ্খী পালের নাও এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। এই ছবি তে আমি হানজালা ছাড়া যাদের দেখছেন তারা আ...
01/10/2023

আসসালামু আলাইকুম। ময়ূরপঙ্খী পালের নাও এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা।

এই ছবি তে আমি হানজালা ছাড়া যাদের দেখছেন তারা আজ দীর্ঘ ৯ থেকে ১৫ বছর যাবত ময়ূরপঙ্খী সাথে আছেন, আপনাদের সার্ভিস দিচ্ছেন। তাদের ময়ূরপঙ্খী পালের নাও এর পিতা মাতাও বলতে পারেন। যারা আমাদের সাথে ভ্রমণে অংশগ্রহণ করেছেন তারা জানেন ওনাদের আন্তরিকতা ব্যাপারে। আজ অব্দি কখনো দেখিনি তাদের ব্যাপারে কোন প্রকার অভিযোগ দিয়েছে কেউ। আফজাল ভাই, জামাল ভাই, কাশেম ভাই কে আমার এবং জাবা ট্যুরের পক্ষে থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে ওনাদের ঋণ পরিশোধ করা যাবে না।
আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন বাকি দিনগুলো তাদের সাথে এভাবেই হাসি মুখে কাটাতে পারি।

Japanese guest came to visit Ariyal Beel
01/10/2023

Japanese guest came to visit Ariyal Beel

29/09/2023

If you have the eyes for it, you can appreciate this beauty.

Birthday celebration in our PALER NAO
29/09/2023

Birthday celebration in our PALER NAO

29/09/2023

Let's go....

২৭-০৯-২০২৩ মাননীয় প্রধানমন্ত্রীর এ পি এস এবং প্রেস ক্লাবের সাংবাদিক ইমতিয়াজ ভাই সহ আরও অনেকে আজ আমাদের ভ্রমণের অংশ গ্রহ...
27/09/2023

২৭-০৯-২০২৩
মাননীয় প্রধানমন্ত্রীর এ পি এস এবং প্রেস ক্লাবের সাংবাদিক ইমতিয়াজ ভাই সহ আরও অনেকে আজ আমাদের ভ্রমণের অংশ গ্রহণ করেছেন। তারা খুব আনন্দিত হয়েছে আমাদের সার্ভিসে। ভালো লাগার বিষয় হলো আজ আবহাওয়া দেখার মতো ছিল। খুব সুন্দর ভাবে আজকের ভ্রমণ শেষ হয়েছে।

ইমতিয়াজ ভাই সহ সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

25/09/2023

আসসালামু আলাইকুম। জাবা ট্যুর ময়ূরপঙ্খী পালের নাও এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আড়িয়ার বিল এর পানি কমতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভ্রমণ উপযোগী পানি থাকবে। যারা এখনো আড়িয়াল বিল ভ্রমণ করেন নি বা আড়িয়াল বিলের সৌন্দর্য উপভোগ করেননি তাদের জন্য ভ্রমণের এখনি উপযুক্ত সময়। দেড়ি না করে এখনি আপনার বুকিং কনফার্ম করুন।

০১৭৯৬৫২৩৫১৬
মো: হানজালা
ম্যানেজার।

21/09/2023

Fun time🥰

21/09/2023

They are enjoying today's cruise.

17/09/2023

কিছুদিনের মধ্যে আড়িয়াল বিলের পানি কমে যাবে।
যারা এখনো আড়িয়াল বিল ভ্রমণ করেননি
বা আড়িয়াল বিল ভ্রমণ করতে ইচ্ছুক
এখনি বুকিং কনফার্ম করুন।

যোগাযোগ : ০১৭৯৬৫২৩৫১৬

আমাদের মুন্সিগঞ্জের সম্মানীয় ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট , এসি লেন্ড এবং তাদের পরিবার সহ ময়ূরপঙ্খীতে করে ঘুরে গেলেন আলিয়...
17/09/2023

আমাদের মুন্সিগঞ্জের সম্মানীয় ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট , এসি লেন্ড এবং তাদের পরিবার সহ ময়ূরপঙ্খীতে করে ঘুরে গেলেন আলিয়াল বিল।

১৫-০৯-২০২৩ নৌ- ভ্রমণ
15/09/2023

১৫-০৯-২০২৩
নৌ- ভ্রমণ

13/09/2023

সন্ধ্যায় আড়িয়াল বিলের ঠিক মাঝখানটাতে ময়ূরপঙ্খী কে ভিড়িয়ে নিষ্পাপ আনন্দ। পাশাপাশি আমাদের এমডি স্যার এর মনমুগ্ধকর গান।
Shahe Alam

১২-০৯-২০২৩ TBN24 Television Ltd যা কিনা আমেরিকার খুব পপুলার টিভি চ্যানেল। আজ আমাদের সাথে ছিলেন TBN24 চ্যানেল এর সিনিয়র ...
12/09/2023

১২-০৯-২০২৩
TBN24 Television Ltd যা কিনা আমেরিকার খুব পপুলার টিভি চ্যানেল। আজ আমাদের সাথে ছিলেন TBN24 চ্যানেল এর সিনিয়র এমপ্লয়ি এবং তার পরিবার।

০৯-০৯-২০২৩ আরিফ ভাই(স্যার এর ভাগিনা) সৌদি প্রবাসী। ১৫ বছর পর আজ আবার সেই চিরচেনা ময়ূরপঙ্খীর সাথে ভ্রমণে এসেছিলেন। তার প...
09/09/2023

০৯-০৯-২০২৩
আরিফ ভাই(স্যার এর ভাগিনা) সৌদি প্রবাসী।
১৫ বছর পর আজ আবার সেই চিরচেনা ময়ূরপঙ্খীর সাথে ভ্রমণে এসেছিলেন। তার পরিচালনায় আজকের ভ্রমনটি বেশ ভালো কেটেছে। সাথে আর তার কলেজ লাইফের ফ্রেন্ডস। এখানে অনেকেই ছিলেন যারা এর আগেও আমাদের সাথে ভ্রমণে গিয়েছেন। আজ আমাদের গন্তব্য ছিলো ষোলঘর সামসাবাদ থেকে কলাকোপা বান্দুরা নবাবগঞ্জ।

আজকের ভ্রমণটি খুব স্পেশাল ছিল। স্পেশাল হবার বেশ কিছু কারনও আছে। আজকের গেস্টদের মধ্যে  ছিল জজ, এডভোকেট, টিচার, ব্যাংক মেন...
08/09/2023

আজকের ভ্রমণটি খুব স্পেশাল ছিল। স্পেশাল হবার বেশ কিছু কারনও আছে। আজকের গেস্টদের মধ্যে ছিল জজ, এডভোকেট, টিচার, ব্যাংক মেনেজার এবং সরকারি চাকরিজীবী। আজকের ভ্রমণ তারা ১ মাস আগে থেকেই কনফার্ম করে রেখেছিলেন কারন যে যার দিক থেকে বেশ ব্যস্ত সময় কাটান । এখানে কয়েকজন এসেছেন খুলনা, যশোর থেকে শুধু মাত্র আজকের ভ্রমণে অংশগ্রহণ করার জন্য। সব থেকে মজার বিষয় হচ্ছে এক ভাইয়ের আজ জন্মদিন ছিলো এবং তার অজান্তেই আজ তার জন্য কেকসহ অন্যান্য আয়োজন করা হয়েছে। সবশেষে বলা চলে আজকের ভ্রমণটা স্পেশাল একটি ভ্রমণ ছিল।

08/09/2023
ডক্টরস, এডভোকেট, সরকারি কর্মচারী, ব্যাংকার বিভিন্ন পেশার লোকজন ছিলেন গতকাল নৌ- ভ্রমণ।ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, গান এবং স...
08/09/2023

ডক্টরস, এডভোকেট, সরকারি কর্মচারী, ব্যাংকার
বিভিন্ন পেশার লোকজন ছিলেন গতকাল নৌ- ভ্রমণ।
ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, গান এবং সবাইকে ফুল দিয়ে ওয়েলকাম করা। আরও ছিলো সকলের জন্য আকর্ষণীয় পুরস্কার।

০৬-০৯-২০২৩ আজ আমাদের সাথে নৌ- ভ্রমণে অংশগ্রহণ করেছে ঢাকা ইমপিরিয়াল কলেজের সকল শিক্ষকবৃন্দ। সকালের নাস্তা, পদ্মার সচ্ছ পা...
06/09/2023

০৬-০৯-২০২৩
আজ আমাদের সাথে নৌ- ভ্রমণে অংশগ্রহণ করেছে ঢাকা ইমপিরিয়াল কলেজের সকল শিক্ষকবৃন্দ।
সকালের নাস্তা, পদ্মার সচ্ছ পানিতে গোসল, দুপুরের খাবার, বিকেলে আরিয়াল বিল ভ্রমণ সবটাই ছিলো আজকের ভ্রমণের অংশ। আমাদের আজকের গেস্ট আমাদের অন্তরিকতায় খুবি খুশি হয়েছে এবং পরিকল্পনা করছেন পরিবার নিয়ে আসবেন আবার নৌ- ভ্রমণে।

Address

House No # 30 (Flat 3B), Road No # 18, Block # A, Banani, Dhaka/
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when River Cruise in Bangladesh - ময়ূরপঙ্খী পালের নাও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to River Cruise in Bangladesh - ময়ূরপঙ্খী পালের নাও:

Videos

Share

Nearby travel agencies